Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

बनगां थाना क्षेत्र में पानी में डूबे बैग से खोपड़ी मिलने ने फैलाई दहशत—पुलिस जांच

MMManoj Mondal
Nov 18, 2025 13:21:54
Kolkata, West Bengal
২৫ থেকে ৩০ দিন ধরে জলমগ্ন এলাকায় পরে থাকতে দেখা যায় একটি সন্দেহজনক ব্যাগ । কিন্তু জল থাকার কারণে ব্যাগটি খুলে দেখেনি কেউ। জল শুকাতে মঙ্গলবার কৌতুহলবশত এলাকার এক ব্যক্তি ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ। বেরিয়ে এলো মৃত মানুষের আস্ত একটি মাথার খুলি সাথে বিভিন্ন অঙ্গের হাড়গোড়। হারে আবার লাল কালি দিয়ে কিছু লেখাও আছে বলে জানান তিনি। এরপর স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস কে খবর দিলে । তিনি বনগাঁ থানাতে জানান। এরপর পুলিশ ব্যাগ টি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। ঠিক কি কারণে কে বা কারা ব্যাগ টি এখানে ফেলেছে এবং এই ব্যাগের পিছনে ঠিক কি রহস্য লুকিয়ে আছে তা উদঘাটনে তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ.
165
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Nov 18, 2025 15:35:54
Kolkata, West Bengal:পিয়ারলেস হাসপাতালের সাথে ইএম বাইপাসের সংযোগকারী রাস্তার নামকরণ: ‘সুনীল কান্তি রায় সরণি’ পিয়ারলেস গ্রুপের উদ্যোগে পিয়ারলেস হাসপাতালে যাওয়া ইএম বাইপাস কানেক্টরের একটি অংশের নামকরণ করা হচ্ছে ‘সুনীল কান্তি রায় সরণি’। প্রয়াত শিল্পপতি ও সমাজসেবী শ্রী সুনীল কান্তি রায়–এর দীর্ঘদিনের অবদান, কর্মদৃষ্টি এবং নেতৃত্বকে স্মরণ করতেই এই পদক্ষেপ。 এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নামকরণ পর্ব উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, কাউন্সিলর, ওয়ার্ড নং ১০৯,অনন্যা বন্দ্যোপাধ্যায়, জনজীবনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পিয়ারলেস গ্রুপের পরিচালকবৃন্দ。
78
comment0
Report
NHNantu Hazra
Nov 18, 2025 15:35:12
102
comment0
Report
ALArup Laha
Nov 18, 2025 15:35:03
Belna, West Bengal:পুকুরপাড়ে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই খুড়তুতো ভাইয়ের।মর্মান্তিক দুর্ঘটনায় শোক ছায়া এলাকাজুড়ে। পূর্ব বর্ধমানের মেমারী থানার দেবীপুর পূর্ব কাশিয়াড়া এলাকায় ঘটে এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দুই খুড়তুতো ভাইয়ের। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই শিশু—রাজদীপ হাজরা (৪) ও সৌভিক হাজরা (৪)। দু’জনেই খুড়তুতো ভাই। মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ির ঠিক পাশের পুকুরপাড়ে খেলছিল তারা। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাঁদের খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন। এরপরই পুকুরের জলে ভাসতে দেখা যায় দুই শিশুকে। তৎক্ষণাৎ স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে মেমারী গ্রামীণএ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে যাওয়াতেই এই দুর্ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা। পুরো গ্রাম শোকস্তব্ধ。 বাইট। সূর্য হাজরা(শিশুর বাবা)।
94
comment0
Report
KMKIRAN MANNA
Nov 18, 2025 15:34:48
36
comment0
Report
CDChittaranjan Das
Nov 18, 2025 15:34:37
Durgapur, West Bengal:গুন্ডারাজ খতম করতে বিজেপি লড়াই করছে, শিল্পাঞ্চলে একতা মিছিল থেকে বললেন উত্তরপ্রদেশের রাজ্যসভার বিজেপির সাংসদ সুরিন্দর সিং নাগর। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদের সহ বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পারিজাত গঙ্গোপাধ্যায়, সুমন্ত মন্ডল অভিজিত দত্ত প্রমুখ। বিজেপির সাংসদ সুরিন্দর সিং নাগর বলেন, "সর্দার বল্লভ ভাই পাটেলকে স্মরণ করে এই একতা যাত্রা। বিজেপি মানুষের পাশে রয়েছে এই বার্তা দেওয়া হচ্ছে। গুন্ডারাজ খত্ম করতে বিজেপি লড়াই করছে। মানুষকে আত্মনির্ভর করার পথ দেখানো হচ্ছে। আগামী দিনে নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাও এগোবে."
119
comment0
Report
KAKAYESH ANSARI
Nov 18, 2025 15:34:14
Darjeeling, West Bengal:After The Letter To PM Modi By CM Mamata Banerjee Regarding The Appointment Of Interlocutor For Darjeeling Hills Issue - Opposition Starting Saying Mamata Banerjee Don't Want To Slove Darjeeling Problem CM (Mamata Banerjee) on Monday, one again wrote the letter for the second time to PM (Modi) that Urging Him to Revoke the Center Appointment of a retired IPS officer as an Interlocutor over issue Related to the Gorkha in the Darjeeling Hills. After that the political movement in hills had been started. And the GNLF who is also the alliance of BJP said TMC Govt is Anti Gorkha Govt. And GJM is requesting to CM Mamata Banerjee to come forward to Solve the Darjeeling Issue. Where as the ruling party and Alliance of TMC that is BGPM (Anit Thapa) said that The Appointment of Interlocutor is only for the upcoming Vote. When we talk with the GNLF Spoke Person Sandeep Limbu He Said TMC Govt is the Anti Gorkha Govt and Mamata Banerjee don't think better for the Gorkha Peoples, this is prove by Second Letter which was send yesterday by CM to PM regarding Interlocutor Spoiler for Darjeeling Issue. When Interlocutor was appointed that time also she had wrote the latter to PM and again yesterday she had. Where as Center Govt had appointed IPS Officer for Slove the Darjeeling Issue for which we thanks to Home minister and Modi ji. And request them to Don't Consider the letter of CM. When we Talk With the GJM Youth Secretary Namon Rai He Said We came to knew that CM Mamata Banerjee Ji had wrote the letter for the Second time regarding the Interlocutor Appointment by Home Minster. We Request to CM that's please come forward to solve the Issue of Darjeeling Hills. Where as when we talk with the BGPM (Anit Thapa By Phone) he said that this appointment is only for one Upcoming Election. BJP Govt only look DARJEELING during the time of election. And other time they don't and from last 18 years Darjeeling Public is Giving Vote to BJP but till time they didn't done good for Hills.
84
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 18, 2025 15:33:48
Howrah, West Bengal:বাংলায় এসআইআর নিয়ে এতো তাড়াহুড়ো কিসের ? প্রশ্ন তুললেন মন্ত্রী ডা: শশী পাঁজা। মঙ্গলবার হাওড়ার বেলুড়ে যোগাশ্রী মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই প্রশ্ন তোলেন তিনি। শশী পাঁজা বলেন, বিহারে এসআইআর করে প্রায় ৪৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হল। সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলার এখনো নিষ্পত্তি হলো না। তার মধ্যেই বিহারে ভোট করে দেওয়া হল এবং নতুন নির্বাচিত সরকার চলে এল। আমাদের এখানে প্রশ্ন এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন ? বাংলায় এসআইআর নিয়ে আতঙ্কে মানুষ মৃত্যুবরণ করছেন। এতোগুলো মানুষের প্রাণ চলে গেল। এটা কোন পর্যায়ে গেছে ভাবুন। এটা বাংলার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই রিভিশনটা প্রতি বছরই হতো। বছরে তিনবার করে হতো। কিন্তু কখনোই এতো আলোড়ন আগে তৈরি হয়নি। বিএলও-রা কাজ করতে চাইছেন না। মানুষ প্রতিবাদ করছেন। আমরা রাজনৈতিক দলগুলো এই নিয়ে হইচই করছি। এটা প্রায় নাগরিকতা প্রমাণ করার জায়গায় ওরা গিয়ে পৌঁছেছে। অন্যদিকে, এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে ডা: শশী পাঁজা বলেন, হাওড়ার বেলুড়ের এই যোগা এবং ন্যাচারোপ্যাথি গভ: মেডিকেল কলেজ ও হাসপাতাল ( যোগাশ্রী ) পূর্ব ভারতে প্রথম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে এখানকার পরিকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। এই প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। এর তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে আজকে এসেছি। এখানকার ভবন, আউটডোর থেকে শুরু করে আগামী দিন যে ইন্ডোর সেকশন চালু হবে সবই খুব অত্যাধুনিক পরিকাঠামো সম্বলিত করে তৈরি করা হচ্ছে। সুতরাং পরিকাঠামোর দিক থেকে এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম, যন্ত্রপাতি, ব্যবস্থাপনা, সুযোগ সুবিধা সবটাই এখানে আছে। অর্থ বরাদ্দ করে যে পরিকাঠামো এখানে গড়ে তোলা হয়েছে তা খুবই উল্লেখযোগ্য।
105
comment0
Report
PCPartha Chowdhury
Nov 18, 2025 15:33:18
Bardhaman, West Bengal:পাত্রী দেখানোর নাম করে ডেকে এনে এক রাইস মিল মালিকে অপহরণ ও মুক্তিপনের দাবি।গ্রেফতার এক। পূর্ব বর্ধমানের ভাতার থানা area's ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতের নাম জিয়ারুল শেখ। ভাতার থানার বামশোর এলাকার বাসিন্দা。 পুলিশ সূত্রে জানা গেছে, মেমারির বড়পলাশনের রাইস মিল মালিক প্রাণগোপাল মন্ডল ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। হঠাৎই তাকে পূর্ব পরিচিত এক ব্যক্তি ফোন করে জানান, তার কাছে এক পাত্রীর সন্ধান রয়েছে এবং তাকে পাত্রী দেখতে যাওয়ার জন্য বলেন। ওই ব্যক্তির কথা মত পাত্রী দেখতে যান প্রাণগোপাল মন্ডল। অভিযোগ, ভাতারের এরুয়ার এলাকায় পৌঁছাতেই বেশ কয়েকজন তাকে এবং তার গাড়ি চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করেন এবং নিয়ে যান ভাতারের বামশোর এলাকায়। সেখানেই তাকে এবং তার গাড়ি চালককে আটকে রাখেন অপহরণকারীরা। তার কাছে থাকা সোনার গহনা ছিনতাই করেন এবং তার অশ্লীল ছবি তুলে একটা সামাজিক মাধ্যমে পোস্ট করে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে আরও টাকার দাবি জানান। ৫০০০০ টাকা দেওয়ার Shর্তে পরের দিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রাণগোপাল মন্ডল প্রথম ভয় অপহরণকারীদের ৫০ হাজার টাকা দেন। কিন্তু তারপরও তাকে ক্রমাগত আরো টাকার জন্য চাপ দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি ঘটনার কথা জানিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন。 ঘটনার তদন্তে নেমে ভাতারের বামশোর থেকে জিয়ারুল সেখ-কে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ。
116
comment0
Report
BSBidhan Sarkar
Nov 18, 2025 15:33:01
Chinsurah, West Bengal:রাজ্য সভার সাংসদ রতনজিৎ প্রতাপ নারায়ন সিং শ্রীরামপুরে একতা যাত্রায় অংশ নেন আজ সন্ধায়। সেখানে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের প্রগতি নিয়ে কোনো চিন্তা নেই।এখানে কত বিজেপি খুন করা হয়েছে।আজ আমরা সরদার বল্লভ ভাই প্যাটেলের দেরশ তম জন্মজয়ন্তী পালন করছি।আমরা হিন্দুস্থানে রয়েছি সেখানে একজন হিন্দুস্তানি ভাই আরেকজনের হাত পা ভাঙ্গার কথা বলছেন।আমরা এই ব্যবস্থার বদল চাইছি।আমাদের পূর্ণ বিশ্বাস আছে আগামী নির্বাচনে পার্টির নেতৃত্বে সরকার তৈরি হবে। দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে বলেন,যখন কোন কিছু ঘটে তখন ইন্টেলিজেন্স ফেলিওর এর কথা উঠে।কিন্তু যখন তারা ভালো কাজ করে তখন কেউ জানতে পারে না। এই ঘটনার আগেই তিনটন বিস্ফোরক উদ্ধার হয়।গ্রেপ্তার হয়েছে।আগে থেকেই খোঁজ শুরু হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কেউ ছাড় পাবে না।ইন্টেলিজেন্স ভালো কাজ করলে তা নিয়ে চর্চা হয়না।তবুও কোন একটা ঘটনাও ঘটা অভিপ্রেত নয়।দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল তার ৯৯ শতাংশ আটকানো গেছে।একটা ঘটনা ঘটলেও আমরা দুঃখিত হই।ভাইয়ের সঙ্গে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে শ্রীরামপুর থানা থেকে মহেশ জগন্নাথ মন্দির পর্যন্ত 'একতা যাত্রা'।রাজ্যসভার সাংসদ আর পি এন সিং উপস্থিত ছিলেন।
99
comment0
Report
PDPradyut Das
Nov 18, 2025 15:32:39
Jalpaiguri, West Bengal:নবান্নের দিন সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে এসে অন্ন দাতাদের শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি র জেলাশাসক শামা পারভিন। এই বছর ১ লক্ষ ৪৫ হাজার মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে জলপাইগুড়ি জেলা খাদ্য দপ্তর। গত বছর কুইন্টাল প্রতি ধানের সরকারি সহায়ক মূল্য ছিল ২৩০০ টাকা।এই তা বছর বেড়ে হয়েছে ২৩৬৯ টাকা। পাশাপাশি ধান ক্রয় কেন্দ্রে ধান নিয়ে এলে কুইন্টাল প্রতি ২০ টাকা করে উৎসাহ ভাতাও পাচ্ছেন কৃষকরা। ১ নভেম্বর থেকে শুরু হয়েছে ধান কেনা।জেলায় ৩১ টি ক্রয় কেন্দ্রে ধান বিক্রির সুবিধা পাচ্ছেন কৃষকরা।মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্রয় কেন্দ্রের পাশাপাশি রয়েছে ভ্রাম্যমান ক্রয় কেন্দ্রের ব্যবস্থাও।এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরের একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ধান ক্রয় কেন্দ্র ঘুরে দেখেন জেলাশাসক। পাশাপাশি কৃষকদের সঙ্গেও কথা বলেন।সরকারি কেন্দ্রে ধান বিক্রির সুবিধার কথাও তুলে ধরেন তিনি।
152
comment0
Report
KMKIRAN MANNA
Nov 18, 2025 14:16:56
Dihierench, West Bengal:নন্দীগ্রামের ভেকুটিয়ায় তৃণমূলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল—এবার থেকে বাংলায় যেখানে ভোট রক্ষা ক্যাম্প বা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটবে তৃণমূলের প্রতিরোধ,প্রতিবাদ গড়ে তোলা হবে। আজ শুভেন্দুর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম থেকে এমন হুঁশিয়ারি ও ডাক দিল তৃণমূল কংগ্রেস। শুরু হয়েছে ভোট রক্ষা ক্যাম্প ভাঙচুরের অভিযোগে রাজনৈতিক তরজা। নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। গত শনিবার রাতে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্প বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ দলের। ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নামে তৃণমূল কর্মীরা। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের হলে এক বিজেপি কর্মী রঞ্জিত মাইতিকে গ্রেফতার করে পুলিশ। তবে তার পরিবারসহ বিজেপি নেতৃত্ব দাবি করেছে—এটি অন্যায় গ্রেফতার। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় জানান, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নির্দেশেই ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, বাংলার যে কোনও এলাকায় তৃণমূল কর্মীদের উপর হামলা বা ক্যাম্প ভাঙচুর হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে。 অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া অভিযোগ খারিজ করে বলেন, তৃণমূলের আদি ও নব্য গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এমন ঘটনা ঘটেছে, বিজেপির এর সঙ্গে কোনো যোগ নেই। তিনি আরও ব্যঙ্গ করে বলেন, যেই তৃণমূল এতদিন এসআইআর-এর বিরোধিতা করেছে, তারাই নাকি এখন এসআইআর সহায়তা ক্যাম্প চালাচ্ছে—এটি ‘হাস্যকর।’ বাইট সুজিত রায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি। বাইট ধনঞ্জয় ঘোড়া, নন্দীগ্রামের মন্ডল সভাপতি। বাইট রঞ্জিত মাইতি। বিজেপি কর্মী। গ্রেপ্তার হয়েছে।
75
comment0
Report
NRNarayan Roy
Nov 18, 2025 14:00:52
Siliguri, West Bengal:*শিলিগুড়িতে চার নাবালিকাকে অপহরণের ছক , জংশন থেকে উদ্ধার চার নাবালিকা* শিলিগুড়িতে দুটি সরকারি স্কুল থেকে চার নাবালিকাকে ভিন রাজ্যের পাচারের ছক। রেইকি করা হয়েছে সপ্তাহখানেক আগে থেকে৷ স্কুলের পোশাক পাল্টে জংশন স্টেশনেই যেতেই সন্দেহ হয় রেল কর্মীদের। খবর দেওয়া হয় নাবালিকার অভিভাবক ও শিলিগুড়ি থানার পুলিশকে। জংশন রেল স্টেশন থেকে নাবালিকাদের উদ্ধার করে নিয়ে আসা হয় শিলিগুড়ি থানায়৷ সেখানেই চলছে জিজ্ঞাসবাদ। ঘটনার সুত্রপাত সপ্তাহখানেক আগে। "কাকলি" নামে এক মহিলার সাথে পরিচয় হয় সেই নাবালিকারদের। তাদের মধ্যে তিন জন শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুলের ছাত্রী বাকি একজন শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী৷ পরিবার সুত্রে খবর , ছাত্রীরা জানায় , সপ্তাহখানেক ধরে ওই মহিলা এই নাবালিকাদের সাথে পরিচিত হন৷ তাদের অর্থের প্রলোভন সহ একাধিক স্বপ্ন দেখান৷ সেই স্বপ্নকে সাথে করেই মঙ্গলবার স্কুলের পোষাকে চার বান্ধবী বের হয়ে পোষাক পরিবর্তন করেন৷ তাদের শিলিগুড়ি জংশন স্টেশনে নিয়েও যায় সেই মহিলা , মন্তব্য নাবালিকাদের৷ তারা যখন টিকিট কাটতে যান তখন কর্তব্যরত রেল কর্মীর সন্দেহ হয়৷ খবর দেওয়া হয় রেল পুলিশকে। কোন সদুত্তর না মেলায় নাবালিকাদের অভিভাবক সহ খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে। অন্যদিকে নাবালিকাদের পরিবারের পাশে এসে দাঁড়ায় আইনি স্বেচ্ছাসেবী সংগঠন৷ লিগ্যাল এইড ফোরামের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ অন্যদিকে নাবালিকাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷
229
comment0
Report
RDRaktima das
Nov 18, 2025 13:26:07
175
comment0
Report
Advertisement
Back to top