Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010

शिलिगुड़ी में विकास कार्यों को लेकर तेज़ आरोप-प्रत्यारोप: गौतम देब बनाम शंकर घोष

NRNarayan Roy
Nov 20, 2025 14:39:31
Siliguri, West Bengal
উন্নয়নমূলক কাজ নিয়ে ফের সরব শঙ্কর , দলিল দস্তাবেজ সব আছে মন্তব্য মেয়রের উন্নয়নমূলক কাজে বাঁধা প্রদান করছেন শহরের মেয়র গৌতম দেব৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ঠিক এমনটাই অভিযোগ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের৷ টেন্ডার পক্রিয়া হয়ে যাওয়ার পরেও বিভিন্ন কৌশলে কাজ আটকে দিচ্ছেন মেয়র গৌতম দেব৷ একাধিক কাজের উদাহরণ দিয়ে মেয়রের বিরুদ্ধে তোপ দাগেন শঙ্কর। বিধায়ক তহবিলের বিভিন্ন কাজ মেয়র তার নিজের ক্ষমতায় এসজেডিএ , ডিম এম দের বলে আটকে দিচ্ছেন৷ এমন অবস্থা চলতে থাকলে আগামী শীত কালীন অধিবেশনে অনশনে বসার হুঁশিয়ারি বিধায়কের। যদিওবা শঙ্করের এমন মন্তব্যকে একেবারে উড়িয়ে দিয়েছেন মেয়র গৌতন দেব৷ তার দাবি সমস্ত কাজের দলিল ও দস্তাবেজ আমাদের কাছে রয়েছে৷ তিনি অশোক ভট্টাচার্যের পথ অনুসরন করছেন। কে অনশনে বসবে বা কি করবে সেটা তার ব্যাক্তিগত বিষয়। যে সময় যা কাজের অনুমোদন এসেছে আমরা তা করে দিয়েছি। সবটাই এখন অনলাইনে৷ চাইলে সবাই দেখতে পারে।
170
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Nov 21, 2025 07:13:19
Rajpur Sonarpur, West Bengal:ভুয়া আধার কার্ড তৈরির অভিযোগে সোনারপুরে গ্রেফতার এক ব্যক্তি SIR আবহের মধ্যেই সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চল থেকে ভুয়া আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার hol এক ব্যক্তি। ধৃতের নাম কল্পদেব মন্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে তাকে পাকড়াও করে সোনারপুর থানার পুলিশ। ধৃতের ঘর তল্লাশি করে উদ্ধার হয়েছে ভুয়ো বিভিন্নজনের নাম লেখা ও নামবিহীন আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ওয়েব ক্যামেরা, স্ক্যান ক্যামেরা, ল্যাপটপ, প্রিন্টার-সহ আধার তৈরির নানা সামগ্রী। তদন্তকারীরা অনুমান করছেন—এই যন্ত্রপাতি ব্যবহার করেই দীর্ঘদিন ধরে চলছিল ভুয়া পরিচয়পত্র তৈরির রRacket। পুলিশ আরও জানিয়েছে, ভিন রাজ্যের এক বাসিন্দার আইডি ব্যবহার করে এই কাজ করত কল্পদেব। বিহার, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের মানুষের পরিচয়পত্রের তথ্য ব্যবহার করা হত বলে জানা গিয়েছে। এমনকি বাংলাদেশি নাগরিকদেরও আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কুমিরমারি এলাকায়। ঘাসিয়াড়ায় ভাড়া বাড়িতে থাকত সে। ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Nov 21, 2025 07:13:04
Kolkata, West Bengal:শুভেন্দু অধিকারী: তিনজন ডিএম, ৬৭ জন blo ,akjon এডিশনাল সিইও এর বিরুদ্ধে অভিযোগ সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের কাছে।হুগলী,পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এর ডিএম দের বিরুদ্ধে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ডি এম দের বিরুদ্ধে কেন এফআইআর করা হচ্ছে না প্রশ্ন বিরোধী দলের নেতা।পাশাপাশি একজন এডিশনাল সিইও র বিরুদ্ধে অভিযোগ সি অফিসের সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীর কাছে শেয়ার করছে নবনিযুক্ত ওই আধিকারিক। পাশাপাশি ৬৮ জন বি এল যারা আই প্যাকের হয়ে কাজ করছে। এদের বিরुद्धেই অভিযোগ দায়ের করলেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মচারীদের না রেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্বারা সিইও দপ্তর চালুনা করা হোক দাবি বিরোধী দলনেতা। অন্য সব রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর দিলেও এই রাজ্য ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছে না। পাশাপাশি বিএলএদের পাওনা টাকা অর্থ দপ্তরে পড়ে আছে ফাইল। রাজ্য সরকারের বিরুদ্ধে তোক ডাকলো বিরোধী দলনেতা।
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 21, 2025 07:12:50
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 21, 2025 07:12:04
Jainagar, Bihar:স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেজুরগাছֵে হাড়ি বাঁধছেন জেলার প্রথম মহিলা শিউলি মাজিদা লস্কর দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর — সংসারের হাল ধরতে স্বামীর পাশে দাঁড়িয়ে জেলার প্রথম মহিলা শিউলি হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন মনিপুর বাঁশতলার মাজিদা লস্কর। সমাজের বহু বাধা, শারীরিক কষ্ট আর চিরাচরিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আজ হয়ে উঠেছেন জয়নগর অঞ্চলের অন্যতম সফল শিউলি। বাঙালির শীতকালীন পিঠে–পুলির সঙ্গে নলেন গুড়ের সম্পর্ক অবিচ্ছেদ্য। জয়নগরের বিখ্যাত মোয়া তৈরির ক্ষেত্রেও এর ভূমিকা অনস্বীকার্য। সেই নলেন গুড় তৈরির প্রথম ধাপ—খেজুর গাছে ওঠা, হাড়ি বাঁধা এবং রস সংগ্রহ। সাধারণত পুরুষরা এই বিপজ্জনক কাজ করে থাকেন। কিন্তু স্বামী আব্দুর রউফ লস্করের সাথে ১৫ বছর আগে থেকেই একই পথে নেমে পড়েন মাজিদা। প্রথমদিকে শারীরিক আঘাত, গাছের কাঁটার ক্ষত, সমালোচনা—সবই সহ্য করতে হয়েছে। কিন্তু লড়াই থামাননি তিনি। স্বামীর হাতে হাতে শেখার পর এখন নিজেই দক্ষ শিউলি। প্রতিদিন স্বামী-স্ত্রী মিলে এলাকার প্রায় ১৮০–২০০টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। তাঁদের তৈরি নলেন গুড় জয়নগরের বেশ কয়েকটি নামী মোয়া দোকানে সরবরাহ করা হয়। মাজিদার কথায়, “অভাব গোছাতে স্বামীর সঙ্গে এই কাজে নামি। বহু কষ্টের মধ্য দিয়ে আজ সব শিখেছি। সংসারে আজ একটু স্বস্তি এসেছে।” স্বামী আব্দুর রউফের গলায় গর্ব, “আমার স্ত্রী আজ আমার সবচেয়ে বড় সহযোদ্ধা। ১৫ বছর ধরে পাশে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে।” তবে দম্পতির আক্ষেপ—এই কঠিন কাজের তুলনায় উপার্জন খুব কম, তাই নতুন প্রজন্ম এই পেশায় আসতে চাইছে না। তবুও নিজের দৃঢ়তা, পরিশ্রম ও ইচ্ছাশক্তিতে মাজিদা লস্কর আজ এক অনুপ্রেরণার নাম।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 21, 2025 07:11:26
Purulia, West Bengal:পুরুলিয়া: পুরুলিয়ায় দুই ভিন্ন ভিন্ন জায়গায় ইডির হানা । পুরুলিয়ার পাড়া থানার রঘুনাথপুর -সাঁওতালডিহি রোডের উপর দুবড়া এলাকায় কোক ইন্ডাস্ট্রিজে ED র হানা। এদিন তিনটি গাড়ি করে সিআইএসএফ আধিকারিক ও জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা হানা দেয় পোড়া কয়লার ফ্যাক্টরিতে। জানা যায়, এই ফ্যাক্টরিটি ঝাড়খণ্ডের একজন কয়লা ব্যবসায়ীর। কয়লা কাণ্ডের আর্থিক দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছেন বলে জানা যাচ্ছে । একইসঙ্গে পুরুলিয়ার পাড়া থানার রঘুনাথপুর সাঁওতালডিহি রোডের উপর রুকনি এলাকায় কোক ফ্যাক্টরিতে ইডি অভিযান চালায়। সূত্রের খবর এই ফ্যাক্টরিটি ঝাড়খণ্ডর কয়লা ব্যবসায়ী অনিল গোয়েলের । তদন্তের জন্য নথিপত্র তল্লাশি চলছে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 21, 2025 07:11:04
Purulia, West Bengal:পুরুলিয়া: পুরুলিয়ায় দুই ভিন্ন ভিন্ন জায়গায় ইডির হানা । পুরুলিয়ার পাড়া থানার রঘুনাথপুর -সাঁওতালডিহি রোডের উপর দুবড়া এলাকায় কোক ইন্ডাস্ট্রিজে ED র হানা। এদিন তিনটি গাড়ি করে সিআইএসএফ আধিকারিক ও জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা হানা দেয় পোড়া কয়লার ফ্যাক্টরিতে। জানা যায়, এই ফ্যাকটরিটি ঝাড়খণ্ডের একজন কয়লা ব্যবসায়ীর। কয়লা কাণ্ডের আর্থিক দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছেন বলে জানা যাচ্ছে । একইসঙ্গে পুরুলিয়ার পাড়া থানার রঘুনাথপুর সাঁওতালডিহি রোডের উপর রুকনি এলাকায় কোক ফ্যাক্টরিতে ইডি অভিযান চালায়। সূত্রের খবর এই ফ্যাক্টরিটি ঝাড়খণ্ডর কয়লা ব্যবসায়ী অনিল গোয়েলের । তদন্তের জন্য নথিপত্র তল্লাশি চলছে।
0
comment0
Report
PMPiyali Mitra
Nov 21, 2025 06:36:52
Kolkata, West Bengal:আরও বিপাকে বিজেপি নেতা রাকেশ সিংহ দাগী আসামি ঘোষিত রাকেশ সিং বারবার অপরাধে অভিযুক্ত রाकেশের বিরুদ্ধে বিএনএসএসের (BNSS) 129 লাঘু করার জন্য আলিপুর আবেদন করে কলকাতা পুলিশ সেই আবেদন মঞ্জুর করে আদালত । জেলে পাঠানো হয়েছে তাকে বারবার অপরাধ করলে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে BNSS লাঘু করার আবেদন জানাতে পারে পুলিশ। আদালত রিপোর্ট দেখে সন্তুষ্ট হলে সেই আবেদন মন্জুর করে। ওই ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে দাগী অপরাধী হয়. তাহলে তাকে ম‍্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দিতে হয়। মুচলেখা থেকে নির্ধারিত সময়ে মধ্যে ফের কোনো অপরাধ করে সংশ্লিষ্ট ব্যক্তি তাহলে অন‍্য কোনো মামলাতে জামিন পাবে না সে….. অতীত মারধর ভাঙচুর সহ একাধিক অভিযোগ গ্রেপ্তার হয় রাকেশ। সম্প্রতি কংগ্রেস অফিসে গিয়ে ভাঙচুর করে। কিছু দিন গা ঢাকা দিয়ে থাকার পর পর গ্রেপ্তার হয় রাকেশ। সেই মামলায় জামিন পেয়ে ফের কসবা এক জিম মালিককে মারধর করে সপূত্র -কন্যা গ্রেপ্তার হয় রәкেশ
113
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 21, 2025 06:36:39
Baruipur, West Bengal:তৃণমূল কর্মীরা ভাঙ্গরের মাটি কামড়ের লড়াই করছে। প্রতিটি ঘরে সরকারি প্রকল্প পৌঁছে দিয়েছে। এর ফলে ভাঙ্গরে বিরোধীদের ঘরে থাবা বসাতে পেরেছে তৃণমূল। দাবি শওকতের শওকত মোল্লা বলেন, ভাঙ্গরে গত দু'বছর মাটি কামড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করেছে। এবং সরকারি প্রকল্প প্রতিটি বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পৌঁছে দিয়েছে। পাশাপাশি সাংসদ সায়নি ঘোষের তহবিলের টাকায় লাইট লাগানো হয়েছে। এর ফলে ভাঙ্গরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিরোধী দের ঘরে থাবা বসাতে পেরেছে। তাই চালতা বেড়িয়া, শানপুকুর হেরে যাওয়া অঞ্চল এবারে তৃণমুল কংগ্রেস জিতবে। শাওকত মোল্লার চ্যালেঞ্জ। ২৬ শে আর হারিয়ে দেওয়ার ক্ষমতা নেই বিরোধীদের। বাকি তো নটা অঞ্চল জিতেই আছে। তাই বিরোধীদের বিশেষ করে আইএসপির now এত যন্ত্রনা নিজেদের মধ্যে। তার মধ্যে আছে দুই ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ও তহা সিদ্দিকীর নাম না করে তিনি বলেন শওকত মোল্লাকে নিয়ে তাদের এত যন্ত্রণা আর কি বলবো। আবার তৃণমূলের মধ্যে আছে দুই একজন...... যে শওকত মোল্লা কে কেন দায়িত্ব দিয়েছে অভিষेक বন্দ্যোপাধ্যায়,মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙ্গরে, অবজারবার হিসাবে। যে ২৩, ২৪ শে ভাঙ্গরে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। সেটাই জন্য সওকাত মোল্লা হয়তো তাদের কাছে অপরাধী। ভাঙ্গরে পাঁচ বছরে কোন উন্নয়ন নেই , অপদার্থ একজন বিধায়ক আছে । ভাঙ্গরে এখনো হয়তো কোথাও পানীয় জল নেই, রাস্তাঘাট নেই, শান্তি নেই । একের পর এক ভাঙ্গরে পোলেহাট এলাকায় ২৩শে নভেম্বরের প্রস্তুতি সভা থেকে বক্তৃতা দিতে গিয়ে বিরোধীদের আক্রমণ করলেন শওকত মোল্লা। তিনি আরও বলেন, রাজনীতিতে পেরে উঠছে না, তাই আমার পরিবার নিয়ে টানাটানি করছে। আমার তো পরিবার আছে, বাবা মা আছে,বউ ছেলেমেয়ে আছে। আমাদের পরিবারে তো একটা ডেপুটেশন আছে। তাই এদের এত ছোট মন এত নগ্ন এত জঘন্য আই ایس এফের মত একটা দল আমি রাজনীতি জীবনে দেখেনি। পাল্টা আইএসএফের তরফ থেকে জেলার আইএসএফের সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন , শওকত মোল্লার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই তিনি ভুলভাল বোকে যাচ্ছে। ২৬ এর উচিত জবাব পাবেন।
53
comment0
Report
BSBidhan Sarkar
Nov 21, 2025 06:35:35
75
comment0
Report
CDChampak Dutta
Nov 21, 2025 06:35:18
Kaji Chak, West Bengal:খুনের অভিযোগ তুলে মৃতদেহ রাস্তায় ফেলে অবরোধে শামিল এলাকাবাসী,ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঘোলসাই মোড় এলাকায় ভাগীরথপুর থেকে রাধানগর যাওয়ার গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার মানুষ। ১৭ ই নভেম্বর কেশপুরে কেশপুর মেদিনীপুর রাজ্য সড়কের ধারে আকন্দি গোলাঘর এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শেখ মামুদুল ইসলাম পাশেই পড়েছিল ভাঙ্গা মোটরবাইক। প্রথমে তাকে কেশপুর হাসপাতাল পরে মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতার এস এস কে এম এ ভর্তি করা হলে পরের দিন মামাদুলের মৃত্যু হয়। পরিবারের দাবি মামাদুল ইসলাম তার আত্মীয়র সাথে কেশপুরে গিয়েছিল। পারিবারিক গন্ডগোল কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল মামা দুলের। মামাদুলের স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে পড়ায় বাড়িতে শুরু হয়েছে অশান্তি। পরিবারের দাবি সেই রাগেই যুবককে কেশপুরে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। কেশপুর পুলিশ খুনের অভিযোগ না নেওয়াই বৃহস্পতিবার রাত্রিতে মৃতদেহ আসার পর শুক্রবার সকালে মৃতদেহ রাস্তায় ফেলে রাস্তা অবরোধে সামিল হয়েছে এলাকার মানুষ। বাসিন্দাদের দাবি পূর্ণ তদন্ত করে মামাদুল ইসলামের মৃত্যুর কারণ বের করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।রাস্তায় মৃতদেহ ফেলে এখনো অবরোধ চলছে অবরোধকারীদের দাবি উচ্চপদস্থ আধিকারিকরা এসে প্রতিশ্রুতি দিলে তবেই উঠবে অবরোধ।
108
comment0
Report
ABArup Basak
Nov 21, 2025 06:32:15
Mal Bazar, West Bengal:ডুয়ার্স জুড়ে দিন-রাত লাগাতার হাতির উপদ্রব অব্যাহত। কখনও খাদ্যের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি, আবার কখনও দল বেঁধে জাতীয় সড়ক পার করে জঙ্গলে ফিরছে তারা। প্রায় প্রতিদিনই এ ধরনের দৃশ্য চোখে পড়ছে এলাকায়। গতকাল গভীর রাতে মেটেলি ব্লকের মূর্তি পর্যটন কেন্দ্র এলাকায় হঠাৎই ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। খাদ্যের খোঁজে গরুমারা জাতীয় উদ্যান থেকে মূর্তি নদী পেরিয়ে গ্রামমুখী হয়ে আসে সে। আচমকা হাতিকে সামনে দেখে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রিসোর্ট কর্মী ও গ্রামবাসীরা টর্চের আলো দেখিয়ে হাতিটিকে সরানোর চেষ্টা করলেও প্রথমদিকে সে পথ বদলায়নি। পরে রাত আরও বাড়লে বন দপ্তর ও গ্রামবাসীদের দীর্ঘ চেষ্টায় অবশেষে হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে, আজ সকালে গরুমারা জঙ্গলের রাস্তা দিয়ে নির্ভয়ে হেঁটে যেতে দেখা যায় হাতির একটি দলকে। তারা জঙ্গল থেকে বেরিয়ে আপনমনে জাতীয় সড়ক পার হয়ে অন্য জঙ্গলে ঢুকে যায়। কিছুক্ষণ সড়কে যান চলাচল থমকে থাকলেও বড় কোনো সমস্যা হয়নি। বরং বহু পর্যটক ও স্থানীয় মানুষ মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন বিরল এই দৃশ্য। 2111ZG_MAL_ELEPHANT_R
49
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 21, 2025 06:05:41
Kolkata, West Bengal:চিংড়িহাটায় মেট্রোরেলের কাজে ব্যাঘাত। আদালতের নির্দেশে যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল নভেম্বরের মধ্যে শনি ও রবিবার পিলার তোলার কাজের জন্য রাস্তা দুদিন বন্ধ করা হবে। আবেদনকারী অভিযোগ বৈঠকে সিদ্ধান্ত হলেও রাস্তা বন্ধের অনুমোদন দিচ্ছে না প্রশাসন。 প্রশাসনের দাবি ইডেনে টেস্ট ম্যাচ ও কলকাতা ম্যারাথন থাকায় রাস্তা বন্ধের অনুমতি দেওয়া সম্ভব নয়। এইভাবে বিভিন্ন কারণ দেখিয়ে বিলম্ব কড়ায় মেট্রো রেলের কাজের ব্যাঘাত ঘটছে। আদালতের হস্তক্ষেপের দাবি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নির্দেশ আবেদনকারী কে লিখিতভাবে আদালতে আবেদন করতে হবে তারপরে আদালতে বিষয়ে শুনানি গ্রহণ করবে।
151
comment0
Report
Advertisement
Back to top