Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

विश्व मानसिक स्वास्थ्य दिवस के अवसर पर हावड़ा में मानसिक स्वास्थ्य जागरूकता का विशेष कार्यक्रम

DGDebabrata Ghosh
Nov 07, 2025 09:20:15
Howrah, West Bengal
ওয়ার্ল্ড মেন্টাল ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর কর্মসূচি।পরিচালনায় জয়প্রকাশ ইনস্টিটিউট অফ স্যোশাল চেঞ্জ।সহযোগীতায় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন হাওড়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বিশিষ্টজনেরা।কিভাবে মানসিক স্বাস্থ্য ঠিক রেখে এগোনো যায় সেসম্পর্কে বক্তব্য রাখেন তারা।অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েরা নৃত্যানুষ্ঠানে অংশ নেয়।হাওড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন চন্দ্রিমা চক্রবর্তী বলেন সন্তানদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে অভিবাবকদের ভূমিকা অত্যন্ত জরুরী।হাওড়া জেলা স্কুল পরিদর্শক ডঃ আশাবুল করিম বলেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের কাজের একটি অংশ হলো মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো।এই কাজে তাদের সহযোগিতা করে আসছে জয়প্রকাশ ইনস্টিটিউট অফ স্যোশাল চেঞ্জ।২০২৩ সালে প্রতিষ্ঠান দশটি স্কুল নিয়ে কাজ শুরু করেছিলো।বর্তমানে ৫১ টি স্কুলে তারা কাজ করছে।ভবিষ্যতে আরো অনেক স্কুলে এই কাজ করা তাদের লক্ষ্য।সংস্থার অধ্যক্ষ জয়দেব মজুমদার বলেন মানসিক সমস্যা থাকলেও লোকলজ্জার ভয়ে অনেকেই তা বাইরে প্রকাশ করেননা।চিকিৎসা করানো কিংবা কাউন্সেলিং করাতে চাননা।তারা এবিষয়ে সচেতন করতে কাজ করে চলেছেন।ভালো সাড়া মিলছে।আজকের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অভিবাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।জীবনে উন্নতি করতে গেলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জরুরি এবং কিভাবে তা রাখা হবে তা বোঝানো হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে।
5
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Nov 07, 2025 11:13:40
Barrackpore, Kolkata, West Bengal:কর্তৃপক্ষ ও শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্স জুটমিলআপাতত বেকার হলো ৩৫০০ শ্রমিক গতকাল এক মিল শ্রমিককে মারধরের ঘটনার ভাটপাড়া থানা ঘেরাও করে মিল শ্রমিকেরা। এরপর থেকেই মিলের মধ্যে এই घटना নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এরপর গতকাল রাতে মিল কর্তৃপক্ষের তরফ থেকে সাসপেন্সন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় মিলের বাইরে।এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা প্রিয়াংকু পান্ডে জানান মিল কর্তৃপক্ষ পুরোপুরি তৃণমূলের মদতে চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জুট মিল বন্ধ এবার আস্তে আস্তে সমস্ত মিল বন্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান এটি শুধুমাত্র মিলের মধ্যে শ্রমিকদের অসন্তোষের জেরে মিলবন্ধ কিছুদিন পরে পুনরায় আবার মিল খুলে যাবে এখন বিষয় হল এই মিলে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে মিল যদি এভাবে বন্ধ থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 07, 2025 11:13:13
Barrackpore, Kolkata, West Bengal:কর্তৃপক্ষ ও শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্স জুটমিলআপাতত বেকার হলো ৩৫০০ শ্রমিক গতকাল এক মিল শ্রমিককে মারধরের ঘটনায় ভাটপাড়া থানা ঘেরাও করে মিল শ্রমিকেরা। এরপর থেকেই মিলের মধ্যে এই घटना নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এরপর গতকাল রাতে মিল কর্তৃপক্ষের তরফ থেকে সাসপেন্সন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় মিলের বাইরে।এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা প্রিয়াংকু পান্ডে জানান মিল কর্তৃপক্ষ পুরোপুরি তৃণমূলের মদতে চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জুট মিল বন্ধ এবার আস্তে আস্তে সমস্ত মিল বন্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান এটি শুধুমাত্র মিলের মধ্যে শ্রমিকদের অসন্তোষের জেরে মিলবন্ধ কিছুদিন পরে পুনরায় আবার মিল খুলে যাবে এখন বিষয় হল এই মিলে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে মিল যদি এভাবে বন্ধ থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে。
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 07, 2025 11:12:23
Kolkata, West Bengal:দমদমে বিজেপির বি এল এ ২ কে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। দমদম বিধানসভার ২২৯ নম্বর পার্ট-এ বি এ্যান্ড ও-র সাথে বেরিয়ে এস আই আর এর কাজের সময় বিজেপি বি এল এ ২-কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দমদম পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহার বিরুদ্ধে। বিজেপি কর্মীকে প্রাননাশের হুমকি সাথে সাথে তার বাড়ি ঘর ভাঙচুরের হুমকি দেওয়া হয়। এই অভিযোগ নিয়ে নাগেরবাজার থানার দারস্থ বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল বি এল ও-র সাথে এস আই আর-এর কাজে বেরোনোর সময় তাকে হুমকি দেয় স্থানীয় কাউন্সিলর জয়ন্তী সাহা। তার বাড়ি ঘর ভাঙ্গার এবং তাকে মহিলা দিয়ে মারধর করানোর হুমকি দেয় কাউন্সিলর নিজে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি ওই বিজেপি কর্মীকে চেনে না। তিনি গতকাল এস আই আর কাজের জন্য ওয়ার অফিসে ছিলেন। তার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছেন তিনি কি করছেন। ওরা একটা ফুটেজ দেখাক। সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করা হয়েছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 07, 2025 11:11:43
Dihierench, West Bengal:ময়নার বিজেপির গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ, বিজেপির অভিযোগ রাজনৈতিক কারণে বন্ধ রেখেছে। তৃণমূলের সাফাই খুব দ্রুতই চালু হবে। ২৬ শে নির্বাচনের আগে এমন অভিযোগে সরগরম রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিকভাবে উত্তপ্ত কখনোবা সংঘর্ষ নাম উঠে এসেছে ময়নার বাকচা এবং গোজিনা গ্রাম পঞ্চায়েত। গত গ্রাম পঞ্চায়েত ভোটে এই দুটি অঞ্চল বিজেপি দখল করে। বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের সদস্য অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েত হওয়া জন্য এই দুটি গ্রাম পঞ্চায়েতে লক্ষীর ভাণ্ডার বন্ধ। বেশ কয়েক মাস ধরে লক্ষীর ভাণ্ডারের থেকে বঞ্চিত সমস্ত এলাকায় মহিলারা। বারবার প্রশাসনকে জানিয়ে কোন সূরাও হয়নি। আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্বরা। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা সেখ শাহজাহান আলী বলেন শুধু বাকচা এবং গোজিনা অঞ্চলের মহিলাদের সাথে সাথে বেশ কিছু অঞ্চলেরও মহিলাদের কয়েকজনের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না বলে অভিযোগ এসেছে। বিষয়টি বিডিও এবং জেলাশাসক এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা হয়েছে খুব দ্রুত বন্ধ হয়ে থাকা লক্ষ্মীর ভান্ডার পরিষেবা চালু হবে। বাইট সোনালী মিশ্র লক্ষ্মীর ভান্ডার গ্রাহক মিনু ঘোড়াই লক্ষ্মীর ভান্ডার গ্রাহক মমতা করন মন্ডল লক্ষ্মীর ভান্ডার গ্রাহক সম্রাট সামন্ত বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেতা । উত্তম সিং জেলা পরিষদের সদস্য এবং বিজেপি নেতা。 সেখ শাহজাহান আলী ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 07, 2025 10:15:27
Barrackpore, Kolkata, West Bengal:কর্তৃপক্ষ ও শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্স জুটমিলআপাতত বেকার হলো ৩৫০০ শ্রমিক গতকাল এক মিল শ্রমিককে মারধরের ঘটনায় ভাটপাড়া থানা ঘেরাও করে মিল শ্রমিকেরা। এরপর থেকেই মিলের মধ্যে এই ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এরপর গতকাল রাতে মিল কর্তৃপক্ষের তরফ থেকে সাসপেন্সন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় মিলের বাইরে।এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা প্রিয়াংকু পান্ডে জানান মিল কর্তৃপক্ষ পুরোপুরি তৃণমূলের মদতে চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জুট মিল বন্ধ এবার আস্তে আস্তে সমস্ত মিল বন্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান এটি শুধুমাত্র মিলের মধ্যে শ্রমিকদের অসন্তোষের জেরে মিলবন্ধ কিছুদিন পরে পুনরায় আবার মিল খুলে যাবে এখন বিষয় হল এই মিলে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে মিল যদি এভাবেই বন্ধ থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে। বাইট:-দেবজ্যোতি ঘোষ (ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান) বাইট:- প্রিয়াঙ্গু পান্ডে (ভাটপাড়া বিজেপি নেতা) বাইট:- মিল কর্মচারী
2
comment0
Report
KMKIRAN MANNA
Nov 07, 2025 10:01:49
Dihierench, West Bengal:*নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক জায়গায় ক্যাম্প করে চলেছে এসআইআর এর ফর্ম বিলি* পাঁশকুড়া গ্রাম পঞ্চায়েতের পলশা এলাকায় ৪৭ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই চলল এসআইআর ক্যাম্প, চেয়ার টেবিল পেতে এক জায়গায় বসেই ফর্ম বিলি করছে বি এল ও । ক্যাম্পে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করছেন সাধারণ মানুষজন। যেখানে নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা সেখানে এমন ছবি কেন উঠছে প্রশ্ন। যেখানে নির্বাচন কমিশন বারংবার জানিয়ে দিয়েছেন বাড়ি বাড়ি যাবেন বিএলও রা , সেখানে নির্বাচন কমিশনকে বুড়া আঙ্গুল দেখিয়ে কিভাবে এক জায়গায় ক্যাম্প করে এস আই আর এর ফর্ম বিলি হয় প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও বিজেপি বিএলএ-২ এর অভিযোগ,এস আই আর এর ক্যাম্পে তিনি যেতে পারেননি, তাঁর অভিযোগ শাসকদল তৃণমূলের অনেকেই ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন বলে অভিযোগ,তাই তিনি প্রান ভয়ে যেতে পারেননি এমনটাই জানান তিনি। বিএলও এর সাফাই ইন্টারনেট সমস্যার জন্যই এক জায়গায় ক্যাম্প করে ফর্ম বিলি করতে হচ্ছে। শ্যামল সেনাপতি বিএলও কেশাপাট তারক ব্যানার্জি বিজেপির কেশাপাট মন্ডল সভাপতি।2মিনিট। নিমাই চন্দ্র বেরা বিজেপি বিএলএ ২ সেক মিজানুর রহমান তৃণমূলের বিএলএ ২।3:34 সেঃ। শ্যামল সেনাপতি বিএলও কেশাপাট।4:39 সেকেন্ড। সেক আনোয়ার আলী, স্থানীয় বাসিন্দা, অভিযোগকারী।27 সেঃ
2
comment0
Report
BSBhabananda Singha
Nov 07, 2025 09:33:16
4
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 07, 2025 09:22:28
Howrah, West Bengal:মাস্ট এসাইনমেন্ট...... ওয়ার্ল্ড মেন্টাল ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর কর্মসূচি।পরিচালনায় জয়প্রকাশ ইনস্টিটিউট অফ স্যোশাল চেঞ্জ।সহযোগীতায় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন হাওড়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বিশিষ্টজনেরা।কিভাবে মানসিক স্বাস্থ্য ঠিক রেখে এগোনো যায় সেসম্পর্কে বক্তব্য রাখেন তারা।অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েরা নৃত্যানুষ্ঠানে অংশ নেয়।হাওড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন চন্দ্রিমা চক্রবর্তী বলেন সন্তানদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে অভিবাবকদের ভূমিকা অত্যন্ত জরুরী।হাওড়া জেলা স্কুল পরিদর্শক ডঃ আশাবুল করিম বলেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের কাজের একটি অংশ হলো মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো।এই কাজে তাদের সহযোগিতা করে আসছে জয়প্রকাশ ইনস্টিটিউট অফ স্যোশাল চেঞ্জ।২০২৩ সালে প্রতিষ্ঠান দশটি স্কুল নিয়ে কাজ শুরু করেছিলো।বর্তমানে ৫১ টি স্কুলে তারা কাজ করছে।ভবিষ্যতে আরো অনেক স্কুলে এই কাজ করা তাদের লক্ষ্য।সংস্থার অধ্যক্ষ জয়দেব মজুমদার বলেন মানসিক সমস্যা থাকলেও লোকলজ্জার ভয়ে অনেকেই তা বাইরে প্রকাশ করেননা।চিকিৎসা করানো কিংবা কাউন্সেলিং করাতে চাননা।তারা এবিষয়ে সচেতন করতে কাজ করে চলেছেন।ভালো সাড়া মিলছে।আজকের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অভিবাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।জীবনে উন্নতি করতে গেলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জরুরি এবং কিভাবে তা রাখতে হবে তা বোঝানো হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে। বাইট..১..চন্দ্রিমা চক্রবর্তী(চেয়ারপার্সন,চাইল্ড ওয়েলফেয়ার কমিটি,হাওড়া) ২..জয়দেব মজুমদার(অধ্যক্ষ,জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ) ৩..(ডucr আশাবুল করিম,জেলা স্কুল পরিদর্শক) 0711zg_hwh_awarness_r
5
comment0
Report
BSBhabananda Singha
Nov 07, 2025 09:20:28
Dinajpur, Rangpur Division:তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার দীর্ঘায়ু কামনায় পুজো অনুষ্ঠিত হলো রায়গঞ্জের ঐতিহাসিক বন্দর আদি কালীবাড়িতে। পুজোর আয়োজন করেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সাহা। এদিন উপস্থিত ছিলেন এলাকার বহু মহিলা সমর্থক। চৈতালী দেবী জানান, জনশ্রুতি আছে—এই প্রাচীন কালীমন্দিরে জন্মদিনে প্রার্থনা করলে শতায়ু লাভ হয়। সেই বিশ্বাস থেকেই সকলেই অভিষেকবাবুয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের কামনায় দেবীর আরাধনা করেন। তিনি বলেন, “অভিষেকবাবু যেন রাজ্যের মানুষের কল্যাণে আরও বহু বছর কাজ করে যেতে পারেন।”
4
comment0
Report
ABArup Basak
Nov 07, 2025 09:02:28
Mal Bazar, West Bengal:মালবাজার - বড়দীঘি রাস্তা পরিদর্শনে মন্ত্রী ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের。 মালবাজার- বড়দীঘি গামী দীর্ঘ ৯ কিলোমিটার বেহাল রাস্তা পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে এদিন পরিদর্শন করলেন area's বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। দীর্ঘদিন ধরেই এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা তৈরির দাবীতে দীর্ঘ আন্দোলনরত হয়েছেন এলাকাবাসী। পূর্ত দফতের টেন্ডার প্রক্রিয়া করা হলেও বিভিন্ন কারণে তা সম্পূর্ণ করা যায়নি。 obosheshে রাজ্য সারকারের পূর্ত বিভাগ কর্তৃক আনুমানিক ১৩.৪৭ কোটি টাকা ব্যয় এই রাস্তাটি তৈরি করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই রাস্তার তৈরীর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা রাস্তাটি পরিদর্শন করেছেন। দ্রুত কাজ শুরু হবে বলেও আশ্বাস মিলেছে মন্ত্রী সহ ইঞ্জিনিয়ারদের তরফে। লাটাগুড়ির বিকল্প সড়ক হিসাবেও ব্যবহিত হয় মালবাজার-বড়দিঘী পূর্ত সড়কটি। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই রাস্তাটি নিয়ে বিগত দিনে বহুবার আন্দোলন ঘনীভূত হয়েছে এলাকায়। বিরধী দলগুলো বহু আন্দলোন করেছ এই রাস্তা নিয়ে। নিত্যদিন এই রাস্তা ধরে বহু মানুষ মালবাজার শহরে বিভিন্ন কাজে এসে থাকেন। মুমূর্ষু রোগীরাও এই রাস্তা দিয়েই মালবাজার শহরে চিকিৎসা জনিত কারণে আসেন। প্রসঙ্গত এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক জানিয়েছেন, সাধারণ মানুষের দাবী ছিল রাস্তা তৈরির। রাজ্য সরকারের তরফের রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। রাস্তা তৈরীর বিষয়ে অধিকতর রাজনীতি করা হয়েছে। রাজ্যের মানবিক সরকার সাধারণ মানুষের দাবি মেটানোর ক্ষেত্রে সর্বদা সচেষ্ট। এক দুদিনের মধ্যেই রাস্তা সম্পুর্ন ভাবে তৈরি হয়ে যাবে। রাস্তা তৈরির সময় যাতে ঠিকদার সংস্থাকে কেউ বিরক্ত না করে সেটা দেখতে হবে。 অন্যদিকে সিপিএম এর পঞ্চায়েত সমিতির সদস্য, সুশীল রায় বলেন, এর আগে দুবার টেন্ডার হয়েও অজ্ঞাত কারনে সেই টেন্ডার বাতিল হয়। এবার যাতে আর টেন্ডার বাতিল না হয় সেটাই গ্রামের মানুষ দেখবে। আমরা চাই দ্রুত ভালোমত রাস্তাটি হয়। বাইট ১) মন্ত্রী বুলুচিক বড়াইক, আদিবাসী উন্নয়ন দপ্তর। ২) সিপিএম এর পঞ্চায়েত সমিতির সদস্য, সুশীল রায়। ৩) বিকি দাস, স্থানীয় ব্যাবসায়ী এবং মানুষ। ৪)ওয়ারেসুল আম্বিয়া, উপ প্রধান, তেসিমলা গ্রাম পঞ্চায়েত。
3
comment0
Report
AGAyan Ghosal
Nov 07, 2025 09:02:13
5
comment0
Report
SMsoma maity
Nov 07, 2025 09:02:01
Murshidabad, West Bengal:আর্থিক প্রতারণা চক্র চালানোর অভিযোগে বড়ঞা থেকে গ্রেপ্তার চার বাংলাদেশি সহ ৭ জন। উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল, ৪৬ সিমকার্ড ও ১২১ এটিএম কার্ড। শুক্রবার বহরমপুরে অ্যাডিশনাল এসপি লালবাগ রাসপ্রিত সিং সাংবাদিক বৈঠকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বড়ঞায় অভিযান চালায় সাইবার পুলিশ। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় মিহাজ সেখ, শিপথ সেখ, সান সেখ, রাবি সেখ, সুনারুল সেখ, ফিরোজ সেখ এবং মহম্মদ আরিফ খাকে। ধৃতদের মধ্যে মিহাজ সেখ, শিপথ সেখ, সান সেখ, রাবি সেখ বাংলাদেশের বাসিন্দা। ধৃত সুনারুল সেখ, ফিরোজ সেখ এবং মহম্মদ আরিফ খা এই প্রতারণা চক্রের মাষ্টার মাইন্ড বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিভাবে এই প্রচারনা চক্র চলছিল। ধৃত বাংলাদেশিরা কিভাবে এই চক্রের সাথে যুক্ত ছিল তা জানতে শুক্রবার ধৃত সাত জনকে ১০ দিনের হেফাজতে চেয়ে কোর্টে পাঠায় পুলিশ।
5
comment0
Report
Advertisement
Back to top