Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

उलुबेड़िया सरकारी मेडिकल कॉलेज में डॉक्टर पर हमला; महिला आयोग ने सुरक्षा पर सवाल उठाए

SMSubhasis Mandal
Nov 03, 2025 12:31:45
Howrah, West Bengal
উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় গেলেন জাতীয় মহিলা কমিশন৷ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সি এবং যারা এইসব অপরাধীদের পাঠাচ্ছেন। পুলিশের কাছে এদের অপরাধের কোন ইতিহাস থাকছেনা। ফলে এদের বাড় বাড়ন্ত আটকানো সম্ভব হচ্ছেনা। এমনকি সরকার ও এই ব্যাপারে হস্তক্ষেপ করছেনা। ফলে বিভিন্ন হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে চলছে। তবে এই সংস্কৃতি বন্ধ করতে হবে। এটা চলতে দেওয়া যাবেনা। আজ উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে এসে এইভাবে নিরাপত্তার ঘাটতি নিয়ে সরব হলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি বলেন আমি হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ, মেট্রোন, পুলিশ সবাইয়ের সাথে কথা বলেছি। এখানে নিরাপত্তার অনেক জায়গায় ঘাটতি আছে। যেখানে একাধিক বিভাগে অনেক মহিলা কাজ করেন সেখানে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। অর্চনা মজুমদার বলেন ঘটনার দিন ফিমেল মেটারনিটি ওয়ার্ডে যদি সময়মতো সিস্টার এবং পুলিশ না আসতো তাহলে যে কি হত সেটা ভাবা যাচ্ছে না। তিনি বলেন এখানে সরষের মধ্যে ভূত আছে। এখানে দায়িত্বে থাকা নিরাপত্তার রক্ষীদের মধ্যে এমন একজন আছেন যিনি নিজেকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন। তিনি ভাবেন তিনি যা কিছু করবেন তার কিছু হবে না। অর্চনা মজুমদার বলেন রাজ্যে বিভিন্ন জায়গায় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিদের বিরুদ্ধে অভিযোগ আসছে। যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে, তারা নিশ্চিন্তে হাসপাতালে কাজ করছে। যাদের রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তারা রক্ষা করার উপযুক্ত কিনা, তাদের পুরাতন কোন অপরাধের ইতিহাস আছে কিনা, মহিলাদের সঙ্গে কোন দুর্ব্যবহারের ঘটনা ঘটেছিল কিনা, তারা জেল খেটেছেন কিনা সেইসব তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে থাকতে হবে। যাতে কোন কিছু অঘটন ঘটলে তৎক্ষণাৎ ওই নিরাপত্তার রক্ষির সম্পর্কে সমস্ত কিছু জানতে পারা যায়। অর্চনা মজুমদার বলেন এখানে ৫০ জনের মত নিরাপত্তা রক্ষী আছেন। যাদের মধ্যে ১৭/১৮ জনের উপস্থিত থাকার কথা। কিন্তু সেই সংখ্যা কেন কম হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলেন অর্চনা মজুমদার। ঘটনার দিন ওয়ার্ডের ভিতর কিভাবে ১৫ জন লোক ঢুকল সেই নিয়েও প্রশ্ন তোলেন অর্চনা মজুমদার। তিনি বলেন ওয়ার্ডের নিয়ম মেনে হাসপাতালে প্রবেশ এবং বের হওয়া, নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের একটা রিপোর্ট জমা দিয়েছেন। আমরা সেটা বিশ্লেষণ করব। আমরা আশা করব আগামী দিনে এই হাসপাতালে এইরকম পরিবেশ আর হবে না। আর যদি হয় তাহলে সেটাHospitals কর্তৃপক্ষ এবং পুলিশের গাফিলতির জন্যই হবে বলে আমরা মনে করি। অর্চনা মজুমদার অভিযোগ করেন এই হাসপাতালে ৩/৪ জনের কথা চলে। বাকিদের কথা চলে না। এদের যারা পাঠাচ্ছেন তাদের কথা শুনতে হবে। এরা যে দোকান থেকে ওষুধ কিনতে বলবে, সেই ওষুধ দোকান থেকে ওষুধ কিনতে হবে, যে ল্যাবরেটরি থেকে পরীক্ষা করাতে বলবে সেখান থেকে পরীক্ষা করাতে হবে ‌। আর এইসব অনিয়ম বন্ধ না হলে হাসপাতালের পরিবেশ ভালো হবে না বলে দাবি করেন অর্চলা মজুমদার। তিনি বলেন হাসপাতালের পরিবেশের পাশাপাশি মানসিকতা বদলাতে হবে। হাসপাতালের একজন মহিলা ডাক্তারকে নিগ্রহের ঘটনা রাজ্যের লজ্জা। একজন বাঙালি মেয়ে হিসাবে আমি এটা হতে দিতে পারি না। এর বিরুদ্ধে মেয়েরা সোচ্চার হবে বলে জানান অর্‌চনা মজুমদার। তিনি বলেন নিগ্রহিতা ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি। নার্সিং স্টাফ মেট্রোনের সাথে কথা বলেছি। ওই ডাক্তার মানসিকভাবে ঘাবড়ে গেছেন। আমার একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়া কি অপরাধ। একজন ডাক্তারকে কটু কথা বলবে হাত মুচড়ে দেবে এটা চলতে দেওয়া যাবে না বলে জানান অর্চনা মজুমদার। প্রসঙ্গত গত 20/10/2025 ঐ দিন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডिकल কলেজে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনা ঘটেছিল। ঘটনার প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ সোচ্চার হয়েছিল। ঘটনার এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সহ তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SGShreyasi Ganguly
Nov 03, 2025 18:47:09
Kolkata, West Bengal:এস আই আর এর আবহে কি পিছোতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন ?? তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে ।। কারণ এস আই আর এর ডোর টু ডোর ভেরিফিকেশনের যে কাজ সেই কাজ শুরু হচ্ছে চার তারিখ থেকে শেষ হবে ডিসেম্বরের ৪ তারিখ ।। এাক্ষেত্রে প্রত্যেক জনপ্রতিনিধি, কর্মীকে তাদের এলাকায় এই এক মাস থাকতে বলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ।। এই ভেরিফিকেশনের সময় বিরোধী দলগুলোরও নজর থাকবে গোটা প্রক্রিয়াতে ।। ফলে এর মাঝে বিধানসভার অধিবেশন করলে সেক্ষেত্রে বিধায়কদের আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে ।。 এমনটাই মনে করা হচ্ছে ।। আর তাই ভেরিফিকেশন শেষ হয়ে যাওয়ার পরেই বিধানসভার অধিবেশন বসার সম্ভাবনা ।। এমনটাই সূত্রের খবর ।।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 03, 2025 18:10:08
Dihierench, West Bengal:SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে। যদিও পরিবারের লোকজন এখনো এই বিষয়ে কোন মুখ খুলতে চাননি। পুলিশ সূত্রে জানা গেছে এটি একটি ন্যাচারাল ডেথ, হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। তাই হাসপাতালের চিকিৎসকদের ময়নাতদন্তের জন্য রেফার করেন নি। বা এই নিয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। পরিবারের লোকজন মৃতদেহ সৎকার করে দিয়েছেন গতকাল রবিবার। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। এবার পর্যন্ত তার কাছে এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে এমন কোনো খবর নেই। মৃতের নাম শেখ সিরাজ উদ্দিন রামনগর ১ব্লকের কাঁটাবনি গ্রামে বাড়ি তার। পূর্ব পুরুষরা কেউ বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে আসেননি বলেই দাবি এলাকাবাসীর। বহুদিন বিদেশেও ছিলেন। বর্তমানে দেশে ফিরে দিঘায় একটি হোটেল ও করেছেন। যদিও এলাকার বিধায়ক অখিল গিরি জানাচ্ছেন গতকাল কাজগপত্র বার করতে গিয়ে বাবার নাম ভুল দেখেন। তার পর থেকেই বেশ চিন্তায় ছিলেন বলে জানা গেছে। আর সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। রবিবার সন্ধ্যে সাতটায় কাঁথি মহাকুমা হাসপাতালে তার মৃত্যু হলে পরিবারের লোকজন দেহ বাড়ি নিয়ে গিয়ে সৎকার করেছেন। এই নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির নেতা অসীম মিশ্র তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি। সাধারণ মৃত্যু হয়েছে, প্রশাসনিক ভাবে প্রমাণিত। তাও তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। বাইট উত্তম বারিক।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি。 বাইট অখিল গিরি, বিধায়ক。 বাইট অসীম মিশ্র। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির নেতা。
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 03, 2025 18:09:57
Katwa, West Bengal:নির্বাচন কমিশনে বিজেপির অভিযোগ করা মৃত ভোটারের তালিকা নিয়ে উঠল বিতর্ক। বিজেপি নগর মণ্ডল সভাপতির দাবি ছিল কাটোয়া বিধানসভার ২৫৮ নম্বর বুথে ৫৯ জন মৃত ভোটার আছে এবং মৃত ভোটারদের ভোটে তৃণমূল জয় পায়। তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক সাংবাদিক বৈঠকে এক মহিলার ছবি দেখিয়ে বলেন বিজেপি জীবিত ব্যক্তিকে মৃত ভোটার বানিয়ে মিথ্যাচার করছে। রবীন্দ্রনাথ বাবু বলেন, কাটোয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৭৯ নম্বর বুথে বিজেপি ৪৩ জন মৃত ভোটারের তালিকা দেখিয়ে অভিযোগ করে বলে তৃণমূল মৃত ভোটারদের সুবিধা পায়। কিন্তু বাস্তবে কাটোয়ার ৭৯ নম্বর বুথে ভোটে বিজেপি জেতে। তাহলে এখানে মৃত ভোটাররা বিজেপিকে ভোট দেয়। বিজেপি তালিকায় মৃত দেখিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বাইট:১) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি।
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 03, 2025 18:08:01
Katwa, West Bengal:রাজ্যে কর্মরত বিভিন্ন বিভাগের শ্রমিকরা রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প থেকে সুযোগ সুবিধা পাচ্ছে না। প্রকল্পের প্রচারের অভাবে নির্মাণ শ্রমিক এবং পরিবহণ শ্রমিকরা সুবিধাগুলো নিতে পারছে না।শ্রম দপ্তরের উদ্যোগে আজ সোমবার কাটোয়া বাসস্ট্যান্ডে পরিবহণ শ্রমিকদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। পরিবহণ শ্রমিকদের জন্য শ্রম দপ্তরের ষাটোর্ধ কর্মীদের জন্য পেনশন প্রকল্প আছে। কাটোয়া বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,রাজ্য সরকারের শ্রমিক সুরক্ষায় ভবিষ্যনিধি প্রকল্পের তেমন প্রচার না থাকায় পরিবহণ শ্রমিকরা অন্ধকারে থাকে।কাটোয়ার শ্রম দপ্তরের কর্মীর অভাব এর বড় কারণ বলে জানান বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।শ্রমদপ্তরের ব্যবস্থাপনায় বিশেষ সচেতনতার শিবিরে ১৫০ জন ভবিষ্যনিধি প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দিলেন।কাটোয়া শ্রমদপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানান,পরিবহণ শ্রমিকদের এবং নির্মাণ শ্রমিকদের অনেকেই ইতিমধ্যেই পেনশন পাচ্ছেন। আজও আবেদন জমা পড়ল। বেশ কয়েকজন পরিবহণ শ্রমিককে এদিন সম্মান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু, অতিরিক্ত লেবার কমিশনার তপন কুমার দাস এবং বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
0
comment0
Report
Advertisement
Back to top