Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

पश्चिम बंगाल की आशा कर्मियों ने बकाया वेतन और 6 मांगों के लिए प्रदर्शन किया

DGDebabrata Ghosh
Nov 18, 2025 13:18:01
Howrah, West Bengal
কাজের জন্য আশা কর্মীদের নিজের অর্থে কেনা মোবাইল ফোনের রশিদ সংশ্লিষ্ট দপ্তরকে নিতে হবে। দপ্তরের পক্ষ থেকে প্রদেয় টাকায় পুনরায় একটি মোবাইল ফোন কেনার চাপ দেওয়া যাবেনা। সেই সঙ্গে প্রতিমাসে পরিপূর্ণ ইন্টারনেট রিচার্জ প্যাকের সম্পূর্ণ টাকা দিতে হবে। অবিলম্বে বকেয়া ভাতা মেটানোর দাবি সহ ৬ দফা দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে হাওড়া ফ্লাই ওভারের নিচে বিক্ষোভ সামিল হন কয়েকশ আশা কর্মী। সেখান থেকে পুলিশি সহযোগিতায় সাত সদস্যের একটি প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যান। এদিন আশা কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতির মোকাবিলার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নজরদারি এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। বাইট - ১- মধুমিতা মুখার্জী, সংগঠনের হাওড়া জেলা গ্রামীণ সভানেত্রী। ২ - মধুমিতা মাইতি, আসা কর্মী, জগৎবল্লভপুর ব্লক।
131
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Nov 18, 2025 14:16:56
Dihierench, West Bengal:নন্দীগ্রামের ভেকুটিয়ায় তৃণমূলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল—এবার থেকে বাংলায় যেখানে ভোট রক্ষা ক্যাম্প বা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটবে তৃণমূলের প্রতিরোধ,প্রতিবাদ গড়ে তোলা হবে। আজ শুভেন্দুর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম থেকে এমন হুঁশিয়ারি ও ডাক দিল তৃণমূল কংগ্রেস। শুরু হয়েছে ভোট রক্ষা ক্যাম্প ভাঙচুরের অভিযোগে রাজনৈতিক তরজা। নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। গত শনিবার রাতে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্প বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ দলের। ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নামে তৃণমূল কর্মীরা। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের হলে এক বিজেপি কর্মী রঞ্জিত মাইতিকে গ্রেফতার করে পুলিশ। তবে তার পরিবারসহ বিজেপি নেতৃত্ব দাবি করেছে—এটি অন্যায় গ্রেফতার। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় জানান, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নির্দেশেই ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, বাংলার যে কোনও এলাকায় তৃণমূল কর্মীদের উপর হামলা বা ক্যাম্প ভাঙচুর হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে。 অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া অভিযোগ খারিজ করে বলেন, তৃণমূলের আদি ও নব্য গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এমন ঘটনা ঘটেছে, বিজেপির এর সঙ্গে কোনো যোগ নেই। তিনি আরও ব্যঙ্গ করে বলেন, যেই তৃণমূল এতদিন এসআইআর-এর বিরোধিতা করেছে, তারাই নাকি এখন এসআইআর সহায়তা ক্যাম্প চালাচ্ছে—এটি ‘হাস্যকর।’ বাইট সুজিত রায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি। বাইট ধনঞ্জয় ঘোড়া, নন্দীগ্রামের মন্ডল সভাপতি। বাইট রঞ্জিত মাইতি। বিজেপি কর্মী। গ্রেপ্তার হয়েছে।
75
comment0
Report
NRNarayan Roy
Nov 18, 2025 14:00:52
Siliguri, West Bengal:*শিলিগুড়িতে চার নাবালিকাকে অপহরণের ছক , জংশন থেকে উদ্ধার চার নাবালিকা* শিলিগুড়িতে দুটি সরকারি স্কুল থেকে চার নাবালিকাকে ভিন রাজ্যের পাচারের ছক। রেইকি করা হয়েছে সপ্তাহখানেক আগে থেকে৷ স্কুলের পোশাক পাল্টে জংশন স্টেশনেই যেতেই সন্দেহ হয় রেল কর্মীদের। খবর দেওয়া হয় নাবালিকার অভিভাবক ও শিলিগুড়ি থানার পুলিশকে। জংশন রেল স্টেশন থেকে নাবালিকাদের উদ্ধার করে নিয়ে আসা হয় শিলিগুড়ি থানায়৷ সেখানেই চলছে জিজ্ঞাসবাদ। ঘটনার সুত্রপাত সপ্তাহখানেক আগে। "কাকলি" নামে এক মহিলার সাথে পরিচয় হয় সেই নাবালিকারদের। তাদের মধ্যে তিন জন শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুলের ছাত্রী বাকি একজন শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী৷ পরিবার সুত্রে খবর , ছাত্রীরা জানায় , সপ্তাহখানেক ধরে ওই মহিলা এই নাবালিকাদের সাথে পরিচিত হন৷ তাদের অর্থের প্রলোভন সহ একাধিক স্বপ্ন দেখান৷ সেই স্বপ্নকে সাথে করেই মঙ্গলবার স্কুলের পোষাকে চার বান্ধবী বের হয়ে পোষাক পরিবর্তন করেন৷ তাদের শিলিগুড়ি জংশন স্টেশনে নিয়েও যায় সেই মহিলা , মন্তব্য নাবালিকাদের৷ তারা যখন টিকিট কাটতে যান তখন কর্তব্যরত রেল কর্মীর সন্দেহ হয়৷ খবর দেওয়া হয় রেল পুলিশকে। কোন সদুত্তর না মেলায় নাবালিকাদের অভিভাবক সহ খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে। অন্যদিকে নাবালিকাদের পরিবারের পাশে এসে দাঁড়ায় আইনি স্বেচ্ছাসেবী সংগঠন৷ লিগ্যাল এইড ফোরামের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ অন্যদিকে নাবালিকাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷
170
comment0
Report
RDRaktima das
Nov 18, 2025 13:26:07
175
comment0
Report
ASAyan Sharma
Nov 18, 2025 13:25:52
Kolkata, West Bengal:# शून्य पद वृद्धि करनी है, अविलंब भर्ती करनी है नौकरी गंवाने वाले शिक्षकों की। जो इंटरव्यू में ডাক नहीं मिले, उनके बारे में क्या होगा? इस सवाल के जवाब तलाशने विकाश भवन अभियान। योग्य शिक्षक-शिक्षिका नौकरियों से बाहर रहने वालों के पक्ष से विकाश भवन अभियान। सुबह से पकड़-पकड़ शुरू कर दी गयी है বিধান নগর पुलिस। विभिन्न मेट्रो स्टेशनों के सामने चेकिंग चल रही है। संदेह होने पर मेट्रो यात्रियों की चेकिंग की जा रही है। # दोपहर तक, करुणामयী बसस्टॉप पर जमा होकर योग्य शिक्षक-शिक्षिका अधिकार मंच ने मोर्चा निकाला। वहाँ से प्रदर्शन करते हुए नारेबाजी के साथ yürते हुए शिक्षक-शिक्षिकाएं आंदोलन कर रहीं हैं कि कब उन्हें नौकरी वापस मिलेगी #
39
comment0
Report
AGAyan Ghosal
Nov 18, 2025 13:25:29
Kolkata, West Bengal:পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ আজ উপনগরীয় পরিষেবায় একটি বড়সড় আপগ্রেড ও রেশনালাইজেশন কার্যকর করেছে। নতুন ট্রেন (AC ও EMU) চালু, জনপ্রিয় AC লোকাল পরিষেবা সপ্তাহান্তেও সম্প্রসারণ, और রুট অগমেন্টেশন—এসব উদ্যোগ যাত্রীদের বিভ্রান্তি দূর করে শেষ-মাইল সংযোগকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সমস্ত পরিবর্তন আপাতত বিশেষ ট্রেন হিসেবে চালু হবে এবং বিশেষত দেরি সন্ধ্যা ও সপ্তাহান্তের যাত্রীদের জন্য সুবিধাজনক হবে। আরও আরামদায়ক ও সংযুক্তিকরণের লক্ষ্যে নতুন AC EMU লোকাল শিয়ালদহ বিভাগ শিয়ালদহ–কল্যাণী (KYI) রুটে নতুন একটি AC EMU লোকাল পরিষেবা চালু করছে। বিশেষত বিকেলের ব্যস্ত সময়ে এই পরিষেবা যাত্রীদের আধুনিক ও আরামদায়ক যাত্রার সুযোগ দেবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় কল্যাণীর যাত্রীদের জন্য এটি বিশেষভাবে উপকারী হবে। শিক্ষার্থী ও রোগীদের জন্য এই পরিষেবা অত্যন্ত সহায়ক হবে। সময়সূচি (সোমবার থেকে শনিবার): শিয়ালদহ → কল্যাণী: বিকেল ১৫:১০ রওনা, ১৬:৩২ আগমন কল্যাণী → শিয়ালদহ: ১৭:০২ রওনা, ১৮:২০ আগমন স্টপেজসমূহ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচড়াপাড়া সপ্তাহান্তেও AC লোকালের আরাম জনপ্রিয় শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন (KNJ) AC EMU লোকাল (স্পেশাল) পরিষেবা এখন থেকে রবিবারেও চলবে। এতদিন এই পরিষেবা সোমবার থেকে শনিবার চললেও রবিবার চালু হওয়ায় পরিবারসহ সপ্তাহান্তে আরামদায়ক ভ্রমণে আরও সুবিধা হবে। সময়সূচি (এখন রবিবারও): শিয়ালদহ → কৃষ্ণনগর: ১১:৫৫ রওনা, ১৪:২০ আগমন কৃষ্ণনগর → শিয়ালদহ: ১৫:৫৭ রওনা, ১৮:২০ আগমন মেট্রো যাত্রীদের সুবিধায় দমদম ক্যান্টনমেন্ট থেকে নতুন পরিষেবা মেট্রো ব্যবহারকারী যাত্রীদের আরও সুবিধা দিতে দমদম ক্যান্টনমেন্ট (DDC) থেকে বনগাঁ (BNJ) পর্যন্ত নতুন লোকাল চালু করা হচ্ছে। DDC → BNJ লোকাল: প্রতিদিন ২০:০৫ রওনা BNJ → BT লোকাল: বনগাঁ থেকে রাত ২২:০০ রওনা এটি বিশেষত সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রো যাত্রীদের জন্য মসৃণ সংযোগ প্রদান করবে। বনগাঁমুখী যাত্রীদের জন্য রুট রেশনালাইজেশন বনগাঁ–বারাসত রুটে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে শিয়ালদহ বিভাগ একাধিক 'আপ' ট্রেনকে বনগাঁ পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করেছে। বর্তমানে দত্তপুকুর, ঠাকুরনগর বা গোপালনগর পর্যন্ত চলা ট্রেনগুলো ভবিষ্যতে বনগাঁ পর্যন্ত চালানো হতে পারে। এতে যাত্রীদের সঠিক ট্রেন শনাক্ত করার সমস্যা উল্লেখযোগ্যভাবে কমবে। অতিরিক্ত যাত্রী সুবিধা রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ AC লোকাল পরিষেবার জন্য আরও দুটি নতুন স্টপেজ প্রস্তাব করা হয়েছে— গোপালনগর বামনগাছি এই প্রসঙ্গে শিয়ালদহ বিভাগের DRM শ্রী রাজীব সাক্সেনা বলেছেন: "এই সামগ্রিক উন্নয়ন শিয়ালদহ বিভাগের যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন। নতুন দমদম ক্যান্টনমেন্ট পরিষেবা মেট্রো ব্যবহারকারী যাত্রীদের আরও সুবিধা দেবে, আর রবিবার의 AC লোকাল সম্প্রসারণ পরিবারগুলোর জন্য আরামদায়ক ভ্রমণের সুযোগ বাড়াবে।"
80
comment0
Report
STSrikanta Thakur
Nov 18, 2025 13:22:15
Dinajpur, Rangpur Division: ভোট বড় বালাই। ছাব্বিশে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই নানা রকম ভাবে জনসংযোগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন নেতা মন্ত্রীরা। মঙ্গলবার দিনাজপুর জেলা জুড়ে করা হয়েছে নবান্ন উৎসব এবার জন সংযোগেও নবান্ন উৎসবে শামিল হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়। কৃষি প্রধান দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট থেকে বিধায়ক বিজেপির প্রার্থী হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী।তিনি থাকলে গ্রাম অঞ্চলে বেশি সময় কাটান। মঙ্গলবার সকাল থেকেই বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর অঞ্চলের পূর্ব হরিহরপুর সংসদে SIR সংক্রান্ত সহায়তা ক্যাম্পে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী পরে চিঙ্গিসপুর অঞ্চলের পূর্ব হরিহরপুরের খিতেন বর্মনের বাড়ির সকলের সাথে নবান্ন উৎসবে সামিল হন তিনি।রীতিমতো মাথায় গামছা বেঁধে কাস্তে হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েন বিধায়ক ওকে নতুন রূপে পেয়ে খুশি গ্রাম বাসীরা।
181
comment0
Report
MMManoj Mondal
Nov 18, 2025 13:21:54
Kolkata, West Bengal:২৫ থেকে ৩০ দিন ধরে জলমগ্ন এলাকায় পরে থাকতে দেখা যায় একটি সন্দেহজনক ব্যাগ । কিন্তু জল থাকার কারণে ব্যাগটি খুলে দেখেনি কেউ। জল শুকাতে মঙ্গলবার কৌতুহলবশত এলাকার এক ব্যক্তি ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ। বেরিয়ে এলো মৃত মানুষের আস্ত একটি মাথার খুলি সাথে বিভিন্ন অঙ্গের হাড়গোড়। হারে আবার লাল কালি দিয়ে কিছু লেখাও আছে বলে জানান তিনি। এরপর স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস কে খবর দিলে । তিনি বনগাঁ থানাতে জানান। এরপর পুলিশ ব্যাগ টি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। ঠিক কি কারণে কে বা কারা ব্যাগ টি এখানে ফেলেছে এবং এই ব্যাগের পিছনে ঠিক কি রহস্য লুকিয়ে আছে তা উদঘাটনে তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ.
146
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 18, 2025 13:21:41
Howrah, West Bengal:হাওড়ার আন্দুল রোডে নিমতলা এলাকায় রাস্তার ধারে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা।বাইক সারানোর গ্যারেজে আগুন লাগে।মালিক সন্দীপ দাস অগ্নিদগধ হয়ে মারা যান ঘটনাস্থলে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়ে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।গ্যারেজের পাশে একটি রেস্টুরেন্ট ও বেশ কয়েকটি দোকান রয়েছে।সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিলো।কারন গ্যারেজে প্রচুর পরিমান বেআইনি পেট্রোল মজুত ছিলো বলে জানান রেস্টুরেন্টের মালিক ।তিনি বলেন কাটা তেল কম দামে এখানে বিক্রি হতো।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।খবর দেওয়া হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের।জানা গেছে বাইকে ওয়েল্ডিং করার সময় আগুন লাগে।ভয় পেয়ে মালিক সন্দীপ দাস বাইরে বেরিয়ে এলেও গ্যারেজে রাখা টাকা আনতে তিনি ভিতরে ঢোকেন।কিন্তু বেআইনিভাবে মজুত রাখা পেট্রোলে আগুন ধরে গিয়ে তা ভয়াবহ রূপ নেয়।তাতেই অগ্নিদগ্ধ হয়ে গ্যারেজের মধ্যেই মৃত্যু হয় মালিকের।
138
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 18, 2025 13:20:51
Howrah, West Bengal:হাওড়ার আন্দুল রোডে নিমতলা এলাকায় রাস্তার ধারে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা।Bike সারানোর গ্যারেজে আগুন লাগে। মালিক সন্দীপ দাস অগ্নিদগ্ধ হয়ে মারা যান ঘটনাস্থলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়ে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। গ্যারেজের পাশে একটি রেস্টুরেন্ট ও বেশ কয়েকটি দোকান রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিলো। কারণ গ্যারেজে প্রচুর পরিমাণ বেআইনি পেট্রোল মজুত ছিলো বলে জানান রেস্টুরেন্টের মালিক। তিনি বলেন কাটা তেল কম দামে এখানে বিক্রি হতো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের। জানা গেছে বাইকে ওয়েল্ডিং করার সময়ে আগুন লাগে। ভয় পেয়ে মালিক সন্দীপ দাস বাইরে বেরিয়ে এলেও গ্যারেজে রাখা টাকা আনতে তিনি ভিতরে ঢোকেন। কিন্তু বেআইনিভাবে মজুত রাখা পেট্রোলে আগুন ধরে গিয়ে তা ভয়াবহ রূপ নেয়। তাতেই অগ্নিদগ্ধ হয়ে গ্যারেজের মধ্যেই মৃত্যু হয় মালিকের।
83
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 18, 2025 13:20:26
Howrah, West Bengal:হাওড়ার আন্দুল রোডে নিমতলা এলাকায় রাস্তার ধারে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা। बाइक সারানোর গ্যারেজে আগুন লাগে। মালিক সন্দীপ দাস অগ্নিদগ্ধ হয়ে মারা যান ঘটনার স্থলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাইকে ওয়েল্ডিং করার সময় আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। গ্যারেজের পাশে একটি রেস্টুরেন্ট ও বেশ কয়েকটি দোকান রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিলো। কারণ গ্যারাজে প্রচুর পরিমাণ বেআইনি পেট্রোল মজুত ছিলো বলে জানান রেস্টুরেন্টের মালিক। তিনি বলেন কাটা তেল কম দামে এখানে বিক্রি হতো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের। জানা গেছে বাইকে ওয়েল্ডিং করার সময় আগুন লাগে। ভয় পেয়ে মালিক সন্দীপ দাস বাইরে বেরিয়ে এলেও গ্যারেজে রাখা টাকা আনতে তিনি ভিতরে ঢোকেন। কিন্তু বেআইনিভাবে মজুত রাখা পেট্রোলের আগুন ধরে গেলে তা ভয়াবহ রূপ নেয়। তাতেই অগ্নিদগ্ধ হয়ে গ্যারেজের মধ্যেই মৃত্যু হয় মালিকের।
40
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 18, 2025 13:20:08
Howrah, West Bengal:হাওড়ার আন্দুল রোডে নিমতলা এলাকায় রাস্তার ধারে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা। Bik সারানোর গ্যারেজে आग লাগে। মালিক সন্দীপ দাস অগ্নিদগধ হয়ে মারা যান ঘটনাস্থলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে आग নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়ে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। গ্যারেজের পাশে একটি রেস্টুরেন্ট ও বেশ কয়েকটি দোকান রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিলো। কারণ গ্যারেজে প্রচুর পরিমান বেআইনি পেট্রোল মজুত ছিলো বলে জানান রেস্টুরেন্টের মালিক। তিনি বলেন কাটা তেল কম দামে এখানে বিক্রি হতো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের। জানা গেছে বাইকে ওয়েল্ডিং করার সময় আগুন লাগে। ভয় পেয়ে মালিক সন্দীপ দাস বাইরে বেরিয়ে এলেও গ্যারেজে রাখা টাকা আনতে তিনি ভিতরে ঢোকেন। কিন্তু বেআইনিভাবে মজুত রাখা পেট্রোলে আগুন ধরে গিয়ে তা ভয়াবহ রূপ নেয়। তাতেই অগ্নিদগ্ধ হয়ে গ্যারেজের মধ্যেই মৃত্যু হয় মালিকের।
109
comment0
Report
Advertisement
Back to top