Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201
हरिणघाटा जंगल में शव मिलने से हड़कंप, पुलिस जांच शुरू
BMBiswajit Mitra
Nov 03, 2025 07:19:19
Ranaghat, West Bengal
পচা গলা এক মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য নদীয়ার হরিণঘাটা থানা আইসার এর পাশের জঙ্গল থেকে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় এরপর হরিণঘাটা থানায় খবর দেয়া হলে হরিণঘাটা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। হনুমান বেশ কয়েকদিন ধরে নিক্ষত ছিলেন এক আদিবাসী মহিলা দুলালী মুর্মু নামে অনুমান এটি তারই মৃতদেহ। কি কারনে এখানে মৃত দেহটি পড়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Nov 03, 2025 13:47:53
Jalpaiguri, West Bengal:একি কাণ্ড জলপাইগুড়িতে! নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে দুধ দিয়ে স্নান করলেন স্বামী। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি তে। জানা গেছে প্রায় ১০ বছর আগে বিয়ে হয় কার্তিক সরকার ও সনেকা সরকারের। তাঁদের দুই ছেলে সন্তান রয়েছে, একজনের ১০ বছর ও অপরজনের ৪ বছর বয়স বলে পরিবার সূত্রে জানা গেছে। স্বামী কার্তিক সরকারের দাবি স্ত্রীর পরকীয়া সম্পর্ক পাশের বাড়ির এক যুবকের সাথে, এর আগেও এই নিয়ে ঝামেলা হয়েছে, তবে এদিন ফের স্ত্রী ওই যুবকের সাথে পালিয়ে যায়। রবিবার এই নিয়ে গ্রামের মানুষের উপস্থিতিতে বসে সালিশি সভা। জানা গেছে স্ত্রী স্বামীর সাথে সংসার করতে নারাজ, পরকীয়া সম্পর্কে জড়িত যুবকের কাছেই থাকতে চান। তাই স্বামী স্বেচ্ছায় ওই যুবকের হাতে স্ত্রীকে তুলে দিয়ে দুই শিশুকে আগলে নিয়ে দুধ দিয়ে স্নান করে স্ত্রী র মায়া ত্যাগ করেন। ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধCpuguri মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের চরচড়া বাড়ি সংলগ্ন এলাকার। দশ বছরের মায়া ত্যাগ করে দুধ দিয়ে স্নান করে স্বামী জানায় স্ত্রীর পরকীয়া সম্পর্ক এর আগেও আমরা ধরেছিলাম তখন আমরা মেনে নিয়েছি, এখন ফির একবার এই ঘটনা, এখন স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত যুবকের কাছে থাকতে চান, তাই এদিন স্বেচ্ছায় গ্রামের মানুষের উপস্থিতিতে স্ত্রীকে ওই যুবকের হাতে তুলে দেই। তবে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য সূত্রে জানা যায় আইনজীবীর উপস্থিতিতে লিখিত করে সালিশি সভার মধ্য দিয়ে তার স্ত্রী-র পছন্দের যুবকের হাতে তুলে দেওয়া হয় গ্রাম پঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্য সহ বাসিন্দাদের একাংশের উপস্থিতিতেই এই ঘটনা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
MMManoj Mondal
Nov 03, 2025 13:38:05
Kolkata, West Bengal:আদালত সূত্রে জানা গিয়েছে,সাজাপ্রাপ্ত আসামিরা হল মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষ। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি তারা পরিকল্পনা করে সুমিতা ঘোষ নামে এক মহিলাকে খুন করে তাঁর দেহ ট্রলিতে ভরে গঙ্গার ঘাটে ফেলতে গিয়েছিল। নিহত সুমিতা সম্পর্কে ফাল্গুনীর পিসি শাশুরি। সোনাদানা ও সম্পত্তির লোভে পরিকল্পনা করে মা ও মেয়ে তাঁকে খুন করেছিল। কলকাতার উত্তর বন্দর থানার পুলিশের হাতে ফাল্গুনী ও আরতি ধরা পড়ে গিয়েছিল। বিবাহবিচ্ছিন্না সুমिता ঘোষ আসামে ভাইয়ের বাড়িতে থাকতেন। তাঁর ভাইপোর সঙ্গেই ফাল্গুনীর বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই শ্বশুরবাড়ির লোকজনের অশান্তি করে ফাল্গুনী মায়ের কাছে ফিরে আসে। মা ও মেয়ে মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লির একটি ভাড়া বাড়িতে থাকত। পিসি শাশুড়ি সুমিতার সঙ্গে ফাল্গুনীর ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সুমিতা মধ্যমগ্রামে ফাল্গুনীর বাড়িতে আসেন। আসাম থেকে কলকাতায় বোন শিপ্রা ঘোষের বাড়িতে এসেছিলেন। ভাঙা সংসার জোড়া লাগাতে পিসি শাশুড়িকে নিয়ে ফাল্গুনী তাঁর প্রাক্তন স্বামীর বর্ধমানের সমুদ্রগড়ের বাড়িতে গিয়েছিল। সঙ্গে মা আর মেয়ে ছিল‌। ফিরে আসার পর ২৩ ফেব্রুয়ারি তাঁদের মধ্যে অশান্তি হয়। অশান্তির সময় ফাল্গুনী ভারী কিছু দিয়ে সুমিতার মাথায় আঘাত করে। ঘরের মেঝেতে তিনি লুটিয়ে পড়েন। তারপর মা ও মেয়ে মিলে তাকে শ্বাসরোধ করে খুন করেছিল। ওই দিন গভীর রাতে ধারালো বঁটি দিয়ে সুমিতার মুন্ডু কেটে দেহ থেকে আলাদা করে দেয়। সুমিতার দেহ থেকে মা ও মেয়ে সোনার সমস্ত গয়না খুলে নেয়। পরে সেগুলো মধ্যমগ্রামের একটি সোনার দোকানে তারা ২ লক্ষ ৫৯ হাজার টাকায় সেগুলো বিক্রি করেছিল। পিসি শাশুড়ির মৃতদেহ ঘরে রেখে ২৪ ফেব্রুয়ারি প্রথমে ফাল্গুনী ও আরতি কলকাতায় গিয়েছিল। বড়বাজারে থেকে ট্রলি কিনে তাঁরা বৌবাজারে একটি সোনার দোকানে গিয়েছিল। ওই দোকান থেকে ফাল্গুনী ১ লক্ষ ৬৩ হাজার টাকার সোনার গয়নার অর্ডার দিয়েছিল। গয়নার অর্ডারের বিল নিহত সুমিতার নামেই করা হয়েছিল। নিহতের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে ফাল্গুনী ৫০ হাজার টাকা আগাম পরিশোধ করেছিল। কলকাতা থেকে বাড়ি ফিরে হাতুড়ি দিয়ে পিসি শাশুড়ির দুটো পা ভেঙে মা ও মেয়ে ট্রলিতে তাঁর দেহ নিয়ে গঙ্গা ফেলে দিতে গিয়েছিল ২৫ ফেব্রুয়ারি ভোরে মা ও মেয়ে ভাড়া বাড়ি থেকে ভ্যানে করে সুমিতার দেহ মধ্যমগ্রামের দোলতলা পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে একটি ট্যাক্সি ভাড়া করে কলকাতার গঙ্গার ঘাটে চলে আসে। ট্রলি বের করে কুমোরটুলি গঙ্গায় ফেলার আগেই স্থানীয় বাসিন্দারা সন্দেহ করেন। তাঁরা পুলিশে খবর দেন। উত্তর বন্দর থানার পুলিশ ট্রলি খুলতেই সুমিতার দেহ বেরিয়ে পড়ে। মেয়ে ফাল্গুনী ঘোষ ও মা আরতি ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে。 উত্তর বন্দর থানার কাছ থেকে ট্রলি-কাণ্ডের তদন্তভার মধ্যমাগ্রাম থানার পুলিশ নেয়। মামলা চলে বারাসাত আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে গত মে মাসে পুলিশ ফাল্গুনী ও আরতির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। মামলায় মোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রায় আট মাস মামলা চলার পর শুক্রবার পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে খুনের অভিযোগে ফাল্গুনী ও আরতি ঘোষকে আদালত দোষী সাব্যস্ত করে। সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, 'আমরা দ্রুত মামলার নিষ্পত্তি চেষ্টা করেছিলাম। আট মাসের মধ্যে সেটা হয়েছে। আদালত মা ও মেয়ে দু'জনকেই যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে.
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 03, 2025 13:30:47
Dihierench, West Bengal:পাঁশকুড়ায় গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্তরা হলেন ১৬-১৭ বছরের নাবালক। নাবালকদের হোমে পাঠালো পুলিশ। নাবালকরাও আজ মাদকাসক্ত, এমন ঘটনা সামাজিক অবক্ষয়, বলছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সমাজ সচেতন মানুষজন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সুন্দরনগর এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযোগ দুই ষোলো সতের বয়সী নাবালকের বিরুদ্ধে। বাড়িতে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে দুই অভিযুক্ত নাবালক ধর্ষণ করে গৃহবধূকে, এমন অভিযোগে গ্রেফতার অভিযুক্ত দুই নাবালক। সেই সময় বাড়িতে দুই শিশুকে নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ। তাঁর স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন সেই সময় ঘটে এমন ঘটনা。 বাড়িতে হরিমন্দিরে সন্ধ্যা দিতে বেরিয়েছিলেন গৃহবধূ, তাঁকে জোরপূর্বক মুখ চেপে ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ২ অভিযুক্ত নাবালককে। পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তারের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা স্বীকার করে, অভিযোগের ভিত্তিতেই ২ নাবালক অভিযুক্তকে হোমে পাঠানো হয়。 ধর্ষিতা গৃহবধূর পরিবারের অভিযোগ ওই এলাকায় মদের আসর চলত দীর্ঘদিন ধরে, এই আসরে যোগ দেয় বেশ কিছু নাবালক ছেলে। মদ গাঁজা সহ মাদকাসক্ত থাকে তারা। এমনকি একাধিকবার ওই গৃহবধূকে ফলো করত বলে অভিযোগ, তারপরেই একা পেয়ে ধর্ষণের মতো ঘটনা ঘটায় বলে অভিযোগ গৃহবধূ তার পরিবারের। এই নিয়ে রাজনৈতিক চাপানোত তৈরি হয়েছে। রাজ্যে আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে কটাক্ষ করেছে বিজেপি。
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 03, 2025 13:04:13
Katwa, West Bengal:পাঁচ শিক্ষকের স্কুলে প্রধান শিক্ষক সহ চার শিক্ষককে বিএল ও- দারিত্ব দিয়েছে মহকুমা নির্বাচন কমিশন। মঙ্গলবার ৪ নভেম্বর থেকে স্কুলের চার শিক্ষক এস আই আর-এর কাজে নিযুক্ত হয়ে পড়বে। ২০৬ পড়ুয়ার স্কুলে এক জন শিক্ষিকা দায়িত্ব সামলাবেন।শিক্ষকদের বক্তব্য স্কুলের পঠন-পাঠনের প্রভূত ক্ষতি হবে। একজন শিক্ষিকাকে ২০৬ পড়ুয়াকে সামলে ক্লাস নেওয়া থেকে মিড-ডেমিলের দেখভাল করা খুবই মুশকিলের কাজ বলে শিক্ষকদের অনুমান। কাটোয়া ১ ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলে পঠন পাঠন স্বাভাবিক রাখতে প্রধান শিক্ষক কাটোয়ার প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে শিক্ষকের ব্যবস্থার করার আরজি জানিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষাদপ্তরের কাটোয়া পশ্চিমচক্রের অফিস সূত্রে জানা যায় পঠন-পাঠনের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এস আই এর-এর কাজ-horipur प्रাথমিক স্কুল کے چار शिक्षकকে তুলে নিয়েছে প্রশাসন। পাঁচ শিক্ষকের মধ্যে চার জন নির্বাচনের কাজে নিযুক্ত হয়ে গেলে স্কুলে পড়াবে কে? কার্যত স্কুলে শিক্ষাদান বন্ধ থাকবে লেখাপড়া লাটে উঠবে। স্কুলের চার মহিলা শিক্ষকের মধ্যে তিনজন বি EL0-এর দায়িত্ব পেয়েছেন। প্রধান শিক্ষক মদন মোহন ঘোষ বলেন,নির্বাচনের ডিউটি করলে স্কুলের ছাত্রদেএ পড়াবে কে। সেজন্য স্কুলের পঠন পাঠনের ব্যাঘাত হবে। বি এল ও - এর দায়িত্ব পাওয়া শিক্ষিকা সাথী সিনহা বলেন, নির্বাচনের কাজ করতে গেলে স্কুলের পড়াশোনা almost বন্ধ হয়ে যাবে। যিনি নির্বাচনের দায়িত্ব পাননি সেই স্বপ্না মুখোপাধ্যায় বলেন, আমি একা কী করে স্কুল সামলাবো। ভাবছি কি করা যায়। আগামী কাল মঙ্গলবার থেকে স্কুলের পাঠদান অনিশ্চিত হয়ে পড়বে। বাইট: ১) মদন মোহন ঘোষ, প্রধান শিক্ষক, হরিপুর প্রাথমিক বিদ্যালয়, ২) সাথী সিনহা, বি এল ও দায়িত্ব পাওয়া সহ শিক্ষিকা, ৩) স্বপ্না মুখোপাধ্যায়, সহ শিক্ষক, হরিপুর প্রাথমিক বিদ্যালয়।
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 03, 2025 13:03:49
Katwa, West Bengal:ব্যুথ লেভেল অফিসারের নিজের সহ বাবা -মায়ের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়।নির্বাচন কমিশনের নির্দেশে চলতি বছরের এস আই আর-এর কাজে ২০০২ সালের ভোটার তালিকাকে মাপকাঠি ধরে ম্যাপিং করা হচ্ছে। কাটোয়া বিধানসভার ২২ নম্বর বুথের সদ্য নিয়োগ পাওয়া বি এল ও আকাশ বাগচি ২০০২ সালের ভোটার তালিকা ধরে ম্যাপিং করতে গিয়ে দেখে তার বাবা চিত্ত বাগচি এবং মা।কুমুদী বাগচির নাম নেই। ২০০২ ভোটার তালিকায় নিজের নাম নাথাকার বিষয়ে আকাশ বাগচি জানান, আমার তখন ভোটার হওয়ার বয়স হয়নি। মুখে চিন্তা নেই বললেও ভারাক্রান্ত মনে আকাশ জানান প্রশাসন ব্যবস্থা করবে বলেছে।আকাশের প্রতিবেশীরা জানান চিত্ত বাগচি দীর্ঘদিনের এলাকার বাসিন্দা। কেন যে ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তা বুঝতে পারছি না। হয়ত নাম তুলতে কোন ভুল হতে পারে।তবে আকাশ বাগচির স্ত্রী শৈব বাগচি বলেন,আমারা এখানকার স্থায়ী বাসিন্দা অথচ আমার শ্বশুর শাশুড়ির নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। ২০০২ সালের আগে বা পরে শ্বশুর শাশুড়ির নাম ভোটার তালিকায় আছে। কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু জানান, এরকম ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কাটোয়া ১ ব্লকের খাজুরডিহি গ্রামপঞ্চায়েত এলাকার বেরা দক্ষিণপাড়ার স্থায়ী বাসিন্দা আকাশ বাগচি। কাটোয়া বিধানসভার ২২ নম্বর বুথের বি এল ও -র নিয়োগ পত্র পেয়েছেন।প্রশিক্ষণ হয়েছে। পরিচয়পত্র সহ নির্বাচন কমিশনের গাইডবুক সহ অন্যান্য কাগজ পত্তর নিয়ে নিজের বাড়িতেই কাজ শুরু করেছেন আকাশ।বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এস আই আর-এ ২০০২ ভোটার তালিকাকে মাপাকাঠি ধরে এলাকায় কাজ করতে গিয়ে নিজের বাবা চিত্ত বাগচি এবং মা কুমুদী বাগচির নাম খুঁজে পায়নি।নিজের নামও ভোটার তালিকায় নেই। নিজের পরিবারের নাম না থাকলেও বি এল ও- র কাজ করতে গিয়ে এখনও কোন অসুবিধায় পড়তে হয়নি। বাইট:১) আকাশ বাগচি, ২২ নম্বর বুথের বি এল ও,২) শৈব বাগচি, আকাশের স্ত্রী,৩) শ্রীবাস বাড়ুই, বেরা দক্ষিণ পাড়া
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 03, 2025 13:03:08
Chinsurah, West Bengal:যারা বিএলএ হিসাবে কাজ করবেন তাদের routirujir কথাও ভাববে দল,চুঁচুড়ায় এসআইআর নিয়ে কর্মশালায় বললেন তৃনমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া রবীন্দ্রভবনে চুঁচুড়া বিধানসভার তৃনমূল কংগ্রেস কর্মিদের নিয়ে কর্মশালা হয় আজ। বিধায়ক বলেন,যারা টোটো অটো চালান আর্থিক দিক দিয়ে যাতে ক্ষতির মুখে না পড়েন সেটা আমরা দলগতভাবে দেখব।বেসরকারী জায়গায় কাজ করেন তাদের ছুটির ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখব। বিএলও'রা কাল থেকে বাড়ি বাড়ি এস আই আর এর কাজ শুরু করবেন।এনুমারেশন ফর্ম দেবেন ভোটারদের। সেই বিএলও দের ছায়া সঙ্গী হতে নির্দেশ দেওয়া হয়েছে তৃনমূল কর্মিদের।সেই কাজ করতে গেলে সকাল থেকে বিকাল পর্যন্ত সময় দিতে হবে।তখন আর অটো টোটো চালাতে পারবেন না তারা।তাদের পাশে থাকবে দল。 এসআইআর এ নজর রাখতে ওয়ার রুম করা হবে খাদিনা মোর তৃনমূল অফিসে।বিএলএ ২ যারা হবেন তারা প্রতিদিনের রিপোর্ট জমা দেবেন。 একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে।প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লী যাবে তৃনমূল কর্মিরা।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 03, 2025 12:32:12
Kolkata, West Bengal:নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের *আমার সোনার বাংলা* গান গাওয়ার জন্য অসমে কংগ্রেস কর্মীকে আইনি হয়রানির বিরুদ্ধে সোমবার সল্টলেকের অসম ভবনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে। হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ কংগ্রেসের নেতৃবৃন্দ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিশ্ব কবিকে এবং বাঙালি অস্মিতাকে অবমাননার জন্য ধিক্কার কর্মসূচি পালন করেন তারা অসম্ভবনের গেট বন্ধ করে দেয়, নিরাপত্তা রক্ষীরা। শেষ পর্যন্ত গেটের সামনেই ধর্ণায় বসেন তাঁরা। প্রতিবাদস্বরূপ অসম্ভবনের গেটের সামনে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।
0
comment0
Report
RDRaktima das
Nov 03, 2025 12:31:57
Kolkata, West Bengal:ভারতীয় মহিলাদের বিশ্বকাপ জয়ের পরদিনই কলকাতায় এসে মহিলাদের সর্বক্ষেত্রের জয়জয়কারের কথা তুলে ধরলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সোমবার ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে কলকাতায় আসেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন বাইপাসের ধারে একটি বেসরকারি পাঁচতারা হোটেলের চেম্বার অফ কমার্সের বর্ষপূর্তিতে, এক বণিক সভায় যোগদান তিনি। স那里 বিভিন্ন প্রসঙ্গের_sঙ্গেই ওঠে মহিলাদের উন্নয়নের প্রসঙ্গ। তিনি বলেন, ৩০ বছর আগে ভারতে এই স্বাধীনতা ছিল না। এখন ৩০ বছর বাদে ভারতের সব সেক্টরে অর্ধেক সংখ্যায় কাজ করছেন মহিলারা। তবে শুধু মহিলাদের জয় জয়কারই নয়, সর্বক্ষেত্রেই ভারত এগিয়েছে বলে তার বক্তব্যে তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, জাপান, রাশিয়া, ভিয়েতনাম,ইজরায়েল এর স্পিকাররা এসেছিলেন ভারতে। তাঁরা প্রত্যেকে তাঁদের সঙ্গে শিল্পপতিদের নিয়ে আসেন। তাঁরা ভারতকে ব্যবসার জন্য উপযুক্ত মনে করছেন। বর্তমানে ভারতের সঙ্গে ব্যবসা লাভজনক মনে করছেন। প্রধানমন্ত্রী উন্নয়নের জন্য আরও প্রয়াস নিয়েছেন। খুব শীঘ্রই তার ফলাফল দেখা যাবে। প্রধানমন্ত্রী টেকনোলজি শিক্ষার দিকে জোর দিয়েছেন। যাতে আগামীতে টেকনোলজিতে ভারতই পথ দেখায়। ক্লিন গ্রিন এনার্জির হাব আগামীতে ভারতই হতে চলেছে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Nov 03, 2025 12:31:45
Howrah, West Bengal:উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় গেলেন জাতীয় মহিলা কমিশন৷ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সি এবং যারা এইসব অপরাধীদের পাঠাচ্ছেন। পুলিশের কাছে এদের অপরাধের কোন ইতিহাস থাকছেনা। ফলে এদের বাড় বাড়ন্ত আটকানো সম্ভব হচ্ছেনা। এমনকি সরকার ও এই ব্যাপারে হস্তক্ষেপ করছেনা। ফলে বিভিন্ন হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে চলছে। তবে এই সংস্কৃতি বন্ধ করতে হবে। এটা চলতে দেওয়া যাবেনা। আজ উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে এসে এইভাবে নিরাপত্তার ঘাটতি নিয়ে সরব হলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি বলেন আমি হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ, মেট্রোন, পুলিশ সবাইয়ের সাথে কথা বলেছি। এখানে নিরাপত্তার অনেক জায়গায় ঘাটতি আছে। যেখানে একাধিক বিভাগে অনেক মহিলা কাজ করেন সেখানে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। অর্চনা মজুমদার বলেন ঘটনার দিন ফিমেল মেটারনিটি ওয়ার্ডে যদি সময়মতো সিস্টার এবং পুলিশ না আসতো তাহলে যে কি হত সেটা ভাবা যাচ্ছে না। তিনি বলেন এখানে সরষের মধ্যে ভূত আছে। এখানে দায়িত্বে থাকা নিরাপত্তার রক্ষীদের মধ্যে এমন একজন আছেন যিনি নিজেকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন। তিনি ভাবেন তিনি যা কিছু করবেন তার কিছু হবে না। অর্চনা মজুমদার বলেন রাজ্যে বিভিন্ন জায়গায় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিদের বিরুদ্ধে অভিযোগ আসছে। যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে, তারা নিশ্চিন্তে হাসপাতালে কাজ করছে। যাদের রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তারা রক্ষা করার উপযুক্ত কিনা, তাদের পুরাতন কোন অপরাধের ইতিহাস আছে কিনা, মহিলাদের সঙ্গে কোন দুর্ব্যবহারের ঘটনা ঘটেছিল কিনা, তারা জেল খেটেছেন কিনা সেইসব তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে থাকতে হবে। যাতে কোন কিছু অঘটন ঘটলে তৎক্ষণাৎ ওই নিরাপত্তার রক্ষির সম্পর্কে সমস্ত কিছু জানতে পারা যায়। অর্চনা মজুমদার বলেন এখানে ৫০ জনের মত নিরাপত্তা রক্ষী আছেন। যাদের মধ্যে ১৭/১৮ জনের উপস্থিত থাকার কথা। কিন্তু সেই সংখ্যা কেন কম হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলেন অর্চনা মজুমদার। ঘটনার দিন ওয়ার্ডের ভিতর কিভাবে ১৫ জন লোক ঢুকল সেই নিয়েও প্রশ্ন তোলেন অর্চনা মজুমদার। তিনি বলেন ওয়ার্ডের নিয়ম মেনে হাসপাতালে প্রবেশ এবং বের হওয়া, নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের একটা রিপোর্ট জমা দিয়েছেন। আমরা সেটা বিশ্লেষণ করব। আমরা আশা করব আগামী দিনে এই হাসপাতালে এইরকম পরিবেশ আর হবে না। আর যদি হয় তাহলে সেটাHospitals কর্তৃপক্ষ এবং পুলিশের গাফিলতির জন্যই হবে বলে আমরা মনে করি। অর্চনা মজুমদার অভিযোগ করেন এই হাসপাতালে ৩/৪ জনের কথা চলে। বাকিদের কথা চলে না। এদের যারা পাঠাচ্ছেন তাদের কথা শুনতে হবে। এরা যে দোকান থেকে ওষুধ কিনতে বলবে, সেই ওষুধ দোকান থেকে ওষুধ কিনতে হবে, যে ল্যাবরেটরি থেকে পরীক্ষা করাতে বলবে সেখান থেকে পরীক্ষা করাতে হবে ‌। আর এইসব অনিয়ম বন্ধ না হলে হাসপাতালের পরিবেশ ভালো হবে না বলে দাবি করেন অর্চলা মজুমদার। তিনি বলেন হাসপাতালের পরিবেশের পাশাপাশি মানসিকতা বদলাতে হবে। হাসপাতালের একজন মহিলা ডাক্তারকে নিগ্রহের ঘটনা রাজ্যের লজ্জা। একজন বাঙালি মেয়ে হিসাবে আমি এটা হতে দিতে পারি না। এর বিরুদ্ধে মেয়েরা সোচ্চার হবে বলে জানান অর্‌চনা মজুমদার। তিনি বলেন নিগ্রহিতা ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি। নার্সিং স্টাফ মেট্রোনের সাথে কথা বলেছি। ওই ডাক্তার মানসিকভাবে ঘাবড়ে গেছেন। আমার একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়া কি অপরাধ। একজন ডাক্তারকে কটু কথা বলবে হাত মুচড়ে দেবে এটা চলতে দেওয়া যাবে না বলে জানান অর্চনা মজুমদার। প্রসঙ্গত গত 20/10/2025 ঐ দিন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডिकल কলেজে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনা ঘটেছিল। ঘটনার প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ সোচ্চার হয়েছিল। ঘটনার এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সহ তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে。
0
comment0
Report
PMProsenjit Malakar
Nov 03, 2025 12:31:22
Nijuri, West Bengal:आतंक का नया नाम — ‘SIR’ बीरभूम के इलामबाज़ार में फैल रहा है एक नया डर — ‘SIR’। इसी डर के कारण दो दिन पहले खितीश मजूमदार नाम के व्यक्ति ने आत्महत्या कर ली। अब वही इलामबाज़ार का लेलोगड़ क्षेत्र — बाँधपाड़ा और नीचेपाड़ा — दहशत में जी रहा है। लोग अपने बैंक खातों से जमा की हुई सारी रकम निकाल रहे हैं।स्थानीय लोगों का कहना है — “अगर SIR लागू हो गया, तो हमारे बैंक खाते बंद हो जाएंगे। तब हमारी जमा पूंजी फँस जाएगी, और हम पूरी तरह बर्बाद हो जाएंगे।” कुछ लोग तो यह तक कह रहे हैं — “अगर SIR लागू हुआ, तो शायद हमें पूर्व बंगाल वापस जाना पड़ेगा।” इसी डर से वे अपने बैंक खातों से पैसे निकाल रहे हैं। उनका कहना है — “हम चाहते हैं SIR न लागू हो। हम बस शांति से जीना चाहते हैं।” उधर इलाके के तृणमूल बूथ अध्यक्ष स Sukant मेटे ने बताया — “मेरे बूथ में कुल 1340 वोटर हैं, जिनमें सिर्फ 324 इस देश के हैं, बाकी सब बाहर के। लोग डर के कारण बहुत परेशान हैं।” इलाके के कई लोगों ने बताया कि उनके माता-पिता या दादा-दादी लगभग 30-35 साल पहले रोज़गार की तलाश में एक राज्य से दूसरे राज्य आए थे। उस समय नागरिकता के कागज़ात नहीं बने थे। अब उन्हीं दस्तावेज़ों की कमी को लेकर लोगों में डर और चिंता बढ़ती जा रही है। আতঙ্কের আরেক Nama ‘SIR’ ইলামবাজারে ছড়াচ্ছে নতুন এক আতঙ্ক — ‘SIR’। এই আতঙ্কেই দু’দিন আগে আত্মহত্যা করেছেন খিতিশ মজুমদার। এখন সেই ইলামবাজারেই লেলেগড়ের বাঁধ পাড়া ও লেলেগরের নিচু পাড়া বহু মানুষ আতঙ্কিত হয়ে নিজেদের সমস্ত সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলে নিচ্ছেন। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, “যদি SIR চালু হয়, তাহলে আমাদের ব্যাংק অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তখন জমানো পয়সা আর তোলা যাবে না। আমরা সর্বহারা হয়ে যাব।” অন্যদিকে, কেউ কেউ বলছেন, “SIR চালু হলে হয়তো আমাদের পূর্ববঙ্গে চলে যেতে হবে।” এই আশঙ্কাতেই তারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। তাদের দাবি, “আমরা চাই SIR না হোক। আমরা শান্তিতে থাকতে চাই।” অন্যদিকে ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি সুকান্ত মেটে বলছেন আমার এলাকার মানুষরা বেশি ভয়ে কারণে আমার বুথে ১৩৪০ ভোটার তারমধ্যে মাত্র ৩২৪ শুধুমাত্র এদেশের বাকি সবই বাইরের। একই সঙ্গে আতঙ্কগ্রস্ত এলাকার মানুষদের 많은েই জানিয়েছেন, তাদের বাবা-মা বা দাদা-দাদিরা ৩০-৩৫ বছর আগে ভারতে এসেছিলেন। তখন জীবিকার তাগিদে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে জেতেন। ফলে, অনেকেরই নাগরিকত্ব সম্পর্কিত কাগজপত্র তৈরি হয়নি। এখন সেই কাগজের অভাবে দুশ্চিন্তা বাড়ছে।আতঙ্কের আরেক নাম ‘SIR’
0
comment0
Report
PMProsenjit Malakar
Nov 03, 2025 12:31:02
Nijuri, West Bengal:আতঙ্কের আরেক নাম — ‘SIR’ বীরभूम के इलामबाज़ार में फैल रहा है एक नया डर — ‘SIR’。 इसी डर के कारण दो दिन पहले खितीश मजूमदार नाम के व्यक्ति ने आत्महत्या कर ली。 अब वही इलामबाज़ार का लेलोगड़ क्षेत्र — बाँधपाड़ा और नीचेपाड़ा — दहशत में जी रहा है। लोग अपने बैंक खातों से जमा की हुई सारी रकम निकाल रहे हैं। स्थानीय लोगों का कहना है — “अगर SIR लागू हो गया, तो हमारे बैंक खाते बंद हो जाएंगे। तब हमारी जमा पूंजी फँस जाएगी, और हम पूरी तरह बर्बाद हो जाएंगे।” कुछ लोग तो यह तक कह रहे हैं — “अगर SIR लागू हुआ, तो शायद हमें पूर्व बंगाल वापस जाना पड़ेगा।” इसी डर से वे अपने बैंक खातों से पैसे निकाल रहे हैं। उनका कहना है — “हम चाहते हैं SIR न लागू हो। हम बस शांति से जीना चाहते हैं।” उधर इलाके के तृणमूल बूथ अध्यक्ष सुकांत मेटे ने बताया — “मेरे बूथ में कुल 1340 वोटर हैं, जिनमें सिर्फ 324 इस देश के हैं, बाकी सब बाहर के। लोग डर के कारण बहुत परेशान हैं।” इलाके के कई लोगों ने बताया कि उनके माता-पिता या दादा-दादी लगभग 30-35 साल पहले रोज़गार की तलाश में एक राज्य से दूसरे राज्य आए थे। उस समय नागरिकता के कागज़ात नहीं बने थे। अब hgíन्हीं दस्तावेज़ों की कमी को लेकर लोगों में डर और चिंता बढ़ती जा रही है। আতঙ্কের আরেক নাম ‘SIR’ ইলামবাজারে ছড়াচ্ছে নতুন এক আতঙ্ক — ‘SIR’। এই আতঙ্কেই দু’দিন আগে আত্মহত্যা করেছেন খিতিশ মজুমদার। এখন সেই ইলামবাজারেই লেলেগড়ের বাঁধ পাড়া ও লেলেগরের নিচু পাড়া বহু মানুষ আতঙ্কিত হয়ে নিজেদের সমস্ত সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলে নিচ্ছেন। স্থানীয়দের একটি অংশ জানাচ্ছেন, “যদি SIR চালু হয়, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তখন জমানো পয়সা আর তোলা যাবে না। আমরা সর্বহারা হয়ে যাব।” অন্যদিকে, কেউ কেউ বলছেন, “SIR চালু হলে হয়তো আমাদের পূর্ববঙ্গে চলে যেতে হবে।” এই আশঙ্কাতেই তারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। তাদের দাবি, “আমরা চাই SIR না হোক। আমরা শান্তিতে থাকতে চাই।” অন্যদিকে ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি সুকান্ত মেটে বলছেন আমার এলাকার মানুষরা বেশি ভয়ে কারণে আমার বুথে ১৩৪০ ভোটার তারমধ্যে মাত্র ৩২৪ শুধুমাত্র এদেশের বাকি সবই বাইরের। একই সঙ্গে আতঙ্কগ্রস্ত এলাকার মানুষদের كثيرেই জানিয়েছেন, তাদের বাবা-মা বা দাদা-দাদিরা ৩০-৩৫ বছর আগে ভারতে এসেছিলেন। তখন জীবিকার তাগিদে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যেতেন। ফলে, অনেকেরই নাগরিকত্ব সম্পর্কিত কাগজপত্র তৈরি হয়নি। এখন সেই কাগজের অভাবেই বাড়ছে দুশ্চিন্তা।আতঙ্কের আরেক নাম ‘SIR’
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 03, 2025 11:18:55
Kolkata, West Bengal:*ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার ব্ল্যাক লিস্টেড সিঙ্গাপুরের এক বুকির সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় ফুটবলে ব্যাটিং চক্র এবং ম্যাচ ফিক্সিং চালাতো এই আকাশ দাস। তাকেও এপ্রোচ করা হয়েছিল ম্যাচ ছাড়ার জন্য। কেবল কলকাতা লিগ নয়। আই লীগের দল নেরোকা এবং ট্রাউ এফসি দুটি দল এই ব্যক্তির সঙ্গে যোগসাজস্যে নিয়েছিল আকাশ দাস। তার মাধ্যমে আই লীগের ম্যাচ গড়াপেটা করতেন। ম্যাচ ফিক্সিং করতেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জী ২৪ ঘন্টার সঙ্গে টেলিফোন ইন্টারভিউতে এমন জানিয়েছেন মিনার্ভা পাঞ্জাবের শীর্ষকর্তা ও মালিক রঞ্জিত বাজাজ। তার দাবি এই গ্রেপ্তারির ফলে ভারতীয় futboler গোপন কথা সামনে আসবে। দিল্লি থেকে কলকাতা পুলিশকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই গ্রেফতারের জন্য।*
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 03, 2025 11:18:44
Chinsurah, West Bengal:কাজ বন্ধ করে জুটমিলের সামনে ধর্নায় শ্রমিকরা। অচলাবস্থা হুগলির এঙ্গাস জুটমিলে। সোমবার সকালে কাজ বন্ধ রেখে কারখানার গেটের সামনে ধর্নায় বসে পড়েন শ্রমিকরা। মিল কর্তৃপক্ষের তরফে একটি নোটিস জারি করে জানানো হয় ৫৫ বছরের উর্দ্ধে যে সমস্ত শ্রমিকের বয়স হয়েছে তাঁদের অন্য কাজ দেওয়া হবে। সেই মর্মে প্রায় দেড়শো জন শ্রমিকের নাম উল্লেখ করে নোটিশ ও দেওয়া হয়। এরই প্রতিবাদে কাজ বন্ধ রেখে ধর্নায় বসে শ্রমিকরা। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কিশোর কেওট বলেন, শ্রমিকদের সঙ্গে অন্যায় করা হচ্ছে বারবার। এর আগে ২০২৪ সালে প্রায় ১৮০ জন শ্রমিককে বসিয়ে দেওয়া হয়েছিল এভাবে। সেই একই ভাবে শ্রমিকদের পেটে লাথি মারা হচ্ছে। এটা মেনে নেওয়া যাবে না। এদিন যে সমস্ত গাড়ি জুট মিলে আসে সেগুলি মিলের ভিতরে প্রবেশ করতে দিলেও বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। শ্রমিকদের কাজ বনধের জেরে অচলবস্থা সৃষ্টি হয়েছে জুটমিলে।
0
comment0
Report
Advertisement
Back to top