Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

बांकाड़ा के दिव्यांग मतदाता ने सुनवाई में पहुंचकर वोट अधिकार की मिसाल कायम की

MDMritunjay Das
Dec 29, 2025 08:35:10
Bankura, West Bengal
ছোট থেকেই দু পায়ে সমস্যা, বহু কষ্টে চলাফেরা করতে পারেন না, আন ম্যপড হওয়ায় বাধ্য হয়ে কোনোক্রমে শুনানি কেন্দ্রে হাজির প্রতিবন্ধী ভোটার ছোট থেকেই দু পা কার্যত চলচ্ছক্তিহীন। কোনোক্রমে লাঠি ধরে অল্প দূরত্ব যাতায়াত করতে পারলেও বেশিক্ষণ হাঁটাচলা করতে পারেন না। বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাও তাঁর পক্ষে অসম্ভব। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের শুনানিতে ডাক পেয়ে হাজিরা দিতে গিয়ে রীতিমত হিমসিম খেলেন বাঁকুড়া বিধানসভার হরিয়ালগাড়া গ্রামের বছর চল্লিশের বাসিন্দা বাপি বাগদী। ছোট বেলাতেই মা ও বাবা মারা गেছেন। স্বাভাবিক ভাবে ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল না। সে সময় নিজের ১৮ বছর বয়স না হওয়ায় ২০০২ এর তালিকায় না থাকেনি তাঁর নিজের নামও। পরবর্তীতে বাপি বাগদীর ভোটার ও আধার কার্ড তৈরী করা হয় ঠিকই কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় এস আই আর এর এনুমারেশান ফর্ম পূরণের সময় দেখা দেয় সমস্যা। ফর্মে ২০০২ এর ভোটার তালিকায় নিজের এবং বাবা অথবা মা এর কোনো তথ্যই দিতে পারেননি ৫০ শতাংশ প্রতিবন্ধী বাপি বাগদী। নিয়ম অনুযায়ী আন ম্যাপড হয়ে শুনানিতে ডাক পান প্রতিবন্ধী ওই মহিলা। আজ বাঁকুড়া জেলায় শুনানি পর্ব শুরু হতেই দূর সম্পর্কের এক আত্মীয়াকে সঙ্গে নিয়ে কোনোক্রমে হাজির হন বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও অফিসে। মোটা অঙ্কের টোটো ভাড়া করে শেষ পর্যন্ত বেশ কিছুটা হেঁটে কোনোক্রমে শুনানি কেন্দ্রে পৌঁছান তিনি। শুনানি দিতে গিয়ে চরম সমস্যা হলেও বাপি বাগদীকে তাড়া করে বেড়াচ্ছে ভোটাধিকার সহ অন্যান্য সরকারি সুবিধা না পাওয়ার আশঙ্কা। বাইট :- বাপি বাগদী ( শুনানিতে ডাক পাওয়া ভোটার) বাইট :- প্রশান্ত কুমার বাগদী ( বিএলও, বাঁকুড়া বিধানসভার ৪৫ নম্বর বুথ)
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Dec 29, 2025 09:53:00
Dihierench, West Bengal:तमलुक চলছে লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কাজ!!तमলুকে শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ৫৫ জনের নামের ভুল থাকার কারণে বা ২০০২ এর লিস্টের সাথে লিংক না পাওয়ার কারণে বিশেষ স্কুটিনি চলছে ব্লক অফিসে। কারো নাম ভুল কারো আবার ২০০২ সালের ভোটার লিস্টের নাম না থাকার কারণে ডাক পেয়েছেন। অসুস্থ শরীর নিয়ে সমস্ত সঠিক পরিচয় পত্র সঙ্গে নিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসে এসেছেন।এক বৃদ্ধা সনকা দাস,বয়স ৭৫ পেরিয়েছেন, আতঙ্কে চোখের জল দেখা গেল ব্লক অফিসের সামনে।স্বামী পুত্র সন্তান হারিয়ে থাকেন মেয়ের কাছে,হাঁটতে পারেন না ঠিক মতো,তবুও SIR এর গেরোয় পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখা গেলো শুনানিতে।আতঙ্কে তার চোখে জল! একই আতঙ্ক শ্রীকৃষ্ণ ঘড়া থেকে শুরু করে অন্যান্যদের মধ্যেও।
0
comment0
Report
TDTapan Deb
Dec 29, 2025 09:47:43
Alipurduar, West Bengal:কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল শাসকদল তৃণমূলের আলিপুরদুয়ার নির্বাচন কমিশনের কড়া নির্দেশ শুনানী কেন্দ্রের ১০০ মিটার এর মধ্যে কোন রাজনৈতিক দলের কেউ থাকতে পারবে না। কিন্তু আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে দেখা গেল কমিশনের এই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যের শাসকদলের নেতা কর্মীরা অনায়াসে স্টেডিয়ামের ভেতর চেয়ার টেবিল পেতে বসে শুনানি-র কাজকর্ম তদারকি করছে। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরসভার কাউন্সিলর দীপ্ত চ্যাটার্জী বলেন কোন বিরোধী দল নেই , খুব ঠান্ডা পরেছে তাই বাইরে না বসে ভেতরে বসেছি। বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও অভিযোগ করেন বলেন জেলা প্রশাসন ও পুলিশের অবস্থা এখানেই প্রমাণিত হয়। সব কিছু দেখিয়ে কমিশনের কাছে অভিযোগ জানাবেন। কিন্তু কমিশনের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসনের বা মাইক্রো অবজারভার কেউ আপত্তি জানাননি।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 29, 2025 09:46:04
Kolkata, West Bengal:এলাকায় আড্ডা মারতে গিয়ে গুলিবিদ্ধ এক যুবক। ঘটনাস্থল বেহালা জেন্টস লং সরণি যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে অভিষেক রায় বেহালা sn রায় রোডের বাসিন্দা পাড়ার বন্ধুদের সঙ্গে বেহালা জেমস লং সরণী শিমুলতলায় আড্ডা মারতে গেছিল গতকাল রাতে, একটি মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। সেই সময় পাখি মারার বন্দুক দিয়ে তিন তলা বাড়ির উপর থেকে 17 বছর ব(n)াবালক তাকে লক্ষ্য করে গুলি করে। অভিষেকের পেটের মধ্যে গুলিটি ঢুকে যায়। বন্ধুরা প্রথমে বিদ্যাসাগর হসপিটাল নিয়ে যায় তারপর সেখান থেকে এসএসকেএম এ ভর্তি করা হয়। তার আজকের অপারেশন রয়েছে এবং ওই গুলিটি পেট থেকে বার করা হবে। তবে কি কারণে ওই নাবালক অভিষেককে লক্ষ্য করে গুলি চালালো, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। নাবালকের বাবা কে আটক করেছে पुलिस। অভিষেকের পরিবার যেমনটা জানাচ্ছে ওই নাবালকের সঙ্গে অভিষেকের কোন পরিচয় নেই কেন সে অভিষেককে গুলি করল সেটা নিয়ে উঠছে প্রশ্ন। নাবালকের বিরুদ্ধে আইনক ব্যবস্থা নিচ্ছে পুলিশ。
0
comment0
Report
MMManoj Mondal
Dec 29, 2025 09:40:36
Kolkata, West Bengal:আজ হিয়ারিং এর তৃতীয় দিন এই তৃতীয় দিনেও ভিড় চোখে পড়ার মতো। বয়স্ক মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ এসেছে নিজেদের ছোট ছোট শিশুদের সাথে নিয়ে। হেয়ারিং সেন্টারের ঠিক সামনে ছোট ছোট বাচ্চা নিজেদের অভিভাবক অবিভাবিকাদের সাথে এসেছে তারা যদিও ভোটার নয় কিন্তু এস আই আর এর দায়িত্ব যেন তাদের ঘাড়ে ও এসে পড়েছে। কেউ কেউ জানালেন রীতিমত বাধ্য হয়েই আসতে হয়েছে, বয়স্করা রীতিমতো টোটো ভাড়া করে এসেছেন হেয়ারিং সেন্টারে। সকলেই জানাচ্ছে মানুষের সুবিধা অসুবিধা বুঝে যদি ইলেকশান কমিশনের নিয়মটা একটু বদলাতো। অর্থাৎ যদি কোন প্রকারে বাড়ি বাড়ি গিয়ে এই শুনানি পর্ব চলত তাহলে হয়রানি হয়তো অনেকটা কম হতো।
0
comment0
Report
TDTapan Deb
Dec 29, 2025 09:30:37
Alipurduar, West Bengal:২৩ বছর পুলিশে চাকুরী , তবু ভোটার তালিকায় নাম নেই আধিকারিকের আলিপুরদুয়ার ২৩ বছর রাজ্য পুলিশের চাকুরি। বর্তমানে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত এস আই সমীরন পাল। আজ এসআইআর এর শুনানীতে আসতে হয়েছে তাকে। কারন খসরা ভোটার তালিকায় নাম আসেনি তার। তাই ভারতীয় নাগরিকত্ব প্রমান দেওয়ার জন্য সংশোধনীর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কতर्ब্যরত পুলিশ আধিকারিককে তাই জেলা পুলিশ সুপারের মত গুরুত্বপূর্ন অফিসে হাজিরা না দিয়ে তাকে দাঁড়াতে হচ্ছে ভোটার লিষ্টে নাম তোলার জন্য , নাগরিকত্ব প্রমান দেওয়ার জন্য। তিনি নিজেই বললেন এটা হয়রানি করা ছাড়া কিছু না। পুলিশে চাকুরি করছি এতো yılaire। তার পরেও প্রমান দিতে হচ্ছে আমি নাগরিক কীনা.
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 29, 2025 08:34:53
Dinajpur, Rangpur Division:কনকনে শীতে যখন গৃহবন্দী হয়ে যাচ্ছে সাধারণ মানুষ সেই শীতকে উপেক্ষা করেই এস আর এর শুনানিতে আসতে হয়েছে অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে প্রায় অথর্ব হয়ে যাওয়া বৃদ্ধ-বৃদ্ধাদের। হার কাপানো শীতে ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন শুনানির জন্য। বাড়ির আত্মীয়রা সঙ্গে করে ওষুধ কাগজপত্র নিয়ে অপেক্ষায় লাইনে, কখন ডাক পড়বে, কখন হেয়ারিং হবে তার অপেক্ষায় রয়েছেন। সকাল থেকে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায় hairing চলছে তপন বিধানসভা ও বালুরঘাট বিধানসভার হেয়ারিং চলছে বালুরঘাট শহরে। দুটি সেন্টারেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ঘন কুয়াশা সূর্যে দেখা যায়নি বিগত তিন দিন। তার সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। সব কিছুকে উপেক্ষা করে হিয়ারিং সেন্টারে এসেছেন সাধারণ মানুষ। কেউ ৮১ সালে ভোট দিয়ে বাইরে চলে গিয়েছিলেন কেউবা ২০০২ সালের আগে পরিযায়ী হিসেবে কাজ করতে চলে গিয়েছিলেন তাদের নাম কাটা গেছে। এরপর নিয়মমতো আবার নাম তুলেছেন কিন্তু যেহেতু ২০০২ সালের নাম নেই তাই অনেকের ডাক এসেছে শুনানির জন্য। সাধারণ মানুষ এই শীতে হেয়ারিংয়ের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছেন। দাবি উঠছে বয়স্কদের জন্য অন্ততপক্ষে বাড়িতেই হেয়ারিং এর ব্যবস্থা করুক কমিশন। বাইট ১/ সুজলা হালদার ২/ অখিল বর্মন ৩/ ননীবালা রায় ৪/ কৌশিক চৌধুরী ৫/ শ্রীকান্ত ঠাকুর পি টি সি
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 29, 2025 08:34:02
Katwa, West Bengal:নির্বাচন কমিশনের নির্দেশে নবতিপর বৃদ্ধাকে শুনানির লাইনে দাঁড়াতে হল। চার কিমি দূর থেকে ট্রলিভ্যানে করে দুই নাতির সাহায্যে নিজেকে পশ্চিমবঙ্গের ভোটার প্রমাণ করতে মুক্তিবালা প্রামাণিক কাটোয়া ১ ব্লক কার্যালয়ে হাজির। কাটোয়া বিডিও কার্যালয়ের শুনানির ঘরে ঠাকুমা মুক্তিবালাকে কোলে করে নাতি নিয়ে যান। ক্ষুব্ধ পরিবারের সদস্যদের অভিযোগ তারা বারবার করে প্রশাসনকে জানিয়েছিল যে বাড়িতে শুনানি করার জন্য। কিন্তু কোন কিছুতেই কর্ণপাত করেনি ব্লক প্রশাসন। মহকুমা শাসক অনির্বান বসু জানিয়েছেন , কেন এই বৃদ্ধা কে শুনানিতে আসতে বলা হয়েছে সেটা খোঁজ নিয়ে দেখা হবে। বি এল ও দেবকুমার হাজরা জানিয়েছেন তার এরকম কোন নির্দেশ ছিল না। কাটোয়া ১ নম্বর ব্লকের রাধাকৃষ্ণপুরের ৪৭ নম্বর বুথের বাসিন্দা মুক্তিবালা প্রামাণিক। বাড়ি পরিবর্তনের কারণে ২০০২ সালের ভোটার তালিকায় সংযোজনের নাম ছিল বলে দাবি প্রামাণিক পরিবারের। কিন্তু বি এল ও তাকে শুনানির নোটিশ দিয়েছেন। এই হয়রানিতে কমিশনের দিকেই আঙুল তুলছে পারিবার। বাইট: ১) পরিতোষ প্রামাণিক, মুক্তিবালার নাতি, ২) দেবকুমার হাজরা, ৪৭ নম্বর বুথের বি এল ও, ৩) স্বপন হালদার, কমিশনের ১ নম্বর ব্লকের সুপারভাইজার,
0
comment0
Report
PDPradyut Das
Dec 29, 2025 08:33:36
Jalpaiguri, West Bengal:একসময় নিজে ভোট নিয়েছেন।প্রিসাইডিং অফিসার ছিলেন। কিন্তু এখন তাঁকেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ৭৪ বছর বয়সে শুনানির লাইনে দাঁড়াতে হয়েছে। প্রাক্‌তন সরকারি কর্মী অনিরুদ্ধ পাল। জলপাইগুড়ির বাবुपাড়ার বাসিন্দা। বাবা ভোলানাথ পাল স্বাধীনতা সংগ্রামী। ২০০২ সালের আগে ভোটার তালিকায় নাম আছে। আবার পরেও নাম আছে। নিজে একাধিকবার প্রিসাইডিং অফিসার ছিলেন। সেই তাঁকেই এখন ৭৪ বছর বয়সে শুনানিতে হাজির হতে হয়েছে। কোমড়ে মারাত্মক যন্ত্রণা। সেই যন্ত্রণা নিয়েই জলপাইগুড়ি সদর বিডিও অফিসে শুনানির লাইনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অপরদিকে ৭৭ বছরের বৃদ্ধ কালিদাস ঘোষ জলপাইগুড়ি শহরের স্টেশন রোড এলাকার বাসিন্দা প্রাক্তন সরকারি কর্মী তথা তিনি একজন গেজেটেড অফিসার ছিলেন বলে জানান, তাকেও আজ নাগরিকত্ব নিজেকে প্রমাণ করতে হচ্ছে । শুনানিতে ডাক পেয়ে তিনি জলপাইগুড়ি সদর বিডিও অফিসে এসে তার অসুবিধার কথা জানালেন। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস জলপাইগুড়ি
0
comment0
Report
ALArup Laha
Dec 29, 2025 07:54:54
Belna, West Bengal:অভিষেক ব্যানার্জীর নির্দেশের পরে সোমবার শুনানি কক্ষে ঢোকেন তৃণমূল কংগ্রেসের বিএলএ ২। কিন্তু শুনানি কক্ষে দায়িত্বে থাকা আধিকারিকরা তাদের ঢুকতে বারণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমানের জেলা শাসকের দপ্তরে সামান্য উত্তেজনা ছড়ালো। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের মনোনীত বিএলও ২ রা ক্ষুদ্ধ হন। তারা বলেন, আমরা নির্বাচনী পার্টে সব কাজ করি। ভোটার তালিকায় নাম তোলা থেকে বুথে ভোট গ্রহণের সময়। অথচ আজ আমাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তারপর তিএলএ ২ রা বর্ধমান উত্তর মহকুমাশাসক রাজর্ষি নাথের কাছে যান। কিন্তু তবু শুনানি কক্ষে ঢোকার বিষয়ে কোন অনুমতি পায় নি তারা। এই বিষয়ে মহকুমা শাসক রাজর্ষি নাথ কিছু বলতে অস্বীকার করেন। তিনি বলেন এখন এসআইআর চলছে। তাই আমি আমার কিছু বলার এক্তিয়ার নেই। বিএলএ ২ রা শুনানি কক্ষে ঢোকার অনুমতি না পাওয়ায় চরম ক্ষোভ উগড়ে দেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহরায়। তিনি বলেন, মহকুমাশাসক সময় চেয়েছেন। আমাদের বিএলএ ২ রা গিয়েছিলেন এসডিও অফিসে। আসলে বিজেপির অঙুলী হেলনে চলছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যেহেতু বিজেপির কোথাও বিএলএ ২ নেই। তারা দিতে পারে নি। তাই কমিশন শুনানি কক্ষে বিএলএ ২ দের ঢুকতে বাধা দিচ্ছে। আমরা অপেক্ষা করছি। কি বলে দেখি। তারপর আমরা এর শেষ দেখে ছাড়বো বলে হুঁশিয়ারি দেন তন্ময় সিংহরায়। বিজেপি এই ঘটনায় Shásakdal তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিজেপি নেতা मृत्युঞ্জয় চন্দ্র বলেন, আসলে প্রথম থেকেই তৃণমূল এসআইআর বানচাল করতে চাইছে।
0
comment0
Report
BBBimal Basu
Dec 29, 2025 07:18:42
Basirhat, West Bengal:খসড়া তালিকায় নাম না থাকায় বি এল ওকে হুমকির দেওয়ার অভিযোগ হিঙ্গলগঞ্জ ব্লকের সেহেবখালি গ্রামপঞ্চায়েতের ১৯০ বুথের খাইরুল কারিগরে নামে এক ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার খাইরুলের। গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লক এ এস আই আর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সেই খসড়া তালিকায় নাম ছিল না হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়ার ১৯০_number বুথের খাইরুল কারিগরের। এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বি ল ওর অভিযোগ এই খাইরুল কারিগর আদতে একজন বাংলাদেশী অনুপ্রবেশকারী। গত কয়েক বছর আগে অবৈধভাবে এ রাজ্যে প্রবেশ করে ভোটার কার্ড সহ যাবতীয় নথি বানিয়ে ফেলেছে। সেই মতো বি এল ও নির্বাচন কমিশনকে খাইরুরে বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ছিলেন। সেই অভিযোগ জানানোর পর এই খাইরুলকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে। এই শুনানিতে ডাকায় স্থানীয় বিএলও কে হুমকি দেন এই অনুপ্রবেশকারী বলে অভিযোগ। his বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে খাইরুল। বিএল ও থেকে শুরু করে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামি ও গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করছে আদতে সে এক জন বাংলাদেশী এখানে এসে বাবা মা সাজিয়ে প্রমান পত্র তৈরি করেছে। 1) বাইট B - প্রলয় মণ্ডল ( হিঙ্গলগঞ্জ পুকুরিয়া ১৯০ নম্বর বুথের BLO ) 2) B1 জগবন্ধু মিস্ত্রী ( তৃণমূল নেতা মেম্বারের স্বামী ) 3) B2 নবেন্দু মণ্ডল ( বাসিন্দা তৃণমূল কর্মী ) 4) B3 অচিন্ত মাহাজন ( গ্রামবাসী ) 5) B4 অলোকেশ মণ্ডল ( স্থানীয় বাসিন্দা ) 6 B5 - বিনা মহাজন ( স্থানীয় বাসিন্দা ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
PMPiyali Mitra
Dec 29, 2025 06:51:05
Kolkata, West Bengal:1) পুলিশ জামিন অযোগ্য ধারা দেওয়ার চেষ্টা করেছিল । আমি এসপি অফিস ঘেরাও করবো বলেছিলাম। তারপর নরম হয়। আমরা বাড়ি কাউকে হেনস্থা করলে ছেড়ে দেবো না। থানার ইট তো খুলবোই। সেই অফিসারকে দেখে নেবো। মমতা ব্যানার্জি নির্দেশ তার পুলিশ এসব করছে। অতি সক্রিয়তা দেখাচ্ছে । ফেব্রুয়ারি পর্যন্ত এসব চলবে আমি জানি ২) সরকারি টাকায় মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন তৈরি করছে তখন পুলিশ কিছু করতে পারে না। বিজেপিও এখন চুপ । বাবরি মসজিদের সময় কোর্টে চলে গিয়েছিল। বিজিপি তৃণমূল তলে তলে আতাঁত ৩) ২৬ ভোট হিন্দু বনাম মুসলিম। শুভেন্দু হিন্দু ভোট টানার চেষ্টা করেছে । আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটের সঙ্গে হিন্দু ভোট টানার জন্য জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির করছে। ওরা যদি হিন্দুদের নেতৃত্ব দেয় । তাহলে আমি মোল্লাদের নেতা হয় নেতৃত্ব দেবো ৩) আমার ছেলেকে ৮ ঘণ্টা আটকে রাখলো। শুভেন্দু অধিকারীকে ২ ঘণ্টা আটকে জিজ্ঞাসাবাদ করতে পারেন না কেসে। মমতা শুভেন্দু ভিতরে ভিতরে যোগ ….
0
comment0
Report
Advertisement
Back to top