Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

पानीहाटी कालीतला में नाबालिग के साथ श्लीलताहानी का आरोपी गिरफ्तार, महिलाओं का गुस्सा

BSBarun Sengupta
Nov 05, 2025 09:54:24
Barrackpore, Kolkata, West Bengal
পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিতলা এলাকায় এক নাবালিকাকে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি তার পরিবারের লোকের কাছে নাবালিকা জানানোর পর এলাকায় প্রতিবেশীরা বিষয়টি জানতে পারে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে এলাকায় গণধোলাই দেওয়া হয়। ঘটনার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। আতঙ্কিত নাবালিকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Nov 05, 2025 12:25:21
Jhargram, West Bengal:কোনো বিএলএ নেই। একা একাই কাজ করছেন বিএলও। তবে সিপিএমের অভিযোগ প্রয়জনীয় কাগজ থাকার পরও তাদের সমিল করা হচ্ছেনা। গতকাল থেকে শুরু হয়েছে এসআইআর। আর তার পরই ঝাড়ঘ্রমে সিপিএমের তরফে দাবি করা হচ্ছে তাদের বিএলএ দের ডাকার হয়নি। ঝাড়ঘ্রম এর ৫ এবং ৬নং ওয়ার্ড ঘিরে এই অভিযোগ। সিপিএমের জেলা সম্পাদক প্রদিপ সরকার এর আশঙ্কা মৃত ভোটার দের রেখে দেওয়ার জন্যই তাদের বিএলএ দের এড়িয়ে যাওয়ার চেষ্টা। ৬নং ওয়ার্ডে ১৯৯নং বুথের বিএলও পিজুষ কান্তি মাইতি জানান যে তার কাছে শুধুমাত্র তৃনমূলের বিএলএ র নাম আছে। সিপিএম এর বিএলএর কাছে কোনো ডকুমেন্টস থাকলে তখন কাজে যোগ দিতে পারেন। যদিও আমরা পৌছালে দেখি। যে বিএলও পিজুষ কান্তি মাইতি। একাই বাইকে করে ঘুরে বেরাচ্ছেন। একাই সব কাজ করছেন। কোনো বিএলএ নেই। প্রশ্ন করলে জানান তার কাছে তৃনমূল ছাড়া কারো নাম নেই। তবে তৃনমূলের যিনি দায়িত্তে সেই নৃপেন মন্ডলও আসেন নি। ফোন করেও তার কোনো উত্র পাওয়া যায়নি। ফলে একাই কাজ করছেন বিএলও。
0
comment0
Report
CDChampak Dutta
Nov 05, 2025 12:24:55
Kaji Chak, West Bengal:Sir এর কাজ চলছে, দাসপুর ১৬৯ নম্বর বুথের BLO হয়েছে ঋতুপর্ণা মানিক হাজরা। অথচ BLO র কাজ করছেন ঋতুপর্ণা দেবীর স্বামী সক্রিয় তৃণমূল কর্মী অসীম হাজরা। এমনই একটি ভাইরাল ভিডিও তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। BLO র স্বামী তিনি আবার নাকি শাসক নেতা, SIR এর এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি বিলি করছেন BLO র স্বামী শাসক নেতা। এমনই একটি ভিডিও সহ BLO র বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাঁড় করা হল বিজেপির পক্ষ থেকে। BLO র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের-ar্জি জানানো হয়েছে বিজেপির তরফে নির্বাচন কমিশনে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার কেলেগোদা ভুবনেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের ১৬৯ নম্বর বুথের BLO ঋতুপর্ণা মানিক হাজরা। বিজেপির অভিযোগ, ঐ BLO র স্বামী অসীম হাজরা একজন সক্রিয় তৃণমূল কার্যকর্তা। BLO ঋতুপর্ণা মানিক হাজরা নিজে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি না করে তার স্বামী শাসকদলের নেতা অসীম হাজরা SIR ফর্ম নিয়ে বাড়ি বাড়ি বিলি করছেন। এমনই গুরুতর অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের ওই বুথের BLO র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অমুল মাইতি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, একটি ভিডিও ফুটেজ সহ কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে যেখানে ঐ BLO র স্বামীকে ফর্ম হাতে এলাকায় দেখা গেছে। এ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অমুল্য মাইতি বলেন, "দাসপুরের ওই BLO নিজে ফর্ম বিলি না করে তার স্বামী তৃণমূল নেতা অসীম হাজরাকে দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করাচ্ছেন। এমন অভিযোগ আমি পাই এবং একটি লাইভ ভিডিও আমি পাই। সেই সব দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিওকে আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি আমাদের দলের বিরোধী দলনেতা ও নির্বাচন সংক্রান্ত দায়িত্বে রয়েছে শিশির বাজোরিয়া কেও জানোয় আমি। এই অভিযোগ আসার পর স্থানীয় ERO ও বিডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তাদের সাথে যোগাযোগ হয়নি। যদিও নির্বাচন কমিশনের থেকে অভিযোগ পেয়ে পরে বিডিও ও ERO তার সাথে যোগাযোগ করেছিল বলে দাবি ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতির। তিনি জানান, এই কাজ খুবই জঘন্য কাজ, ওই BLO র বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার দাবি করেছি।" এসংক্রান্ত একটি ভিডিও বিজেপির তরফে প্রচার করা হচ্ছে এই দাবি করে যে, দাসপুরের ১৬৯ নম্বর বুথের BLO র স্বামী অসীম হাজরার হাতে এনুমারেশন ফর্মের বান্ডিল রয়েছে এবং পাড়ার রাস্তার এক যুবকের সাথে কথা বলছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। যার বিরুদ্ধে অভিযোগ সেই BLO ঋতুপর্ণা মানিক হাজরাকে ঘটনা সম্পর্কে জানার জন্য একাধিক বার ফোন কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ছবি বাইট
0
comment0
Report
ABArup Basak
Nov 05, 2025 12:02:10
Mal Bazar, West Bengal:রাঙ্গামাটি-ডামডিমের অসুস্থ হাতিকে ঘিরে চাঞ্চল্য! ধানক্ষেতে সেলফি তুলতে ভিড়, চিন্তায় গ্রামবাসী... ডামডিম বৌদ্ধ গুম্হা Area থেকে এবার মালব্লকের রাঙ্গামাটি পর্যন্ত এসে পড়েছে সেই অসুস্থ বুনো হাতিটি। বেশ কয়েকদিন ধরেই তার ধীরগতির চলাফেরা, ধান ক্ষেতে ঢুকে পড়া ও অদ্ভুত আচরণে উদ্বেগে রয়েছেন বনকর্মী ও পরিবেশপ্রেমীরা। আজ সকালে রাঙ্গামাটি ও ডামডিমের মাঝে ধানক্ষেতে দেখা যায় হাতিটিকে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে, আর দেখতে ভিড় জমে যায় শতাধিক মানুষ। অনেকে হাতিটিকে ঘিরে ধরে সেলফি তুলতে শুরু করে — যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাতিটি বেশ দুর্বল এবং অসুস্থ অবস্থায় আছে। তবুও অনেকেই অজানার কৌতূহল নিয়ে খুব কাছ থেকে ছবি তুলছেন, যা যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। একদিকে যেমন গ্রামের ছোট ছেলেরা হাতির কাছে যাচ্ছিল, অন্যদিকে ধান পাকার মরসুমে চাষিরা চিন্তিত তাঁদের বছরের ফসল নিয়ে। স্থানীয়দের বক্তব্য, বনদপ্তর যদি দ্রুত হাতিটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় না নিয়ে যায়, তাহলে বিপদ অনিবার্য। ধানক্ষেতে ইতিমধ্যেই ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, হাতিটির উপর নজরদারি রাখা হয়েছে এবং প্রয়োজনে আবারও চিকিৎসা শুরু করা হবে। তবে স্থানীয়রা বলছেন, শুধু নজরদারি নয় — এখনই সক্রিয় পদক্ষেপের সময়, কারণ মানুষ ও হাতি উভয়ের সুরক্ষাই এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। বাইট ১) স্থানীয় চাষী। 0511ZG_MAL_ELEPHANT_R
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 05, 2025 11:47:05
Katwa, West Bengal:শুরু হলো শতাব্দী প্রাচীন দাঁইহাটের রাসযাত্রা। রাসযাত্রায় দাঁইহাটবাসীর কাছে অন্যতম আকর্ষণ মা শবশিব ও বড়মায়ের পুজো। বুধবার সকালে দাঁইহাটের শব শিব তলায় কাতারে কাতারে ভক্তের ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে পুজো দিতে আসছেন ভক্তেরা। শুধূ দাঁইহাট নয় দূরদূরান্ত থেকে মানুষজন আসেন মনস্কামনা পূর্ণ করতে। দিল্লী থেকে আগত এক পুণ্যার্থী বলেন মায়ের কাছে আমার মানত ছিলো সেই মানত পূর্ণ হওয়ায় আজকে আবারও মায়ের কাছে পুজো দিতে এসেছি। বহু আগে দাঁইহাটের রাসযাত্রা দেখেছিলাম। আবারও তা দেখে খুবই ভালো লাগছে। প্রত্যেক বছরের মতো এবারও রাসযাত্রার দিন সকাল সকাল শব শিব মায়ের কাছে পুজো দিতে আসেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। তিনি বলেন শব শিব মায়ের পুজো বহু প্রাচীন। আমরা প্রত্যেক বছরই আসি এবারেও মায়ের কাছে এসেছিলাম পুজো দিতে। সব মিলিয়ে রাসযাত্রায় মেতে উঠেছে গোটা দাঁইহাট শহর সহ সংলগ্ন একাকার মানুষজন। বাইট:- ১) রবীন্দ্রনাথ চ্যাটার্জী (বিধায়ক কাটোয়া) ২) রমা (দিল্লি থেকে আগত ভক্ত) ৩) পার্থ মোদক (এলাকাবাসী) ৪) সৌরভ হাওলাদার (এলাকাবাসী)
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 05, 2025 11:46:41
Baruipur, West Bengal:ভাঙড়ে SIR আতঙ্কে আত্মহত্যা নাকি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা। তদন্তে পুলিশ ভাঙড়ের জয়পুরে রহস্যজনক ভাবে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শফিকুল গাজী। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর。 পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল গাজী পেশায় একজন ফুচকা বিক্রেতা। তার বাড়ি উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকেলেও দীর্ঘদিন ধরে তিনি ভাঙড়ের উত্তর কাশিপুর থানার জয়পুরে শশুর বাড়িতে বসবাস করছিলেন。 Localরা দেখতে পান, শফিকুল নিজের ঘরে গলায় গামছা লাগিয়ে आत्मহত্যা করেছেন। খবর পেয়ে উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়。 ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা জল্পনা। মৃতের স্ত্রী অভিযোগ করেছেন, ‘SIR আতঙ্কে’ আত্মহত্যা করেছেন তার স্বামী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লাও একই দাবি করেন— “SIR-এর আতঙ্কেই মৃত্যু হয়েছে।” বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জানানো হয়েছে। তাহার নির্দেশ অনুযায়ী পরিবারের পাশে তিনি এসে দাঁড়িয়েছেন। তবে মৃতের ভাই কুতুবউদ্দিন গাজী দাবি করেছেন, “পরিবারের অশান্তির কারণেই দাদা আত্মহত্যা করেছেন, কোনো SIR আতঙ্ক নয়।”মিথ্যা কথা বলা হচ্ছে। অন্যদিকে বিরোধীদের দাবি, এটি পারিবারিক অশান্তি থেকে আত্মহত্যা, রাজনৈতিক কোনো যোগ নেই। আইএসএফ ও বিজেপির পক্ষ থেকেও একই দাবি উঠেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটিত হবে বলে মনে করা হচ্ছে。
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 05, 2025 11:43:59
0
comment0
Report
ALArup Laha
Nov 05, 2025 11:08:36
Belna, West Bengal:বিস্কুট ভালো না লাগায় বচসা, বাঁশের আঘাতে মৃত্যু হল চায়ের দোকানির। চায়ের দোকানে বিস্কুট ভালো লাগেনি—এই তুচ্ছ কারণেই প্রাণ গেল এক চা দোকানির। মঙ্গলবার সকালে রায়নার খালেরপুলে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে মৃত্যু হয় ওই দোকানির। পুলিশ ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ফরিদ আলি শেখ (৫০)। বাড়ি রায়নার মাছখান্ডা গ্রামে। খালেরপুল এলাকায় তার একটি চায়ের দোকান আছে। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে চা খেতে যায় বেলসরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি হোসেন মোল্লা। চায়ের সঙ্গে বিস্কুট খান তিনি, কিন্তু বিস্কুট ভালো না লাগায় টাকা দিতে অস্বীকার করেন। বিষয়টি নিয়ে বচসা শুরু হয় দোকানদার ও গ্রাহকের মধ্যে। উপস্থিত লোকজন প্রথমে মিটমাট করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর ফের দোকানে ফিরে গিয়ে হোসেন মোল্লা বাঁশ দিয়ে ফরিদ আলিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ফরিদকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজে এবং পরে বামচান্দাইপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নবাবহাটের কাছে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার ভোরে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রায়না থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে।
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Nov 05, 2025 11:02:12
Kolkata, West Bengal:বন্দে মাতারমের ১৫০ বছর। ৭নভেম্বর থেকে ১বছর ধরে বিজেপি তা উদযাপন করবে। রাজ্যে বিকেল ৫টায় সব মন্ডলে সমবেত ভাবে কলকাতার সব ওর্যাডে ১৫০টি প্রদীপ জ্বালিয়ে তা উদযাপন হবে। বন্দে মাতরমের বিরুদ্ধে কংগ্রেস যখন নামলো বর্তমান মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করেন নি। কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় নেতারা অংশ নেবেন। বন্দেমাতরম ভবন,কলেজস্টীটসহ রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে রাজ্য নেতৃত্ব থাকবেন। আজকে পশ্চিম বঙ্গের যে পরিস্থিতি তাতে হয়তো আগামী দিনে বন্দেমাতরম গাওয়া সম্ভব হবে না। বর্তমান প্রজন্মের জানা উচিত যে বিভাজনের রাজনীতি তৈরি করেছেন তৃনমুল। রাষ্ট্রসঙ্গীত হিসেবে বন্দেমাতরম আছে। বন্দেমাতরম থাকবে। *রাহুল গান্ধীর মন্তব্য* রাহুল গান্ধীর বক্তব্যের গ্রহনযোগ্যতা তার দলের মধ্যেই নেই। বিহারের নির্বাচনের ফলাফল পর কী বলবেন তার নেট প্রাকটিস করেছে। ভোটের আগে হেরে গেছে। *এসআইআর ও তৃনমুল* কাল একটা roHINGYa বাঁচাও যাত্রা হয়েছে। পশ্চিমবঙ্গে নিরামিষ কিছু হয় না। বিহারে এত বড় নির্বাচন হচ্ছে সেখানে তৃনমুল কংগ্রেস নেই। সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে। তৃনমুল কংগ্রেস আসলে এখন এসআইআরকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সমস্ত গণতান্ত্রিক অধিকার বন্ধ করা। পশ্চিমবঙ্গ এখন পরিযায়ীদের বাসা। এসআইআর না হয় তারপরেও মানুষ শেষ কথা বলবে। তৃনমুল কংগ্রেস হারছে,হারবে। *এসআইআর আতঙ্কে মৃত্যু* যেখানে মৃত্যুর ঘটনা ঘটবে বলা হবে এসআইআর। ক্যান্সারে আক্রান্ত হোক,হৃদরোগ হলেও এসআইআর।তৃনমুল রাজনৈতিক মৃত্যু হবে এসআইআর পরে। *শোভনদেব উবাচ* তিনি বক্সার মানুষ। রিংয়ে থাকলে ভালো হত। উনি নিজের সঙ্গে ঠিক বিচার করছে না। *মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব* সুপ্রিম কোর্টে যেতে পারেন। দরজাটা তো খোলা। উনাকে জিজ্ঞেস করুন ৪০ হাজার চাকরি কেন বিক্রি হল,আইন শৃঙ্খলার কেন এই অবস্থা তার জবাব দিন। *নাস্তিক মঞ্চ তৈরি* আমি জানি বিজেপি করি,আমার প্রতীক পদ্ম। আর মানুষ জানে এই নির্বাচনে তৃনমুলকে সরাতে হবে। বিবেকানন্দ বলেছিলেন যে নিজেকে বিশ্বাস করে না *মতুয়াদের অনশন* কেউ মারা যাবে না। ভারতের বাইরে থেকে এলে কিছু নিয়ম তো মানতে হবে। মতুয়াদের দাবি ছিল নাগরিকত্ব। সেই দাবির পাশে তো কেউ দাড়ায় নি। *সিএএ ৭৮৩টি জায়গায় ক্যাম্প চলছে রাজ্যে* *অভিষেকের ফিটনেস* দেখতে সুন্দর, চেহারা ভালো। এত বড় দূর্ঘটনার পর শরীর ঠিক রাখতে পেরেছেন,ওনার সুস্থতা কামনা করি।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 05, 2025 11:01:57
Howrah, West Bengal:ಡোমಜುರের ರুদ্রಪುರ ಗ್ರಾಮ ಪಂಚಾಯತ್ এলাকায় বিএলও র সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূলের বুথ Líভেল এজেন্ট, রুদ্রপুর ग्राम पঞ্চायतের उपপ্রধান এবং অন্যান্য কর্মীরা। এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ ফর্ম বিলির समय পঞ্চায়েতের উপপ্রধান এভাবে বিএলও র সঙ্গে সরাসরি যেতে পারেন না। এতে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন হচ্ছে। এসআইআর চালু হতেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও রা। আজ দুপুরে জগতব্ল্লভপুর বিধানসভা কেন্দ্রের ১৮৪ নম্বর বুথের বিএলও অঙ্কিতা অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশান ফর্ম বিলির কাজ করেন। তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানে আলম মল্লিক, বিএলএ দুই মইদুল মল্লিক এবং এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদিও বিরোধী দলের কোন বিএলএ কে দেখা যায়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী বিজেপি দলের প্রশ্ন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে বিএলও। তারাই স্বাধীনভাবে ফর্ম বিলির কাজটা করতে পারেন। সেখানে কিভাবে বিএলএ ছাড়াও তৃণমূল উপপ্রধান কিভাবে যেতে পারেন? এতে সংশোধিত তালিকা তৈরির কাজ প্রভাবিত হতে পারে। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করবেন। এই প্রসঙ্গে উপপ্রধান বলেন, "যেহেতু বিএলও সব বাড়ি চেনেন না তাই তাকে সাহায্যের জন্য তিনি এসেছেন। এখানে বিরোধীরা শূন্য। দলের নির্দেশ একজনও যাতে প্রকৃত ভোটারের নাম বাতিল না যায় সেইটা দেখতে তিনি এসেছেন"। Tutors: তৃণমূলের বিএলএ দুই মইদুল মল্লিক বলেন, " এটা ঠিক উপপ্রধান প্রশাসনিক পদে থাকার জন্য আসতে পারেন না। তবে নিজের বুথের জন্য তাকে সাহায্যের জন্য ডাকা হয়েছে"। জগৎবল্লভপুর বিধানসভার চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন, "বিএলও দের ধমকে চমকে ভয় দেখিয়ে এ ধরনের কাজ করা হচ্ছে। এমনকি বিএলএ দের ভয় দেখানো হচ্ছে। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন এবং এ ব্যাপারে বিএলও দের সঙ্গে দল কথা বলবে." এ ব্যাপারে জেলাশাসক পি দীপাপ প্রিয়া জানান পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান বিএলও র সঙ্গে যেতে পারেন না। এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 05, 2025 11:01:25
Howrah, West Bengal:ডোমজুড়ের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলও র সঙ্গে বাড়ি বাড়িঘুরছেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট, রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য কর্মীরা। এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ ফর্ম বিলির সময় পঞ্চায়েতের উপপ্রধান এভাবে বিএলও র সঙ্গে সরাসরি যেতে পারেন না। এতে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করা হচ্ছে।এসআইআর চালু হতেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও রা। আজ দুপুরে জগতব্ল্লভপুর বিধানসভা কেন্দ্রের ১৮৪ নম্বর বুথের বিএলও অঙ্কিতা অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশান ফর্ম বিলির কাজ করেন। তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানে আলম মল্লিক, বিএলএ দুই মইদুল মল্লিক এবং এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদিও বিরোধী দলের কোন বিএলএ কে দেখা যায়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী বিজেপি দলের প্রশ্ন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে বিএলও। তারাই স্বাধীনভাবে ফর্ম বিলির কাজটা করতে পারেন। সেখানে কিভাবে বিএলএ ছাড়াও তৃণমূল উপপ্রধান কিভাবে যেতে পারেন? এতে সংশোধিত তালিকা তৈরির কাজ প্রভাবিত হতে পারে। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করবেন। এই প্রসঙ্গে উপপ্রধান বলেন," যেহেতু বিএলও সব বাড়ি চেনেন না তাই তাকে সাহায্যের জন্য তিনি এসেছেন। এখানে বিরোধীরা শূন্য। দলের নির্দেশ একজনও যাতে প্রকৃত ভোটারের নাম বাতিল না যায় সেইটা দেখতে তিনি এসেছেন"। তৃণমূলের বিএলএ দুই মইদুল মল্লিক বলেন," এটা ঠিক উপপ্রধান প্রশাসনিক পদে থাকার জন্য আসতে পারেন না। তবে নিজের বুথের জন্য তাকে সাহায্যের জন্য ডাকা হয়েছে"। জগৎবল্লভপুর বিধানসভার চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন, "বিএলও দের ধমকে চমকে ভয় দেখিয়ে এ ধরনের কাজ করা হচ্ছে। এমনকি বিএলএ দের ভয় দেখানো হচ্ছে। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন এবং এ ব্যাপারে বিএলও দের সঙ্গে দল কথা বলবে।" এ ব্যাপারে জেলাশাসক পি দীপাপ রিয়া জানান পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান বিএলও র সঙ্গে যেতে পারেন না। এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন।
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 05, 2025 11:00:21
Durgapur, West Bengal:রাজ্যে প্রথম প্রিম্যাচিউর শিশুর প্রাণ বাঁচালো ব্যয়বহুল আমেরিকার ডিভাইস, খরচ যোগালো মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী কার্ড। খুশি পরিবার। মাত্র ২৫ সপ্তাহে জন্ম, ওজন ছিল মাত্র ৮১০ গ্রাম, কিন্তু সেটা কমে গিয়ে ৭১০ গ্রাম ওজন দাঁড়ায় । সেই প্রিম্যাচিউর শিশুর প্রাণ বাঁচাতে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা ভরসা রাখলেন আমেরিকা তৈরি এক ক্ষুদ্র ডিভাইস 'পিকোলো'র ওপর। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাতে পাশে দাঁড়াল রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড। হাসপাতালের এই+sাফল্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বাঁকুড়ার শুশুনিয়ার পিন্টু মন্ডলের গর্ভবতী স্ত্রীর August মাসে পেটে যন্ত্রণা উঠলে তাকে গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। তারপরেই তিনি জন্ম দেন সময়ের আগে মাত্র ২৫ সপ্তাহে শিশুর। জন্মের পরেও হৃৎপিন্ডের সাথে সংযোগ থাকা একটি রক্তনালি বন্ধ হয়নি। ওষুধে কাজ না করায় সিদ্ধান্ত নেওয়া হয় জটিল অস্ত্রোপচারের। অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলাম শিশুটির হার্টে ক্ষুদ্র ডিভাইসটি স্থাপন করেন। তারপরেই বন্ধ হয় অতিরিক্ত রক্তক্ষরণ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাজ্যে প্রথম এবং গোটা ভারতে মধ্যে দ্বিতীয় সফল অস্ত্রপচার করে এই প্রিম্যাচিউর শিশুর শরীরে এই ডিভাইস স্থাপন করা হল। অস্ত্রোপচারের সময় শিশুটির ওজন ছিল মাত্র ৭১০ গ্রাম। তবুও সফলভাবে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া। ওই শিশুর বাবা পিন্টু মণ্ডল বলেন, "চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় আমার শিশু জীবন পেল। ডিভাইস স্থাপন করা হয় শিশুর হৃদয়পিন্ডে। সেই ডিভাইসের সম্পূর্ণ খরচা স্বাস্থ্য সাথী কার্ড বহন করেছে। কিন্তু স্বাস্থ্য সাথী খরচারের বাইরে বেশ কিছু টাকা খরচ হচ্ছে হাসপাতালে ভর্তি থাকার কারণে, আমরা তাতে খুশি।" চিকিৎসক সৌম্যদীপ সরকার বলেন, "শিশুরোগ বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই অস্ত্রপচার করেছে। এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ। প্রিম্যাচিউর শিশুর এইরকম রোগ একেবারেই বিরল। ডিভাইসের জন্য প্রাণ পেল শিশুটি। এই ডিভাইস স্বাস্থ্য সাথী কার্ডের জন্য এক লক্ষ আশি হাজার টাকা ব্যয় হয়েছে।"
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 05, 2025 11:00:00
Durgapur, West Bengal:রাজ্যে প্রথম প্রিম্যাচিউর শিশুর প্রাণ বাঁচালো ব্যয়বহুল আমেরিকার ডিভাইস, খরচ যোগালো মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী কার্ড। খুশি পরিবার। মাত্র ২৫ সপ্তাহে জন্ম, ওজন ছিল মাত্র ৮১০ গ্রাম, কিন্তু সেটা কমে গিয়ে ৭১০ গ্রাম ওজন দাঁড়ায় । সেই প্রিম্যাচিউর শিশুর প্রাণ বাঁচাতে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা ভরসা রাখলেন আমেরিকার তৈরি এক ক্ষুদ্র ডিভাইস 'পিকোলো'র ওপর। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাতে পাশে দাঁড়াল রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড। হাসপাতালের এই সাফল্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বঁকুড়ার শুশুনিয়ার পিন্টু মন্ডলের গর্ভবতী স্ত্রীর August মাসে পেটে যন্ত্রণা উঠলে তাকে গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। তারপরেই তিনি জন্ম দেন সময়ের আগে মাত্র ২৫ সপ্তাহে শিশুর। জন্মের পরেও হৃৎপিন্ডের সাথে সংযোগ থাকা একটি রক্তনালি বন্ধ হয়নি। ওষুধে কাজ না করায় সিদ্ধান্ত নেওয়া হয় জটিল অস্ত্রোপচারের। অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলাম শিশুটির হার্টে ক্ষুদ্র ডিভাইসটি স্থাপন করেন। তারপরেই বন্ধ হয় অতিরিক্ত রক্তক্ষরণ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাজ্যে প্রথম এবং গোটা ভারতে মধ্যে দ্বিতীয় সফল অস্ত্রপচার করে এই প্রিম্যাচিউর শিশুর শরীরে এই ডিভাইস স্থাপন করা হল। অস্ত্রোপচারের সময় শিশুর মতো ওজন ছিল মাত্র ৭১০ গ্রাম। তবুও_successful_ সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া। ওই শিশুর বাবা পিন্টু মণ্ডল বলেন, "চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় আমার শিশু জীবন পেল। ডিভাইস স্থাপন করা হয় শিশুর হৃদপিন্ডে। সেই ডিভাইসের সম্পূর্ণ খরচা স্বাস্থ্য সাথী কার্ড বহন করেছে। কিন্তু স্বাস্থ্য সাথী খরচার বাইরে বেশ কিছু টাকা খরচ হচ্ছে হাসপাতালে ভর্তি থাকার কারণে, আমরা তাতে খুশি." চিকিৎসক সৌম্যদীপ সরকার বলেন, "শিশুরোগ বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই অস্ত্রপচার করেছে। এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ। প্রিম্যাচিউর শিশুর এইরকম রোগ একেবারেই বিরল। ডিভাইসের জন্য প্রাণ পেল শিশুটি। এই ডিভাইস স্বাস্থ্য সাথী কার্ডের জন্য এক লক্ষ আশি হাজার টাকা ব্যয় হয়েছে ।"
0
comment0
Report
NRNarayan Roy
Nov 05, 2025 10:39:39
Siliguri, West Bengal:শরীরচর্চার জন্য মাঠ থেকে বিশ্বজয় — রিচার সাফল্যে গর্বিত শিলিগুড়ি। ফিটনেসের জন্য মাঠে যাওয়ার থেকেই শুরু হয়েছিল পথচলা। সেই খেলাধুলার অভ্যাসই আজ শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপজয়ী দলের সদস্যপদে। বাড়ি ফেরার খবরে এখন উচ্ছ্বসিত গোটা শহর, আর আবেগে ভাসছেন রিচার বাবা-মা। শিলিগুড়ির ক্রীড়া জগতে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ, সবার পরিচিত “গবা” নামে। ৮০-৯০ দশকে স্থানীয় ক্রিকেটে দক্ষ ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন তিনি। মেয়ের ফিটনেস ধরে রাখার জন্য ছোটবেলা থেকেই মাঠে নিয়ে যেতেন রিচাকে। প্রথমে শরীরচর্চা, তারপর ধীরে ধীরে ক্রিকেটে মনোযোগ—বাবার হাত ধরেই রিচার ক্রিকেটজীবনের শুরু। এরপর প্রথম ডিভিশন, জেলা, রাজ্য হয়ে পৌঁছানো জাতীয় দলে—সব যেন এক অনবদ্য যাত্রাপথ। মানবেন্দ্র ঘোষ বলেন, “স্বপ্নেও ভাবিনি আমাদের ছোট্ট রিচা একদিন দেশের হয়ে বিশ্বকাপ জিতবে।” বাড়ি ফিরে রিচার জন্য প্রস্তুত হচ্ছে স্পেশাল মেনু। ছোটবেলা থেকেই খেতে ভালোবাসে রিচা। পছন্দের তালিকায় রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির, মিষ্টি আর মাছ—বিশ্বজয়ী কন্যার জন্য তাই অপেক্ষা করছে পরিবারের ভালোবাসা আর মায়ের রান্না করা ভোজ।
0
comment0
Report
Advertisement
Back to top