Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

तीसरे दिन भीड़ दिखी: घर-घर सुनवाई से चुनावी परेशानी कम करने की मांग

MMManoj Mondal
Dec 29, 2025 09:40:36
Kolkata, West Bengal
আজ হিয়ারিং এর তৃতীয় দিন এই তৃতীয় দিনেও ভিড় চোখে পড়ার মতো। বয়স্ক মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ এসেছে নিজেদের ছোট ছোট শিশুদের সাথে নিয়ে। হেয়ারিং সেন্টারের ঠিক সামনে ছোট ছোট বাচ্চা নিজেদের অভিভাবক অবিভাবিকাদের সাথে এসেছে তারা যদিও ভোটার নয় কিন্তু এস আই আর এর দায়িত্ব যেন তাদের ঘাড়ে ও এসে পড়েছে। কেউ কেউ জানালেন রীতিমত বাধ্য হয়েই আসতে হয়েছে, বয়স্করা রীতিমতো টোটো ভাড়া করে এসেছেন হেয়ারিং সেন্টারে। সকলেই জানাচ্ছে মানুষের সুবিধা অসুবিধা বুঝে যদি ইলেকশান কমিশনের নিয়মটা একটু বদলাতো। অর্থাৎ যদি কোন প্রকারে বাড়ি বাড়ি গিয়ে এই শুনানি পর্ব চলত তাহলে হয়রানি হয়তো অনেকটা কম হতো।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Dec 29, 2025 10:49:13
Arambag, West Bengal:আরামবাগঃ ২৯ ডিসেম্বর এসআইআরএ খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বাবা সহ পরিবারের সকল কেই শুনানিতে ডাকা হয়েছে। কারণ তাদের কারুরই নাম ছিল না। এমন কান্ডে রীতিমতো হতবাক প্রধান ও তাঁর বৃদ্ধ বাবা ও মা। যারা ১৯৭১ সালের ভোটার তালিকায় নাম ছিল। অথচ ২০০২ সালে নামই ওঠেনি। এতে বিপাকে গোটা পরিবার। ক্ষুব্ধ প্রধান। এমন কি তাঁর বাবাও ক্ষুব্ধ। কিন্তু শুনানিতে ডাকা হয়েছে তাদের, তাই হাজির তো হতেই হবে। সদল বলে পরিবারের সকলেই এসেছেন বিডিও অফিসে। হ্যাঁ, এই ঘটনা গোঘাট ২ নং ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এর। এই pঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী। তাঁর বাবা চিত্ত রঞ্জন গোস্বামী। বৃদ্ধ চিত্ত রঞ্জন গোস্বামীর দাবি, আমি ১৯৭১ সালের পর থেকে সমস্ত নির্বাচনে ভোট দিয়েছি। তাহলে কেনো এরকম হবে। এর জন্য তো আমরা দায়ী নই। এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন গোস্বামী পরিবারের সদস্যরা। অপর দিকে আরোও এক ঘটনায় অমানবিক দৃশ্য এই শুনানিতেই দেখা গেল। নির্বাচ commission এর পক্ষ থেকে ঘোষণা করা হয় য, বয়স্ক বা বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের শুনানিতে আসার দরকার নেই। তাদের বাড়ি বাড়ি যাবে কমিশনের প্রতিনিধিরা। কিন্তু তার উলটো টা হচ্ছে গোঘাটে। এখানে বহু বয়স্ক ব্যক্তি ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের আসতে হয়েছে। এই পদ্ধতি পরিবর্তন করার দাবি তুলেছেন বহু মানুষ। এদিকে এসআইআর এর নোটিশ পেয়ে শুনানিতে অংশগ্রহণের পর বাবা ও মা কে নিয়ে বিডিও অফিসের সামনে তৃণমূল এই পঞ্চায়েত প্রধান প্রভাত গোস্বামী কাঁপছেন। আবার বিডিও অফিসের সামনে তৃণমূল সহায়তা শিবির থেকে পাঁজাকোলা করে তৃণমূল কর্মী সমর্থকরা বিশেষভাবে সক্ষম নোটিশ প্রাপ্ত ভোটারকে শুনানি কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। নোটিস প্রাপ্ত পঞ্চায়েত প্রধান বলছেন ভয়েই আছি। তাঁর বাবা ও মায়ের ২০০২ এর লিস্টে নাম না থাকায় নোটিশ পেয়েছেন কিন্তু বিবাহিত দিদির ম্যাপিং হচ্ছে না বাবা মা এর নাম না থাকায়। তাই তিনি ভয়ে আছেন আর কাঁপুনী হচ্ছে। অন্যদিকে গোঘাটের ভাতশালার ১২৯ নং বুথের বাসিন্দা নেপাল দাস বিশেষ ভাবে সক্ষম হওয়ায় গোঘাট দু'নম্বর বিডিও অফিসের সামনে তৃণমূল ক্যাম্পে এসে নোটিশ নিয়ে যোগাযোগ করেন নোটিশ নিয়ে। নেপাল বাবুকে তৃতীয় পক্ষের মাধ্যমে তৃণমূল কর্মী সমর্থক রাই বিডিও অফিসে পাঁজাকোলা করে পৌঁছে দিলেন। এই দৃশ্য সবাই মূহূর্তে অবাক ছিলেন।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 29, 2025 10:48:20
Dihierench, West Bengal:শুভেন্দু অধিকারী--- রাজ্য সরকারের লক্ষ্মীর পাঁচালি নিয়ে কটাক্ষ। সব ছেড়ে এখন লক্ষ্মীর পাপে গিয়ে পড়ছে। পাশাপাশি তিনি বলেন, আমাদের কোনো লোক এই পাঁচালীর ট্যাবলো ভাঙেনি। গৌরাঙ্গর পরিবার আক্রান্ত হবে আমি পালিয়ে যাবো, তা হবেনা। গৌরাংগর স্ত্রী এসসি কমিশনে গেছে, কোর্ট খুললে ৫তারিখের পর কোর্টে মামলা করবো। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে কটাক্ষ। ওই ওষুধ খাবেন না, ওর মধ্যে জন্মনিয়ন্ত্রনের ওষুধ থাকতে পারে। ওরা হিন্দুদের সংখ্যা কমাতে চাইছে। ব্লাড টেস্টও করাবেন না, সূঁচ ফোটাতে দেবেন না। বাইট শুভেন্দু অধিকারী। বাইট অন্বেষা পাত্র ঘড়া। পুলিশের দ্বারা নির্যাতিতা গ্রেফতার হওয়া গৌরাঙ্গ ঘড়ার স্ত্রী।
0
comment0
Report
EGE GOPI
Dec 29, 2025 10:47:57
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 29, 2025 10:41:28
Baruipur, West Bengal:আপডেট স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করাকে কেন্দ্র করে গেটে মারামারি হয় বলে জানা যায়। তার মধ্যে অনেকে আহত হয়েছে পুলিশ কর্মীও আহত হয়। ৯ জনকে চিকিৎসা করানোর জন্য ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্যানিং এর বিধায়ক পরেশ রাম দাস তিনি জানিয়েছিলেন যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তিনি অর্থ সাহায্য করবেন। তবে এ বিষয়ে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করেনি বলে জানা যাচ্ছে। ঘটনার কিছুক্ষণ পরে ফাইনাল ফুটবল খেলা শুরু হয়। ক্যানিং এমএলএ কাপ ফাইনালে স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করাকে কেন্দ্র করে মারামারি দর্শকদের মধ্যে।কারন যারা ফুটবল ম্যাচের টিকিট কেটেছিল। তারা ভিতরে ঢুকতে পারছে না। আর সেই কারণেই দশকৰ ও গেটে থাকা ভলেন্টিয়ার দের সাথে মারামারি। তাতে বেশ কয়েক জন আহত হয়েছে বলে খবর । ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আয় তোদের ক্যানিং মহাকুমা হাসপাতাল নিয়ে যেন হয়েছে চিকিৎসার জন্য।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 29, 2025 10:40:33
Purulia, West Bengal:পুরুলিয়া : এসআইআর আতঙ্কে ৮২ বছরের বৃদ্ধর মৃত্যুর অভিযোগ পরিবার এবং তৃণমূল নেতৃত্বের। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ বিজেপির । ভোটার তালিকার নিবিড় সংশোধনের পক্রিয়াতে নাম ওঠেনি খসড়া তালিকায়। আর তাই শুনানিতে ডাকা হয়েছিল পুরুলিয়ার পাড়া ব্লকের চৌতালা গ্রামের বাসিন্দা ৮২ বছরের বৃদ্ধ আদিবাসী সম্প্রদায়ের দুর্জন মাঝিকে। আজ সোমবার ছিলো সেই শুনানি। তার আগেই সাত সকালে গ্রামের পাশে রেল লাইন থেকে উদ্ধার হলো ওই বৃদ্ধের দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে । পরিবারের অভিযোগ, SIR তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন । যার কারণে তিনি আত্মহত্যা করেছে । একই দাবি তুলেছে তৃণমূল নেতৃত্বরা । যদিও বিজেপি নেতৃত্বের দাবি, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে । বাইট: ১) সীতামনি মাঝি (মৃতের স্ত্রী) ২) কানাই মাঝি (মৃতের ছেলে) ৩) সুশান্ত মাহাতো (তৃণমূল বিধায়ক) ৪) জয়দীপ্ত চট্টরাজ (বিজেপি নেতা)
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 29, 2025 10:37:04
Kolkata, West Bengal:জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ঝড় তুলল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ জগজাকার্তা: এই বছরের ২০তম জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল–এ একমাত্র বাংলা ভাষার ছবি হিসেবে নির্বাচিত হয়েছিল দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। আর প্রথম প্রদর্শনীতেই ছবিটি দারুণ সাড়া পেল। প্রিমিয়ার শো ছিল হাউসফুল। রাত বারোটা পর্যন্ত চলা এই স্ক্রিনিংয়ে দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটা উপভোগ করেছেন। ক্রেডিট রোল শেষ হওয়া পর্যন্ত প্রায় কেউই হল ছাড়েননি। ভাষাগত বাধা সত্ত্বেও বিদেশি দর্শকদের প্রতিক্রিয়া ছিল জোরালো—হাসি, করতালি, প্রতিটি মুহূর্তে সাড়া। স্ক্রিনিং–এর পর থেকেই ছবিটি চমৎকার রিভিউ পাচ্ছে, আর উৎসব কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত শো রাখার জন্য চাপ বাড়ছে। ছবির টিম জানিয়েছে, ইতিমধ্যেই দুটি আন্তর্জাতিক উৎসব তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া বিদেশি ডিস্ট্রিবিউটর–দেরও আগ্রহ দেখা যাচ্ছে ছবিটি আন্তর্জাতিকভাবে রিলিজ করার জন্য। স্ক্রিনিং শেষে পরিচালক বলেন, “ভাষার বাধা থাকা সত্ত্বেও বিদেশি দর্শক ছবিটা দারুণভাবে উপভোগ করেছেন। প্রতিটি মুহূর্তে তারা প্রতিক্রিয়া দিয়েছেন। এটাই সিনেমার শক্তি—এটা ভাষা আর সংস্কৃতির সীমানা ছাড়িয়ে যায়।” এই প্রতিক্রিয়ায় স্পষ্ট, দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এই বছরের উৎসবের অন্যতম চমক হয়ে উঠেছে এবং নতুন করে বাংলা স্বাধীন চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়াচ্ছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 29, 2025 09:53:00
Dihierench, West Bengal:तमलुक চলছে লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কাজ!!तमলুকে শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ৫৫ জনের নামের ভুল থাকার কারণে বা ২০০২ এর লিস্টের সাথে লিংক না পাওয়ার কারণে বিশেষ স্কুটিনি চলছে ব্লক অফিসে। কারো নাম ভুল কারো আবার ২০০২ সালের ভোটার লিস্টের নাম না থাকার কারণে ডাক পেয়েছেন। অসুস্থ শরীর নিয়ে সমস্ত সঠিক পরিচয় পত্র সঙ্গে নিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসে এসেছেন।এক বৃদ্ধা সনকা দাস,বয়স ৭৫ পেরিয়েছেন, আতঙ্কে চোখের জল দেখা গেল ব্লক অফিসের সামনে।স্বামী পুত্র সন্তান হারিয়ে থাকেন মেয়ের কাছে,হাঁটতে পারেন না ঠিক মতো,তবুও SIR এর গেরোয় পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখা গেলো শুনানিতে।আতঙ্কে তার চোখে জল! একই আতঙ্ক শ্রীকৃষ্ণ ঘড়া থেকে শুরু করে অন্যান্যদের মধ্যেও।
0
comment0
Report
TDTapan Deb
Dec 29, 2025 09:47:43
Alipurduar, West Bengal:কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল শাসকদল তৃণমূলের আলিপুরদুয়ার নির্বাচন কমিশনের কড়া নির্দেশ শুনানী কেন্দ্রের ১০০ মিটার এর মধ্যে কোন রাজনৈতিক দলের কেউ থাকতে পারবে না। কিন্তু আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে দেখা গেল কমিশনের এই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যের শাসকদলের নেতা কর্মীরা অনায়াসে স্টেডিয়ামের ভেতর চেয়ার টেবিল পেতে বসে শুনানি-র কাজকর্ম তদারকি করছে। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরসভার কাউন্সিলর দীপ্ত চ্যাটার্জী বলেন কোন বিরোধী দল নেই , খুব ঠান্ডা পরেছে তাই বাইরে না বসে ভেতরে বসেছি। বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও অভিযোগ করেন বলেন জেলা প্রশাসন ও পুলিশের অবস্থা এখানেই প্রমাণিত হয়। সব কিছু দেখিয়ে কমিশনের কাছে অভিযোগ জানাবেন। কিন্তু কমিশনের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসনের বা মাইক্রো অবজারভার কেউ আপত্তি জানাননি।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 29, 2025 09:46:04
Kolkata, West Bengal:এলাকায় আড্ডা মারতে গিয়ে গুলিবিদ্ধ এক যুবক। ঘটনাস্থল বেহালা জেন্টস লং সরণি যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে অভিষেক রায় বেহালা sn রায় রোডের বাসিন্দা পাড়ার বন্ধুদের সঙ্গে বেহালা জেমস লং সরণী শিমুলতলায় আড্ডা মারতে গেছিল গতকাল রাতে, একটি মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। সেই সময় পাখি মারার বন্দুক দিয়ে তিন তলা বাড়ির উপর থেকে 17 বছর ব(n)াবালক তাকে লক্ষ্য করে গুলি করে। অভিষেকের পেটের মধ্যে গুলিটি ঢুকে যায়। বন্ধুরা প্রথমে বিদ্যাসাগর হসপিটাল নিয়ে যায় তারপর সেখান থেকে এসএসকেএম এ ভর্তি করা হয়। তার আজকের অপারেশন রয়েছে এবং ওই গুলিটি পেট থেকে বার করা হবে। তবে কি কারণে ওই নাবালক অভিষেককে লক্ষ্য করে গুলি চালালো, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। নাবালকের বাবা কে আটক করেছে पुलिस। অভিষেকের পরিবার যেমনটা জানাচ্ছে ওই নাবালকের সঙ্গে অভিষেকের কোন পরিচয় নেই কেন সে অভিষেককে গুলি করল সেটা নিয়ে উঠছে প্রশ্ন। নাবালকের বিরুদ্ধে আইনক ব্যবস্থা নিচ্ছে পুলিশ。
0
comment0
Report
Advertisement
Back to top