Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

Darjeeling में Kanchanjanga की साफ दिखी तस्वीर, पर्यटक उत्साह से लबरेज़

KAKAYESH ANSARI
Dec 05, 2025 19:01:33
Darjeeling, West Bengal
*Special Story* Aftet 5 Days The View Of Kanchanjanga Is Clear And Sunny Day In Darjeeling - Tourist Capturing The View And Enjoying From last 5 the weather of Darjeeling is was cold from the morning time and in evening the temperature drop to 7/8 degree. And it was also seen that the Higher part of hills was cover with Fence fog , The Kanchanjanga is also not view. But today after 5 days the sunny day and the view of kanchanjanga is clear for which the tourist are busy to capture the view of kanchanjanga in their phone. And also enjoying the view along with the cold weather. Where as afternoon again the the fog will cover the Kanchanjanga and the cold wind blow by which the temperature again drop down to 7/8 degree. Kanchanjanga is one of the main attraction of Darjeeling Hill and the View is clear, and the tourist are coming to. Enjoy the view of kanchanjanga. And we hope the Coning Christmas and New Year Season will be better. Thia is my first time that I saw the Clear view of Kanchanjanga and in enjoyed it very much. Every time the weather of Darjeeling Hills is different and that is loveable which is like.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Dec 05, 2025 19:01:07
Katwa, West Bengal:নবান্ন উৎসবের চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নানুর থানার পাতিসাড়া গ্রামে বাজবিহারী সর্দার নামে ব্যক্তির মৃত্যু হল। নিহত গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলে জানা যায়। ঘটনায় আরও মানব সর্দার,সুকুমার মেটে ও ঢোলা ম bate নামে তিন জন জখম হয়। নিহত রাজবিহারী সর্দার পরিবারের দাবি তারা তৃণমূল জেলা সভাধিপতি কাজলের সঙ্গে দল করে বলে তাদের উপর পরিকল্পনা করে আক্রমণ করা হয়েছে। লাঠি, রড নিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। পাতিসারা গ্রামে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। জখম সুকুমার মেটে এবং ঢোলা মেটের অবস্থার অবনতি হলে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জ্ঞান হারানো রাজবিহারী সর্দার সহ চারজনকে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে এলে রাজবিহারী সর্দারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি জখমদের চিকিৎসা শুরু হয়। দুজনের অবস্থার অবনতি ঘটলে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। নিহতের ছেলে মানব সর্দার জানান গ্রামে নবান্ন উৎসব উপলক্ষ্যে অন্নপূর্ণা পূজোর জন্য বাবা রাস্তার চাঁদা তুলছিলেন। এক ব্যক্তি চাঁদা দেব না বলেছিলেন; সন্ধ্যার সময়ে এই নিয়ে কথা কাটাকাটি হয় এবং গ্রামের কয়েকজনকে নিয়ে বুদ্ধদেব মাঝি ও রাজু মেটে তাদের ওপর লাঠি-রড নিয়ে আক্রমণ করেন।
132
comment0
Report
SMSubhasis Mandal
Dec 05, 2025 18:48:27
Howrah, West Bengal:হাওড়ার উদয়নারায়নপুরে মানিকুর গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তেজনা। গুরুতর যখম অবস্থায় উদয়নারায়নপুর হাসপাতালে ভর্তি তৃণমূলের উপপ্রধান। মতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে আটক এক জানা_gইয়েছে উদয়নারায়নপুরের কানপুর মানিকুর গ্রামে বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা সভা চলছিল। সেই সময়ে তৃণমূলের কানপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুশোভন শেঠ ওই এলাকার দিয়ে যাওয়ার সময় অভিযোগ বিজেপি কর্মীদের সাথে বচসা হয়। তারপরই উপ প্রধানের উপর হামলা চালায় তাদের বাইক ভাঙচুর করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপ প্রধান সুশোভন শেঠকে উদয়নারায়নপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ তাদের পরিবর্তন সংকল্প যাত্রা চলাকালীন প্রধানের নেতৃত্বে সেখানে হামলা চালায় তৃণমূল, মঞ্চ ভাঙচুর পাশাপাশি একাধিক কর্মী সমর্থকের বাইকে আগুন দিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা মতায়েন বিশাল পুলিশ বাহিনী, আটক করা হয়েছে ১ জনকে।
100
comment0
Report
EGE GOPI
Dec 05, 2025 18:48:07
Kharagpur, West Bengal:পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক বুথ লেভেল অফিসার (BLO)। শুক্রবার বিকেলে ডেবরা ব্লকের ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের ৯৫ নম্বর কুলগেড়িয়া বুথের BLO অরূপ কুমার মাইতি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পেশায় শিক্ষক অরূপবাবু চকশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। দিনভর বুথ-সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর আপডেটের অতিরিক্ত চাপের জেরে গত কয়েকদিন ধরেই মানসিক উদ্বেগ বাড়ছিল তাঁর। শুক্রবার বিকেলে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে Debra সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে হার্ট জনিত সমস্যা ধরা পড়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর ট্রপ টি পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। ঘটনার খবর পেয়ে সন্ধ্যার কিছু পরেই হাসপাতালে পৌঁছে যান ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তিনি অসুস্থ BLO–র শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। তবে পুরো ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি নন অরূপবাবুর পরিবারের সদস্যরা। অতিরিক্ত প্রশাসনিক কাজের চাপ নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ রয়েছে রাজ্যের বহু BLO–র। তারই মাঝে ডেবরার এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে মাঠ পর্যায়ের কর্মীদের কর্মপরিবেশ ও মানসিক চাপ নিয়ে।
186
comment0
Report
NHNantu Hazra
Dec 05, 2025 18:47:33
Salt Lake City, Utah:HDFC Bank organized the 17th Annual Blood Donation Camp. The Blood Donation Camp was held at New Bank House of HDFC Bank in Newtown. Bidhan Nagar Police Commissionerate Commissioner Mukesh Kumar, Gaurav Roy (Group Head, Operations) were present. Officials of the bank present. ১৭ তম বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করলো HDFC ব্যাংক।নিউটাউনের HDFC ব্যাংকের নিউ ব্যাংক হাউজে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন বিধান নগর পুলিশ কমিশনারেট এর কমিশনার মুকেশ কুমার,গৌরব রয় (গ্ৰুপ হেড,অপারেশন ) . উপস্থিত ব্যাংকের পদস্থ আধিকারিক। এইচডিএফসি ব্যাংক তাদের নিজস্ব সিএসআর উদ্যোগে পরিবর্তন এর অধীনে তাদের দেশব্যাপী ১৭ তম রক্তদান শিবিরের আয়োজন করে। এই উত্তরটি ভারতবর্ষে এক হাজার একশটির বেশি শহরে আয়োজিত হয়। এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে এইচডিএফসি ব্যাংকের কর্মচারী গ্রাহক সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন বেসরকারি এবং সরকারি কলেজের স্টুডেন্টরা। প্রতিবছরের মত এবছর সারা দেশের স্বীকৃত ব্লাড ব্যাংক গুলি সরকারি কর্তৃপক্ষ এবং NGO গুলির সাথে তাদের অংশীদারত্ব চালিয়ে যায়। এই রক্তদান শিবিরে ১৮ থেকে ৬০ বছর বয়সী সুস্থ সকলযোগ্য রক্তদাতারা রক্তদান করতে পারবে। ২০০৭ সালের প্রথম শুরু হয় এই রক্তদান শিবির। ২০০৭ সালে লঞ্চের পর থেকে এই উদ্যোগ ৪৪ টি সেন্টারের সম্প্রসারিত হয়েছে এবং এটি প্রথম বছর ৫৫৩৩টি ক্যাম্পে ৪৩৮৫ ইউনিট রক্ত সংগ্রহ করেছিল এবং ২০২৪ সালে ১৪০৮ টি জায়গা জুড়ে ৩ লক্ষ ৩৮ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করেছিল। ২০১৩ সালে রক্তদান শিবির একদিনে বিভিন্ন অবস্থানে সবথেকে বড় রক্তদান শিবিরের আয়োজন করার জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও পেয়েছিল। বাইট...... গৌরব রয় (গ্ৰুপ হেড,অপারেশন ) মুকেশ কুমার (পুলিশ কমিশনার, বিধান নগর পুলিশ কমিশনারেট )
182
comment0
Report
NHNantu Hazra
Dec 05, 2025 18:47:14
Salt Lake City, Utah:BJP MLA Shankar Ghosh held a press conference outside the Vidhan Sabha. He answered various questions about various events happening in the state. বিধান সভার বাইরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রেস কনফারেন্স করেন। রাজ্যের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্ন গুলো হলো..... ১. সামনে উচ্চমাধ্যমিক, স্যর-এ ব্যস্ত শিক্ষক-শিক্ষিকারা, কীভাবে পাঠক্রম শেষ হবে, চিন্তায় ছাত্র-ছাত্রী, অভিভাবকরা ২. সময়সীমা বাড়ানো হয়েছে, এরপরও ভুল ভ্রান্তি থাকলে আইনানুগ ব্যবস্থা, বিএলও-দের লিখিত হুঁশিয়ারি কমিশনের ৩. দেশজুড়ে কয়েক দিন ধরেই ইন্ডিগোর পরিষেবা মুখ থুবড়ে পড়েছে, রোজ ভোগান্তির শিকার কয়েক লক্ষ মানুষ, বিমানবন্দরে আটকে যাত্রীরা, বসার জায়গা নেই, পানীয় জল মিলছে না, খাবার নেই, অন্য বিমান সংস্থার ভাড়া ১০০ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার দেরিতে কেন উদ্যোগী হল ৪. মুর্শিদাবাদে নজির বিহীন নিরাপত্তা, পুলিসে পুলিসে ছয়লাপ, হুমায়ুন কবীরের বাবরির আদলে মসজিদ তৈরির শিল্যানাস কি আদৌ হবে? ৫. মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত। শান্তি বজায় রাখার দ্বায়িত্ব রাজ্যের ওপরই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৬. নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ৭. বাংলাকে কেন্দ্রের বঞ্চনা। সংসদ চত্বরে বিক্ষোভে তৃণমূল। তৃণমূল সাংসদদের বিক্ষোভ। ৮. বীরভূমে অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর হিংসা ৯. আদিনা মসজিদ নিয়েও শমীকের বিস্ফোরকের দাবি, শুরু রাজনৈতিক তরজা
163
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 05, 2025 14:31:31
Howrah, West Bengal:অসম্ভব বি এল ও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাওড়ার একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলো।তার পায়ের সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে হাওড়ার হাসপাতালে ভর্তি করানো হয়।হাওড়া জেলা প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান জানান চিকিৎসার খরচ বহনে সমস্যায় পড়েছিলো অনির্ব Yorkers পরিবার।তাই সাহায্যের জন্য গতকাল জেলাশাসকের কাছে আবেদন করেছিল স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায়।সেইমতো জেলাশাসক ব্যবস্থা করেন হাওড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির জন্য।এছাড়াও জেলা প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষ থেকে সাহায্য করা হয়।উল্লেখ্য গত পরশু অসুস্থ হয়ে পড়েছিলেন ডোমজুর বিধানসভা ৬৩ নম্বর বুথের এই বি এল ও.কের কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ পরিবারের।
103
comment0
Report
CDChampak Dutta
Dec 05, 2025 13:38:52
Kaji Chak, West Bengal:চলতে চলতে খুলে গেল ট্র্যাক্টরের চাকা, দ্রুত গতিতে গড়িয়ে গিয়ে সেই চাকা গিয়ে ধাক্কা মারলো এক চলন্ত মোটরসাইকেল ও একটি টোটো কে তারপর সেই চাকা রাস্তার পাশে জায়গা ঘিরে রাখা লোহার গেট ভেঙে ঢুকে যায় ভিতরে। এই ঘটনায় আহত হয়েছে এক মোটর বাইক আরোহী ও এক টoto চালক। ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরবাইক ও টোটো টিরও। এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের আবর্জনা নিয়ে মেদিনীপুর পৌরসভার একটি ট্র্যাক্টর যাচ্ছিল ধর্মা ডাম্পিং গ্রাউন্ডে। ধর্মাচকের কিছুটা আগেই হঠাৎ করে আবর্জনা বোঝাই ট্র্যাক্টর এর পিছনের চাকা খুলে বেরিয়ে যায়। সেই খুলে যাওয়া চাকা প্রথমে ধাক্কা মারে একটি মোটরসাইকেল কে, ধাক্কা লাগার পরেই মোটরসাইকেলে থাকা মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে রাস্তার উপরে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে। এরপর ওই চাকাটি মোটরসাইকেল গিয়ে ধাক্কা মারার পর ধাক্কা মারে একটি টোটোকে। এর ফলে টোটোটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। চাকাটি টোটো চালকের পায়ের উপর দিয়ে চলে যাওয়ায় আহত হয় টোটো চালকও। এরপর ওই চাকাটি গিয়ে রাস্তার পাশে জায়গা ঘিরে রাখা একটি লোহার গেট ভেঙে ঢুকে যায় ভেতরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। মেদিনিপুর পৌরসভার পক্ষ থেকেও পাঠানো হয় অন্য একটি ট্র্যাক্টর। চাকা খুলে যাওয়া ট্র্যাক্‌রারের সমস্ত আবর্জনা নতুন ট্র্যাক্‌টারে তুলে নিয়ে যাওয়া হয় ডাম্পিং গ্রাউন্ডে। ভর সন্ধ্যেবেলায় এইরকম ঘটনায় হক চকিয়ে যায় পথ চলতি সাধারণ মানুষ। ঘটনার পর সাময়িক যানজটের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ যানজট মুক্ত করে। জানা গেছে আহত মোটরবাইক আরোহী বর্তমানে সুস্থ রয়েছে।
170
comment0
Report
RDRaktima das
Dec 05, 2025 13:32:57
Kolkata, West Bengal:ফিরহাদ হাকিম। সাংবাদিক সম্মেলন। ১) ফর্ম ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ। تירिश হাজার মানুষের परिवार। তার মধ্যে আমাদের যা নিয়ম; এর বাইরে দু একজন থাকতে পারে। তাদেরকে নিয়মের মধ্যে টেনে নিয়ে আসা। শোকজ করা একটা প্রভিশন। এটা পুরসভার আইন এর মধ্যে আছে। মানুষের সেবায় আমরা নিয়োজিত। নিজের টেম্পারমেন্ট করা যাবে না। এটা মেয়র এর কাছ থেকে শিখতে হবে। ২) আবাসনে বুথ। আমি আবাসনের লোকজনকে নিয়ে মিটিং করেছিলাম। তাদের বাক স্বাধীনতা আছে। তারা বলেছেন। কিন্তু এটা কর্পোরেশনের এক্তিয়ার নয়। ৩) পার্কিং। চিঠি দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কমিশনারের সঙ্গে কথা হচ্ছে। পার্কিং গুলো যেন সকালবেলাতে অনেক দিনের গাড়ি সেগুলো থানা থেকে আমাদের মিটিংয়ে বলা হবে। থানা থেকে সাহায্য নিয়ে করতে হবে। এটা পাবলিক হেল্থ এর বিষয়। গাড়ির চাকার পাশে একটা মাটির ভাঁড় পড়ে আছে। সেখানে ডেঙ্গুর লার্ভা তৈরি হবে। মানুষের জীবনের আশঙ্কা। যে গাড়িগুলো থাকবে সেই গাড়িগুলো একটু সরিয়ে পরিষ্কার করার পর আবার নিয়ে আসা যাবে, এই কাজটুকু করতে হবে。 এটুকু সহযোগিতা আমি চাইছি, মানুষের সেবার জন্য। এটা আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ নয়। আমি আজ দেখলাম সকালে পরিষ্কার করেছে, দুপুরে আবার নোংরা। ময়লা-বিন দশ হাত দূরে কিন্তু সেখানে ফেলছে না কেন? ৪) আদালতের নির্দেশে কি কাজ বিপাকে? আপনি বেআইনি নির্মাণ করলে আমরা ব্যবস্থা নিতে পারি পুরসভার আইন অনুযায়ী। কিন্তু আদালত অনেক সময় দেখে তার থাকার অধিকার সেই ঘরে। আমরাও অমানবিক নই। কিন্তু সেক্ষেত্রে বিচারক ভেঙে ফেলার নির্দেশ দিলে আরেকজন আবার মানবিক দিক থেকে অন্য সিদ্ধান্ত দিতে পারেন। গাছ কাটার ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয়। আবার আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আপিল করি। ৫) লক্ষী ভান্ডার। লক্ষী ভান্ডার বন্ধ হচ্ছে না। ষাট বছর হয়ে গেলে তা অটোমেটিক লক্ষী ভান্ডার টুতে ট্রান্সফার হয়ে যাবে। এটা এক্সেপশনাল কেস। ৬) জন্ম মৃত্যু সার্টিফিকেট। যাদের বার্থ সার্টিফিকেটের আমাদের কাছে রেকর্ড আছে তাদের যদি ডুপ্লিকেট লাগে বা একটা অতিরিক্ত লাগে। আইন আছে, আমরা দিতে বাধ্য।। একটা অ্যাপের চ্যাট বট মাধ্যমে প্রথমে দেড়শ থেকে আমরা ৩০০ টা করেচ্ছিলাম।এখন সাড়ে চারশ। ৬০০টা করা হবে। আর এক সপ্তাহের মধ্যে এটা ৬০০ হবে। অফলাইন আবার খুলছে। এর মধ্যে দেড়শ প্রতিদিন পাসপোর্ট ভেরিফিকেট। মানুষের ডিমান্ড আছে আমরা সিংহ দুয়ারে কাউন্টার করেছি, আরো বাড়াবো। যাদের রেকর্ড আছে তাদের ডুব্লিকেট দিয়ে দেব। কেন শুরু হয়ে গেছে..... চলছে তো। এসআইয়ের একটা আতঙ্ক আছে সেখান থেকে মানুষ যদি চায় আমরা সহযোগিতা করব এটা ভালো কথা।। ৭) অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটার ভোটার তালিকায়। কিছু জায়গায় শিফট আছে। কিছু জায়গায় লেফট আছে। এগারো মাসের কন্টাক্ট কলকাতা এর জন্য এই ধরনের ঘটনা। ধরুন চেতলায় থাকতো বেহালায় চলে গেছে এখন অটোমেটিক ভাবে বেহালায় ভোটার হয়ে যাবে। আর পুরনো জায়গায় গিয়ে ভোট দিতে হবে না ৭২ পর্যন্ত আমরা অনলাইনে রেকর্ড দেখে দিচ্ছি। এর পেছনে হলে একটু সময় লাগছে। পুর মন্ত্রী হিসেবে সমস্ত মিউনিসিপালিটি বিজ্ঞপ্তি দেব। যাতে বার্থ সার্টিফিকেট যদি কেউ চেয়ে থাকে রেকর্ড থাকলে অবশ্যই তাকে দিতে হবে।
60
comment0
Report
PMPiyali Mitra
Dec 05, 2025 13:32:24
131
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 05, 2025 13:31:58
Asansol, West Bengal:মন্ত্রী অরূপ বিশ্বাস ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এর মধ্যে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা。 পশ্চিম বর্ধমান জেলায় পরপর তিন দিন ধরে এসআইআর (SIR) নিয়ে ব্লকভিত্তিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রতিদিনই তিনি দলের বিএলও কর্মী ও জেলা নেতৃত্বের সঙ্গে সভায় অংশ নিয়ে দিশা–নির্দেশ দেন। শেষ দিনের বৈঠকে তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “এটা একটা চক্রান্তের বিরুদ্ধে লড়াই। যে বিজেপি সেই কমিশন, আর যে কমিশন সেই বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন—আমরা রাস্তায় নেমে দলমত নির্বিশেষে কর্মীরা মিলে লড়াই করছি। এটা বিহার নয়, মহারাষ্ট্র নয়, হরিয়ানা নয়, দিল্লিও নয়। এটা বাংলা—মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আমরা লড়াই করব, এবারও ২৫০টি আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব。” এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের ‘শিফটেড’ দেখানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে অরূপ বিশ্বাস আরও বলেন, “অনেকে দু’এক দিনের জন্য বাইরে গেছেন, ফরম জমা দেবেন বলে ঠিক করেছিলেন। অথচ তাঁদের নাম শিফটেড দেখিয়ে দেওয়া হচ্ছে। এসব নিয়ে আমরা আন্দোলনে নামব। অভিষেক ব্যানার্জি আগেই বলেছেন—১০ লক্ষ লোক নিয়ে দিল্লি যাব। কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা বসে থাকব না।” অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল বিপরীত সুরে দাবি করেন, “ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ ভোটারের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত এবং ‘নো ট্রেস’—সবই রয়েছে। এক জেলায় যদি এত মানুষের নাম বাদ যায়, তাহলে বাকি জেলাগুলো মিলিয়ে কত ভুয়া ভোটার বাদ যাবে—তা স্পষ্ট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এত অস্থির হয়ে উঠেছেন, এসআইআর-এর বিরুদ্ধে দিল্লিতে আন্দোলনের হুমকিও দিচ্ছেন। রোহিঙ্গাদের নাম ও ভুয়া ভোটারের নাম বাদ যেতেই হবে, এসআইআর হবেই।”
203
comment0
Report
CDChampak Dutta
Dec 05, 2025 12:54:47
Kaji Chak, West Bengal:চাষ জমি জুড়ে জ্বলছে আগুন, ধুঁয়োই ঢেকেছে এলাকা, আগুনে পুড়ে নষ্ট বিঘের পর বিঘে মাঠের পাকা ধান। কৃষকরা চিন্তায় পড়েছেন আগুন নিয়ে, দমকল কর্মী ও স্থানীয় মানুষ হাত লাগিয়েছেন আগুন নেভাতে। পশ্চিম মেদিনি prefecture জেলার ঘাটাল থানার দন্দিপুর গ্রামে বিঘার পর বিঘা জমিতে রয়েছে পাকা ধান কোথাও মেশিন দিয়ে কাটার পর জমিতে পড়ে থাকা নারায় ধরিয়ে দেয়া হচ্ছে আগুন প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে।শুধু ঘাটালে নয় চন্দ্রকোনার ক্ষীরপাই বুড়ি পুকুর মাঠ,দাসপুরের শ্যামসুন্দরপুর সহ ঘাটাল মহকুমা জুড়ে জমিতে আগুন আর আগুন।আর সেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের কোথাও পাকা ধান পুড়ে নষ্ট হচ্ছে কৃষকের।কৃষি দপ্তর প্রচার চালাচ্ছে যে জমিতে আগুন লাগাবেন না,কিন্তু মাঠজুড়ে ছবিটা ভিন্ন, কৃষি দপ্তরের দাবি জমিতে আগুন লাগালে জমির মাটিপুড়ে উর্বরতা ক্ষমতা হারায় তাছাড়াও জমিতে থাকা কৃষকদের বন্ধু পোকার মৃত্যু ঘটে ফলে চরম ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের তা সত্ত্বেও কৃষকেরা বিঘার পুর বিঘা জমিতে ধরিয়ে দিচ্ছে আগুন। আগুন নেভাতেই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ছবি বাইট 2c তে SLUG- 0512ZG_WMID_PADDY_FIELD_R
180
comment0
Report
Advertisement
Back to top