Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

डांकुनी में रेलवे हटाने के विरोध में नोटिस जारी, दीपावली से पहले घर गंवाए लोग

BSBidhan Sarkar
Oct 16, 2025 15:16:49
Chinsurah, West Bengal
ডানকুনিতে রেলের উচ্ছেদে বাধা, উত্তেজনা, দুর্গাপূজা মিটতেই দেওয়া হয়েছিল নোটিশ, কালীপুজোর আগে ঘর হারালো শতাধিক মানুষ।
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Oct 16, 2025 18:03:54
Katwa, West Bengal:আপনারা যারা তৃণমূল করেন তারা সামনে থেকে দল করুন। সভায় কে ডাকল আর কে ডাকল না সেকথা ভাববেন না সকলে মিলে এক সঙ্গে দল করবেন। দল থাকলে আমরা থাকব। কাটোয়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা কাঞ্চন মুখোপাধ্যায়ের স্বরণসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার একথা বলেন। সাংসদ আরো বলেন অতীতকে নিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। এদিন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন। কাটোয়ার রবীন্দ্র ভবনে কাঞ্চন মুখার্জি স্মৃতি কমিটির ডাকে কাটোয়ার বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল নেতা কাঞ্চন মুখোপাধ্যায়ের স্মরণ সভা উদযাপন করা হয়। সভায় কোন রাজনৈতিক দলের পতাকা ব্যানার ব্যবহার করা না হলেও ফেস্টুনে মুখ্যমন্ত্রীর ছবি ছিল। মহকুমার বিভিন্ন এলাকার মানুষ স্মরণ সভায় যোগ দিয়েছিল। বাইট:১) শর্মিলা সরকার, সাংসদ বর্ধমান পূর্ব লোকসভা।
5
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 16, 2025 16:18:21
Kolkata, West Bengal:বেহালার আরকেডিয়া পুকুর থেকে এক ব্যক্তি দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। ভোরবেলা স্থানীয় বাসিন্দারা দেহ ভাসতে দেখে এবং পরবর্তীকালে পর্ণশ্রী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় লোকের বক্তব্য যে এলাকারই এক ব্যক্তি নাম জিকো তারই দেহ উদ্ধার হয়েছে। তবে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে পর্ণশ্রী পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খتিয়ে দেখছে পুলিশ। এটা কি নেহাতি কোন দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
6
comment0
Report
BSBidhan Sarkar
Oct 16, 2025 16:18:09
Chinsurah, West Bengal:নৈহাটির মত হুগলির বৈঁচীগ্রামেও রয়েছে বড় মা,তার উচ্চতা ২২ ফুট。 হুগলি বৈঁচীগ্রাম উত্তরপাড়ায় হয় বড় মা কালীর পুজো। লক্ষ্মী পুজোর দিন দেবীর কাঠামো পুজো হয়। তারপর শুরু হয় মূর্তি গড়ার কাজ। দেড়কাহন খড়, ৩০ বস্তা এঁটেল মাটি ও ১৫ বস্তা গঙ্গা মাটি দিয়ে গড়া হয় বড়মার মূর্তি। দেবীর ডান পা থাকে মহাদেবের বুকের উপর।দক্ষিনা কালী রূপে পুজিতা হন বড় মা।বড় মার বয়স হয়েছে তাই তার মুখের একটি দাঁত পরেছে। এখানে মায়ের মাহাত্ম্য অনেক। মনস্কামনা পূরণের জন্য অনেকে মায়ের কাছে মানসিক করেন। কালী পুজোর দিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। জনশ্রুতি আছে একসময় মন্দিরের পাশ দিয়ে বইত নদী। চারপাশে ছিল গভীর জঙ্গল আর শ্মশানে ঘেরা। নদীর পাড়ে বসে কোন এক তান্ত্রিক তন্ত্র সাধনা করতেন ।তিনিই স্বপ্নাদেশে নদীর জলে একটি শিলা মূর্তি পান। তারপর বিশাল এক মাটির মূর্তি তৈরি করে শুরু করেছিলেন বড় মার পুজো। বর্তমানে ওই গ্রামের দক্ষিণপাড়ায় এক ব্রাহ্মণ পরিবারের বাড়িতে সারা বছর থাকে বড়মার শীলা মূর্তি। সেখান তার নিত্য পুজো হয়। কালী পুজোর সময় শিলা মূর্তি নিয়ে আসা হয় মন্দিরে। দেবীর মন্দিরেই রয়েছে পঞ্চমুন্ডির আসন।আগে টালির চালা ঘরে ছিল দেবীর অধിഷ্ঠান। পরে গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি হয় পাকা দালান। পুজোর সমস্ত দায়িত্ব এখন সামলায় বড় মা কালী বারোয়ারি পুজো কমিটি। পুজো কমিটির সদস্য উদয় চাঁদ দাঁ বলেন, বড় মা খুব জাগ্রত। ভক্তদের ডাকে সাড়া দেন।কালী পুজোর সময় বহু ভক্ত দূর-দূরান্ত থেকে আসেন মায়ের কাছে পুজো দিতে। পুজোর পরদিন মুড়ি ,চিরে, বাদাম ইত্যাদি আট রকমের ভাজা দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। আখ, ছাঁচি কুমড়ো,ও পশু বলি প্রথা রয়েছে এই পুজোয়।বিসর্জনের দিন লোহার চাকার কাঠামোর উপর দেবীকে বসিয়ে দূরে পুকুরে নিয়ে যাওয়া হয়। মৃৎ শিল্পী রমেশ হাজরা বলেন, শাল কাঠের কাঠামোয় মায়ের মূর্তি তৈরি করা হয়।প্রথমে খড় বাঁধা তারপর শুরু হয় মাটির কাজ। পুজোর দিন হয় বড়মার গায়ে রং করা। সকাল ১০ টা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে মাকে সাজানো। ভুষোকালি, ডেলা নীল রঙ ও গদ আঠার সাথে মিশিয়ে মায়ের রং করা হয়। অন্য কোন রং ব্যবহার করা হয় না। মধ্যরাতে শুরু হয় পুজো চলে নিশিভোর পর্যন্ত। ভাইফোঁটার দিন হয় মায়ের বিসর্জন।
5
comment0
Report
BSBidhan Sarkar
Oct 16, 2025 16:17:48
Chinsurah, West Bengal:দীপান্বিতা আমাবস্যা শেওড়াফুলি নিস্তারিনী মায়ের জন্ম তিথী হিসাবে ধরা হয়।এই আমাবস্যায় নিশি পুজো হয় নিস্তারিণী দক্ষিনা কালীর। শেওড়াফুলির নিস্তারিণী কালী খুবই জাগ্রত বলে বিশ্বাস ভক্তদের।তাই সারা বছর পুজো দিতে ভীর জমে মন্দিরে।তবে সব থেকে বেশি ভীর হয় দীপান্বিতা আমাবস্যার পুজোয়। ইতিহাস বলে, রাজা হরিশ চন্দ্র রায় নিস্তারিণী কালী প্রতিষ্ঠা করেন।জনশ্রুতি হরিশচন্দ্রের তিন স্ত্রী ছিলেন।নিত্যদিন সাংসারিক অশান্তি হত তাদের।প্রথম স্ত্রীর অপঘাতে মৃত্যু হয়।স্ত্রীর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে অনুশোচনায় ভুগতে থাকেন রাজা হরিশচন্দ্র দত্ত রায়।তার মধ্যে পাপ বোধ জন্মায়।তা থেকে নিস্তার পেতে নিস্তারিণী কালি পুজো শুরু করেন ১৮২৮ সালে। বর্ধমানের পাশাপাশি শ্রীরামপুর, শেওড়াফুলী, বৈদ্যবাটি অঞ্চলে রাজার অনেক সম্পত্তি ছিল রাজার। স্বপ্নাদৃষ্ট হয়ে গঙ্গা থেকে পাওয়া কষ্টি পাথর দিয়ে তৈরী হয় কালী মূর্তী। শেওড়াফুলিতে গঙ্গার পারে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন দক্ষিণা কালীর। দেবীর অধিষ্ঠান পঞ্চমুন্ডির আসনে। মন্দিরে কোনও ঘট নেই। দেবীর হাতে রয়েছে তরবারী, যা আজও সেই রাজ পরিবারের স্মারক বহন করে চলেছে। রাজা হরিশচন্দ্রের বড় রানীর নাম ছিল সর্ব মঙ্গলা। এমন ধারনা রয়েছে, মন্দিরে সেই বড় রানীকেই দেবীর রূপ দিয়েছিলেন রাজা。 সারা বছর নিস্তারিণী মন্দিরে পুজো হয়। প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজোপাঠ ও ছাগ বলি দেওয়া হয়। কৌশিকি আমাবস্যার রাতে বিশেষ পুজো হয় মন্দিরে। আর কালী পুজোর সময়ে সারাদিন ধরে চলে পুজো, হোম যজ্ঞ, চন্ডীপাঠ।সারারাত পুজো পরদিন হয় ভোগ বিতরন। এই পুজোয় জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন মন্দিরে। নিস্তারিণী মায়ের কাছে মন থেকে কিছু চাইলে তা পূরণ হয় বলে বিশ্বাস ভক্তদের। আজও সেই বিশ্বাসের টানে দূর দূর থেকে নিস্তারিণী মন্দিরে ভীর জমান ভক্তরা। মন্দিরের সেবাইত ও পুরোহিতরা জানান,মায়ের কাছে অনেকেই মানসিক করেন।রাতে পুজো শুরু হয় শেষ হতে ভোর হয়ে যায়।মায়ের ভোগ দেওয়া হয় লুচি, সাত রকম ভাজা,ছানা,নানা রকম মিষ্টি ও পায়েস。
4
comment0
Report
PDPradyut Das
Oct 16, 2025 16:17:22
Jalpaiguri, West Bengal:বালি পাথর মাফিয়াদের दৌरাত্ম্যের कारणেই ডুয়ার্সের বিপর্যয়, তৃণমুল জেলা সভানেত্রীর ভাইয়ের দিকেই অভিযোগের তীরে শুভেন্দুর। শুভেন্দুর ত্রান ফিরিয়ে দেওয়া/ তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ এর ভাইকে বালি মাফিয়া বলা / তৃণমূল নেতা তথা বালি মাফিয়া রাসেল কে স্টেজে নিয়ে মুখ্যমন্ত্রীর ছবি সহ শুভেন্দু অধিকারীর যাবতীয় অভিযোগ নিয়ে তৃণমূল এর জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ এর বাইট, এই প্রসঙ্গে তিনি সরাসরি অভিযোগের আঙুল তোলেন জেলা তৃণমুল সভানেত্রীর ভাইয়ের দিকেই। বর্তমান পরিস্থিতি বোঝাতে নিজেকে সাংবাদিক হিসেবে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগে এক ট্রাক বালির মূল্য ৪ হাজার ৫০০ ছিলো আজ ১২ হাজার , এই গুলোতো আপনারা নিজেদের ব্যবহারিক জীবনেই প্রত্যক্ষ করছেন। কেন্দ্রিয় পরিবেশ কন্ট্রোল বোর্ডের নিয়ম ভেঙে নদীতে জে সি পি নামিয়ে বালি পাথর তুলে নিয়ে যাচ্ছে মাফিয়ারা। নদীর পাড় কেটে তোলা হচ্ছে বালি পাথর। এই ফল ভুগতে হলো এই অঞ্চলের মানুষ দের।
3
comment0
Report
PMProsenjit Malakar
Oct 16, 2025 16:16:13
Nijuri, West Bengal:কে এলো, কে গেলো তাকে কিছু যায় আসে না। নাম না করে কাকে ইঙ্গিত করে মন্তব্য কাজল শেখের। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটা ব্লকে ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলন। সে মতো নানুর বিধানসভার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয়েছিল বিজয় সম্মিলনী। মঞ্চে উপস্থিত ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কাকে ইঙ্গিত করে খোঁচা দিলেন এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কাজল শেখ তিনি বলেন, “নানুরের মঞ্চে কে এলো, কে গেল তাতে কিছু যায় আসে না”। এটা আমাদের কাছে কোনো বিষয় নয়। পাশাপাশি, তিনি ২০২৬-এ বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা থেকে তৃণমূল যাকে প্রার্থী করবে তাকে এক লক্ষ 18 হাজারের বেশি ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবেন। বীরভূমের ১১ বিধানসভায় ফের জোড়া ফুল ফুটবে বিরোধীরা সরষে ফুল দেখবে, প্রমাণ করে দেব।
6
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 16, 2025 15:18:03
Kolkata, West Bengal:ভাঙড়ে মহিলা তৃণমূলের কর্মীসভা, শাড়ি উপহার ঘিরে বিতর্ক। ভোট নেওয়ার নতুন কৌশল তৃণমূলের দাবি বিরোধীদের।ভাঙড় ২ নম্বর ব্লকের হাতিশালা এলাকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী-সমর্থকদের নিয়ে কর্মীসভা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। সভায় প্রায় এক হাজার মহিলা উপস্থিত ছিলেন। সভা শেষে মহিলাদের শাড়ি উপহার দেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকি: সকলে শাড়ি পায়নি। আর ওই শাড়ি না দিলে তো লোক হবে না। এগুলো সবই মানুষের ভোট কেনার প্রচেষ্টা। টাকা, বিরিয়ানির প্যাকেট, জামাকাপড় না দিলে সবাই লোক আসবে না। এসআইআর এ নাম বাদ গেলে রক্ত গঙ্গা বইবে: রাজীব বন্দ্যোপাধ্যায় নওশাদ: মানুষকে উৎসাহ দিচ্ছে হিংসার দিকে চলে যাওয়ায়। রাজীব বাবুকে বলুন এসআইআর হতে গেলে যে বুধ ভিত্তিক অফিসার লাগে ৭০০০০ হাজার, তা কে দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে। ওটা দিতে বন্ধ করতে বলুন। খামোখা পাবলিককে উত্তেজিত করার কারণ কি? আগামী ডিসেম্বরের মধ্যে ৩০, হাজার মহিলা কর্মী-সমর্থককে নিয়ে বিশাল জনসভা করার পরিকল্পনা রয়েছে। : শওকত মোল্লা নওশাদ: করুক না। কে বারণ করেছে? চুরি, অন্যায় বন্ধ করব আমরা। ৩০ হাজার করুক বা তিন লাখ করুক, যাই জমায়েত করুক না কেন, তার জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে সঙ্গে নিয়ে দেব। ভবানীপুরে অনুপ্রবেশকারীরা ভরে যাচ্ছে : মুখ্যমন্ত্রী নওশাদ : তা এতদিন কি মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছিলেন? ওনারই তো সরকার। অবৈধ ভোটার যেমন আমরা চাই না। ঠিক তেমনি বৈধ ভোটারদেরও বাদ দেওয়ার বিরুদ্ধে আমরা লড়বো। বাঁধ ভেঙে দেওয়া যে অন্যায় হয়েছে বা যে অন্যায় করেছেন সেগুলো থেকে নজর ঘোরানোর জন্য মানুষকে এসব গল্প শোনাচ্ছেন। বাঁধ ভাঙ্গলে তো আমাদের ক্ষতি বাংলার মানুষদের ক্ষতি।
2
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 16, 2025 15:17:48
Kolkata, West Bengal:শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল ২০২২ সালের প্রাইমারি টেট পাস ডি এল এড ঐক্য মঞ্চের পক্ষ থেকে। দাবি দীর্ঘদিন পর ফ্রেস রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের যাতে ১৩ হাজার ৪২১টি ভ্যাকেন্সি খুব নগণ্য। এক লক্ষ শুন্য পদে অন্তত ৫০ হাজার শিক্ষক নিয়োগের দাবিতে আজকের মিছিলে শিক্ষকরা সঙ্গে হাঁটেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। শিয়ালহাদ স্টেশন চত্বর থেকে আন্দোলনকারী শিক্ষকরা সঙ্গে মৌলালি এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার মেট্রো চ্যানেল পর্যন্ত হাঁটেন বিধায়ক নওশাদ। পরে ধর্মতলায় মানববন্ধন করে তিনি বলেন যে শিক্ষকদের সমর্থনে রাস্তায় নেমেছি। তার কারণ রাজ্যের যে বুনিয়াদি शिक्षा ব্যবস্থা তা ধ্বংস করে দিচ্ছে রাজ্য সরকার এবং কম শিক্ষকের নিয়োগের ফলে প্রান্তিক শ্রেণীর মানুষরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর বিরুদ্ধে যতদূর যাওয়া দরকার যাব। আগামী দিনে এক সপ্তাহের সময় পরে যদি পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব সরকার মেনে না নেয় তাহলে কলকাতা শহরে এসে আন্দোলন আরও তীব্র করব।
1
comment0
Report
ABArup Basak
Oct 16, 2025 15:17:37
Mal Bazar, West Bengal:নাগরाकাটায় বিজেপির বিক্ষোভ মিছিল, শুভেন্দুর হুঁশিয়ারি: "৪ মে ২০২৬-এ বাংলায় রাষ্ট্রপতি শাসন... সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার নাগরাকাটায় বিশাল বিক্ষোভ মিছিল করল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত এই মিছিলে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের চা বাগান থেকে হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, মেটেলি, মালবাজার, বানারহাট, মাদারিহাট-সহ একাধিক ব্লকের চা বাগান থেকে লোক আনার জন্য বিজেপি নেতাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁদের মাধ্যমে চা বাগানগুলির ট্রেড ইউনিয়ন নেতাদের সক্রিয়ভাবে কাজে লাগানো হয়。 বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ নাগরাকাটা রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে বাজার চত্বর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে নাগরাকাটা থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়, জেলা সভাপতি সহ অন্যান্য নেতা ও কর্মীরা। থানার সামনে অনুষ্ঠিত সভায় শুভেন্দু অধিকারী বলেন, "সেদিনের হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তাদের কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি। তৃণমূল নেতাদের কথায় পুলিশ চলছে। যাকে ধরতে বলা হয়েছে, তাকেই ধরা হচ্ছে। এই আন্দোলন এখানেই থামবে না।" এরপরেই 그는 বিতর্কিত ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন SIR বিরোধী মিছিল করবেন, করুন। কিন্তু আমরা বলবো – 'No SIR, No Vote'। যদি SIR হয় না, তাহলে ৪ মে ২০২৬-এর রাত ১২টার পর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। SIR হলে অনুপ্রবেশকারীরা বাই বাই। SIR-ই সেমিফাইনাল, ফাইনালে পিসি-ভাইপো ভোকাট্টা হয়ে যাবে।" বিজেপির এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে। তবে শাসক তৃণমূলের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি。
4
comment0
Report
Advertisement
Back to top