Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
भाई फोंटा के मौके पर मिठास की मांग चरम पर, दुकानों पर लगी लंबी कतारें
ASAyan Sharma
Oct 22, 2025 09:17:40
Kolkata, West Bengal
"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা" এই একটা লাইনের মধ্যে দিয়ে শুধুমাত্র ভাই দাদাদের শত্তুরদের মুখে ছাই নয়, বরং ডায়াবেটিস, প্রেসার সুগার এই সমস্ত রোগের মুখেও ছাই দিয়ে ভাইদের ভাইদের মুখে মিষ্টি তুলে দেন দিদি বোনেরা। মিষ্টি ছাড়া ভাইফোঁটা ভাবাই যায় না। তবে যুগের সঙ্গে পরিবর্তন হয়েছে চাহিদার। ফিউশন মিষ্টির দিকে ঝোঁক বাড়লেও, চাহিদা তুঙ্গের সাবেকেরও। অনেকে আবার এই দুইয়ের যুগলবন্দীতে পাত সাজাতে চাইছেন দাদা- ভাইদের, বলছেন বিক্রেতারা। তাই সবার আগে চাই সবচেয়ে ভালো মিষ্টি। আর তার জন্যই ভাইফোঁটার একদিন আগে থেকেই, উত্তর থেকে দক্ষিণ, কলকাতার সর্বত্র মিষ্টি দোকান গুলিতে পড়েছে লম্বা লাইন। অন্যান্য দিনের তুলনায় উৎসবের জন্য দাম কিছুটা বেশি হলেও সে বিষয়ে খুব একটা মাথাব্যথা নেই ক্রেতাদের। সাবেকি খাজা, গজা, রাজভোগ থেকে হাল আমলের চিন্তা-চকোলেট ফিউশন, আতা, আম, ব্লুবেরির স্বাদের সন্দেশ, সবের চাহিদাই রয়েছে তুঙ্গে। মিষ্টির দাম হোক কিংবা ক্যালোরির হিসেব-নিকেশ, একটা দিনের জন্য সব বাদ। বয়স যাই হোক, ৬ থেকে ৬০, ভাই ফোঁটার দিনটির জন্য সব ছাড়।
3
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Oct 24, 2025 07:25:25
Mal Bazar, West Bengal:হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু নাগরাকাটা ব্লকে. শুক্রবার সকালে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের নিউখুনিয়া বস্তিতে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির. পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শম্ভু মঙ্গর (৫০). জানা গিয়েছে এদিন সকালে সে পাশের জমিতে নিজের গরু খুঁজতে গিয়ে ছিলেন. সেই সময়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা একটি হাতির সামনে চলে আসেন তিনি. হাতিটি তাকে SHUNDR দিয়ে শুঁড়ে তুলে আছাড় মারে. ঘটনার স্থলেইতার মৃত্যু হয়. এরপরই চলে আসে মেটেলি থানার পুলিশ. খুনিয়া ও চালসা রেঞ্জের বনকর্মীরা. তারা দেহ উদ্ধার নিয়ে যায়. উল্লেখ্য এক সপ্তাহ আগে পাশেই পানঝোড়া বস্তিতে ধান খেত থেকে হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয় এক কৃষকের. অন্যদিকে গতকাল আলিপুরদুয়ারে হাতির আক্রমে তিনজনের মৃত্যু হয়েছিলো. এতেই আতঙ্কিত সাধারণ মানুষ. বাইট ১) স্থানিয় বাসিন্দা প্রকাশ ছেত্রী।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 24, 2025 06:48:51
Rajpur Sonarpur, West Bengal:ইএম বাইপাসের নামী পানীয় কোম্পানির ভেতরে রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য নরেন্দ্রপুরে! বাথরুমে রক্তমাখা দেহ, গায়ে একাধিক আঘাতের চিহ্ন — পরিবার ও সহকর্মীদের দাবি, এটি পরিকল্পিত খুন নরেন্দ্রপুর: ইএম বাইপাস সংলগ্ন এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে। শুক্রবার সকালে সংস্থার বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় ওই দেহ। মৃতের নাম কবির হোসেন মোল্লা (৩০)। জানা গেছে, তিনি ওই কোম্পানির কর্মী ছিলেন এবং মাত্র আট মাস আগে বিয়ে হয়েছে তাঁর। গায়ে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান— এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে। পরিবারের দাবি, গত ২২ অক্টোবর দুপুরের পর থেকেই কবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার পরিবারের সঙ্গে কথা হয়েছিল সেদিনই। এরপর থেকে তাঁর ফোন বন্ধ ছিল। উদ্বিগ্ন পরিবার পরদিন সংস্থার অফিসে গিয়ে খোঁজ করলে কর্মীরা জানায়, “ও তো শিফট পেরিয়ে গেছে।” কিন্তু কোম্পানির অ্যাটেনডেন্স রেজিস্টারে দেখা যায়— ‘আউট’ মার্ক করা হয়নি। সেই অসঙ্গতি ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও সহকর্মীরা। তাদের অভিযোগ, কোম্পানির মধ্যেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কবিরকে। ঘটনার পর থেকেই সংস্থার একাধিক কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে বলে দাবি উঠেছে। শুক্রবার সকাল থেকেই সংস্থার মূল ফটকের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবার ও স্থানীয়দের দাবি— “একটা নামী কোম্পানির ভিতরে যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়?” পুরো ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফুঁসছে নরেন্দ্রপুর। এখন নজর পুলিশের তদন্তের ফলাফলের দিকে。
4
comment0
Report
KMKIRAN MANNA
Oct 24, 2025 06:47:56
Dihierench, West Bengal:ফের চিটফান্ড কাণ্ডে চাঞ্চল্য: পূর্ব মেদিনীپورের কোলাঘাটের তিন যুবক সহ মোট ৩০ জন উড়িষ্যায় আটক উড়িষ্যার কটকে চাঞ্চল্যকর ঘটনায় ধরা পড়ল চিটফান্ড সংস্থা O2 World–এর একাধিক এজেন্ট। জানা গেছে, সংস্থার কর্ণধারদের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে কটক জেলার চাউলিয়া থানার পুলিশের হাতে আটক হয় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের তিন যুবক। শুধু কোলাঘাটের তিন যুবকই নয়, হাওড়া জেলার উলুবেড়িয়া ও বাগনান এলাকার আরও ২৭ জনকে আটক করেছে উড়িষ্যা পুলিশ। সূত্রের খবর, O2 World নামক এই অর্থলগ্নি সংস্থা রাজ্যের বিভিন্ন জেলায় অফিস খুলে বহু মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা তুলেছিল। পরে সংস্থার কর্ণধাররা হঠাৎই উধাও হয়ে যায়। এরপর টাকা ফেরতের আশায় সংস্থার একাধিক এজেন্ট উড়িষ্যার কটকে পৌঁছায়। তদন্তকারীরা জানিয়েছেন, ওই তিন কর্ণধার কটকের একটি হোটেলে আত্মগোপন করেছিল। খবর পেয়ে বেশ কিছু এজেন্ট সেখানে পৌঁছলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। বিষয়টি জানানো হয় স্থানীয় চাউলিয়া থানার পুলিশকে। এরপর পুলিশ হোটেলটিতে হানা দিয়ে মোট ৩০ জনকে আটক করে। অন্যদিকে, কোলাঘাটের তিন যুবকের পরিবারের মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক। তারা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, উড়িষ্যা পুলিশ সম্প্রতি ক্রিপ্টো কারেন্সি জালিয়াতি ও অর্থলগ্নি সংস্থার দুর্নীতিতে যুক্তদের খোঁজ চালাচ্ছিল। সেই সূত্রেই এই আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রে জানা গেছে। বাইট অর্থ লগনীকারী ব্যক্তিগণ।
0
comment0
Report
ABArup Basak
Oct 24, 2025 06:47:35
Mal Bazar, West Bengal:ব্লকের ‘ফায়ার ম্যান’ শরিফুল — আগুন নেভানোর যোদ্ধা একা হাতে... আগুন লাগলে ভরসা শুধু দমকল নয়, ক্রান্তি ব্লকের মানুষ এখন চেনে এক নতুন নায়ককে — শরিফুল হককে। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাসখালি মালহাটি মোড়ের বাসিন্দা এই যুবক এখন এলাকার মানুষের কাছে পরিচিত “ফায়ার ম্যান” নামে। কোথাও আগুনের খবর পেলেই নিজের মোটরবাইকে তিনটি কার্বন ডাই অক্সাইడ్ সিলিন্ডার বেঁধে ছুটে যান ঘটনাস্থলে। আগুন নেভানোর প্রাথমিক কাজটি করেন তিনি, তাও সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। শরিফুল বলেন, “আমি একজন সাধারণ লটারির ব্যবসায়ী। কিন্তু আমাদের ক্রান্তি ব্লকে কোনও ফায়ার স্টেশন নেই। মালবাজার ও ময়নাগুড়ির দমকলের ওপরই নির্ভর করতে হয় সবাইকে। অথচ এই দুটি জায়গা থেকে ক্রান্তির দূরত্ব অনেক। ফলে দমকল পৌঁছনোর আগে অনেক সময় সব শেষ হয়ে যায়। আজ থেকে প্রায় দশ বছর আগে নিজের চোখের সামনে এক বাড়ি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেছিলাম। তখন কিছুই করতে পারিনি। তখনই ঠিক করি, কিছু একটা করব।” তার পরই উদ্যোগ নেন নিজের একটি ছোট দমকল তৈরি করার। বাইকে তিনটি সিলিন্ডার লাগিয়ে তৈরি করেছেন ‘ফায়ার বাইক’। যখনই কোথাও আগুন লাগে, শরিফুল মুহূর্তে পৌঁছে যান সেই জায়গায়। বলেন, “দিন-রাত যখনই ডাকবে, আমি পৌঁছে যাই, কোনও পারিশ্রমিক নেই না। অন্তত আগুনের হাত থেকে কিছুটা রক্ষা করতে পারি।” এখানেই শেষ নয়। দুর্গা পুজো থেকে কালীপুজোর পর এবার ছট পুজো — প্রতিটি উৎসবেই তিনি সেই বাইক ও সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়ান বিভিন্ন মণ্ডপ, মেলা ও বাজার এলাকায়। মানুষকে আগুন থেকে বাঁচার উপায় শেখান, সচেতনতা ছড়ান। এলাকাকার স্কুল শিক্ষক আশিকুল হক বলেন, “খুব খাটতে পারে ছেলেটি। যখনই কেউ ডাকে, সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। নিজের খরচেই এই কাজ করছেন তিনি। আমরা সকলে ওর পাশে আছি।” স্থানিয়রা জানান, “নিজের বাইকের তেল পুড়িয়ে এবং গ্যাস সিলিন্ডার নিয়ে বহু বছর ধরে এই কাজ করছে শরিফুল। একাধিক জায়গায় আগুন লাগার খবর পেয়ে ছুটে গিয়ে আগুনের বড় বিপদ থেকে রক্ষা করেছে সে। এক একটি সিলিন্ডারে গ্যাস ভর্তি করতে খরচ হয় প্রায় তিন হাজার টাকা — তাও শরিফুল নিজেই বহন করে。” মানুষ의 সেবায় নিজের সময়, শ্রম ও অর্থ ব্যয় করেও পিছিয়ে পড়েননি শরিফুল। আজ তাঁর এই উদ্যোগ ও সাহসের গল্প গোটা ক্রান্তি ব্লকের গর্ব হয়ে উঠেছে। বাইট ১) ফায়ার ম্যান শরিফুল হক। ২) স্থানিয় স্কুল শিক্ষক আশিকুল হক。
0
comment0
Report
NRNarayan Roy
Oct 24, 2025 06:46:07
Siliguri, West Bengal:উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে এলেন বিজিবি রাজ্য সভাপত সৌমিক ভট্টাচার্য। সোমবার কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছোন তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে সৌমিক ভট্টাচার্য বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই আসতে পারতেন। এই সরকারের আসল চেহারা কার্নিভালেই দেখা গেছে। দক্ষিণবঙ্গের কিছু মানুষ কিছু নেতা কিছু আমলা আসেন উত্তরবঙ্গের ডুয়ার্সের লুট করতে। সাংবাদিক বন্ধুরা একটু খোঁজ নিয়ে দেখবেন ডুয়ার্সের কোন জমি কার নামে রয়েছে। এখানে নদীর গতিপথ বদলে গিয়েছে অবৈধ তোলা তোলা বালি মাফিয়া জঙ্গল কেটের সাফ করে দেওয়া। এবং সর্বোপরি উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চনা করে গেছে দীর্ঘ ১৪ বছর ধরে। সেটা আজকে এই অঞ্চলের মানুষের বোঝা উচিত। প্রাকৃতিক বিপর্যয় এর জন্য কাউকে আমরা দায়ী করছি না। কিন্তু তারপরে যা হয়েছে কোথায় গেল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী প্রতিটি মুহূর্তের খবর নিচ্ছে। অথচ রাজ্য সরকার কোন কিছুই করছে না। বহু লোকের মৃত্যু হয়েছে, ছেলে মরছে অথচ মা কার্নিভালে ব্যস্ত। এই দৃশ্য আগামীকাল সকলেই দেখে নিয়ে। এরপর তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান নাগরাকাটার উদ্দেশ্যে। জানা গিয়েছে, বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 24, 2025 06:45:39
Kolkata, West Bengal:bjp story live 10am
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 24, 2025 06:22:48
Kolkata, West Bengal: vote Rating: ভোটার তালিকা থেকে এক কোটি নাম বাদ যাবে - বিজেপি কি করে জানলো़??? ভোটার তালিকা সংশোধনে কত নাম বাদ যাবে , তা এখনও কেউ জানে না । কিন্তু প্রশ্ন উঠেছে বিজেপি নেতারা কি করে জানল কি করে? নাকি সবটাই কৌশল?? প্রথমে শুভেন্দু অধিকারী বিভিন্ন সভায় বলছেন এক কোটি নাম বাদ যাবে । এবার দলের সভাপতি শমীক ভট্টাচার্য তাল মিলিয়েছেন বলছেন এক কোটি নাম বাদ যাবে । কি ভাবে এটা তারা বলছেন তাই নিয়ে প্রশ্ন উঠেছে । এরা কেউ সরকারি লোক নন , কেউ এরা ভোটার তালিকা কাজে সরকারি ভাবে যুক্ত নয় । তবে কেন এটা বলছেন ? দলের মধ্যও একাংশ মত আগ বাড়িয়ে খেলতে গিয়ে কি আবার বিজেপির মুখ পুড়বে ? বিজেপি বাদে সব দলের ই প্রশ্ন , এক কোটি নাম বাদ যাবে কি করে বিজেপি জানতে পাচ্ছে ? তবে কি ভয়ের পরিবেশ তৈরি করতে সুকৌশলে একটা পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি ? দলের একাংশের মত , এতে বিজেপির ক্ষতি হবে ।‌ ভৌটার তালিকা সংশোধন কাজ শুরু হলো না । তখন বিজেপি নেতাদের নিজেদের সংযত হবার দরকার আছে । এখন পযন্ত 2014 থেকে যা যা বলেছে , তার কোনটা ই মেলে নি । তাই আগ বাড়িয়ে এই খেলা থেকে দল বিরত থাকুক । মত দলের প্রবীন নেতাদের । এই ব্যাপারে তারা উচ্চতর নেতৃত্ব কে জানাবেন বলে ঠিক করেছেন ।
0
comment0
Report
PDPradyut Das
Oct 24, 2025 06:21:07
Jalpaiguri, West Bengal:দু'র্ঘটনা'র কবলে যাত্রী বোঝাই বাস। ভোররাতে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিলিগুড়ি - জলপাইগুড়ি জাতীয় সড়কে গন্ডারমোড় এলাকায়। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। ‌ আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, বেসরকারি বাসটি আসাম থেকে যাত্রী নিয়ে বিহার যাচ্ছিল। বাসের যাত্রীরা সবাই ইট ভাটার শ্রমিক।‌ অধিকাংশ যাত্রী তাদের পরিবার নিয়ে যাচ্ছিল শ্রমিকের কাজে। বৃহস্পতিবার গভীর রাতে একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়। আহতদের মধ্যে বাসের চালক সহ কয়েকজনের আঘাত গুরুতর। খবর পেয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। অন্যদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়। ঘটনার তদন্তে পুলিশ।
0
comment0
Report
PDPradyut Das
Oct 24, 2025 06:20:49
Jalpaiguri, West Bengal:দু'র্ঘটনা'র কবলে যাত্রী বোঝাই বাস। ভোররাতে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিলিগুড়ি - জলপাইগুড়ি জাতীয় সড়কে গন্ডারমোড় এলাকায়। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। ‌ আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, বেসরকারি বাসটি আসাম থেকে যাত্রী নিয়ে বিহার যাচ্ছিল। বাসের যাত্রীরা সবাই ইট ভাটার শ্রমিক।‌ অধিকাংশ যাত্রী তাদের পরিবার নিয়ে যাচ্ছিল শ্রমিকের কাজে। বৃহস্পতিবার গভীর রাতে একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়। আহতদের মধ্যে বাসের চালক সহ কয়েকজনের আঘাত গুরুতর। খবর পেয়ে জলপাইগুঁড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। অন্যদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়। ঘটনার তদন্তে পুলিশ।
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top