Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

ठंडी रात में बूथ अधिकारी ने बेटे के साथ घर-घर चुनाव फॉर्म बाँटे—एक नज़ीर

DGDebabrata Ghosh
Nov 13, 2025 01:01:42
Howrah, West Bengal
হতে এনুমারেশন ফর্ম।সঙ্গে একরত্তি সন্তান।শীতের সন্ধ্যায় তাকে নিয়ে বাড়িবাড়ি ফর্ম বিলি করছেন মহিলা বি এল ও।বেনজির এমনই ঘটনা দেখা গেলো হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের মুচিপাড়া এলাকার ৯৮ নম্বর বুথে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে।বুথ লেবেল এজেন্টদের সঙ্গে নিয়ে বাড়িবাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেবেল অফিসারেরা।তবে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের মুচিপাড়া এলাকার ৯৮ নম্বর বুথে দেখা গেলো এক অন্য ছবি।এখানকার বি এল ও পারমিতা হালদার।শীতের সন্ধ্যায় তিনি তার পাঁচ বছরের পুত্র সন্তান সাহেবকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন এনুমারেশন ফর্ম বিলি করতে।মায়ের সঙ্গে কখনো পায়ে হেঁটে কখনো আবার কোলে চড়ে কাজের মজা নিচ্ছে সাহেব।বলছে এস আই আর এর ফর্ম দিতে এসেছে।কিন্তু কেনো ছোট্ট ছেলেকে নিয়ে কাজে বেরোতে হলো পারমিতা হালদারকে।পেশায় স্কুল টিচার তিনি।তার স্বামীও একই পেশায়।দুজনে কাজে বেরোলে ফ্ল্যাটে তাদের সন্তানকে দেখার জন্য পরিচারিকা রয়েছে।কিন্তু বিকেলের পর সেই পরিচারিকা বাড়ি চলে যায়।এই সময়ের পর ছেলেকে দেখতে কেউ নেই তাই তাকে নিয়ে বেরিয়ে পড়েন ফর্ম দিতে।পারমিতা দেবী বলেন তার বুথে প্রায় চোদ্দশো ভোটার।সকাল দুপুরে ফর্ম দিলে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না।তাই সন্ধ্যায়বেলায় কাজ করছেন।বুথ লেবেল এজেন্ট ও এলাকার মানুষজন বি এল ও কাজে মুগ্ধ।বিভিন্ন জায়গায় যখন দেখা যাচ্ছে ক্লাবে বাড়িতে কিংবা রাস্তায় বসে কাজ করছেন কিছু বি এল ও।তখন কতটা নিষ্ঠা থাকলে যে এভাবে কাজ করা যায় তার উদাহরণ পারমিতা হালদার। বাইট..১..পারমিতা হালদার(বি এল ও) ২..ভরত রুইদাস(বি এল এ) ৩..পবিত্র দাস(ভোটার) ৪.. শিখা দাস(ভোটার) ৫..সাহেব(সন্তান) ৬..ওয়াকথ্রু
222
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Nov 13, 2025 02:34:50
Kolkata, West Bengal:WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। কলকাতার পারদ ১৭.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে সাড়ে ৩ ডিগ্রি কম। কাল দিনের পারদ ২৮ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান কমে মাত্র ৩৯ শতাংশ। শুষ্ক শীতের পরশ রাজ্যজুড়ে। ২) রাজধানী দিল্লি, ছত্তিশগড়, হিমাচল, উত্তরাখণ্ড, হরিয়ানায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আপাতত অবাধ শীতল উত্তুরে হাওয়ার দাপট রাজ্যজুড়ে। আগামী অন্ততঃ ৬ দিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে। শীতের আমেজ বহাল থাকবে চলতি উইকেন্ডেও। ৩) শীতের এই আমেজ বাধাপ্রাপ্ত হতে পারে ২১ নভেম্বরের পর থেকে। বাতাসে বৃদ্ধি পাবে জলীয় বাষ্পের পরিমান। ২৩ নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়িয়ে যা নিম্নচাপে পরিণত হতে পারে বলে কিছু আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল দাবি করেছে। এই সিস্টেম ২৫ নভেম্বর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে একাধিক মডেলের দাবি। তার সরাসরি প্রভাব যদি বাংলায় নাও পড়ে তাহলেও মেঘলা আকাশ এবং আপেক্ষিক আর্দ্রতার জেরে বাংলায় সাময়িকভাবে নষ্ট হতে পারে শীতের আমেজ। এই সিস্টেম ডিসেম্বরের ৩ তারিখ সম্পূর্ণ বিলীন হওয়ার পর রাজ্যে শীতের কামব্যাক ঘটতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দফতর এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো অ্যালার্ট বা সতর্কতা জারি করেনি। ৪) অন্তত আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী চার পাঁচ দিনে। স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা। ৫) উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৪ থেকে ৫ দিনে তাপমাত্রার কোন পরিবর্তন নেই। দার্জিলিং পার্বত্য এলাকায় রাতের পারদ ৮ ডিগ্রির সামান্য নিচে। ৬) চরম শৈত্য প্রবাহ মধ্যপ্রদেশে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি রাজধানী দিল্লিতে। হরিয়ানা ছত্তিশগড় ও রাজস্থানে ১৫ই নভেম্বর পর্যন্ত শৈত্য প্রবাহের পরিস্থিতি।
153
comment0
Report
AGAyan Ghosal
Nov 13, 2025 01:31:11
Kolkata, West Bengal:মেট্রো কর্তৃপক্ষের তরফে জানিয়েছেন হয়েছে, চিংড়িঘাটায় যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, তা আগামীকাল শুক্রবার মধ্যরাত থেকে শুরু হবে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দিনক্ষণ চূড়ান্ত করে ফেলা হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ডিসেম্বর থেকেই নিউ গড়িয়া-এয়ারপোর্ট অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে। গত ফেব্রুয়ারি মাস থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ চিংড়িঘাটায় আটকে রয়েছে। প্রায় গোটা প্রকল্প শেষ হলেও মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ রয়ে যাওয়ায় নতুন লাইনের সম্প্রসারণ আটকে গিয়েছিল। কলকাতা পুলিশের ছাড়পত্র না-পাওয়ায় কাজ এগোয়নি। এর ফলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালু হলেও বিমানবন্দর পর্যন্ত পৌঁছোনো সম্ভব হয়নি। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সব পক্ষ আলোচনায় বসে দিন ঠিক করে ফেলে। কাল শুক্রবার এবং পরশু শনিবার রাত ১২ টা থেকে ভোর ৪ টে পর্যন্ত সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক বা যানবাহন চলাচল বন্ধ রেখে রাস্তার এইপার ওইপারের সংযোগকারী গার্ডার বসানোর কাজ হবে। নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে এয়ারপোর্ট অর্থাৎ জয় হিন্দের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। তার মধ্যে কবি সুভাষ থেকে বেলেঘাটা ৯ দশমিক ৮ কিলোমিটারে মেট্রো চালু হয়েছে। বাধ সেধেছে এই চিংড়িঘাটায় ৩৬৬ মিটার। যেখানে ফলে, পিলারের ওপর গার্ডার এখনও বসানো যায়নি। কারণ গার্ডার বসাতে গেলে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে শহরের অন্যতম ব্যস্ত চিংড়িঘাটা মোড়। অবশেষে কাল সেই কাজ শুরু হতে চলেছে।
181
comment0
Report
CDChampak Dutta
Nov 13, 2025 01:02:57
Kaji Chak, West Bengal:বনদপ্তরের জায়গা দখল করার অভিযোগ বারবার উঠে এসেছে। এবার খোদ মেদিনীপুর শহরে বনদপ্তরের জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছিল পাকা বসত বাড়ি। এমনই অভিযোগ পেয়ে এলাকায় গিয়ে বনদপ্তরের কর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দেয়। জমির মালিক স্পটে না থাকায় যারা নির্মাণ কাজ করছিলেন তাদেরকে বলা হয় জমির মালিক কে যেন সমস্ত জমির কাগজপত্র নিয়ে দেখা করে বনদপ্তরের অফিসে, ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে। ঘটনাটি ঘটেছে মেদনীপুর শহরের গোলাপিচক এলাকায়। ওই এলাকায় বনদপ্তরের একাধিক জমি রয়েছে। এর আগেও অভিযোগ উঠেছিল বনদপ্তরের জমি দখল করে কিছু মানুষ বাড়ি বানিয়ে ফেলেছে। এবারও রীতিমতো কলম তুলে বানানো হচ্ছিল বাড়ি। স্থানীয় সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা পৌঁছে যায় এলাকায়। সেই সময় চলছিল বাড়ি তৈরির কাজ। জমির মালিক না থাকায় যারা বাড়ি তৈরির কাজ করছিল তাদেরকে বলা হয় কাজ বন্ধ রাখার জন্য। এবং তাদেরকে এটাও বলা হয় কাজ করতে হলে জমির মালিক যেনো বনদপ্তরের অফিসে গিয়ে প্রমাণ দেখায় যে ওই জমির মালিক তিনিই।
165
comment0
Report
CDChampak Dutta
Nov 13, 2025 01:02:40
Kaji Chak, West Bengal:নিয়মিত বেতনের দাবিতে এবং অবৈধ ভাবে কর্মী নিয়োগ বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালো মেদিনীপুর পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। তারা পৌরসভার গেটে এবং চেয়ারম্যানের রুমের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হুশিয়ারি দিয়েছেন আগামী দুদিন তারা কর্মবিরতি পালন করবেন। সেই মর্মে তারা চেয়ারম্যানকে উদ্বৃত করে পৌরসভার হেড ক্লার্কের কাছে লিখিত আকারে তা জানিয়েও দেন। অস্থায়ী কর্মচারীদের অভিযোগ, তাদের মাসের বেতন অনিয়মিত ভাবে দেওয়া হচ্ছে। কোনো মাসের ১২তারিখে দেওয়া হচ্ছে তো কোনো মাসের ১৮ বা ২২ তারিখে দেওয়া হচ্ছে। অথচ পৌরসভার কর্মী সংখ্যা বেড়েই চলেছে।গত এক বছরে অবৈধ ভাবে একাধিক কর্মী নিয়োগ করা হয়েছে বলেও তাদের অভিযোগ। তারা জানিয়েছেন এই দুদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।এই বিষয়ে চেয়ারম্যান সৌমেন খানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান মৌ রায় বলেন, তিনি নুতুন, মাত্র কয়েকদিন হল ভাইস চেয়ারম্যান হয়েেছেন,অস্থায়ী কর্মচারীদের বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখে চেয়ারম্যান সহ বোর্ড অফ কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করা হবে।সেখানে একটা মতামত নিশ্চই উঠে আসবে।
181
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 01:02:19
Howrah, West Bengal:হতে এনুমারেশন ফর্ম। সঙ্গে একরত্তি সন্তান। শীতের সন্ধ্যায় তাকে নিয়ে বাড়িবাড়ি ফর্ম বিলি করছেন মহিলা বি এল ও। বেনজির এমনই ঘটনা দেখা গেলো হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের মুচিপাড়া এলাকার ৯৮ নম্বর বুথে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে। বুথ লেবেল এজেন্টদের সঙ্গে নিয়ে বাড়িবাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেবেল অফিসারেরা। তবে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের মুচিপাড়া এলাকার ৯৮ নম্বর বুথে দেখা গেলো এক অন্য ছবি। এখানকার বি এল ও পারমিতা হালদার। শীতের সন্ধ্যায় তিনি তার পাঁচ বছরের পুত্র সন্তান সাহেবকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন এনুমারেশন ফর্ম বিলি করতে। মা’র সঙ্গে কখনো পায়ে হেঁটে কখনো আবার কোলে চড়ে কাজের মজা নিচ্ছে সাহেব। বলছে এস আই আর এর ফর্ম দিতে এসেছে। কিন্তু কেনো ছোট্ট ছেলেকে নিয়ে কাজে বেরোতে হলো পারমিতা হালদারকে। পেশায় স্কুল টিচার তিনি। তার স্বামীও একই পেশায়। dúজনে কাজে বেরোলে ফ্ল্যাটে তাদের সন্তানকে দেখার জন্য পরিচারিকা রয়েছে। কারণ বিকেলের পর সেই পরিচারিকা বাড়ি চলে যায়। এই সময়ের পর ছেলেকে দেখার কেউ নেই তাই তাকে নিয়ে বেরিয়ে পড়েন ফর্ম দিতে। পারমিতা দেবী বলেন তার বুথে প্রায় চোদ্দশো ভোটার। সকাল দুপুরে ফর্ম দিলে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না। তাই সন্ধ্যা বেলায় কাজ করছেন। বুথ লেবেল এজেন্ট ও এলাকার মানুষজন বি এল ও কাজে মুগ্ধ। বিভিন্‌্ন জায়গায় যখন দেখা যাচ্ছে ক্লাবে বাড়িতে কিংবা রাস্তায় বসে কাজ করছেন কিছু বি এল ও। তখন কতটা নিষ্ঠা থাকলে যে এভাবে কাজ করা যায় তার উদাহরণ পারমিতা হালদার। বাইট..১..পারমিতা হালদার(বি এল ও) ২..ভরত রুইদাস(বি এল এ) ৩..পবিত্র দাস(ভোটার) ৪.. শিখা দাস(ভোটার) ৫..সাহেব(সন্তান) ৬..ওয়াকথ্রু
260
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 01:02:00
Howrah, West Bengal:হতে এনুমারেশন ফর্ম।সঙ্গে একরত্তি সন্তান।শীতের সন্ধ্যায় তাকে নিয়ে বাড়িবাড়ি ফর্ম বিলি করছেন মহিলা বি এল ও।বেনজির এমনই ঘটনা দেখা গেলো হাওড়াShিবপুর বিধানসভা কেন্দ্রের মুচিপাড়া এলাকায় ৯৮ নম্বর বুথে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে। বুথ লেবেল এজেন্টদের সঙ্গে নিয়ে বাড়িবাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেবেল অফিসারেরা। তবে হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের মুচিপাড়া এলাকার ৯৮ নম্বর বুথে দেখা গেলো এক অন্য ছবি। এখানকার বি এল ও পারমিতা হালদার।শীতের সন্ধ্যায় তিনি তার পাঁচ বছরের পুত্র সন্তান সাহেবকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন এনুমারেশন ফর্ম বিলি করতে।মায়ের সঙ্গে কখনো পায়ে হেঁটে কখনো আবার কোলে চড়ে কাজের মজা নিচ্ছে সাহেব।বলছেন এস আই আর এর ফর্ম দিতে এসেছে।কিন্তু কেনো ছোট্ট ছেলেকে নিয়ে কাজে বেরোতে হলো পারমিতা হালদারকে।পेशায় স্কুল টিচার তিনি।তার স্বামীও একই পেশায়।দুজনে কাজে বেরোলে ফ্ল্যাটে তাদের সন্তানকে দেখার জন্য পরিচারিকা রয়েছে।কিন্তু বিকেলের পর সেই পরিচারিকা বাড়ি চলে যায়।এই সময়ের পর ছেলেকে দেখার কেউ নেই তাই তাকে নিয়ে বেরিয়ে পড়েন ফর্ম দিতে।পারমিতা দেবী বলেন তার বুথে প্রায় চোদ্দশো ভোটার।সকাল দুপুরে ফর্ম দিলে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না।তাই সন্ধ্যায়বেলায় কাজ করছেন।বুথ লেবেল এজেন্ট ও এলাকার মানুষজন বি এল ও কাজে মুগ্ধ।বিভিন্ন জায়গায় যখন দেখা যাচ্ছে ক্লাবে বাড়িতে কিংবা রাস্তায় বসে কাজ করছেন কিছু বি এল ও।তখন কতটা নিষ্ঠা থাকলে যে এভাবে কাজ করা যায় তার উদাহরণ পারমিতা হালদার।
153
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 12, 2025 19:04:40
101
comment0
Report
PCPartha Chowdhury
Nov 12, 2025 19:04:19
Bardhaman, West Bengal:পোর্টালে নাম না থাকায় আতঙ্কে ভোটাররা। এই নিয়ে জোরদার রাজনৈতিক তর্জা শাসক ও বিরোধীদের মধ্যে। ঘটনা পূর্ব বর্ধমানের মেমারির। ২০০২-এ ভোট দিয়েছেন,নিজেদের কাছ থাকা পুরানো ভোটার লিস্টে নামও আছে কিন্তু বর্তমানে ইলেকশন কমিশন থেকে প্রাপ্ত ২০০২ সালের ভোটার তালিকাতে সেই সমস্ত নাম না থাকায় একপ্রকার আতঙ্ক গ্রাস করেছে মেমারীর দুর্গাডাঙ্গার বেশ কয়েকটি পরিবারকে। ভোটার লিস্ট সংক্রান্ত ত্রুটির কথা এবং একইসাথে দ্রুত সুরাহার দাবী জানিয়ে ইতিমধ্যেই বিডিও-র দ্বারস্থ হয়েছেনlocals। জানা গেছে,২০০২ সাল অনুযায়ী 275 মেমারী বিধানসভার 222 নাম বুথে পুরানো লিস্ট অনুযায়ী 693 জনের নাম থাকলেও বর্তমানে সেই তালিকায় 672 জনের নাম আছে অথ্যাৎ প্রায় 21 জন ভোটারের নাম লিস্ট থেকে একপ্রকার বাদ হয়ে গেছে।যার ফলে সমস্যায় পড়েছেন এই সমস্ত ভোটাররা।২০২৫-এর ভোটার তালিকা অনুযায়ী বিএলও-র পক্ষ থেকে এনুমারেশন ফর্ম দেওয়া হলেও অনেকেই নথি ও তথ্যের অভাবে সেই ফর্ম ফিলাপ করতে পারছেন না। ভোটার সুমিত্রা শর্মা ও উত্তম সিং জানান, ভোট দিয়েছি, কিন্তু নাম নেই। তাই চিন্তায় আছি। সুপারভাইজার Shibashankar Bhattacharya জানিয়েছেন, এই নিয়ে কতৃপক্ষের কাছে জানিয়েছেন হয়েছে। যেমন নির্দেশ আসবে কাজ হবে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল।তৃণমূলের অভিযোগ,বিজেপি চক্রান্ত করে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবী জেলা তৃনমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের। এভাবে বিভিন্ন বুথে নাম বাদ দিয়ে কৃতিত্ব নেওয়া চাইছে। বিজেপি নেতা ডা: শান্তরূপ জানান, যদি কারো নাম হার্ড কপিতে থাকে, চিন্তার কিছু নেই। তৃণমূল অশিক্ষিতের দল বলে এসব অভিযোগ করে। বাইট : ১) শিবশঙ্কর ভট্টাচার্য ( সুপারভাইজার) ২) বাগবুল ইসলাম ( তৃণমূল কংগ্রেসের নেতা) ৩) ডা: শান্তরূপ দে (বিজেপি নেতা) ৪) উত্তম সিং (নিবাচক) ৫) সুমিত্রা শর্মা ( নির্বাচক) 1211ZG_BWN_LIST
79
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 12, 2025 19:03:55
Kalna, West Bengal:১৫৬ বছরের ইতিহাসে এই প্রথম কালনায় মহিলা পৌরপতি হিসাবে শপথ নিলেন কালনা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা ব্যানার্জি। পন্ডিত তারানাথ তর্ক-বাসস্পতি, গোবিন্দ কৃষ্ণ দেববাহাদুর ও মহারাজ মহাতাব চাঁদ প্রমুখের প্রচেষ্টায় ১৮৬৯ খ্রিস্টাব্দে কালনা পৌরসভার স্থাপিত হয়। এরপর থেকে যখনই কালনা পৌরসভার পৌরপতি হয়েছে সকলেই পুরুষরা ছিলেন। এরপর ২০২৫ সালে কালনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত তার শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলে আজ চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন রিনা ব্যানার্জি। নতুন পৌরমাতা কে সংবর্ধনা দিতে হাজির হন এক ঝাঁক কালনা পৌরসভার কাউন্সিলরা। তবে কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েলের সভাপতিত্বে যে যা পুরনো দপ্তর নিয়ে রয়েছেন, সেই দপ্তর নিয়েই আগামী দিনে কাজ চালিয়ে যাবেন নতুন পৌরপতি। এছাড়াও রাস্তা-ঘাট, আলো নিকাশি ব্যবস্থা সমস্ত কিছু নিয়েই আগামী দিনে কাজ করে এগিয়ে যেতে চান নতুন পৌরপতি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এমনই জানালেন তিনি। অন্যদিকে কালনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত তিনি বলেন, শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগ করেছি।
115
comment0
Report
NRNarayan Roy
Nov 12, 2025 19:03:39
Siliguri, West Bengal:*খড়িবাড়ির পর এবার বিধাননগরে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিস, আটক এক,উদ্ধার বহু জাল নথি। খড়িবাড়ির পর এবার ফাঁসিদেওয়ার বিধাননগরে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিস। এই ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের সুব্রত ঘোষ ওরফে লিটন। সে বিধান নগরের শান্তি পাড়া এলাকার বাসিন্দা। যদিও দীর্ঘ চার বছর ধরে সে পাইকপাড়া এলাকায় অনলাইনের দোকান চালাতো। বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় বিধাননগরের পাইকপাড়া এলাকায়। এবং তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ পুলিশকর্মীদের। ওই অনলাইন দোকানের আরালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র উদ্ধার। এরপরেই এই ঘটনায় দোকানের মালিক সুব্রত ঘোষকে গ্রেফতার করে। প্রসঙ্গত খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট চক্রের হদিস পেয়ে পুলিশ ওই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে। এবং সেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে রয়েছে এই যুবক। সূত্রের খবর ধৃতের দোকান থেকে দুটি কম্পিউটার,একটি ল্যাপটপ, রেটিনা স্ক্যানার, থাম্প স্ক্যানার, প্যান ড্রাইভ, ১০টি সরকারি সিল সহ একাধিক জাল সংশাপত্র বাজেয়াপ্ত করেছে। তবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে দার্জিলিং জেলা পুলিশ।
286
comment0
Report
Advertisement
Back to top