Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

बाढ़ से प्रभावित बच्चों की पढ़ाई वापस शुरू कराने के लिए बीडीओ ने क्लास लिए

PDPradyut Das
Oct 14, 2025 04:18:55
Jalpaiguri, West Bengal
সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোনিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লাস নেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো বই-খাতা পেন্সিল, কলম ইত্যাদি। বন্যার তাণ্ডবে ঘরে জল ঢুকেছে। বই খাতা ভেসে গেছে তিস্তার জলে। পড়াশোনা বন্ধ হয়ে আছে। প্রকৃতির খামখেয়ালী গ্রাস করেছে জীবনের স্বাভাবিক ছন্দ।তাই জলপাইগুড়ি ব্লক প্রশাসনের প্রচেষ্টায় শিশুদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা হচ্ছে।* দুর্গত পড়ুয়াদের পড়ালেন খোদ বিডিও। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোনিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লাস নেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। সেখানে বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা ছিল। বিডিও বলেন, বন্যার কারণে এলাকার বাসিন্দাদের বাড়িতে তিস্তার জল ঢুকে যায়। এখন জল নামলেও ঘরদোর লন্ডভন্ড। অনেকের বইখাতা জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে বই পেলেও অনেকের পড়ায় মন নেই। কারণে দুর্গত এলাকার ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সেকারণে আমি নিজেই সময় করে ক্লাস নিচ্ছি। যতদিন না স্কুল খুলছে, আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে। আজ জলপাইগুড়ির পাতকাটা পঞ্চায়েতের ডোডালিয়াপাড়ায় পড়ুয়াদের ক্লাস নেবেন বিডিও।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMAshok Manna
Oct 14, 2025 06:54:06
Kolkata, West Bengal:আকড়া স্টেশন রোডের বেহাল দশার কারণে স্থানীয় মানুষের ক্ষোভ দীর্ঘ দিনের এবং অতি বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়েছিল সমগ্র এলাকা, আমাদের সংবাদেও সম্প্রচারিত হয়েছিল সেই খবর,তাই সাধারণ পথচলতি মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশ মহেশতলা পৌরসভার উদ্যোগে বজবজ ট্রাঙ্ক রোড থেকে শুরু করে রবীন্দ্রনগর থানা পর্যন্ত পেপার ব্লকের রাস্তা তৈরীর কাজ শুরু হল এমন কি যে যে জায়গায় ড্রেনের প্রয়োজন সেখানে ড্রেন করে দেওয়া হবে বলে জানান আবু তালেব মোল্লা ও কাউন্সিলর গোপাল সাহা । এছাড়া ও নিকাশি ব্যবস্থায় ড্রেনেজ এবং স্থায়ী সমস্যা সমাধানে খাল সংস্কারের পরিকল্পনা আছে বলে জানান। তবে পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে স্থানীয় মানুষ আশা করছে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবে তারা।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Oct 14, 2025 06:52:17
Kolkata, West Bengal:ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে ১০ নভেম্বর পর্যন্ত কোনো পদক্ষেপ নয়. অর্জুনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, নির্দেশ বিচারপতি শম্পা দত্ত। ওই দিন মামলার শুনানি। সম্প্রতি নেপাল ইস্যুতে মন্তব্য করেছিলেন অর্জুন সিং। নেপালের মতো বাংলাতেও গণঅভুত্থান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিং। তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে ১০টির বেশি এফআইআর দায়ের হয়। শুধু তাই নয়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ইস্যুতে এপর্যন্ত মোট ৫৬টি মামলা দায়ের হয়েছে। ওই সমস্ত এফআইআরের কে চ্যালেঞ্জ করে এবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন.
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 14, 2025 06:51:31
Ranaghat, West Bengal:আধুনিক যুগেও রয়েছে মাটির প্রদীপের চাহিদা, রংবেরঙের মাটির প্রদীপ হার মানাচ্ছে বৈদ্যুতিক আলোকসজ্জাকে. শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় সুদর্শন প্রদীপ মন কাড়ছে ক্রেতাদের. কালীপুজো আসতেই নদিয়ার প্রতিটি কুমোর পাড়ার শিল্পিরা ব্যস্ত হয় মাটির প্রদীপ তৈরির কাজে. ইলেকট্রিক টুনি লাইট কিংবা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক রংবেরঙের লাইট এই আধুনিক যুগে থাকা সত্ত্বেও মাটির প্রদীপের চাহিদা এক বিন্দু কমেনি বলে দাবি করছেন নদিয়ার মৃৎ শিল্পীরা. শিল্পীদের কথায়, যতই অত্যাধুনিক বৈদ্যুতিক লাইট তৈরি হোক না কেন প্রতিটি গৃহস্থ বাড়িতে মাটির প্রদীপের বিকল্প কিছু নেই. মাটির প্রদীপে রয়েছে এখনো সে সাবিকির ছোঁয়া, যা খুঁজে পাওয়া যাবে না বৈদ্যুতিক আলোতে. এবছর দীপাবলি উৎসব উপলক্ষে নদিয়ার প্রদীপ শিল্পীরা বিভিন্ন ধরনের প্রদীপে কারুকার্য তুলে ধরে তাক লাগিয়ে দিয়েছেন ক্রেতাদের মধ্যে. এবছর প্রায় প্রায় ২০ থেকে ৩০ রকমের প্রদীপ তৈরি করেছেন. যেমন ঝুলন্ত প্রদীপ, রংবেরঙের প্রদীপ, এছাড়াও ঝাড়বাতি প্রদীপ মন কেড়েছে ক্রেতাদের মধ্যে. বেড়েছে বিক্রির সংখ্যাও. বেশিরভাগ শিল্পীরা জানাচ্ছেন, কেউ বংশ পরম্পরায়, কেউ বা আবার ৫০ বছর ধরে তৈরি করে আসছেন এই মাটির প্রদীপ. একটা সময় বৈদ্যুতিক আলো বাজারজাত হওয়ার পর মুখ থুবড়ে পড়েছিল মাটির প্রদীপ, বেশ কিছু বছরের মধ্যেই আবার ঘুরে দাঁড়িয়েছে এই দীপ. কারণ দীপাবলিতে মানুষের অন্ধকার জীবনকে ঘোচাতে মাটির প্রদীপের বিকল্প কিছু নেই, তাই এখনো মাটির প্রদীপের উপর ঝোক রয়েছে ক্রেতাদের. আর মাত্র সময়ের অপেক্ষা, দীপাবলিতে প্রত্যেকের ঘরে ঘরে জ্বলবে আলোর রশ্মী, আতশবাজির পাশাপাশি প্রদীপের আলোতেও উজ্জ্বল হয়ে উঠবে প্রত্যেকের ঘর. ব্যবসায়ী সুদীপ পাল বলেন এখনি যা প্রদীপের চাহিদা, পুজোর মধ্যে প্রদীপ দিতে পারব কিনা সন্দেহ রয়েছে! আমাদের হাতে তৈরি প্রদীপ পাড়ি দেয় কলকাতা সহ বিভিন্ন জায়গায়.
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 14, 2025 06:51:06
Ranaghat, West Bengal:*আধুনিক যুগেও রয়েছে মাটির প্রদীপের চাহিদা, রংবেরঙের মাটির প্রদীপ হার মানাচ্ছে বৈদ্যুতিক আলোকসজ্জাকে* শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় সুদর্শন প্রদীপ মন কাড়ছে ক্রেতাদের।কালীপুজো আসতেই নদিয়ার প্রতিটি কুমোর পাড়ার শিল্পিরা ব্যস্ত হয় মাটির প্রদীপ তৈরির কাজে। ইলেকট্রিক টুনি লাইট কিংবা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক রংবেরঙের লাইট এই আধুনিক যুগে থাকা সত্ত্বেও মাটির প্রদীপের চাহিদা এক বিন্দু কমেনি বলে দাবি করছেন নদিয়ার মৃৎ শিল্পীরা । শিল্পীদের কথায়, যতই অত্যাধুনিক বৈদ্যুতিক লাইট তৈরি হোক না কেন প্রতিটি গৃহস্থ বাড়িতে মাটির প্রদীপের বিকল্প কিছু নেই। মাটির প্রদীপে রয়েছে এখনো সে সাবিকির ছোঁয়া, যা খুঁজে পাওয়া যাবে না বৈদ্যুতিক আলোতে। এবছর দীপাবলি উৎসব উপলক্ষে নদিয়ার প্রদীপ শিল্পীরা বিভিন্ন ধরনের প্রদীপে কারুকার্য তুলে ধরে তাক লাগিয়ে দিয়েছেন ক্রেতাদের মধ্যে। এবছর প্রায় প্রায় ২০ থেকে ৩০ রকমের প্রদীপ তৈরি করেছেন। যেমন ঝুলন্ত প্রদীপ, রংবেরঙের প্রদীপ, এছাড়াও ঝাড়বাতি প্রদীপ মন কেড়েছে ক্রেতাদের মধ্যে। বেড়েছে বিক্রির সংখ্যা। বেশিরভাগ শিল্পীরা জানাচ্ছেন, কেউ বংশ পরম্পরায়, কেউ বা আবার ৫০ বছর ধরে তৈরি করে আসছেন এই মাটির প্রদীপ। একটা সময় বৈদ্যুতিক আলো বাজারজাত হওয়ার পর মুখ থ bubড়ে পড়েছিল মাটির প্রদীপ, বেশ কিছু বছরের মধ্যেই আবার ঘুরে দাঁড়িয়ে এসেছে এই দীপ। কারণ দীপাবলিতে মানুষের অন্ধকার জীবনকে ঘোচাতে মাটির প্রদীপের বিকল্প কিছু নেই, তাই এখনো মাটির প্রদীপের উপর ঝোক রয়েছে ক্রেতাদের। আর মাত্র সময়ের অপেক্ষা, দীপাবলিতে প্রত্যেকের ঘরে ঘরে জ্বলবে আলোর রশ্মী, আতশবাজির পাশাপাশি প্রদীপের আলোতেও উজ্জ্বল হয়ে উঠবে প্রত্যেকের ঘর। ব্যবসায়ী সুদীপ পাল বলেন এখনি যা প্রদীপের চাহিদা ,পুজোর মধ্যে প্রদীপ দিতে পারব কিনা সন্দেহ রয়েছে! আমাদের হাতে তৈরি প্রদীপ পাড়ি দেয় কলকাতা সহ বিভিন্ন জায়গায়।
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 14, 2025 06:49:51
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুর, ১৪ অক্টোবরঃ একের পর এক অতিবৃষ্টিতে নষ্ট হয়েছিল ফুলের গাছ। বিঘার পর বিঘা জমির গাঁদা ফুল জলে পচে যাওয়ায় হতাশায় ভুগছিলেন দক্ষিণ দিনাজপুরের ফুলচাষিরা। কিন্তু এখন সেই হতাশার জায়গায় এসেছে আশার আলো। যেসব গাছ বাঁচানো সম্ভব হয়েছিল, সেই গাছেই ফুটেছে লক্ষ্মীলাভের সম্ভাবনা। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি গাঁদা ফুল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা পেরিয়ে সামনে কালীপূজা ও ছটপূজা—এই ধারাবাহিক উৎসব মরশুমে ফুলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। স্থানীয় চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। অনেকের মতে, এই অতিরিক্ত চাহিদা সামাল দিতে বাইরের জেলা থেকেও ফুল আনতে হবে।অন্যান্য বছরে এই সময় গাঁদা ফুলের ভরা মরসুমে পাইকারি দরে ফুল বিক্রি হতো কেজিপিছু ১২ থেকে ১৫ টাকায়। কিন্তু এবার উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে প্রায় সাতগুণ। ফলে কম উৎপাদন হলেও লাভের মুখ দেখছেন চাষিরা। চাষিরা জানিয়েছেন, এক বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করতে খরচ হয় গড়ে ১০ থেকে ১২ হাজার টাকা। নিজেদের পরিশ্রমে করলে খরচ কিছুটা কমে যায়। খরচ বাদ দিয়েও প্রতি বিঘায় প্রায় ৮ থেকে ১০ হাজার টাকার লাভ হচ্ছে। তবুও অবশ্য কিছুটা মন খারাপ কৃষকদের। কারণ, একটানা বৃষ্টিতে যদি আরও কিছু গাছ রক্ষা করা যেত, তাহলে এবারের উৎসব মরশুমে আরও বেশি লাভের মুখ দেখা যেত বলে মত তাঁদের। এখন মাঠে ফুল তুলতেই সময় নেই—পাইকারি ব্যবসায়ীরা খেত থেকেই ফুল কিনে নিচ্ছেন। সব মিলিয়ে, চাষিদের মুখে ফের হাসি ফিরেছে—বৃষ্টিতে হারানো ক্ষতি পুষিয়ে নিতে গাঁদা ফুলই যেন এনে দিয়েছে নতুন আশার আলো।
3
comment0
Report
DSDIBYENDU SARKAR
Oct 14, 2025 05:01:53
Arambag, West Bengal:আরামবাগঃ১৪ অক্টোবর ------------------------------------------------------------------------ এবার বাস বন্ধের পক্ষে বাসে বাসে পোস্টার দেওয়া শুরু করল বাস এসোসিয়েশন ও মালিক পক্ষ।আগামী ১৫ অক্টোবর থেকেই বাস তারা আর চালাবে না।তাই আগাম সতর্ক করার উদ্দেশ্যে ও যাত্রী সাধারণ কে জানান দিতেই এই পদক্ষেপ নিল বাস মালিক পক্ষ।উল্লেখ্য যে আরামবাগ মহকুমার সব কটি বাস এসোসিয়েশন এক যোগে এই সিদ্ধান্তই নিয়েছে। আর যাতে তারা কোন অসুবিধার মধ্যে না পড়েন তার জন্য আগে ভাগে এই সতর্ক করা হচ্ছে।তার পাশাপাশি তারা যাত্রী সাধারণের কাছে সহযোগিতার আবেদনও রাখছেন পোস্টারের মাধ্যমে। মূলত আরামবাগ তথা দক্ষিণ বঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক "রামকৃষ্ণ সেতু" এর ওপর ফিয়ে আপাতত ভারী যান চলাচল বন্ধ।তার জন্য হাইট বারও লাগানো হয়েছে।তাই গত ১৩ অগাস্ট থেকে পুরোপুরি বাস চলাচল বন্ধ। উল্লেখ্য যে,এই মহকুমার ওপর দিয়ে সাত আট টি জেলার বাস চলে।তিন শতাধিক বাস চলে।অথচ সেতুর কাজ একেবারেই ধীর।মাঝে কয়েক দিন বন্ধ থাকার পর গত কাল অর্থাৎ রবিবার রাত থেকে কাজ শুরু হয়েছে।কবে এর কাজ সম্পন্ন হবে তার কোন নিশ্চয়তা নেই ফলে বাস মালিকেরা প্রভূত ক্ষতির সম্মূখীন হচ্ছেন। তাদের পথে বসতে হবে।তাই বাধ্য হয়েই তারা বাদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন ও পোস্টার দিচ্ছেন বাসে বাসে।আর এর জন্য প্রশাসন কেই দায়ি করছেন তারা。
0
comment0
Report
ABArup Basak
Oct 14, 2025 05:01:37
Mal Bazar, West Bengal:মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া এলাকায় আবারও তৃণমূল কংগ্রেসে ভাঙন... গতকাল রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিল কয়েকটি পরিবার。 এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির নেতা ও পঞ্চায়েত সদস্য মজনুল হক, জেলা নেতা জগবন্ধু রায়, বুথ সভাপতি রুমাল রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। নতুনভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন — বিষ্ণু বর্মন, মনিকা বর্মন, রাজেন্দর রায় কায়েত, অজিত রায় সহ একাধিক তৃণমূল কর্মী ও সমর্থক。 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুলবুল আলম, রবি ভূজেল, কিরণ রায়, হামিদুল ইসলাম, দিজেন রায়, ভগীরথ রায়, নিরন রায় কায়েত, মোহাম্মদ রকি, মোহাম্মদ বকুল ইসলাম সহ বহু বিজেপি নেতা ও কর্মী。 দক্ষিণ ধুপঝোড়া জুড়ে এখন যেন একটাই হাওয়া — “তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান!” লাগাতার যোগদান সভার মাধ্যমে বিজেপি এখন মাঠে নেমে তৈরি করছে নতুন উদ্যম, নতুন সংগঠন, আর সাধারণ মানুষের মধ্যে জাগাচ্ছে নতুন আশার আলো。 বিজেপি নেতা মজনুল হক বলেন মাঝে মধ্যেই আমাদের এলাকার বিভিন্ন জায়গায় তৃনমুল থেকে বিজেপিতে যোগদান করছে। তৃণমুল দুর্নিতি দেখে কেউ আর তৃণমুলে থাকতে চাইছে না। আগামিতে আরো যোগদানের কর্ম সুচি রয়েছে। তবে তৃণমূল এর দাবি তারা কেউ না。 বাইট ১) জলপাইগুড়ি জেলা বিজেপির নেতা ও পঞ্চায়েত সদস্য মজনুল হক。 ২) যোগদানকারি বিষ্ণু বর্মন, মনিকা বর্মন。
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 14, 2025 04:19:11
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতির জেরে ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ।পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ পুরুলিয়ার হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর করা এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হয়েছে ৯৪ জন ইন্টার্ন। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও নিজেদের দাবিতে অনড় রয়েছেন ইন্টার্নরা। পুরুলিয়া গভर्मেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়াড়া এই দুটি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ বিভক্ত রয়েছে । দুটি ক্যাম্পাসে দুরত্ব প্রায় ৬ কিমি । ফলে প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা করা এবং ডাক্তারি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ইন্টার্নদের এবং চিকিৎসকদের । রয়েছে রাত্রি বেলায় যাত্রায় নিরাপত্তাজনিত সমস্যাও । তাই সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে আন্দোলনে সামিল হলেন ডাক্তারি পড়ুয়ারা। যদিও শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ইন্টার্নদের কর্মবিরতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ। বাইট: ১) তুহীন চক্রবর্তী (ডাক্তারি ইন্টার্ন) ২) সব্যসাচী দাস (অধ্যক্ষ)
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 14, 2025 04:07:28
Baruipur, West Bengal:ব্যবসায়িক ঈর্ষা থেকেই নৃশংস হত্যা — বারুইপুরে জামাইবাবুর হাতে খুন শ্যালক! গ্রেফতার চার বারুইপুরঃ বারুইপুরের বেগমপুরে নৃশংস হত্যাকাণ্ড। মৃত যুবকের নাম শান্ত মন্ডল। দশমীর রাতে নিজের জামাইবাবুর ডাকে বেরিয়ে গিয়ে আর ফেরা হল না এই যুবকের। নয় দিন পর পুলিশের বিশেষ টিম গ্রেফতার করল মূল চক্রী জামাইবাবু দেবব্রত পাত্রসহ আরও তিনজনকে। ধৃত দেবব্রতের বাড়ি বারুইপুরের বেলেগাছিতে। বাকি অভিযুক্তরা মিনাজুল পাইক, জসিমুদ্দিন লস্কর এবং অটো চালক হাফিজুল মোল্লা。 পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিল শান্ত মন্ডল। জমজমাট ব্যবসা, নিয়মিত সোনার চেন এবং টাকার জোর—এসবই ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় জামাইবাবু দেবব্রতের কাছে। কারণ, তিনিও বেঙ্গালুরুতে খাবার ডেলিভারির কাজ করলেও ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়ে। ব্যর্থতার হতাশা আর আত্মীয়ের সাফল্য মিলে মাথা গরম হয়ে ওঠে দেবব্রতের। এরপরই খুনের ছক। দশমীর দিন ফোন করে শান্তকে ডেকে আনে দেবব্রত। হাফিজুলের অটোতে তোলে তাকে। সঙ্গে ছিল মিনাজুল ও জসিমুদ্দিন। প্রথমে সবাই মিলে যায় বাসন্তীতে। সেখানে মদ খাওয়া এবং পরিকল্পনার চূড়ান্ত রূপ। গভীর রাতে শান্তকে নিয়ে ফেরা হয় বেগমপুর সাট কলোনির নির্জন এলাকায়। সেখানে ফের মদ্যপান করিয়ে হঠাৎই এক ধারালো কাটারি দিয়ে আক্রমণ। গলার নলি কেটে খুন করা হয় শান্তকে。 একাদশীর দিন রাস্তার ধারে পড়ে থাকে রক্তাক্ত দেহ। তদন্তে নেমে পুলিশ হাতে পає তথ্যপ্রমাণ। গ্রেফতার করে চারজনকেই। বাজেয়াপ্ত হয় খুনের অটো। এখন খোঁজ চলছে সেই কাটারিটির, যা খুনের জন্য বিশেষভাবে কামারের কাছ থেকে কিনেছিল অভিযুক্ত দেবব্রত। পারিবারিক সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা ব্যবসায়িক হিংসাই শেষমেশ কেড়ে নিল এক যুবকের প্রাণ। বারুইপুরবাসী স্তব্ধ এই নির্মম ঘটনায়。
0
comment0
Report
Advertisement
Back to top