Back
नदी किनारे अवैध बालू खनन: माफियाओं के दख़ल से बांध खतरे में
SMSubhasis Mandal
Nov 20, 2025 01:30:46
Howrah, West Bengal
মাটি ও বালি মাফিয়ার দাপট
বাগনানের নাউপালায় রূপনারায়ণের নদীর চর থেকে শুরু করে নদীর বাঁধ সহ কেটে অবাধে বিক্রি হয়ে যাচ্ছে মাটি৷ পাশাপাশি অনুমোদন আছে এই দাবি নিয়ে সঠিক নিয়ম না মেনেই তোলা হচ্ছে নদীর পলি ( সাদাবালি) অভিযোগ এলাকাবাসীর৷
বাগনানের নাউপালায় রূপনারায়ণ নদীর যে পাড় ও চর রয়েছে সেই পাড় ও chরা কেটে বেআইনিভাবে দিনে ও রাতে অবাধে চলছে মাটি পাচার৷ বিক্রি হয়ে যাচ্ছে মাটি দেখার কেউ নেই৷ মাটি মাফিয়া দের এই দৌরাত্ম দিনের পর দিন বেড়েই চলেছে৷ মাটি তুলে সেই মাটি, বিক্রি হয়ে যাচ্ছে অন্যত্র ৷ ভেঙে ফেলা হচ্ছে নদীর পাড় ফলে একদিকে যেমন নদীর ভৌগোলিক অবস্থার পরিবর্তন হচ্ছে অন্যদিকে নদীর বাঁধ বলে কিছু থাকছে না৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে পাড়৷ এলাকাবাসীর অভিযোগ আবাধে চলছে এই কারবার ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷
শুধু মাটি নয় নিয়ম না মেনে বিভিন্নভাবে নদীর পলি ( সাদা বালি) তোলা হচ্ছে৷
নামমাত্র অনুমোদন নেয়া হচ্ছে সরকারি৷ কিন্তু নিয়ম নীতি সঠিক পদ্ধতি মানা হচ্ছে না৷ ফলে নদীর গতি পথ দিকভ্রষ্ট হচ্ছে৷ এই ধরনের ঘটনায় পরিবেশ কর্মী থেকে পরিবেশপ্রেমী বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন ৷ তারা জানান এইভাবে চললে নদীর যে প্রাকৃতিক ভৌগোলিক চরিত্র চেঞ্জ হয়ে যাবে৷ পাড় ভেঙ্গে যাবে৷ পাশাপাশি স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি হবে বাসস্থান হারালে যাবে ৷ এভাবে যদি পাড়ের মাটি কেটে নেয়া হয় বালি তুলে নেয়া হয় তাহলে নদীর পাড় ভাঙ্গনের ফলে নদীর গতিপথ কিন্তু বদলে যাবে বিপন্ন হবে স্বাভাবিক নিয়ম। তারা আরো বলেন এখন গিভ এন্ড টেক পলিসি চলছে ৷ নেতারা রয়েছেন তারা যদি বোঝেন দেখেন তবেই হবে পাশাপাশি সরকারি নজরদারি বাড়াতে হবে৷ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে৷ তবেই নদীর বাঁধ আবার বাঁধবে৷ এ তো গেল একটা দিক
একদিকে যেমন নদীর চর এর মাটি কেটে এভাবে বিক্রি করে দেয়া হচ্ছে অন্যদিকে নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে NAMAMATR অনুমোদন নিয়ে সঠিক নিয়ম না মেনেই নদী থেকে পলি বালি তোলার রমরমা ব্যবসা চলছে ৷ ঠকছে সরকার ৷ এই পলি বা বালি তোলার ক্ষেত্রে অনুমোদনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন বেঁধে দিয়েছে সরকারি দপ্তর সেখানে কোন বড় সরকারি কাজের ক্ষেত্রে পলি বা বালি প্রয়োজন হলে সরকারি নিয়ম সহ পরিমাণ সহ অনুমোদন দেয়া হয়৷ সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণে পলি -বালি তোলার জন্য সরকারি দপ্তর ইরিগেশন বি এল আর ও ৷জেলা সরকারি দপ্তরের অনুমোদন লাগে ৷সেখানে নদীর মাঝ বরাবর পলি পড়ার স্থান থেকে পলি বালি তোলার স্থান দেখিয়ে দেয়া হয় ৷ যাতে নদীর কোন ক্ষতি না হয় ৷ নদীর নির্দিষ্ট জায়গা সঠিক পদ্ধতি সব দেখে তবেই অনুমোদন দেয়া হয়। কিন্তু এরই মাঝে চলে কালো বাজারি৷ এক দেখানো হয় সরকারি আধিকারিকদের করা হয় আর এক৷ কোন এক অজানা কারণে সরকারি আধিকারিকরাও বিশেষ গুরুত্ব দিতে চায় না বিষয় গুলির উপর৷ দেখার কেউ নেই৷ এই বিষয়ে বাগনান দু নম্বর বি এল আর ও বিশেষ কথাই বলতে চাইনি তার কাছে সময় নেই ৷ উলুবেড়িয়া ইরিগেশন দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনিও ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি৷ এই দুটি বিষয় নিয়ে কেউই মুখ খুলতে চাইনি৷ কিন্তু কেন সে প্রশ্ন থেকেই যায় .৷ এলাকার মানুষ জানান এইসব মাটি মাফিয়া দের সঙ্গে অনেকেই জড়িত আছে৷ না হলে এত বড় বেআইনি কারবার চলে কি করে৷ আজ নতুন নয় দীর্ঘদিন ধরেই চলছে৷
109
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBarun Sengupta
FollowNov 20, 2025 02:46:19169
Report
CDChampak Dutta
FollowNov 20, 2025 01:31:57174
Report
DGDebabrata Ghosh
FollowNov 19, 2025 17:17:16166
Report
BSBidhan Sarkar
FollowNov 19, 2025 17:16:52187
Report
AMAshok Manna
FollowNov 19, 2025 16:15:56151
Report
ASAyan Sharma
FollowNov 19, 2025 16:15:36191
Report
SMSubhasis Mandal
FollowNov 19, 2025 16:05:04126
Report
SMSubhasis Mandal
FollowNov 19, 2025 16:04:44158
Report
SCSandip Chowdhury
FollowNov 19, 2025 16:04:1869
Report
DGDebabrata Ghosh
FollowNov 19, 2025 16:03:5494
Report
DGDebabrata Ghosh
FollowNov 19, 2025 16:03:0778
Report
NHNantu Hazra
FollowNov 19, 2025 16:02:33145
Report
MMManoj Mondal
FollowNov 19, 2025 14:07:1186
Report
DBDebanjan Bandyopadhyay
FollowNov 19, 2025 13:43:57114
Report