Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

बाली नगरपालिका में जलजमाव और कचरा समस्या, नागरिक परेशान

DGDebabrata Ghosh
Nov 17, 2025 09:47:37
Howrah, West Bengal
बেহाल पुर পরিষেবার অভিযোগ বালি পুরসভার বহু এলাকায়।রাস্তা খারাপ।ভাঙ্গা রাস্তায় জমে রয়েছে জল।আবর্জনার স্তূপ জমে রয়েছে।দুর্ভোগে বাসিন্দারা。 বর্ষা চলে গেছে অনেক আগেই।কিন্তু বালি পুরসভার অন্তর্গত লিলুয়ার বেশকিছু এলাকায় গেলে মনে হবে এখন বর্ষাকাল।বেহাল দশা রাস্তার।সেই রাস্তায় জমে রয়েছে জল।নর্দমার কালো নোংরা জল মিশে দুর্বিষহ অবস্থা।সেখান দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে প্রায়ই।একের পাশাপাশি আবর্জনার স্তূপ জমে রয়েছে।সেই আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তায়।ছড়াচ্ছে দুর্গন্ধ।এই অবস্থায় এলাকায় বসবাস করতে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের।বারবার বালি পুরসভায় জানিয়ে কোনো লাভ হয়নি বলে জানান ভট্টনগর,মিরপাড়া,দেবী মন্দির পাড়ার বাসিন্দারা।সকলেরই একটাই প্রশ্ন কবে এই নরক যন্ত্রনা থেকে তারা মুক্তি পাবেন。 হাওড়া পুরসভার সাথে বালি পুরসভার যুক্ত করা হয়েছিলো।২০১৮ সালে দুটি পুরসভার মেয়াদ শেষ হয়।দীর্ঘ প্রায় সাত বছর ভোট হয়নি দুটি পুরসভায়।প্রশাসক বসিয়ে চালানো হচ্ছিলো পুরসভা।বর্তমানে বোর্ড অব এডমিনিস্ট্রেটরস গঠন করে চালানো হচ্ছে বালি পুরসভা।সেই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে।কিন্তু তাকে নিয়ে বিস্তর ক্ষোভ এলাকাবাসীর।বালির বিধায়ক তথা বালি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান রানা চ্যাটার্জী ক্যামেরার সামনে কিছু না বললেও জানিয়েছেন।কিছু জায়গায় সমস্যা আছে।এখানে একটি মহানালা আছে যেটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নিকাশীর সমস্যা আছে।তবে কে এম ডি এ সেই মহানালা সংস্কারের কাজ শুরু করেছে।খুব দ্রুত নিকাশীর সমস্যা মিটবে।অন্যদিকে ম্যানপাওয়ার বাড়িয়ে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করা হচ্ছে।
137
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Nov 17, 2025 11:07:32
Arambag, West Bengal:আরামবাগ: ১৭ নভেম্বর বালিচুরির প্রতিবাদ করায় গ্রামবাসীদের বেধড়ক মারধর বালিমাফিয়াদের। হাসপাতালে ভর্তি দুই গ্রামবাসী। উত্তেজনা পুরশুড়ার ভেঁউটিয়া গ্রামে। বার বার অভিযোগ উঠলেও শীতঘুমে প্রশাসন।সংঘর্ষে আহত হয়েছে জেসিবি চালক গণেশ মন্ডল। নো কষ্ট টু স্টেট এক্সচেকার আর্থিক প্রকল্পের আওতায় কানা মুন্ডেশ্বরী নদীর বালি উত্তোলন চলছে। কাজ শুরু হতেই এই প্রকল্পে কাজের নামে দেদার মাটি ও বালি পাচারের অভিযোগ ওঠে। গ্রামবাসীদের বাধা রুখতে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এলাকায় গুন্ডাবাহিনী ব্যবহার করে প্রকাশ্যে বালিচুরি করার অভিযোগও ওঠে বার বার। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ থাকলেও কোনো পদক্ষেপই নেয়নি প্রশাসন। ফলত, এদিন দুপুরে ভেঁউটিয়া গ্রামের বাসিন্দারা নিজেরাই ঘটনার প্রতিবাদ করতে যায়। অভিযোগ, প্রতিবাদ করায় ঠিকাদারের পোষা গুন্ডারা গ্রামবাসীদের উপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে। ঘটনায় দুই গ্রামবাসীকে শ্রীরামপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ。
42
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 10:53:08
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 10:52:33
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 10:52:15
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 17, 2025 10:51:35
Chinsurah, West Bengal:রাজা রামমোহন রায় ইংরেজদের দালাল ছিলেন ! মধ্যপ্রদেশের শিক্ষা মন্ত্রীর কু কথার বিরুদ্ধে সিংগুরে বিক্ষোভ তৃনমূলের। রাজা রামমোহন রায় এর ছবি দেওয়া ব্যানার নিয়ে সিংগুর থানা সন্নিকটে বিক্ষোভে সামিল হন তৃনমূল নেতা কর্মীরা। প্রতিবাদ কর্মসূচি থেকে মধ্যপ্রদেশের শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতেও সরব হন তৃণমূল নেতা কর্মীরা। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজা রামমোহন রায় সম্পর্কে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে আমরা বাঙালিরা খুবই অপমানিত। যে মন্ত্রী এই বক্তব্য দিয়েছেন তার পদত্যাকে আমরা দাবি করছি। বিজেপির এটা সংস্কৃতি তারা পশ্চিমবঙ্গে মানুষের থেকে ভোট চাইছে অথচ এখানকার সংস্কৃতি জানেনা। এর আগেও তারা রাজ্যের একাধিক মনিষীকে অপমান করেছে এরা অরাজকতা চায় তাই সমাজ সংস্কারক এদের কাছে পছন্দ নয়। হুগলীর বিজেপি নেতা সজ্ঞয় পান্ডে বলেন, বিজেপি কোন মনিষীর বিরুদ্ধে নয়। যদি কেউ কোন মনিষী সম্পর্কে অপমানজনক কথাবার্তা বলে থাকেন তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং অবশ্যই সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বিবেচনা করবে। তবে এ বিষয়ে তৃনমূল এর আন্দোলন মেকি। তারা মনীষী থেকে রাজ্যের যিনি প্রধান তাকে পর্যন্ত আক্রমণ করেন। তাদের মুখে এসব কথা মানায় না। এসব ওদের লোক দেখানো। দেশের সংস্কৃতি নিয়ে যদি কেউ সোচ্চার হয় সেটা হলো ভারতীয় জনতা পার্টি। তাই রাজ্যের সংস্কৃতি বিষয়ক কোন মন্তব্য তাদের মুখ থেকে না শোনাই ভালো.
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 17, 2025 10:11:15
Arambag, West Bengal:আরামবাগঃ১৭ নভেম্বর -------------------------------------------- ক্ষমা নয়, মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দোর সিং এর পদত্যাগ চাই। রাজা রামমোহন রায় নিয়ে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে এমনই প্রতিক্রিয়া রামমোহনের জন্মস্থান খানাকুলের রাধানগরের বাসিন্দাদের। এনিয়ে ক্ষোভে ফুঁসছে রামমোহনের জন্মস্থান। হুগলির খানাকুলের ছোট্ট গ্রাম রাধানগরে জন্মগ্রহন করেছিলেন ভারত পথিক রাজা রামমোহন রায়। পাশেই রঘুনাথপুরে রয়েছে রামমোহনের আমবাগান। সেখানে ছিল তাঁর বসতভিটে। তিন বছর আগে ওই স্থানকে হেরিটেজ ঘোষণা করা হয়। বসতভিটের পাশে গড়ে তোলা হয়েছে রামমোহনের সংগ্রহশালা। সারাবছর ঐতিহ্যবাহী এই স্থানে বহু বাইরের পর্যটক আসেন। রামমোহনের ইতিহাস ছুঁয়ে দেখার আগ্রহ রয়েছে সকলের। তিনি ছিলেন আধুনিক ভারতের রূপকার ও অন্যতম সমাজ সংস্কারক। খানাকুলবাসীর গর্ব। তাঁকে নিয়ে বিজেপি নেতার বিরূপ মন্তব্যে স্বভাবতই ক্ষুব্ধ রামমোহনের জন্মস্থানের বাসিন্দারা। তাঁদের দাবি, এই অপরাধের কোনও ক্ষমা নেই। উনি পদে থাকার যোগ্য নন। তাই ওঁর পদত্যাগ করা উচিত। এই দাবি তুলেছেন খানাকুলের বাসিন্দা থেকে তাঁর বংশধর ও রামমোহন অনুরাগীরা।তাদের দাবি,রামমোহন কে গোটা বিশ্ববাসী চেনে।তাঁর সম্পর্কে আগে পড়াশোনা করা দরকার।তাঁর সম্পর্কে আগে স্টাডি করা দরকার, তার পর মন্তব্য করবেন।সঠিক জানুন।উনি যে মন্তব্য করেছেন রাম মোहन কে নিয়ে তা ক্ষমারও অযোগ্য। এমনই মন্তব্য খানাকুলের বুদ্ধিজীবী মহলের।
99
comment0
Report
BSBhabananda Singha
Nov 17, 2025 10:10:40
Dinajpur, Rangpur Division:উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রিঙ্কুয়া এলাকায় বেহাল রাস্তার দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে গ্রামবাসীরা। তিনপুল থেকে মাটিকুন্ডা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই অত্যন্ত জীর্ণ অবস্থায় রয়েছে। দেড় বছর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ জনতা রিঙ্কুয়া বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ গড়ে তোলেন। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার.local জনপ্রতিনিধি, ঠিকাদার এমনকি বিডিও-কে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। প্রতিদিন এই রাস্তায় হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুল পড়ুয়া শিশুদেরও নিত্যদিন এই বিপজ্জনক পথ পেরোতে হয়। রাস্তার উপর বড় বড় গর্ত, তার সঙ্গে প্রবল ধুলাবালির কারণে পথচারী ও দোকানদারদের নাজেহাল অবস্থা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা。 অবরোধ চলাকালীনই রাস্তাটির বেহাল চিত্র ফের সামনে আসে। একটি টোটো ওই রাস্তা দিয়ে আসার সময় গভীর খাদে পড়ে যায়। টোটোটি ভেঙে যায় এবং চালক আহত হন। ঘটনাটি বিক্ষোভকারী গ্রামবাসীদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে。 এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তাঁদের অভিযোগ, সমস্যার কথা দলের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে ঠিকাদার—সবাইকে বারবার জানানো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি。 গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তার কাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করতে হবে। না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। বাইটঃ ১) আশিষ কুমার পাল (গ্রাম পঞ্চায়েত সদস্য) ২) রতন সিংহ (নাগরিক) ৩) শাহ আখতার হোসেন (নাগরিক) 1711ZG_NDIN_ROAD_AGI_R
164
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 09:47:58
Howrah, West Bengal:বেহাল পুর পরিষেবার অভিযোগ বালি পুরসভার বহু এলাকায়।রাস্তা খারাপ।ভাঙ্গা রাস্তায় জমে রয়েছে জল।আবর্জনার স্তূপ জমে রয়েছে।দুর্ভোগে বাসিন্দারা।বর্ষা চলে গেছে অনেক আগেই।কিন্তু বালি পুরসভার অন্তর্গত লিলুয়ার বেশকিছু এলাকায় গেলে মনে হবে এখন বর্ষাকাল।বেহাল দশা রাস্তার।সেই রাস্তায় জমে রয়েছে জল।নর্দমার কালো নোংরা জল মিশে দুর্বিষহ অবস্থা।সেখান দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে প্রায়ই।এর পাশাপাশি আবর্জনার স্তূপ জমে রয়েছে।সেই আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তায়।ছড়াচ্ছে দুর্গন্ধ।এই অবস্থায় এলাকায় বসবাস করতে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের।বারবার বালি পুরসভায় জানিয়ে কোনো লাভ হয়নি বলে জানান ভট্টনগর,মিরপাড়া,দেবী মন্দির পাড়ার বাসিন্দারা।সকলেরই একটাই প্রশ্ন কবে এই নরক যন্ত্রনা থেকে তারা মুক্তি পাবেন।হাওড়া পুরসভার সাথে বালি পুরসভার যুক্ত করা হয়েছিলো।২০১৮ সালে দুটি পুরসভার মেয়াদ শেষ হয়।দীর্ঘ প্রায় সাত বছর ভোট হয়নি দুটি পুরসভায়।প্রশাসক বসিয়ে চালানো হচ্ছিলো পুরসভা।বর্তমানে বোর্ড অব এডমিনিষ্ট্রেটরস গঠন করে চালানো হচ্ছে বালি পুরসভা।সেই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে।কিন্তু তাকে নিয়ে বিস্তর ক্ষোভAreasবাসীর।বালির বিধায়ক তথা বালি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান রানা চ্যাটার্জী ক্যামেরার সামনে কিছু না বললেও জানিয়েছেন।কিছু জায়গায় সমস্যা আছে।এখানে একটি মহানালা আছে যেটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নিকাশীর সমস্যা আছে।তবে কে এম ডি এ সেই মহানালা সংস্কারের কাজ শুরু করেছে।খুব দ্রুত নিকাশীর সমস্যা মিটবে।অন্যদিকে ম্যানপাওয়ার বাড়িয়ে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করা হচ্ছে।
141
comment0
Report
Advertisement
Back to top