Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

खबर नहीं मिली: केवल गैर-समाचार पाठ मिला

BSBidhan Sarkar
Dec 19, 2025 18:02:04
Chinsurah, West Bengal
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Dec 19, 2025 18:03:29
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 19, 2025 18:03:06
Katwa, West Bengal:রাজ্য সরকারের উদ্যোগে কাটোয়া মহকুমায় প্রথম ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হল। সরকারি উদ্যোগে কাটোয়া মহকুমার প্রথম ও পূর্ব বর্ধমান জেলায় দ্বিতীয় ইংরাজি স্কুল তৈরি হল কেতুগ্রামের গোপালপুরে ৷ পাঁচ বিঘা জায়গায় প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করা হয়েছে৷ এই স্কুলে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হবে৷ শুক্রবার এই পরিদর্শন করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানি তিনি বলেন, খুব ভালো হয়েছে স্কুলটা৷ জেলার মধ্যে প্রথম ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করা হয়েছিল মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে৷ সেখানে ভালো সাড়া পাওয়া gিয়েছে৷ আর কেতুগ্রামে দ্বিতীয় স্কুল তৈরি করা হল৷ পরের মরশুমে খণ্ডঘোষ ব্লকে হবে৷ এখন সেখানে ভবন তৈরির কাজ চলছে৷ আর মঙ্গলকোট ব্লকেও স্কুল তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে ইংরাজি মাধ্যম স্কুল গড়ে তোলার কথা আগেই ঘোষনা করেছিলেন। প্রতিটি ব্লকে গ্রামের ছেলে মেয়েরাও যাতে ইংরাজি শিখতে পারে সেই কথা মাথায় রেখেই ইংরাজি মাধ্যম স্কুল গুলি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেতুগ্রাম ১ ব্লকের মুড়গ্রাম-গোপালপুর পঞ্চায়েতের গোপালপুর গ্রামে ইংরাজি মাধ্যম স্কুলটি গড়ে তোলা হয়েছে৷ প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত আপাতত পড়ানো হবে৷ শুক্রবার এই স্কুলে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমদিনেই ৪০ জনের উপর পড়ুয়া প্রথম শ্রেনীতে ভর্তি হয়েছে বলে জানা যায়। এই স্কুলে তিনজন শিক্ষক রয়েছেন৷ এদিন জেলাশাসক পুরো স্কুল ঘুরে দেখেন৷ প্রসঙ্গত উল্লেখ্য কাটোয়া মহকুমার পাঁচটি ব্লক ও দুটি পৌরসভা এলাকার মোট উচ্চ মাধ্যমিক স্কুল সংখ্যা ১৩১ টি। তাছাড়া মহকুমার পাঁচটি ব্লকে অনেক প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। তবে সরকারি উদ্যোগে ইংরাজি মাধ্যম স্কুল মহকুমাতে ছিল না। সরকারি স্কুল গুলিতে ছাত্র ক্রমশ ফাঁকা হচ্ছে৷ এখন বেসরকারি স্কুল গুলির রমরমা চাহিদা৷ সেই কথা মাথায় রেখেই নিখরচায় রাজ্য সরকারের ইংরাজি মাধ্যম স্কুল গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার বাসিন্দারা৷ কেতুগ্রামের স্কুলের জায়গা দিয়েছে শ্রী গোপালপুর ললিতা সুন্দরি গার্লস স্কুল৷ স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুকান্ত রায়চৌধুরী বলেন, কেতুগ্রামের মত প্রত্যন্ত এলাকায় ইংরাজি মাধ্যম স্কুল গড়ে তোলা হয়েছে৷ এতে এলাকায় ব্যপক আগ্রহ তৈরি হয়েছে অভিভাবক মহলেও৷ তৃতীয় তলা মিলে ১৮ টি শ্রেনীকক্ষ করা হয়েছে৷ এদিন জেলাশাসক, বিধায়ক ছাড়াও জেলা ও মহকুমার অন্যান্য অফিসারেরাও উপস্থিত ছিলেন। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ বলেন, রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি কেতুগ্রামের মতো প্রত্যন্ত এলাকাতে ইংরাজি মাধ্যম স্কুল গড়ে তোলার জন্য৷ এটা আমাদের গর্ব। গ্রামীণ এলাকার ছেলে মেয়েরা ইংরাজি শিখতে পারবে। এর থেকে ভালো আর কি হতে পারে।এই স্কুল তৈরি হওয়ায় উচ্ছসিত এলাকার মানুষ।
0
comment0
Report
BBBimal Basu
Dec 19, 2025 18:02:26
0
comment0
Report
ASAyan Sharma
Dec 19, 2025 16:17:33
Kolkata, West Bengal:প্রথম হিয়ারিং ২৬ ডিসেম্বর অথবা ২৭ থেকে শুরু হতে পারে। এখনো দিল্লি থেকে নির্দেশ আসেনি। হিয়ারিং হবে মাইক্রো অবজার্ভার দের উপস্থিতিতে। কোন রকম ফাঁক না থাকে। তিনি রিপোর্ট করবেন ই আর ও কে। সব কিছুর দায়িত্বে সিইও। তবে বড়দিনের আগে হেয়ারিং নয়। হিয়ারিং এর সমস্ত ডকুমেন্ট আপলোড হবে অনলাইনে। যাতে প্রয়োজনে সমস্ত তথ্য দেখতে পারে কমিশন। Unmaps - 31 লাখ ভোটার এর হেয়ারিং । বারুইপুর পূর্ব ১ ero ,3 a ero সঙ্গে ২ বি এল ও কে তলব।নাম আপলোড করতে সমস্যা ছিল।বিভ্রান্তি তৈরি হয়। নতুন করে এ آی app তে নতুন অপশন। নট নিডেড ফর হেয়ারিং । হিয়ারিং এর সময় অপশনটিব্যবহার করা হবে । হিয়ারিং এর সময় সিসি টিভি থাকছে না。
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 19, 2025 16:17:19
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 19, 2025 16:16:35
0
comment0
Report
KAKAYESH ANSARI
Dec 19, 2025 16:15:33
Darjeeling, West Bengal:All Local Driver Association Of Darjeeling Hills Stop The Visit Of Tiger Hill During Sun Rise With Tourist -Demanding For Proper Facilities For Tourist In The Spot Tourist Feel Sad For It And It Will Effect To Tourism Industry Of Darjeeling Hill Ahead of the peak winter tourist season, the United Forum of Drivers — an umbrella organisation representing Hills-based drivers — has announced an indefinite ban on sunrise trips to Tiger Hill from today The decision comes after the association had given an ultimatum to the Traffic Advisory Committee, constituted by the GTA to convene a meeting on Thursday to address long-standing issues related to traffic management and declining employment opportunities for local drivers. The announcement comes at a time when tourist footfall is expected to rise sharply during the Christmas-New Year season, raising concerns over potential inconvenience to visitors. Passing Sherpa, convener of United Forum of Drivers, said repeated appeals by local cab operators had gone unheard, leaving them with no option but to resort to protest. He stated that the forum was compelled to impose the ban after the GTA failed to engage in dialogue despite issuing an earlier ultimatum. We regret the inconvenience caused to tourists visiting the Hills. While we will continue to visit Tiger Hill during the daytime, we will not pay the GTA entry fee of Rs 20 as a mark of protest,' Sherpa said Where as During the Season more than 3000+ vehicle reach Tiger Hill and during off season around 1000+ vehicle reach out the spot. Tiger Hill is one of the main tourist spot of the Darjeeling and most of the tourist those who visit Darjeeling they visit Tiger Hills early Morning for the Sunrise. And that Sunrise change the colour of Kanchanjanga. Byte of Tourist We came DARJEELING to see sunrise from Tiger Hill but yesterday the taxi driver said it is in strike by Driver so they can't go to Tiger Hill. And we request to Darjeeling Administation to slove the problem of Tiger hill soon as we tourist come to enjoy the View of Sunrise from Tiger Hill. Byte Of Driver Association We demand for the proper facilities to the tourist from GTA as they collect Rs 20/- from each tourist but out there no Toilet or Parking place for vehicle Total File-7 Visuals -2 Tourist BT-2 Driver Bt-2 Hotel Agent BT-1
0
comment0
Report
ABArup Basak
Dec 19, 2025 15:34:02
Mal Bazar, West Bengal:আসন্ন বিধানসভা নির্বাচন। আর তার ঠিক প্রাক্কালে তরাই-পাহাড়- ডুয়ার্স এলাকার আত্মপ্রকাশ করল নয়া দল। শুক্রবার বিকেলে মালবাজার শহরের বাসট্যান্ড সংলগ্ন এলাকায় "তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্ট" নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। এদিন বিকালে নতুন দলের আত্মপ্রকাশ এর মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রাপথ শুরু হল বলেই মত উদ্যোক্তাদের। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড, ডুয়ার্সের আদিবাসী নেতা রাজেশ লাকড়া, ডঃ জয় প্রফুল্ল লাকড়া, চন্দন লোহারা সহ অন্যান্যরা। নতুন দলের আত্মপ্রকাশ ডুয়ার্সের রাজনৈতিক সমীকরণ ও প্রেক্ষাপটে কতখানি দাগ কাটবে তার সময়ই বলবে। তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে সমীকরণ কি দাঁড়াবে তা নিয়েই শুরু হয়েছে বিশ্লেষণ। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে অজয় এডওয়ার্ড বলেন, "পাহাড় তরাই ও ডুয়ার্সের চা বাগানের মানুষজন ভালো নেই। একদিকে দৈনিক মজুরি ২২০ টাকা, কিংবা চা বাগানের শ্রমিকদের ৫ ডেসিমেল জমি প্রদানে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই বেঁচে থাকার অধিকার ন্যূনতম মজুরি"। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অজয় এডওয়ার্ড বলেন, "পুরসভা নির্বাচনে দার্জিলিঙে নতুন রাজনৈতিক দল গঠন করে লড়াই হয়েছিল। প্রথম সারির রাজনৈতিক দল সেখানে ফল করতে পারেনি"। আদিবাসী নেতা রাজেশ লাকরা বলেন, নির্বাচন আসলে তরাই-পাহাড়-ডুয়ার্স এলাকার সাধারণ মানুষের কথা মনে পড়ে রাজনৈতিক দলগুলির। দেশ স্বাধীন হবার এতগুলি বছর পেরিয়ে গেলেও সেবকে তিস্তা নদীর ওপর বিকল্প কোনো সেতু নির্মাণ হয়নি। এলাকার সর্বস্তরের মানুষ কার্যতো বঞ্চিত। আমরা আমাদের এলাকার কথা রাজ্য বিধানসভা ও কেন্দ্রের লোকসভায় তুলে ধরতে চাই। আমরা এলাকাবাসীর জন্য কাজ করতে চাই"। বিধানসভা নির্বাচনে তরাই ডুয়ার্সে ১০ টি বিধানসভা আসন টার্গেট করে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নামবে নতুন আত্মপ্রকাশকারী দল বলেই মত অজয় বাবুর। ইতিমধ্যেই নতুন দলের কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 19, 2025 14:03:49
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা এলাকার তৃণমূলের আমলে অনুন্নয়ন ও মিথ্যা প্রতিশ্রুতির দুই পাতার চার্জশিট প্রকাশ করলো বিজেপি । বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক এবং রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়া, এলাকার অনুন্নয়ন এবং শিক্ষা - স্বাস্থ্যের বেহাল দশার কথা উল্লেখ রয়েছে সেই চার্জশিটে । শুক্রবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এক সাংবাদিক বৈঠকে এই চার্জশিট জনসমক্ষে প্রকাশ করেন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সুদীপ মুখার্জী বলেন, বাঘমুন্ডি এলাকা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে। শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। এলাকায় স্কুল রয়েছে, কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই। স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে বিএমওএইচ নিয়মিত না থেকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন । লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ প্রতিদিন নাজেহাল হন । এছাড়াও তিনি অভিযোগ করেন, রাস্তা-ঘাটের বেহাল দশার কারণে পর্যটন শিল্প গড়ে উঠছে না। মুখ্যমন্ত্রী এলাকায় এসে পাহাড়ি অঞ্চলে পর্যটন বিকাশের জন্য রোপওয়ে চালু করা ও গার্লস হোস্টেল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু আজও সেগুলির কোনও বাস্তব রূপ চোখে পড়ে না। সেই সব অপূর্ণ প্রতিশ্রুতির কথাই আজকের চার্জশিটে উল্লেখ করা হয়েছে। মানুষ এইসব সইবে না । মানুষ বুজেছে উন্নয়ন করতে হলে বিজেপি সরকারই করবে । আসন্ন বিধানসভা নির্বাচনে তাই মানুষ বিজেপির পক্ষে থাকবে ।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 19, 2025 14:03:06
Kolkata, West Bengal:কুণাল ঘোষ ১) বাংলাদেশের খবর উদ্বেগ জনক। তথ্য ও ভিডিও যাচাই কঠিন। কিন্তু পরিস্থিতি উদ্বেগজনক। আমরা রাজ্য। ওরা দেশ। আমাদের সরাসরি কথা বলা যায় না। আমাদের দাবি ভারতীয়দের安全 やনিষ্ঠ করুক। বিদেশ মন্ত্রক দ্রুত বিবৃতি দিক। কারণ বাংলাদেশের সাথে আমাদের সীমান্ত আছে। আমাদের উদ্বেগ বাড়ছে, অমিত মালব্য ও কিছু বিজেপির এখানকার নেতার জন্য। তারা বাংলাদেশের ভিডিও দিয়ে বাংলার সাথে তুলনা করছেন। এটা ভয়ংকর আপত্তিকর অবস্থা। আমরা বাংলায় এটা হতে দেব না। এই প্ররোচনা, উস্কানামূলক বিষয় হতে দেব না। স্পর্শকাতর বিষয়, তাই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিক। আমরা নীতিগত ভাবে কেন্দ্রের পাশে আছি এই ইস্যুতে。 ২) বিজেপি ধর্মীয় মেরুকরণ করতে কানে বিষ ঢালছে। বাংলার সাথে শমীক ভট্টাচার্য অন্য কিছুর তুলনা টানবেন না। এখানে রাজনীতি টানবেন না। বাংলার সবার, সমাজ সবার。 ৩) বাংলায় সরকার বদলের জন্য মোদী আসছেন, শমীক বাবু বলছেন। তাহলে ২০১৬,২০১৯,২০২১,২০২৪ কি করতে এসেছিলেন। বারবার মোদী-শাহ এসেছেন। আসলে ড্যামেজ কন্ট্রোল কর‍তে হাতে পায়ে ধরে মোদীকে আনছে। যে যে বিধানসভায় মোদী সভা করবেন, সেখানেই তৃণমূল কংগ্রেস জিতবে ৪) মতুয়া সম্প্রদায়কে বিপদে ফেলেছে বিজেপি। মতুয়ারা বুঝে গেছে তাদের অথৈ জলে ফেলে দিয়েছে বিজেপি। মতুয়ারা জানেন না তাদের স্ট্যাটাস কি? প্রধানমন্ত্রী আরও প্রতিশ্রুতি দিয়ে নজর ঘোরাতে চাইবেন। আশ্বাস দেবেন। আশা করি মতুয়ারা বুঝবেন, তাদের বিভ্রান্ত কিভাবে করা হচ্ছে। কথার জাগলারি যাই দেখান, আপনারা বিশ্বাস করবেন না। ৫) মুখে ্বলবে, নাগরিকত্ব দেব তার জন্যে জনসভা করে কি হবে? আইনের নোটিফিকেশন কই? সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিক, পরে ভোট। আসলে আপনাদের বিপদে ফেলতে চাইছে। মাথায় রাখুন সরকারি নোটিফিকেশন নেই। আপনারা জানেন ওনার মুখের কথার কি দাম! ৬) বিজেপি ব্যাকফুটে চলে গেছে। বিজেপি বুঝে গেছে ওদের চক্রান্ত কাজে লাগেনি। কই একটা তো রোহিঙ্গা বেরলো না। মতুয়ারা বুঝছেন এইভাবে তাদের মিথ্যা বলা হয়েছে। তাই বেছে বেছে তাহেরপুরে সভা করতে আসছে। ভোটের আগে আবার ড্যামেজ কন্ট্রোল করতে প্রতিশ্রুতি দেবে。
0
comment0
Report
Advertisement
Back to top