Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
पीएम के हेलीकॉप्टर के उतरने में धुंध से खतरा, सुरक्षा अधिकारी असमर्थ
AGAyan Ghosal
Dec 20, 2025 08:34:27
Kolkata, West Bengal
FOG বছরের এই সময় উত্তর পশ্চিম ভারতে জেড স্ট্রিম অর্থাৎ শীতল হাওয়ার স্রোত যতটা শক্তিশালী হওয়ার কথা আজ ততটা নেই। গত কয়েকদিন ধরেই নেই। তার কারণ উত্তর পশ্চিম ভারতের জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। একটি রয়েছে আফগানিস্থান থেকে হিন্দুকুশ পর্বতমালা ধরে নেপাল পর্যন্ত। দ্বিতীয়টি জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড হয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত। ভারত থেকে কিছুটা দূরে দক্ষিণ পশ্চিম ইরানে আরেকটি ঘূর্ণাবর্ত। ফলে শীতল হাওয়ার স্রোত আটকে দিয়েছে জলীয় বাষ্প। আজ রাজ্যের ৫ জেলায় আগে থেকেই কুয়াশার সতর্কতা ছিল। পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর ২৪ পরগনা। সেই কুয়াশা বেলা বাড়ার পরেও পর্যাপ্ত শীতল হাওয়ার ধাক্কা না খাওয়ায় কার্যত একই জায়গায় জমাট বেঁধে আছে। নদীয়ার তাহেরপুরের প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছে হেলিপ্যাড লাগোয়া এলাকায় এই কুয়াশা স্বাভাবিক নিয়মে বেলা গড়ালেই সরে যাওয়ার কথা। সরেনি। ফলে দুর্শ্যমানতা কম। যা প্রধানমন্ত্রীর চপার অবতরণের পক্ষে ঝুঁকিবহুল। ভি এম বালা যোগী এবং ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ এর মর্মান্তিক পরিণতির পর ওই কম দৃশ্যমানতার লোকেশনে চপার নামানোর সম্মতি দিতে রাজি হয়নি এসপিজি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Dec 20, 2025 10:09:12
Kolkata, West Bengal:টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বৈঠকে বসে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও। বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমন গিলের। দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ। দলে এসেছেন ইশান কিশান। ১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। সহ-অধিনায়ক অক্ষর পটেল। মহম্মদ সিরাজ, মহম্মদ শামির বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিবেচনা করা হয়নি ঋষভ পarethও। বিশ্বকাপের এই দলই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জান allocations নয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ইশান কিশন এবং হর্ষিত রানা।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 20, 2025 10:05:25
Siliguri, West Bengal:*অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা , মৃত্যু আটটি হাতির , যাত্রী দুর্ভোগ বাড়ছে এনজেপি স্টেশনে* শুক্রবার গভীর রাতে অসমের হোজাই জেলায় সায়রং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল ৮টি হাতির। জখম হয়েছে এক হস্তীশাবক, যাকে পরে বনকর্মীরা উদ্ধার করেন। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন সহ পাঁচটি কামরা। দুর্ঘটনার পর সেখানে রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। ইতিমধ্যেই উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে একাধিক ট্রেন বাতিল ও ঘুরপথে ট্রেন চলাচলের ব্যাবস্থা করেছে৷ তবে উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন শিলিগুড়ির এনজেপি রেল স্টেশান৷ সেখানেই পরিস্থিতি খানিকটা আলাদা অন্যান্য দিনের তুলনায়৷ স্টেশনের প্লাটফর্মে বাড়ছে যাত্রী দুর্ভোগ। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সাথে যে রেল গুলো সংযোগ স্থাপন করে সেই সব ট্রেনের যাত্রীরা ব্যাপক مشاكلায় পড়েছে। রাজধানীর মত ট্রেন গুলো যেগুলো অসম থেকে আসবার কথা সেসব ট্রেন সময়ের অনেক পড়ে এসে পৌঁছচ্ছে এনজেপিতে। আবার কোনটা এখনও এসে পৌঁছায়নি। যাত্রী রাজ বসু বলেন , "গতকাল রাত থেকে এখনও পর্যন্ত প্রায় দশ ঘন্টা দেরীতে চলছিল আমাদের ট্রেন৷ পরে জানা গেল হাতি মৃত্যুর কথা। যেখানে রেলের ইঞ্জিনেই হাতির চিহ্ন থাকে সেখানে হাতি নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে৷ এটা খুবই দুর্ভाग্যজনক ঘটনা।" যাত্রী প্রীন্সি তামাং বলেন , "রাজধানীর জন্য অপেক্ষা করছি। অসম থেকে আসবে। ১২:২০ তে সময় থাকলেও এখনও কতক্ষন লাগবে তা বুঝতে পারছি না৷" সিকিম থেকে আগত ব্রজিত সিং বলেন , "পরিবার নিয়ে স্টেশনে রয়েছি৷ ট্রেনের সময় এখন রাত ১০ টা দেখাচ্ছে৷ কিন্তু কিছু করার নেই। পরিবার নিয়ে এভাবেই প্লাটফর্মে থাকছি৷"
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 20, 2025 10:04:43
Dihierench, West Bengal:जमि जটে আটকে গেলো কালভাট তৈরির APAS এর কাজ, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাজ করে দিচ্ছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত।অভিযোগ তুলে বিজেপি নেতা দ্বারস্থ মুখ্যমন্ত্রীর। বুথ স্তরে সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছিল “আমার পাড়া, আমার সমাধান” কর্মসূচি ক্যাম্প। কম খরচে এবং অল্প সময়ে সম্পন্ন করা যায়, এমন প্রায় ১৫ রকম কাজ এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। বিভিন্ন জায়গার পাশাপাশি তমলুক ব্লকের ভান্ডারবেড়িয়া এলাকায় একটি কালভার্ট মেরামতির কাজ শুরু হয়েছিল তবে সেই কাজ আটকে দেয় গ্রামের মানুষজন ও স্থানীয় বিজেপির নেতৃত্বরা। তাদের অভিযোগ, যে জায়গায় ওই ক্যালভাট মেরামতি করা হচ্ছে সেটি সোনামুই গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু কাজটি হচ্ছে পদমপুর ২ গ্রাম পঞ্চায়েত থেকে। তাই দ্রুত এই কাজ বন্ধ করে সঠিক নিয়মে কাজ করার দাবি তোলেন এলাকাবাসীরা। ইতিমধ্যেই এই বিষয়ে তারা লিখিত আকারে সমস্ত গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর দ্বারস্ত হয়েছেন। বিজেপি পরিচালিত উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণেন্দু পাল বলেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রত্যেকটি ব্লকের জন্য উন্নয়নের কাজ করতে ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতে কোন আলোচনা না করেই কাজ করছে পদুমপুর ২ গ্রাম পঞ্চায়েত। তাই আমরা এ বিষয়ে জেলা প্রশাসন থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি যাতে এই সমস্যার সমাধান হয়। অন্যদিকে তৃণমূল পরিচালিত পদুমপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, ওখানে নাসা খাল নিয়ে দুটি গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। ওখানে ক্যালভাট দিয়ে দু’টি গ্রামের লোক যাতায়াত করে ভান্ডারবেড়িয়া গ্রামের লোকজন প্রয়োজন না মনে করলেও কাজগেছিয়া গ্রামের লোকজন প্রয়োজন মনে করেছে তাই তারা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ওই ক্যালভাট সংস্কারের কথা তুলে ধরেছিল, সেই কারণেই কাজ শুরু হয়েছে। বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করার জন্য এই কাজে বাধা দিচ্ছেন। বাইট আশীষ মন্ডল বিজেপি নেতা সবুজ পাঞ্জাবি পূর্ণেন্দু পাল উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত প্রধান সান্তনু রায় লাল জমা গ্রামবাসী রজত মাইতি পদুমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান
0
comment0
Report
NRNarayan Roy
Dec 20, 2025 10:03:58
Siliguri, West Bengal:*এক বেসরকারি লগ্নি সংস্থার কর্তব্যরত এজেন্ট নিখোঁজের ঘটনার চাঞ্চল্য ছড়াল খড়িবাড়িতে!* খড়িবাড়ির সোনাচান্দি চা বাগানের ভেতর থেকে নিখোঁজ কর্মীর বাইক ও কাজের ব্যাগ উদ্ধারের নিখোঁজের ঘটনা ঘিরে ধোঁয়াশা ! জানা গিয়েছে, গতকাল বেসরকারি লগ্নি সংস্থার ওই এজেন্ট খড়িবাড়ির এলাকায় কাজে এসেছিলেন। বিকেলে টেলিফোনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সে। তবে রাতে দীর্ঘক্ষণ খড়িবাড়ির সোনাচান্দি চা বাগানের একটি বাইক পড়ে থাকতে দেখে খড়িবাড়ি পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাইক ও একটি ব্যাগ উদ্ধার করে খতিয়ে দেখে পরিবারের যোগাযোগ করলে নিখোঁজের ঘটনা সামনে আসে। নিখোঁজ যুবকের নাম অসিত পাল, সে শিলিগুড়ি হায়দার পাড়ার বাসিন্দা। ইতিমধ্যেই খড়িবাড়ি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেছে বেসরকারি লগ্নি সংস্থার আধিকারিকরা।এজেন্ট নিখোঁজের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 20, 2025 09:59:53
Dinajpur, Rangpur Division:বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে তাঁরই দলের ১৪ জন কাউন্সিলর একত্রিত হয়ে অনাস্থা প্রস্তাব এনেছেন। শুক্রবার সেই অনাস্থা প্রস্তাবের চিঠি জমা পড়েছে বালুরঘাট মহকুমা শাসকের (এসডিও) দপ্তরে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। দলীয় সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছিল—যে সমস্ত পৌর এলাকায় ফল খারাপ হয়েছে, সেখানে পৌর শাসকদের পরিবর্তন করা হবে। সেই নির্দেশ মেনেই উত্তরবঙ্গের একাধিক পৌরসভায় চেয়ারম্যান বদল হলেও বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভায় এতদিন সেই প্রক্রিয়া কার্যকর করা যায়নি। যদিও গত মাসেই বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন জেলার মন্ত্রী বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র। তাঁর বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ থাকলেও দলীয় স্তরে এখনও পর্যন্ত কোনও সরাসরি পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে বালুরঘাটে অনাস্থা আনার ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন বিজেপি জেলা নেতৃত্ব এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে। বিজেপির দাবি, তৃণমূলের রাজনীতি এখন গঙ্গারামপুরকেন্দ্রিক বলেই সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বালুরঘাট পৌরসভা থেকে ‘ঠিকমতো ভাগ পৌঁছায়নি’ বলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে—এমন মন্তব্য করেছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, শনিবার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র তাঁর বাসভবনে দলীয় অফিসের কাজকর্ম চালান। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে অনুগামীদের ভিড় চোখে পড়ে। তিনি মাঝে মাঝেই বাইরে বেরিয়ে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক মিত্র স্পষ্ট জানিয়েছেন, দলীয় তরফে এখনও পর্যন্ত তাঁকে কোনও নির্দেশ দেওয়া হয়নি এবং অনাস্থা সংক্রান্ত কোনও চিঠিও তাঁর হাতে পৌঁছায়নি। তিনি বলেন, “দল যা নির্দেশ দেবে, আমি তা মেনে নিতে বাধ্য। দলের উন্নয়নের আদর্শকে সামনে রেখেেই আমি সবসময় নিরপেক্ষ ও সততার সঙ্গে কাজ করেছি। ভবিষ্যতে দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই আমি মেনে নেব।” এ বিষয়ে মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন জানান, অনাস্থা সংক্রান্ত একটি চিঠি জমা পড়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।সব মিলিয়ে বালুরঘাট পৌরসভাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন ক্রমশ বাড়ছে। এখন নজর দলীয় সিদ্ধান্ত এবং প্রশাসনিক প্রক্রিয়ার দিকেই।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 20, 2025 09:43:01
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 20, 2025 08:35:23
Kolkata, West Bengal:কালিঘাট ফায়ার ব্রিগেডের কাছে প্রায় দেড়শো জন কালিম্পং এর লেপচাদের আটক করা হয়েছে। প্রায় দেড়শ জন পরিবার মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিল লেপচা ভাষা বাঁচানোর দাবি নিয়ে ৯ ডিসেম্বর থেকে তারা কালিংপং থেকে পায়ে হেঁটে কলকাতায় উদ্দেশ্যে রওনা দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন প্রায়ই দেড়শ জন পরিবার। তাদের মূলত দাবি তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভাষা লেপচাদা স্কুলের সিলেবাসে যাতে থাকে এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন এবং তার পাশাপাশি আজ থেকে তাদের নতুন বছর শুরু হয়ে গেছে নতুন বছরে উইসও করবেন। এখন অব্দি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন সদর উত্তর আসেনি দেখা করার প্রায় ১৫০ জন পরিবার কালীঘাট পুলিশ স্টেশনের সামনেই অপেক্ষা করছেন। এখন দেখার বিষয় আদৌ কি রাজ্যের মুখ্যমন্ত্রী সাথে দেখা হবে?
0
comment0
Report
PDPradyut Das
Dec 20, 2025 08:34:55
0
comment0
Report
EGE GOPI
Dec 20, 2025 08:34:38
Kharagpur, West Bengal:Exclusive Dilip: নদিয়া প্রধানমন্ত্রীর সভা নিয়ে প্রশ্ন, ‘আমাকে ডাকার প্রশ্নই নেই’—দিলীপ ঘোষ ই গোপী: নদিয়ারের তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ নিজেই। জি ২৪ ঘন্টার মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “আমি এখন মেদিনীপুরে আছি। ওখানকার যারা কার্যকর, তারাই থাকবেন। কর্মীরা, সমর্থকরা সবাই আসবেন। আমাকে ডাকার কোনও প্রশ্নই নেই। যে যেখানেই কাজ করছে, সেখানেই আছে।” দিলীপ ঘোষের এই মন্তব্যে স্পষ্ট, তাহেরপুরের সভায় অনুপস্থিতি নিয়ে তিনি কোনও বিতর্কে যেতে চান না। বরং দলের সাংগঠনিক কাজكেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন বলে দাবি তাঁর। তবে প্রধানমন্ত্রীর সভায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা যে থামছে না, তা বলাই বাহুল্য।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 20, 2025 07:32:33
Salt Lake City, Utah:Three more arrested in connection with vandalism at the stadium. Arrested by Bidhan Nagar South Police Station. Two people have been arrested from Laketown area and one has been arrested from Ghola area. A total of 9 people have been arrested in connection with vandalism. স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরো তিন। গ্রেফতার করলো বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে লেকটাউন এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে ঘোলা এলাকা থেকে।ভাঙচুরের ঘটনায় মোট গ্রেফতার ৯ জন। সল্টলেক স্টেডিয়ামে আসেন মেসি। তাকে দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শক। ভাঙচুরের পাশাপাশি লুঠপাট ও চালানো হয়। সেই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। নতুন করে গ্রেফতার আরো তিন। ভাঙচুরের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা জোন। আজ তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 20, 2025 07:32:21
Howrah, West Bengal:বাংলার ১৫ বছরের গৌরবময় অধ্যায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৫ বছর ধরে উন্নয়নের পথে মা, মাটি, মানুষের সরকার বাংলার মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে সেই বিষয়কে মাথায় নিয়ে উন্নয়নের পাঁচালী নামাঙ্কিত প্রচার অভিযান শুরু হয়েছে রাজ্য জুড়ে৷ আজ উলুবেড়িয়া পূর্বকেন্দ্রে সেই প্রচার অভিযানের শুভা আরম্ভ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বোস উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস। ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান ৷ সহ বেশ কয়েকজন এই অনুষ্ঠান থেকে উন্নয়নের পাঁচালী টোটো সাজিয়ে বেশ কয়েকটি টোটো প্রচারে নামল৷ টোটো গুলি পূর্ব কেন্দ্রের সমস্ত এলাকা ঘুরবে এবং government's উন্নয়নের প্রচার অভিযান চালাবে৷
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 20, 2025 07:32:02
Kolkata, West Bengal:DPS BHAICHUNG স্কুলের স্পোর্টস। আর তাতে হাজির স্বয়ং ভারতীয় ফুটবলের অন্যতম আইকন পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া। তাই শনিবারের সকাল টা স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক এমনকি প্রিন্সিপালের কাছেও রেড লেটার ডে। সুবক্তা বাইচুং অবলীলায় সামলালেন স্কুলের পড়ুয়াদের একটার পর একটা প্রশ্নের উত্তর। শেষে জি ২৪ ঘণ্টা কে ভারতীয় ফুটবলের ভবিষ্যত, আইএসএল স্পনসর না পাওয়া, মেসি কাণ্ড নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। যাওয়ার আগে বলে গেলেন বিগত ১৫ বছর ধরে স্কুল লেভেলের ফুটবল প্রতিভা কে জাতীয় স্তরে তুলে আনার যে মিশন তার ফুটবল অ্যাকাডেমি শুরু করেছিল তাতে এবার সংযোজন হতে চলেছে ডিপিএস এর নাম। স্কুলের অন্যতম পরিচালন কমিটির সদস্য সাগর অগ্রবাল নিজেই আজ উচ্ছসিত। কারণ তিনিও বাইচুং ভুটিয়ার বড় ফ্যান। শুধু লেখাপড়া করে কোনো ছাত্র নিজের বিকাশ ঘটাতে পারেনা। সঙ্গে খেলাধুলো মাস্ট। সেটাই DPS এর অন্যতম USP। সেই লক্ষ্যে বাইচুং আজ স্কুল কে আরো এক ধাপ এগিয়ে দিয়ে গেলেন বলে মনে করেন তিনি। বাইট বাইচুং ভুটিয়া বাইট সাগর অগ্রবাল
0
comment0
Report
Advertisement
Back to top