Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Alipurduar736121

उत्तर बंगाल के लिए संयुक्त नदी आयोग: बाले अवैध खनन रोकने की मांग तेज

TDTapan Deb
Oct 16, 2025 08:04:25
Alipurduar, West Bengal
আলিপুরদুয়ার== সম্প্রতি উত্তরবঙ্গে হয়ে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় ভারত - ভুটান যৌথ নদী কমিশন গড়ার প্রয়োজনীতা কথা যেন আরও উস্কে দিল। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সর্বস্তরে দাবি উঠছে ভুটানের সঙ্গে ভারতের যৌথ নদী কমিশন তৈরীর জন্য কেন্দ্র গুরুত্বপূর্ন ভূমিকা পালন করুক। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল রাজ্যের বিধানসভার স্পিকার বিমান মুখোপাধ্যায়ের কাছে লিখিত ভাবে জানিয়েছেন যেন বিধানসভার একটা প্রতিনিধি দল নদী বিশেষজ্ঞদের নিয়ে ভুটান লাগোয়া এই উত্তরবঙ্গের নদী গুলোর অবস্হা নিয়ে পর্যালোচনা করে। বিধানসভার স্পিকার সুমন কাঞ্জিলালের এই দাবিকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগী হবেন বলে জানান। তবে বিরোধী বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও বলেন ভুটান ভারত যৌথ নদী কমিশনের চাইতে বিশেষ প্রয়োজন বিধানসভার সর্বদলের প্রতিনিধিরা দেখুক নদী গুলো থেকে কী ভাবে অবৈঞ্জানিক উপায়ে বালু উত্তোলন হচ্ছে। এসব বনধ করার জন্য প্রতিনিধি দল পাঠান উচিত। সব মিলিয়ে যৌথ নদী কমিশন নিয়ে বিরোধী বিজেপি যে গড়রাজি তা পরিস্কার।
5
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Oct 16, 2025 15:18:03
Kolkata, West Bengal:ভাঙড়ে মহিলা তৃণমূলের কর্মীসভা, শাড়ি উপহার ঘিরে বিতর্ক। ভোট নেওয়ার নতুন কৌশল তৃণমূলের দাবি বিরোধীদের।ভাঙড় ২ নম্বর ব্লকের হাতিশালা এলাকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী-সমর্থকদের নিয়ে কর্মীসভা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। সভায় প্রায় এক হাজার মহিলা উপস্থিত ছিলেন। সভা শেষে মহিলাদের শাড়ি উপহার দেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকি: সকলে শাড়ি পায়নি। আর ওই শাড়ি না দিলে তো লোক হবে না। এগুলো সবই মানুষের ভোট কেনার প্রচেষ্টা। টাকা, বিরিয়ানির প্যাকেট, জামাকাপড় না দিলে সবাই লোক আসবে না। এসআইআর এ নাম বাদ গেলে রক্ত গঙ্গা বইবে: রাজীব বন্দ্যোপাধ্যায় নওশাদ: মানুষকে উৎসাহ দিচ্ছে হিংসার দিকে চলে যাওয়ায়। রাজীব বাবুকে বলুন এসআইআর হতে গেলে যে বুধ ভিত্তিক অফিসার লাগে ৭০০০০ হাজার, তা কে দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে। ওটা দিতে বন্ধ করতে বলুন। খামোখা পাবলিককে উত্তেজিত করার কারণ কি? আগামী ডিসেম্বরের মধ্যে ৩০, হাজার মহিলা কর্মী-সমর্থককে নিয়ে বিশাল জনসভা করার পরিকল্পনা রয়েছে। : শওকত মোল্লা নওশাদ: করুক না। কে বারণ করেছে? চুরি, অন্যায় বন্ধ করব আমরা। ৩০ হাজার করুক বা তিন লাখ করুক, যাই জমায়েত করুক না কেন, তার জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে সঙ্গে নিয়ে দেব। ভবানীপুরে অনুপ্রবেশকারীরা ভরে যাচ্ছে : মুখ্যমন্ত্রী নওশাদ : তা এতদিন কি মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছিলেন? ওনারই তো সরকার। অবৈধ ভোটার যেমন আমরা চাই না। ঠিক তেমনি বৈধ ভোটারদেরও বাদ দেওয়ার বিরুদ্ধে আমরা লড়বো। বাঁধ ভেঙে দেওয়া যে অন্যায় হয়েছে বা যে অন্যায় করেছেন সেগুলো থেকে নজর ঘোরানোর জন্য মানুষকে এসব গল্প শোনাচ্ছেন। বাঁধ ভাঙ্গলে তো আমাদের ক্ষতি বাংলার মানুষদের ক্ষতি।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 16, 2025 15:17:48
Kolkata, West Bengal:শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল ২০২২ সালের প্রাইমারি টেট পাস ডি এল এড ঐক্য মঞ্চের পক্ষ থেকে। দাবি দীর্ঘদিন পর ফ্রেস রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের যাতে ১৩ হাজার ৪২১টি ভ্যাকেন্সি খুব নগণ্য। এক লক্ষ শুন্য পদে অন্তত ৫০ হাজার শিক্ষক নিয়োগের দাবিতে আজকের মিছিলে শিক্ষকরা সঙ্গে হাঁটেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। শিয়ালহাদ স্টেশন চত্বর থেকে আন্দোলনকারী শিক্ষকরা সঙ্গে মৌলালি এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার মেট্রো চ্যানেল পর্যন্ত হাঁটেন বিধায়ক নওশাদ। পরে ধর্মতলায় মানববন্ধন করে তিনি বলেন যে শিক্ষকদের সমর্থনে রাস্তায় নেমেছি। তার কারণ রাজ্যের যে বুনিয়াদি शिक्षा ব্যবস্থা তা ধ্বংস করে দিচ্ছে রাজ্য সরকার এবং কম শিক্ষকের নিয়োগের ফলে প্রান্তিক শ্রেণীর মানুষরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর বিরুদ্ধে যতদূর যাওয়া দরকার যাব। আগামী দিনে এক সপ্তাহের সময় পরে যদি পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব সরকার মেনে না নেয় তাহলে কলকাতা শহরে এসে আন্দোলন আরও তীব্র করব।
0
comment0
Report
ABArup Basak
Oct 16, 2025 15:17:37
Mal Bazar, West Bengal:নাগরाकাটায় বিজেপির বিক্ষোভ মিছিল, শুভেন্দুর হুঁশিয়ারি: "৪ মে ২০২৬-এ বাংলায় রাষ্ট্রপতি শাসন... সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার নাগরাকাটায় বিশাল বিক্ষোভ মিছিল করল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত এই মিছিলে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের চা বাগান থেকে হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, মেটেলি, মালবাজার, বানারহাট, মাদারিহাট-সহ একাধিক ব্লকের চা বাগান থেকে লোক আনার জন্য বিজেপি নেতাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁদের মাধ্যমে চা বাগানগুলির ট্রেড ইউনিয়ন নেতাদের সক্রিয়ভাবে কাজে লাগানো হয়。 বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ নাগরাকাটা রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে বাজার চত্বর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে নাগরাকাটা থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়, জেলা সভাপতি সহ অন্যান্য নেতা ও কর্মীরা। থানার সামনে অনুষ্ঠিত সভায় শুভেন্দু অধিকারী বলেন, "সেদিনের হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তাদের কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি। তৃণমূল নেতাদের কথায় পুলিশ চলছে। যাকে ধরতে বলা হয়েছে, তাকেই ধরা হচ্ছে। এই আন্দোলন এখানেই থামবে না।" এরপরেই 그는 বিতর্কিত ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন SIR বিরোধী মিছিল করবেন, করুন। কিন্তু আমরা বলবো – 'No SIR, No Vote'। যদি SIR হয় না, তাহলে ৪ মে ২০২৬-এর রাত ১২টার পর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। SIR হলে অনুপ্রবেশকারীরা বাই বাই। SIR-ই সেমিফাইনাল, ফাইনালে পিসি-ভাইপো ভোকাট্টা হয়ে যাবে।" বিজেপির এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে। তবে শাসক তৃণমূলের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 16, 2025 13:20:12
Chinsurah, West Bengal:সরকারি জমি দখল করে পাকা নির্মান চুঁচুড়ায়! পুকুর ভরাটের নালিশ পেয়ে গিয়েছিলেন,দেখে 'থ' বিধায়ক। আইনানুগ ব্যবস্থা হবে বলে দিলেন বিধায়ক। স্থানীয় কাউন্সিলর ওয়ার্ডের কারো নজরে পড়ল না কেন? এ প্রশ্ন বিরোধীদের。 সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য চুঁচুড়ায়। পরিদর্শনে গিয়ে অবাক চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলী চুঁচুচড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় একটি সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার সকালে এলাকাটি পরিদর্শনে যান বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়ে দেখেন, সংশ্লিষ্ট সরকারি জমিটি ইতিমধ্যেই পাকাপাকিভাবে দখল করে নেওয়া হয়েছে।একটি জলাশয়ের পার বরাবর পাকা নির্মান করা হয়েছে।রাবিশ ফেলে সমান করা হয়েছে। এই দৃশ্য দেখে বিধায়ক ক্ষোভে উগরে দেন। বিধায়ক বলেন, “এটি সম্পূর্ণ বেআইনি কাজ। আমি জেলাশাসক, বিএলআরও, অতিরিক্ত জেলাশাসক ভূমি দপ্তর ও চুঁচুড়া থানার আইসির কাছে বিষয়টি লিখিত আকারে জানাবো। আমি কোনোভাবেই বেআইনি দখলদারি বরদাস্ত করব না。 যদি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি বিষয়টি জেনে থাকেন এবং তবুও প্রশাসনকে না জানিয়ে থাকেন, তাহলে আমি দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। দল সেই অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।” অভিযুক্ত অচ্যুৎ সাধু জানান, “আমি এই জমি সরকারের কাছে লিজ নেওয়ার জন্য আবেদন করেছিলাম এবং বিষয়টি পৌরসভাকেও জানিয়েছিলাম। তবে আমি জানতাম না যে সরকারি অনুমোদন ছাড়া সরকারি জমিতে কোনো নির্মান করা যায় না।এটা আমার ভুল হয়েছে।দু মাস ধরে তিনি এই কাজ করেছেন。 সরকারি জমি দিনের আলোয় দু মাস ধরে দখল হয়ে গেলো পুরসভা বা প্রশাসনের কেউ দেখল না,প্রশ্ন উঠছে。 বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন,বিধায়ক পুকুর ভরাট শুনে চলে গেলেন অথচ ওনার দলের কাউন্সিলর পুরসভা জানেনা।সরকারি জমি দখল হয়ে গেছে।আসলে এই সরকারের আমলে আইন কানুন প্রশাসন বলে কিছু নেই。 বিধায়ক বলেন,সাধারন মানুষকে এগিয়ে আসতে হবে।বেআইনি কিছু হলে অভিযোগ করতে হবে。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 16, 2025 13:19:41
Chinsurah, West Bengal:ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে হুগলির তরুণীর থেকে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আগেই ২জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার প্রতারণা চক্রের মূল পান্ডাকে মন্দারমনির একটি রিসোর্ট থেকে গ্রেফতার করল হুগলী জেলা গ্রামীন পুলিশের সাইবার সেল। অভিযুক্তের আসল নাম জামির আব্বাস (৩৭), বাড়ি হুগলীর খানাকুলে। গত জুলাই মাসে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের একজন অভিষেক রায়, বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতার গড়িয়া এলাকাতেও একটি ফ্লাট আছে তার। অন্যজন জাহির আব্বাস,বাড়ি হুগলির খানকুলে। দুজনে প্রধান অভিযুক্ত জামির আব্বাস এর ম্যানেজার হিসাবে পরিচয় দিয়ে প্রতারনা চক্র চালাতো। ম্যাট্রমনি সাইট এর মাধ্যমে পরিচয় হয়ে এত বড় ধরনের প্রতারনা চক্র হুগলি জেলায় এই প্রথম বলে পুলিশ জানিয়েছে। এদিন হুগলী জেলার কামারকুন্ডুতে সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, গত ২৬ মে হুগলীর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেখানে তিনি জানান, ম্যাট্রিমনি সাইটে অনুপম রায় নামে এক ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়।‌ এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দুপক্ষের সম্পর্ক দৃঢ় হয়। ওই তরুণী ও তার পরিবারের লোকজনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত অনলাইন অনুপম রায় পরিচয় দিয়ে প্রতারণা চালিয়েছেন অভিযুক্ত। চলতি year's জানুয়ারী মাসে অভিযুক্ত জামির আব্বাস তরুণীকে জানায় জি এস টি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তার ব্যবসায়িক সমস্যায় তৈরী হয়েছে, সেই কারনে তার সমস্ত ব্যাংকের একাউন্ট শীল করে দেওয়া হয়েছে। কিছু অর্থের প্রয়োজন , টাকা দিলে তার সমস্ত একাউন্ট ওপেন হয়ে যাবে। এই টোপ দিয়ে অভিযুক্ত ধাপে ধাপে মোট পাঁচটি একাউন্ট থেকে ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় তরুণীর থেকে। এরপরেই অনলাইন সাইট থেকে অভিযুক্ত তার একাউন্ট সরিয়ে নেয় এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণার শিকার হয়ে তরুণীর পরিবারের লোকজন হুগলী জেলা গ্রামীণ পুলিশের সাইবার থানায় গত ৬ই মে অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে প্রতারণকদের ম্যানেজার হিসাবে পরিচয় দেওয়া অভিষেক রায়কে গ্রেফতার করে পুলিশ। অভিষেকের সূত্র ধরে গত ৯ই মে গভীর রাতে হুগলীর খানাকুল থেকে জাহির আব্বাস নামে আরো একজনকে গ্রেফতার করে। কিন্তু তখন থেকে মূল অভিযুক্ত যিনি অনুপম রায় নামে দিয়ে প্রতারণা করেছিলেন তিনি অধরা ছিলেন। এবার সেই অভিযুক্তকে মন্দারমনির একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হলো। ১৪ই অক্টোবর তাকে চন্দননগর আদালতে তোলা হলে ৭দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বিবাহের নাম করে একাধিক তরুণীর সাথে এই ধরনের সম্পর্ক তৈরী করে পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করতো। পাশাপাশি এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে কতদিন ধরে তারা এই প্রতারণা করছে সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
1
comment0
Report
BSBidhan Sarkar
Oct 16, 2025 13:19:04
Chinsurah, West Bengal:পৃথিবীটা ছোটো হয়ে মুঠো ফোনে কবেই বন্দি হয়েছে।এখন তো কৃত্রিম বুদ্ধিমত্তার সময়।পৃথিবীতে দ্রুত বিজ্ঞানের অগ্রগতি ঘটে চলেছে।প্রযুক্তি নির্ভর যুগে কি ভাবে নিজেকে মানিয়ে নিতে হবে,আগামীর গবেষনা কি হবে,বিজ্ঞানে গোটা বিশ্বে ভারতের অবস্থান কোথায় এসব জানাতে ছাত্র ছাত্রীদের কর্মশালা হল চন্দননগর রবীন্দ্রভবনে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিজ্ঞানের পাঠ দিলেন বিজ্ঞানীরা। চন্দননগরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় সাড়ে চারশো ছাত্র-ছাত্রী অংশ নেয় এই কর্মশালায়। আগামী দিনের বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি করতে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারা বিকাশের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিনের কর্মশালা আয়োজিত হয় CSIR – Central Glass and Ceramic Research Institute, Kolkata-এর পক্ষ থেকে। প্রদর্শনীতে বিজ্ঞানীরা নিজেদের গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক প্রয়োগের নানা দিক তুলে ধরেন। এছাড়াও, লাইভ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ও ডেমোনস্ট্রেশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ দেওয়া হয়। বিজ্ঞানীরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “মন কি বাত” অনুষ্ঠানে বিজ্ঞানী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। সেই ভাবনা থেকেই আজকের এই অনুষ্ঠান বাস্তবায়িত হয়েছে। বৈজ্ঞানিক মহলের মতে এতে ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণামুখী চিন্তাধারার দিকে উদ্বুদ্ধ করবে এবং দেশের বিজ্ঞানচর্চাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।এর আগে উত্তর ২৪ পরগনা হাওড়ায় নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের বিজ্ঞান মনস্কতা নতুন উদ্ভাবন বাড়তে এই ধরনের শিবির হয়েছে।
2
comment0
Report
AMAshok Manna
Oct 16, 2025 13:18:37
4
comment0
Report
MMManoj Mondal
Oct 16, 2025 13:17:58
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার পুরাতন হেলেঞ্চা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পরিমল বিশ্বাসের স্ত্রী সেপু বিশ্বাস সন্ধ্যায় বাড়ি থেকে হেলেঞ্চা বাজারে এসেছিলেন নিজেদের দোকানে । রাত বাড়ি ফিরে বাড়ির গেটের তালা খুলে দেখতে পায় ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড় । ভাঙ্গা হয়েছে একাধিক আলমারি লকার । ল্যাপটপ , ক্যামেরা সহ সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর । পরবর্তীতে খবর দিতো বাগদা থানার পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গেছে পুরো গ্রামে । ভর সন্ধ্যায় এরকম চুরি আগে কখনো হয়েছে বলে গ্রামবাসীরা জানাচ্ছে।
2
comment0
Report
MMManoj Mondal
Oct 16, 2025 13:06:41
Kolkata, West Bengal:বাগদা থানার উত্তর কুলবেড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত যুবকের পরিবারের তরফে প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে। Morty যুবকের নাম অজয় সিকদার (২২), বাবা অমিয় সিকদার ও মা কল্পনা সিকদার বাড়ি বাগদা থানার উত্তর কুলবেড়িয়া। জানা গিয়েছে, অজয় চাকরির প্রস্তুতি নিচ্ছিল এবংসম্প্রতি একাধিক সরকারি চাকরির পরীক্ষায়ও অংশগ্রহণ করেন। পরিবারের অভিযোগ, অজয়ের সঙ্গে বাগদা থানার কাশিপুরের বাসিন্দা বয়স ১৮- র রিমি মজুমদার এর দীর্ঘ دو বছরের সম্পর্ক ছিল। সম্প্রতি রিমির পরিবার জানায়, অজয় চাকরি না পেলে এই সম্পর্কের পরিণতি হবে না। এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে অজয়। প্রেমিকাও জানায় চাকরির না পেলে সম্পর্ক এগোবেন না তারা। অবশেষে মানসিক চাপ সহ্য করা ন পেরে চরম সিদ্ধান্ত নেয় যুবক। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবারের পক্ষ থেকে রিমি মজুমদার ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয় ছিল অত্যন্ত শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক। তাঁর এমন সিদ্ধান্তে শোকস্তব্ধ প্রতিবেশী ও বন্ধুরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ。
1
comment0
Report
Advertisement
Back to top