Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

एसआईआर फॉर्म नहीं मिलने पर पारिवारिक तनाव के बीच गृहिणी ने छह साल की बेटी के साथ आत्महत्या का प्रयास किया

BSBidhan Sarkar
Nov 09, 2025 07:32:56
Chinsurah, West Bengal
এসআইআর গণনা ফর্ম পাননি বাপের বাড়িতে,শ্বশুর বাড়িতে বিবাদে সম্পর্ক ছিন্ন,কি হবে চিন্তায় শিশু কন্যাকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। ধনিয়াখালি থানার অন্তর্গত সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকার ঘটনা। এস আই আর আবহে ৬ বছরের শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। এস আই আর নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ২৭ বছরের আশা সোরেন।দাবী পরিবারের। শনিবার সকালে এই ঘটনার পর ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার হয় আশা ও তার মেয়ে মনিকার।পরে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। বছর দশেক আগে হরিপালে বিয়ে হয়ছিল আশা-র। পারিবারিক বিবাদে জেরে গত চার বছর বাপের বাড়িতেই থাকেন। বাপের বাড়ির সকলকে এস আই আর ফর্ম পেয়েছেন। ফর্ম পাইনি আশা। শ্বশুরবাড়িতে যোগাযোগ বিচ্ছিন্ন ,এস আই আর এর ফর্ম পাওয়ার বিষয়ে শ্বশুরবাড়ি থেকে কোনরকম সহযোগিতা পাওয়া যাবে না হয়ত,চিন্তায় ছিলেন,দাবী পরিবারের। মানসিক অবসাদে গতকাল সকালে ছয় বছরের শিশুকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশার দাদা অমর মূর্মু বলেন,বোনের বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই ভোট ছিল।এখানে কিছু না থাকায় তার এসআইআর ফর্ম পায়নি।আমি বলেছিলাম অনলাইনে বের করতে।কিন্তু খুবই দুশ্চিন্তায় ছিলো কি হবে এই ভেবে। আজ পরিবারের সাথে দেখা করতে সোমসপুর এলাকায় বাড়ি যান ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র।বিধায়ক জানান,অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরই দুজনের চিকিৎসার ব্যবস্থা করেন আমার সব রকম সহযোগিতার আশ্বাস দেন।আমরা পরিবারের পাশে আছি。
5
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Nov 09, 2025 09:15:24
Purulia, West Bengal:পুরুলিয়া : সংসार সামলাচ্ছেন BLO । বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন BLO এর স্বামী । এমন আজব ঘটনা পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের ১৮২ নম্বর বুথে। এদিন সকালে দেখা গেলো BLO দেবযানী দাশগুফতর স্বামী অর্ণব মল্লিক ফর্ম বিলি করছেন । ঘটনার কথা স্বীকারও করেছেন BLO দেবযানী দাশগুপ্ত এবং তাঁর স্বামী । নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা থাকা সত্বেও SIR এর কাজে কিভাবে নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে ? প্রশ্ন উঠছে। BLO এর স্বামী অর্ণব মল্লিক বলেন, স্ত্রীর সঙ্গে তিনিও BLO এর প্রশিক্ষণ নিয়েছেন। তাই তিনি এই কাজ করছেন। সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন BLO দেবযানী দাশগুপ্ত । তাঁর দাবি, বাড়িতে শ্বাশুড়ি অসুস্থ রয়েছে, দুই সন্তানের মধ্যে ছোট সন্তান অসুস্থ । এই BLO ডিউটি করতে পারবেন না বলে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে । তবুও তাকে BLO দায়িত্ব দেওয়া হয়েছে । একা সংসার চালিয়ে বুথের আড়াই হাজার ফর্ম বিলি তার পক্ষে অসম্ভব । তবুও যেটুকু সময় পাচ্ছি কখনও স্বামীকে সঙ্গে নিয়ে, আবার কখনও স্বামীকে দিয়ে এই কাজ করাতে হচ্ছে । ঘটনার পর BLO দেবযানী দাশগুপ্ত, তার স্বামী এবং এক শিশুকে নিয়েই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি শুরু করেন । বাইট : ১) দেবযানী দাশগুপ্ত (দেবযানী দাশগুপ্ত) ২) অর্ণব মল্লিক (BLO এর স্বামী) ৩) দোলন বাউরি (ভোটার)
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 09, 2025 09:15:12
Rajpur Sonarpur, West Bengal:জয়নগরে ইটভাটা মালিক খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত জয়নগরঃ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার মহিষমারি এলাকায় ইটভাটা মালিককে কুপিয়ে খুনের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ শুক্রবারই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বুদ্ধিশ্বর হালদার, শিবশঙ্কর নস্কর, পতিত পাবন নস্কর, ছটু নস্কর ও রাহুল বৈদ্য। পুলিশ সূত্রে জানা গেছে, ইটভাটার মালিকের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি ও আর্থিক লেনদেন নিয়ে বিবাদ চলছিল অভিযুক্তদের সঙ্গে। সেই রেষারেষির জেরেই বৃহস্পতিবার রাতে মহিষমারি এলাকায় ঘটে যায় এই মর্মান্তিক খুনের ঘটনা। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ইটভাটা মালিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে ব্যাপক তল্লাশি চালিয়ে পাঁচ অভিযুক্তকে জয়নগর এলাকা থেকেই গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা সকলেই জয়নগর থানার অন্তর্গত বাসিন্দা বলে জানা গেছে। আজ শনিবার তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ ঘটনার পিছনে আরও কারও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।
0
comment0
Report
ASAyan Sharma
Nov 09, 2025 09:04:12
Kolkata, West Bengal:অপ্রয়োজনে হাসপাতালের ওয়ার্ডে বহিরাগতদের অবাধ বিচরণ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেন কমছে না বহিরাগতদের দাপট। এসএসkএম হাসপাতালে শ্লীলতাহানির ঘটনায় নবান্নে বৈঠক থেকে প্রত্যেকটি হাসপাতালকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এন এর আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তার ফাঁک ফোঁকর আটকাতে, কড়া পদক্ষেপ। চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী, নার্সিং স্টাফ এছাড়াও বিভিন্ন বিভাগের কর্মীদের জন্য পরিচয় পত্র বাধ্যতামূলক করল হাসপাতাল কর্তৃপক্ষ। ডিউটি চলাকালীন প্রত্যেক কে পরতে হবে আইকার্ড। নিয়ম না মানলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যারা এখনও পরিচয় পত্র সংগ্রহ করেননি, তাদের পরিচয় পত্র সংগ্রহ করার নির্দেশ। এমনই ভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগী নিরাপত্তা ব্যবস্থা আরও সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 09, 2025 09:03:41
Dihierench, West Bengal:কোলাঘাটে খাল পরিদর্শনে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পূর্ব পাঁশকুড়া বিধানসভার আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের কাউরচন্ডিগ্রামে খাল ও নদী বাঁধ পরিদর্শনে আসেন তমলুকের সাংসদ অভিজিত গঙ্গোপাধ্যায়। এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ এই এলাকায় দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ার ফলে বর্ষার সময় প্রায় জলের তলায় যেতে হয় এলাকার মানুষজনদের। বর্ষা নামলেই হাঁটু সমান জল জমে যায় রাস্তাঘাটে, ডোবে ঘরবাড়ি, খাল থাকলেও তার সংস্কার না হওয়ার ফলেই বারংবার সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের, যার ফলে তাদের দাবি ছিল একটি ক্যালভার্ট এবং জল নিকাশির, তবে এলাকায় এসে খাল সহ নদী বাঁধ সহ নিকাশী ব্যবস্থা করা খতিয়ে দেখেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এলাকার মানুষ জন তাদের সমস্যার কথাগুলি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে , তিনি দ্রুত সম্ভব সমস্যার সমাধানের আশ্বাস দেন। বাইট:- অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংসদ তমলুক। সুদর্শন বেরা। স্থানীয় বাসিন্দা। বিমল জানা। পঞ্চায়েত মেম্বার。
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 09, 2025 09:03:19
Durgapur, West Bengal:দুৰ্গাপুৰের ইস্পাত নগরীর ভারতী এলাকায ৪১ জনর নাম নির্বাচন কমিশনের পোর্টালে নেই তাহদের সাতে কথা বললেন রাজ্যর মন্ত্রী प्रदীপ मजুমदार। তাহাদের পাশে থাকার আশ্বাস দিলেন। তাহার নাম যদি দ্রুতি পোর্টালে তোলা না হয় তাহলে আন্দোলনের হুঁশিয়ারি মন্ত্রী। নির্বাচন কমিশনের অন লাইন পোর্টাল থকে উধাও দুর্গাপুরের ৪১ জনর নাম। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বিধানসভা ক্ষেত্র পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্বের ইস্পাত নগরী বিজোনের ভারতী এলাকার এই ঘটনায় আতঙ্কে রাতের ঘুম উড়েছে এই ৪১ জনের। নির্বাচন কমিশনের পোর্টাল থকে ৪১ জনর নাম রাতারাতি উধাও। ২০০২ সালের ভোটার লিস্টে এই ৪১ জনর নাম থাকলেও দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনের ভারতী এলাকার এই ৪১ জনর নাম কমিশনের অন লাইন পোর্টালে নেই, রীতিমতো আতঙ্কিত এই ৪১ জন। দুর্গাপুরের মহকুমা শাসকের সাথে শনিবার রাতে তারা দেখা করেছেন, কিন্তু কি হবে এই ভেবে রাতের ঘুম উড়েছে এই ৪১ জনর। ২০০২ সালে এরা ভোট দিয়েছেন, ভোটার লিস্টের হার্ড কপিতে এই ৪১ জনর নামও রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের অন লাইন পোর্টাল থেকে রাতারাতি কিভাবে এই নামও উড়ে গেলো তা নিয়ে বেশ চিন্তিত। এসব কমিশনের চক্রান্ত ক্ষোভ উগরে দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক রাজ্যের মন্ত্রী प्रदীপ मजুমদারের। তৃণমূলকে পাল্টা দোষরোপ করে অহেতুক আতঙ্ক তৈরির অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস আশ্বাস দিয়েছেন সমস্যা মিটে যাবে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 09, 2025 09:02:51
0
comment0
Report
NHNantu Hazra
Nov 09, 2025 09:01:34
Salt Lake City, Utah:Two accused in the gold merchant's murder made sensational confessions during police interrogation. স্বর্ণ ব্যবসায়ী খুনে দুই অভিযুক্ত চাঞ্চল্যকর স্বীকারোক্তি পুলিশে জিজ্ঞাসাবাদে。 সূত্র পুলিশ.... ঘটনার দিন অর্থাৎ ২৮ তareer ছয় জন মিলেই মারধর করেছিল স্বর্ণ ব্যবসায়ীকে। বিডিও নিজে বেল্ট,চড়, লাথি,ঘুষি মারছিল। প্রত্যেকে মিলেই বেধরক মারধর করে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মারধর করা এবং চুরি যাওয়া জিনিস উদ্ধার করার জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দুই অভিযুক্তের এঁমনটাই পুলিশ সূত্রে খবর। যখন মারধর করা হচ্ছিল সেই সময় স্বর্ণ ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়ে চোখ দিয়ে রক্ত বেরোনোর মতো পরিস্থিতি হয়, কিছুক্ষনের মধ্যে বুঝতে পারে মৃত্যু হয়েছে তার। নীল বাতি গাড়িতে করেই দেহ ফেলা হয়েছিল, গোটা ঘটনা বিডিও নির্দেশে হয়েছিল। প্রত্যেককে বিডিও জানিয়েছিল কিছু হবে না যা হবে তিনি বুঝে নেবেন। ২৯ তারিখ সন্ধ্যার বিমান ধরার জন্য নিজের গাড়ি বাদ দিয়ে অ্যাপ ক্যাব করে বিমানবন্দরে পৌঁছয়,বিমানবন্দরে বিডিওর সঙ্গে একই বিমানে বাগডোগরায় পৌঁছয় তুফান থাপা। জিজ্ঞাসাবাদে পুলিশ এমনটাই জানতে পেরেছে। তবে তারা সত্যি বলছে কিনা, সেই কারণে অভিযুক্ত দুজনকে কখনো আলাদা আবার কখন সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
0
comment0
Report
NHNantu Hazra
Nov 09, 2025 08:16:22
Salt Lake City, Utah:স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনার আপডেট। কবে কখন কি ভাবে কোথায় বডি ফেলা হয়, সেই তথ্য জি ২৪ ঘন্টার হাতে। নতুন ব্রিজ ক্রস করার পর একটি দোকানের সিসিটিভি ফুটেজ জি ২৪ ঘন্টার হাতে। পুলিশ সূত্রে খবর...... ২৮ তারিখ দুপুর ১২:৫২ দত্তাবাদের বাড়ি থেকে স্বর্ণ ব্যবসায়ী ও তার বাড়ির মালিক কে নীল বাতি গাড়িতে তোলা হয়। দত্তাবাদ থেকে সেই গাড়ি নিউটাউন এর এবি ব্লকের ৬৭ নম্বর বাড়িতে এসে পৌঁছয় একটা কুড়ি নাগাদ। পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত আটটা পনেরো নাগাদ একটি সাদা নীল বাতি গাড়িতে তোলা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। তারপরে সেই গাড়িটি নিউটাউনের ব্লকের রাস্তা ধরে নতুন ব্রিজ ক্রস করে আদর্শ পল্লী রোড হয়ে যাত্রাগাছির দিকে যায়। যাত্রাগাছি বাগজোলা খাল পাড়ে ঝোপের মধ্যে ২৯ তারিখ সকালে মৃতদেহ উদ্ধার হয়। নিউটাউন নতুন ব্রিজ ক্রস করার পরে ডান দিকের টান নিয়েই একটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই নীল বাতি গাড়ির যাওয়ার ছবি। পুলিশ সূত্রে খবর তার কিছুক্ষণের মধ্যেই সেই ড’ll গাড়িটি আবার ওই রাস্তা ধরেই নতুন ব্রিজ ক্রস করে বেরিয়ে যায়। বাড়ির সামনের ছবি, ব্লকের রাস্তার ছবি, নতুন ব্রিজের ছবি, ব্রিজের কাছে দোকানের ছবি—জে দোকানের সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ, জে ফুটেজ আমাদের ও হাতে, বাগজোলা খাল পাড়ের রাস্তার ছবি, যেখানে বডি ফেলে সেখানের ছবি। সিসিটিভি ফুটেজ রেকর্ডেড রয়েছে।
4
comment0
Report
PDPradyut Das
Nov 09, 2025 08:10:25
Jalpaiguri, West Bengal:2C 0911ZG_JAL_TMC_CAMP_R বাংলার ভোট রক্ষায় জলপাইগুড়ি জেলায় শতাধিক শিবির খুলল ত্রিণমূল কংগ্রেস। ওইসব শিবির থেকে ভোটারদের এসআইআরের ইনুউমারেশন ফিলআপ, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের অথবা পরিবারের নাম খুঁজে দেওয়ার মতো কাজে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। জলপাইগুড়ি শহরের ২৫টি ওয়ার্ডেই একটি করে সহায়তা শিবির খোলা হয়েছে। কাউন্সিলররা ওইসব ক্যাম্পে বসছেন। জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকাতেও বাংলার ভোট রক্ষা শিবির করছে তৃণমূল। দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সেটাই লক্ষ আমাদের।
2
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 09, 2025 08:10:11
Arambag, West Bengal:আরামবাগঃ০৯ নভেম্বর রামকৃষ্ণ সেতুর একেবারে ওপরে সেতুর মধ্যেই পাশাপাশি দুটি ট্রাক তুলে ট্রাফিক নিয়ন্ত্রিত করছে পুলিশ। দুটি ট্রাকের মাঝে ফাঁকা হাত কয়েক জায়গা দিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের ও বাইক আরোহীদের। ট্রাকের সামনে ফেস্টুন ঝুলিয়ে দেওয়া হয়েছে সেতুর লোড টেস্টের। সকাল থেকেই নাজেহাল নিত্যযাত্রীরা। কোনরকমে যাতায়াত করছেন তারা।লম্বা ও দীর্ঘ লাইন পড়ে গেছে সেতুর উভয় পার্শ্বে।শ’য়ে শ’য়ে মোটর বাইক আরোহী দাঁড়িয়ে রয়েছেন।একটু খানি আঁক রেখে দেয়া হয়েছে।সেই ফাঁক টুকু দিয়ে ছাড়া হচ্ছে মোটর বাইক কে।নিত্য যাত্রীরাও হেঁটে হেঁটে দুই পার্শ্বে যাচ্ছে।আর সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।তারই মধ্যে অসুস্থ, বয়স্ক পুরুষ ও মহিলা কে পুলিশ নিজস্ব উদ্যোগে তাদের বাইক এম্বুলেন্স করে আনা হচ্ছে।আবার কখনও পুলিশ কর্মীরা নিজেরদের স্ট্রেচার করেও পৌঁছিয়ে দিচ্ছে তাদের গন্তব্য স্থলে।আবার কখনও দেখা গেছে পুলিশ আধিকারিকরা কোলে করে দিয়ে এসেছেন তাদের।আবার রবিবার রাত থেক্য় সোমবার দুপুর পর্যন্ত কোন দুচাকার যানও চলতে দেওয়া হবে না।আর এই কটা দিন ব্যাপক নাজেহাল হতে হবে নিত্য যাত্রী দের।
4
comment0
Report
NHNantu Hazra
Nov 09, 2025 08:06:22
Salt Lake City, Utah:A late-night lock-breaking theft in Newtown.It is alleged that there have been frequent incidents of theft in this area for the past two years. The police of Ecopark police station have started investigating the theft. নিউটাউনে গভীর রাতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি। ইকো পার্ক থানার হাতিয়ারা সারদা পল্লীতে আতঙ্ক। বিগত দু বছর ধরে এই এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ। চুরির তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ। নিউটাউনের হাতিয়ারা সারদা পল্লী এলাকায় আবারও গভীর রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো। এক গৃহস্থর বাড়িতে চুরির ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে নিউটাউন হাতিয়ারা সারদা পল্লীর বাসিন্দা উজ্জ্বল কর্মকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। গত ২রা নভেম্বর বাড়ির মালিক উজ্জ্বল কর্মকার সপরিবারে ভ্রমণে বেরিয়েছিলেন। আজ সকালে তার এক প্রতিবেশী উজ্জ্বল বাবুর বাড়ির সদর দরজা খোলা অবস্থায় দেখতে পান। 많은 ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি তৎক্ষণাৎ উজ্জ্বল বাবুকে খবর দেন। খবর পেয়ে উজ্জ্বল কর্মকারের মেয়ে তড়িঘড়ি বাড়িতে এসে দেখেন বাড়ির গেট থেকে শুরু করে ভেতরের সমস্ত ঘরের তালা ভাঙা। ঘরের জিনিসপত্র ওলট-পালট হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আলমারির লকারও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নগদ টাকা এবং মূল্যবান সোনার গহনা চুরি গেছে। তবে ঠিক কী কী খোয়া গেছে, তার বিস্তারিত তালিকা উজ্জ্বল কর্মকার বাড়ি ফেরার পর জানা যাবে। ঘটনার খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মীরা বাড়ির ভেতরের এবং বাইরের পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিবারের পক্ষ থেকে ইকোপার্ক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় বাসিন্দারা এই ধরনের লাগাতার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশের কাছে রাতের বেলায় টহলদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন।
6
comment0
Report
Advertisement
Back to top