Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

दरजीलिंग के Saras Mela: 136 स्टॉल, 20 दिन, tibetan-नेपाल थीम, पर्यटन में चमक

KAKAYESH ANSARI
Nov 08, 2025 06:17:26
Darjeeling, West Bengal
Second Years Of Saras Mela In Darjeeling (Mall) Where 136 stalls placed from all districts including 6 other states; stalls foreign and local enjoying. This year the mela runs longer with 20 days from 29th Oct to 16th Nov, and features Tibetan and Nepali cultural themes with daily musical programs. Darjeeling Saras Mela began on 29th Oct in Mall (Chowrastha) and was inaugurated by the Chief Minister from Kolkata. The mela attracts tourists and locals alike, with stalls from Darjeeling, Kalimpong and other districts, and participants from six other states. Visitors can see local items and foods, and purchase them as souvenirs. The event is praised for showcasing different cultures and boosting local business this year as compared to last year.
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Nov 08, 2025 09:41:39
Dinajpur, Rangpur Division:পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই নাবালকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম অমিত হোসেন (১৩) ও মাফুজ আনসারি (১৬)। घटना বংশীহারী থানার সুরিপুকুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বংশীহারী থানার সুরিপুকুর গ্রামের নাবালক অমিত হোসেন ও মাফুজ আনসারি। অমিত এলাহাবাদ হাই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। মাফুজ দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার সন্ধ্যায় দুইজন মোটরবাইকে চেপে কুশমন্ডি থানার চৌরঙ্গী মোড়ে ফাস্টফুড খেতে গিয়ে ছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি লরি তাদের মোটর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় অমিত ও মাফুজ। স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে গঙ্গারামপুর স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। আরোহীই গুরুতর জখম হন। সেখানে চিকিৎসকরা অমিতকে মৃত বলে ঘোষণা করেন। মাহফুজ আনসারির অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শুক্রবার রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শনিবার বেলা sাড়ে ১২টা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য Balurghat সদর হাসপাতালে পাঠায়।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 08, 2025 09:41:20
Kolkata, West Bengal:সরশুনা সাপুই পাড়াতে গত বৃহস্পতিবার দিনকে পাড়ায় জগদ্ধাত্রী পুজোর খিচুড়ি রান্না হচ্ছিল সেই সময় ওই শিশু কন্যা তৃষা নিজের সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে ঠাকুর দেখতে দেখতে হঠাৎই রাস্তার উপর তৈরি হওয়া ফুটন্ত খিচুড়ির করাই এর মধ্যে অন্যমনস্কভাবে সে গিয়ে পড়ে এবং সেই করাইয়ের ফুটন্ত খিচুড়ি তার শরীরের উপর পড়ে তড়িঘড়ি পুজো কমিটির লোকজন এবং প্রতিবেশীরা তাকে নিয়ে যায় প্রথমে বিদ্যাসাগর হসপিটালে সেখান থেকে MR বাঙ্গুর এ স্থানান্তরিত করা হয় কিন্তু গতকালকের তার মৃত্যু হয়েছে তৃষা সাপুই (১১)। ইতিমধ্যেই শোকের ছায়া এলাকায়,তিশার বাবা চার বছর আগে মারা গেছে মায়ের সঙ্গে একটি মাত্র মেয়ে একসঙ্গে থাকতো। স্থানীয় লোকজনের বক্তব্য গত পরশুদিনকে তার অপারেশন হয় তারপরে ডাক্তার তাদেরকে ICU বেড খুঁজতে বলে mr বাঙ্গুর এ আইসিইউ বেড পাওয়া যায়নি। শহরের বিভিন্ন হসপিটালে আইসিইউ বেড খুঁজে না পাওয়ার জন্যই তার মৃত্যু হল এমনই বক্তব্য স্থানীয়দের। এছাড়া স্থানীয় লোকেদের আরো অভিযোগ এমার বাঙ্গুর হসপিটালের ICU বেড থাকা সত্ত্বেও এই পেশেন্টকে আইসিইউ বেড দেওয়া হয়নি, পরবর্তীকালে পাড়ার লোকেরা যখন মেয়র ববিহাকিম এর কাছে যায় সাথে সাথে আইসিউবেট পেয়ে যায় mr বাঙ্গুর হাসপাতাল এ, কিন্তু কতক্ষনে অনেকটাই দেরি হয়ে গেছে তাই এম আর বাঙ্গুর হাসপাতাল এ এই মৃত্যু হয় ওই শিশু কন্যাটির । গতকালকে তার মৃত্যুতে শোকের ছায়া এলাকায় ইতিমধ্যে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ পরিবারকে দেহ হস্তান্তর করা হবে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 08, 2025 09:41:10
Kolkata, West Bengal:সরশুনা সাপুই পাড়াতে গত বৃহস্পতিবার দিনকে পাড়ায় জগদ্ধাত্রি পুজোর খিচুড়ি রান্না হচ্ছিল সেই সময় ওই শিশু কন্যা তৃষা নিজের সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে ঠাকুর দেখতে দেখতে হঠাৎই রাস্তার উপর তৈরি হওয়া ফুটন্ত খিচুড়ির করাই এর মধ্যে অন্যমনস্কভাবে সে গিয়ে পড়ে এবং সেই করাইয়ের ফুটন্ত খিচুড়ি তার শরীরের উপর পড়ে তড়িঘড়ি পুজো কমিটির লোকজন এবং প্রতিবেশীরা তাকে নিয়ে যায় প্রথমে বিদ্যাসাগর হসপিটালে সেখান থেকে MR বাঙ্গুর এ স্থানান্তরিত করা হয় কিন্তু গতকালকের তার মৃত্যু হয়েছে তৃষা সাপুই (১১)। ইতিমধ্যে শোকের ছায়া এলাকায়,তিশার বাবা চার বছর আগে মারা গেছে মায়ের সঙ্গে একটি মাত্র মেয়ে একসঙ্গে থাকতো। স্থানীয় লোকদের বক্তব্য গত পরশুদিনকে তার অপারেশন হয় তারপরে ডাক্তার তাদেরকে ICU বেড খুঁজতে বলে MR বাঙ্গুর এ ICU বেড পাওয়া যায়নি। শহরের বিভিন্ন হসপিটালে ICU বেড খুঁজে না পাওয়ার জন্যই তার মৃত্যু হল এমনই বক্তব্য স্থানীয়দের। এছাড়া স্থানীয় লোকেদের আরো অভিযোগ এমার বাঙ্গুর হসপিটালের ICU বেড থাকা সত্ত্বেও এই পেশেন্টকে ICU বেড দেওয়া হয়নি, পরবর্তীকালে পাড়ার লোকেরা যখন মেয়র ববিহাকিম এর কাছে যায় সাথে সাথে ICU বেড পেয়ে যায় MR বাঙ্গুর হাসপাতাল এ, কিন্তু কয়েক অনুর্দিষ্ট সময় পরে much দেরি হয়ে গেছে তাই MR বাঙ্গুর হাসপাতাল এ ওই শিশু কন্যাটির মৃত্যু হয়েছে। গতকালকের মৃত্যুর ঘটনা নিয়ে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আজ পরিবারকে দেহ হস্তান্তর করা হবে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 08, 2025 09:33:10
Kolkata, West Bengal:आज বিকেলের আবহাওয়া। সৌরিশ বন্দ্যোপাধ্যায়। আবহাওয়াবিদ। আলিপুর আবহাওয়া দপ্তর。 #উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। শীতের আমেজ ক্রমশ বাড়বে। ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু তিন দিনে আরও তিন চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে দাবি আবহাওয়া দপ্তরের। ##শ্রীনিকেতনে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ১৬ ডিগ্রি। পুরুলিয়াতে ১৭ ডিগ্রি সেলসিয়াস। মালদাতেও ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ###দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাথ জেলাতেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে সকালের দিকে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। ####দক্ষিণবঙ্গে শীতের আমেজ। খুব সকালে হালকা কুয়াশা উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে এবং পশ্চিমের জেলাগুলিতে ১৫/১৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে তাপমাত্রা।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 08, 2025 09:32:42
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে চুরি, এক পরিবারের বাড়ি থেকে উধাও লক্ষাধিক টাকার সোনাদানা ও নগদ অর্থ বালুরঘাট, ৮ নভেম্বরঃ বালুরঘাট থানার অন্তর্গত ৬ নং ডাঙ্গা অঞ্চলের বড় রঘুনাথপুর এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ ৭ নভেম্বর, শুক্রবার গভীর রাতে রঘুনাথপুর বি এম হাই স্কুলের নিকটবর্তী এক পাড়ায় অরূপ কুন্ডু (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। জানা যায়, ওইদিন রাতে বোল্লা কালীপুজো উপলক্ষে পরিবারের সকলেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সুযোগে চোরের দল ফাঁকা বাড়িতে ঢুকে আনুমানিক ৩০ লক্ষ টাকার সোনাদানা, গয়না ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর_pে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর_pা পর্যন্ত চুরি হওয়া সামগ্রীর কোনো হদিস মেলেনি। এলাকায় ঘটনার পর চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য, চুরি হওয়া সামগ্রীর মোট মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে জানা_gেছে।
0
comment0
Report
TDTapan Deb
Nov 08, 2025 09:32:09
Alipurduar, West Bengal:ভোটার বা আধার কার্ড না দেখিয়ে মৃতদেহ হাসপাতালে ফেলে চম্পট দিল পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। জেলায় হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মন্ডল জানান গত ৫ নভেম্বর সকালে সঞ্জিদা বিবি হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়। রুগীর অভিভাবক হিসাবে স্বামী জাভেদ আলি ভর্তি করান। ঠিকানা দেয় দমনপুর, ফোন নম্বর দিয়েছিল - ৯২১১৫৩৮০৭৪। ৬ তারিখ রাতে সঞ্জিদা বিবি মারা যান। মৃত্যু's পরে ডেথ সার্টিফিকেটের জন্য মৃতের ভোটার কার্ড বা আধার কার্ড চাইলে মৃতের আত্মীয়রা বাড়িতে যান; কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা না আসায় ফোন করলে ফোনের সুইচ অব শোনায়। পরের দিন সকালে ফোন করলে পরিবার জানান তারা দেহ নেবেন না। এর পর থেকে সুইচ অব হয়ে যায়। ঠিকানা অনুযায়ী তাদের কোন হদিশও পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে এসআইআর এর এই অবহা এদের কাছে কোন পরিচয় পত্র না থাকায় পরিবারের লোক অন্যত্র কোথাও গাঁ ঢাকা দিয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ৭-১৪ দিন পর নিয়ম মেনে পরিচয়হীন দেহ হিসেবে সৎকার করা হবে বলে জানান হাসপাতাল সুপার।
0
comment0
Report
AMAshok Manna
Nov 08, 2025 09:31:47
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 08, 2025 09:21:04
Barrackpore, Kolkata, West Bengal:তৃণমূলের কর্মী নাকি বিজেপির ভরসা! বিএলএ নিয়োগে বিভ্রাট জগদ্দলে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর। দেশের বৈধ নাগরিক খুঁজতে তৎপর নির্বাচন কমিশন। বিএলও দের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলএ রা ও। আর এখানেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির বিএলএ দের। তবে এবার উল্টো চিত্র দেখা গেল লোকসভার জগদ্দল বিধানসভায়। তৃণমূলের কর্মী নাকি বিজেপির বিএলএ! জগদ্দল বিধানসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় ১২৪ নম্বর পাটে নিখিল দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই নিখিল দাসের নাম ই বিজেপির বিএলএ হিসেবে নাকি পাঠানো হয়েছে কমিশনের কাছে। জানিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক। আঁতপুর এলাকায় তৃণমূলের ক্যাম্পে নিজের মতো করে ভোটের কাজ করছেন নিখিল দাস। তিনি জানেনই না তার নাম বিজেপি মনোনীত করেছে বিএলএ হিসেবে। এই বিষয়ে নিখিল দাস জানান, আমি আগে বিজেপি করতাম। কিন্তু বেশ কয়েক বছর ধরে আমি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। কিন্তু কে বা কারা আমার নাম দিয়েছে তা আমি জানিনা। অন্যদিকে জগদ্দল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মালো বলেন, এটাই হচ্ছে বিজেপির কাজ। ওদের কোন লোকজন নেই। তাই তৃণমূল কর্মীকেই বিজেপি হিসেবে চিহ্নিত করে নাম পাঠিয়ে দিয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ওরা ভয় দেখিয়ে চমকিয়ে ওকে তৃণমূল দেখাতে চাইছে। নিখিল দাস ছবি ও সই দিয়ে নিজের নাম বিএলএ হিসাবে নথিভুক্ত করেছে। তাঁর প্রমাণও রয়েছে কমিশনের খাতায়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 09:01:46
Chinsurah, West Bengal:পক্ষপাত দুষ্ট বিএলও! সিপিএম বিএলএ'র বাড়িতে বসে গণনা ফর্ম গোছাচ্ছেন। জানতে পেরে ভিডিও করে ফেসবুকে দিলেন তৃনমূল কাউন্সিলর। বৈদ্যবাটির ২০৪ নম্বর বুথের ঘটনা। আজ সকালে চাঁপদানী বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বিএলও গণনা ফর্ম দিতে বের হন।সিপিএম বিএলএ সন্দীপদ চ্যাটার্জির বাড়িতে ফর্ম গোছ করছিলেন খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় তৃনমূল কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য। তার অভিযোগ নির্বাচন কমিশন নিয gutted.এই বিএলও পক্ষপাত দুষ্ট। এরপরই তিনি মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেন।ছবিতে দেখা যায় ঘরের মেঝেতে ছড়ানো ফর্ম।বিএলও সেগুলোকে গুছিয়ে ব্যাগে ভরছেন।সিপিএম বিএলএ কেও দেখা যায় মোবাইলে কাউন্সিলের ছবি তুলছেন আর বলছেন চলে যেতে। এবিষয়ে বিএলও রঞ্জনা দত্ত বলেন,আমি সুগারের রুগি।ওনার বাড়িতে বাথরুমে গিয়েছিলাম।বাড়ি অনুযায়ী ফর্ম আমি নিজে গুছিয়ে নিচ্ছিলাম এই টুকুই হয়েছে।এটা কি আমার অপরাধ? সিপিএম এর বিএলএ সন্দীপন চ্যাটার্জি বলেন,যিনি বিএলে আছেন তার সঙ্গে গত চার তারিখ থেকেই একসঙ্গে কাজ করছি আমরা।গতকাল তাকে অনেক ফর্ম দেওয়া হয়েছে।সেগুলো ঠিকমতো গোছানো ছিলনা।সেগুলো গুছিয়ে ব্যাগে ভরছিলেন সেই সময় কাউন্সিলর চলে আসেন।মোবাইলে ছবি তুলে হাউমাউ করে চেঁচামেচি করেন। বিষয়টা নির্বাচন কমিশনের আধিকারিকদের জানানো হয়েছে।এখন আর কোন সমস্যা নেই.
0
comment0
Report
Advertisement
Back to top