Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

दुर्गापुर स्टील सिटी के 41 नाम EC पोर्टल से गायब; मंत्री का आश्वासन, जल्द सुधार

CDChittaranjan Das
Nov 09, 2025 09:03:19
Durgapur, West Bengal
দুৰ্গাপুৰের ইস্পাত নগরীর ভারতী এলাকায ৪১ জনর নাম নির্বাচন কমিশনের পোর্টালে নেই তাহদের সাতে কথা বললেন রাজ্যর মন্ত্রী प्रदীপ मजুমदार। তাহাদের পাশে থাকার আশ্বাস দিলেন। তাহার নাম যদি দ্রুতি পোর্টালে তোলা না হয় তাহলে আন্দোলনের হুঁশিয়ারি মন্ত্রী। নির্বাচন কমিশনের অন লাইন পোর্টাল থকে উধাও দুর্গাপুরের ৪১ জনর নাম। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বিধানসভা ক্ষেত্র পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্বের ইস্পাত নগরী বিজোনের ভারতী এলাকার এই ঘটনায় আতঙ্কে রাতের ঘুম উড়েছে এই ৪১ জনের। নির্বাচন কমিশনের পোর্টাল থকে ৪১ জনর নাম রাতারাতি উধাও। ২০০২ সালের ভোটার লিস্টে এই ৪১ জনর নাম থাকলেও দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনের ভারতী এলাকার এই ৪১ জনর নাম কমিশনের অন লাইন পোর্টালে নেই, রীতিমতো আতঙ্কিত এই ৪১ জন। দুর্গাপুরের মহকুমা শাসকের সাথে শনিবার রাতে তারা দেখা করেছেন, কিন্তু কি হবে এই ভেবে রাতের ঘুম উড়েছে এই ৪১ জনর। ২০০২ সালে এরা ভোট দিয়েছেন, ভোটার লিস্টের হার্ড কপিতে এই ৪১ জনর নামও রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের অন লাইন পোর্টাল থেকে রাতারাতি কিভাবে এই নামও উড়ে গেলো তা নিয়ে বেশ চিন্তিত। এসব কমিশনের চক্রান্ত ক্ষোভ উগরে দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক রাজ্যের মন্ত্রী प्रदীপ मजুমদারের। তৃণমূলকে পাল্টা দোষরোপ করে অহেতুক আতঙ্ক তৈরির অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস আশ্বাস দিয়েছেন সমস্যা মিটে যাবে।
5
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Nov 09, 2025 11:06:09
Kolkata, West Bengal:বনগাঁ থানার দত্তপাড়া এলাকায় মা বাসন্তী লজে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তবে দমকলের তৎপরতায় বড়সড় ক্ষতির থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন লজ কর্তৃপক্ষ। লজের মালিক বনগাঁ পৌরসভার কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া। অভিজিৎ বাবু জানিয়েছেন এলাকায় হাই ভোল্টেজ এর কারণে লজের ইলেকট্রিক সার্কিটে আগুন লেগে যায় সেখান থেকে প্রচন্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা লজের। তবে বড়সড়ো কোন দুর্ঘটনা ঘটেনি। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। এ বিষয়ে দমকল কর্মীও জানিয়েছেন ইলেকট্রিক সার্কিট থেকেই এই আগুন লেগেছে তবে সময় মতন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে বড়সড় দুর্ঘটনায় এড়ানো গেছে。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 09, 2025 11:05:53
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে প্রধানের উঠোনে বসে SIR ফরম বিলি করছেন BLO তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে বিলি হচ্ছে SIR এর ফর্ম। এমনই অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোফিয়ার রহমানের বাড়ির উঠোনে বসেই ফর্ম বিলি করছেন বিএলও শাহিদুল হোসেন। সেখানেই ফর্ম নিতে আসছেন গ্রামের সাধারণ মানুষজন। আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি যদি প্রধানের বাড়ি‌র উঠোন থেকে ফর্ম বিলি হয় তাহলে অন্যান্য দলের কর্মীরা তারা কেন সেখান থেকে ফর্ম নেবেন? এরই পাশাপাশি ওই বিএল ওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কমপ্লেন করারও কথাও জানান তিনি। অন্যদিকে বাড়ির উঠোনে বসে ফর্ম বিলির বিষয়টি জানেন না স্বয়ং প্রধান। তিনি জানান তার বাড়ির উঠোনে ফর্ম বিলি হচ্ছে বলে জানেন না। যদি বিএলও এটা করে তাহলে সে অন্যায় করছে বলে দাবি করেন। শুধুমাত্র পোলেরহাট অঞ্চল নয় ভাঙরের একাধিক জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেয়ার পরিবর্তে চেয়ার টেবিল পেতে বসে বিএলওরা ফর্ম বিল করছে বলে দাবি করেন নওশাদ। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে প্রধানের বাড়ির সামনে বসে ফর্ম বিলির বিষয়টি অস্বীকার করলেও পরে কিছু মানুষের ফর্ম দিয়েছেন বলে দাবি করেন BLO শাহিদুল হোসেন।
0
comment0
Report
ASAyan Sharma
Nov 09, 2025 11:05:34
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 09, 2025 11:05:19
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে প্রধানের উঠোনে বসে SIR ফরম বিলি করছেন BLO তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে বিলি হচ্ছে SIR এর ফর্ম। এমনই অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোফিয়ার রহমানের বাড়ির উঠোনে বসেই ফর্ম বিলি করছেন বিএলও শাহিদুল হোসেন। সেখানেই ফর্ম নিতে আসছেন গ্রামের সাধারণ মানুষজন। আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি যদি প্রধানের বাড়ির উঠোন থেকে ফর্ম বিলি হয় তাহলে অন্যান্য দলের কর্মীরা তারা কেন সেখান থেকে ফর্ম নেবেন? এরই পাশাপাশি ওই বিএল ওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কমপ্লেন করারও কথাও জানান তিনি। অন্যদিকে বাড়ির উঠোনে বসে फর্ম বিলির বিষয়টি জানেন না স্বয়ং প্রধান। তিনি জানান তার বাড়ির উঠোনে ফর্ম বিলি হচ্ছে বলে জানেন না। যদি বিএলও এটা করে তাহলে সে অন্যায় করছে বলে দাবি করেন। শুধুমাত্র পোলেরহাট অঞ্চল নয় ভাঙরের একাধিক জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেয়ার পরিবর্তে চেয়ার টেবিল পেতে বসে বিএলওরা ফর্ম বিল করছে বলে দাবি করেন নওশাদ। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে প্রধানের বাড়ির সামনে বসে ফর্ম বিলির বিষয়টি অস্বীকার করলেও পরে কিছু মানুষের ফর্ম দিয়েছেন বলে দাবি করেন BLO শাহিদুল হোসেন। বাইট 1) নওশাদ সিদ্দিকী বিধায়ক ভাঙড় 2) সোফিয়ার রহমান, পোলেরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান 3) রিনা পারভিন স্থানীয় গৃহবধূ 4) ফিরোজা খাতুন, ভিজ্যুয়ালে ফর্ম নিতে দেখা গেছে। 5) শাহিদুল হোসেন, blo 90 পাট।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 09, 2025 11:04:45
Howrah, West Bengal:স্থানীয় ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জ্বলজ্বল করছে "বাংলার ভোট রক্ষা শিবির" এবং "এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির"। এইরকমই দৃশ্য দেখা গেল উনশানি সর্দার পাড়ায়। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছেন বিএলওরা। এরই মধ্যে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দুই নম্বর বুথে দেখা গেল অন্য ছবি। উনসানি সর্দার পাড়ায় বাড়ির ক্লাব থেকে বিএলও শেখ খাজা খাইরুল ইসলাম কে দেখা গেল ফর্ম বিলি করতে। এদিন ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজে হাতে ফর্ম তুলে দেন। সেই সময় তাকে ঘিরে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং অন্যান্য কর্মীরা। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির বিএলএ দের ঘটনাস্থলে দেখা যায়নি। কেন বাড়ি বাড়ি না গিয়ে ক্লাব থেকে ফর্ম বিলি করছেন এই প্রশ্নের উত্তরে বিএলও জানান তিনি ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন। সেই সময় আশপাশ বাড়ি থেকে বেশ কয়েকজন তাদের সুবিধার জন্য এসে ফর্ম নিয়ে যান। এই ক্লাবের বাইরে যে তৃণমূলের 'বাংলার ভোট কেন্দ্র রক্ষা শিবির' ব্যানার ছিল তা তিনি দেখেননি। তৃণমূল কং গ্ৰেসের বিএলএ বসিরুদ্দিন দৌলত বলেন বিএলও বেশ কয়েকটি বাড়িতে যান। তারপর স্থানীয় বাসিন্দারা তাকে বলেন এই ক্লাবে বসতে। তিনি বসে ওখান থেকে জনা পঞ্চাশ লোককে ফর্ম দিয়েছেন। তবে কে বাইরে থেকে ব্যানার টাঙিয়ে দিল সেটা তিনি দেখেননি। স্থানীয় বাসিন্দা শাহারুল ইসলাম বলেন উনি বাড়ি বাড়ি ফর্ম দিতে বেরিয়েছিলেন। বেশ কয়েকজনকে তা দেওয়ার পর যখন ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন সেই সময় বেশ কিছু স্থানীয় বাসিন্দা তার থেকে ফর্ম চেয়ে নিয়ে যায়।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 09, 2025 10:48:19
Howrah, West Bengal:স্থানীয় ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জ্বলজ্বল করছে "বাংলার ভোট রক্ষা শিবির" এবং "এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির।" আর তার ভেতর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। এইরকমই দৃশ্য দেখা গেল উনশানির সর্দার পাড়ায়। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছেন বিএলও রা। এরই মধ্যে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দুই নম্বর বুথে দেখা গেল অন্য ছবি। উনসানি সর্দার পাড়ায় স্থানীয় একটি ক্লাব থেকে বিএলও শেখ খাজা খাইরুল ইসলাম কে দেখা গেল ফর্ম বিলি করতে। এদিন ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজে হাতে ফর্ম তুলে দেন। সেই সময় তাকে ঘিরে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং অন্যান্য কর্মীরা। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির বিএলএ দের ঘটনাস্থলে দেখা যায়নি। কেন বাড়ি বাড়ি না গিয়ে ক্লাব থেকে ফর্ম বিলি করছেন এই প্রশ্নের উত্তরে বিএলও জানান তিনি ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন। সেই সময় আশপাশ বাড়ি থেকে বেশ কয়েকজন তাদের সুবিধার জন্য এসে ফর্ম নিয়ে যান। এই ক্লাবের বাইরে যে তৃণমূলের 'বাংলার ভোট কেন্দ্র রক্ষা শিবির' ব্যানার ছিল তা তিনি দেখেননি। তৃণমূল কংগ্রেসের বিএলএ বসিরুদ্দিন দৌলত বলেন বিএলও বেশ কয়েকটি বাড়িতে যান। তারপর স্থানীয় বাসিন্দারা তাকে বলেন এই ক্লাবে বসতে। তিনি বসে ওখ থেকে জনা পঞ্চাশ লোককে ফর্ম দিয়েছেন। তবে কে বাইরে থেকে ব্যানার টাঙিয়ে দিল সেটা তিনি দেখেননি। স্থানীয় বাসিন্দা শাহারুল ইসলাম বলেন উনি বাড়ি বাড়ি ফর্ম দিতে বেরিয়েছিলেন। বেশ কয়েকজনকে তা দেওয়ার পর যখন ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন সেই সময় বেশ কিছু স্থানীয় বাসিন্দা তার থেকে ফর্ম চেয়ে নিয়ে যায়。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 09, 2025 10:48:06
Howrah, West Bengal:স্থানীয় ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জ্বলজ্বল করছে "বাংলার ভোট রক্ষা শিবির" এবং "এসআইআর বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির." এবং তার ভিতর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। এইরকমই দৃশ্য দেখা গেল উনশানির সর্দার পাড়ায়। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছেন বিএলওরা। এরই মধ্যে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দুই নম্বর বুথে দেখা গেল অন্য ছবি। উনসানি সর্দার পাড়ায় স্থানীয় একটি ক্লাব থেকে বিএলও শেখ খাজা খাইরুল ইসলাম কে দেখা গেল ফর্ম বিলি করতে। এদিন ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজে হাতে ফর্ম তুলে দেন। সেই সময় তাকে ঘিরে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং অন্যান্য কর্মীরা। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির বিএলএ দের ঘটনাস্থলে দেখা যায়নি। কেন বাড়ি বাড়ি না গিয়ে ক্লাব থেকে ফর্ম বিলি করছেন এই প্রশ্নের উত্তরে বিএলও জানান তিনি ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন। সেই সময় আশপাশ বাড়ি থেকে বেশ কয়েকজন তাদের সুবিধার জন্য এসে ফর্ম নিয়ে যান। এই ক্লাবের বাইরে যে তৃণমূলের 'বাংলার ভোট কেন্দ্র রক্ষা শিবির' ব্যানার ছিল তা তিনি দেখেননি। তৃণমূল কংগ্রেসের বিএলএ বসিরুদ্দিন দৌলত বলেন বিএলও বেশ কয়েকটি বাড়িতে যান। তারপর স্থানীয় বাসিন্দারা তাকে বলেন এই ক্লাবে বসতে। তিনি বসে ওখান থেকে জনা পঞ্চাশ লোককে ফর্ম দিয়েছেন। তবে কে বাইরে থেকে ব্যানার টাঙিয়ে দিল সেটা তিনি দেখেননি। স্থানীয় বাসিন্দা শাহারুল ইসলাম বলেন উনি বাড়ি বার ফর্ম দিতে বেরিয়েছিলেন। বেশ কয়েকজনকে তা দেওয়ার পর যখন ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন সেই সময় বেশ কয়েকটি স্থানীয় বাসিন্দা তার থেকে ফর্ম চেয়ে নিয়ে যায়।
0
comment0
Report
BBBimal Basu
Nov 09, 2025 10:44:19
Basirhat, West Bengal:বিজেপির বসিরহাট জেলা সভাপতি ও রাজ্য বিজেপির মুখপাত্রের নামে টাকার বিনিময়ে বিভিন্ন পদে টিকিট দেওয়ার অভিযোগ তুলে হিঙ্গলগঞ্জে পোস্টার, ঘিরে চাঞ্চল্য। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যান বৈদ্য এবং রাজ্যে বিজেপির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জী এর নামে পোস্টার পোস্টারে ছয়লাপ সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে। এই পোস্টারে রাজ্য বিজেপির মুখপাত্র ছবি দিয়ে তার তলায় লেখা জয় শ্রীরাম ভারত মাতা কি জয় তার তলায় লেখা অর্থ দুর্নীতি চলছে না চলবে না। বসিরহাট জেলার কিছু দালালদের সঙ্গে যুক্ত হয়ে শুভেন্দুর নাম ভাঙিয়ে খাচ্ছে। তারা অর্থের বিনিময়ে টিকিট কেনাবেচা করছে। জ্যোতি চ্যাটার্জী তোমার এই পরিকল্পনা সফল হতে দিচ্ছি না দেব না। সুকল্যান কল্যান বৈদ্য বসিরহাট জেলা সভাপতি তোমারこの পরিকল্পনা सफल হতে দিচ্ছি না দেব না। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 09, 2025 10:44:02
Howrah, West Bengal:এস আই আর আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশীরা। সল্টলেক নিউটাউন লোহার ব্রীজ সংলগ্ন খাল পাড় বরাবর রয়েছে উদয়ন পল্লী। এখানে ছটি বাংলাদেশি পরিবার রাতারাতি বাড়ি বিক্রি করে চলে গেছে বলে জানান উদয়ন পল্লীর বাসিন্দারা। এস আই আর আতঙ্কে তারা চলে গেছে বলে জানান। তাদের কাছে ভোটার কার্ড ছিলো না। স্থানীয়রা আরো বলেন প্রচুর বাংলদেশী এখানে বসবাস করে। অভিযোগ অনেকেই জালিয়াতি করে ভোটার কার্ড বানিয়ে ফেলেছে। কেউ পারে নি। সরকারি জমির ওপর টাকার বিনিময়ে রাজনৈতিক দলের কর্মীরা এখানে বসবাস করতে দিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে উদয়ন পল্লীতে মনোর এ ফর্ম বিলিতে বি এল ও সাথে দেখা গেলো তৃণমূল কর্মীকে। তিনি বলেন বি এল এ দরকারি কাজে ব্যস্ত রয়েছেন তাই তাকে দায়িত্ব দিয়েছেন। তবে বাংলাদেশি এখানে যে রয়েছে সেকথা তিনি স্বীকার করেন। যারা ভোটার তালিকায় নাম ও বৈধ প্রমাণপত্র রয়েছে তাদের ফর্ম দেওয়া হবে জানান।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 09, 2025 10:16:15
Kolkata, West Bengal:আগামী কয়েক দিন দু বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে ধীরে ধীরে তাপমাত্রা অনেকটাই কমেছে। কলকাতা তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে, দক্ষিণবঙ্গের সব জায়গাতেই নরমালে থেকে তাপমাত্রা দু তিন চার ডিগ্রি পর্যন্ত কমেছে। কলাইকুন্ডায় নরমাল তাপমাত্রা থেকে স্বাভাবিক এর থেকে ৪° তাপমাত্রা কম আছে। শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ১৪.৫, বাঁকুড়াতে 14.9। বিশেষ করে পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম। পুরুলিয়াতে ১৫। এই প্রবণতা আগামী পাঁচ দিন বজায় থাকবে দু' বঙ্গেই। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, এই মুহূর্তে কোন সিস্টেম নেই তাই দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং রাতে তাপমাত্রা খানিকটা কমবে, পশ্চিমে এর শীতল হাওয়ার জন্য মিনিমাম তাপমাত্রা কম থাকবে। উত্তরবঙ্গে মালদা এবং রায়গঞ্জের তাপমাত্রা বাদ দিয়ে বাদবাকি জেলায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা চার-পাঁচ ডিগ্রি বেশি আছে। কিন্তু গতকাল থেকে আজকের উত্তরবঙ্গের তাপমাত্রা সব জায়গাতেই এক থেকে দুই ডিগ্রি কমেছে। মিনিমাম তাপমাত্রা এখনই খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গে। আজ দার্জিলিঙে মিনিমাম তাপমাত্রা ছিল ১১। অর্থাৎ উত্তরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ও দক্ষিণের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম।
3
comment0
Report
MMManoj Mondal
Nov 09, 2025 10:15:59
1
comment0
Report
CDChampak Dutta
Nov 09, 2025 10:15:47
Kaji Chak, West Bengal:কমিশনের নির্দেশই সার! বাড়ি বাড়ি যাবার বদলে এক জায়গায় চাটাই পেতে বসেই এনামুরেশন ফ্রম বিলি করছেন BLO। মেদিনীপুর বিধানসভায় ফের একই ছবি উঠে এলো নেপালি পাড়া এলাকার ২৮১ নম্বর বুথে। সেখানে দেখা যায় চাটাই পেতে বসে ফর্ম বিলি করছেন BLO দীপক বেরা। এভাবে ফর্ম বিলি যে নিয়মবিরুদ্ধ ক্যামেরার সামনে কার্যত স্বীকার করে নেন বি এল ও। তিনি বলেন পায়ের ব্যথার কারণে এক জায়গায় তিনি একটু বসেছিলেন। এলাকাবাসীরা অবশ্য জানাচ্ছেন উনি সকাল থেকেই এক জায়গায় চাটাই পেতে বসে ফর্ম বিলি করছেন। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। জেলাশাসক জানিয়েছেন এক জায়গায় বসে নয়, বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে। কোথাও কোন সমস্যা হলে আমরা বিষয়টি ক্লিয়ার করে দেবো। নির্বাচন কমিশন ফর্ম বিলির বিষয়ে এত কড়া অবস্থান নিলেও BLO দের ঘুম যে এখনো ভাঙছে না তার প্রমাণ মিললো ফের এই ঘটনার।
1
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 09, 2025 09:27:53
Baruipur, West Bengal:ভাঙড়ে মৃত সফিকুল গাজির বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল নেতা অরুপ চক্রবর্তী সওকাত মোল্লা।। তিন লক্ষটাকা আর্থিক সহযোগিতা করলেন অরুপ সওকাতরা।। পাশাপাশি সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিলেন।। গত ৫ই নভেম্বর বুধবার ভাঙড়ের জয়পুরে নিজের বাড়িতে আত্মহত্যা করে সফিকুল গাজি।। মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়।। মৃত্যের স্ত্রী ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা sir আতঙ্কে আত্মহত্যা বলে সংবাদ মাধ্যমে জানান।। পালটা শফিকুলের দাদা পারিবারিক অশান্তির কারণে মৃত্যু বলে জানান। সেই ঘটনার পর আজ শফিকুলের বাড়িতে এসে আর্থিক সাহায্য করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।। সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন উপস্থিত নেতৃত্বরা।.
3
comment0
Report
MMManoj Mondal
Nov 09, 2025 09:27:29
Kolkata, West Bengal:বারাসাত ব্লক টু এর ত্রিণমূল কংগ্রেসের সভাপতি সহ গোটা প্যানেল পরিবর্তন না করলে নিজেরাই কমিটি ঘোষণা করে দেবে বলে দাবি বারাসাত ব্লক টু এর বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের। এস আই আর সংক্রান্ত বিষয় নিয়ে কেমিয়া খামারপাড়া বারাসাত ব্লক ২ এর পার্টি অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে বিক্ষুব্ধ নেতা মানষ ঘোষ জানান দ্রুতই তাদের সঙ্গে দলের উচ্চ নেতৃত্ব বৈঠক আছে। সেই বৈঠকে তারা যদি কমিটি পরিবর্তন না করে তাহলে ব্লক টু এ তারা নিজেরাই কমিটি ঘোষণা করবে। এ পরিপ্রেক্ষিতে হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম বলেন এইভাবে কেউ সিদ্ধান্ত নিতে পারেনা। গোটা বিষয়টি দলকে জানাবো। ওদেরকে ডাকা হলে ওরা আসে না । তারপর দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে।
8
comment0
Report
Advertisement
Back to top