Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
दक्षिणेश्वर-शहीद खुदीराम मेट्रो के सभी स्वचालित गेट बदले जाएंगे; 133 नए गेट लगेंगे
AGAyan Ghosal
Oct 31, 2025 08:49:57
Kolkata, West Bengal
ভোল পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম মেট্রোপথের স্বয়ংক্রিয় গেট। নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালুর পর থেকেই শহরের লাইফলাইনে যাত্রীদের ঢোকা-বারোনার পথে সমস‌্যা হচ্ছিল। তাড়হুড়োয় অনেক ক্ষেত্রেই খুলতে চায় না গেট। তাছাড়াও বহু গেটেরই বেহাল অবস্থা। তাই এই গোটা মেট্রোপথের সমস্ত স্বয়ংক্রিয় গেট (এএফসি, পিসি) বদলে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। (টেন্ডার স্টিল দিলাম) মেট্রো সূত্রে খবর মোট ১৩৩টি নতুন গেট বসানো হবে ব্লু লাইনের ২৫টি স্টেশনে। ফলে যাত্রীদের আর মেট্রো স্টেশনে ঢুকতে বেরোহার পথে সমস‌্যা হবে না। মাস কয়েকের মধ্যেই এই গেটগুলো ধাপে ধাপে বদলে ফেলা হবে বলেই জানা গিয়েছে। মেট্রোর তরফ থেকে একটি মোবাইল বার্তায় অফিসিয়ালি জানানো হয়েছে , ২০১১ সালে অধিকাংশ স্টেশনে এই গেটগুলো বসানো হয়েছিল। ফলে এগুলোর বয়স প্রায় ১৫ বছর হতে চলল। পুরনো আমলের গেট বলে সেই সব যন্ত্রাংশও পাওয়া যায় না। যে কারণে পুরনো গেট সারানোর বদলে নতুন গেট বসানোর সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, মেট্রো থেকে নেমে এই স্বয়ংক্রিয় গেট দিয়ে বেরোতে সমস‌্যা হয়। সব সময় গেট খুলতে চায় না। ফলে দীর্ঘ লাইন পড়ে যায়। পকেটে থাকা কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলেই তার কিউআর কোড আর ‘রিড’ করতে পারে না এই গেট। ফলে তা খোলে না। অনেক সময় স্মার্ট কার্ড ছোঁয়ালেও তা খুলতে চায় না বলে অভিযোগ। ফলে তাড়াহুড়োয় বেরোনোর সময় সমস্যায় পড়ছেন তারা। তবে কাগজের টিকিটের সমস‌্যা এড়াতে আধুনিক ‘চিপ’ লাগানো হয়েছে গেটে। আবশ্য তাতেও পুরোপুরি সমস‌্যা মেটেনি। তাই পুরোপুরি বদলানো হয় সিদ্ধান্ত। বরানগর, দক্ষিণেশ্বরের মতো নতুন যে স্টেশন রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আবশ্য এই নয়া গেট বসবে না। প্রযুক্তিগত সমস্যায় অনেক সময় গেট খুলতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরে গেটের সামনে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। আর একসঙ্গে দুই ট্রেন ঢুকলে তো ভোগান্তি চরমে উঠছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Oct 31, 2025 14:49:29
Belna, West Bengal:মন্থার দোসর ঝড়ে মাঠে নুইয়ে ধান, মাথায় হাত বর্ধমানের চাষীদের।দক্ষিণ দামোদর এলাকায় ব্যাপক ক্ষতি সুগন্ধি গোবিন্দভোগ ধানের, উৎপাদন কমে অর্ধেকের আশঙ্কায় চাষীরা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত দক্ষিণ দামোদর এলাকার চাষীরা। মাঠের বেশিরভাগ ধানই মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে ধানের ফলন অর্ধেকেরও বেশি কমে যাওয়ার আশঙ্কায় চিন্তায় পূর্ব বর্ধমানের কৃষকরা। শস্যগোলা পূর্ব বর্ধমানের রায়না, খণ্ডঘোষ ও জামালপুর ব্লকের বিস্তীর্ণ জমিতে প্রতিবছর সুগন্ধি গোবিন্দভোগ ধানের চাষ হয়। এই এলাকার সরঙ্গা, আহ্লাদিপুর, চিন্তামণিপুর, হুড়িয়া, গোপালপুরসহ বহু গ্রামের চাষীরা এখন দুশ্চিন্তায় ভুগছেন। প্রতি বছর কয়েকশো একর জমিতে এই ধানের ফলনে কৃষকরা ভালো আয় করলেও, এ বছর পরিস্থিতি একেবারে উল্টো। চাষী নারায়ণ চন্দ্র ঘোষ বলেন, সাধারণত এক বিঘে জমিতে ১০ থেকে ১২ বস্তা ধান হয় (৬০ কেজি করে বস্তা)। কিন্তু এখন যা অবস্থা, ৩ থেকে ৪ বস্তার বেশি ফলন হবে না। ধান সব মাটিতে পড়ে গেছে। আমরা ভয়ানক ক্ষতির মুখে। তিনি আরও জানান, এক বিঘে জমিতে গোবিন্দভোগ চাষে গড়ে খরচ হয় প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু এ বছর সেই খরচই তোলার মতো ধান মাঠে নেই। একই হতাশা শোনা গেল নিমাই রক্ষিত ও বলাই চন্দ্র রক্ষিত–এর গলাতেও। নিমাই রক্ষিত বলেন,ধানের গাছ হেলে গেছে, 많은 শীষ নষ্ট হয়ে যাচ্ছে। এখন রোদ না পেলে পচে যাবে। বলাই চন্দ্র রক্ষিতর কথায়, আমরা ভাবছিলাম এ বছর দাম ভালো পাব, কিন্তু ঝড়ে সব শেষ। সরকার যদি সাহায্য না করে, আমরা চাষ করতে পারব না। জেলা–র কৃষি আধিকারিক অমর কুমার মণ্ডল বলেন, জেলার দক্ষিণ দামোদর অঞ্চলে গোবিন্দভোগ ধানের ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনে নেমেছেন। তবে মনে হয় ক্ষতি খুব একটা হবে না বলে জানান কৃষি আধিকারিক।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 31, 2025 14:49:04
Kolkata, West Bengal:উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের ফল প্রকাশের দিনই বিক্ষোভে ফেটে পড়লেন দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা। অভিযোগ, স্কুলে নেই ভূগোলের প্র্যাকটিক্যাল ল্যাব। ফলে পরীক্ষায় নম্বর কম এসেছে বহু ছাত্র-ছাত্রী၏। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর গ্রাম পঞ্চায়েতের ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ে। ছাত্র-ছাত্রীদের দাবি, ভূগোলের প্র্যাকটিক্যাল ল্যাব স্থাপনের জন্য টাকা নেওয়া হলেও, আজও তারা ল্যাবের কোনও সুবিধা পাননি। অভিযোগ উঠেছে, স্কুলের টিচার-ইন-চার্জ এবং এক শিক্ষক নাকি স্কুলের ফ্ল্যাড সেন্টারের ঘর দখল করে সেখানে বসবাস করছেন। যেখানে সরকারের তরফে ঘর ভাড়ার টাকা মেলে শিক্ষকদের। সেখানে কেন সরকারি ঘর দখল করে এ ভাবে দিনের পর দিন থাকছেন সে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও অভিযোগ তুলেছেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এদিন স্কুল চত্বরে বিক্ষোভ শুরু হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রত আনার চেষ্টা করেন স্বয়ং অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত ওই শিক্ষক দাবি করেন, ২০২১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই যাতায়াতের সুবিধার জন্য সহকারী এক শিক্ষককে নিয়ে স্কুলে রয়েছেন। তিনি আরও জানান, ছাত্র-ছাত্রীদের দাবিগুলি ন্যায্য এবং খুব শিগগিরই ভূগোল ল্যাব স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর আশ্বাসের পর আপাতত বিক্ষোভ প্রত্যাহার করে নেয় ছাত্র-ছাত্রীরা। তবে এখন দেখার বিষয়, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় কিনা।
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 14:48:24
Jalpaiguri, West Bengal:দুর্গতদের নিয়ে কার্যত রাজনীতি শুরু করে দিয়েছেন নেতারা। একেই বলে মরার উপর খাঁড়ার ঘা। গত ৫ অক্টোবর বন্যার জেরে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিতে হয়েছিল ত্রাণ শিবিরে। এবার মান্থার প্রভাবে বৃষ্টির জেরে ফের দুর্ভোগে পড়তে হল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গধেয়ারকুঠি এলাকার বাসিন্দাদের। বাড়িঘর মেরামত না হওয়ায় ওই এলাকায় এখনও অনেকে ত্রাণ Shিবিরে রয়েছেন। বৃষ্টিতে ত্রাণ শিবিরে জল ঢুকে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সরিয়ে আনা হয়েছে। এদিকে দুর্গতদের নিয়ে কার্যত রাজনীতি শুরু করে দিয়েছেন নেতারা। আজ দুর্গত এলাকায় গিয়ে অব্যবস্থার অভিযোগ তোলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়। দুর্গতরা ঠিকমতো খাবার পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। এর কিছু পরেই গধেয়ারকুঠি এলাকায় পৌঁছন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। অযথা আতঙ্কিত হতে নিষেধ করেন। বলেন, প্রশাসন সতর্ক আছে। আমরাও পাশে আছি। চিন্তার কারণ নেই। কমিউনিটি কিচেনে যেখানে দুর্গতদের জন্য রান্না করা হচ্ছে, সেই জায়গা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি বৃষ্টিকে উপেক্ষা করেই এলাকায় পৌঁছে যান দুপুরের বিডিও এবং এসডিপিও, আইসি সহ প্রশাসনের আধিকারিকরা। এই মানুষগুলোর পাশে দাঁড়ান। অন্যদিকে ময়নাগুড়িতে বন্যা কবলিত বেদগারা খাটোরবাড়ি এলাকায় যেসব দুর্গত পলিথিনের তাঁবুর নীচে ছিলেন, চলতি দুর্যোগের কারণে ময়নাগুড়ি বিডিও এবং ময়নাগুড়ি থানার আইসি পাশাপাশি প্রশাসনের কর্তারা বৃষ্টিকে উপেক্ষা করেই এলাকায় পৌঁছে তাঁদের সেখান থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। খাটোরবাড়ি, তারাবাড়ি ও দাসপাড়া এলাকার দুর্গতদের যাঁরা বাঁধের উপর পলিথিনের নীচে ছিলেন, তাঁদের চারেরবাড়ি নগেন্দ্রনাথ হাইস্কুল ও আমগুড়ি রামমোহন স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে মনে করে বিডিও জানান। এদিকে ধূপগুড়ি থেকে ফালাকাটায় যাওয়ার চিলারঘাট সেতু ভেঙে গিয়েছে। ফলে দুর্ভোগে বাসিন্দারা।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Oct 31, 2025 14:47:50
Kolkata, West Bengal:তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ সকালে এক্স হ্যান্ডেল এ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগা হয়েছিল। নাটাবাড়ি, মাথাভাঙা, অশোকনগর এবং বসিরহাটে ভোটার তালিকা থেকে অনেকের নাম মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এখনো এসআইআর প্রক্রিয়া পুরোপুরিভাবে শুরু হয়নি, এখনই ইচ্ছাকৃতভাবে নাম মুছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল রাজ্যের শাসক দলের তরফ থেকে। এর উত্তর দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর এক্স হ্যান্ডেলই। জেলা Shasok (sic) বা জেলা নির্বাচনী আধিকারিকরা ভোটার তালিকা প্রস্তুত করার জন্য দায়বদ্ধ। তারাই তালিকা পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে। দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলেও নির্বাচন কমিশন সূত্রে খবর। আজ যে নতুন ওয়েবসাইট তৈরি হয়েছে সেখানে ধীরে ধীরে সবকিছু আপডেট করা হবে বলেই কমিশন সূত্রে খবর.
0
comment0
Report
SMSubhasis Mandal
Oct 31, 2025 14:46:46
Howrah, West Bengal:শ্যামপুরের সিভিকের দাদাগিরির ঘটনায় গুরুতর জখম ওই ব্যক্তিকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হলো৷ গত ২৭ তারিখ থেকে সে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি ছিল৷ আজ সন্ধ্যায় তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়৷ প্রসঙ্গত পাওনা টাকা চাওয়া নিয়ে সিভিক পুলিশের সাথে গন্ডগোল৷ ঐ সিভিকের নেতৃত্বে দুষ্কৃতি দিয়ে পাওনাদার ব্যক্তিকে লোহার রড বাঁশ দিয়ে মারধরের অভিযোগ মাথায় সেলাই ভাঙ্গা হাত নিয়ে আশঙ্কা জনক অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি৷ অভিযোগের পরেও হুমকি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা৷ ঘটনা শ্যামপুরে নাকোল এলাকায় জানা যায় আশফাক উদ্দিন খান এর সাথে শ্যামপুরে কর্মরত সিভিক শেখ মইদুলের টাকা পয়সা লেনদেন ছিল৷ অর্থাৎ মইদুল আশফাকউদ্দিন এর কাছে টাকা ধার নিয়েছিল টাকা ফেরত দেয়া নিয়ে আগে দুজনের বচসা ও গন্ডগোল হয়েছিল ৷ অভিযোগ গত ২৭ তারিখ এটিএম এ টাকা তুলতে যাওয়ার সময় শ্যামপুর থানার সিভিক সেখ মইদুল এর নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী রড বাঁস ও অস্ত্র নিয়ে আসফাক উদ্দিনের ওপর চড়াও হয় বেধড়ক মারধর করা হয় তাকে গুরুতর জখম করে তাকে পাশে একটি পুকুরের ধারে ফেলে দেয় দুষ্কৃতীরা। পরে পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ঝুমঝুমি হাসপাতাল নিয়ে আসে সেখানে অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে৷ তার শরীরের বিভিন্ন জায়গায় রড এবং লাঠির আঘাতে হাড় ভেঙে যায় চোট পান মাথায়৷ মাথা ফেটে যায় মাথার দুই জায়গায় সেলাই পড়ে বেশ কয়েকটি এখানেও চিকিৎসা চলাকালীন অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে কলকাতা স্থানান্তরিত করার কথাও তার পরিবারকে জানিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ পরিবারের অভিযোগ ওই সিভিকসহ আরো কয়েকজনের নামে শ্যামপুর থানায় FIR হয় তা হলেও শ্যামপুর থানা এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷পরিবারের লোকের অভিযোগ থানায় অভিযোগ করার পরেই দুষ্কৃতীরা বুক ফুলিয়া ঘুরছে এবং তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে ঘটনায় আতঙ্কিত ওই পরিবার৷
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 14:45:35
Jalpaiguri, West Bengal:দুর্গতদের নিয়ে কার্যত রাজনীতি শুরু করে দিয়েছেন নেতারা। ওই এলাকায় বৃষ্টিতে ত্রাণ শিবিরে জল ঢুকে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সরিয়ে আনা হয়েছে। এদিকে দুর্গতদের নিয়ে কার্যত রাজনীতি শুরু করে দিয়েছেন নেতারা। আজ দুর্গত এলাকায় গিয়ে অব্যবস্থার অভিযোগ তোলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়। দুর্গতরা ঠিকমতো খাবার পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। এর কিছু পরেই গধেয়ারকুঠি এলাকায় পৌঁছন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। অযথা আতঙ্কিত হতে নিষেধ করেন। বলেন, প্রশাসন সতর্ক আছে। আমরাও পাশে আছি। চিন্তার কারণ নেই। কমিউনিটি কিচেনে যেখানে দুর্গতদের জন্য রান্না করা হচ্ছে, সেই জায়গা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি বৃষ্টিকে উপেক্ষা করেই এলাকায় পৌঁছে যান দুপুরের বিডিও এবং এসডিপিও, আইসি সহ প্রশাসনের আধিকারিকরা। এই মানুষগুলোর পাশে দাঁড়ান। অন্যদিকে ময়নাগুড়িতে বন্যা কবলিত বেদগারা খাটোরবাড়ি এলাকায় যেসব দুর্গত পলিথিনের তাঁবুর নীচে ছিলেন, চলতি দুর্যোগের কারণে ময়নাগুড়ি বিডিও এবং ময়নাগুড়ি থানার আইসি পাশাপাশি প্রশাসনের কর্তারা বৃষ্টিকে উপেক্ষা করেই এলাকায় পৌঁছে তাঁদের সেখান থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। খাটোরবাড়ি, তারাবাড়ি ও দাসপাড়া এলাকার দুর্গতদের যাঁরা বাঁধের উপর পলিথিনের নীচে ছিলেন, তাঁদের চারেরবাড়ি নগেন্দ্রনাথ হাইস্কুল ও আমগুড়ি রামমোহন স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে মনে করে বিডিও জানান। এদিকে ধূপগুড়ি থেকে ফালাকাটায় যাওয়ার চিলারঘাট সেতু ভেঙে গিয়েছে। ফলে দুর্ভোগে বাসিন্দারা।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 31, 2025 13:23:38
Kolkata, West Bengal:SIR আতঙ্ক শহরের। কলকাতা পুরসভার হেড কোয়ার্টার থেকে শুরু হয়েছে বার্থ সার্টিফিকেট নেওয়ার হিড়িক। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকেই ৯ হাজার ৮২৩ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। শুধুমাত্র পুজোর আগে, অর্থাৎ ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্তই ১২৯৫ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, হেডকোয়ার্টার থেকে। পুজোর পর পুরসভা খুলতেই, বার্থ সার্টিফিকেট নেওয়ার লাইন আরও বেড়েছে বলে শুক্রবার দাবি করেন মেয়র ফিরহাদ হাকিম। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আশ্বাসমতো প্রত্যেককেই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে বলে জানিয়েছেন মেয়র。 প্রসঙ্গত, কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকে একমাত্র পুরনো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে, ছিড়ে গেলে, অথবা পুরনো হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে বসলে তখন নতুন করে নথি দেখিয়ে বার্থ সার্টিকেট তুলতে হয় নাগরিকদের। নিউ বর্ন বেবিদের ক্ষেত্রে সরকারি হাসপাতাল বার্থ সার্টিফিকেট ইস্যু করে থাকে। বেসরকারি হাসপাতালে জন্ম হলে বরো অফিস থেকে বার্থ সার্টিকেট দেওয়া হয়ে থাকে。
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 31, 2025 13:23:24
0
comment0
Report
ALArup Laha
Oct 31, 2025 13:23:03
Belna, West Bengal:একই দিনে একই রোগীর দুই রকম রিপোর্ট! কাঠগোড়ায় বর্ধমানের দুই নামী ডায়াগনস্টিক সেন্টার ইইজি রিপোর্ট নিয়ে চাঞ্চল্য, জেলাশাসকের নির্দেশে তদন্তে জেলা স্বাস্থ্য দপ্তর অভিযোগ উঠেছে খোসবাগানের দুই নামকরা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে সরব রোগীর পরিবার। ইতিমধ্যেই লিখিত অভিযোগ করেছেন জেলা শাসক ও জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে। কালনার রসুলপুর গ্রামের বাসিন্দা মোহম্মদ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেছেন, তাঁর ভাইঝি সোহানা ইয়াসমিন (২৩) দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছেন। কলকাতার মল্লিকবাজারের একটি স্নায়ু বিশেষজ্ঞ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকের পরামর্শে প্রথমে বর্ধমানের খোসবাগানের রামকৃষ্ণ রোডের এক ডায়াগনস্টিক সেন্টারে ইইজি (EEG) করা হয়। সেই রিপোর্টে ‘স্বাভাবিক’ ফল আসে। সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। পরবর্তীতে চিকিৎসকের নির্দেশে ফের ইইজি করানো হয় এবার খোসবাগানের আর বি ঘোষ রোডের অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে। আশ্চর্যজনকভাবে সেখানেও রিপোর্ট আসে ‘স্বাভাবিক’। কিন্তু কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা রিপোর্ট দেখে জানান, এটি ‘ভুয়ো’ এবং এর কোনও চিকিৎসাগত মূল্য নেই। তাঁদের অভিযোগ, “রেখাচিত্র বা গ্রাফ না দেখে ইচ্ছেমতো রিপোর্ট তৈরি করা হয়েছে।” অভিযোগকারী মোয়াজ্জেম হোসেনের দাবি, “প্রথম রিপোর্ট তৈরি হয়েছিল ২৫ ফেব্রুয়ারি, দ্বিতীয় রিপোর্ট ১৬ অক্টোবর। পরে দুই ডায়াগনস্টিক সেন্টারেই যোগাযোগ করি। রামকৃষ্ণ রোডের সেন্টার বিনামূল্যে নতুন রিপোর্ট দেওয়ার আশ্বাস দেয়, তবে আমরা আগ্রহ দেখাইনি। কিন্তু আর বি ঘোষ রোডের সেন্টারের দুই কর্মী আমার বাড়িতে এসে একই তারিখের নতুন রিপোর্ট হাতে দেন, যেখানে ‘অস্বাভাবিক’ লেখা। পুরনো গ্রাফ ব্যবহার করেই নতুন রিপোর্ট তৈরি করা হয়েছে।” এই ঘটনায় জেলাশাসক আয়েশা রানী এ বলেন, “আমি সিএমওএইচকে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছি।” ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। আর বি ঘোষ রোডের ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, “রিপোর্ট চিকিৎসক গ্রাফ দেখে দেন, তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।” অভিযুক্ত চিকিৎসক অরুণ আগরওয়াল স্বীকার করেছেন, “ভুল হয়েছিল, পরে সেটা বুঝে সংশোধন করা হয়েছে।” রোগীর পরিবারের দাবি, “ভুল রিপোর্টের কারণে চিকিৎসাতেও ভুল হয়েছে।” জেলা স্বাস্থ্য দপ্তরের তদন্তে এখন নজর গোটা জেলার চিকিৎসা মহলের।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 31, 2025 13:22:49
Howrah, West Bengal:সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের হাওড়া জেলা ক্রিয়া এবং যুব দপ্তর থেকে পদযাত্রার আয়োজন করা হয়েছে। জেলার যুব এবং ক্রীড়া আধিকারিক অরুনিমা আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আগামী ১৫ ই অক্টোবর উলুবেড়িয়ার ভারত টেকনোলজি কলেজ এবং ১৬ ই অক্টোবর জগৎবল্লভপুরের শোভারানী কলেজের কাছ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। দুই থেকে তিন কিলোমিটার এই পদযাত্রায় ছাত্র-ছাত্রী, যুবকরা ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। এর জন্য স্থানীয় ক্লাব এবং সামাজিক সংগঠনগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মূল उद्देश्य হলো গ্রামীন এলাকায় যুবকদের মধ্যে দেশপ্রেম এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।
0
comment0
Report
Advertisement
Back to top