Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

उत्तर हावड़ा के बीजेपी नेता वीरू साहानी को घर पर धमकी, तृणमूल समर्थित अपराधियों का आरोप

DGDebabrata Ghosh
Jan 21, 2026 17:32:40
Howrah, West Bengal
उत्तर हावड़ার एक बीजेपी नेता ভিরু সাহানিকে তাঁর বাড়িতে এসে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সালকিয়ার সুরেশ চন্দ্র গাঙ্গুলী লেনের বাসিন্দা তিনি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের একটি দল তাঁর বাড়িতে চড়াও হয়। দুষ্কৃতীরা 그의 বাড়ির মূল দরজা ভাঙার চেষ্টাও করে বলে অভিযোগ। এরপর বাইরে থেকে হুমকি দিয়ে চলে যায় দুষ্কৃতি দলটি। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বলেও অভিযোগ তাঁর। এরপরেই গোলাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছেন ভীরু সাহানি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও হুমকি দেওয়ার অভিযোগ नস্যাৎ করেছে शासک দল তৃণমূল.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Jan 22, 2026 04:35:21
Mal Bazar, West Bengal:নাগরকাটায় অঙ্গনওয়াড়ি কর্মীদের নীরব প্রতিবাদ নাগরকাটা ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা নীরব প্রতিবাদ সামিল হল । এদিন এই নিরব র‍্যালী নাগরকাটা বাজার থেকে শুরু হয়ে সুলকামোর অঙ্গনওয়াড়ি প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রতিবাদ শেষে অঙ্গনওয়াড়ি কর্মীরা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা অভিযোগ করেন, বিভাগ তাদের উপর ১৪টি শর্ত আরোপ করেছে, যা তারা মানতে রাজি নন। ওই শর্ত অনুযায়ী সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি মোবাইল ফোন ও সরকারি কোষাগার থেকে ১০ হাজার টাকা প্রদান করেছে। তবে ওই মোবাইল ফোনটি শুধুমাত্র অফিসিয়াল কাজেই ব্যবহার করতে হবে—এই নির্দেশের বিরোধিতা করেছেন কর্মীরা। পাশাপাশি যখন তখন আলোচনা ছাড়া কর্মিদের বদলি করা যাবে না বলে কর্মিরা দাবি করেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের আরো দাবি, ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে আলাদা দু’টি মোবাইল ফোন ব্যবহার করা তাদের পক্ষে অত্যন্ত অসুবিধাজনক। তারা জানান, নিজেদের কেনা মোবাইল ফোন ব্যবহার করেই তারা এতদিন সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে আসছেন। পাশাপাশি, সরকারি মোবাইল ফোনের জন্য মাসিক ১৬০ টাকা রিচার্জ চার্জ নির্ধারণ করা হয়েছে, যা পর্যাপ্ত নয় বলেও তারা দাবি করেন। এদিন নীরব প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন মৌসুমী চ্যাটার্জি। এব্যাপারে নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, এব্যাপারে উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে। অন্যদিকে আই সি ডি এসের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি নিয়মে সব হচ্ছে। এখানে আমাদের হাতে কিছু নেই।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 22, 2026 03:49:07
Kolkata, West Bengal:MSD FARAKKA SIR ইস্যুতে ফারাক্কা বিডিও অফিস উত্তেজনা ও ভাংচুর কাণ্ডে গ্রেপ্তার হওয়া ৬ জনকেই অবশেষে জামিন দিলो জঙ্গিপুর আদালত। জেল থেকে বেরোতেই তাদের ফুলের মালা পরিয়ে বরণ করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যার ঘটনা। SIR ইস্যুতে ফারाक্কা বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে গ্রেপ্তার হওয়া ছ’জন অভিযুক্ত আজ বুধবার জামিনে মুক্তি পেলেন। জঙ্গিপুর আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তাঁরা। জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাঁদের সংবর্ধনা জানান। এই সময় উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের বিশেষ অবজারভার তথা বিধায়কের দাদা কাউসার আলী, p তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি অরুনময় দাস, তৃণমূল কংগ্ৰেস নেতা বাবলু ঘোষ সহ ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী। উল্লেখ্য, সম্প্রতি SIR ইস্যুতে ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। অবশেষে আদালতের নির্দেশে জামিন পাওয়ার পর তাঁদের মুক্তি হয়। মুক্তি পাওয়ার পর ফুলের মালা পরিয়ে বরণ করার ঘটনায় রাজনৈতিক মহলে সোরগোল সৃষ্টি হয়েছে।। যদিও এই ইস্যুটি জনরোষের কারনেই হয়ে গিয়েছিল বলেই দাবি তৃণমূলের。
0
comment0
Report
EGE GOPI
Jan 22, 2026 03:48:34
Kharagpur, West Bengal:রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই ইডি অধিকর্তার আগমন, একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের ই গোপী: আইপ্যাক সংঘাত ও এসআইআর বিতর্কের আবহে আজ রাজ্যে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা রাহুল নবীন। কলকাতার ইডি অফিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রাজ্যপালের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে。 ইডি অধিকর্তার আগমন প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এটা কোনো নতুন ঘটনা নয়। পশ্চিমবাংলায় দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। একাধিক তদন্ত চলছে। সেগুলি সঠিকভাবে সম্পন্ন করতেই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের আসা-যাওয়া স্বাভাবিক। বাংলার মানুষ চায় রাজ্য দুর্নীতিমুক্ত হোক এবং এই তদন্তগুলি দ্রুত শেষ হোক।” এদিকে ডিজি নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে ক্যাট। আগামী ২৩ জানুয়ারির মধ্যে সেই প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “এই সরকার প্রশাসনিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ। সময়মতো কাজ না হওয়ায় বারবার আদালতের দ্বারস্ত হতে হচ্ছে। আদালতে গিয়ে এই সরকারকে কানমোলা খেতে হয়। জটিলতা কাটাতে না পারলে উন্নয়ন হবে কী করে?” এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রివিশন) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপর হয়েছে নির্বাচন কমিশন। ২৪ জানুয়ারির মধ্যে তথ্য গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্য বলেও জানানো হয়েছে। এই বিষয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, “রাজ্য সরকার চায় না এসআইআর ঠিকঠাক হোক। কারণ তাতে ভুয়ো ভোটারদের নাম কাটা যাবে। সেই কারণেই নির্বাচন কমিশনকে সমস্যায় ফেলা হচ্ছে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াচ্ছে। আমরা চাই এসআইআর দ্রুত সম্পূর্ণ হোক, না হলে ভোট পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।” অন্যদিকে আবারও শুনানিকেন্দ্রে হুমকি ও অশান্তির অভিযোগ উঠেছে। রঘুনাথগঞ্জে শুনানিকেন্দ্রে BLO-কে কার্যত হুমকি দেওয়ার ঘটনায় বিতর্কে জড়িয়েছেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান。 এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল এসআইআর আটকাতে না পেরে এখন গুন্ডামিতে নেমেছে। BLO-দের ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি বাড়ি ঘেরাও করে ভুয়ো নাম রাখতে বাধ্য করা হচ্ছ।” পুরুলিয়ায় গিয়ে বিজেপিকে ‘আলসার-ক্যানসার’ বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকেও নিশানা করেন তিনি। এর পাল্টা প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবাংলায় যে রাজনীতি চলছে তা দেশবিরোধী। দেশের সমস্ত প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেনা, আদালত সবকিছুকে শত্রু বানিয়ে রাজনীতি করা হচ্ছে। এর ফলে সারা দেশের মানুষ পশ্চিম বাংলাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। আমরা পশ্চিম বাংলাবাসী হিসেবে লজ্জিত।” এছাড়াও শুভেন্দু অধিকারীর কনভয় হামলা সংক্রান্ত ঘটনায় আদালতের অন্তর্বর্তী নির্দেশ নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। ২৯ জানুয়ারি পর্যন্ত বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত। CAPF ও রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। দিলীপ ঘোষের বক্তব্য, “তৃণমূলের হিংসাত্মক রাজনীতির শিকার আমরা সবাই। আদালত যা সিদ্ধান্ত নেবে, আমরা তার দিকেই তাকিয়ে আছি।” এদিন প্রসঙ্গক্রমে হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “যাঁরা সেলিব্রিটি বা বিশিষ্ট ব্যক্তি, তাঁদের বিয়ে করলে বা সর্দি হলেও খবর হয়। আলোচনা চলুক।” রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্রীয় সংস্থার তৎপরতা এবং নির্বাচন সংক্রান্ত টানাপোড়েন—সব মিলিয়ে পশ্চিম বাংলার রাজনীতিতে আগামী দিনে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
0
comment0
Report
KMKIRAN MANNA
Jan 22, 2026 03:48:13
:*রাম মন্দির প্রতিষ্ঠা দিবসে শুভেন্দুর ধর্মীয় শোভাযাত্রা, নন্দীগ্রামে চড়ছে রাজনৈতিক পারদ নন্দীগ্রামে আজ মর্যাদা পুরুষোত্তম ভব্য রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মীয়Shোভাযাত্রায় হাঁটবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ বছর শোভাযাত্রাকে আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে。 রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্ব থাকা নন্দীগ্রামে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি—দুই পক্ষই বিভিন্ন ইস্যু সামনে রেখে কর্মসূচির মাধ্যমে আসন্ন ভোটের রাজনীতির গতি বাড়াতে শুরু করেছে। আজকের শুভেন্দু অধিকারীর পদযাত্রা ধর্মীয় হলেও রাজনৈতিক বার্তা বহন করছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল。 অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে বলে তৃণমূলের দাবি, এর মাধ্যমে নন্দীগ্রামে মানুষের ঝোঁক তৃণমূলের দিকেই বাড়ছে এও দাবি করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি এই স্বাস্থ্য শিবির নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাইলেও হালকাভাবে মোটেই ছেড়ে দিচ্ছে না। ইতিমধ্যে এই নিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড়ানো নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় রাজনৈতিক পারদ আরও চড়েছে নন্দীগ্রামে।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 22, 2026 02:47:35
Kolkata, West Bengal:ED MEET আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির ঠিক আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৩ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা, তার আগেই বৃহস্পতিবার কলকাতায় আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন। আর তাঁর এই সফর ঘিরে প্রশাসনিক ও আইনি মহলে বাড়ছে কৌতূহল। আজ বৃহস্পতিবার কলকাতায় পা রাখছেন রাহুল নবীন। তিন দিনের সফরে রাজ্যে এলেও, এই সফরের নির্দিষ্ট কারণ নিয়ে সরকারি ভাবে এখনও মুখ খোলেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক আইপ্যাক অভিযান এবং তার জেরে রাজ্য সরকারের সঙ্গে ইডির সংঘাতের আবহেই এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার আনুমানিক বেলা sাড়ে ১১ টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাহুল নবীন। শনিবার তাঁর দিল্লি ফেরার কথা। এই তিন দিনই রাজ্যের সব ইডি আধিকারিককে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই বৈঠকে আইপ্যাক-কাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ইডি তরফে অফিসিয়ালি জানানো হয়েছে রাহুল নবীনের বৈঠকে মূলত পশ্চিমবঙ্গ জোনের ইডি কর্মকর্তাদের চলমান অনুসন্ধান কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইডির তরফে মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। এমনকী পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। অন্যদিকে, ইডির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ করেছে কলকাতা ও বিধাননগর পুলিশ। পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থও হয়েছে ইডি। আপাতত আদালতের নির্দেশে ইডির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ স্থগিত রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যে আসছেন ইডির শীর্ষকর্তা.
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 22, 2026 02:47:19
Kolkata, West Bengal:১) ১১ জানুয়ারি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি। ঠিক ১০ দিন পর গতকাল ২১ জানুয়ারি সেই তাপমাত্রা বেড়ে প্রায় ২৭ ডিগ্রি। ১০ দিনে ৬ ডিগ্রি পারদ উত্থানে দিনের বেলায় রীতিমতো গরমের অনুভূতি। ২) রাতের পারদ খুব rises? প্রায় ২৩ দিন পর কলকাতায় পারদ ১৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। গতকাল রাতে আরও কিছুটা বেড়ে সেই পারদ প্রায় ১৬ ছুঁই ছুঁই। ৩) আজ २२ জানুয়ারি বৃহস্পতিবার রাতের পারদ সামান্য নামবে। ফের ২৪ তারিখ রাত থেকে পারদ উঠবে। ফের ২৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পারদ সামান্য নেমে স্বাভাবিকের ঘরে আসবে। ৪) জানুয়ারি শেষ হতে এখনও ৯ দিন বাকি। তার আগেই রীতিমতো গরম লাগছে দুপুরে। সন্ধ্যার পর কিছুটা মনোরম পরিস্থিতি। রাতের দিকে ফ্যান চালাতে শুরু করেছে শহরবাসীর একাংশ। ভোরের দিকে কিছুক্ষণের জন্য গায়ে গরম পোষাক প্রয়োজন হচ্ছে। সকাল ৮ টার পর আর প্রয়োজন হচ্ছে না। রাজ্যের পশ্চিমাঞ্চলের কিছু জেলা আর উত্তরের পার্বত্য জেলা বাদে আর কোথাও অনুভূত হচ্ছে না গত সপ্তাহের ঠান্ডা। শীতের বিদায় ঘণ্টা বেজে ওঠা এখন দিন দশেকের অপেক্ষা। ৫) ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকেই উষ্ণতা অনুভূত হতে শুরু করবে রাজ্যজুড়ে। মার্চেই ভালরকম গরমের দাপট আসতে চলেছে বঙ্গে। পূর্বাভাস মৌসম ভবনের। ৬) হঠাৎ করেই গরমের অনুভূতি বাড়ার নেপথ্যে ভাইলেন পশ্চিমী ঝঞ্ঝা। পাঞ্জাব ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে গত ৭২ ঘণ্টা ধরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা এসেছে গতকাল দুপুরে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে উত্তর পশ্চিম ভারতে কিছুটা পারদ পতন হবে। ২৬ বা ২৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রয়ারি পর্যন্ত সেই পারদ পতনের কিছুটা প্রভাব লক্ষ্য করা যাবে বাংলায়। ৭) দক্ষিণ ভারতে মৌসুমি বায়ু প্রত্যাহার হয়েছে উনিশে জানুয়ারি সোমবার। তামিলনাড়ু পন্ডিচেরি করাইкал থেকে সরে গেছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। আগামী দু'দিনে শুষ্ক আবহাওয়া দক্ষিণ ভারতে। ৮) সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে সব জেলাতে। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার আরো দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তারপর কিছুদিনের জন্য ফের সামান্য কমে পারদ স্বাভাবিকের ঘরে আসবে। কলকাতায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ। ৯) উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পার্বত্য এলাকা থেকে সমতল বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আগামী পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। ১০) একমাত্র হিমাচল প্রদেশ ছাড়া দেশে আর কোথাও শীতল দিনের পরিস্থিতি নেই। গোটা দেশে শৈত্য প্রবাহের কোন সতর্কবার্তা প্রত্যাহার করা হয়েছে। ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানা। ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে বিহারেও।
0
comment0
Report
CDChittaranjan Das
Jan 22, 2026 02:46:52
Durgapur, West Bengal:*শিল্পাঞ্চল দুর্গাপুরের দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন , এক উদ্যোগপতির উদ্যোগে গড়ে উঠল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইতিহাসে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হল। মানব সেবার এক অনন্য নজির স্থাপন হল পাণ্ডবেশ্বরে। মানুষের শেষযাত্রাকে সম্মান, শান্তি ও পরিবেশবান্ধব রূপ দেওয়ার এই উদ্যোগ যেন ‘স্বর্গদার’ নামেই নতুন অর্থ খুঁজে পেল। পাণ্ডবেশ্বরের অজয় নদের ধারে গড়ে ওঠে এই বৈদ্যুতিক চুল্লিটি। প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বৈদ্যুতিক চুল্লি কেবল প্রযুক্তিগত উন্নয়নের প্রতীক নয়, বরং মানুষের মর্যাদা রক্ষা, পরিবেশের নিরাপত্তা এবং সমাজের মানবিক চেতোনাকে আরও দৃঢ় করার এক যুগান্তকারী পদক্ষেপ। কাঠের ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি এটি শেষকৃত্যের সময় পরিজনদের মানসিক যন্ত্রণাকেও অনেকটা লাঘব করবে বলে আশাবাদী। ঠিক এক বছর আগে এই দিনেই র Rot ary ক্লাব অফ উখড়ার উদ্যোগে এই বৈদ্যুতিক চুল্লির ভূমিপুজো হয়েছিল। পাণ্ডবেশ্বর এলাকার শ্মশান ঘাটে ঠিক গত বছর ২১ জানুয়ারি শ্রদ্ধেয় বলরাম দে-র স্মৃতিতে তার দুই পুত্র বিশ্বদীপ দে এবং সন্দীপ দে-র উদ্যোগে। তখন থেকেই যেন অপেক্ষায় ছিল এক আধুনিক ও পরিচ্ছন্ন শ্মশান ব্যবস্থার। বুধবার সেই স্বপ্ন বাস্তবের রূপ পেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। র Rot ary ক্লাব অফ উখড়ার কর্মকর্তারা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এই বৈদ্যুতিক চুল্লির সুবিধা শুধু পশ্চিম বর্ধমান নয়, পার্শ্ববর্তী জেলা বীরভূমের মানুষও পাবেন। এটি আমাদের অঞ্চলের জন্য সত্যিই এক যুগান্তকারী পদক্ষেপ।” তিনি আরও জানান, আগামী দিনে স্বর্গদার চত্বরকে আরও সুন্দর ও সুসজ্জিত করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিধায়ক তহবিলের পাশাপাশি পাণ্ডবেশ्वर পঞ্চায়েত সমিতি, প্রধানের তহবিল এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে। সেবার দায়িত্বে থাকা র Rot ary ক্লাব অফ উখড়ার এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে মানবিকতার এক শক্তিশালী বার্তা পৌঁছে দিল। র Rot ary ক্লাব অফ উখড়ার পক্ষে সন্দীপ দে বলেন,"বাবার জন্মদিন উপলক্ষে এই শ্মশানের কাজ শুরু হয়েছিল গত বছর। বুধবার ফের বাবার জন্মদিনে কাজ শেষ হল। মানুষের খুব কাজে লাগবে। আমরা মানুষের পাশে আছি। আমরা এই শ্মশানের দায়িত্ব পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছি দেখভালৈর জন্য।"
0
comment0
Report
PDPradyut Das
Jan 22, 2026 02:00:35
Jalpaiguri, West Bengal:ময়নাগুড়িতে শক্তি বাড়লো তৃণমূলের। পদ্মে ভাঙ্গন। তৃণমূলকে তৃণমূলে যোগদান করে ভুল বোঝানো হচ্ছে কটাক্ষ জলপাইগুড়ি বিজেপি নেতৃত্বের। ময়নাগুড়ি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা এলাকা থেকে প্রায় ৫০ টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে বলে দাবি তৃণমূলের।অরূপ চক্রবর্তী (মুখপাত্র, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) এবং দেবাংশু ভট্টাচার্য (আইটি সেল প্রধান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস), মন্ত্রী বলু চিক বারাইক, বিধায়ক খগেস্বর রায়, নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ, যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় সহ বিভিন্ন নেতৃত্বদের উপস্থিতিতে ময়নাগুড়িতে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। গ্রামগুলোর তৃণমূল কর্মীদের শহরে এনে অনুষ্ঠান মঞ্চে তৃণমূলই যোগদান বলে কটাক্ষ বিজেপির。
0
comment0
Report
PDPradyut Das
Jan 22, 2026 01:45:47
0
comment0
Report
BSBarun Sengupta
Jan 22, 2026 01:45:30
Barrackpore, Kolkata, West Bengal:আজ থেকে পাঁচ দিনের জন্য পুরোপুরি বন্ধ থাকবে সোদপুর স্টেশনের উপর ব্রিজ টি। আজ পানিহাটি পৌরসভা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পূর্ত দপ্তর ও পানিহাটি পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে সোদপুর রেলওভার ব্রিজ সংস্কারের কাজ দ্রুত শেষ করবার জন্য আগামী ২২ শে জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আলোচনা শেষে পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথদে জানান বাইশ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সোদপুর ফ্লাইওভার সম্পূর্ণ হবে বন্ধ থাকবে। কোন গাড়ি সোদপুর ব্রিজ ধরে যাতায়াত করতে পারবে না। এই সাময়িক অসুবিধার জন্য তিনি ব্রিজ ব্যবহারকারীদের সহযোগিতার আহ্বান করেন। আগামী ২৮শে জানুয়ারি থেকে সোদপুর ব্রিজ খুলে যাবে একমাত্র ভারী যান বাদে সমস্ত গাড়ি যাতায়াত করতে পারবে বেলঘড়িয়া ব্রিজ বন্ধ হওয়ায় মানুষ যে সমস্যার মুখোমুখি হয়েছে তার পাশাপাশি সোদপুর ব্রিজ টি খুলে গেলে সাধারণ মানুষ এর অনেকটাই সুবিধা হবে এখন দেখার আদাও ২৮ তারিখে সোদপুর ব্রিজ টি সর্বসাধারণের জন্য খোলা হয় কিনা সেটাই এখন দেখার
0
comment0
Report
KMKIRAN MANNA
Jan 22, 2026 01:16:32
Dihierench, West Bengal:সিবিআই-এর হাতে ২০০৭-এর নন্দীগ্রাম কাণ্ডের সাক্ষী গ্রেফতার, ইন্দুবলা দাসকে ঘিরে ফের তৃণমূলের প্রতিবাদ, বাকযুদ্ধের রাজনীতি নন্দীগ্রামে নন্দীégrামে ফের রাজনৈতিক পারদ চড়ল। গোকুলনগরের বাসিন্দা ৬৫ বছর বয়সি ইন্দুবালা দাসকে সিবিআই গ্রেফতার করায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। ২০০৭ সালের ১৫ মার্চ নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় জনৈক দাস পরিবারের দুই মেয়ে ও মায়ের উপর গণধর্ষণের ঘটনায় ইন্দুবালা দাস একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। বর্তমানে সেই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে। অভিযোগ, হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী ও অসুস্থ এই বৃদ্ধাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, অথচ ওই মামলার মূল অভিযুক্তরা এখনও অধরা। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, সিবিআই ইচ্ছাকৃতভাবে আসামিদের গ্রেফতার না করে সাক্ষীদের হয়রানি করছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণেই অভিযুক্তদের রক্ষা করা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী এই বিষয়ে নীরব। শুভেন্দু অধিকারী এখন ওইসব আসামিদের কে নিয়ে শহীদদের মালা দিচ্ছেন।তৃণমূল কংগ্রেস ইন্দুবালা দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল আইন সম্পর্কে অজ্ঞ। বিজেপির বক্তব্য অনুযায়ী, সাক্ষী হওয়ার কারণে কাউকে শাস্তি দেওয়া হয় না; আদালত অবমাননার নোটিশের কারণেই সিবিআই তাঁকে নিয়ে গিয়েছে সাক্ষ্যগ্রহণের জন্য। বিজেপির আরও দাবি, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন এবং আগেও ওই পরিবারের পাশে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। একদিকে সাক্ষী গ্রেফতার নিয়ে মানবিক প্রশ্ন, অন্যদিকে আইনি ব্যাখ্যা—সব মিলিয়ে নন্দীগ্রামে আবারও রাজনীতি চরমে পৌঁছেছে। বাইট Sujit Ray। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি। বাইট Ashok Karan। নন্দীগ্রামের দাপুটে বিজেপি নেতা।
0
comment0
Report
SCSandip Chowdhury
Jan 22, 2026 01:16:07
Katwa, West Bengal:এসআইআর প্রক্রিয়াতে বাড়ি বাড়ি ইনুমারেশন ফর্ম বিলি করা৷ প্রত্যেক ফর্ম ডিজিটাইজ করা সবই নির্দিষ্ট সময়ের আগেই শেষ করেছিলেন কাটোয়ার হরিপুর গ্রামের বিএলও আতিয়ার রহমান৷ এমন কাজের জন্য তাঁকে প্রশংসাজনীত সার্টিফিকেট দিয়েছিল প্রশাসন৷ এবার লজিক্যাল ডিসক্রেপেন্সি এর জন্য সেই বিএলও নিজেই শুনানীর নোটিস নিলেন৷ এমনকি তাঁর মাকেও নোটিস ধরিয়েছেন৷ নোটিস হাতে পেয়েই বৃদ্ধা মা তাঁর বিএলও ছেলেকে জিজ্ঞাসা করেন, 'তোমার নিজের শুনানী কে করবেন বাবা৷ আর আমার শুনানী তুমিই করবে? ' অসুস্থ মায়ের এমন প্রশ্ন শুনে চোখে জল আসে বিএলও আতিয়ার রহমানের৷ কিন্তু উপায় নেই৷ নির্বাচন কমিশনের নিয়ম তো সবার জন্যই এক৷ কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের হরিপুর গ্রামের ১০ নম্বর বুথের বাসিন্দা আতিয়ার রহমান সুদপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষকতা করেন৷ সেখানে তিনি গণিত বিষয় পড়ান৷ ওই বুথে ভোটার রয়েছেন ১১৬০ জন৷ এবার তাঁকে নিজের বুথেই বিএলও এর দ্বায়িত্ব দিয়েছে কমিশন৷ শুনানী চলাকালীন তিনি নো-ম্যাপিং এর জন্য ১৯ জনকে শুনানীর নোটিস ধরিয়েছিলেন৷ পরের ধাপে ২৮২ জনকে নোটিস ধরিয়েছেন৷ এবার দ্বিতীয় পর্যায়ে তিনি ২৫ জনকে নোটিস ধরিয়েছেন৷ তারমধ্যেই তিনি নিজেও নোটিস তুলেছেন৷ আর তাঁর বৃদ্ধা অসুস্থ মা মুসকুরা বিবিকেও নোটিস ধরিয়েছে৷ দু' জনেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে৷ তা স্বত্বেও তাঁদের নোটিস এসেছে৷ তার কারণ অ্যাপে এআই এর সমস্যা রয়েছে৷ তাঁর পুরো নাম আসে নি৷ তাঁর মায়েরও একই ঘটনা ঘটেছে৷ আতিয়ার রহমান বলেন, আমি নির্দিষ্ট সময়ের আগেই ইনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া থেকে ডিজিটাইজড করেছিলাম৷ তাই আমাকে প্রশাসন প্রশংসা করে সার্টিফিকেট দিয়েছিল৷ আর সেই আমাকেই এবার শুনানীর নোটিস দিল৷ পাশাপাশি আমার মাকেও আমি নোটিস ধরিয়েছি৷ এসব কমিশন হয়রানি করছে৷ এআই সংক্রান্ত ভুলের জন্য আমাদের শুনানীতে যেতে হবে৷ আমার মেয়ে আমাকে প্রশ্ন করছে, আমার শুনানীর সময় কোন বিএলও হাজির থাকবে৷ তাছাড়া আমার বৃদ্ধা মায়ের নানা প্রশ্নের সন্মুখীন হতে হচ্ছে৷ আতিয়ার রহমান তাঁর স্ত্রী শাবানা আজমি ও এক মেয়ে ও এক ছেলে এবং বাবা-মাকে নিয়ে থাকেন৷ তাঁর মা মুসকুরা বিবি শেখ বলেন, আমার ছেলে দ্বায়িত্ব নিয়ে বিএলও এর সব কাজ শেষ করেছে। শেষে আমাকে এসে নোটিস ধরাল৷ আমি তো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম৷ আমার জন্ম ভারতে৷ ভোট দিই এদেশে৷ তবুও বলছে আমার নাম নাকি ওদের কাছে ঠিক নেই৷ অসুস্থ শরীর নিয়ে ছেলেকেই জিজ্ঞাসা করলাম কি কি কাগজ দেখাতে হবে৷ ছেলে সবই বলে দিল৷ এবার নির্বাচন কমিশন ঠিক করবে আমাদের মা ও ছেলের নাম তালিকায় রাখবে কিনা৷ আগামী ২৯ জানুয়ারী বিএলও ও তাঁর মায়ের শুনানী হবে৷ বিএলও এর স্ত্রী শাবানা আজমи বলেন, আমার স্বামী নিষ্ঠার সঙ্গে কমিশনের কাজ শেষ করেছে৷ এখন আবার আমার স্বামীকেই সেই নোটিস নিতে হলো৷ এটা আবার কি নিয়ম জানিনা.​ কাটোয়ার মহকুমা Shasak অর্নিবান বোস বলেন, অনেক এগজিকিউটিভ অফিসারকে শুনানীতে ডাকা হয়েছে৷ এটা কমিশনের নিয়ম৷ আমাদের সবাইকে মেনে চলতে হবে。 ১)আতিয়ার রহমান (BLO ১০ নম্বর বুথ) ২)মুসকুরা বিবি (blo মা)
0
comment0
Report
Advertisement
Back to top