Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
ममता बनर्जी पर आरोप: DVC से पानी जारी करने को लेकर सच सामने
MCMoumita Chakraborty
Oct 04, 2025 06:37:16
Kolkata, West Bengal
West Bengal Chief Minister Mamata Banerjee is a pathological liar. Anticipating floods in the lower Damodar basin, particularly in Hooghly and Howrah, she has proactively shrugged off all responsibility of her government and started blaming the Damodar Valley Corporation (DVC). But facts don’t lie: •Paragraph 4 of the DVC report clearly states that representatives of West Bengal are members of the Damodar Valley Reservoir Regulation Committee (DVRRC). •It has never happened that water was released from DVC dams without informing the Govt of West Bengal, as the Chief Engineer, I&WD, GoWB is a DVRRC member. •The Durgapur barrage was handed over to West Bengal way back in 1964. Successive state governments, including Mamata Banerjee’s, have failed in its maintenance. The truth is, DVC has been the saviour of West Bengal. Year after year, the state would have been washed away had the DVC system not existed. Mamata Banerjee’s claim that water is released without intimation is an utter lie. Documents prove West Bengal government officials are part of the committee that collectively decides on water release. Stop the blame game. Do your job, Mamata Banerjee.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Oct 04, 2025 10:04:29
Jalpaiguri, West Bengal:বিয়ের দাবিতে ধর্নায় যুবক, চাঞ্চল্য ধূপগুড়িতে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্ধাশ্রম বুথের মল্লিকপাড়ায় এক যুবকের ধর্না ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক ও এক তরুণীর মধ্যে দীর্ঘ পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের বিয়ের কথাবার্ত চললেও হঠাৎ মেয়েটির পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের আয়োজন করা হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে এদিন ভোর থেকে এলাকায় ধর্নায় বসেন যুবক। তাঁর দাবি, পরিবারের অমতে নয়, পারস্পরিক ভালোবাসার ভিত্তিতেই এই সম্পর্কের স্বীকৃতি চান তিনি। ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। ভোর থেকে দুপুর পর্যন্ত ধরনার পর পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যদের আশ্বাসে পরে অবশ্য ধরনা তুলে নেন যুবক বলে জানা যায়। (ধুপগুড়ি, জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 04, 2025 10:04:18
Barrackpore, Kolkata, West Bengal:কাউগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এর শ্যামনগর পলতা পাড়া এলাকায় মিতালী সংঘ ক্লাব নিয়ে বিবাদ কে কেন্দ্র করে মোসারেফ হোসেন কে মারধর করে স্থানীয় আনোয়ার ও আরমান ও দলবল।মোসারেফ হোসেন কে বাঁচাতে তারই 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়ে আসার পর তাকে মারধর করা হয় এবং পেটে লাথি মারা হয় বলে অভিযোগ।এ বিষয়ে বাসুদদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।কিন্তু থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হয়েছে অভিযুক্তদের তরফ থেকে। এই ঘটনা যথেষ্ট আতঙ্কিত আক্রান্তরা।এ বিষয়ে কাউগাছি টু পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ আলী বলেন দুটো পরিবারের মধ্যে ঝামেলা। যদি কোন অন্তঃসত্ত্বা মহিলাকে মেরে থাকে তাহলে আমরা পরিবারের পাশে আছি। যাতে সমস্যার সমাধান করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে। এটা তৃণমূল এর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় এটি একটি দোকান ও ক্লাবের মধ্যে ঝামেলা।আর এই নিয়ে বিজেপির দাবি তৃণমূল এর এমন অবস্থায় মাতৃ শক্তি কেউ তারা ছাড়ছে না।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 04, 2025 09:49:24
Kolkata, West Bengal:Today's BJP guest for 5:30 PM
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 04, 2025 09:47:36
Bardhaman, West Bengal:পুজো মিটতে না মিটতেই শাসকদলে বিশৃঙ্খলা। দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে দলেরই পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের প্রথমসারির কর্মীকে বহিস্কার করলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ নং ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার। তিনি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের শৃঙ্খলা ভেঙেছেন। দলের কাজ করছেন না। উপরন্তু দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পোস্ট করে চলেছেন। তাই ব্লক কমিটির সিদ্ধান্তে এদের তিন বছরের জন্য বহিস্কার করা হচ্ছে। জয়দেব ব্যানার্জী আবার ব্লকের প্রাক্তন সহ সভাপতি। বাকি বহিস্কৃতরা হলেন, লবকুমার দাস, সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস, জরু আলম। এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন ব্লক সভাপতি। অন্যদিকে বহিস্কৃত উপপ্রধান জানান, তিনি কিছুই জানেন না এ ব্যাপারে। তিনি বলেন, 'আমার বিরুদ্ধে যা উনি বলেছেন তা কেন বলেছেন আমি জানি না। আমার যা বলার আমি দলের কাছে বলব।'
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 04, 2025 09:47:18
0
comment0
Report
EGE GOPI
Oct 04, 2025 09:47:09
Kharagpur, West Bengal:বাবা-মাকে কুপিয়ে খুন করল ছেলে, চাঞ্চল্য সবংয়ে সবং : নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত পশ্চিম মেদিনীপুরের সবং। শনিবার গভীর রাতে খরপরা গ্রামে ধারালো অস্ত্র দিয়ে বাবা-মাকে কুপিয়ে খুন করল তাঁদেরই ছেলে। মৃত ভীম হাঁসদা (৪৫) এবং সম্বারী হাঁসদা (৪০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গোপাল হাঁসদা মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয়দের দাবি, এদিন রাতে বাবা-মায়ের সঙ্গে বচসা বাধে তার। মুহূর্তের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ধারালো অস্ত্র হাতে বাবা-মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরদিন সকালে প্রতিবেশীরা ডাকাডাকির পরও কোনও সাড়া না পেয়ে ঘরে ঢুকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে শিউরে ওঠেন। খবর পেয়ে সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পলাতক ছেলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অঞ্চলে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবিশ্বাস আর শোকের আবহে গ্রামবাসীদের একটাই প্রশ্ন— “নিজের বাবা-মাকে এ ভাবে খুন করতে পারে কী করে ছেলে?”
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 04, 2025 09:46:31
Bardhaman, West Bengal: কয়েক ঘন্টার অপেক্ষা। তারপর সন্ধ্যা থেকেই শুরু হবে বর্ধমানের কার্নিভাল। সব প্রস্তুতি সারা। এবারের কার্ণুভালে অংশ নিচ্ছে ২৮ টি পুজো কমিটি। তারা কার্জনগেটের কাছে এসে নানা থিম নিয়ে অনুষ্ঠান পরিবেশন করবে। আঁকা হয়েছে আলপনা।বর্ধমান দুর্গাপুজা সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস জানান, এবারে তাদের প্রচার থাকবে বাল্যবিবাহের বিরুদ্ধে। যদিও এই কার্নিভাল নিয়েও বিতর্ক রয়েছে। বিরোধীরা রাস্তা আটকে মঞ্চ করা নিয়ে শাসকদলকে বিঁধেছেন। জেলা কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার তো আবার কার্নিভালে বিরোধীদের আমন্ত্রণ না জানাবার জন্য পূর্ব বর্ধমানের জেলাশাসককে প্রতিবাদ জানিয়ে মেইল করেছেন। অন্যদিকে চোখ রাঙাচ্ছে প্রকৃতি। বর্ধমানে শুরু হয়েছে প্রবল বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। সদর মহকুমাশাসক ( উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস বলেন, সব প্রস্তুতি সারা। কিন্তু বৃষ্টির উপর তো কারো হাত নেই। নাগরিক শিবশঙ্কর ঘোষ, অবশ্য আশা করেছেন, মায়ের মহিমায় সব ঠিক হয়ে যাবে। বাইট : ১) তীর্থঙ্কর বিশ্বাস ( মহকুমাশাসক/ উত্তর ) ২) শিবশঙ্কর ঘোষ ( নাগরিক) সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top