Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Alipurduar736121

अलिपूरदुआर में बारिश नहीं, खेतों में नुकसान से किसान चिंतित

TDTapan Deb
Oct 07, 2025 05:16:34
Alipurduar, West Bengal
আজও ঝкঝকে আকাশ। নতুন করে কোন বৃষ্টিপাত হয়নি আলিপুরদুয়ারে। ফলে তোর্ষা , শিষামারা , রায়ডাক , ডিমার জল স্বাভাবিক হয়ে রয়েছে। কুমারগ্রামের বৃত্তিবাড়ি এলাকায় চাষের জমির ক্ষতি হয়েছে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Oct 07, 2025 05:17:51
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 07, 2025 05:17:38
Chinsurah, West Bengal:সুগন্ধার পুরানো পুকুরে মারুতি টোটোর দূর্ঘটনা,জখম চারজন।ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। আজ ভোরে যাত্রী নিয়ে একটি টোটো চুঁচুড়া স্টেশনের দিক থেকে সুগন্ধা গোটুর দিকে যাচ্ছিল।দিল্লী রোডের কিছুটা আগে পুরানো পুকুরের কাছে আসতেই একটি মারুতি সুইফট গাড়ি টোটোকে সজোরে ধাক্কা মারে।দূর্ঘটনার অভিঘাতে টোটো এবং মারুরি দুটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। টোটোয় থাকা তিনজন মহিলা যাত্রী গুরুতর জখম হন।টোটো চালক মনোজ ঘাঁটির মাথায় চোট লাগে।চারেরকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পোলবা থানার পুলিশ。 টোলবা থানার পুলিশ মারুতি চালককে আটক করে থানায় নিয়ে যায়।মারুতিতে এক মহিলা যাত্রী ছিলেন তিনি সুস্থ আছেন।দুটি গাড়িকে ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা ফাঁকা করে।
0
comment0
Report
NHNantu Hazra
Oct 07, 2025 03:19:13
3
comment0
Report
NHNantu Hazra
Oct 07, 2025 03:07:46
Salt Lake City, Utah:Dilip ghosh reaction on several issue. দিলীপ ঘোষ ইকো পার্ক ত্রান বিলি করতে গিয়ে আক্রান্ত খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন এই সময় রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানো হোক। কি কারনে তারা কনভয় নিয়ে গেছিল। কনভয় দেখে আক্রমণ করেছে। প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাজনীতি করছে। বিহার বিধানসভা ভোটের তারিখ ঘোষণা ৬ তারিখে প্রথম ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে । ভোট গণনা ১৪ নভেম্বর। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় মৃতের সংখ্যা ২৩   মমতা বন্দ্যোপাধ্যায় আত্মিক ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরির আশ্বাস দেন। পাক অধিকৃত কাশ্মীরে যখন আজাদির ডাক দিয়ে পথে নেমেছেন আমজনতা, তখন পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক আরএসএস প্রধান মোহন ভাগবতের। মানুষের মন জয় করেই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফেরাতে চায় গেরুয়া শিবির। SIR সারা দেশে লাগু হবে বলে জানিয়েছেন চিফ ইলেকশন কমিশনার।
1
comment0
Report
CDChampak Dutta
Oct 07, 2025 01:00:57
Kaji Chak, West Bengal:দাসপুরের খুকুড়দহ লক্ষ্মীবাজারে জয়ন্তী জুয়েলার্সের মালিককে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুজোর সময় তমলুকে ডাকাতি কেসের সোনা কিনে জয়ন্তী জুয়েলার্সের মালিক দেবাশিস সামন্ত।তমলুকে সোনার দোকানে ডাকাতিতে গ্রেপ্তার ৪ জন।উত্তরপ্রদেশ থেকে পেশাদার অপরাধী ভাড়া করে তমলুক থানার মিলননগরে সোনার দোকানে প্রায় ৫০ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছিল।২২ শে সেপ্টেম্বর সকাল ১০টা নাগাদ ডাকাতির ঘটনা ঘটেছিল। ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীর দিন তমলুক থানার পুলিশ ওই ঘটনায় মূল ষড়যন্ত্রী দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল পাঁশকুড়া থানার কৃষ্ণনগর গ্রামের বাপ্পাদিত্য বাগ ও তার প্রতিবেশী দিলীপ মাইতি। সেইসঙ্গে চোরাই সোনা কেনার অভিযোগে দাসপুর의 আর এক বাসিন্দা শ্রীকান্ত মাজিকে পুলিশ গ্রেপ্তার করেছে।সোনার দোকানে অপারেশনের পর তিন দুষ্কৃতী শহিদ মাতঙ্গিনী ব্লকের খারু‌ই হয়ে রূপনারায়ণ নদের বাঁধ বরাবর কোলাঘাট পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঢুকে গিয়েছিল। পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল ধৃত বাপ্পাদিত্য ও দিলীপ।পালানোর পথে প্রায় ৮০ কিলোমিটার রাস্তায় ১৭২ টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ তিনজনকে পাকড়াও করেছে।আপাতত ধৃত তিনজন ছ’দিনের পুলিশ হেফাজতে তমলুক থানায় রয়েছে।পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।পুলিশ জিজ্ঞাসাবাদে দাসপুরের এই খুকুড়দহ লক্ষ্মীবাজারে এই সোনা দোকানের খোঁজ পায়।এই দোকানের মালিকও ওই চুরির সোনা কেনেন বলে জেরার মুখে ধৃতরা জানায়।আজ সোমবার ধৃতদেরকে এই দোকানে এনেই পুলিশ জেরা চালিয়ে চুরি যাওয়া সোনা উদ্ধার করেছে বলে জানাগেছে।সাথে গ্রেপ্তার ওই দোকানের মালিক দেবাশিস সামন্ত।সোনার দোকানের মালিকের বাড়ি দাসপুরের হরেকৃষ্ণপুরে।যদিও গ্রেফতার হওয়া দাসপুরের সোনার দোকানের মালিকের স্পষ্ট বক্তব্য,তাঁর এই সোনা ব্যবসা পুরোপুরি নিয়ম মেনে।সমস্ত সোনার জি এস টি বিল আছে。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 07, 2025 01:00:13
Howrah, West Bengal:ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাঁকড়ার মিশ্র পাড়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধার (৭২)। সোমবার সন্ধ্যায় শংকরী দাস নামে ওই বৃদ্ধা ঘরের মধ্যে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেয়। বাড়ির লোকজন তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে।খবর যায় বাঁকড়া তদন্তকেন্দ্রে।পুলিশ এসে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে।সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রতিবেশীদের অভিযোগ বড় ছেলে অমল দাস মদ খেয়ে প্রায় মায়ের সঙ্গে ঝামেলা করত। এমনকি তাকে মারধর করা হতো।কিছুদিন আগে ঐ বৃদ্ধা তার জমির একটি অংশ মেয়ের নামে লিখে দিলে পারিবারিক অশান্তি চরমে ওঠে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা করেন ওই বৃদ্ধা।এরপর আত্মহত্যার প্ররোচনার কারণে অমলকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বাইট..১..সোমা দাস(অভিযোগকারী)
0
comment0
Report
Advertisement
Back to top