Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713130

कटौया शहर के 14 नंबर वार्ड में भीषण आग, भूसे के भंडार को नुकसान

SCSandip Chowdhury
Nov 19, 2025 16:04:18
Katwa, West Bengal
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কয়েক কাহন খর। কাটোয়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা যায় স্থানীয় বাসিন্দা বিজয় ঘোষ গত পরশুদিন নিজের বসতবাড়ির অনতিদূরে একটি জায়গায় প্রায় ১০ থেকে ১২ কাহন খর মজুদ করেন। বর্তমান সময়ে খরের চাহিদা প্রবল তাই গৃহপলিত গরুর খাওয়ার জন্য এই খর কিনে রাখেন বিজয় বাবু। কিন্তু দুর্ভাগ্যবশত বুধবার সন্ধ্যায় হঠাৎই খর মজুদ রাখা সেই জায়গা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় কিছু মানুষ। তড়িঘড়ি খবর দেওয়া হয় কাটোয়া দমকল কেন্দ্রে। সেখান থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় মজুদ রাখা খরের বাজার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা। বিপুল পরিমাণ এই খর পুড়ে নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন বিজয় ঘোষ ও তার পরিবার। যদিও কী কারণে খড়ে আগুন লেগেছে সেবিষয়ে এখনই কিছু জানা যায়নি.
62
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Nov 19, 2025 17:16:52
Chinsurah, West Bengal:এই খবরটি কোন্নগর শহরে এসআইআর/এসআইআরের ফর্ম বিতরণে চাপের কারণে বিএলও তপতি বিশ্বাস সেরিব্রাল স্ট্রোক-এ hospitalized হওয়ার ঘটনাটি বর্ণনা করে। বুধবার নাগাদ নাগাদ ১১টা নাগাদ এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়েন বিএলও তপতি বিশ্বাস। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জানান তিনি সেরিব্রাল স্ট্রোক হয়েছে। বাম দিক অবশ হয়ে কোন্নগর পুরসভার হাসপাতালে চিকিৎসাধীন।উত্তরপাড়া বিধানসভা ২৭৯ নম্বর বুথ কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিএলওর দায়িত্ব পালন করছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, এসআইআরের ফর্ম বিতরণ ও রিসিভ করার সময় নেট-স্ক্যান ও অনলাইন আপলোডে সমস্যা হওয়ায় তিনি মানসিক চাপ 느ño। বাকি ৪৫ জনের মধ্যে ১০০০+ এনুমারেশন সম্পন্ন, তবে আরও ফর্ম বাকি ছিল। তপতির দেওর বাবুলাল বিশ্বাস বলেন, নেট সমস্যা, স্ক্যানিং-এ সমস্যা থাকায় তিনি পুরো টেনশনে ছিলেন, ফলত সেরিব্রাল স্ট্রোক। কোন্নগর মাতৃ সদন হাসপাতালে চিকিৎসক সঞ্জয় শী জানান, ওনার উচ্চ সুগার ও উচ্চ রক্তচাপের কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। সিটি স্ক্যান অনুযায়ী দেখা গেছে, তবে জ্ঞান আছে এবং অবজারভেশনে রাখা হয়েছে। নিয়মিত ওষুধ না খাওয়ায় সুগার ও প্রেসার নিয়ন্ত্রণে ছিল না।
91
comment0
Report
AMAshok Manna
Nov 19, 2025 16:15:56
Kolkata, West Bengal:পাহাড়পুর কুলিং টাওয়ার পাইভেট লিমিটেড কোম্পানিতে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন ৪৫ মিনিট হতে গেল আগুন লেগেছে τώρα পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকল আধিকারিকদের। তবে এখানকার যারা কর্মচারী তাদের বক্তব্য এখানে ৭০০ থেকে ৮০০ কর্মচারী কাজে নিযুক্ত আছে দু তিন শিফটিং এ। এই কোম্পানিতে প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হয়, এই কোম্পানি নিযুক্ত থাকা আধিকারিকরা, তারা সংবাদ মাধ্যমকে সংবাদ করতে বাধা দেয়। কর্মচারীদের একাংশের বক্তব্য সকাল থেকে পাঁচটা পর্যন্ত বিকাল ৫ টা পর্যন্ত কাজ হয় তারপর এই সেট বন্ধ হয়ে যায় তাদের অনুমান যে সট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে দমকল আধিকারিকদের কেউ মুখ খুলতে নারাজ। তাদের মৌখিক বক্তব্য যে পাইভেট পড়া পার্টির ভিতরে কোন রকম ভাবে খবর করা যাবে না।
151
comment0
Report
SMSubhasis Mandal
Nov 19, 2025 16:05:04
Howrah, West Bengal:বাবার নামের জায়গায় শশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড পশ্চিমবাংলায়, নিজেকে বাংলাদেশী বলে স্বীকার ৷ এমনি দুই ব্যক্তির বাবার নামের জায়গায় শশুরের নাম দিয়ে ভোটার কার্ড পাওয়া গেল উলুবেড়িয়া ২ নং ব্লকের শ্রীরামপুর এলাকায়। তার মধ্যে মহম্মদ খলিল মোল্লার স্বীকারোক্তি তিনি বাংলাদেশী ৩৫ বছর আগে তিনি ভারতে আসেন, প্রথমে তোপসিয়া হাওড়া, বাগনান ,আমতা হয়ে এখন উলুবেড়িয়ার শ্রীরামপুরে এক মেয়েকে বিয়ে করে শশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করেন। এভাবেই সে রয়ে গেছে এখানে বিষয়টি তিনি স্বীকার করেছেন৷ অন্যদিকে সেখ রেজাউল মন্ডল ও শশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। তার স্ত্রী জানান কি হয়েছে আমরা জানিনা এতদিন ভোট দিয়ে এসেছি, আমার স্বামীর ২০০২ এ নাম নেই। যারা নাম লিখেছিল তারা ভুল করেছে আমরা কি করব আমর সব কাগজপত্র আছে৷ আন্যদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ও চাইছেন অবৈধভাবে কেউ যদি ভারতে এসে থাকে তার বিরুদ্ধে sir হোক সরকার ব্যবস্থা নিক। ঘটনায় রীতিমতো শরগোল রাজাপুর থানার শ্রীরামপুর এলাকায়。 বাইট 4) মোহাম্মদ খলিল মোল্লা ( বাংলাদেশী) 5) রাযেকা বেগম ( সেখ রেজাউল মন্ডলের স্ত্রী) 6) রাইহান মল্লিক ( স্থানীয় বাসিন্দা)
126
comment0
Report
SMSubhasis Mandal
Nov 19, 2025 16:04:44
Howrah, West Bengal:বাবার নামের জায়গায় শশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড পশ্চিমবাংলায়, নিজেকে বাংলাদেশী বলে স্বীকার ৷ এমনি দুই ব্যক্তির বাবার নামের জায়গায় শশুরের নাম দিয়ে ভোটার কার্ড পাওয়া গেল উলুবেড়িয়া ২ নং ব্লকের শ্রীরামপুর এলাকায়। তার মধ্যে মহম্মদ খলিল মোল্লার স্বীকারোক্তি তিনি বাংলাদেশী ৩৫ বছর আগে তিনি ভারতে আসেন, প্রথমে তোপসিয়া হাওড়া, বাগনান ,আমতা হয়ে এখন উলুবেড়িয়ার শ্রীরামপুরে এক মেয়েকে বিয়ে করে শশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করেন। এভাবেই সে রয়ে গেছে এখানে বিষয়টি তিনি স্বীকার করেছেন৷ অন্যদিকে সেখ রেজাউল মন্ডল ও শশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। তার স্ত্রী জানান কি হয়েছে আমরা জানিনা এতদিন ভোট দিয়ে এসেছি, আমার স্বামীর ২০০২ এ নাম নেই। যারা নাম লিখেছিল তারা ভুল করেছে আমরা কি করবআমর সব কাগজপত্র আছে৷ অন্যদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ও চাইছেন অবৈধভাবে কেউ যদি ভারতে আসতেন তার বিরুদ্ধে sir হোক সরকার ব্যবস্থা নিক। ঘটনায় রীতিমতো শরগোল রাজাপুর থানার শ্রীরামপুর এলাকায়। বাইট 4) মোহাম্মদ খলিল মোল্লা ( বাংলাদেশী) 5) রাযেকা বেগম ( সেখ রেজাউল মন্ডলের স্ত্রী) 6) রাইহান মল্লিক ( স্থানীয় বাসিন্দা) 1911ZG_ULU_BANGLADESI_R123
147
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 19, 2025 16:03:54
94
comment0
Report
NHNantu Hazra
Nov 19, 2025 16:02:33
Salt Lake City, Utah:সেলিম প্রেস কনফারেন্স...... গোটা রাজ্যে জুড়ে sir নামে যা চলছে, যারা করছেন তাড়া প্রস্তুতি নিয়ে করেছে মনে হয় না, যারা করছেন তাদের চাপ বাড়ছে। বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করতে হবে, সেটা করা হচ্ছে। গণতান্ত্র কে ধংস করার চেষ্টা করা হচ্ছে। পালস পোলিওর মত ক্যাম্প, না হলে বাড়ি গিয়ে মানুষের কাছে যান। আমরা চাই বাংলাকে বাঁচাতে হলে তাহলে বাংলার বাম পন্থার পুনরুধার প্রয়োজন। অনেকেই এগিয়ে এসেছে। আর ও বেশি করে আন্দোলন কোরতে হবে।২৯ শে নভেম্বর কোচবিহার তুফান গঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে।আলিপুরদুয়ার হয়ে ফালাকাটা।পরের দিন সেখান থেকে ধূপগুড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ হয়ে শিলিগুড়ি। ১৭ তারিখ কামারহাটি শেষ হবে। কলকাতা থেকেও পদযাত্রা হবে এটা গিয়ে কামারহাটি। এই ভাবে নানা রকম কর্মসূচি হয়েছে। ১-Sir এর সময় বাড়ানোর কথা জানিয়েছেন? কোনো মৃত ভোটারের নাম যেন না থাকে, তার জন্য ম্যাপিং করা হচ্ছে। এই থাকাটা ইলেকশন কমিস্নারের ব্যর্থতা। কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায়। ২ -মাল বাজারে blo আত্মহত্যা, blo দের ওপর মানসিক চাপ বাড়ছে। প্রতিদিন নির্দেশ চাপ আছে, মানসিক যন্ত্রনা চাপ সহ্য করতে পারছেন না, ৩-বাদুড়িয়ায় sir আতঙ্কে আত্মহত্যা। বিজেপি তৃণমূল এই আতঙ্ক ভয়ের পরিবেশ তৈরী করছে, সেই ভাবে কোনো প্রচার নেই, কি ভাবে করতে হয় তার প্রচার। এই ভয় ও আতঙ্ক পরিবেশ তৈরী করা হচ্ছে। ৪- সব বুথে cpim এর bla আছে? ৫-স্বরূপ নগর সহ বেশ কিছু জায়গায় ভারতে পরিচয় থাকা সত্ত্বেও বাংলাদেশে ফিরে যাচ্ছে....অনেকে বলছেন ওদেশে ছিলেন এপারে এসে আদরকার্ড ভোটারকার্ড তৈরী করে দিয়েছে l ৬-পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ২৮ জন মারা গেছেন sir আতঙ্ক। ৭-রাজ্যপাল ও সাংসদ মতবিরোধ। আজ সাংসদ fir করেছেন। ****** আমরা চেয়েছি নির্ভুল ভোটার লিস্ট চাই, কমিশন ব্যর্থ, করতে পারেনি, এত কিছু করার দরকার ছিল না,।সহজে করতে পারতো। ৮-এসএসসি দাগিদের নামের তালিকা। ৯-যোগ্যতা থাকা সত্ত্বেও ডাকা হচ্ছে না ১০ - কল্যাণময় গাঙ্গুলি জামিন ১১- এরাজ্যে দির্নীতি কোনো ইস্যু নয় বললেন পার্থ চট্টোপাধ্যায়।
108
comment0
Report
MMManoj Mondal
Nov 19, 2025 14:07:11
Kolkata, West Bengal:বনগা পৌরসভায় চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনল ১০ জন কাউন্সিলর ৷ পৌরসভার মোট ২৪ জন কাউন্সিলর আছেন ৷ বুধবার বনগাঁ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও মহকুমা শাসকের দপ্তরে এসে তারা অনাস্থার আবেদন জানান ৷ দিন কয়েক আগে তৃণমূল রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে চেয়ারম্যান গোপাল শেঠ কে পদত্যাগের চিঠি পাঠানো হয়েছিল ৷ সেই চিঠিতে পদত্যাগ না করায় বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাকে সাত দিনের সময় দেওয়া হয় পদত্যাগ করার জন্য। এরপরে তিনি অসুস্থতার কথা জানিয়ে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাস কে তার দায়িত্বভার হাতে তুলে দিয়ে তিনি ছুটিতে যান ৷ যদিও সুরজিৎ দাস কে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার নিয়মের জটিলতার কারণে দায়িত্বভার গ্রহণ করতে দেননি। তারপরেই এদিন বনগাঁ তৃণমূল জেলা পার্টি অফিসে বৈঠক করে অনাস্থা আবেদন জানান ১০ জন কাউন্সিলর ৷ সেদিন বনগাঁ জেলা পার্টি অফিসে বৈঠক চলাকালীন বেশ কয়েকজন কাউন্সিলার অনাস্থা পেপারে সই না করে বৈঠক ছেড়ে চলে যান ৷ এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন দলীয় নির্দেশে পদত্যাগ না করায় পৌরসভার ১০ জন কাউন্সিলর পৌরসভা এক্সিকিউটিভ অফিসার ও বনগাঁ মহকুমা শাসকের কাছে অনাস্তার চিঠি দিল। কিছু কাউন্সিলর অনাস্থা পত্রে সই না করে বাইরে বেরিয়ে যাওয়ার প্রশ্ন করতে জেলা সভাপতি জানালেন দল কেন সাসপেন্ড করছে না গোপাল শেঠ কে সেই প্রশ্ন তুলেছিল তারা। দল দলের মতন সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চেয়ার দখলের লড়াই এরা মানুষের পরিষেবা কি দেবে।
86
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 19, 2025 13:43:57
Kolkata, West Bengal:প্রশ্ন: শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে পরিবর্তন আনতে রাষ্ট্রবাদী মুসলিমদের তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে, এই শুভেন্দু অধিকারী বছর খানেক আগে মুসলিমদের সঙ্গ চাই না বলেছিলেন অধীর: কী করবে? ওদের পার্টির উপর থেকে যা বলে নিচে তাই করে মোদীজি বা অমিত শাহ অতীতে বলেছিলেন যে আমরা মুসলমানদের বাদ দিয়ে ভোট জিতে দেখাবো। তারপরে যখন জম্মু-কাশ্মীরে বৈশরণ ভ্যালিতে হৃদয়বিদারক ঘটনা ঘটল, τότε বলছেন সবাইকে এক হতে হবে। এগুলো সব পাল্টায়। গিরগিটির মতো রং পাল্টায়। প্রশ্ন: বসিরহাটে হাকিমপুর সীমান্তে দলে দলে মানুষের ভিড়, বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন মানুষ অধীর: এখানে বাইরে থেকে বাংলাদেশী অনুপ্রবেশ হয়নি। এটা তো বলছি না। এটা বরাবরই হয় ও। ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য প্রকাশ করেছিলেন। তার বক্তব্য ছিল বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ভারতে এসে ঘাটি গেরে বসে আছে। তিনিই প্রথম দাবি করেছিলেন ভোটের আগে আইডেন্টিটি কার্ড জারি করা হোক। সেই বাংলাতেই এত অনুপ্রবেশকারী কী ভাবে আছে, তা আমার জানা নাই। এসআইআর এর ঘটনার সঙ্গে সঙ্গে তাদের কেন চলে যেতে হচ্ছে সেটাও আমার জানা নেই। অনেকেই বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে ভারতে বাস করছেন। তার মধ্যে হিন্দুও যেমন আছে, তেমন মুসলমানও আছে। এটা ভাববেন না যে মুসলমানরাই সীমান্ত টপকে এসে ভারতে বাস করছে। প্রশ্ন: তৃণমূলের চাপে বিএলও-রা ভুল তথ্য দিচ্ছেন। মালবাজারে বিএলও আত্মঘাতী বলে দাবি পরিবারের, চা-বাগানে হিন্দিভাষী ভোটদাতারা লাগাতার ফর্ম ফিলাপে ভুল করছিল, উপরমহলে জানিয়ে লাভ না হওয়ায় উল্টে চাপ আসে বলে দাবি পরিবারের অধীর: ভুল তথ্য তো সংশোধন করা হবেই। এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। এর মধ্যে নতুন কিছু নেই। বিএলও দের উপর নানা রকম চাপ আছে। তারা সরকারি কর্মচারী। সেইসব চাপ যারা সহ্য করতে পারছেন না তারা অনেকেই আত্মহননের পথ পর্যন্ত বেছে নিচ্ছেন। ওরা বুঝতে পারছেন না, এদিকে যাবেন না ওদিকে যাবেন। কারণ একদিকে জলে কুমির অন্যদিকে ডাঙ্গায় বাঘ। একদিকে তৃণমূল বলছে কথা না শুনলে মার খাবে । অপরদিকে ওদিক থেকে বলছে কথা না শুনলে চাকরি চলে যাবে। ফলে বি এল ওদের অবস্থা খুব খারাপ। প্রশ্ন: পুলিসের উপরে লাগাতার ক্ষোভ প্রকাশ করে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহের রহড়ায় এক ত্রৃণমূলকর্মীকে খুনের চেষ্টার ঘটনায় পুলিসের আচরণের বিষয়ে পেরে বিস্ময় প্রকাশ, উপরমহলে জানাবেন, বলছেন শোভনদেব অধীর: তৃণমূল নেত্রীর পা চাটা কিছু নেতা কোথায় কি করছেন বা বলছেন তাই নিয়ে টিভিতে বলার প্রয়োজন বোধ করি না। প্রসঙ্গ মতুয়া মতুয়াদের বলেছিলাম দিল্লিতে আসুন ডিসেম্বরে অধিবেশন শুরু হবে, দিল্লিতে এসে প্রতিবাদ জারি রাখুন। মতুয়া সম্প্রদায়ের মানুষকে এক দিকে তৃণমূল আর একদিকে বিজেপি-- তারা নিজের মতো করে ভোটের মেশিন বানিয়েছে। এদের ব্যাপারে না বিজেপি দায়িত্ব নিতে চায়। না টিএমসি দায়িত্ব নিতে চায়। তারা অনশনের পথ নিয়েছেন। আমরা জানি ওনারা ওপার বাংলা থেকে এসেছেন। বর্তমানে বাংলার মানুষ অনেক কষ্ট সহ্য করেছেন। নিয়মের যে ফাঁদে পড়ে তাদের যেন আবার কষ্টের মুখোমুখি না হতে হয়। তাই আমি নিজে অমিত শাহ কে চিঠি দিয়েছি। তাই আমি অমিত শাহকে বলেছি আপনারা মতুয়া সম্প্রদায়কে বাইরে রাখুন যাতে তারা অন্তর্ভুক্ত হতে পারে এসআইআর এ। আগে তো তারা ভোটার হোক। তারপরে না নাগরিকত্ব বিচার করবেন। ভোটার তালিকায় তারা থাকবেন না কেন? কারণ তারা এখানে জন্মেছে বড় হয়েছে পড়াশোনা পর্যন্ত করেছে । তাদের ভোটার তালিকায় নাম পর্যন্ত আছে। কাজেই রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে এদের ব্যাপারটা ফয়সালা করুক। প্রশ্ন: কলকাতায় গ্রেফতার ভিন রাজ্যের খুনি, গা ঢাকা দিয়েছিল, দিব্যি বাইক কিনে কলকাতায় ঘুরে বেড়েছিল অধীর: খুনি তো কলকাতায় থাকবে এতে অবাক হওয়ার কি আছে
114
comment0
Report
BSBidhan Sarkar
Nov 19, 2025 13:43:17
Chinsurah, West Bengal:চুঁচুড়ায় ফির হেরাফেরি,প্রতারিত বহু। হেলথ সলিউশনের আড়ালে কোটি কোটি টাকার প্রতারনা চক্র! টাকা ফেরত নিতে এসে অফিস তালা বন্ধ দেখে অভিযুক্তদের ছবি দিয়ে ব্যানার ঝুলিয়ে দিলো প্রতারিতরা। ঘটনা হুগলির চুঁচুড়ার খাদিনামোরের。 হুগলি, পূর্ব বর্ধমান,উত্তর ২৪ পরগণা,দক্ষিণ ২৪ পরগণা,নদীয়া,মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে প্রতারিতরা এসে জরো হন খাদিনামোরে ওই চিটফান্ড অফিসে। হুলগলি, পূর্ব বর্ধমান,উত্তর ২৪ পরগণা,দক্ষিণ ২৪ পরগণা,নদীয়া,মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে প্রতারিতরা এসে জরো হন খাদিনামোরে ওই চিটফান্ড অফিসে। হেলথ সলিউশন নামে একটি অফিস খুলে তার আড়ালে চলত শেয়ার ট্রেডিং এ অল্প সময়ে বেশি মুনাফা পাইয়ে দেওয়ার কারবার। গত দু বছরে কয়েক মানুষ লাখ লাখ টাকা রেখেছেন ওই সংস্থায়।মাসে কখনো চার কখনো ছয় বা বারো শতাংশ হারে সুদ দেওয়ার প্রলোহন দেওয়া হয়।সেই প্রলোহনে পা দিয়ে সর্বশান্ত হন অনেকে। তাড়াই আজ টাকা আদায় করতে এসে দেখেন শাটার বন্ধ।তখনই প্রতারিতরা ব্যানার ঝুলিয়ে দেন। প্রতারিতদের অভিযোগ,চড়া সুদের প্রলোহন ছিলো।তাদের সঙ্গে কোর্ট পেপারে চুক্তি করে টাকা নেওয়া হয়। প্রথম কয়েক মাস সুদের টাকা দিলেও তারপর থেকে বন্ধ করে দেওয়া হয়。 প্রতারিতরা ওই সংস্থার কর্নধার তুষার কান্তি মন্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন。 প্রতারিত রেজাউল মল্লিক বলেন,আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।আসল টাকা ফেরত দিক।আমরা নিজেরা টাকা রেখেছি আবার অন্যদেরকেও রাখতে বলেছি।তারা এখন আমাদের ছাড়ছে না।আগে অফিসে বলতে এসে হুমকি‑র শিকার হয়েছি。 বারাসাতের বাসিন্দা অমিত কুন্ড বলেন,আমি নিজে ২৫ লাখ টাকা রেখেছি।বারসাত থেকে মোট आड़াই কোটি টাকা জমা করেছি।সেই সব টাকা মেরে দিয়েছে এই প্রতারণা চক্র。 ফির হেরাফেরি সিনেমায় টাকা ডবল করার চক্রে ফেঁসেছিলেন রাজু শ্যাম আর বাবু ভাইয়া।আর চুঁচুড়ার প্রতারনা চক্রে অল্প সময়ে বেশি মুনাফার প্রলোভনে পা দিয়ে ফেঁসেছেন প্রতারিতরা。
124
comment0
Report
Advertisement
Back to top