Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Alipurduar736121

अलिपुरदुवार के विधायक और जिला परिषद के अधिकारी के बीच सड़क उद्घाटन को लेकर संघर्ष

TDTapan Deb
Dec 20, 2025 07:31:19
Alipurduar, West Bengal
*আলিপুরদুয়ার* == আবারও জেলার রাস্তার উদ্ধোধন নিয়ে বিবাদে জড়ালেন আলিপুরদুয়ারের বিধায়ক বনাম জেলা পরিষদের কৃষি কর্মাক্ষ্যকের মধ্যে। এর আগেও জেলার একটি রাস্তার উদ্ধোধন নিয়ে বিধায়ক বনাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিবাদে সরগরম হয়ে উঠেছিল , এবার কৃষি কর্মাধ্যক্ষ। আলিপুরদুয়ার জেলায় পথশ্রী প্রকল্পে ১১৯ টি রাস্তা প্রায় ২০০ কিলোমিটার নির্মান করা হচ্ছে। এর মধ্যে ২৬ টি রাস্তা প্রায় ৩০ কিলোমিটারকের বেশি নির্মান করছে জেলা পরিষদের তত্বাবধনে থাকা এসআরডিএ বিভাগ। এই বিভাগের প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা আলিপুরদুয়ারে বিবেকানন্দ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দুই নম্বর ব্লকের মাঝেরডাবরি এলাকা পর্যন্ত গিয়েছে। দীর্ঘ রাস্তাটি জেলা পরিষদের দুই সদস্যের এলাকার অন্তভূক্তি। একজন জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি ও একজন কৃষি বিভাগের কর্মাধ্যক্ষ । জেলা পরিষদের অন্দরে ক্ষোভ জেলা পরিষদের তত্বাবধনে থাকা একটা বিভাগ কী করে জেলা পরিষদের সদস্যদের আমন্ত্রন না জানিয়ে বিধায়ককে দিয়ে রাস্তার উদ্ধোধন করায়। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধ্যক্ষ রতন মহন্ত ক্যামেরার সামনে ক্ষোভ না জানালেও কৃষি ও সেচ বিভাগের কর্মাধ্যক্ষ অনুপ দাস কিন্তু ক্ষোভে ফেটে পরেছেন। তিনি বলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে অভিযোগ জানাবেন। সব শুনে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের বক্তব্য কে গেল কে গেল না তাতে কিছু আসে যায় না। খবরে তাদের যাওয়া উচিত ছিল। রাস্তাটি মানুষের উপকারে লাগছে এটাই বড় কথা । সব মিলিয়ে জেলা পরিষদ বনাম বিধায়ক দ্বন্দ ক্রমশ বড় হচ্ছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Dec 20, 2025 08:35:23
Kolkata, West Bengal:কালিঘাট ফায়ার ব্রিগেডের কাছে প্রায় দেড়শো জন কালিম্পং এর লেপচাদের আটক করা হয়েছে। প্রায় দেড়শ জন পরিবার মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিল লেপচা ভাষা বাঁচানোর দাবি নিয়ে ৯ ডিসেম্বর থেকে তারা কালিংপং থেকে পায়ে হেঁটে কলকাতায় উদ্দেশ্যে রওনা দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন প্রায়ই দেড়শ জন পরিবার। তাদের মূলত দাবি তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভাষা লেপচাদা স্কুলের সিলেবাসে যাতে থাকে এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন এবং তার পাশাপাশি আজ থেকে তাদের নতুন বছর শুরু হয়ে গেছে নতুন বছরে উইসও করবেন। এখন অব্দি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন সদর উত্তর আসেনি দেখা করার প্রায় ১৫০ জন পরিবার কালীঘাট পুলিশ স্টেশনের সামনেই অপেক্ষা করছেন। এখন দেখার বিষয় আদৌ কি রাজ্যের মুখ্যমন্ত্রী সাথে দেখা হবে?
0
comment0
Report
PDPradyut Das
Dec 20, 2025 08:34:55
0
comment0
Report
EGE GOPI
Dec 20, 2025 08:34:38
Kharagpur, West Bengal:Exclusive Dilip: নদিয়া প্রধানমন্ত্রীর সভা নিয়ে প্রশ্ন, ‘আমাকে ডাকার প্রশ্নই নেই’—দিলীপ ঘোষ ই গোপী: নদিয়ারের তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ নিজেই। জি ২৪ ঘন্টার মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “আমি এখন মেদিনীপুরে আছি। ওখানকার যারা কার্যকর, তারাই থাকবেন। কর্মীরা, সমর্থকরা সবাই আসবেন। আমাকে ডাকার কোনও প্রশ্নই নেই। যে যেখানেই কাজ করছে, সেখানেই আছে।” দিলীপ ঘোষের এই মন্তব্যে স্পষ্ট, তাহেরপুরের সভায় অনুপস্থিতি নিয়ে তিনি কোনও বিতর্কে যেতে চান না। বরং দলের সাংগঠনিক কাজكেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন বলে দাবি তাঁর। তবে প্রধানমন্ত্রীর সভায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা যে থামছে না, তা বলাই বাহুল্য।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 20, 2025 08:34:27
Kolkata, West Bengal:FOG বছরের এই সময় উত্তর পশ্চিম ভারতে জেড স্ট্রিম অর্থাৎ শীতল হাওয়ার স্রোত যতটা শক্তিশালী হওয়ার কথা আজ ততটা নেই। গত কয়েকদিন ধরেই নেই। তার কারণ উত্তর পশ্চিম ভারতের জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। একটি রয়েছে আফগানিস্থান থেকে হিন্দুকুশ পর্বতমালা ধরে নেপাল পর্যন্ত। দ্বিতীয়টি জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড হয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত। ভারত থেকে কিছুটা দূরে দক্ষিণ পশ্চিম ইরানে আরেকটি ঘূর্ণাবর্ত। ফলে শীতল হাওয়ার স্রোত আটকে দিয়েছে জলীয় বাষ্প। আজ রাজ্যের ৫ জেলায় আগে থেকেই কুয়াশার সতর্কতা ছিল। পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর ২৪ পরগনা। সেই কুয়াশা বেলা বাড়ার পরেও পর্যাপ্ত শীতল হাওয়ার ধাক্কা না খাওয়ায় কার্যত একই জায়গায় জমাট বেঁধে আছে। নদীয়ার তাহেরপুরের প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছে হেলিপ্যাড লাগোয়া এলাকায় এই কুয়াশা স্বাভাবিক নিয়মে বেলা গড়ালেই সরে যাওয়ার কথা। সরেনি। ফলে দুর্শ্যমানতা কম। যা প্রধানমন্ত্রীর চপার অবতরণের পক্ষে ঝুঁকিবহুল। ভি এম বালা যোগী এবং ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ এর মর্মান্তিক পরিণতির পর ওই কম দৃশ্যমানতার লোকেশনে চপার নামানোর সম্মতি দিতে রাজি হয়নি এসপিজি।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 20, 2025 07:32:33
Salt Lake City, Utah:Three more arrested in connection with vandalism at the stadium. Arrested by Bidhan Nagar South Police Station. Two people have been arrested from Laketown area and one has been arrested from Ghola area. A total of 9 people have been arrested in connection with vandalism. স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরো তিন। গ্রেফতার করলো বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে লেকটাউন এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে ঘোলা এলাকা থেকে।ভাঙচুরের ঘটনায় মোট গ্রেফতার ৯ জন। সল্টলেক স্টেডিয়ামে আসেন মেসি। তাকে দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শক। ভাঙচুরের পাশাপাশি লুঠপাট ও চালানো হয়। সেই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। নতুন করে গ্রেফতার আরো তিন। ভাঙচুরের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা জোন। আজ তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 20, 2025 07:32:21
Howrah, West Bengal:বাংলার ১৫ বছরের গৌরবময় অধ্যায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৫ বছর ধরে উন্নয়নের পথে মা, মাটি, মানুষের সরকার বাংলার মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে সেই বিষয়কে মাথায় নিয়ে উন্নয়নের পাঁচালী নামাঙ্কিত প্রচার অভিযান শুরু হয়েছে রাজ্য জুড়ে৷ আজ উলুবেড়িয়া পূর্বকেন্দ্রে সেই প্রচার অভিযানের শুভা আরম্ভ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বোস উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস। ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান ৷ সহ বেশ কয়েকজন এই অনুষ্ঠান থেকে উন্নয়নের পাঁচালী টোটো সাজিয়ে বেশ কয়েকটি টোটো প্রচারে নামল৷ টোটো গুলি পূর্ব কেন্দ্রের সমস্ত এলাকা ঘুরবে এবং government's উন্নয়নের প্রচার অভিযান চালাবে৷
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 20, 2025 07:32:02
Kolkata, West Bengal:DPS BHAICHUNG স্কুলের স্পোর্টস। আর তাতে হাজির স্বয়ং ভারতীয় ফুটবলের অন্যতম আইকন পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া। তাই শনিবারের সকাল টা স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক এমনকি প্রিন্সিপালের কাছেও রেড লেটার ডে। সুবক্তা বাইচুং অবলীলায় সামলালেন স্কুলের পড়ুয়াদের একটার পর একটা প্রশ্নের উত্তর। শেষে জি ২৪ ঘণ্টা কে ভারতীয় ফুটবলের ভবিষ্যত, আইএসএল স্পনসর না পাওয়া, মেসি কাণ্ড নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। যাওয়ার আগে বলে গেলেন বিগত ১৫ বছর ধরে স্কুল লেভেলের ফুটবল প্রতিভা কে জাতীয় স্তরে তুলে আনার যে মিশন তার ফুটবল অ্যাকাডেমি শুরু করেছিল তাতে এবার সংযোজন হতে চলেছে ডিপিএস এর নাম। স্কুলের অন্যতম পরিচালন কমিটির সদস্য সাগর অগ্রবাল নিজেই আজ উচ্ছসিত। কারণ তিনিও বাইচুং ভুটিয়ার বড় ফ্যান। শুধু লেখাপড়া করে কোনো ছাত্র নিজের বিকাশ ঘটাতে পারেনা। সঙ্গে খেলাধুলো মাস্ট। সেটাই DPS এর অন্যতম USP। সেই লক্ষ্যে বাইচুং আজ স্কুল কে আরো এক ধাপ এগিয়ে দিয়ে গেলেন বলে মনে করেন তিনি। বাইট বাইচুং ভুটিয়া বাইট সাগর অগ্রবাল
0
comment0
Report
NHNantu Hazra
Dec 20, 2025 07:31:34
Salt Lake City, Utah:2012ZG_SALT_SHATUDRA_INTR Yesterday, Shatudra Dutt was taken to the Bidhan Nagar Commissionerate and interrogated by four IPS of the SIT. He was interrogated for several hours. Feed sent by live u 7 গতকাল বিধান নগর কমিশনারেট এ নিয়ে গিয়ে শতুদ্র দত্তকে জিজ্ঞাসাবাদ করে সিটের চার আইপিএস।কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর * গোটা ইভেন্ট এর কি কি পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি প্লানিং, এইসব বিষয় নিয়ে কাদের সাথে আলোচনা হয়েছিল? * পুলিশের সাথে কি কি মিটিং হয়েছে?এবং ডিসি অনিশ সরকারের সাথে সিডিউল নিয়ে আলোচনা হয়েছে কিনা? * বেশ কিছু ইভেন্টে সময়সূচি পরিবর্তন হয়েছিল সেগুলো কার নির্দেশে হয়েছে? * মেসি যখন মাঠে প্রবেশ করবে যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা ছাড়াও এত লোক কার নির্দেশে ঢুকেছিল? * আগে যে সমস্ত জিজ্ঞাসাবাদে বয়ান তিনি দিয়েছিলেন সেই সমস্ত বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে? * মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে মেসিকে নিয়ে মাঠে নামিয়ে এই পরিকল্পনা কার নির্দেশে? * এত মানুষ মাঠে ডাকলে মেসি যখন থাকবে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে আন্দাজ করে ও কেন মাঠে এত ভিড় বাড়ানো হলো? * মেসি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার সমস্ত কিছু জেনেও কেন sådথটা করা হলো? এই সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করে সিটের তদন্তকারী আধিকারিকরা।এবং সেই কারণেই তাকে বিধান নগর কমিশনারেট অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনটাই পুলিশ সূত্রে খবর।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 20, 2025 07:30:46
0
comment0
Report
NHNantu Hazra
Dec 20, 2025 06:37:02
Salt Lake City, Utah:2022 Tate Pass (D.EL.ED) Locomotor Disability job aspirants sit under open sky in winter night in protest. It is alleged that the police did not allow any encampment. Their position has been protesting since last Monday with multiple demands. শীতের রাতে খোলা আকাশের নিচে বসে প্রতিবাদে ২০২২ টেট পাস (D.EL.ED) লোকোমোটর ডিসেবিলিটি চাকরি প্রার্থীরা। পুলিশ কোনো ছাউনি করতে দেয় নি বলে অভিযোগ। গত सोमवार থেকে একাধিক দাবী নিয়ে চলছে তাদের অবস্থান বিক্ষোভ। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫-এ রোস্টার সংশোধন ও প্রকৃত PH প্রার্থীদের অধিকার সুরক্ষার আবেদন জানিয়ে সোমবার থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে চাকরি প্রার্থীরা। অভিযোগ..... ২০১৯ সাল থেকে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় লোকোমোটর প্রতিবন্ধী (LD) প্রার্থীদের মধ্যে শুধুমাত্র তপশিলি জাতিভুক্ত (SC) প্রার্থীরাই সংরক্ষণ পাচ্ছেন। General, OBC-A, OBC-B8 3 ST সম্প্রদায়ের LD প্রার্থীরা ধারাবাহিকভাবে বঞ্চিত হচ্ছেন। এটি RPWD Act, 2016-এর পরিপন্থী, কারণ এই আইনে কোথাও জাতিগতভাবে সংরক্ষণ বিভাজনের কথা নেই। প্রতিবন্ধী সংরক্ষণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমানভাবে দেওয়ার কথা থাকলেও বাস্তবে লোকোমোটর ক্যাটাগরিতে বৈষম্য বজায় রয়েছে। সরকারের চাকরির নতুন ও পুরনো ১০০-পয়েন্ট রোস্টারে ৩২ নম্বর পয়েন্টটি শুধুমাত্র SC লোকোমোটর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকায় General, OBC ও ST LD প্রার্থীরা কোনো সুযোগ পাচ্ছেন না। অন্যান্য প্রতিবন্ধী ক্যাটাগরিতে সকল সম্প্রদায়ই সংরক্ষণ পাচ্ছে, কিন্তু LD ক্যাটাগরিতে শুধু SC-দের সীমাবদ্ধ রাখা হয়েছিল-যা সম্পূর্ণ বৈষম্যমুলক।বহুবার সমাজকল্যাণ দপ্তর এবং শ্রমদপ্তরে গিয়ে বিষয়টি জানানো হয়েছে, গেজেট সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। শ্রমদপ্তর বারবার আনলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। শুধু আশ্বাস দিয়ে সময় পার করে দেওয়া হয়েছে। ফলে বছরের পর বছর সরকারি চাকরির প্রতিটি পরীক্ষায় তারা বঞ্চিত হয়েই চলেছে, এছাড়াও নতুন Model 100-Point Roster No. Labr/110-Emp/EC/1M-01/2025 (13.06.2025)-এ একই অসঙ্গতি বিদ্যমান, যা অবিলম্বে সংশোধন করা অত্যন্ত প্রযোজন। andongোলনকারীদের দাবি সমূহ হলো.... 1. লেবার ডিপার্টমেন্ট কর্তৃক 08/07/2019 তারিখে জারি করা 280-EMP অর্ডারটি সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, কারণ এটি বর্তমান সংরক্ষণ নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং প্রকৃত প্রতিবন্ধী প্রার্থীদের বঞ্চিত করছে। 2. মডেল 100 পয়েন্ট রোস্টায় (2025)-এ গুরুতর ভুল ও অসঙ্গতি রয়েছে। এটি অবিলম্বে সংশোধন করতে হবে। 3. ১০০ সয়েন্ট রোস্টার প্রকৃত অর্থে হরাইজন্টাল হওয়ার কথা, যা সকল কাস্টে সমানভাবে বিতরণ হওয়ার কথা।কিন্তু ভুলভাবে এটিকে ভার্টিকাল করে দেওয়ার ফলে শুধুমাত্র SC-Locomotor Disability ক্যাটেগরি সংরক্ষণ পেয়েছে, কিন্তু General, OBC-A, OBC-B, ST-কেউই সংরক্ষণ পায়নি। এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি নিয়োগে ভারতীয় সংবিধানের Article 14, 15(1), 16(1), 16(4) এবং RPwD Act, 2016-এর Section 34 স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। 4. ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী প্রার্থী যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তাদের জন্য দাবি: A. প্রার্থীর প্রতিবন্ধী সার্টিফিকেট যেকোনো সরকারি হাসপাতাল থেকে ইস্যু করা হলে গ্রহণ করবেন। B.ইন্টারভিউর আগে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে কঠোরভাবে প্রতিবন্ধকতা যাচাই করতে হবে। C. রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিছু অসৎ ব্যক্তি অর্থের বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট দিচ্ছে-সার্টিফিকেটগুলো বৈধ হলেও ক্যান্ডিদেট প্রকৃতপক্ষে ভুয়ো (FAKE)। তাই প্রতিটি ক্যান্ডিডেটকে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পুনরায় যাচাই করা বাধ্যতামুলক করতে হবে। D. মেডিক্যাল বোর্ড দ্বারা যদি কেউ FAKE প্রতিবন্ধী প্রমাণিত হয়, তবে তার - TET PASS সার্টিফিকেট, - PH সার্টিফিকেট, - D.El.Ed ট্রেনিং সার্টিফিকেট, - ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রার্থীতা অবিলম্বে বাতিল করতে হবে। E. 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মতোই, চলতি 2025 সালের নিয়োগেও সকল প্রকৃত (orginal) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যায্য অধিকার ও চাকরি সুনিশ্চিত করতে হবে। F. আমরা যারা সত্যিকারের বিশেষভাবে সক্ষম-তাদের যেন সম্মানের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই এই নিয়োগ যাতে দূষিত বা কলঙ্কিত না হয়, তা নিশ্চিত করতে হবে。
0
comment0
Report
ABArup Basak
Dec 20, 2025 06:18:22
Mal Bazar, West Bengal:*মালবাজার বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় দুই যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য।* ভাড়াটে দুই তরুণের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজার শহরে। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় জয়প্রকাশ পন্ডিতের বাড়ির একটি ঘর থেকে দুই তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই দুই তরুণ তিন দিন আগেই বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। মৃত দুই তরুণের নাম সঞ্জীব বর্মন (২০) এবং অনুপ রায়(২১)। সঞ্জীবের বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার ছোট শালকুমার গ্রামে। অপরদিকে অনুপ মেডলি থানার ধুপঝোরার বাসিন্দা বলে জানা গেছে, খবর পেয়েই মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সঞ্জীব বর্মন চলতি মাসের ১৫ তারিখ থেকেই নিখোঁজ ছিলেন। নিখোঁজ সংক্রান্ত বিষয়ে ফালাকাটা থানায় একটি অভিযোগ দায়েরও করা হয়েছিল। মোবাইল টাওয়ার লোকেশন সূত্র ধরে ফালাকাটা থানার পুলিশ মাল বাজার এলাকায় তার অবস্থানের হদিস পায়। ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই মালবাজার হাসপাতালে পৌঁছায় অনুপের পরিবার। অনুপের বাবা কথা বলার মত অবস্থায় ছিলেন না। প্রতিবেশী বিটেন রায় বলেন, মৃত যুবক বাড়িতে জানায় একটি মন্দিরে পুরোহিতের কাজে যুক্ত রয়েছেন।..... শুক্রবার রাতে দুই তরুণকে ঝুলন্ত অবস্থায় ঘরের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। একই দড়িতে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মালবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালবাজার থানা সূত্রে জানা গেছে দুই তরুনের মৃত্যুর খবর বাড়িতে জানানো হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top