Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111

उत्तर बंगाल में भारी बारिश से संपर्क कटे, सोना व्यापारी हत्या और पहचान विवाद

NHNantu Hazra
Oct 07, 2025 03:18:49
Salt Lake City, Utah
दिलिप घोष पर कई मुद्दों पर प्रतिक्रिया. उत्तर बंगाल में भारी वर्षा के कारण संपर्क कट गया और कौन-कौन से स्थानों पर भूस्खलन हुआ है की जानकारी बदस्तूर है. उत्तर बंगाल जा रही थीं ममता बनर्जी. राजस्थान में घातक कैफ सिरप के कारण 9 बच्चों की मौत और मध्यप्रदेश में उसी सिरप से 2 बच्चों की मौत. बरानगढ़ में सोना व्यवसायी की हत्या. बिहार में बोरखा हटाकर मुस्लिम वोटरों की पहचान की जा रही है, बीजेपी ने कहा; आरजेडी ने विरोध किया।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Oct 07, 2025 03:19:13
0
comment0
Report
NHNantu Hazra
Oct 07, 2025 03:07:46
Salt Lake City, Utah:Dilip ghosh reaction on several issue. দিলীপ ঘোষ ইকো পার্ক ত্রান বিলি করতে গিয়ে আক্রান্ত খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন এই সময় রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানো হোক। কি কারনে তারা কনভয় নিয়ে গেছিল। কনভয় দেখে আক্রমণ করেছে। প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাজনীতি করছে। বিহার বিধানসভা ভোটের তারিখ ঘোষণা ৬ তারিখে প্রথম ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে । ভোট গণনা ১৪ নভেম্বর। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় মৃতের সংখ্যা ২৩   মমতা বন্দ্যোপাধ্যায় আত্মিক ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরির আশ্বাস দেন। পাক অধিকৃত কাশ্মীরে যখন আজাদির ডাক দিয়ে পথে নেমেছেন আমজনতা, তখন পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক আরএসএস প্রধান মোহন ভাগবতের। মানুষের মন জয় করেই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফেরাতে চায় গেরুয়া শিবির। SIR সারা দেশে লাগু হবে বলে জানিয়েছেন চিফ ইলেকশন কমিশনার।
1
comment0
Report
CDChampak Dutta
Oct 07, 2025 01:00:57
Kaji Chak, West Bengal:দাসপুরের খুকুড়দহ লক্ষ্মীবাজারে জয়ন্তী জুয়েলার্সের মালিককে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুজোর সময় তমলুকে ডাকাতি কেসের সোনা কিনে জয়ন্তী জুয়েলার্সের মালিক দেবাশিস সামন্ত।তমলুকে সোনার দোকানে ডাকাতিতে গ্রেপ্তার ৪ জন।উত্তরপ্রদেশ থেকে পেশাদার অপরাধী ভাড়া করে তমলুক থানার মিলননগরে সোনার দোকানে প্রায় ৫০ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছিল।২২ শে সেপ্টেম্বর সকাল ১০টা নাগাদ ডাকাতির ঘটনা ঘটেছিল। ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীর দিন তমলুক থানার পুলিশ ওই ঘটনায় মূল ষড়যন্ত্রী দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল পাঁশকুড়া থানার কৃষ্ণনগর গ্রামের বাপ্পাদিত্য বাগ ও তার প্রতিবেশী দিলীপ মাইতি। সেইসঙ্গে চোরাই সোনা কেনার অভিযোগে দাসপুর의 আর এক বাসিন্দা শ্রীকান্ত মাজিকে পুলিশ গ্রেপ্তার করেছে।সোনার দোকানে অপারেশনের পর তিন দুষ্কৃতী শহিদ মাতঙ্গিনী ব্লকের খারু‌ই হয়ে রূপনারায়ণ নদের বাঁধ বরাবর কোলাঘাট পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঢুকে গিয়েছিল। পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল ধৃত বাপ্পাদিত্য ও দিলীপ।পালানোর পথে প্রায় ৮০ কিলোমিটার রাস্তায় ১৭২ টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ তিনজনকে পাকড়াও করেছে।আপাতত ধৃত তিনজন ছ’দিনের পুলিশ হেফাজতে তমলুক থানায় রয়েছে।পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।পুলিশ জিজ্ঞাসাবাদে দাসপুরের এই খুকুড়দহ লক্ষ্মীবাজারে এই সোনা দোকানের খোঁজ পায়।এই দোকানের মালিকও ওই চুরির সোনা কেনেন বলে জেরার মুখে ধৃতরা জানায়।আজ সোমবার ধৃতদেরকে এই দোকানে এনেই পুলিশ জেরা চালিয়ে চুরি যাওয়া সোনা উদ্ধার করেছে বলে জানাগেছে।সাথে গ্রেপ্তার ওই দোকানের মালিক দেবাশিস সামন্ত।সোনার দোকানের মালিকের বাড়ি দাসপুরের হরেকৃষ্ণপুরে।যদিও গ্রেফতার হওয়া দাসপুরের সোনার দোকানের মালিকের স্পষ্ট বক্তব্য,তাঁর এই সোনা ব্যবসা পুরোপুরি নিয়ম মেনে।সমস্ত সোনার জি এস টি বিল আছে。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 07, 2025 01:00:13
Howrah, West Bengal:ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাঁকড়ার মিশ্র পাড়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধার (৭২)। সোমবার সন্ধ্যায় শংকরী দাস নামে ওই বৃদ্ধা ঘরের মধ্যে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেয়। বাড়ির লোকজন তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে।খবর যায় বাঁকড়া তদন্তকেন্দ্রে।পুলিশ এসে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে।সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রতিবেশীদের অভিযোগ বড় ছেলে অমল দাস মদ খেয়ে প্রায় মায়ের সঙ্গে ঝামেলা করত। এমনকি তাকে মারধর করা হতো।কিছুদিন আগে ঐ বৃদ্ধা তার জমির একটি অংশ মেয়ের নামে লিখে দিলে পারিবারিক অশান্তি চরমে ওঠে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা করেন ওই বৃদ্ধা।এরপর আত্মহত্যার প্ররোচনার কারণে অমলকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বাইট..১..সোমা দাস(অভিযোগকারী)
0
comment0
Report
ALArup Laha
Oct 06, 2025 19:15:29
Belna, West Bengal:আশি বছরের ঐতিহ্যে ভাতারের গুপ্ত পরিবারের বনেদি লক্ষ্মীপুজো. পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের রামপুর গ্রামের গুপ্ত বাড়িতে আশি বছরের ঐতিহ্য বহন করে আজও একই রকম জাঁকজমকের সঙ্গে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, এক সামাজিক উৎসবে পরিণত হয়েছে বহুদিন ধরেই. পুজোর যাবতীয় প্রস্তুতি ও আচার অনুষ্ঠান আজও সামলান পরিবারের মহিলাown হাতে। তিন থেকে চার দিন ধরে চলে পুজোর কর্মযজ্ঞ। বাড়ির আঙিনায় ভিড় জমান আত্মীয়স্বজন ও এলাকাস মানুষজন। পুজো উপলক্ষে বাড়ির পক্ষ থেকে নেওয়া হয় একাধিক মানবিক উদ্যোগ। কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় স্থানীয়দের জন্য। গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ এই উদ্যোগের ফলে বিশেষভাবে উপকৃত হন. রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গুপ্ত পরিবারের সদস্যরা প্রতি বছর پুজোর সময় গ্রামে ফিরে আসেন—এই মিলনমেলা যেন পরিবারের এক বড় উৎসব। শুধু পরিবারের সদস্যরাই নন, পুজো ঘিরে জমে ওঠে এলাকার সাংস্কৃতিক আবহও। মুম্বাই ও কলকাতা থেকে শিল্পীরা অংশ নেন বিচিত্রা অনুষ্ঠানে, যা পুজোর অন্যতম আকর্ষণ। এছাড়াও, গুপ্ত পরিবারের পক্ষ থেকে হাজার হাজার ভক্তের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। গ্রামের মানুষ ও আশেপাশের এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভিড় জমান এই বনেদি পুজোকে ঘিরে। গুপ্ত পরিবারের এই পুজো তাই শুধু একটি পারিবারিক ঐতিহ্য নয়, ভাতার তথা পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে বছর বছর ধরে.
14
comment0
Report
ALArup Laha
Oct 06, 2025 19:15:14
Belna, West Bengal:আশি বছরের ঐতিহ্যে ভাতারের গুপ্ত পরিবারের বনেদি লক্ষ্মীপুজো।পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের রামপুর গ্রামের গুপ্ত বাড়িতে আশি বছরের ঐতিহ্য বহন করে আজও একই রকম জাঁকজমকের সঙ্গে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয় । এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, এক সামাজিক উৎসবে পরিণত হয়েছে বহুদিন ধরেই। পুজোর যাবতীয় প্রস্তুতি ও আচার অনুষ্ঠান আজও সামলান পরিবারের মহিলারা নিজের হাতে। তিন থেকে চার দিন ধরে চলে পুজোর কর্মযজ্ঞ চলে।বাড়ির আঙিনায় ভিড় জমান আত্মীয়স্বজন ও এলাকার মানুষজন。 পুজো উপলক্ষে বাড়ির পক্ষ থেকে নেওয়া হয় একাধিক মানবিক উদ্যোগ। কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় स्थानीयদের জন্য। গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ এই উদ্যোগের ফলে বিশেষভাবে উপকৃত হন। গ্রামের সদস্যরা প্রতি বছর পুজোর সময় গ্রামে ফিরে আসেন—এই মিলনমেলা যেন পরিবারের এক বড় উৎসব। শুধু পরিবারের সদস্যরাই নন, پুজো ঘিরে জমে ওঠে এলাকার সাংস্কৃতিক আবহও। মুম্বাই ও কলকাতা থেকে শিল্পীরা অংশ নেন বিচিত্রা অনুষ্ঠানে, যা পুজোর অন্যতম আকর্ষণ। এছাড়াও, গুপ্ত পরিবারের পক্ষ থেকে ہزار হাজার ভক্তের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। গ্রামের মানুষ ও আশেপাশের এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভিড় জমান এই বনেদি পুজোকে ঘিরে। গুপ্ত পরিবারের এই পুজো তাই শুধু একটি পারিবারিক ঐতিহ্য নয়, ভাতার তথা পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে বছর বছর ধরে।
14
comment0
Report
PDPradyut Das
Oct 06, 2025 19:03:18
Jalpaiguri, West Bengal:বৃষ্টি অব্যাহত জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সেচ দপ্তর কন্ট্রোল রুম। দফায় দফায় জল ছাড়া হচ্ছে কালিঝরা এবং জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। গতকালের তুলনায় আজ কালিঝরা ও গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া করার পরিমাণ বেশ কম। আজ সকাল আটটায় ব্যারেজ থেকে ১৪২২ কিউমেক, জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১২৩৬ কিউমেক জল ছাড়া হয়েছে। জলপাইগুড়ি সুকান্তনগর এলাকায় কিছুটা জল কমেছে। তবে চিন্তা রয়েছে যেভাবে বৃষ্ট হচ্ছে। তবে লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা কিভাবে করবে সেটা চিন্তার। সব ভেসে গেছে লক্ষ্মীর আসন থেকে শুরু করে ঠাকুরের আসন সব জলে জলাকার, অনেক রাতে তারা ফিরেছে বৃষ্টি কমেছিল। জল নেমেছে。
12
comment0
Report
PDPradyut Das
Oct 06, 2025 19:02:47
Jalpaiguri, West Bengal:জলের নীচে চা বাগান। মাথায় হাত চা চাষীর। জমা জল চা গাছের শত্রু। কারণ চা গাছের গোড়ায় জল জমলে চা গাছ মরে যায়। কিন্তু এবার বন্যায় ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি গ্রামে এখন বিঘের পর বিঘে চা বাগান জলের তলায়। ভূটান পাহাড়ে অবিরাম বৃষ্টির কারনে জলস্তর বেড়ে যায় জলঢাকা নদীতে। আর তার জেরে জলের চাপé বাঁধ ভাঙে ও জল ঢুকে যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আম গুড়ি গ্রামপঞ্চায়েতের চারের বাড়ি গ্রামে। ভেসে যায় বিঘের পর বিঘে চাষের জমি। পাশাপাশী ওই এলাকার বেশ কিছু ক্ষুদ্র চা বাগান। আর এতেই মাথায় হাত পড়েছে চাষীদের। এই অঞ্চলের ক্ষুদ্র চা চাষী সুকলাল সরকার। তিনি কয়েক বিঘা জমিতে চা গাছের চারা লাগিয়েছে। গত ৩ বছর ধরে লালন পালন করেছেন। এবার প্রথম চা পাতা তোলেন। তবে এই অবস্থায় সরকারের কাছে ক্ষতিপূরণ দাবী করেছেন তারা। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে তিস্তা ও জলঢাকা নদীর বন্যায় ময়নাগুড়ি ব্লকে চাষবাসের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির হিসেব করা হবে। কৃষকদের পাশে অবশ্যই থাকবে সরকার ও পঞ্চায়েত সমিতি।
13
comment0
Report
PDPradyut Das
Oct 06, 2025 17:37:03
Jalpaiguri, West Bengal:কথা দিয়ে রাখেননি সেচ দপ্তর! বানারহাটের সেচ দফতরের আধিকারিকের ওপর আস্থা হারিয়ে সোমবার গয়ার কাটায় মুখ্যমন্ত্রীকে নালিশ! মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে সেচ দফতরের রিসিভ করা চিঠি তুলে দিলেন মুখ্যমন্ত্রীর কনভয় —এ। জলপাইগুড়ি জেলার বানারহাটের গয়েরকাটার জ্যোতির্ময় কলোনি এলাকার বাসিন্দারা। অভিযোগ , জ্যোতির্ময় কলোনির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি আংরাভাসা নদীর পাশে বোল্ডারের বাঁধ নির্মাণের। কারণ প্রতিবছর বর্ষায় এই নদীর জল ঢুকে প্লাবিত হয়ে যায় জ্যোতির্ময় কলোনী। চরম দুর্ভোগে পড়তে হয় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। বাঁধ না থাকার কারণে যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে ঘরবাড়ি。 *এলাকাবাসীর অভিযোগ, সেচ দপ্তরের কাছে তারা বহুবার দরবার করেছে। আধিকারিকরা প্রতিবছর এসে পরিদর্শন করেছেন প্রতিশ্রুতি দিয়েছে তবে এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।* প্রতিবছর নির্বাচনের সময় নেতারা ও প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পর প্রতিবাদ করা হবে। তবে ভোট মিটলে আর কেউ ফিরে তাকায় না। ১ মাসের মধ্যে সেচ দফতরের তরফে বাঁধ নির্মাণ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাঁধ নির্মাণ করা হয়নি বলে অভিযোগ। তাই মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে সেচ দফতরের রিসিভ করা সেই চিঠি আজ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা।তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
4
comment0
Report
Advertisement
Back to top