Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

तृणमूल विधायक के विरोधियों के हाथ काटने की धमकी: झंडा छूने पर कडा नतीजा

BSBidhan Sarkar
Nov 03, 2025 01:34:45
Chinsurah, West Bengal
তৃণমূলের পতাকায় হাত দিলে বিরোধীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়ের। এস আই এর থেকে বাঁচার জন্য তৃণমূলের পতাকা ধরতে হবে, মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যেতে হবে,নিদান তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরায়ের। দলীয় নির্দেশে এদিন এস আই আর বিরোধী মিছিল ও সভা অনুষ্ঠিত হয় তারকেশ্বরের সন্তোষ পুর অঞ্চল এলাকায় । সে সভা থেকে এস আই আর নিয়ে কি কি করনীয় বা কিভাবে দল সাধারণ মানুষের পাশে থাকবে তা বোঝানো হয়।পাশাপাশি এস আই আর নিয়ে বিজেপি কে আক্রমণ করেন বিধায়ক রামেন্দু সিংরায়। সভা থেকে রামেন্দু বলেন, বিজেপির অনাচারের বিরুদ্ধে দলীয় পতাকা হাতে নিয়ে সাধারণ মানুষের সুরক্ষার সার্থে রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ শাসনের সঙ্গে বিজেপি শাসন কে তুলনা করেন বিধায়ক বলেন, যদি বাংলার একটা প্রকৃত ভোটার কে বিজেপি সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে বিদেশি করে আবার বাংলার বুকে বিনয় বাদল দীনেশ তৈরি হবে। মাস্টার দা সূর্য সেন ব্রিটিশ দের বিরুদ্ধে জয়ী হয়েছিল।প্রয়োজনে দিল্লির যমুনা নদীর তীরে আবার যুদ্ধ সংগঠিত হবে এবং এই বাঙালি রাই লড়বে। এর পরই তৃণমূলের পতকায় হাত পরলে হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দেন বিধায়ক। রামেন্দু বলেন, আমাদের দলের কর্মীরা নিয়ন্ত্রিত।বিরোধীদের একটা পতাকাতে কেউ হাত দেয়নি। যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়বে যে হাত দেবে সেই হাত দেবে সেই হাত কেটে নেব।গত চার বছর ধরে তারকেশ্বরের উন্নয়নের জন্য কাজ করেছি এবার যদি দলের ক্ষতি করার কেউ চেষ্টা করে সেই কাজ টাও করবো যে হাত পতাকায় পড়বে সেই হাত আমরা চির কালের মত কেটে নেব। তিনি আরো বলেন, নিজের পরিবার কে এস আই আর থেকে বাঁচানোর জন্য প্রয়োজনে তৃণমূলের পতাকা ধরো, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সমাবেশে যাও, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যাও।বাংলার খেয়ে বাংলার পরে গদ্দারী করলে উচিৎ শিক্ষা পাবে। উলেখ্য কিছু দিন আগে তারকেশ্বরের গুড়েভাটা এলাকায় তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে。 যদিও হাত কেটে নেওয়া প্রসঙ্গে পাল্টা জবAnswer দিয়েছে বিজেপি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক তারাকনাথ সাউ বলেন, বিজেপি পতাকা পুড়িয়ে রাজনীতি করে না।এখন তো তৃণমূল তৃণমূলেরই হাত ,পা কাটছে।বিধায়ক হিসাবে এই ধরণের কথা বলে নিজের ভাবমূর্তি নষ্ট করছেন আর দলের কর্মীদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন।২৬ এ বিজেপি আসবে তাই ভয় পেয়েছেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Nov 03, 2025 08:09:14
Basirhat, West Bengal:অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতীয় মহিলাকে বিয়ে করে শ্বশুর শাশুড়িকে বাবা-মা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে হিঙ্গলগঞ্জের বসবাস করছে Bangladeshী ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীধর কাটি গ্রামে। সূত্রে মারফত জানাযায় অবৈধভাবে ২০১০-১১ সালে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা থানার রাশিদুল গাজী ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে সোজা চলে যায় তামিলনাড়ুতে। এখানে গিয়ে কাজ পায়। হিঙ্গলগঞ্জের শ্রীধর কাটি এলাকার গফুর আলী গাজীর মেয়ে রুমেশাও সেখানে কাজ করে সেই সময় তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয় থেকে মধ্যে ভালোবাসা গড়ে ওঠে তারপর রমেশা রাশিদুল গাজী কে নিয়ে চলে আসে, তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকায়। সেখানে এসে তাদের মধ্যে বিয়ে হয় বিয়ের কিছুদিন পর ২০১২ সালে রাশিদুলের নাম পরিবর্তন করা হয়। তার নাম রাখা হয় আবদুল গাজী। শশুর گফور আলী গাজীকে বাবা সাজিয়ে এই শ্রীধর কাটি এলাকার পশ্চিমপাড়ার ২০৮ নম্বর বুথে ভোটার কার্ডও বানিয়ে ফেলে। নিজেকে বাংলাদেশী স্বীকার করে এই আবদুল গাজী। এস আই আর চালু হতেই এই বাংলাদেশের হদিস নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই প্রসঙ্গে সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সময় এই আবদুল গাজী ভোটার হয় সেই সময় এই গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের দেবেশ মন্ডল। বর্তমানে এই দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক। সিপিএমের দাবি এই দেবেশ মন্ডল তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। তবে এই প্রসঙ্গে তৎকালীন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বর্তমান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সম্পূর্ণ অস্বীকার করে বলেন বিষয়টি সিপিএমের আমলে তৃণমৃল আমলে বলে কোন কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তাদের মতে যে ডকুমেন্ট দখল করেছেন তিনি ভোটার হন তার ডকোমেন্ট দিতে হয়। এখানে প্রধান বলুন রাজনৈতিক লিডার বলুন আর MLA বলুন কোরোর ভূমিকা নেই।
0
comment0
Report
BBBimal Basu
Nov 03, 2025 08:08:55
Basirhat, West Bengal:अवैध रूप से भारत आए बांग्लादेशी ने शादी कर वोटर कार्ड बनवाया, हिंगलगंज में हलचल. उत्तर 24 परगना के हिंगलगंज के गोबिंदकাটি ग्राम पंचायत के श्रीधर काटी ग्राम में रहने वाले रमेशगांजी (রাশিদুল গাজী) के बेटे-फुलों ने अपने नाम Abdul Gazi रखा और अपने ससुर गफूर आलि गाजी को पिता बताकर वोटर कार्ड बना लिया. 2010-11 में देश छोड़ कर आए रमेशगांजी ने तमिलनाडु में काम पाया और बाद में उत्तर 24 परगना के इस गांव में आकर शादी कर ली. अदालतों और आयोग के रिकॉर्ड में הילاء (डॉक्यूमेंट) के आधार पर यह मामला सामने आया. सीपीआईएम के अनुसार तब के ग्राम पंचायत प्रमुख देबेश मंडल (अब हिंगलगंज विधायक) ने वोटर कार्ड बनाने में भूमिका निभाई, जबकि तृणमूल कांग्रेस के विधायक देबेश मण्डल इस दावे को नकारते हैं. पंचायत के तत्कालीन प्रमुख और मौजूदा विधायक ने कहा कि वोटर बनाने का काम चुनाव आयोग का है और यह राजनीतिक नेतृत्व के दायरे से बाहर है. संदिग्ध दावों में नीचे दिए नाम शामिल हैं: B1 ইয়ামিন গাজी (महिला के रिश्तेदार), B2 रबी विश्वास (हिंगलगंज के सीपीएम दक्षिण क्षेत्र के सचिव), B3 देबेश मণ্ডल (विधायक).
0
comment0
Report
BBBimal Basu
Nov 03, 2025 08:08:40
Basirhat, West Bengal:অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতীয় মহিলাকে বিয়ে করে শ্বশুর শাশুড়ি কে বাবা-মা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে হিঙ্গলগঞ্জের বসবাস করছে বাংলাদেশী ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীধর কাটি গ্রামে। সূত্রে মারফত জানাযায় অবৈধভাবে ২০১০- ১১ সালে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা থানার রাশিদুল গাজী ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে সে সোজা চলে যায় তামিলনাড়ুতে। এখানে গিয়ে কাজ পায়। হিঙ্গলগঞ্জের শ্রীধর কাটি এলাকার গফুর আলী গাজীর মেয়ে রুমেশাও সেখানে কাজ করে সেই সময় তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয় থেকে মধ্যে ভালবাসা গড়ে ওঠৈ তারপর রমেশা রাশিদুল গাজী কে নিয়ে চলে আসে, তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকায়। সেখানে এসে তাদের মধ্যে বিয়ে হয় বিয়ের কিছুদিন পর ২০১২ সালে রাশিদুলের নাম পরিবর্তন করা হয়। তার নাম রাখা হয় আবদূল গাজী। শশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে এই শ্রীধর কাটি এলাকার পশ্চিমপাড়ার ২০৮ নম্বর বুথে ভোটার কার্ডও বানিয়ে ফেলে। নিজেকে বাংলাদেশী স্বীকার করে এই আবদূল গাজী। এস আই আর চালু হতেই এই বাংলাদেশের হদিস নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই প্রসঙ্গে সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সময় এই আবদুল গাজী ভোটার হয় সেই সময় এই গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের দেবেশ মন্ডল। বর্তমানে এই দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক। সিপিএমের দাবি এই দেবেশ মন্ডল তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। তবে এই প্রসঙ্গে তৎকালীন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বর্তমান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সম্পূর্ণ অস্বীকার করে বলেন বিষয়টি সিপিএমের আমলে তৃণমৃল আমলে বলে কোন কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে যিনি ভোটার হন তার ডকোমেন্ট দিতে হয়। এখানে প্রধান বলুন রাজনৈতিক লিডার বলুন আর MLA বলুন কোরোর ভূমিকা নেই। 1) বাইট - B আবদূল গাজী (বাংলাদেশী ) 2) B1 ইয়ামিন গাজী ( মেয়ের আত্মীয় ) 3 ) B2 রবি বিশ্বাস ( হিঙ্গলগঞ্জের সিপিএমের দক্ষিন এরিয়া কমিটির সম্পাদক ) 4) B3 দেবেশ মণ্ডল ( বিধায়ক হিঙ্গলগঞ্জ ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 03, 2025 08:07:45
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরে লরি-বাইক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পাশে থাকা একটি চায়ের দোকানে জড়াও হয়। ঘটনাস্থলে মৃত এক, দুই আহত — জাতীয় সড়কে যানজট পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার ১১৬বি দীঘা- নন্দকুমার জাতীয় সড়কের তেলিপুকুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে সজোরে ধাক্কা মেরে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহির, আহত হন আরও তিন জন。 মৃতদের মধ্যে রয়েছেন বাইক আরোহী তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্থানীয় একটি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সুকান্ত মণ্ডল। এছাড়া চায়ের দোকানের দোকানিও লরি চায়ের দোকানে চড়াও হওয়ায় চাপা পড়ে গুরুতর আহত হন, আহত হয়েছেন চায়ের দোকানে থাকা আরো দুজন খদ্দের। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েন দীঘাগামী পর্যটকেরা। খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা চাল্ছে।
0
comment0
Report
BBBimal Basu
Nov 03, 2025 08:07:27
Basirhat, West Bengal:অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতীয় মহিলাকে বিয়ে করে শ্বশুর শাশুড়িকে বাবা-মা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে হিঙ্গলগঞ্জের বসবাস করছে বাংলাদেশী ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীধর কাটি গ্রামে। সূত্রে মারফত জানাযায় অবৈধভাবে ২০১০-১১ সালে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা থানার রাশিদুল গাজী ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে সে সোজা চলে যায় তামিলনাড়ুতে। এখানে গিয়ে কাজ পায়। হিঙ্গলগঞ্জের শ্রীধর কাটি এলাকার গফুর আলী গাজীর মেয়ে রুমেশাও সেখানে কাজ করে সেই সময় তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয় থেকে মধ্যে ভালবাসা গড়ে ওঠৈ তারপর রমেশা রাশিদুল গাজী কে নিয়ে চলে আসে, তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকায়। সেখানে এসে তাদের মধ্যে বিয়ে হয় বিয়ের কিছুদিন পর ২০১২ সালে রাশিদুলের নাম পরিবর্তন করা হয়। তার নাম রাখা হয় আবদূল গাজী। শশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে এই শ্রীধর কাটি এলাকার পশ্চিমপাড়ার ২০৮ নম্বর বুথে ভোটার কার্ডও বানিয়ে ফেলে। নিজেকে বাংলাদেশী স্বীকার করে এই আবদূল গাজী। এস আই আর চালু হতেই এই বাংলাদেশের হদিস নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই প্রসঙ্গে সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সময় এই আবদhul গাজী ভোটার হয় সেই সময় এই গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের দেবেশ মন্ডল। বর্তমানে এই দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক। সিপিএমের দাবি এই দেবেশ মন্ডল তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। তবে এই প্রসঙ্গে তৎকালীন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বর্তমান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সম্পূর্ণ অস্বীকার করে বলেন বিষয়টি সিপিএমের আমলে তৃণমুল আমলে বলে কোন কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি এখানে প্রধান বলুন রাজনৈতিক লিডার বলুন আর MLA বলুন কোরোর ভূমিকা নেই।
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 03, 2025 08:07:00
Durgapur, West Bengal:*কেন্দ্রের বঞ্চনায় অভাব নেমে আসা ১০০ দিনের কাজের শ্রমিকদের ভরসা ছিল লক্ষ্মীর ভান্ডার। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের আশার আলো দেখছে ওঁরা* ওরা মাটি কাটে, ওরা কোদাল চালায় ওদের ঘামেই গড়ে ওঠে গ্রামের রাস্তা, পুকুর, বাঁধ। অথচ কেন্দ্রের বঞ্চনায় সেই কোদাল বহুদিন ধরে থেমে আছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসা জুড়ে যে মানুষগুলো একসময় ১০০ দিনের কাজের টাকায় সংসার চালাতেন, তাঁদের জীবনে আজ অভাবের কুয়াশা ঘনিয়ে ছিল। সেই সময় বহু পরিবার ভরসা রেখেছিল রাজ্যের লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু বা অন্য প্রকল্পে। সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের মামলা খারিজ করে ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে। আদালতের এই রায়ে নতুন করে বুক বাঁধছে কাঁকসার দিনমজুরেরা। দিন মজুরদের বক্তব্য , “যেদিন থেকে কাজ বন্ধ, সেদিন থেকেই ভাতের হাঁড়িতে আগুন জ্বালাতে মাথায় হাত পড়ছে।” আরেকজনের আক্ষেপ, “আমাদের ঘাম শুকিয়ে গেছে, টাকাও বকেয়া।” মানুষের চোখে এখন একটাই প্রশ্ন। কারণ, ওরা জানে এই কাজ মানেই শুধু রোজগার নয়, বাঁচার অধিকার। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবার যেন আদালতের রায়ে ফিরছে সেই অধিকার, ফিরছে মাটির মানুষদের মুখে জীবনের হাসি। লগনি কিস্কু নামের এক মহিলা বলেন, "খুব কষ্ট করে চলছে ছেলেমেয়েদের নিয়ে। এখন আমাদের অভয় দিচ্ছে শুধু লক্ষ্মীর ভান্ডার। ওই টাকাতে আর রেশনের চালে কোনরকমে সংসার চলছে। আমরা অপেক্ষায় আবার কবে শুরু হবে ১০০ দিনের কাজ।" কেন্দ্রকে নিশানা করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"রাজ্যের প্রাপ্য পাওয়ার জন্য আমরা অনেক আন্দোলন করেছি। অনেক যুক্তি তর্ক হয়েছে। তার কোন شيءতেই কোন ফল হয়নি। তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজ আটকে রাখা যাবে না। কাজ শুরু করতে হবে এই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ কেন্দ্রীয় সরকার পালন করেনি। উল্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে গেছিল। এই মামলা সর্বোচ্চ আদালত ছুড়ে ফেলেছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে উন্নয়নমূলক কাজ আটকানোর অপচেষ্টাও করছে।" অন্যদিকে বিজেপি নেতা রমন শর্মার বক্তব্য, টাকার হিসেব দিতে হবে। টাকা চুরি করে রেহাই পাবে না। ছবি 2C তে ফাইল নাম 0311ZG_DGP_100DAY_R1
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 03, 2025 07:17:02
Durgapur, West Bengal:কেন্দ্রের বঞ্চনায় অভাব নেমে আসা ১০০ দিনের কাজের শ্রমিকদের ভরসা ছিল লক্ষ্মীর ভান্ডার। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের আশার আলো দেখছেন ওঁরা। ওরা মাটি কাটে, ওরা কোদাল চালায় ওদের ঘামেই গড়ে ওঠে গ্রামের রাস্তা, পুকুর, বাঁধ। অথচ কেন্দ্রের বঞ্চনায় সেই কোদাল বহুদিন ধরে থেমে আছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসা জুড়ে যে মানুষগুলো একসময় ১০০ দিনের কাজের টাকায় সংসার চালাতেন, তাঁদের জীবনে আজ অভাবের কুয়াশা ঘনিয়ে ছিল। সেই সময় বহু পরিবার ভরসা রেখেছিল রাজ্যের লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু বা অন্য প্রকল্পে। সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের মামলা খারিজ করে ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে। আদালতের এই রায়ে নতুন করে বুক বাঁধছেন কাঁকসার দিনমজুরেরা। দিন মজুরদের বক্তব্য, “যেদিন থেকে কাজ বন্ধ, সেদিন থেকেই ভাতের হাঁড়িতে আগুন জ্বালাতে মাথায় হাত পড়ছে।” আরেকজনের আক্ষেপ, “আমাদের ঘাম শুকিয়ে গেছে, টাকাও বকেয়া।” মানুষের চোখে এখন একটাই প্রশ্ন। কারণ, ওরা জানে এই কাজ মানে শুধু রোজগার নয়, বাঁচার অধিকার। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবার যেন আদালতের রায়ে ফিরছে সেই অধিকার, ফিরছে মাটি–আশীর্বাদের মুখে জীবনের হাসি। লগনি কিস্কু নামের এক মহিলা বলেন, “খুব কষ্ট করে চলছে ছেলেমেয়েদের নিয়ে।现在 আমাদের অভয় দিচ্ছে শুধু লক্ষ্মীর ভান্ডার। ওই টাকাতে আর রেশনের চালে কোনরকমে সংসার চলছে। আমরা অপেক্ষায় আবার কবে শুরু হবে ১০০ দিনের কাজ।” কেন্দ্রকে নিশানা করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "রাজ্যের প্রাপ্য পাওয়ার জন্য আমরা 많은 আন্দোলন করেছি। অনেক যুক্তি-তর্ক হয়েছে, কিন্তু ফল হয়নি।uxe কলকাতা হাইকোর্ট একশো দিনের কাজ আটকে রাখা যাবে না—এই নির্দেশ কেন্দ্রীয় সরকার পালন করেনি। উল্টো সেই রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে গেছিল। এই মামলা সর্বোচ্চ আদালত ছুড়ে ফেলেছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে উন্নয়নমূলক কাজ আটকানোর অপচেষ্টাও করছে." অন্যদিকে বিজেপি নেতা রমন শর্মার বক্তব্য, টাকার হিসেব দিতে হবে। টাকা চুরি করে রেহাই পাবে না।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 03, 2025 06:51:06
Purulia, West Bengal:পুরুলিয়া : বেসরকারি আবাসিক বিদ্যালয়ে ঝুলন্ত অবস্থায় ছাত্রের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত ছাত্রের নাম শম্ভু কুম্ভকার (১৪) । বাড়ি পুরুলিয়ার কেন্দায় । কেন্দায় অবস্থিত রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরে নবম শ্রেণীতে পড়তো সে । গতকাল রাতে ওই আবাসিক বিদ্যালয়ের রুমে ঝুলন্ত অবস্থায় দেখেন শম্ভু কুম্বরকারকে । তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ স্থানীয় চাকোলতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় । পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা । মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, কিভাবে এই ঘটনা ঘটলো বিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই জানায়নি । গতকাল বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবারকে কিছু না জানিয়ে হাসপাতালে নিয়ে যায় । অন্যদের কাছে খবর পেয়ে সেখানে গিয়ে জানতে পারি ছেলে মারা গিয়েছে । ঘটনায় পর সকালে পরিবারের লোকজন ও এলাকাবাসিরা বিদ্যালয়ের মূল গেটের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখায় । পরে কেন্দা-টামনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ ।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 03, 2025 06:50:51
Jhargram, West Bengal:ভগ্নপ্রায় কজওয়ের উপর দিয়েই ঝুঁকির যাতায়াত, নতুন সেতুর দাবিতে ক্ষোভ বাসিন্দাদের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর ২ নম্বর ব্লকের কলাবনী এলাকায় সাঁকারাইল ও গোপীবল্লবপুরকে সংযোগকারী একমাত্র কজওয়েটির অবস্থা এখন ভগ্নপ্রায়। সেই ভগ্নপ্রায় কজওয়ের উপর দিয়েই প্রতিদিন পারাপার করেন শতাধিক মানুষ। নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী— সকলেরই একমাত্র ভরসা এই জরাজীর্ণ কজওয়ে。 প্রতিবার বর্ষায় কজওয়েটি জলমগ্ন হয়ে পড়ে, ভেসে যায় দু’দিকের রাস্তা। জল নেমে গেলে কখনও গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে বাঁশের সাঁকো তৈরি করেন, কখনও দু’পাশে মাটি ফেলে অস্থায়ী পথ বানিয়ে নেন। কিন্তু যতবারই মেরামত করা হোক না কেন, পরের বৃষ্টিতেই আবার ধসে পড়ে সেই ব্যবস্থা。 এলাকাবাসীরা জানান, বহুদিন ধরেই নতুন সেতুর দাবি জানানো হয়েছে প্রশাসনকে। কিন্তু আজও সেই দাবি অধরাই। একাধিকবার প্রশাসনিক আধিকারিকরা এলেও মেলেনি স্থায়ী সমাধানের आश্বাস। এদিকে শুধু কজওয়ে নয়, আশেপাশের রাস্তাঘাটের অবস্থাও শোচনীয়। সাঁকরাইলের মুড়াকাটি থেকে গোপীবল্লবপুরের খাড়বান্ধী পর্যন্ত রাস্তা জুড়ে বড় বড় খানা-খন্দ, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে প্রতিনিয়ত। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ বার প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করলেও কোনরকম কোন প্রকার কাজ হয়নি, এখন নতুন সেতুর দাবি এলাকাবাসীর। কজওয়ে কে কেন্দ্র করে তৃনমুল বিজেপির আকচ আকচি জারি。
0
comment0
Report
ASAyan Sharma
Nov 03, 2025 06:50:24
Kolkata, West Bengal:নন্দীগ্রামের মেডিকেল ক্যাম্পে জাতীয় মহিলা কমিশনের সদস্যা চিকিৎসক ডকটর অর্চনা মজুমদার এর উপস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা। অভিযোগ ওই মেডিকেল ক্যাম্পের তার একাধিক ছবি এআই ভিডিও করে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে। বিকৃত করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডাক্তার অর্চনা মজুমদারের ছবিকে। পাশাপাশি, ওই ক্যাম্পে উপস্থিত থাকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে,বিজেপির হয়ে কাজ করছেন। এর পরিপ্রেক্ষিতে এবার রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার। তিনি আবেদন জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে যেন আইনত পদক্ষেপ নেওয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে রাজ্যের বিরোধী দলনেতার আমন্ত্রণে যাওয়া নিয়ে, এ বিষয়ে তিনি চিঠিতে উল্লেখ করেছেন, বিরোধী দল নেতার পদ একটি সরকারি পদ,রাজনৈতিক নয়। তিনি সরকারি প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 03, 2025 06:23:24
Chinsurah, West Bengal:কাল থেকে এস আই আর এর কাজ নিয়ে বিএলও রা বাড়ি বাড়ি যাবে,এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না।বিএলও রা একাধিকবার আপনাদের বাড়ি যাবেন।ফর্ম ফিলাপ করবেন।যদি নিজেরা না ফর্ম ফিলাপ করতে পারেন অন্যদের সাহায্য নেবেন।আইএসএফ হেল্প ডেস্ক খুলেছে সেখানে যোগাযোগ করতে পারেন।নির্বাচন কমিশনের টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন।বিএলও রা এই ফর্ম জমা দেওয়ার জন্য একমাস সময় পাবেন।তাই তাড়াহুড়োর কিছু নেই।আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব বিএলও ছাড়া ফর্ম কারো হাতে দেবেন না।যখন ফর্মটা জমা দেবেন দেখে নেবেন বুথ লেভেল অফিসার সেখানে নিজের সই করছে কিনা।নির্বাচন কমিশনের কাজ হচ্ছে বৈধ ভোটার তালিকা তৈরি করা।সেখানে নতুন ভোটারের নাম তোলা এবং মৃত ভোটারের নাম বাদ দেওয়া।নির্বাচন গুলোকে পরিচালনা করা।নাম বাদ যাবে বৈধ ভোটারের এই ধরনের ভয় ধরানোর চেষ্টা কেউ না করে।নির্বাচন কমিশনের কোন অধিকার নেই কারো নাগরিকত্ব যাচাই করার।এটা নির্বাচন কমিশনের দেখার কথা নয়।তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের মত নির্দিষ্ট দপ্তর আছে।কোন বৈধ ভোটারের নাম বাদ দিলে নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে তার জবাব দিতে হবে।
0
comment0
Report
Advertisement
Back to top