Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
EXIDE कार मोड़ पर आग, सुबह के ट्रैफिक में भारी जाम—दमकल मौके पर
AGAyan Ghosal
Jan 22, 2026 03:48:45
Kolkata, West Bengal
EXIDE সাতসকালে বিপত্তি। এক্সাইড মোড়ে চলন্ত গাড়িতে আগুন। প্রবল যানজট রবীন্দ্র সদন এবং আশেপাশের রাস্তায়। দমকলের২ ইঞ্জিন ঘটনাস্থলে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Jan 22, 2026 06:18:29
Kaji Chak, West Bengal:শুনানির নোটিস পেয়ে শুনানি কেন্দ্র্রে হাজিরা দিলেন চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-১ পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আশরাফুল ইসলাম মল্লিক। কৃষ্ণপুর ২৯ নম্বর খন্দকারপাড়া বুথের বাসিন্দা তৃণমূলের উপপ্রধান। বুথের বিএলও স্বরুপ মোদক ১৫ জানুয়ারি নোটিস ধরায় উপপ্রধানকে। চন্দ্রকোণা-২ বিডিও অফিসে শুনানি কেন্দ্র্রে হাজিরা দেন উপপ্রধান আশরাফুল ইসলাম মল্লিক। উপপ্রধান তারা চার ভাই। ২০০২ এর তালিকায় নাম নেই চার ভাইয়ের। বাবা আনসার আলি মল্লিকের নামে এনিউমারেশন ফর্ম পুরন করে উপপ্রধান সহ চার ভাই। তারা চার ভাই অথচ নোটিসে কারণ বলা হয়েছে বাবার নামে লিঙ্ক হয়েছে ছ'জন। উপপ্রধান বলেন, 'আমরা চার ভাই অথচ বাবার নামে আরও দু'জন এনিউমারেশন ফর্মে লিঙ্ক করেছে। আমরা তো চার ভাই, বাকি দু'জন কে? নির্বাচন কমিশন কোনো রকম প্রস্তুতি না নিয়ে ভোটার তালিকা সংশোধনের নামে মানুষকে অহেতুক হয়রানি করছে। বিজেপির কথায় বাংলার বিরুদ্ধে চক্রান্তে নেমেছে কমিশন।' পাল্টা বিজেপি।
0
comment0
Report
EGE GOPI
Jan 22, 2026 06:18:07
Kharagpur, West Bengal::- নারায়ণগড়ে বার্ধক্য ভাতার টাকা পাইয়ে দিতে উপভোক্তার কাছ থেকে টাকা নিয়েছে বিজেপি নেতা! বার্ধক্য ভাতা পাইয়ে দিতে উপভোক্তার কাছ থেকে টাকা নিয়েছেন বিজেপির এক কর্মী। এমনটাই অভিযোগ তুলল তৃণমূল। টাকা যে প্রবীণ ব্যক্তি দিয়েছেন তার সঙ্গে কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছে তৃণমূল। যারপরেই বিজেপির ভাবমূর্তি নষ্ট করা ও সাজানো ঘটনার তত্ত্ব সামনে এসেছে। নারায়ণগড়ের কুশ্বাসন পঞ্চায়েতের আদমপুর এলাকার ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে এলাকার প্রবীণ ব্যক্তি নারায়ণ সাউ তৃণমূলের কয়েকজনের সঙ্গে কথোপকথনের সময় এলাকার এক বিজেপি কর্মীর নাম উল্লেখ করে বার্ধক্যভাতার জন্য টাকা দিয়েছেন বলে দাবি করেন। তিনি জানান, প্রায় একবছর আগে তিনি প্রায় চার হাজার টাকা এলাকার বিজেপি কর্মী বিষ্ণুপদ গিরিকে দিয়েছিল। তারপর তার বার্ধক্য ভাতা পাচ্ছেন। এই বক্তব্য পাওয়ার পরSocietyমাধ্যমে বিজেপির চরিত্র তুলে ধরে প্রচার করছে তৃণমূল। বিজেপির ওই কর্মী তথা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করা বিষ্ণুপদ জানান, তৃণমূল মিথ্যে সাজিয়ে এমন অভিযোগ আনছে। আমাদের হাতে তো কিছুই নেই। আমরা কিভাবে ভাতা পাইয়ে দেব। রাজনীতি করছে তৃণমূল। অন্যদিকে এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন," বিজেপির অনেকেই এমন দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে। রাজ্য সরকারের ভাতা পাইয়ে দিতে অন্যের কাছ থেকে কাটমানি খাচ্ছে। এটা দুঃখজনক। আমরা আইনগত ব্যবস্থা নেব।"
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Jan 22, 2026 06:17:48
:দেওঘরে বড়সড় রেল দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের দেওঘরের র ROhini Nawadiha রেলওয়ে ফাটকের কাছে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নাওয়াডিহ রেলওয়ে ফাটকে একটি ট্রাক ও একাধিক মোটরবাইকের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ হয়। জসিডিহ থেকে আসানসোলগামী একটি 13510 GONDA -ASANSOL এক্সপ্রেস ট্রেন ফাটক পার হয়োরের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে দেওঘর–গিরিডিহগামী প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকের নিচে চাপা পড়ে যায় দুটি মোটরবাইক। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রী ও ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেলের আসানসোল ডিভিশনের ডি আর এম সহ অন্যান্য আধিকারিক ও স্থানীয় পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং ট্রেন ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে。 ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Jan 22, 2026 05:49:07
Rajpur Sonarpur, West Bengal:ভোটার হেয়ারিংয়ে মিলল রহস্যজনক form, সোনারপুর বিডিও অফিসে চাঞ্চল্য ভোটার তালিকা সংক্রান্ত হেয়ারিংয়ে গিয়ে এক আশ্চর্যজনক ফর্ম হাতে পেয়ে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুরে। হেয়ারিংয়ে উপস্থিত ভোটারদের একাংশের হাতে যে ফর্ম দেওয়া হচ্ছে, তাতে রয়েছে কাটোয়া বিধানসভার নাম ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি স্কুল শিক্ষা দপ্তরের লোগো। নির্বাচন কমিশনের হেয়ারিংয়ে এই ধরনের ফর্ম কেন এবং কোন নির্দেশে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি ঘটে রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের ২৫২ ও ২৫৩ নম্বর বুথে। ওই দুই বুথের ভোটারদের হেয়ারিংয়ের জন্য মোট ১৫০ জনকে ডাকা হয়েছিল। অভিযোগ, যেসব পরিবারের সদস্য সংখ্যা ছয় বা তার বেশি, তাঁদের হাতে এই বিশেষ ফর্ম তুলে দেওয়া হচ্ছে। ফর্মটি দেখতে শিক্ষা দপ্তরের পোর্টালের ফর্মের মতো বলেই দাবি ভোটারদের। এই ঘটনাকে কেন্দ্র করে সোনারপুর বিডিও অফিস চত্বরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে কথা বলা হলেও কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ। তিনি আরো অভিযোগ করেন এটা নির্বাচন কমিশন ও বিজেপির চক্রচক্রান্ত। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিডিও অফিস সূত্রে জানানো হয়েছে, এই ধরনের কোনও ফর্ম বিতরণের নির্দেশ প্রশাসনের তরফে দেওয়া হয়নি। ফলে এই রহস্যজনক ফর্ম কোথা থেকে এল এবং কেনই বা ভোটার হেয়ারিংয়ে তা দেওয়া হচ্ছে, তা নিয়েই তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা ও চাঞ্চল্য।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Jan 22, 2026 05:48:46
Baruipur, West Bengal:বারুইপুরে দুঃসাহসিক চুরি, গ্রিল কেটে উধাও প্রায় ১৫ লক্ষ টাকার সোনা ও নগদ দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত শাসন সামন্তপাড়া এলাকায়। অভিযোগ, তাপস সাহার ফাঁকা বাড়ির গ্রিল কেটে চুরি করে নিয়ে গেল প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার গয়না ও নগদ টাকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৭ তারিখ চিকিৎসার প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে তাপস সাহা কলকাতায় যান। মাঝের সময়ে শনিবার বাড়িতে এসে কিছু কাগজপত্র নিয়ে আবার কলকাতায় ফিরে যান তিনি। এরপর বুধবার বাড়িতে ফিরে দেখেন, বাড়ির গ্রিল কাটা, ঘরের দরজার লক ভাঙা এবং ভিতরের দৃশ্য সম্পূর্ণ তছনছ। ঘরের মধ্যে থাকা দুটি আলমারি ভাঙা অবস্থায় পড়ে ছিল। অভিযোগ, আলমারিতে রাখা ভাগ্নির বিয়ের জন্য সংরক্ষিত ৮ ভরি সোনার গয়না এবং নিজের বিয়ের জন্য জমানো সাড়ে তিন লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কারা জড়িত, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।
0
comment0
Report
PDPradyut Das
Jan 22, 2026 05:16:54
Jalpaiguri, West Bengal:যার বয়স পঞ্চাশ, যার বয়স ষাট, একাধিক বার ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী একাধিকবার নির্বাচিত করেছেন। তারপরেও তাঁদের বর্তমান সময়ে এসআইআর( SIR) নাম করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে আন্দোলনে নামলো জলপাইগুড়ির সিপিএমের গণসংগঠন সমূহের যৌথ মঞ্চ। প্রতিবাদ মিছিল করে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে বিক্ষোভের মধ্য দিয়ে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার দাবি তোলা হয়। एसटी, ایسসি ও ওবিসี সার্টিফিকেট প্রদানে হয়রানি বাড়ছে বলেও অভিযোগ। সিপিএমের জেলা সম্পাদক পীযুষ মিশ্র বলেন, "আমরা বার বার জেলা ও ব্লক প্রশাসনকে জানিয়েছিলাম এসআইআর শুনানি শিবির বাড়াতে হবে। বাড়ানো হয়নি। একের পর এক ভোট দেওয়ার পরেও তাঁদের প্রমাণ দিতে হচ্ছে এদেশের বৈধ ভোটার কিনা। তাঁকে যদি অবৈধ ভোটার বলা হয়, তাহলে তাঁর ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী অবৈধ। এস আই আর শিবির থেকে রিসিভ কপি দিতে হবে। দিনের পর দিন শ্রমিক, কৃষকদের হয়রানি করা হচ্ছে। তাঁদের মজুরির পারিশ্রমিক দিতে হবে। তৃণমূল বিজেপি রাজনীতি করছে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Jan 22, 2026 05:16:35
0
comment0
Report
MDMritunjay Das
Jan 22, 2026 05:06:18
Bankura, West Bengal:ওন্দার নন্দনপুর গ্রামের বিজেপির শক্তিপ্রমূখ তথা বিজেপির সোস্যাল মিডিয়া সেলের নেতা তাপস বারিকের উপর আক্রমণের ঘটনা ঘটল। स्थानीय সূত্রে জানা গেছে গতকাল এলাকায় বিজেপির কর্মী সম্মেলন সেরে গভীর রাতে নিজের বাড়িতে ফেরেন বিজেপির ওই নেতা। অভিযোগ বিজেপির ওই নেতাকে চোখে চোখে রেখেছিল দুস্কৃতিরা। তাপস বারিক বাড়িতে ঢুকতেই গ্রামেই থাকা তাঁর ওষুধের দোকানে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও লুঠপাট ভালায় দুস্কৃতিরা। পরে তাপস বারিকের বাড়িতেও হানা দেয় দুস্কৃতিদের। বাড়ির বাইরের দরজার শিকল তুলে তারা পেট্রল ছিটিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে কোনোক্রমে গ্রামবাসীদের সহযোগিতায় প্রাণে বাঁচেন তাপস বারিক ও তাঁর পরিবার। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা তাপস বারিক ও তাঁর পরিবারকে জ্বলন্ত জ্বালিয়ে প্রাণে মেরে ফেলতেই এই পরিকল্পনা করেছিল।
0
comment0
Report
ABArup Basak
Jan 22, 2026 04:35:21
Mal Bazar, West Bengal:নাগরকাটায় অঙ্গনওয়াড়ি কর্মীদের নীরব প্রতিবাদ নাগরকাটা ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা নীরব প্রতিবাদ সামিল হল । এদিন এই নিরব র‍্যালী নাগরকাটা বাজার থেকে শুরু হয়ে সুলকামোর অঙ্গনওয়াড়ি প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রতিবাদ শেষে অঙ্গনওয়াড়ি কর্মীরা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা অভিযোগ করেন, বিভাগ তাদের উপর ১৪টি শর্ত আরোপ করেছে, যা তারা মানতে রাজি নন। ওই শর্ত অনুযায়ী সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি মোবাইল ফোন ও সরকারি কোষাগার থেকে ১০ হাজার টাকা প্রদান করেছে। তবে ওই মোবাইল ফোনটি শুধুমাত্র অফিসিয়াল কাজেই ব্যবহার করতে হবে—এই নির্দেশের বিরোধিতা করেছেন কর্মীরা। পাশাপাশি যখন তখন আলোচনা ছাড়া কর্মিদের বদলি করা যাবে না বলে কর্মিরা দাবি করেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের আরো দাবি, ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে আলাদা দু’টি মোবাইল ফোন ব্যবহার করা তাদের পক্ষে অত্যন্ত অসুবিধাজনক। তারা জানান, নিজেদের কেনা মোবাইল ফোন ব্যবহার করেই তারা এতদিন সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে আসছেন। পাশাপাশি, সরকারি মোবাইল ফোনের জন্য মাসিক ১৬০ টাকা রিচার্জ চার্জ নির্ধারণ করা হয়েছে, যা পর্যাপ্ত নয় বলেও তারা দাবি করেন। এদিন নীরব প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন মৌসুমী চ্যাটার্জি। এব্যাপারে নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, এব্যাপারে উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে। অন্যদিকে আই সি ডি এসের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি নিয়মে সব হচ্ছে। এখানে আমাদের হাতে কিছু নেই।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 22, 2026 03:49:07
Kolkata, West Bengal:MSD FARAKKA SIR ইস্যুতে ফারাক্কা বিডিও অফিস উত্তেজনা ও ভাংচুর কাণ্ডে গ্রেপ্তার হওয়া ৬ জনকেই অবশেষে জামিন দিলो জঙ্গিপুর আদালত। জেল থেকে বেরোতেই তাদের ফুলের মালা পরিয়ে বরণ করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যার ঘটনা। SIR ইস্যুতে ফারाक্কা বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে গ্রেপ্তার হওয়া ছ’জন অভিযুক্ত আজ বুধবার জামিনে মুক্তি পেলেন। জঙ্গিপুর আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তাঁরা। জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাঁদের সংবর্ধনা জানান। এই সময় উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের বিশেষ অবজারভার তথা বিধায়কের দাদা কাউসার আলী, p তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি অরুনময় দাস, তৃণমূল কংগ্ৰেস নেতা বাবলু ঘোষ সহ ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী। উল্লেখ্য, সম্প্রতি SIR ইস্যুতে ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। অবশেষে আদালতের নির্দেশে জামিন পাওয়ার পর তাঁদের মুক্তি হয়। মুক্তি পাওয়ার পর ফুলের মালা পরিয়ে বরণ করার ঘটনায় রাজনৈতিক মহলে সোরগোল সৃষ্টি হয়েছে।। যদিও এই ইস্যুটি জনরোষের কারনেই হয়ে গিয়েছিল বলেই দাবি তৃণমূলের。
0
comment0
Report
EGE GOPI
Jan 22, 2026 03:48:34
Kharagpur, West Bengal:রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই ইডি অধিকর্তার আগমন, একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের ই গোপী: আইপ্যাক সংঘাত ও এসআইআর বিতর্কের আবহে আজ রাজ্যে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা রাহুল নবীন। কলকাতার ইডি অফিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রাজ্যপালের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে。 ইডি অধিকর্তার আগমন প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এটা কোনো নতুন ঘটনা নয়। পশ্চিমবাংলায় দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। একাধিক তদন্ত চলছে। সেগুলি সঠিকভাবে সম্পন্ন করতেই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের আসা-যাওয়া স্বাভাবিক। বাংলার মানুষ চায় রাজ্য দুর্নীতিমুক্ত হোক এবং এই তদন্তগুলি দ্রুত শেষ হোক।” এদিকে ডিজি নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে ক্যাট। আগামী ২৩ জানুয়ারির মধ্যে সেই প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “এই সরকার প্রশাসনিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ। সময়মতো কাজ না হওয়ায় বারবার আদালতের দ্বারস্ত হতে হচ্ছে। আদালতে গিয়ে এই সরকারকে কানমোলা খেতে হয়। জটিলতা কাটাতে না পারলে উন্নয়ন হবে কী করে?” এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রివিশন) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপর হয়েছে নির্বাচন কমিশন। ২৪ জানুয়ারির মধ্যে তথ্য গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্য বলেও জানানো হয়েছে। এই বিষয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, “রাজ্য সরকার চায় না এসআইআর ঠিকঠাক হোক। কারণ তাতে ভুয়ো ভোটারদের নাম কাটা যাবে। সেই কারণেই নির্বাচন কমিশনকে সমস্যায় ফেলা হচ্ছে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াচ্ছে। আমরা চাই এসআইআর দ্রুত সম্পূর্ণ হোক, না হলে ভোট পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।” অন্যদিকে আবারও শুনানিকেন্দ্রে হুমকি ও অশান্তির অভিযোগ উঠেছে। রঘুনাথগঞ্জে শুনানিকেন্দ্রে BLO-কে কার্যত হুমকি দেওয়ার ঘটনায় বিতর্কে জড়িয়েছেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান。 এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল এসআইআর আটকাতে না পেরে এখন গুন্ডামিতে নেমেছে। BLO-দের ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি বাড়ি ঘেরাও করে ভুয়ো নাম রাখতে বাধ্য করা হচ্ছ।” পুরুলিয়ায় গিয়ে বিজেপিকে ‘আলসার-ক্যানসার’ বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকেও নিশানা করেন তিনি। এর পাল্টা প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবাংলায় যে রাজনীতি চলছে তা দেশবিরোধী। দেশের সমস্ত প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেনা, আদালত সবকিছুকে শত্রু বানিয়ে রাজনীতি করা হচ্ছে। এর ফলে সারা দেশের মানুষ পশ্চিম বাংলাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। আমরা পশ্চিম বাংলাবাসী হিসেবে লজ্জিত।” এছাড়াও শুভেন্দু অধিকারীর কনভয় হামলা সংক্রান্ত ঘটনায় আদালতের অন্তর্বর্তী নির্দেশ নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। ২৯ জানুয়ারি পর্যন্ত বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত। CAPF ও রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। দিলীপ ঘোষের বক্তব্য, “তৃণমূলের হিংসাত্মক রাজনীতির শিকার আমরা সবাই। আদালত যা সিদ্ধান্ত নেবে, আমরা তার দিকেই তাকিয়ে আছি।” এদিন প্রসঙ্গক্রমে হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “যাঁরা সেলিব্রিটি বা বিশিষ্ট ব্যক্তি, তাঁদের বিয়ে করলে বা সর্দি হলেও খবর হয়। আলোচনা চলুক।” রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্রীয় সংস্থার তৎপরতা এবং নির্বাচন সংক্রান্ত টানাপোড়েন—সব মিলিয়ে পশ্চিম বাংলার রাজনীতিতে আগামী দিনে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
0
comment0
Report
KMKIRAN MANNA
Jan 22, 2026 03:48:13
:*রাম মন্দির প্রতিষ্ঠা দিবসে শুভেন্দুর ধর্মীয় শোভাযাত্রা, নন্দীগ্রামে চড়ছে রাজনৈতিক পারদ নন্দীগ্রামে আজ মর্যাদা পুরুষোত্তম ভব্য রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মীয়Shোভাযাত্রায় হাঁটবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ বছর শোভাযাত্রাকে আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে。 রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্ব থাকা নন্দীগ্রামে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি—দুই পক্ষই বিভিন্ন ইস্যু সামনে রেখে কর্মসূচির মাধ্যমে আসন্ন ভোটের রাজনীতির গতি বাড়াতে শুরু করেছে। আজকের শুভেন্দু অধিকারীর পদযাত্রা ধর্মীয় হলেও রাজনৈতিক বার্তা বহন করছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল。 অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে বলে তৃণমূলের দাবি, এর মাধ্যমে নন্দীগ্রামে মানুষের ঝোঁক তৃণমূলের দিকেই বাড়ছে এও দাবি করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি এই স্বাস্থ্য শিবির নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাইলেও হালকাভাবে মোটেই ছেড়ে দিচ্ছে না। ইতিমধ্যে এই নিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড়ানো নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় রাজনৈতিক পারদ আরও চড়েছে নন্দীগ্রামে।
0
comment0
Report
Advertisement
Back to top