Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
दार्जीलिंग से पर्यटकों की भीड़ बढ़ी, बसें कोलकाता तक विस्तार से संचालित
AGAyan Ghosal
Oct 06, 2025 17:37:12
Kolkata, West Bengal
So far 6 special buses have swept more than 300 passengers since 5:00 pm yesterday. Now, buses of Berhampore Depot (3 numbers) and Suri Depot (1 number), which were scheduled from 3:40 am today have been preponed for departure at 1:30 am, 2:45 am, 4:00 pm (extended/ diverted upto Kolkata). At 5:00 am, scheduled services of Siliguri Depot will start and will be extended upto Kolkata. Inflow of tourists from Darjeeling has receded, but the terminus is now full of tourists from Sikkim side. Situation is under control. Police is cooperating.
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Oct 06, 2025 19:15:29
Belna, West Bengal:আশি বছরের ঐতিহ্যে ভাতারের গুপ্ত পরিবারের বনেদি লক্ষ্মীপুজো. পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের রামপুর গ্রামের গুপ্ত বাড়িতে আশি বছরের ঐতিহ্য বহন করে আজও একই রকম জাঁকজমকের সঙ্গে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, এক সামাজিক উৎসবে পরিণত হয়েছে বহুদিন ধরেই. পুজোর যাবতীয় প্রস্তুতি ও আচার অনুষ্ঠান আজও সামলান পরিবারের মহিলাown হাতে। তিন থেকে চার দিন ধরে চলে পুজোর কর্মযজ্ঞ। বাড়ির আঙিনায় ভিড় জমান আত্মীয়স্বজন ও এলাকাস মানুষজন। পুজো উপলক্ষে বাড়ির পক্ষ থেকে নেওয়া হয় একাধিক মানবিক উদ্যোগ। কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় স্থানীয়দের জন্য। গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ এই উদ্যোগের ফলে বিশেষভাবে উপকৃত হন. রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গুপ্ত পরিবারের সদস্যরা প্রতি বছর پুজোর সময় গ্রামে ফিরে আসেন—এই মিলনমেলা যেন পরিবারের এক বড় উৎসব। শুধু পরিবারের সদস্যরাই নন, পুজো ঘিরে জমে ওঠে এলাকার সাংস্কৃতিক আবহও। মুম্বাই ও কলকাতা থেকে শিল্পীরা অংশ নেন বিচিত্রা অনুষ্ঠানে, যা পুজোর অন্যতম আকর্ষণ। এছাড়াও, গুপ্ত পরিবারের পক্ষ থেকে হাজার হাজার ভক্তের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। গ্রামের মানুষ ও আশেপাশের এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভিড় জমান এই বনেদি পুজোকে ঘিরে। গুপ্ত পরিবারের এই পুজো তাই শুধু একটি পারিবারিক ঐতিহ্য নয়, ভাতার তথা পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে বছর বছর ধরে.
4
comment0
Report
ALArup Laha
Oct 06, 2025 19:15:14
Belna, West Bengal:আশি বছরের ঐতিহ্যে ভাতারের গুপ্ত পরিবারের বনেদি লক্ষ্মীপুজো।পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের রামপুর গ্রামের গুপ্ত বাড়িতে আশি বছরের ঐতিহ্য বহন করে আজও একই রকম জাঁকজমকের সঙ্গে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয় । এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, এক সামাজিক উৎসবে পরিণত হয়েছে বহুদিন ধরেই। পুজোর যাবতীয় প্রস্তুতি ও আচার অনুষ্ঠান আজও সামলান পরিবারের মহিলারা নিজের হাতে। তিন থেকে চার দিন ধরে চলে পুজোর কর্মযজ্ঞ চলে।বাড়ির আঙিনায় ভিড় জমান আত্মীয়স্বজন ও এলাকার মানুষজন。 পুজো উপলক্ষে বাড়ির পক্ষ থেকে নেওয়া হয় একাধিক মানবিক উদ্যোগ। কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় स्थानीयদের জন্য। গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ এই উদ্যোগের ফলে বিশেষভাবে উপকৃত হন। গ্রামের সদস্যরা প্রতি বছর পুজোর সময় গ্রামে ফিরে আসেন—এই মিলনমেলা যেন পরিবারের এক বড় উৎসব। শুধু পরিবারের সদস্যরাই নন, پুজো ঘিরে জমে ওঠে এলাকার সাংস্কৃতিক আবহও। মুম্বাই ও কলকাতা থেকে শিল্পীরা অংশ নেন বিচিত্রা অনুষ্ঠানে, যা পুজোর অন্যতম আকর্ষণ। এছাড়াও, গুপ্ত পরিবারের পক্ষ থেকে ہزار হাজার ভক্তের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। গ্রামের মানুষ ও আশেপাশের এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভিড় জমান এই বনেদি পুজোকে ঘিরে। গুপ্ত পরিবারের এই পুজো তাই শুধু একটি পারিবারিক ঐতিহ্য নয়, ভাতার তথা পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে বছর বছর ধরে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 06, 2025 19:03:18
Jalpaiguri, West Bengal:বৃষ্টি অব্যাহত জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সেচ দপ্তর কন্ট্রোল রুম। দফায় দফায় জল ছাড়া হচ্ছে কালিঝরা এবং জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। গতকালের তুলনায় আজ কালিঝরা ও গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া করার পরিমাণ বেশ কম। আজ সকাল আটটায় ব্যারেজ থেকে ১৪২২ কিউমেক, জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১২৩৬ কিউমেক জল ছাড়া হয়েছে। জলপাইগুড়ি সুকান্তনগর এলাকায় কিছুটা জল কমেছে। তবে চিন্তা রয়েছে যেভাবে বৃষ্ট হচ্ছে। তবে লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা কিভাবে করবে সেটা চিন্তার। সব ভেসে গেছে লক্ষ্মীর আসন থেকে শুরু করে ঠাকুরের আসন সব জলে জলাকার, অনেক রাতে তারা ফিরেছে বৃষ্টি কমেছিল। জল নেমেছে。
0
comment0
Report
PDPradyut Das
Oct 06, 2025 19:02:47
Jalpaiguri, West Bengal:জলের নীচে চা বাগান। মাথায় হাত চা চাষীর। জমা জল চা গাছের শত্রু। কারণ চা গাছের গোড়ায় জল জমলে চা গাছ মরে যায়। কিন্তু এবার বন্যায় ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি গ্রামে এখন বিঘের পর বিঘে চা বাগান জলের তলায়। ভূটান পাহাড়ে অবিরাম বৃষ্টির কারনে জলস্তর বেড়ে যায় জলঢাকা নদীতে। আর তার জেরে জলের চাপé বাঁধ ভাঙে ও জল ঢুকে যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আম গুড়ি গ্রামপঞ্চায়েতের চারের বাড়ি গ্রামে। ভেসে যায় বিঘের পর বিঘে চাষের জমি। পাশাপাশী ওই এলাকার বেশ কিছু ক্ষুদ্র চা বাগান। আর এতেই মাথায় হাত পড়েছে চাষীদের। এই অঞ্চলের ক্ষুদ্র চা চাষী সুকলাল সরকার। তিনি কয়েক বিঘা জমিতে চা গাছের চারা লাগিয়েছে। গত ৩ বছর ধরে লালন পালন করেছেন। এবার প্রথম চা পাতা তোলেন। তবে এই অবস্থায় সরকারের কাছে ক্ষতিপূরণ দাবী করেছেন তারা। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে তিস্তা ও জলঢাকা নদীর বন্যায় ময়নাগুড়ি ব্লকে চাষবাসের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির হিসেব করা হবে। কৃষকদের পাশে অবশ্যই থাকবে সরকার ও পঞ্চায়েত সমিতি।
0
comment0
Report
PDPradyut Das
Oct 06, 2025 17:37:03
Jalpaiguri, West Bengal:কথা দিয়ে রাখেননি সেচ দপ্তর! বানারহাটের সেচ দফতরের আধিকারিকের ওপর আস্থা হারিয়ে সোমবার গয়ার কাটায় মুখ্যমন্ত্রীকে নালিশ! মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে সেচ দফতরের রিসিভ করা চিঠি তুলে দিলেন মুখ্যমন্ত্রীর কনভয় —এ। জলপাইগুড়ি জেলার বানারহাটের গয়েরকাটার জ্যোতির্ময় কলোনি এলাকার বাসিন্দারা। অভিযোগ , জ্যোতির্ময় কলোনির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি আংরাভাসা নদীর পাশে বোল্ডারের বাঁধ নির্মাণের। কারণ প্রতিবছর বর্ষায় এই নদীর জল ঢুকে প্লাবিত হয়ে যায় জ্যোতির্ময় কলোনী। চরম দুর্ভোগে পড়তে হয় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। বাঁধ না থাকার কারণে যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে ঘরবাড়ি。 *এলাকাবাসীর অভিযোগ, সেচ দপ্তরের কাছে তারা বহুবার দরবার করেছে। আধিকারিকরা প্রতিবছর এসে পরিদর্শন করেছেন প্রতিশ্রুতি দিয়েছে তবে এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।* প্রতিবছর নির্বাচনের সময় নেতারা ও প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পর প্রতিবাদ করা হবে। তবে ভোট মিটলে আর কেউ ফিরে তাকায় না। ১ মাসের মধ্যে সেচ দফতরের তরফে বাঁধ নির্মাণ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাঁধ নির্মাণ করা হয়নি বলে অভিযোগ। তাই মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে সেচ দফতরের রিসিভ করা সেই চিঠি আজ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা।তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
3
comment0
Report
BSBhabananda Singha
Oct 06, 2025 17:19:17
1
comment0
Report
SRSanjoy Rajbanshi
Oct 06, 2025 17:18:58
Kalna, West Bengal:হাসপাতালে waiting রুম-এ থাকা রোগীদের পারিজনদের সাথে রাতে ভাব জমিয়ে, তাদেরকে চা খাইয়ানোর পর বেহুশ করে তাদের থেকে টাকা এবং মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতির। ঘটনায় তিনজন গুরুতর অসুস্থ হয়ে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। একজন এখনও গুরুতর অসুস্থ, তিনি কথা বলার শক্তি হারিয়েছেন। জানা গেছে অসুস্থরা হলেন সমুদ্রমড় এর বিবির হাটের বাসিন্দা নারায়ণ চৌধুরী। নদীয়ার বাইরেَرচড়া এলাকার বাসিন্দা আনোয়ার শেখ ও নদীয়ার জেলার গরেশপুর এলাকার বাসিন্দার জমির উদ্দিন শেখ। জানা গেছে গতকাল রাতে এক ব্যক্তি কালনা মহকুমা হসপিটাল এর ওয়েটিং রুমে এসে সাথে তাদের সাথে কথার ছলে ভাব জমিয়ে তাদেরকে চা খাওয়ানোর পরই তারা অচৈতন্য হয়ে পড়লে, তাদের কাছে থাকা টাকা মোবাইল নিয়ে চম্পট দেয়। জামির উদ্দিন শেখ নামে অসুস্থ ওই বৃদ্ধ এখনো পর্যন্ত কথা বলতে পারছেন না। যেখানে ঘটনা সেখান থেকে অনেকটা দূরে আরেকটি ওয়েটিং রুমের কাছে তাকে অচৈতন্য অবস্থায় এদিন সোমবার বেলায় উদ্ধার করে তার জমির এর পরিবারের লোকেরা। সোমবার দুপুর তিনটে নাগাদ কালনা হসপিটালে পুলিশ এসে তাদের অভিযোগ নেয়। হাসপাতালের মতন জায়গায় এই ঘটনায় নিরাপত্তা হীনতাতে ভুগছেন রোগীর পরিজনরা।
2
comment0
Report
MMManoj Mondal
Oct 06, 2025 17:18:43
Kolkata, West Bengal:বনগাঁ চাঁদা জামতলায় গৃহবধূর বাড়িতেই চলত মধুচক্রের আসর! হাতে নাতে ধরা পড়লেন অভিযুক্তসহ কয়েকজন যুবক-যুবতী। জানা গিয়েছে, বনগাঁর চাঁদা জামতলা এলাকায় এভাবেই অবৈধ দেহব্যবসার অভিযোগে এক গৃহবধূ সহ কয়েকজন যুবক-যুবতীকে আটক করল পুলিশ। দীর্ঘদিন ধরেই এলাকায় রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। অবশেষে এলাকাবাসীর সক্রিয়তায় ধরা পড়ল এই অবৈধ চক্র।অভিযোগ, স্থানীয় বাসিন্দা কাকলি মজুমদার নিজের বাড়িতেই বহুদিন ধরে দেহব্যবসা চালাতেন। প্রতিদিনই দিন-রাত নানা সময়ে অচেনা ছেলেদের আনাগোনায় বিরক্ত ছিলেন আশপাশের মানুষজন। একাধিকবার বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এদিন ক্ষুব্ধ প্রতিবেশীরা গৃহবধূর বাড়িতে হানা দেন। সেই সময় হাতে নাতে ধরা পড়ে কাকলি মজুমদার সহ বেশ কয়েকজন যুবক-যুবতী। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত মহিলাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ধৃতদের থানায় নিয়ে যায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এই ধরনের অবৈধ ব্যবসা বন্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিক। এলাকার পরিবেশ থাকুক সুরক্ষিত।
3
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top