Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713130

कटुआ बूथ 258 पर मृत मतदाताओं के आरोप BJP, चुनाव आयोग में विवाद

SCSandip Chowdhury
Nov 03, 2025 18:09:57
Katwa, West Bengal
নির্বাচন কমিশনে বিজেপির অভিযোগ করা মৃত ভোটারের তালিকা নিয়ে উঠল বিতর্ক। বিজেপি নগর মণ্ডল সভাপতির দাবি ছিল কাটোয়া বিধানসভার ২৫৮ নম্বর বুথে ৫৯ জন মৃত ভোটার আছে এবং মৃত ভোটারদের ভোটে তৃণমূল জয় পায়। তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক সাংবাদিক বৈঠকে এক মহিলার ছবি দেখিয়ে বলেন বিজেপি জীবিত ব্যক্তিকে মৃত ভোটার বানিয়ে মিথ্যাচার করছে। রবীন্দ্রনাথ বাবু বলেন, কাটোয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৭৯ নম্বর বুথে বিজেপি ৪৩ জন মৃত ভোটারের তালিকা দেখিয়ে অভিযোগ করে বলে তৃণমূল মৃত ভোটারদের সুবিধা পায়। কিন্তু বাস্তবে কাটোয়ার ৭৯ নম্বর বুথে ভোটে বিজেপি জেতে। তাহলে এখানে মৃত ভোটাররা বিজেপিকে ভোট দেয়। বিজেপি তালিকায় মৃত দেখিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বাইট:১) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Nov 04, 2025 01:03:10
0
comment0
Report
CDChampak Dutta
Nov 04, 2025 01:02:51
Kaji Chak, West Bengal:দাসপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুষ্কৃতী। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দড়ি অযোধ্যা এলাকায় বেশ কয়েকদিন আগে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী।তৎপরতার সাথে দাসপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায়।ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তাদের দলের বাকিদের হদিস।সেই সূত্রে তদন্ত চালিয়ে দাসপুর থানার পুলিশ সুলতাননগর এলাকা থেকে সুরজিৎ মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে।জানা গিয়েছে, সুরজিৎ মণ্ডলের বাড়ি ডানকুনি এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উদ্ধার করে ফেলে দেওয়া আগ্নেয়াস্ত্র।পুলিশের জানায়,এই দুষ্কৃতী দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি ও তদন্ত অব্যাহত রয়েছে।
0
comment0
Report
CDChampak Dutta
Nov 04, 2025 01:02:12
Kaji Chak, West Bengal:*রাস্তা খারাপ, এম্বুলেন্স ঢুকতে পারেনি গ্রামে,বাধ্য হয়ে মৃতদেহ কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। এমনই চিত্র দেখা গেল কেশপুরে।* দীর্ঘ একবছরেরও বেশি রাস্তার হাল বেহাল, খানাখন্দে ভরা রাস্তা, কাদামাড়িয়ে চলতে হয় মানুষজনদেরকে। এলাকায় রয়েছে দুটো স্কুল সেই সব ছাত্র-ছাত্রীদেরকেও যেতে হয় এই রাস্তা দিয়ে। এম্বুলেন্স বা কোনো গাড়ি ঢুকতে পারে না এই গ্রামে, গ্রামে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে হয় ডুলিতে করে। এবার গ্রামের routs? রাস্তার খারাপের জন্য বাধ্য হয়ে গ্রামবাসীরা অ্যাম্বুলেন্স এর স্ট্রেচার কাঁদে নিয়ে খানাখন্দ ভরা রাস্তায় কাদা মাড়িয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ এক বছর ধরে দোষতিনা হরিমন্দির থেকে ক্যানেলপাড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কর্দমাক্ত ও খানখন্দে ভরা। ফলে গ্রামে এম্বুলেন্স বা চার চাকা ঢুকতে পারে না। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও রাস্তার কোনো কাজ আজও হয়নি; ভোট আসে ভোট যায় কিন্তু কারোর দ্বারা সমাধান স্পষ্টভাবে না হওয়ায় ক্ষোভ। সাত মাস আগে এমনই রাস্তার উপর দিয়ে অসুস্থ রোগী ডুলিতে নিয়ে যায় ছবি ভাইরাল হয়েছিল; তখন বিডিও আশ্বাস দিয়েছিলেন দ্রুত রাস্তা তৈরি হবে, কিন্তু আজও। এলাকায় পঞ্চায়েত সদস্য বিজেপির হওয়ার কারণে פוליטিক্যাল কারনের কথাও উঠেছে। বিজেপির পঞ্চায়েত সদস্য Soma Murmu Tuddu বললেন—বিডিও রাস্তা দেখতে এসে বলেছেন, তবে কেন কাজ শুরু নয়। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত Gorai বলেন—রাস্তা হবে, টেন্ডার প্রক্রিয়া চলছে; দ্রুত জানাব। বিধায়ক শিউলি সাহা বলেছেন—বহুত রাস্তা পাকা হয়েছে, বহু রাস্তা পড়ে আছে; দপ্তরে প্রস্তাব Foro, মুখ্যমন্ত্রীকে জানাব। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো পয়সা খরচ না করার জন্য তারা প্রশ্ন তোলেন। এখন দেখার কবে গ্রামের মানুষজনদের সুরাহা হবে। ছবির বরাত: 2c
0
comment0
Report
SGShreyasi Ganguly
Nov 03, 2025 18:47:09
Kolkata, West Bengal:এস আই আর এর আবহে কি পিছোতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন ?? তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে ।। কারণ এস আই আর এর ডোর টু ডোর ভেরিফিকেশনের যে কাজ সেই কাজ শুরু হচ্ছে চার তারিখ থেকে শেষ হবে ডিসেম্বরের ৪ তারিখ ।। এাক্ষেত্রে প্রত্যেক জনপ্রতিনিধি, কর্মীকে তাদের এলাকায় এই এক মাস থাকতে বলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ।। এই ভেরিফিকেশনের সময় বিরোধী দলগুলোরও নজর থাকবে গোটা প্রক্রিয়াতে ।। ফলে এর মাঝে বিধানসভার অধিবেশন করলে সেক্ষেত্রে বিধায়কদের আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে ।。 এমনটাই মনে করা হচ্ছে ।। আর তাই ভেরিফিকেশন শেষ হয়ে যাওয়ার পরেই বিধানসভার অধিবেশন বসার সম্ভাবনা ।। এমনটাই সূত্রের খবর ।।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 03, 2025 18:10:08
Dihierench, West Bengal:SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে। যদিও পরিবারের লোকজন এখনো এই বিষয়ে কোন মুখ খুলতে চাননি। পুলিশ সূত্রে জানা গেছে এটি একটি ন্যাচারাল ডেথ, হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। তাই হাসপাতালের চিকিৎসকদের ময়নাতদন্তের জন্য রেফার করেন নি। বা এই নিয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। পরিবারের লোকজন মৃতদেহ সৎকার করে দিয়েছেন গতকাল রবিবার। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। এবার পর্যন্ত তার কাছে এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে এমন কোনো খবর নেই। মৃতের নাম শেখ সিরাজ উদ্দিন রামনগর ১ব্লকের কাঁটাবনি গ্রামে বাড়ি তার। পূর্ব পুরুষরা কেউ বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে আসেননি বলেই দাবি এলাকাবাসীর। বহুদিন বিদেশেও ছিলেন। বর্তমানে দেশে ফিরে দিঘায় একটি হোটেল ও করেছেন। যদিও এলাকার বিধায়ক অখিল গিরি জানাচ্ছেন গতকাল কাজগপত্র বার করতে গিয়ে বাবার নাম ভুল দেখেন। তার পর থেকেই বেশ চিন্তায় ছিলেন বলে জানা গেছে। আর সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। রবিবার সন্ধ্যে সাতটায় কাঁথি মহাকুমা হাসপাতালে তার মৃত্যু হলে পরিবারের লোকজন দেহ বাড়ি নিয়ে গিয়ে সৎকার করেছেন। এই নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির নেতা অসীম মিশ্র তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি। সাধারণ মৃত্যু হয়েছে, প্রশাসনিক ভাবে প্রমাণিত। তাও তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। বাইট উত্তম বারিক।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি。 বাইট অখিল গিরি, বিধায়ক。 বাইট অসীম মিশ্র। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির নেতা。
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 03, 2025 18:08:01
Katwa, West Bengal:রাজ্যে কর্মরত বিভিন্ন বিভাগের শ্রমিকরা রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প থেকে সুযোগ সুবিধা পাচ্ছে না। প্রকল্পের প্রচারের অভাবে নির্মাণ শ্রমিক এবং পরিবহণ শ্রমিকরা সুবিধাগুলো নিতে পারছে না।শ্রম দপ্তরের উদ্যোগে আজ সোমবার কাটোয়া বাসস্ট্যান্ডে পরিবহণ শ্রমিকদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। পরিবহণ শ্রমিকদের জন্য শ্রম দপ্তরের ষাটোর্ধ কর্মীদের জন্য পেনশন প্রকল্প আছে। কাটোয়া বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,রাজ্য সরকারের শ্রমিক সুরক্ষায় ভবিষ্যনিধি প্রকল্পের তেমন প্রচার না থাকায় পরিবহণ শ্রমিকরা অন্ধকারে থাকে।কাটোয়ার শ্রম দপ্তরের কর্মীর অভাব এর বড় কারণ বলে জানান বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।শ্রমদপ্তরের ব্যবস্থাপনায় বিশেষ সচেতনতার শিবিরে ১৫০ জন ভবিষ্যনিধি প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দিলেন।কাটোয়া শ্রমদপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানান,পরিবহণ শ্রমিকদের এবং নির্মাণ শ্রমিকদের অনেকেই ইতিমধ্যেই পেনশন পাচ্ছেন। আজও আবেদন জমা পড়ল। বেশ কয়েকজন পরিবহণ শ্রমিককে এদিন সম্মান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু, অতিরিক্ত লেবার কমিশনার তপন কুমার দাস এবং বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
0
comment0
Report
Advertisement
Back to top