Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

शौकत मोल्ला को लेकर चेतावनी, 2026 में स्थिति बिगड़ेगी; तृणमूल कांग्रेस पर असर

BSBidhan Sarkar
Dec 26, 2025 10:38:29
Chinsurah, West Bengal
শওকত মোল্লা একটা খুনি,ওকে পুটলি গুছিয়ে রাখতে হবে এখন থেকে।ওর হাল খারাপ হবে ২০২৬ সালে,আবার শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক ত্বহা সিদ্দিকি। পীরজাদা ত্বহা সিদ্দিকি আজ ফুরফুরায় বলেন,এত বড় বড় কথা বলছে শওকত মোল্লা দলের নেতৃত্ব তারাগাম টেনে ধরার বদলে লাগাম খুলে দিচ্ছে।আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বলব,শওকত মোল্লা যে ভাষায় কথা বলছে এর জন্য শুধু ভাংড় ক্যানিং নয় গোটা বাংলাতেই তৃণমূলের লস হবে।যদি এখনই না সরায় তাহলে ২০২৬ একই ফল হবে সেটা দেখতে পাবেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Dec 26, 2025 12:10:10
0
comment0
Report
PDPradyut Das
Dec 26, 2025 12:09:58
Jalpaiguri, West Bengal:বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়িতে। সাথে শহর জুড়é ধিক্কার মিছিল। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের উদ্যোগে আজ সমাজ পাড়া মোড়ে কর্ম বিরতি পালন করছেন। ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। মূলত তাদের দাবি স্বাস্থ্য কর্মীদের মতো তাদের স্বীকৃতি দেয়া। আশা কর্মীদের দিতে হবে নূন্যতম ১৫ হাজার বেতন, ইন্সেন্টিভ বন্ধ করে তাদের স্থায়ী বেতন তৈরি করতে হবে, মোবাইল রিচার্জের টাকা আরোও বাড়াতে হবে,,, মাতৃকালীন ছুটির দিন সংখ্যা বাড়াতে হবে, সহ আরো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজকে কর্মবিরতির সাথে সাথে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। এদিন জলপাইগুড়ি সমাজ পাড়া মোড়ে আশা কর্মী ইউনিয়নের তরফে বিক্ষোভ প্রদর্শন করার পর জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাদের এই মিছিলটি।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 26, 2025 12:09:43
Howrah, West Bengal:সিএমওএইচ হাওড়া অফিস ঘেরাও আশা কর্মীদের।ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা বেতন, বকেয়া ইনসেনটিভ প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান সহ অন্যান্য দাবিতে বিগত চারদিন ধরে কর্ম আশা কর্মীরা। এ কদিন আশা কর্মীরা পথে নেমে তাঁদের দাবির সপক্ষে আন্দোলন চালাচ্ছেন। তারই অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি। হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে প্রায় সাড়ে তিনজাজার আশা কর্মী হাওড়া সি এম ও এইচ দপ্তরের সামনে হাজির হন। সেখানে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 26, 2025 12:05:32
Purulia, West Bengal:পুরুলিয়া: হাতির হানায় এক মহিলার মৃত্যু, আহত আরও এক মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার ঝালদা থানার ডাকায় গ্রামে। মৃত মহিলার নাম বাসোবালা গোপ (৬২)। আতঙ্কে গ্রামবাসীরা। জানা যায়, গ্রামের পাঁচজন মহিলা খামার জঙ্গল জমিতে গবাদি পশুর খাদ্য সংগ্রহ ও শুকনো কাঠ কুড়োতে যান। সেই সময় আচমকাই একটি হাতির মুখোমুখি হয়ে পড়েন তাঁরা। বিপদের আঁচ পেয়ে চারজন মহিলা দৌড়ে পালাতে সক্ষম হলেও সামনে থাকা বাসোবালা গোপকে শুঁড় দিয়ে আছড়ে মাটিতে ফেলে দেয় হাতিটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পালাতে গিয়ে আহত হন অপর মহিলা সরলা শিকারি। খবর পেয়ে গ্রামবাসীরা এবং বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনास्थলে পৌঁছান। দেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। দীর্ঘ চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে ক্ষতিপूरণের দাবি জানানো হয়।
0
comment0
Report
PDPradyut Das
Dec 26, 2025 12:03:11
Jalpaiguri, West Bengal:ক্রিসমাস কার্নিভাল রেলি জলপাইগুড়িতে। শোভাযাত্রায় পা মেলালেন জেলাশাসক, সভাধিপতি, মহকুমা শাসক বিধায়ক। রঙিন এই উৎসবে জমজমা শহর জলপাইগুড়ি। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বড় দিন উদযাপন জলপাইগুড়ি প্রশাসনের。 শুক্রবার দুপুরে বিভিন্ন চার্চের সদস্য , বিধায়ক ,জেলা শাসক, সভাধিপতি সহ অন্যান্য উচ্চ পদস্থ সরকারী আধিকারিক, পৌর সভার প্রতিনিধি ,কর্মী এবং স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরে। এই প্রসঙ্গে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমুল বিধায়ক খগেশ্বর রায় বলেছেন, গত কাল ২৫ সে ডিসেম্বর ছিলো, আজ রাজ্যে government's পর্যটন দফতরের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের আয়োজনে একটি সভা যাত্রার মধ্যে দিয়ে আমরা এই বিশেষ দিনটিকে উদযাপন করছি।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 26, 2025 11:58:34
Howrah, West Bengal:সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের আন্দোলনে পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।নবান্নের কাছে মন্দিরতলায় আজ আসেন তিনি।আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন তিনি।বলেন নবান্নর কাছে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় ২২শে ডিসেম্বর।অথচ নিজেকে মানবিক বলে দাবী করা মুখ্যমন্ত্রী একবার সময় দিলেন না আলোচনা করার।যেকোনো বিপর্যয়ে এইসব কর্মীদের অবদান অনস্বীকার্য।তিনি বলেন বিধানসভা অধিবেশনে এই প্রসঙ্গ তুলবেন।লড়াই করবেন এদের দাবী নিয়ে।মাসে তিরিশ দিনের কাজ সহ ষাট বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবি সহ পেনশন ও ই এস আই চালু করার দাবি তুলে ধরবেন।মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন ২০২৬ এর নির্বাচনের জনগন বুঝিয়ে দেবে।আন্দোলনকারী নেতা প্রসেনজিৎ বসাক নিশ্চিত করেছেন তারা নবান্নে গিয়ে স্পেশ্যাল সেক্রেটারির কাছে ডেপুটেশন দিয়েছেন।তাদের দাবি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। বাইট..১..শুভেন্দু অধিকারী(বিরোধী দলনেতা) ২..প্রসেনজিৎ বসাক(আন্দোলনকারী)
0
comment0
Report
NRNarayan Roy
Dec 26, 2025 11:58:18
Siliguri, West Bengal:*শিলিগুড়ির হোটেল গুলোতে পড়ল পোস্টার , বাংলাদেশীদের জন্য বন্ধ হল হোটেলের দরজা* বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার শহরের হোটেল গুলোতে পড়ল পোস্টার। হোটেলের বাইরে বড় বড় অক্ষরে লেখা থাকছে "বাংলাদেশীদের প্রবেশ নিষেধ"। ২০২৪ সালে বাংলাদেশের অস্থিরতার পর থেকেই একের পর এক আন্দোলন হয়েছে এপ্রান্তেও। ২০২৪ সালের নভেম্বর মাসেই শিলিগুড়ির হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় তাদের অ্যাসোসিয়েশনের আওয়াতাধীন হোটেল গুলোতে বাংলাদেশের নাগরিকদের প্রবেশ নিষেধ থাকবে৷ যদিওবা মানবিক কারনে সেই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করেন। চিকিৎসা সংক্রান্ত একাধিক কারনে বাংলাদেশের বহু মানুষ ভারতে আসে। চিকিৎসা এবং শিক্ষার কারনে তারা তাদের হোটেল বাংলাদেশীদের ভাড়া দিত। কিন্তু বর্তমান পরিস্থিতির পর সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল হোটেল অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে শহরের একাধিক হোটেলে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে লাগানো হল পোস্টার৷ অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন হোটেল সংগঠন৷ শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান , " একদিকে যেমন ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন ভিসা সেন্টার গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে অন্যদিকে আমরা অ্যাসোসিয়েশন গতভাবে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলাম। অ্যাসোসিয়েশনের আওতাধীন ১৮০টি হোটেল রয়েছে সেই সব হোটেলেই এই নিয়ম জারি থাকবে। মাঝে চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে খানিকটা ছাড় দিলেও এবার পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হল।" হোটেল মালিক সৌমেন সাহা জানান , "সকলে মিলে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি৷ এটার প্রয়োজন ছিল। বাংলাদেশ যেভাবে অত্যাচারকে প্রশয় দিচ্ছে সেক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্ত।"
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 26, 2025 11:57:52
Purulia, West Bengal:পুরুলিয়া : বাড়ছে বেকারত্ব, নেই চাকরি, নেই শিল্প । পুরুলিয়া শহরে ঠেলা লাগিয়ে চপ ঘুঘনি বিতরণ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যের অভিনব প্রতিবাদ জানালেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা । শুক্রবার পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে গ্রাজুয়েট চপ ওয়ালা নামে ঠেলা লাগায় বিজেপি নেতাকর্মীরা । সেখানে ব্যানার মুখ্যমন্ত্রীর পোস্টার হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর চপ ঘুঘনি বিক্রির মন্তব্যের প্রতিবাদ জানান তারা । রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, শিক্ষিত যুবকদের বেকারত্ব বেড়ে চলার সমস্যার সমাধান না করে মুখ্যমন্ত্রীর চপ এবং ঘুঘনি বিক্রির মন্তব্যের নিন্দা করেন জেলা বিজেপি নেতৃত্বরা । বাইট: ১) শঙ্কর মাহাতো (জেলা বিজেপি সভাপতি)
0
comment0
Report
ABArup Basak
Dec 26, 2025 11:57:34
Mal Bazar, West Bengal:টলিউডে এবার পর্দায় উঠে আসতে চলেছে বাস্তব জীবনের এক অনন্য মানবিক লড়াইয়ের গল্প। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমূল হকের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হতে চলেছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। এই ছবিতে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হকের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা করিমূল হক তাঁর মানবিক কাজের জন্য আজ দেশজুড়ে পরিচিত মুখ। নিজের মাকে হারানোর বেদনা থেকেই তাঁর জীবনে আসে এক নতুন শপথ—আর কোনও মানুষ যেন চিকিৎসার অভাবে বা অ্যাম্বুল্যান্স না пেয়ে প্রাণ না হারান। সেই লক্ষ্যেই নিজের উপার্জনের টাকায় তিনি শুরু করেন বিনামূল্যের বাইক অ্যাম্বুল্যান্স পরিষেবা। বছরের পর বছর দিন-রাত এক করে অসংখ্য অসহায় মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি হয়ে ওঠেন ‘অ্যাম্বুল্যান্স দাদা’। এই মানবিক জাত্রার গল্প এবার রুপোলি পর্দায় তুলে ধরতে উদ্যোগী হয়েছেন টলিউডের প্রযোজক-পরিচালক মহল। ছবিতে করিমূল হকের সংগ্রাম, পারিবারিক জীবন, সামাজিক প্রতিবন্ধকতা ও অদম্য মানসিকতার বাস্তব চিত্র ফুটে উঠবে বলে জানা গেছে। দেবের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতা এই চরিত্রে অভিনয় করায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এব্যাৰে পদ্মশ্রী করিমুল হক বলেন, আমাকে নিয়ে হিন্দিতে বায়োপিক হওয়ার কথা রয়েছে। কোন কারনে সেটি পিছিয়ে গেছে। তবে আনন্দের ব্যাপার বাংলা সিনেমায় দেব অভিনয় করবে আমার ভুমিকায়। এব্যারে দেব একটা পোষ্টারও লঞ্চ করেছে ইতি মধ্যে। জানুয়ারি মাসেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এই সুটিং চলবে। আমি আশাবাদী এই সিনেমা মনুষের মধ্যে দাক কাটবে। যুব সমাজ এই সিনেমা দেখে অনেক কিছু শিখতে পারবে। এরজন্য দেব কে ধন্যবাদ জানাই। নিজের চরিত্র প্রসঙ্গে দেব জানান, এই ছবিটি তাঁর কাছে শুধুমাত্র অভিনয় নয়, বরং এক বিরাট দায়িত্ব। একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয় করা গর্বের পাশাপাশি চ্যালেঞ্জেরও। বাস্তবের করিমুল হকের জীবন দর্শকদের সামনে তুলে ধরতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান দেব। দেব আরো বলেন ইতি মধ্যে করিমুল হক সাত হাজারের বেশি মানুষকে স্বাস্থ্য পরিসেবা দিয়েছেন। আশা করছি এই সিনেমা মানুষ খুব ভালো ভাবে গ্রহণ করবে। এই ছবির মাধ্যমে শুধু একজন মানুষের গল্প নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা, মানবিকতা ও সহমর্মিতার এক শক্তিশালী বার্তা পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল। খুব শিগগিরই শুটিং শুরু হবে এবং মুক্তির দিনক্ষণও ঘোষণা করা হবে বলে খবর। টলিউডে মানবিক গল্পের এই নতুন সংযোজন যে দর্শকদের মন ছুঁয়ে যাবে, তা বলাই বাহুল্য।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 26, 2025 11:17:29
Dinajpur, Rangpur Division:আদিবাসী মহিলা ও নাবালিকার উপর গণধর্ষণের প্রতিবাদে বংশীহারীতে তীব্র বিক্ষোভ। বহরমপুর ও বীরভূমের মল্লারপুর সহ রাজ্যের একাধিক জায়গায় আদিবাসী মহিলা ও নাবালিকার উপর সংঘটিত নৃশংস গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুরে বিক্ষোভে শামিল হল আদিবাসী সেঙ্গেল অভিযান ও সেঙ্গেল মহিলা মোর্চা। এদিন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে আন্দোলনকারীরা রাজ্য পুলিশের মন্ত্রী সহ একাধিক আদিবাসী জনপ্রতিনিধিদের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তোলা হয় বিক্ষোভ মঞ্চ থেকে। বিক্ষোভ চলাকালীন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আন্দোলনকারীদের অভিযোগ, একের পর এক ঘটনায় আদিবাসী সমাজের মহিলা ও নাবালিকারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, অথচ প্রশাসনের তরফে কোনও কঠোর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গে আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা বিক্রয় মুর্মু বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলা ও নাবালিকার উপর অত্যাচারের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে দোষীদের ফাঁসি ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।” বিক্ষোভ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি সম্পন্ন করেন。
0
comment0
Report
BBBimal Basu
Dec 26, 2025 11:17:11
Basirhat, West Bengal:ন্যাজাট কান্ডে আরো এক জনকে গ্রেফতার করল পুলিস এই নিয়ে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করল পুলিস আজ অভিযুক্ত রফিকুল পুরকაიতকে বসিরহাট মহকুমা আদলতে তোলা হলে বিচারক Five দিনের পুলিশি হেপাজাত রাখার নির্দেশ দেয়। শেখ শাহাজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষকে লরি চাপা দিয়ে মারার চেষ্টার সঙ্গে যুক্ত রফিকুল পুরকাইত নামে আরো একজনকে হাড়োয়া কুলটি এলাকা থেকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিস। যদিও এই রফিকুলের নাম অভিযোগে ছিল না। পুলিসি হেপাজাতে থাকা ৫ জনকে জেরা করে পুলিস জানতে পারে চক্র with ছিল রফিকুল জড়িত ছিল গতকাল রাতে হাড়োয়ার কুলটি থেকে রफিকুলকে গ্রেফতার করে পুলিস। আজ তাকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃত রফিকুল পুরকাইতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজত রাখার নির্দেশ দেয়।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 26, 2025 11:16:50
Purulia, West Bengal:পুরুলিয়া : ভাইয়ের মারেরঘাতে দিদি খুন । শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পুরুলিয়ার বলরামপুর থানার রাঙ্গাডি গ্রামে। মৃত মহিলার নাম জবা পাল । শারীরিক দিক থেকে তিনি মুখ ও বধির ছিলেন বলে খবর । জানা যায়, জবা পাল এবং তার ভাই গৌরাঙ্গ পালের মধ্যে পারিবারিক বিবাদ বাধে। এর জেরে গৌরাঙ্গ পাল তার দিদি জবা পালকে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় জবা পালকে চিকিৎসার জন্য স্থানীয় বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর । ঘটনার পর মৃতার ভাই গৌরাঙ্গ পালকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 26, 2025 10:20:14
Chinsurah, West Bengal:এটিএম থেকে কুড়ি হাজার টাকা পেয়েও ফিরিয়ে দিলেন সাহাগঞ্জের যুবক! বার্তা দিলেন সৎ হওয়ার। এটিএম কাউন্টারে এক হাজার টাকা তুলবেন বলে ডেবিট কার্ড প্রেস করেছিলেন সাহাগঞ্জের গরিব আলমবাগের সুমন্ত পাল।পিন দিতেই টাকা কেটে নেওয়ার মেসেজ ঢোকে তার মোবাইলে।যদিও টাকা বেরোয়নি।কিছুক্ষন দাঁড়িয়ে থাকতেই দেখেন কুড়ি হাজার টাকা বেরিয়ে এসেছে মেশিন থেকে। বাবা হেমন্ত পালকে বিষয়টি জানান যুবক।ব্যাংকের কাস্টমার কেয়ারেও ফোন করে জানান। যুবকের বাবা হেমন্ত পাল চুঁচুড়া থানার অধীন সাহাগঞ্জ পুলিশ ফাঁড়িতে ঘটনার কথা জানান।পুলিশ চুঁচুড়া পিপুল পাতিতে অবস্থিত বেসরকারি ব্যাংকে খবর দেয়। পুলিশ ব্যাংকের আধিকারিকরা টায়ার বাগানে এটিএম কিয়স্কের সামনে পৌঁছে যান।সুমন্ত ও তার বাবাকে ধন্যবাদ জানান তাদের সততার জন্য।এটিএম এর শাটার বন্ধ করে দেওয়া হয়। সুমন্ত একটি অনলাইন বিপনীতে চাকরি করেন।তিনি বলেন, আমার টাকাটা কিছুক্ষনের মধ্যেেই ফিরে পাই।কিন্তু কুড়ি হাজার টাকা মেশিন থেকে বেরিয়ে আসে।টাকাটা আমার নয় অন্য কারো।তাই পুলিশকে খবর দেওয়া হয়। হেমন্ত পাল বলেন,পুলিশকে ডেকে টাকা ফেরত দেওয়ার কথা আমার ছেলেই বলে।যে টাকা আমাদের নয় সেই টাকা নেব কেন? কম বয়সী ছেলে কিন্তু ওর সসতা আছে। এটিএমে যান্ত্রিক ত্রুটির কারনে এই ঘটনা হয়ে থাকতে পারে।প্রকৃত কারন খতিয়ে দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বর্তমান সময়ে এমন নির্লোভী যুবক দেখে খুশি পুলিশও।।。
0
comment0
Report
Advertisement
Back to top