Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

Malli NH10 पर सड़क हादसा: गंगटोक से लौटते 3 की मौत, 3 घायल

KAKAYESH ANSARI
Oct 04, 2025 05:33:10
Darjeeling, West Bengal
Vehicle accident near Malli (NH10) - 3 dead, 3 injured, all from Gangtok (Sikkim). Taken to Gangtok Hospital. Vehicle was returning to Gangtok from Siliguri. Yesterday night, one vehicle was going back to Gangtok (Sikkim). When it reached Malli, it fell toward Teesta River, resulting in 3 deaths and 3 injuries. The injured were first taken to Malli Health Center, then to Gangtok Hospital for treatment. All passengers were from Gangtok (Sikkim) and were returning from Siliguri toward their home, but the accident occurred, with 3 dead and 3 injured, one of whom is serious. The cause is not clear; it was around 9 pm and the driver did not see the road edge, causing the fall. Rescue was done by locals and police; they were taken to Malli Hospital first, then to Gangtok.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Oct 04, 2025 07:32:42
0
comment0
Report
ABArup Basak
Oct 04, 2025 07:27:08
Mal Bazar, West Bengal:সারারাত ধানখেত পাহাড়া দিয়ে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে আহত হল দুই কৃষক । মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সোনালি চাবাগান এলাকার ঘটনা। আহত দুই কৃষক এর নাম রঞ্জিত ওড়াও(৫৫) এবং সিলভেস্টার ওড়াও(৬৫)। স্থানিয় সুত্রে জানা গেছে সোনালি চাবাগান সংলগ্ন তিস্তাপারের জঙ্গল লাইন এলাকায় রয়েছে কৃষি জমি। সেই জমিতে কৃষকেরা প্রতিদিন হাতির হাত থেকে ধান বাচাতে সারারাত ধান পাহাড়া দেয়। সেই রকমই গতকাল রাতে ধানখেত পাহাড়া দিয়ে শনিবার সকালের দিকে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি হাতি তাদের ওপর আক্রমণ করে বসে। হাতির আক্রমণে গুরুতর আহত হয় দুই কৃষক। এরপর অন্যান্য কৃষকের চিৎকার চ্যাচামেচিতে হাতিটি পালিয়ে যায়। জানা গেছে ৬-৭টি হাতির একটি দল ছিলো। স্থানিয় মানুষজন আহতদের উদ্ধার করে মালবাজার হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় বন দপ্তর। স্থানিয়রা ক্ষতিপূরণ এর পাশাপাশি এলাকায় টহলদারির দাবি জানিয়েছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 04, 2025 07:26:40
Baruipur, West Bengal:বারুইপুরে একাদশীর রাতে মুন্ডুকাটা যুবকের দেহ উদ্ধার, খুনের রহস্যে তদন্ত শুরু বারুইপুরের বেগমপুরে শুক্রবার সকালে মুন্ডুকাটা অবস্থায় যুবক শান্তু মন্ডলের দেহ উদ্ধার হয়। নিহত যুবকের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ হন তার মা গৌরি রায়। জানা যায়, ঘটনার দিন রাত ১২টায় মায়ের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেছিল শান্তু। সে তখন ব্যাঙ্গালোর যাওয়ার পরিকল্পনা জানায় এবং কালীপুজোর সময় আবার আসার কথা জানায়。 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তু মন্ডল ব্যাঙ্গালোরের একটি হোটেলে কাজ করত। তার মা জানান, শান্তু মাঝে মাঝে মায়ের সঙ্গে যোগাযোগ করত এবং কিছু অর্থও দিত। তার কাছে প্রায় ৭০ হাজার টাকা, সোনার চেন, আংটি, বেসলেট ও ঘড়ি ছিল। স্থানীয়দের মতে, শান্তু মাঝে মাঝে মদ্যপানের অভ্যাসও করত。 শান্তু ২০১২ সালে বাংলাদেশ থেকে দেশে আসে। তার মা গৌরি রায় ২০০০ সালে বাংলাদেশ থেকে দেশে আসেন। বাংলাদেশে তার স্বামীর সঙ্গে ডিভোর্সের পর তিনি অমিত রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শান্তুর কাছ থেকে থাকা নগদ টাকা, সোনার চেন ও মোবাইল ফোন সবই উধাও। স্থানীয় সূত্র জানায়, তার কিছু বন্ধুবান্ধব ছিল। দেহ সনাক্ত হওয়া সত্ত্বেও খুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডকে চাঞ্চল্যকর ঘটনা হিসেবে উল্লেখ করছেন।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 04, 2025 07:26:28
Jhargram, West Bengal:একদিকে ঝাড়গ্রাম শহরের কার্নিভালের প্রস্তুতি। অন্য দিকে বিসর্জন। বৃষ্টি কে মাথায় নিয়েই চলছে মায়ের বিদয়ের উৎসব। ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড়ে করা কার্নিভালের প্রস্তুতি চলছে জোর কদমে। ঝাড়গ্রাম শহর এবং ব্লক মিলিয়ে ১২টি পুজো অংশ গ্রহণ করবে এই কার্নিভালে। বিকেল পাঁচটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। প্রতিটা পুজা কমিটি অনুষ্ঠান মঞ্চের সামনে এসে তারা তাদের পার্ফমেন্স করবে। অনুষ্ঠান কে ঘিরে নিরাপত্তা ও ব্যাবস্থাপনা সবই রাখা হয়েছে। ঝাড়গ্রাম শহরে প্রায় ৩২ টা পুজো হয়। তার মধ্যে ১২ টি যোগ দেবে এই অনুষ্ঠানে। বাকি এমনি বিসর্জন। সেই অনুযায়ি সকাল থেকেই চলছে বিসর্জন। সুবর্নরেখা নদী সহ প্রতিটি জায়গায় নির্দিষ্ট জলাসয়ে চলছে মায়ের নিরঞ্জন। গলায় সুর আসছে বছর আবার হবে。
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 04, 2025 06:37:45
Jhargram, West Bengal:আদিবাসী সম্প্রদায়ের মহাকুম্ভ ঝাড়গ্রামের শিলদার পাটাবিঁধার মেলা। প্রাকৃতিক দূর্যোগে কিছুটা ব্যাহত মেলা। ঝাড়গ্রামএর শিলদার ওড়গোন্দায় বাবা ভৈরব এর মন্দিরে দূর্গাপূজার শেষে দশমির দিন থেকে তিন দিন ধরে চলে এই মেলা। দেশের বিভিন্ন রাজ্য থেকে এমনকি অন্য দেশ থেকেও আদিবাসী সম্প্রদায়ের মানুষ মেলায় যোগ দিতে আসেন এখানে। লক্ষ্য লক্ষ্য মানুষের সমাগম হয় এখানে। মেলায় জীবনসঙ্গী ও বেছে নেওয়ার রিতি আছে এই মেলায়। তবে এবার বৃষ্টি র জন্য কিছুটা বাধ সেজেছে মেলায়। জল কাদায় ভরা মেলা প্রাঙ্গন। ওড়গোন্দার ভৈরব মন্দির হল সাঁওতালদের দেবতা মারাংবুরুর থান। দশমির দিন সেখানেই শুরু হয় তিন দিনের মিলন মেলা। তবে শেষ দিনে অর্থাৎ দ্বাদশী তিথিতে এলাকাটি কার্যত সাঁওতালদের জনসমুদ্রে পরিণত হয়। দুঃখের দশমী শেষে বেলপাহাড়ির ওড়গোন্দা ভৈরব মন্দির লাগোয়া প্রান্তরে আয়োজিত আদিবাসীদের মিলন মেলায় এই রীতি চলে আসছে কয়েকশো বছর ধরে। এবছর প্রচুর পরিমাণে বৃষ্টিirsiniz ফলে গোটা মাঠ জুড়ে জল কাদায় পরিনত হয়েছে । প্রকৃতি না সহায় হলে মিলন মেলা সম্পন্ন হওয়া কার্যত অসম্ভব। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই সাঁওতাল সমাজের মানুষ আসতে শুরুকরেছে। যুগ যুগ ধরে দশমী শেষে জঙ্গলমহলের বেলপাহাড়ির ওড়গোন্দা ভৈরব মন্দির পরিণত হয় আদিবাসীদের মিলন মেলায়। এ রাজ্যের পাশাপাশি, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসম সহ বিভিন্ন রাজ্য থেকে কয়েক লাখ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আসেন এই মেলায়। সাঁওতাল সংস্কৃতিতে এটাই কার্যত আদিবাসীদের কুম্ভ মেলা। স্থানীয়েরা একে বলেন পাটাবিঁধা মেলা। দ্বাদশী তিথিতে মেলা শেষ হয়।সবথেকে জনপ্রিয় এবং প্রাচীন মন্দির হল ওড়গোন্দার ভৈরব মন্দির। স্থানীয় বাসিন্দা বিমল মুর্মু বলেন, একাদশী ও দ্বাদশীর ওড়গোন্দার বাবা ভৈরব মন্দিরে আন্তর্জাতিক মেলা হয়। নেপাল, বাংলাদেশ থেকেও আদিবাসী জনগোষ্ঠীর লোকেরা যোগ দেন এখানে। আদিবাসী নাচ গান সহ তাদের জীবনযাপন এ ব্যাবহৃত সমস্ত জিনিস পাওয়া যায় এই মেলায়।
0
comment0
Report
PDPradyut Das
Oct 04, 2025 06:37:26
Jalpaiguri, West Bengal:লক্ষী পুজোর আগে বাজারে সবজির দাম আগুন। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সব্জিতে হাত দেওয়াই মুশকিল। জলপাইগুড়ির বাজারে লঙ্কা কিলো প্রতি 100 টাকা, বেগুন 50 টাকা, টমেটো 100 টাকা, আলু ২০ টাকা, পটল ১০০ টাকা, শসা ৮০ টাকা, ফুলকপি ১২০ টাকা কিলো, বর্তমানে সবজির বাজারে আগুন, শাকসবজিতে হাত দাওয়াই মুশকিল সবেতেই দাম বেশি। ক্রেতাদের পকেটে টান। যদিও আবহাওয়ার খালখেআমি পানা কেই দায়ী করছেন বিক্রেতারা। একদিকে ভারী বৃষ্টি অপরদিকে মাঝেেমধ্যেই তীব্র গরম রোদ সবজির জন্য সঠিক আবহাওয়া না মেলায় সবজি ফলনে মার খাচ্ছে । চাহিদা অনুযায়ী সবজির যোগান কম। ফলে সমস্ত সবজির দাম অনেকটাই বেশি। চরম সমস্যা সাধারণ মানুষজন।
0
comment0
Report
ABArup Basak
Oct 04, 2025 06:18:53
Mal Bazar, West Bengal:গভীর রাতে ধারালো ভোজালি দিয়ে কাকাকে নৃশংস ভাবে খु নাই করলো ভাইপো। খুনের পর কাকার মৃতদেহ কলাঝোপে ফেলে দেয়। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টটগাও Areas. মৃতের নাম হরি প্রসাদ শর্মা(৩৯)। ঘাতক ভাইপোর নাম বিনোদ শর্মা (২২)। ঘটনার পর ভাইপোকে গ্রেপ্তার করেছে মাল থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানাগেছে, টোটগাও গ্রামের একই বাড়িতে থাকতেন মৃত হরিপ্রসাদ শর্মা ও ভাইপো বিনোদ শর্মা। মাঝেমধ্যে তাদের মধ্যে ঝামেলা হত। রাতে কাকা তার বিছনায় ঘুমিয়েছিলেন, সেই সময় ভাইপো একটি ধারালো ভোজালি দিয়ে কাকাকে আচমকা আঘাত করে। আচমকা আক্রমণে হতচকিত হয়ে প্রাণ বাঁচাতে কাকা দৌড়ে পালাতে যান। সেই সময় একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে । এরপর মৃতদেহ বাড়ির পিছনে কলা ঝোপে ফেলে দেয়। রাতেই খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ভাইপো বিনোদ শর্মাকে গ্রেপ্তার করে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 04, 2025 06:18:31
Jalpaiguri, West Bengal:সাতসকালে জলপাইগুড়িতে চা বাগানের ফ্যাক্টরির ওয়ার্কশপ থেকে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাতিদিনের মতো আজ, শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি এলাকার বাসিন্দা রতন দাস (৫৫) ডেঙ্গুয়াঝাড় চা বাগানে কাজে যোগ দেন। এর কিছুক্ষণের মধ্যে ফ্যাক্টরির ওয়ার্কশপে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে খবর দেন অন্য শ্রমিকরা। দ্রুত ওই শ্রমিককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎস মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
MDMritunjay Das
Oct 04, 2025 06:03:11
Bankura, West Bengal:একদিকে অসময়ের লাগাতার বৃষ্টি অন্যদিকে দুর্গাপুর ব্যরেজ থেকে উত্তরোত্তর জল ছাড়ার পরিমান বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের প্রহর গুনছেন দামোদর পাড়ের বিস্তীর্ণ এলাকার কৃষকেরা, লক্ষ্মী পুজোর আগে ফের সবজীর দাম বৃদ্ধির ভ্রুকুটি নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে বাঁকুড়া জেলায়। অন্যদিকে দুর্গাপুর ব্যরেজ থেকে জল ছাড়ার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই জোড়া ফলায় পুজো পেরোতে না পেরোতেই ফের ফসলহানীর আশঙ্কার প্রহর গুনছেন দামোদর তীরবর্তী সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকেরা। লক্ষ্মী পুজোর মুখে এমন বিপর্যয়ের আশঙ্কায় ফের দাম চড়তে শুরু করেছে সবজীরও। পুজোর রেশ থাকতে না থাকতেই দশমীর বিকেল থেকে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলায়। গত ৪৮ ঘন্টায় জেলায় মোট বৃষ্টি হয়েছে ৮৬.৯ মিলিমিটার। এরফলে জেলার অন্যতম সবজী উৎপাদক অঞ্চল হিসাবে পরিচিত সোনামুখী ব্লকের দামোদর তীরবর্তী সমিতি মানা, কেনেটি মানা, রাঙামাটি সহ বিস্তীর্ণ এলাকায়। এদিকে দুর্গাপুর ব্যরেজ থেকে জল ছাড়ার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকায় দামোদর নদের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এই জল ছাড়ার পরিমাণ যত বাড়ছে ততই সোনামুখী ব্লকের ওই এলাকাগুলিতে ক্রমশ চেপে বসছে বন্যার আশঙ্কা। একদিকে জমিতে জমা জলে ফসল নষ্টের আশঙ্কা আর অন্যদিকে বন্যার জলে সব খোয়ানোর আশঙ্কা এখন তাড়া করে বেড়াচ্ছে দামোদর তীরবর্তী ওই বিস্তীর্ণ area's কৃষকদের। পুজো পেরোতে এভাবে ফসলহানীর ঘটনায় লক্ষ্মীপুজোর মুখে ফের চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সবজীর দর。
0
comment0
Report
ABArup Basak
Oct 04, 2025 05:32:50
Mal Bazar, West Bengal:রাতে বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি। এমনই ঘটনা ঘটল মালবাজার মহকুমার চালসা স্কুল পাড়ার একটি বাড়িতে। জানালার গ্রিল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারি থেকে সোনার গহনা ও বাড়িতে থাকা জলের পাম্প চুরি করে নিয়ে যায় চোর। সোনার গহনার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। বাড়ির মালিক রত্না সরকার বলেন, ছেলে পড়াশোনার সূত্রে শিলিগুড়িতে থাকে এবং বাড়ির নিচের তলায় এক ফাইনান্স কোম্পানিকে ভাড়া দেওয়া রয়েছে।বাড়িতে কেউ ছিল না। পুজোর ছুটি কাটাতে ফাইনান্স কোম্পানি কর্মীদেরাও ছুটিতে ছিলেন।চুরির ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থেকে ছুটে আসেন বাড়ির মালিক। রাতে বাড়ি ফাঁকা পেয়ে এ ঘটনা ঘটেছে বলে জানান বাড়ির মালিক। রাত্রে ঘটনার খবর পেয়ে বাড়িতে আসেন মেটেলি থানার পুলিশ। কিভাবে এই চুরি হলো তারই তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। বাইট ১)বাড়ির মালিক রত্না সরকার।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top