Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
TMС से निलंबित विधायक पर बड़ा दबाव: नेता इस्तीफा देंगे कल
PCPrabir Chakraborty
Dec 04, 2025 07:32:55
Kolkata, West Bengal
Doler sobhai ese suspended mla.. Birol ghotona tmc te... Netrir sobha manchhe othar agei suspended MLA... Onel din dhorei jol mapchilo shirsho netritto... Jela te thaka kalin e humayun ke suspended korlen shirsho netritto... Sobha manche r otha holo na humayun er... Khov prakash kore math charlen tini... Janie galen kal e tmc theke resignation deben tini...
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Dec 04, 2025 08:52:44
Basirhat, West Bengal:অস্ত্র কেনাবেচা ও জাল টাকা চক্রের পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিস উদ্ধার একটি ৭ এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট ও ১৫ হাজার টাকার ভারতীয় জাল টাকা। ও একটি বিলাসবহুল চার চাকার গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ভোররাতে বসিরহাট থানার গোটাারা গ্রাম পঞ্চায়েতের শশিনা বাজার সংলগ্ন এলাকায় একটি বিলাসবহুল গাড়ি নিয়ে জড়ো হয়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতী গোপন সূত্রে সেই খবর গিয়ে পৌঁছায় বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়ের কাছে। তার নির্দেশে পুলিস গিয়ে দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে। ধৃতরা হলেন দীপক শীল, সুবীর দে, হাফিজুর রহমান, আমিরুল রহমান ও মোকসেদ আলী সরদার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট ও ১৫ হাজার টাকার ভারতীয় জাল টাকা। ধৃতদের আজ বৃহস্পতিবার সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
145
comment0
Report
STSrikanta Thakur
Dec 04, 2025 08:51:05
Dinajpur, Rangpur Division:বালুরঘাট হাসপাতালে এগোচ্ছে ক্রিটিকাল কেয়ার ব্লকের কাজ, মিলতে চলেছে ৫০ বেডের বিনামূল্যের চিকিৎসা পরিষেবা। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় বালুরঘাট জেলা হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ব্লকের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হাসপাতাল সূত্রে জানা_gিয়েছে, ২০২৩ সালের এপ্রিল মাসে কাজ শুরু হয়েছিল। ৫০ বেডের অতি আধুনিক এই ব্লকে চরম সংকটজনক রোগীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে। যে কোনও বিভাগের রোগীই এক ছাদের তলায় সমস্ত রকম চিকিৎসা ও প্রয়োজনীয় পরিষেবা পাবেন। হাসপাতাল সূত্রে আরও খবর, এই মুহূর্তে ৯০ শতাংশেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতেই নতুন ভবন হাসপাতালের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের জন্য পরিষেবা চালু করতেই ব্লকটি হস্তান্তর করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।এর আগে বালুরঘাট হাসপাতালে ২৪ বেডের আইসিইউ পরিষেবা চালু রয়েছে, যার সম্পূর্ণ চিকিৎসাই বিনামূল্যে করা হয়। নতুন ৫০ বেডের ক্রিটিকাল কেয়ার ব্লক চালু হলে বিনা পয়সায় চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বাড়বে। প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুরের মানুষের কাছে তা নিঃসন্দেহে বাড়তি পাওনা বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, কারণ বহু বছর ধরেই জেলায় স্বাস্থ্য পরিকাঠামো সীমিত ছিল। তবে পরিকাঠামো তৈরি হলেও চিকিৎসক সংকটের প্রশ্ন তুলেছে বিজেপি। হাসপাতাল সুত্রের খবর বর্তমানে জেলা হাসপাতালে মোট চিকিৎসক সংখ্যা ৫০। বন্ডে ডাক্তারি পরিষেবায় যোগ দিতে এসেছিলেন আরও ১৮ জন চিকিৎসক— কিন্তু তাদের মধ্যে ১০ জন ইতিমধ্যে চলে গিয়েছেন। এখন রয়েছেন মাত্র ৮ জন। ফলে হাসপাতালের মোট চিকিৎসক সংখ্যা দাঁড়িয়েছে ৫৮-তে। অন্যদিকে নতুন ব্লক চালু করতে গেলে অন্তত ১২০ থেকে ১৫০ জন নতুন চিকিৎসাকর্মী ও ডাক্তার প্রয়োজন— যা এই মুহূর্তে নেই।এ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, “চিকিৎসক নেই— অথচ নতুন ভবন নির্মাণ দেখিয়ে উন্নয়নের প্রচার চলেছে।” পাল্টা তৃণমূলের বক্তব্য, “পরিকাঠামো তৈরি হয়েছে মানেই চিকিৎসকের ব্যবস্থাও হবে। সাধারণ মানুষের জন্য পরিষেবা বাড়ছে— অথচ বিজেপি অযথা রাজনীতি করছে।”সব মিলিয়ে, ক্রিটিকাল কেয়ার ব্লকের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন নজর কাজ সম্পূর্ণ হওয়ার সময় এবং নতুন চিকিৎসক ও কর্মীবাহিনী নিয়োগের ওপর। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের আশা নতুনভাবে গড়ে ওঠা এই পরিকাঠামো চালু হলে হাসপাতালে আর ভিড় জমা বড় শহরের দিকে ছুটতে হবে না।
105
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 04, 2025 08:50:22
Kolkata, West Bengal:উত্তর প্রদেশে আমরোহে পথ দুর্ঘটনায় মৃত্যু বেলঘড়িয়ার চিকিৎসক পড়ুয়ার। উত্তর প্রদেশের আমরোহে NH9 সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বেলঘড়িয়া পূব পাড়ার বাসিন্দা চিকিৎসক পড়ুয়ার। চার চিকিৎসক মিলে হাসপাতাল থেকে বেরিয়েছিল। সেই সময় পথ দুর্ঘটনায় চার চিকিৎসকের মৃত্যু হয়। তার মধ্যে বেলঘড়িয়ার বাসিন্দা অর্নব চক্রবর্তীও ছিল। উত্তরপ্রদেশের এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ছিলেন অর্নব।ঘটানার খবরে পরিবার এবং এলাকার সবাই বাকরুদ্ধ। শোকাচন্ন গোটা পূব পাড়া। জুন মাসে তার কোর্স শেষ হওয়ার কথা ছিল। তাই ধীরে ধীরে সমস্ত বই পত্র ফেরৎ পাঠাচ্ছিল। ছেলে ফিরে থাকবে বলে বাড়িতে ঘর বানাছিলেন অর্নবের বাবা অরুন চক্রবর্তী। কিন্তু পথ দুর্ঘটনায় এইভাবেই মারা যাবে তা কেউ ভেবে উঠতে পারছেন না।
210
comment0
Report
NHNantu Hazra
Dec 04, 2025 08:50:01
Salt Lake City, Utah:Salt Lake Shaishali Bhavan Abhiyan by Promotional Supervisor Candidate Anganwari Workers. Vikas Bhavan से Shaishali Bhavan तक मार्च कर deputation WCD & SW Director के पास जमा किया गया. विषय: महामान्य हाई कोर्ट के निर्देशानुसार Promotional Supervisor परीक्षार्थियों की 50% वैकेंसी तेजी से भर्तीकृत हो। Notification no1128-SW/O/3E-16/15 के अनुसार उनके फॉर्म भरने के छह वर्ष और इंटरव्यू देने के दो वर्ष पूरे हो चुके हैं, फिर भी नौकरी नहीं मिली। 2025 जनवरी 24 के हाई कोर्ट के आदेश के अनुसार 1713 वैकेंसी निर्धारित थीं, पर 2025 दिसंबर में भी 1152 सुपरीवाइजर अभ्यार्थी के नियुक्ति नहीं हुई। उनका आयु 50 पार हो चुकी है। अब भी यदि पद खाली रहते हैं तो पात्र होने के बावजूद नियुक्ति नहीं होगी। अगले एक सप्ताह के भीतर प्रमोशन का अधिकार प्राप्त कराने की मांग की गई।
101
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 04, 2025 08:49:23
Howrah, West Bengal:শীতের রাতে হাওড়ার বাঁকড়া এলাকায় একটি মার্কেট সংলগ্ন এটিএম কাউন্টারে আগুন। ভোররাতে আগুন জ্বলতে দেখা যায়। এ টি এম থেকে টাকা লুঠ করতে এসে দুষ্কৃতিদের গ্যাস কাটার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা নাকি অন্যভাবে এই আগ fires লাগে তা খতিয়ে দেখতে পুলিশ। এটিএম মেশিনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এটিএম এর দরজা খোলা অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা এটিএম কাউন্টার থেকে ধোঁয়া বের হতে দেখলে বাঁকড়া पुलिस ফাঁড়িতে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে এবং আগুন নেভায়। পুলিশ সূত্রে জানা গেছে এটিএম থেকে টাকা লুট হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এটিএম কাউন্টারের এবং এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন ওই এটিএম কাউন্টারে কোনো নিরাপত্তা কর্মী ছিল না।
87
comment0
Report
MMManoranjan Mishra
Dec 04, 2025 08:49:02
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ পুরুলিয়ার হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে সরব হলেন ইন্টার্নরা । রোগীদের সমস্যার কথা ভেবে আপাতত বহির্বিভাগ চিকিৎসার কক্ষগুলি তালাবন্ধ রেখে বহির্বিভাগ বিল্ডিংয়ের বাইরে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করছেন ইন্টার্নরা । একইসঙ্গে ৯৪ জন ইন্টার্ন বহির্বিভাগের বাইরে অবস্থান প্রতিবাদে সামিল হয়েছেন । দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সদর্থক পদক্ষেপ না নেওয়া হলে আগামীকাল থেকে বহির্বিভাগ (OPD) পরিষেবা সম্পূর্ন বন্ধ করার হুশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা । পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়াড়া এই দুটি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ বিভক্ত রয়েছে । ফলে প্রতিদিন দু ক্যাম্পাসে পড়াশোনা এবং ডাক্তারি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ইন্টার্নদের এবং চিকিৎসকদের । রয়েছে রাত্রি বেলায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যাও । তাই সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে আন্দোলনে সামিল হলেন ইন্টার্নরা । অবস্থান প্রতিবাদ জানানোর পাশাপাশি রোগীদের কথা ভেবে আজ বহির্বিভাগ বিল্ডিংয়ের বাইরে টেবিল চেয়ার পেতে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন ইন্টার্নরা । শীঘ্রই সমস্যা সমাধানের সদর্থক পদক্ষেপ না নেওয়া হলে আগামীকাল থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা । যদিও বিষয়টি নিয়ে আলোচনা বসে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল의 MSVP ডা. সুকমল বিষয়ী । বাইট: ১) অরিত্র মুন্সি (ইন্টার্ন) ২) পিয়ালি (ইন্টার্ন) ৩) খেদন প্রামাণিক (রোগী) ৪) সুকমল বিষয়ী (MSVP, পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল)
89
comment0
Report
KMKIRAN MANNA
Dec 04, 2025 08:32:37
Dihierench, West Bengal:*তালসারী সমুদ্রতটে প্রায় ৫০ কুইন্টালের দৈত্যাকার হাঙ্গর! দেখতে পর্যটক- স্থানীয়দের ভিড়।* ওড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালসারী সমুদ্রতটে বুধবার গভীর রাতে উঠে এল এক বিশাল হাঙ্গর। প্রায় ৩০ ফুট লম্বা ও ৫০ কুইন্টালের বেশি ওজনের মৃত হাঙ্গরটি জালে আটকে পড়ে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। পাঁচ মৎস্যজীবী ভুটুভুটিতে চড়ে মাছ ধরতে গিয়ে উপকূল থেকে ৭ কিলোমিটার দূরে এই দৈত্যাকার মাছটি জালে ওঠে। ভারের কারণে উপকূল পর্যন্ত সম্পূর্ণ টেনে আনা সম্ভব হয়নি। পরে শতাধিক স্থানীয় মানুষ চেষ্টা করেও তীরে তুলতে পারেননি। পরে জোয়ার আসার পর ট্রেনে তোলা সম্ভব হয়। তারপরই দৈত্যকার হাঙ্গর দেখে সকলে হতবাক। ঘটনাস্থলে ভিড় করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মোবাইল-এ ছবি-ভিডিও তোলার হিড়িক পড়ে যায়। মৎস্য দফতরের আধিকারিকরা পৌঁছে মাছটির প্রাথমিক পরীক্ষা ও জাত নির্ধারণের কাজ শুরু করেছেন। তবে প্রাথমিকভাবে বিরল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
157
comment0
Report
NHNantu Hazra
Dec 04, 2025 07:56:36
Salt Lake City, Utah:2022 Tate Pass (D, EL, ED) Loco Motor Disability (LD) Adhikar Sangamri Mancha gathered at Bikash Bhavan with multiple demands. Nausad Siddiqui attended their movement. ২০২২ টেট পাস (D,  EL, ED) লোকো মোটর ডিসেবিলিটি (LD) অধিকার সংগ্রামী মঞ্চ পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনে জাময়েত। তাদের পাশে নাওসাদ সিদ্দিকী। রিজারবেশনে কারচুপির অভিযোগ বিশেষ ভাবে সক্ষম চাকরি প্রাথীদের।২০২২ টেট উত্তীর্ণ বিশেষ ভাবে সক্ষম চাকরি প্রার্থীদের নিয়ে আই এস এফ নেতা নৌওসাদ সিদ্দিকী মন্ত্রী শশী পাঁজার দ্বারস্থ।রিজারবেশন এ কারচুপির অভিযোগ এনে মন্ত্রীর সাথে দেখা করতে বিকাশ ভবনে এলেন তিনি। জানাও হবে তাদের নানা দাবী ও। ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী প্রার্থী যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের দাবি: A. প্রার্থীর প্রতিবন্ধী সার্টিফিকেট যেকোনো সরকারি হাসপাতাল থেকে ইস্যু করা হলে গ্রহণ করবেন। B. ইন্টারভিউর আগে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে কঠোরভাবে প্রতিবন্ধকতা যাচাই করতে হবে। C. রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিছু অসৎ ব্যক্তি অর্থের বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট দিচ্ছে-সার্টিফিকেটগুলো বৈধ হলেও ক্যান্ডিডেট প্রকৃতপক্ষে ভুয়ো (FAKE)। তাই প্রতিটি ক্যান্ডিডেটকে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পুনরায় যাচাই করা বাধ্যতামূলক করতে হবে। D. মেডিক্যাল বোর্ড দ্বারা যদি কেউ FAKE প্রতিবন্ধী প্রমাণিত হয়, তবে তার - TET PASS স্ট্যাটাস, সোর্টিফিকেট - PH সার্টিকেট, - D.El.Ed ট্রেনিং সার্টিফিকেট, - ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্র(candidateতা অবিলম্বে বাতিল করতে হবে। E. 2022 সালের প্রাথমিক শিক্ষক নিযোগের মতোই, চলতি 2025 সালের নিয়োগেও সকল প্রকৃত (orginal) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যায্য অধিকার ও চাকরি সুনিশ্চিত করতে হবে। F. আমরা যারা সত্যিকারের বিশেষভাবে সক্ষম-তাদের যেন সম্মানের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই এই নিয়োগ যাতে দূষিত বা কলঙ্কিত না হয়, তা নিশ্চিত করতে হবে.
142
comment0
Report
NRNarayan Roy
Dec 04, 2025 07:56:19
Siliguri, West Bengal:बागडोगरा हवाई अड्डे से बैंगलोर जाने वाले यात्रियों को लगातार दो दिन विमान के रद्द होने से भारी कठिनाइयों का सामना करना पड़ा। इंडिगो की निर्धारित उड़ान कल दोपहर 12:30 बजे उड़ान भरने वाली थी, लेकिन बोर्डिंग पूरी होने के बाद उड़ान रद्द कर दी गई। फिर यात्रियों को आज के नए तारीख पर टिकट दिया गया, लेकिन सुबह ही एयरपोर्ट पर पहुँचने पर उन्हें पता चला कि आज की उड़ान भी रद्द है। खुषाह यात्रियों के अनुसार कुछ को चिकित्सा के लिए तो कुछ को जरूरी नौकरी के इंटरव्यू के लिए बैंगलोर जाना था, पर दो दिनों तक उड़ान रद्द रहने से वे फँस गए। यात्रियों का आरोप है कि रिफंड लेने पर भी बड़ेCancellation चार्ज काट लिए जाते हैं। हवाई अड्डा अधिकारियों की तरफ से उड़ान रद्द होने के बारे में कोई स्पष्ट टिप्पणी नहीं मिली।
101
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 04, 2025 07:55:57
Asansol, West Bengal:বালির ডাম্পারের সামনে বিক্ষোভ চলাকালীন আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছলেই পুলিশকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা ও বিজেপির কর্মী ও সমর্থকরা এই বিক্ষোভে সামিল হয়। পরে পুলিশ সমস্ত বিষয়টা তদন্ত করে দেখার আশ্বাস দেন। অগ্নিমিত্রা পাল নদীর ধারে দাঁড়িয়ে থাকা বড় বড় 18 টি বালি ভর্তি ডাম্পার এর নম্বর নিয়ে পুলিশকে জানায়। অগ্নিমাত্রার দাবি দামোদর নদীর গর্ভে যে ওয়াটার পাম্প হাউস গুলো রয়েছে সেগুলি বিপদজনক অবস্থায় হয়ে গিয়েছে। এইভাবে অবৈধ বালি তোলার জন্য ইতিমধ্যেই পি এইচ ই র একটি ওয়াটার পাম্প হাউস নদী গর্ভে পড়ে গেছে। প্রায় ৫১ টি গ্রাম জল পাচ্ছে না। এখন অবশিষ্ট পাম্প হাউস গুলো যদি না বাঁচে তাহলে গোটা আসানসোল শিল্পাঞ্চল পানীয় জল সংকটে ভুগবে। সেই জন্য তিনি পুলিশ ও রাজ্য প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার আহবান জানান এবং আন্দোলন করার হুমকিও দেন。
96
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 04, 2025 07:55:35
Kolkata, West Bengal:যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রিপোর্ট জমা পরল কলকাতা হাইকোর্টে। রিপোর্টে উল্লেখ :- -- আদালতের নির্দেশ মতো যৌথ বৈঠক হয়েছে। ইতিমধ্যে উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ৬৮ লক্ষ টাকা পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তার জন্য সিসটিভি লাগানোর দায়িত্ব সংস্থাকে দেওয়া হয়েছে। মোট ৭০ টি সিসিটিভি লাগানো হবে ক্যাম্পাসের ভেতরে । ৪৫ দিনের মধ্যে এই সিসিটিভি লাগানোর কাজ শেষ করা হবে। ৩২ জন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে। সৈনিক বোর্ড থেকে অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়োগ করা হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ :- -- ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা গ্রহণের অগ্রগতি রিপোর্ট আদালতে জমা করতে হবে।
38
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 04, 2025 07:52:20
Howrah, West Bengal:ফের ডোমজুড় বিধানসভা এলাকার এক বিএলও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি এক বেসরকারি নার্সিংহোমে। ওই বিএলও ওয়াসিম পারভেজ জানিয়েছেন তিনি কাজের চাপ সহ্য করতে পারছেন না। তার আবেদন এই পরিস্থিতিতে তাকে গুলি করে মেরে ফেলা হোক। ডোমজুড় বিধানসভার ১৪৮ নম্বর পার্টের বিএলও ওয়াসিম পারবেজ। তিনি বাঁকড়ার ইসলামিয়া প্রাইমারি স্কুলের দিবা বিভাগের শিক্ষক। গত সাড়ে চার বছর ধরে তিনি ওই স্কুলে শিক্ষকতা করছেন। তার আসল বাড়ি নদীয়ার কৃষ্ণনগরে। বাঁকড়ায় সে একা একটি ফ্ল্যাট ভাড়া করে থাকেন। বাড়িতে স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। ওই বিএলও গতকাল গভীর রাতে নিজের ফ্ল্যাটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি এক বিএলএ কে ফোন করেন। তিনি এবং স্থানীয় কিছু বাসিন্দারা তারা ওই ফ্ল্যাটে ছুটে যান। তারা দেখেন ঘরের মধ্যে সে থরথর করে কাঁপছে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে তিনি আইসিইউ তে ভর্তি আছেন। তার ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা হয়েছে। ওয়াসিম পারভেজ বলেন তার কাজের প্রায় ৮০ শতাংশ শেষ করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করলেও তার কাজ শেষ আর হচ্ছে না। এর পাশাপাশি স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট তৈরি করা এবং পরিবারের চাপ এত কিছু তিনি আর সহ্য করতে পারছেন না। তিনি স্পষ্ট অভিযোগ করেন বিএলও র কাজের জন্যে তাকে নানা দিক থেকে এমন ভাবে চাপ দেওয়া হচ্ছে তিনি আর তা সহ্য করতে পারছেন না। তার আত্মহত্যা করার মত অবস্থা।এর প্রতিকার চান তিনি। বাইট..১..ওয়াসিম পারভেজ(বি এল ও) ২..উমেশ রাই(রাজ্য সম্পাদক বিজেপি) ৩..নুরজ মোল্লা(তৃণমূল যুব সভাপতি,ডোমজুর ব্লক) ৪..পিটুসি
180
comment0
Report
NHNantu Hazra
Dec 04, 2025 07:51:54
158
comment0
Report
PDPradyut Das
Dec 04, 2025 07:33:54
Jalpaiguri, West Bengal:কর্মীদের পিএফ জমা না পড়ায় সুদসহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে প্রায় ১৩ কোটি টাকা জরিমানা। এ ব্যাপারে পিএফ কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই নোটিশ ধরানো হয়েছে এনবিএসটিসিকে। দু’মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। নতুবা নিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘অ্যাটাচ’ করে বকেয়া ওই টাকা আদায় করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের তরফে। এ ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। নিগম সূত্রে খবর, সময়ে পিএফের টাকা জমা না পড়ার যে বিষয়টিকে সামনে রেখে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ তাদের কড়া নোটিশ ধরিয়েছে তা বাম আমলের ঘটনা। নব্বইয়ের দশকে দীর্ঘদিন ধরে এনবিএসটিসির কর্মীদের পিএফের টাকা ঠিকমতো জমা পড়েনি। যার কারণে ১২ শতাংশ সুদ সহ জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি টাকারও বেশি। এদিকে, স্বল্প সময়ে পিএফ খাতে কীভাবে এত টাকা বকেয়া মেটানো সম্ভব তা নিয়ে রীতিমতো চিন্তায় এনবিএসটিসি কর্তৃপক্ষ। এর আগে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ঠিকমতো জমা না পড়ায় নিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করে প্রায় সাড়ে চার কোটি টাকা আদায় করে পিএফ কর্তৃপক্ষ। কিন্তু এবার টাকার অঙ্ক বেশি। ফলে তৈরি হয়েছে গুরুতর সঙ্কট। জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কমিশনার পবন বনসাল বলেন, ‘সময়ে কর্মীদের পিএফের টাকা জমা না দেওয়ায় জরিমানা এবং সুদসহ এনবিএসটিসির বকেয়ার পরিমাণ দাঁড়িয়ে ১৩ কোটি টাকারও বেশি। আইন অনুযায়ী নোটিশ পাওয়ার পর থেকে বকেয়া টাকা জমা করার জন্য তারা ৬০ দিন অর্থাৎ দু’মাস সময় পাবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি বকেয়া টাকা জমা না পড়ে, সেক্ষেত্রে নিয়ম মেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘অ্যাটাচ’ করে ওই টাকা আদায় করা হবে।’ বকেয়া অনাদায়ে নিগমের অ্যাকাউন্ট অ্যাটাচমেন্টে যদি ব্যাঙ্ক কর্তৃপক্ষ সহযোগিতা না করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে যে পিএফ কর্তৃপক্ষের কড়া পদক্ষেপ নেওয়ার এক্তিয়ার রয়েছে সেটাও মনে করিয়ে দিয়েছেন জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার। এ ব্যাপারে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বক্তব্য, ‘সময়ে পিএফ জমা দেয়ার ক্ষেত্রে অতীতে কিছু সমস্যা ছিল। এর কারণে বেশ কিছুটা বকেয়া তৈরি হয়েছে। পিএফ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ওই বকেয়া মেটাবোর চেষ্টা করছি।’
106
comment0
Report
Advertisement
Back to top