Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

दार्जीलिंग में 1000 गिटारिस्ट मिलकर Bir Bir Gorkhali रिकॉर्ड बनाने को तैयार

KAKAYESH ANSARI
Dec 01, 2025 11:34:27
Darjeeling, West Bengal
Darjeeling: A musical tribute event bringing together as many as 1000 guitarists at Mall (Chowrasta) on Dec 7 around 3 pm to play a single Nepali song 'Bir Bir Gorkhali'. The rare performance precedes Melo Tea Fest scheduled Dec 11-14. Guitarists will perform an iconic track of Darjeeling-based Mantra Band – 'Bir Bir Gotkhali'. The on-ground and online participation aims to become one of the largest string tributes in the Hills. The event, called 'Byte Of Band Manta', plans a tutorial online for chords. The song is world-famous Nepali, sung by Prashant Tamang in 2007 and originally composed in 2003. The world record aspiration is highlighted. Melo Fest will feature Kee Marcello as guest; D-Series events include D-Rock, D-Run marathon, and other activities. The festival showcases music, tea culture, entrepreneurship, birding, and local talent, with prize pool Rs 28 lakh and top performers like Purna Rai, Mantra, Chakra. Darjeeling Marathon expected ~4000 runners. New attractions include D-Hike, Tenzing Norgay trail, D-MTB, D-Startup, D-Creat, art and photography, food stalls, fashion, culture. The festival aims to be safe, vibrant, and inclusive. It is organized by Darjeeling Police and GTA and began in 2017 as Tourist Festival. Marathon on Dec 14 will include participants from various states and countries; earlier Bollywood stars invited but this year focus on musical field.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Dec 04, 2025 08:32:37
Dihierench, West Bengal:*তালসারী সমুদ্রতটে প্রায় ৫০ কুইন্টালের দৈত্যাকার হাঙ্গর! দেখতে পর্যটক- স্থানীয়দের ভিড়।* ওড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালসারী সমুদ্রতটে বুধবার গভীর রাতে উঠে এল এক বিশাল হাঙ্গর। প্রায় ৩০ ফুট লম্বা ও ৫০ কুইন্টালের বেশি ওজনের মৃত হাঙ্গরটি জালে আটকে পড়ে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। পাঁচ মৎস্যজীবী ভুটুভুটিতে চড়ে মাছ ধরতে গিয়ে উপকূল থেকে ৭ কিলোমিটার দূরে এই দৈত্যাকার মাছটি জালে ওঠে। ভারের কারণে উপকূল পর্যন্ত সম্পূর্ণ টেনে আনা সম্ভব হয়নি। পরে শতাধিক স্থানীয় মানুষ চেষ্টা করেও তীরে তুলতে পারেননি। পরে জোয়ার আসার পর ট্রেনে তোলা সম্ভব হয়। তারপরই দৈত্যকার হাঙ্গর দেখে সকলে হতবাক। ঘটনাস্থলে ভিড় করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মোবাইল-এ ছবি-ভিডিও তোলার হিড়িক পড়ে যায়। মৎস্য দফতরের আধিকারিকরা পৌঁছে মাছটির প্রাথমিক পরীক্ষা ও জাত নির্ধারণের কাজ শুরু করেছেন। তবে প্রাথমিকভাবে বিরল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 04, 2025 07:56:36
Salt Lake City, Utah:2022 Tate Pass (D, EL, ED) Loco Motor Disability (LD) Adhikar Sangamri Mancha gathered at Bikash Bhavan with multiple demands. Nausad Siddiqui attended their movement. ২০২২ টেট পাস (D,  EL, ED) লোকো মোটর ডিসেবিলিটি (LD) অধিকার সংগ্রামী মঞ্চ পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনে জাময়েত। তাদের পাশে নাওসাদ সিদ্দিকী। রিজারবেশনে কারচুপির অভিযোগ বিশেষ ভাবে সক্ষম চাকরি প্রাথীদের।২০২২ টেট উত্তীর্ণ বিশেষ ভাবে সক্ষম চাকরি প্রার্থীদের নিয়ে আই এস এফ নেতা নৌওসাদ সিদ্দিকী মন্ত্রী শশী পাঁজার দ্বারস্থ।রিজারবেশন এ কারচুপির অভিযোগ এনে মন্ত্রীর সাথে দেখা করতে বিকাশ ভবনে এলেন তিনি। জানাও হবে তাদের নানা দাবী ও। ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী প্রার্থী যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের দাবি: A. প্রার্থীর প্রতিবন্ধী সার্টিফিকেট যেকোনো সরকারি হাসপাতাল থেকে ইস্যু করা হলে গ্রহণ করবেন। B. ইন্টারভিউর আগে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে কঠোরভাবে প্রতিবন্ধকতা যাচাই করতে হবে। C. রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিছু অসৎ ব্যক্তি অর্থের বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট দিচ্ছে-সার্টিফিকেটগুলো বৈধ হলেও ক্যান্ডিডেট প্রকৃতপক্ষে ভুয়ো (FAKE)। তাই প্রতিটি ক্যান্ডিডেটকে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পুনরায় যাচাই করা বাধ্যতামূলক করতে হবে। D. মেডিক্যাল বোর্ড দ্বারা যদি কেউ FAKE প্রতিবন্ধী প্রমাণিত হয়, তবে তার - TET PASS স্ট্যাটাস, সোর্টিফিকেট - PH সার্টিকেট, - D.El.Ed ট্রেনিং সার্টিফিকেট, - ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্র(candidateতা অবিলম্বে বাতিল করতে হবে। E. 2022 সালের প্রাথমিক শিক্ষক নিযোগের মতোই, চলতি 2025 সালের নিয়োগেও সকল প্রকৃত (orginal) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যায্য অধিকার ও চাকরি সুনিশ্চিত করতে হবে। F. আমরা যারা সত্যিকারের বিশেষভাবে সক্ষম-তাদের যেন সম্মানের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই এই নিয়োগ যাতে দূষিত বা কলঙ্কিত না হয়, তা নিশ্চিত করতে হবে.
72
comment0
Report
NRNarayan Roy
Dec 04, 2025 07:56:19
Siliguri, West Bengal:बागडोगरा हवाई अड्डे से बैंगलोर जाने वाले यात्रियों को लगातार दो दिन विमान के रद्द होने से भारी कठिनाइयों का सामना करना पड़ा। इंडिगो की निर्धारित उड़ान कल दोपहर 12:30 बजे उड़ान भरने वाली थी, लेकिन बोर्डिंग पूरी होने के बाद उड़ान रद्द कर दी गई। फिर यात्रियों को आज के नए तारीख पर टिकट दिया गया, लेकिन सुबह ही एयरपोर्ट पर पहुँचने पर उन्हें पता चला कि आज की उड़ान भी रद्द है। खुषाह यात्रियों के अनुसार कुछ को चिकित्सा के लिए तो कुछ को जरूरी नौकरी के इंटरव्यू के लिए बैंगलोर जाना था, पर दो दिनों तक उड़ान रद्द रहने से वे फँस गए। यात्रियों का आरोप है कि रिफंड लेने पर भी बड़ेCancellation चार्ज काट लिए जाते हैं। हवाई अड्डा अधिकारियों की तरफ से उड़ान रद्द होने के बारे में कोई स्पष्ट टिप्पणी नहीं मिली।
36
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 04, 2025 07:55:57
Asansol, West Bengal:বালির ডাম্পারের সামনে বিক্ষোভ চলাকালীন আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছলেই পুলিশকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা ও বিজেপির কর্মী ও সমর্থকরা এই বিক্ষোভে সামিল হয়। পরে পুলিশ সমস্ত বিষয়টা তদন্ত করে দেখার আশ্বাস দেন। অগ্নিমিত্রা পাল নদীর ধারে দাঁড়িয়ে থাকা বড় বড় 18 টি বালি ভর্তি ডাম্পার এর নম্বর নিয়ে পুলিশকে জানায়। অগ্নিমাত্রার দাবি দামোদর নদীর গর্ভে যে ওয়াটার পাম্প হাউস গুলো রয়েছে সেগুলি বিপদজনক অবস্থায় হয়ে গিয়েছে। এইভাবে অবৈধ বালি তোলার জন্য ইতিমধ্যেই পি এইচ ই র একটি ওয়াটার পাম্প হাউস নদী গর্ভে পড়ে গেছে। প্রায় ৫১ টি গ্রাম জল পাচ্ছে না। এখন অবশিষ্ট পাম্প হাউস গুলো যদি না বাঁচে তাহলে গোটা আসানসোল শিল্পাঞ্চল পানীয় জল সংকটে ভুগবে। সেই জন্য তিনি পুলিশ ও রাজ্য প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার আহবান জানান এবং আন্দোলন করার হুমকিও দেন。
21
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 04, 2025 07:55:35
Kolkata, West Bengal:যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রিপোর্ট জমা পরল কলকাতা হাইকোর্টে। রিপোর্টে উল্লেখ :- -- আদালতের নির্দেশ মতো যৌথ বৈঠক হয়েছে। ইতিমধ্যে উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ৬৮ লক্ষ টাকা পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তার জন্য সিসটিভি লাগানোর দায়িত্ব সংস্থাকে দেওয়া হয়েছে। মোট ৭০ টি সিসিটিভি লাগানো হবে ক্যাম্পাসের ভেতরে । ৪৫ দিনের মধ্যে এই সিসিটিভি লাগানোর কাজ শেষ করা হবে। ৩২ জন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে। সৈনিক বোর্ড থেকে অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়োগ করা হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ :- -- ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা গ্রহণের অগ্রগতি রিপোর্ট আদালতে জমা করতে হবে।
38
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 04, 2025 07:52:20
Howrah, West Bengal:ফের ডোমজুড় বিধানসভা এলাকার এক বিএলও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি এক বেসরকারি নার্সিংহোমে। ওই বিএলও ওয়াসিম পারভেজ জানিয়েছেন তিনি কাজের চাপ সহ্য করতে পারছেন না। তার আবেদন এই পরিস্থিতিতে তাকে গুলি করে মেরে ফেলা হোক। ডোমজুড় বিধানসভার ১৪৮ নম্বর পার্টের বিএলও ওয়াসিম পারবেজ। তিনি বাঁকড়ার ইসলামিয়া প্রাইমারি স্কুলের দিবা বিভাগের শিক্ষক। গত সাড়ে চার বছর ধরে তিনি ওই স্কুলে শিক্ষকতা করছেন। তার আসল বাড়ি নদীয়ার কৃষ্ণনগরে। বাঁকড়ায় সে একা একটি ফ্ল্যাট ভাড়া করে থাকেন। বাড়িতে স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। ওই বিএলও গতকাল গভীর রাতে নিজের ফ্ল্যাটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি এক বিএলএ কে ফোন করেন। তিনি এবং স্থানীয় কিছু বাসিন্দারা তারা ওই ফ্ল্যাটে ছুটে যান। তারা দেখেন ঘরের মধ্যে সে থরথর করে কাঁপছে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে তিনি আইসিইউ তে ভর্তি আছেন। তার ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা হয়েছে। ওয়াসিম পারভেজ বলেন তার কাজের প্রায় ৮০ শতাংশ শেষ করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করলেও তার কাজ শেষ আর হচ্ছে না। এর পাশাপাশি স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট তৈরি করা এবং পরিবারের চাপ এত কিছু তিনি আর সহ্য করতে পারছেন না। তিনি স্পষ্ট অভিযোগ করেন বিএলও র কাজের জন্যে তাকে নানা দিক থেকে এমন ভাবে চাপ দেওয়া হচ্ছে তিনি আর তা সহ্য করতে পারছেন না। তার আত্মহত্যা করার মত অবস্থা।এর প্রতিকার চান তিনি। বাইট..১..ওয়াসিম পারভেজ(বি এল ও) ২..উমেশ রাই(রাজ্য সম্পাদক বিজেপি) ৩..নুরজ মোল্লা(তৃণমূল যুব সভাপতি,ডোমজুর ব্লক) ৪..পিটুসি
74
comment0
Report
NHNantu Hazra
Dec 04, 2025 07:51:54
60
comment0
Report
PDPradyut Das
Dec 04, 2025 07:33:54
Jalpaiguri, West Bengal:কর্মীদের পিএফ জমা না পড়ায় সুদসহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে প্রায় ১৩ কোটি টাকা জরিমানা। এ ব্যাপারে পিএফ কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই নোটিশ ধরানো হয়েছে এনবিএসটিসিকে। দু’মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। নতুবা নিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘অ্যাটাচ’ করে বকেয়া ওই টাকা আদায় করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের তরফে। এ ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। নিগম সূত্রে খবর, সময়ে পিএফের টাকা জমা না পড়ার যে বিষয়টিকে সামনে রেখে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ তাদের কড়া নোটিশ ধরিয়েছে তা বাম আমলের ঘটনা। নব্বইয়ের দশকে দীর্ঘদিন ধরে এনবিএসটিসির কর্মীদের পিএফের টাকা ঠিকমতো জমা পড়েনি। যার কারণে ১২ শতাংশ সুদ সহ জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি টাকারও বেশি। এদিকে, স্বল্প সময়ে পিএফ খাতে কীভাবে এত টাকা বকেয়া মেটানো সম্ভব তা নিয়ে রীতিমতো চিন্তায় এনবিএসটিসি কর্তৃপক্ষ। এর আগে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ঠিকমতো জমা না পড়ায় নিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করে প্রায় সাড়ে চার কোটি টাকা আদায় করে পিএফ কর্তৃপক্ষ। কিন্তু এবার টাকার অঙ্ক বেশি। ফলে তৈরি হয়েছে গুরুতর সঙ্কট। জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কমিশনার পবন বনসাল বলেন, ‘সময়ে কর্মীদের পিএফের টাকা জমা না দেওয়ায় জরিমানা এবং সুদসহ এনবিএসটিসির বকেয়ার পরিমাণ দাঁড়িয়ে ১৩ কোটি টাকারও বেশি। আইন অনুযায়ী নোটিশ পাওয়ার পর থেকে বকেয়া টাকা জমা করার জন্য তারা ৬০ দিন অর্থাৎ দু’মাস সময় পাবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি বকেয়া টাকা জমা না পড়ে, সেক্ষেত্রে নিয়ম মেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘অ্যাটাচ’ করে ওই টাকা আদায় করা হবে।’ বকেয়া অনাদায়ে নিগমের অ্যাকাউন্ট অ্যাটাচমেন্টে যদি ব্যাঙ্ক কর্তৃপক্ষ সহযোগিতা না করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে যে পিএফ কর্তৃপক্ষের কড়া পদক্ষেপ নেওয়ার এক্তিয়ার রয়েছে সেটাও মনে করিয়ে দিয়েছেন জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার। এ ব্যাপারে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বক্তব্য, ‘সময়ে পিএফ জমা দেয়ার ক্ষেত্রে অতীতে কিছু সমস্যা ছিল। এর কারণে বেশ কিছুটা বকেয়া তৈরি হয়েছে। পিএফ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ওই বকেয়া মেটাবোর চেষ্টা করছি।’
79
comment0
Report
AMArkodeepto Mukherjee
Dec 04, 2025 07:33:29
Kolkata, West Bengal:বাংলাই পথ দেখালো গোটা দেশকে দেশ জুড়ে চলছে এখন এসআইআর। বিহারের পর এই মুহূর্তে দেশের বারোটি রাজ্যে চলছে এসআইআর আর এই অবস্থায় সকলের চোখ এখন সেই দিকেই। এই পশ্চিমবঙ্গই এবার এমন এক নজির সৃষ্টি করল যা গোটা দেশবাসী মনে রাখবে চিরদিন বাংলাকে। বিশেষ এক সফটওয়্যার এর মাধ্যমে চলছে এসআইআর প্রক্রিয়া। এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর এই সফটওয়্যার এর জন্য যে মূল এপ্লিকেশন যার ফলে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে সেটা নিজেরা তৈরি করেছে। যা নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশের সব রাজ্যের কাছে রীতিমতো এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাঁচটি কোম্পানিকে ডাকা হয়েছিল এই ডিজিটাইজ করার কাজের জন্য, প্রত্যেকেই প্রায় যে দর হেঁকেছিলেন তা প্রায় সাড়ে তিন কোটি টাকা। এই বিপুল টাকার বিনোময় তৈরি করে দেওয়ার চুক্তি একপ্রকার তৈরি হয়ে গিয়েছিল গোটা রাজ্যের ভোটার তালিকা কে ডিজিটাল করার জন্য আর ঠিক তখনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক의 দপ্তরের বাছাই করা কিছু কর্মীরা তৈরি করে নজির সৃষ্টি করলেন এক বিশেষ সফটওয়্যার এপ্লিকেশনের । নির্বাচন কমিশন যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ করল তার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেল অনলাইনের মাধ্যমে এস আই আর এর ফর্ম জমা দেওয়া যাবে অনলাইনের মাধ্যমে। কর্মীদের দ্বারা তৈরি হওয়া এই বিশেষ সফটওয়্যার আজ রাজ্যের এস আই আর এর কাজে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তবে সুসংবাদটা এখানেই শেষ নয়, দেশের অন্যপ্রান্তে যেখানে এস আই আর চলছে বাকি 11 টি রাজ্যে তাঁরা রীতিমতো হক চকিয়ে গিয়েছে কিভাবে পশ্চিমবঙ্গ এত তাড়াজাড়ি বা দ্রুততার সঙ্গে সব কাজ এক নিমেষে করে ফেলছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গোয়া সহ দেশের অন্যান্য প্রান্ত থেকে সেই সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্মকর্তা থেকে শ
140
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 04, 2025 07:15:21
Kolkata, West Bengal:উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলা। রাজ্যের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে তৈরি করা অতিরিক্ত শূন্যপদ বাতিল করল আদালত। কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ওই পদে কোনো নিয়োগ নয়। জানাল আদালত। ২০১৯ সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৈরি করা হয়েছে অতিরিক্ত শূন্যপদ। তাই বৈধ নয় এই শূন্যপদগুলি। পর্যবেক্ষণ আদালতের। মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা করা হয়েছে। মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় বলে অভিযোগ। অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে হলে নতুন করে শূন্যপদ ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। রাজ্য যদি তার Executive Power (নির্বাহী ক্ষমতা) ইচ্ছেমতো ব্যবহার করে তাহলে আদালত সেটা খতিয়ে দেখতেই পারে। কারও অধিকার খর্ব করার জন্য রাজ্য তার Executive Power (নির্বাহী ক্ষমতা) ব্যবহার করতে পারে না। কর্মশিক্ষার জন্য ৭৫০ টি এবং শারীরশিক্ষার জন্য ৮৫০ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি বিশ্বজিৎ বসু.
115
comment0
Report
ABArup Basak
Dec 04, 2025 06:33:38
Mal Bazar, West Bengal:সংস্কারের পর চলাচল শুরু হলেও তিস্তা ব্যারেজে ২৫ টনের বেশি ভারী যানবাহন চলাচলের অনুমতি না দেওয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাক ও ডাম্পার মালিক ও চালকদের দাবি—অনুমতি না মেলায় তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত সমাধান না হলে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা。 জানা গেছে, দীর্ঘদিনের সংস্কার কাজের পর ৩১ সেপ্টেম্বর থেকে তিস্তা ব্যারেজ দিয়ে সাধারণ যানবাহন চলাচল শুরু হয়। তবে ব্যারেজে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ২৫ টনের অধিক ওজনের ট্রাক ও ডাম্পারের চলাচলের বিষয়ে প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নেয়নি। এতে ক্ষুব্ধ ট্রাক ও ডাম্পার মালিকরা বলেন, তাদের পণ্যবাহী যানকে বাধ্য হয়ে মালবাজার–জলপাইগুড়ি ঘুরে চলাচল করতে হচ্ছে। ফলে যেমন সময় বেশি লাগছে, তেমনি জ্বালানি খরচ ও পরিবহন ব্যয় বেড়ে গিয়ে পড়ছে ব্যাপক ক্ষতিতে。 মালবাজার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে সমস্যার দ্রুত সমাধান চান ডাম্পার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সংগঠনের প্রতিনিধি সর্বান গুপ্তা জানান, “আমরা ২৫ টনের বদলে ৩৫ টন ভারী যান তিস্তা ব্যারেজ দিয়ে চালানোর অনুমতি চেয়েছিলাম। প্রশাসন তিন মাস ধরে আশ্বাস দিলেও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে আমাদের ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যেই আমরা পণ্য পরিবহন বন্ধ রাখতে বাধ্য হয়েছি.” এ বিষয়ে মহকুমা শাসক উৎকর্ষ খাণ্ডাল জানিয়েছেন, “প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।” তবে প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট নয় অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য—দ্রুত সিদ্ধান্ত না এলে তারা গণআন্দোলন ও অনশন কর্মসূচিতে নামতে বাধ্য হবে। স্থানীয় পণ্য পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আশঙ্কা, দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকলে মালবাজারসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।
202
comment0
Report
Advertisement
Back to top