Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028

दमदम विधानसभा 229 क्षेत्र के बीजेपी कर्मी को धमकी देने का आरोप तृणमूल पार्षद पर

SBSoumen Bhattachrya
Nov 07, 2025 11:12:23
Kolkata, West Bengal
দমদমে বিজেপির বি এল এ ২ কে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। দমদম বিধানসভার ২২৯ নম্বর পার্ট-এ বি এ্যান্ড ও-র সাথে বেরিয়ে এস আই আর এর কাজের সময় বিজেপি বি এল এ ২-কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দমদম পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহার বিরুদ্ধে। বিজেপি কর্মীকে প্রাননাশের হুমকি সাথে সাথে তার বাড়ি ঘর ভাঙচুরের হুমকি দেওয়া হয়। এই অভিযোগ নিয়ে নাগেরবাজার থানার দারস্থ বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল বি এল ও-র সাথে এস আই আর-এর কাজে বেরোনোর সময় তাকে হুমকি দেয় স্থানীয় কাউন্সিলর জয়ন্তী সাহা। তার বাড়ি ঘর ভাঙ্গার এবং তাকে মহিলা দিয়ে মারধর করানোর হুমকি দেয় কাউন্সিলর নিজে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি ওই বিজেপি কর্মীকে চেনে না। তিনি গতকাল এস আই আর কাজের জন্য ওয়ার অফিসে ছিলেন। তার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছেন তিনি কি করছেন। ওরা একটা ফুটেজ দেখাক। সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করা হয়েছে।
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Nov 07, 2025 11:55:04
Kolkata, West Bengal:ফের চাপের মুখে ভারতীয় পেসার মহম্মদ শামি। শামির বিচ্ছিন্ন স্ত্রী হাসিন জাহান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তার এবং তাদের কন্যার জন্য মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা বৃদ্ধির আবেদন নিয়ে। তার পরিপ্রেক্ষিতেই ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করেছে। হাসিন জাহান কলকাতা হাইকোর্টের আগে দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করেছেন, যেখানে তার জন্য মাসিক ১.৫ লাখ টাকা এবং কন্যার জন্য ২.৫ লাখ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছিল। তাঁর আবেদনে তিনি দাবি করেছেন, শামির আয় এবং জীবনযাত্রার মান বিবেচনায় এই পরিমাণ অপ্রতুল এবং আদালতের কাছে রক্ষণাবেক্ষণ ভাতা বাড়ানোর অনুরোধ করেছেন। শুনানির সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ মন্তব্য করে, “মাসে ৪ লাখ টাকা কি কম নয়?” তবুও, বেঞ্চ শামি ও পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। মামলার পরবর্তী শুনানি ডিসেম্বর মাসে হবে।
2
comment0
Report
STSrikanta Thakur
Nov 07, 2025 11:54:54
Dinajpur, Rangpur Division:বালুরঘাট পৌরসভার বিভিন্ন রাস্তার কাজ খতিয়ে দেখতে এবং অন্যন্য উন্নয়নমূলক কাজের সূচনা করতে সপারিসদ রাস্তায় নামলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সহ পৌর আধিকারিকরা। শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সামনে দিয়ে যাওয়া ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তা। যা দীর্ঘদিন ধরে দেহল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়েই জেলা পরিষদের আধিকারিকরা যাতায়াত করেন। এছাড়াও বালুরঘাটের পুরনো প্রেক্ষাগৃহের মধ্যে অন্যতম নাট্যমন্দির যাওয়ার রাস্তাও এই পথ। সেই পথকে পেপার ব্লক করার প্রকল্প গ্রহণ করেছে বালুঘাট পৌরসভা। এছাড়াও শহরের যত্রতত্র স্ট্রিট ফুডের ব্যবসা চলছে। সেই সমস্ত স্ট্রিট ফুড ব্যবসায়ীদের একত্রিত করে থানা মোড় থেকে রবীন্দ্রভবন যাবার রাস্তায় স্ট্রিট হাব তৈরি করারও পরিকল্পনা নিয়েছে বালুঘাট পৌরসভা। সেই কাজেরও সূচনা হবে খুব দ্রুত। বিভিন্ন কাজের তদারকি করতেই রাস্তায় নামেন পৌর শাসক অশোক মিত্র।
4
comment0
Report
SCSandip Chowdhury
Nov 07, 2025 11:54:39
Katwa, West Bengal:রাজ্য নেতৃত্বের নির্দেশে পুরপ্রধান ও উপপুরপ্রধান পদে রদবদলের ২০ ঘন্টার মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে কাটোয়া ও দাঁইহাট পুরসভার পুরপ্রধান প্রধানের পদ থেকে এবং কাটোয়া পুরসভার উপপুরপ্রধানের পদ থেকে কাটোয়ার মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিলেন। কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা এবং দাঁইহাট পুরসভার পুরপ্রধান প্রদীপ কুমার রায় পদত্যাগপত্র জমা দেওয়ার আগে তৃণমূল কার্যালয়ে বিধায়কের তথা জেলা সভাপতির সঙ্গে বৈঠক করেন। স্বল্প সময়ের দলীয় বৈঠকে দুই পুরসভার পুরসদস্যগণ উপস্থিত ছিলেন। কাটোয়া উপপরProjection: (ত্রুটি অংশ শুদ্ধ করা হয়েছে) লখিন্দর মণ্ডল পুরপ্রধানের কাছে তার পদত্যাগপত্র জমা করেছে বলে পুরসরকম সূত্রে জানা যায়। দাঁইহাটের পুরপ্রধান প্রদীপ কুমার রায় বলেন, শারীরিক অসুবিধার কারণে পুরপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়েছি। কাটোয়া পুরপ্রধান সমীর কুমার সাহা অবশ্য ক্যামেরার সামনে কিছু না বললেও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে পুরপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন। কাটোয়া মহকুমা Shasak অনির্বান বসু বলেন, কাটোয়া ও দাঁইহাট পুরসভার পুরপ্রধান ব্যক্তিগত অসুবিধার কারণে দেখিয়ে পদত্যাগপত্র জমা দিলেন। পুরআইন অনুসারে পদত্যাগপত্র অনুমোদন করা হবে। যতদিন নতুন পুরপ্রধান নির্বাচিত হচ্ছে ততদিন পদত্যাগী দুই পুরপ্রধান প্রধান হয়ে পুরসভার কাজ সামলাবেন। অন্যদিকে বিজেপির কাটোয়া নগর মন্ডলের সভাপতি সুমন দেবনাথ এর অভিযোগ। তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে পৌর প্রধানদের ছড়ালেন। নিজেদের টাকার ভাগাভাগি নিয়ে এই দ্বন্দ্ব।
4
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 07, 2025 11:53:24
Howrah, West Bengal:মন্দিরে বসে এনুমারেসন ফর্ম বিলি করার অভিযোগ বি এল ও বিরুদ্ধে।তাকে সহযোগীতা করার অভিযোগ পঞ্চায়েত সদস্যা মঞ্জু সেনের বিরুদ্ধে। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা।এখানে পোদরা কলোনীর ১০৪ নম্বর বুথে এই ঘটনার ছবি ভাইরাল হয়।ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করে বিজেপি কর্মীরা।এতে পঞ্চায়েত সদস্যার সাথে বচসা শুরু হয়।বিজেপি কর্মী বাপি সাউয়ের অভিযোগ মন্দির থেকে ফর্ম বিলি হচ্ছিলো।বাড়িবাড়ি ফর্ম দেবার কথা থাকলেও তা হয়নি।নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে।বিজেপির অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত সদস্য মঞ্জু সেন বলেন এখানে তারা কোনো রাজনীতি করতে আসেননি।এই বুথে বারোশো ভোটার আছে।বি এল ও পক্ষে সেগুলো চেনা সম্ভব নয়।তাই সাহায্য করা হয়েছে।বি এল ও সোমা জানা বেরা মন্দির থেকে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন বাড়িবাড়ি যাবার আগে ফর্ম সর্টিং করা হচ্ছিলো।
1
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 07, 2025 11:53:08
Howrah, West Bengal:মন্দিরে বসে এনুমারেসন ফর্ম বিলি করার অভিযোগ বি এল ও বিরুদ্ধে।তাকে সহযোগীতা করার অভিযোগ পঞ্চায়েত সদস্যা মঞ্জু সেনের বিরুদ্ধে। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা।এখানে পোদরা কলোনীর ১০৪ নম্বর বুথে এই ঘটনার ছবি ভাইরাল হয়।ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করে বিজেপি কর্মীরা।এতে পঞ্চাযেত সদস্যা সাথে বচসা শুরু হয়।বিজেপি কর্মী বাপি সাউয়ের অভিযোগ মন্দির থেকে ফর্ম বিলি হচ্ছিলো।বাড়িবাড়ি ফর্ম দেবার কথা থাকলেও তা হয়নি।নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে।বিজেপির অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত সদস্য মঞ্জু সেন বলেন এখানে তারা কোনো রাজনীতি করতে আসেননি।এই বুথে বারোশো ভোটার আছে।বি এল ও পক্ষে সেগুলো চেনা সম্ভব নয়।তাই সাহাযয করা হয়েছে।বি এল ও সোমা জানা বেরা মন্দির থেকে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন বাড়িবাড়ি যাবার আগে ফর্ম সর্টিং করা হচ্ছিলো।
4
comment0
Report
SMSubhasis Mandal
Nov 07, 2025 11:43:18
Howrah, West Bengal:অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে আবাসিকদের সারাদিনের ভুরিভোজের আয়োজন বিধায়কের। জয়পুর আমরাগোড়ি বৃদ্ধাশ্রমের আবাসিকদের অভিষেক ব্যানার্জীর জন্মদিন উপলক্ষে ভুরি ভোজের আয়োজন আর সেই আয়োজনে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা হয় এই বৃদ্ধাশ্রমে। সকালে টিফিন থেকে দুপুরের খাবার ও রাতের খাবার সহ এই ভুরি ভোজের আয়োজন হয়েছে। বৃদ্ধাশ্রমে যে আবাসিকরা রয়েছেন তাদের সারা দিনের খাবার ব্যবস্থাপনা করেন আমতা বিধায়ক সুকান্ত পাল। মেনুতে ছিল সকালে চা বিস্কুট, দুপুরে ভাত বেগুনি একটি ভাজা শুক্ত, ডাল, একটি সবজি,মাছ, চাটনি ,পাপড়,দই ও মিষ্টি। পাশাপাশি বিকালে চা ও স্নাক্স রাতে রাতের খাবার দিয়ে শেষ。
1
comment0
Report
KMKIRAN MANNA
Nov 07, 2025 11:42:56
Dihierench, West Bengal:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ পূজার্চনা ভগবানপুরে ভগবানপুর ২ নম্বর ব্লকের মুগবেড়িয়া অঞ্চলের অন্তর্গত গোবিন্দ রায় জিও ও কালু রায় মন্দির প্রাঙ্গণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ পূজার্চনা ও যোগ্য। এই আয়োজনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত ও परिवহন কর্মাধ্যক্ষ মালমান কুমার পড়ুয়া, ভগবানপুর ২ নম্বর ব্লকের সাংগঠনিক সভাপতি উত্তম কুমার মাইতি, Panchayat সমিতির সভানেত্রী শ্যামলী গিরি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। পূজা শেষে এলাকার মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে ভক্তরা শুভেচ্ছা জানান।
2
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 07, 2025 11:42:14
Howrah, West Bengal:মন্দিরে বসে এনুমারেসন ফর্ম বিলি করার অভিযোগ বি এল ও বিরুদ্ধে।তাকে সহযোগীতা করার অভিযোগ পঞ্চায়েত সদস্যা মঞ্জু সেনের বিরুদ্ধে। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা।এখানে পোদরা কলোনীর ১০৪ নম্বর বুথে এই ঘটনার ছবি ভাইরাল হয়।ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করে বিজেপি কর্মীরা।এতে পঞ্চায়েত সদস্যার সাথে বচসা শুরু হয়।বিজেপি কর্মী বাপি সাউয়ের অভিযোগ মন্দির থেকে ফর্ম বিলি হচ্ছিলো।বাড়িবাড়ি ফর্ম দেবার কথা থাকলেও তা হয়নি।নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে।বিজেপির অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত সদস্য মঞ্জু সেন বলেছেন এখানে তারা কোনো রাজনীতি করতে আসেননি।এই বুথে বারোশো ভোটার আছে।বি এল ও পক্ষে সেগুলো চেনা সম্ভব নয়।তাই সাহায্য করা হয়েছে।বি এল ও সোমা জানা বেরা মন্দির থেকে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন বাড়িবাড়ি যাবার আগে ফর্ম সর্টিং করা হচ্ছিলো।
4
comment0
Report
CDChittaranjan Das
Nov 07, 2025 11:41:59
Durgapur, West Bengal:গ্রামের মসজিদের সামনে বসে ফর্ম বিতরণ করছেন BLO ভিডিও ভাইরাল ,শুরু রাজনৈতিক তরজা। এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছানোর কথা BLO দেরা ছবি তুলে ভিডিও ভাইরাল করল বিজেপি । কিন্তু সেই ফর্ম গ্রামের মসজিদের সামনে বসে বিতরণ করছেন BLO। এমনই অভিযোগ কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার বুদবুদের বনগ্রামে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ শুক্রবার সকালে গ্রামের মসজিদে হঠাৎ মাইকিং করা হয় যে মসজিদের সামনে সকলকে আসতে। সেইমত গ্রামের মানুষ সেখানে হাজির হয়। গ্রামের আইসিডিএস কর্মী বর্ণালী পাঁজা নির্বাচন কমিশন থেকে BLO দায়িত্ব পেয়েছেন। এদিন তাকে দেখা যায় গ্রামের মসজিদের সামনে চট পেতে রীতিমতো গ্রামের মানুষদের ফর্ম বিলি করছেন। সঙ্গে রয়েছেন গ্রামের তৃণমূল কর্মীরা। BLO কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি সেখানে বসে ফর্ম ঠিকঠাক করছেন। খবর পেয়ে ঘটনার স্থানে বিজেপি কর্মীরা প্রতিবাদ জানান ও সমস্ত ফর্ম তাকে বাড়িবাড়ি গিয়ে দিয়ে আসার আবেদন জানান। পাশাপাশি এই বিষয়ে তারা নির্বাচন কমিশনের কাছে মেল মারফৎ অভিযোগ জানান。
4
comment0
Report
AMAshok Manna
Nov 07, 2025 11:41:25
Kolkata, West Bengal:দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ১০৩ নম্বর বুথের সুপ্রিয়া মণ্ডল নামে এক মহিলা এজেন্ট ও বিজেপির বি. এল .এ তার অভিযোগ যে তাকে বিএল ওর কাজে তাকে বাধা দেয়া হয়। ও তাকে মারধর করা হয় ।টিএমসির পক্ষ থেকে জানানো হয় ও কোন বি এল এ উনি নয় পাশাপাশি জানায় পারিবারিক ঝামেলার কারণে ভাড়াটিয়াদের সঙ্গে গন্ডগোল হয় । সেটা রাজনীতি করা হচ্ছে বা রাজনীতির রং দেয়া হয়েছে।তবে এই গন্ডগোলটা হয় ১২ বছরের একটি শিশু অর্থাৎ প্রতিবন্ধী শিশুকে মারার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এরপর ওই বাচ্চার মা এবং তার পরিবারের সঙ্গে দু পক্ষের মধ্যে গন্ডগোল হয় পরে হাতাহাতিতে পরিণত হয় উভয় পক্ষই বিদ্যাসাগর হাসপাতালে যায় এবং অভিযোগ দায়ের করে। তো বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সুপ্রিয়া দেবী কে বি এল এর সহায়ক হিসাবে কাজ করতে বলা হয়েছিল। সে মহেশতলা ওই ১০৩ নম্বর বুথের বিজেপির সভাপতি।
3
comment0
Report
ALArup Laha
Nov 07, 2025 11:40:21
Belna, West Bengal:সংবিধান প্রণেতা ডঃ বি.আর. আম্বেদকর-এর মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে পূর্ব বর্ধমানের মেমারির চাঁচাই পাল্লা টি.এ. হাই স্কুল (উঃ মাঃ)-এর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো বিদ্যালয় প্রাঙ্গণে। শুক্রবার অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা সহ বিশিষ্টজনেরা। এদিন বিদ্যালয়ে ডঃ বি.আর. আম্বেদকর-এর মূর্তি উন্মোচন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমীয় মণ্ডল জানান, ১৯৭৪ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় চাঁচাই পাল্লা টি.এ. হাই স্কুল। তিনি বলেন, “এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আমরা তিন দিনের নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছি。” পাশাপাশি এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে এক ম্যাগাজিন ও প্রকাশ করা হয় মূল মঞ্চ থেকে। যেখানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের বিভিন্ন গল্প, কবিতা প্রকাশ পায়। বাইট : ১। অমীয় মণ্ডল (প্রধান শিক্ষক)।
1
comment0
Report
STSrikanta Thakur
Nov 07, 2025 11:36:44
Dinajpur, Rangpur Division:दिनाजपुर में मुस्लिम निकाह रजिस्ट्रेशन में बढ़ोतरी, जागरूकता और सरकारी दस्तावेजों की मांग बढ़ी भारत-बांग्लादेश सीमा से सटे पश्चिम बंगाल के दक्षिण दिनाजपुर जिले के कई ब्लॉकों—कुशमंडी, कुमारगंज, हरीरामपुर और तपन—में मुस्लिम समुदाय की आबादी काफी अधिक है। जिले की कुल जनसंख्या का लगभग 20 से 21 प्रतिशत हिस्सा मुस्लिम है, जबकि जिले की अंतरराष्ट्रीय सीमा 250 किलोमीटर से अधिक लंबी है। बालुरघाट जिला अदालत और गंगारामपुर उपमहहला अदालत में कार्यरत कई वकील और मुंशी मुस्लिम विवाह पंजीकरण का कार्य करते हैं, जिसे स्थानीय रूप से निकाहनामा कहा जाता है। हाल के वर्षों में मुस्लिम निकाह रजिस्ट्रेशन में उल्लेखनीय बढ़ोतरी हुई है। रजिस्ट्रारों का कहना है कि इसके पीछे मुख्य कारण समुदाय में बढ़ती जागरूकता है। हालांकि, इसके साथ-साथ एनआरसी, सीएए और एसआईआर जैसे केंद्र सरकार के कदमों को लेकर लोगों में दस्तावेजों के प्रति सतर्कता भी बढ़ी है। अब लोगों में जन्म प्रमाणपत्र, मृत्यु प्रमाणपत्र से लेकर विवाह पंजीकरण तक—हर सरकारी कागज को लेकर उत्साह देखा जा रहा है। इसी कारण जिले के विभिन्न निकाहनामा केंद्रों में रोजाना भारी भीड़ उमड़ रही है। अधिकारियों का कहना है कि पहले की तुलना में अब कई गुना अधिक लोग अपने विवाह का पंजीकरण करवा रहे हैं।
4
comment0
Report
BSBarun Sengupta
Nov 07, 2025 11:13:40
Barrackpore, Kolkata, West Bengal:কর্তৃপক্ষ ও শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্স জুটমিলআপাতত বেকার হলো ৩৫০০ শ্রমিক গতকাল এক মিল শ্রমিককে মারধরের ঘটনার ভাটপাড়া থানা ঘেরাও করে মিল শ্রমিকেরা। এরপর থেকেই মিলের মধ্যে এই घटना নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এরপর গতকাল রাতে মিল কর্তৃপক্ষের তরফ থেকে সাসপেন্সন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় মিলের বাইরে।এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা প্রিয়াংকু পান্ডে জানান মিল কর্তৃপক্ষ পুরোপুরি তৃণমূলের মদতে চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জুট মিল বন্ধ এবার আস্তে আস্তে সমস্ত মিল বন্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান এটি শুধুমাত্র মিলের মধ্যে শ্রমিকদের অসন্তোষের জেরে মিলবন্ধ কিছুদিন পরে পুনরায় আবার মিল খুলে যাবে এখন বিষয় হল এই মিলে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে মিল যদি এভাবে বন্ধ থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে।
1
comment0
Report
BSBarun Sengupta
Nov 07, 2025 11:13:13
Barrackpore, Kolkata, West Bengal:কর্তৃপক্ষ ও শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্স জুটমিলআপাতত বেকার হলো ৩৫০০ শ্রমিক গতকাল এক মিল শ্রমিককে মারধরের ঘটনায় ভাটপাড়া থানা ঘেরাও করে মিল শ্রমিকেরা। এরপর থেকেই মিলের মধ্যে এই घटना নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এরপর গতকাল রাতে মিল কর্তৃপক্ষের তরফ থেকে সাসপেন্সন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় মিলের বাইরে।এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা প্রিয়াংকু পান্ডে জানান মিল কর্তৃপক্ষ পুরোপুরি তৃণমূলের মদতে চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জুট মিল বন্ধ এবার আস্তে আস্তে সমস্ত মিল বন্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান এটি শুধুমাত্র মিলের মধ্যে শ্রমিকদের অসন্তোষের জেরে মিলবন্ধ কিছুদিন পরে পুনরায় আবার মিল খুলে যাবে এখন বিষয় হল এই মিলে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে মিল যদি এভাবে বন্ধ থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে。
3
comment0
Report
Advertisement
Back to top