Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

बालूरघाट स्टेशन के पास आदिवासी भूमि वापसी की मांग, चेतावनी जारी

STSrikanta Thakur
Jan 21, 2026 13:17:46
Dinajpur, Rangpur Division
বালুরঘাট স্টেশন সংলগ্ন এলাকায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তৈরি হওয়া সাইল গোডাউনের জমি ফেরতের দাবিতে আদিবাসী জমি রক্ষা কমিটির ডাকে স্থানীয় আদিবাসীদের বিক্ষোভ। বুধবার এই বিক্ষোভ কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট স্টেশন সংলগ্ন কাটনা এলাকায়। দীর্ঘ প্রায় ১১ দিন ধরে সাইলো গোডাউনে জমিদাতা প্রায় ১৯টি পরিবার ও তাদের সদস্যরা একটি মালগাড়িকে আটক করে রেখেছে। তাদের দাবি এই সংস্থা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জমির অধিগ্রহণ করেছিল সেখানে তারা কথা দিয়েছিল যোগ্যতা অনুযায়ী জমিদাতাদের চাকরি দেওয়া হবে। কিন্তু সংস্থা সেই কথা রাখেনি। বরং কাজ করিয়েও মাসের মাইনে তারা হাতে পায়নি বলে অভিযোগ কৃষকদের। আগামী তিন দিনের মধ্যে জমি ফেরতের হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী এই সংগঠন অবশ্য সাইলো গোডাউন কর্তৃপক্ষের তরফ থেকে কেউ উপস্থিত ছিলেন না বালুরঘাট থানার পক্ষ থেকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিল পুলিশ তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে আগামী তিন দিনের মধ্যে জমি ফেরত না দিলে বড়সড় আন্দোলন হবে বলে জানিয়েছেন আদিবাসী সংগঠনের নেতৃত্ব.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Jan 21, 2026 14:03:13
Basirhat, West Bengal:প্রশাসন সূত্রে জানাযায় উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকে ৪৬ হাজার মানুষকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে প্রতিদিন তিন হাজার মানুষ কে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে গত চার দিনে বার হাজার হেয়ারিং হয়ে গেছে। অভিযোগ হেয়ারিংয়ের নামে হয়রানির হতে হচ্ছে সাধারণ মানুষদের। হাড়োয়া বিডিও অফিসে হাজার হাজার মানুষ হেয়ারিং, লাইন দাঁড়াচ্ছে ভিড় সামলাতে হিমসিম খেতে হচ্ছে পুলিশকে সকাল থেকে বিডিও অফিসের সামনে লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুরুষ মহিলারা অভিযোগ এক ব্যক্তির তিন তিনবার হিয়ারিং ডাকা হয়েছে। হেয়ারিংয়ে দাঁড়িয়ে থাকা মানুষদের অভিযোগ একাধিক বার নথিপত্র জমা দেওয়ার পরও তাদেরকে আবার হেয়ারিং এ ডাকা হয়েছে। ২০০২ এ নাম থাকার পরেও বিভিন্ন কারণে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। 1) বাইট B - বিষ্ণুপদ সরদার তিন তিনবার হিয়ারিংয়ে ডাক হয়েছে 2) B1 সুপিয়া বিবি 3) B2 আমজাদ আলী মাঝি
0
comment0
Report
KMKIRAN MANNA
Jan 21, 2026 14:02:52
Dihierench, West Bengal:শেষমেষ আদালতের নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলো। দলের নির্দেশের তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দুর নারায়ণ রায় পদত্যাগ করার পর দলের নির্দেশে চেয়ারম্যান হয়েছিলেন তমলুক পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়া। চঞ্চল কুমারের চেয়ারম্যানের পথ অবৈধ ভাবে হয়েছে। সেই অভিযোগ তুলে বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়ক ও শরবরী ভট্টাচার্য এবং তৃণমূলের বহিষ্কৃত এক কাউন্সিলর পার্থসারথি মাইতি কলকাতা হাইকোর্টে যায়। কলকাতা হাইকোর্ট বলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া অবৈধ। এবং হাইকোর্ট নির্দেশ দেয় এক মাসের মধ্যে কাউন্সিলরদের নির্বাচন করতে হবে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। সেই মরমে আজ 20 জন কাউন্সিলর এর মধ্যে বিজেপির দুই কাউন্সিলর সহ 19 জন কাউন্সিলরের উপস্থিতিতে তমলুক পৌরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন হয়। নতুন চেয়ারম্যান হলেন বৈদ্যনাথ সিনহা। ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম। চেয়্যারম্যান ও ভাইস চেয়ারম্যান কে বেছে নেন সিংহভাগ কাউন্সгилগণ।
0
comment0
Report
ABArup Basak
Jan 21, 2026 13:18:07
Mal Bazar, West Bengal:*টি এন্ড ট্রাইবাল ফেস্টিভ্যাল রাঙ্গামাটিতে। ক্ষোভ প্রকাশ করেছে আদিবাসী বিকাশ পরিষদ... পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর আয়োজিত, জলপাইগুড়ি জেলা প্রশাসন ও মালবাজার সমষ্টি উন্নয়ন প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় সূচনা হলো "টি এন্ড ট্রাইবাল ফেস্টিভাল ২০২৬" অনুষ্ঠানের। মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি চা বাগানের স্টাফ ময়দানের মাঠে ধামসা - মাদলের তালে অনুষ্ঠটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে চা ও আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা এবং বিনোদন ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। চা বাগানে আদিবাসী জনজাতির চিরাচরিত ধামসা মাদলের তালে এদিনের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক। উপস্থিত ছিলেন আদিবাসী কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছোটেন ডেনডুপ লামা, বিডিও রাশ্মীদীপ্ত বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এই ফেস্টিভ্যাল ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ এদিন আদিবাসী বিকাশ পরিষদের নেতারা মালবাজারে তাদের কার্যালয়ে বসে এই ফেস্টিভ্যাল এর বিরোধিতা করেন। আদিবাসী বিকাশ পরিষদের নেতা বাবলুর কটাক্ষ" চা শ্রমিকেরা সমস্যায় রয়েছে। টী ট্রাইবাল ফ্যাস্টিভ্যাল করে কি লাভ ? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি তুলে ধরতে চাই"। অমরদান বাকলা, সুরেশ কেরকাট্টা বলেন," চা শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদই আন্দোলনে করা হবে কিন্তু এত টাকা খরচ করে যে উৎসব হচ্ছে তাতে আদিবাসী চা শ্রমিকদের কোন কাজেই লাগবে না। এই টাকা শ্রমিকদের কাজে ব্যাবহার করা উচিত ছিলো । তবে ব্যাপারে মন্ত্রী বুলুচিক বড়াইকের কোন মন্তব্য পাওয়া যায় নি। বাইট ১) আদিবাসী বিকাশ পরিষদের নেতা সুরেশ কেরকাট্টা।
0
comment0
Report
KMKIRAN MANNA
Jan 21, 2026 13:17:23
Dihierench, West Bengal:জীবিত ভোটারকে মৃত এবং ভারতীয় নাগরিক নন বলে দেখিয়ে ফর্ম–৭ জমা দেওয়ার অভিযোগকে ঘিরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার অন্তর্গত কোলাঘাট ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, কেশাই গ্রামের সংখ্যালঘু বুথের পাঁচজন ভোটারকে মৃত দেখিয়ে এবং পাশের গ্রাম বাথানবেড়িয়ার পাঁচজন ভোটারকে প্রায় ১০ কিলোমিটার দূরের আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর বুথের ভোটার হিসেবে দেখিয়ে বিজেপি মণ্ডল সম্পাদক মনোজ পাত্র SIR ফর্ম–৭ জমা দেন। এতে এমনকি বাথানবেড়িয়া গ্রামের বাসিন্দা, পেশায় পুলিশ আধিকারিক সৈয়দ আজিজুল হোসেনের বিরুদ্ধে ভারতীয় নাগরিক নন বলে অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাথানবেড়িয়া গ্রামের ৯৫ নম্বর পার্টের BLO সুভাশিস মাজি জানান, বিজেপি নেতা মনোজ পাত্র ওই বুথের পাঁচজন ভোটারকে ভারতীয় নাগরিক নন বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা মনোজ পাত্র জানান, “এই বিষয়ে আমি কিছুই জানি না।” উল্লেখ্য, মনোজ পাত্র ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন এবং বর্তমানে কোলাঘাট–৩ মণ্ডলের সম্পাদক। দিকটি কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চন্দ্র এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। গোপালনগরের তৃণমূল নেতা সেক সাহালাম জানান, “ভোটার তালিকা থেকে সংখ্যালঘু ও তৃণমূল সমর্থকদের নাম বাদ দেওয়ার এই চক্রান্তের বিরুদ্ধে প্রশাসনিকভাবে অভিযোগ জানানো হবে।” ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
0
comment0
Report
BBBimal Basu
Jan 21, 2026 13:17:01
Basirhat, West Bengal:SIR এর হেয়ারিংয়ের নামে মানুষের চরম হয়রানির প্রতিবাদে উত্তর ২৪ পরগণার স্বরূপনগর বিডিও অফিসের গেটের সামনে আগুন জ্বালিয়ে রাস্তাঘাট অবরোধ করে প্রবল বিক্ষোভ তৃণমূল কর্মী সামর্থকদের। এস আই আর সঠিক পদ্ধতিতে মেনে হচ্ছে না বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে স্বরূপনগর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গ্রামবাসীদের নিয়ে ভিডিও অফিসের সামনে মাইক ফেস্টুন ব্যানার দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়। ওই সময় দলের কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে গেটের ভিতরে থাকা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডে জড়িয়ে পড়েন এক দল কর্মী সামর্থক তারা জোর করে বিডিও অফিসের মধ্যে ঢুকতে যায়। সেই সময় চরম উত্তেজনার সৃষ্ট হয়। দলের এক নেতা বারণ করলে নিজেদের মধ্যে হাতাহাতি বাধে কিছু পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Jan 21, 2026 12:21:06
Kolkata, West Bengal:বাংলার মানুষ জিতেছে। মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে৷ জয় হল বাংলার মানুষের। এদের রেখে দিলে আলসার। আর বাড়তে দিলে ক্যান্সার। এরা জিতে আপনার অধিকার কেড়ে নিচ্ছে। আয়ুষ্মান ভারত নাকি করতে দেয়নি বলছে ওরা। শুনুন স্মার্ট ফোন, টিভি, বাইক থাকলে এর সুযোগ পাবেন না৷ প্রায় ৫০% মানুষের হাতে স্মার্ট ফোন আছে। এই সব শর্ত কেন্দ্রীয় সরকার বেঁধে দিয়েছে। আর স্বাস্থ্যসাথী বিনা শর্তে পান৷ বিজেপি মিথ্যাবাদীর দল। খালি বড় বড় ভাষণ৷ পুরুলিয়ায় সকলকে এক হয়ে জেতাতে হবে。 ট্রেন নিয়ে যা সমস্যা আছে৷ ভালো করে শুনুন৷ পুরুলিয়ায় ভোটের ফল ঘোষণার পরে তিন মাসের মধ্যে রেলমন্ত্রীর কাছে ২০ জন প্রতিনিধি দল নিয়ে যাব৷ বিজেপি যা খুশি করুক। আর সংসদেও তুলব৷ ট্রেন সঠিক সময়ে হাওড়া বা পুরুলিয়াতে ঢুকতেই হবে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Jan 21, 2026 12:20:54
Kolkata, West Bengal:*গার্ডেনরিচে শীতের রাতে আগুন শেখতে গিয়ে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হলো একজন বৃদ্ধার* গার্ডেনরিচ থানার অন্তর্গত ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রিন্স দিলবার ঝা লেলে থাকতেন লক্ষী দেবী (৬৬) পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে লক্ষ্মী দেবী ঘরের মধ্যে শীতকালে প্রায় সই ডিমের ট্রে জ্বালিয়ে আগুন শেখতেন গতকালও একই ভাবে আগুন শেখছিলেন হঠাৎ পাশের ঘর থেকে পড়া গন্ধ পায় তখনই পরিবারের লোক দেখে আগুন লেগে গেছে ঘরের ভিতরে তারপর পরিবারের লোক গার্ডেনরিচ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই বৃদ্ধা লক্ষ্মী দেবী কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহকে আজ ময়নাতনের জন্য পাঠায়।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Jan 21, 2026 12:20:30
Kolkata, West Bengal:সরশুনা রাম রোডে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু । যেমনটা সুত্র মারফত জানা যাচ্ছে সরশুনা রাম রোডের বাসিন্দা সনি সিং বয়স ৩৪ গতকাল ঘরে মধ্যে ঝুলন্ত অবস্থায় দেহ পাওয়া যায়। তার দিদির বক্তব্য শনি সিং এর স্ত্রী পুনিতা সিং এবং 그의 শালা রাকেশ পাসোয়ান দুজনে মিলে তাকে হত্যা করেছে। পরিবারের লোকের আরো অভিযোগ তাদের ছেলে সানি বারবার তাদেরকে বলতো তার বউ তাকে অত্যাচার করে। ইতিমধ্য সরশুন থানায় পুনিতা সিং এবং রাকেশ পাসওয়ার্ড এর বিরুদ্ধে। সানি সিং কে হত্যার অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুনিতা সিং বক্তব্য তার স্বামী আত্মহত্যা করেছে তার ওপর প্রত্যেক দিন অত্যাচার করতো মদ খেয়ে এসে। সরশুনা থানা পুরো বিষয়টি তদন্ত করছে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Jan 21, 2026 11:52:36
Arambag, West Bengal:আরামবাগঃ২১ জানুয়ারি এক নাবালিকা কে পার্কের মধ্যে একা পেয়ে হাত পা বেঁধে শ্লীলতাহানি করার কারণে এবার দোষী সাব্যস্ত করল আরামবাগ মহকুমা আদালত।গোঘাটের মান্দারন এলাকার বাসিন্দা মোরসেদ মল্লিক কে দোষী সাব্যস্ত করা হয়।অবশেষে আদালতে মামলা চলার পর তার সাজা ঘোষণা করা হয় বুধবার।আরামবাগ মহকুমা আদালতের বিচারক কিষাণ কুমার আগরওয়াল দোষী ব্যক্তি কে পাঁচ বছরের কারাদন্ড আর পাঁচ হাজার টাকা জরিমানা করেন।অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ঘোষণা করেন। কিন্তু ঘটনা কি?জানাগেছে, গত ৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ৩.৩০ মি. নাগাদ গোঘাটের গড়মান্দারণ পর্যটন কেন্দ্রে ১০ বছরের এক নাবালিকা কে শকুনজলা এলাকায় মান্দারন গ্রামের বাসিন্দা মোরসেদ মল্লিক জোর করে শ্রীলতাহানি করে। নাবালিকার মা গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে আরামবাগ মহকুমা আদালতের বিচার প্রক্রিয়া চলার পর সাজা ঘোষণা করা হয়। অভিযোগ কারীর মেয়ে নাবালিকা।তখন তার বয়স ছিল ১০ বছর। তার ঠাকুমার সাথে গড়মান্দারন পার্কের কাছে গিয়েছিল সে।তখন সে একা একাই পার্কে খেলছিল।সেই সময়ে অভিযুক্ত মোরসেদ মল্লিক নাবালিকার পিছনে এসে জোর করে তাকে পিছন থেকে ধরে তার হাত-মুখ বেঁধে ফেলে।তারপর সে কোনোভাবেও অভিযোগকারীর নাবালিকা মেয়ের গোপনাঙ্গে হাত বুলিয়ে দেয়।তারপর সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। স্থানীয় লোকজন সেখানে এলে চিৎকার চেপে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে গোঘাট থানায় মামলা রুজু হয়। এর পর থেকে মামলা চলছিল।অবশেষে ২১ জানুয়ারি বুধবার আরামবাগ মহকুমা আদালত তাকে দোষী সাব্যস্ত করে ও সাজা ঘোষণা করেন. ছবি ও বাইট আছে 2 C তে।
0
comment0
Report
ABArup Basak
Jan 21, 2026 11:52:02
Mal Bazar, West Bengal:*সামসিং থেকে উদ্ধার আবার ভাল্লুক...* আবার ভাল্লুকের আতঙ্ক ছরালো মেটেলি ব্লকের সামসিং এলাকায়। এদিন দুপুরে সামসিং বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়ির বাগানে ঘুরাঘুরি করতে দেখা যায় ছোট একটি ভাল্লুক কে। এরপর এই খবর ছরিয়ে পরতেই আতঙ্ক তৈরি হয় এলাকায়। আশেপাশের মানুষ সেই ভাল্লুক দেখতে ভিরও করে। খবর দেওয়া হয় খুনিয়া বন দপ্তরের অফিসে। ঘটনাটি ঘটেছে বুধবার চাপরা মারি ওয়াইল্ড লাইফ সাঞ্চুয়ারি অধীন সামসিং চাবাগান সংলগ্ন বাজার এলাকায়। এই গ্ৰামের মধ্যে ডুকে পড়ে ভাল্লুক দেখতে পাই গ্রামবাসীরা। বন কর্মিরা জাল দিয়ে ভাল্লুক টিকে ধরে খাচায় আটকায়। বন দপ্তরের অনুমান এই মাঝ বয়েসী ভালুক টি পাহাড় থেকে নেমে এসেছে। কালো কুচকুচে হিমালয়ান ব্লাক বিয়ার টিকে প্রাথমিক চিকিৎসা এবং সাস্থ্য পরীক্ষার পর নেওড়া জঙ্গল হে ছেড়ে দেওয়া হবে বলে বন বিভাগ সূত্রে জানা গিয়েছে。 2101ZG_MAL_BEER_RESCUE_R
0
comment0
Report
BSBidhan Sarkar
Jan 21, 2026 11:51:46
Chinsurah, West Bengal:পোলবার তৃনমূল নেতাকে বাঁশ পেটা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের! আহত তৃনমূল নেতা চিকিৎসাধীন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে,পোলবা-দাদপুর ব্লক তৃনমূল সভাপতি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন সুভাষ ঘড়া। বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন।দাদপুরের মোশোর গ্রামে তার বাইক আটকান বছর বাষট্টির এক বৃদ্ধ।বাঁশ দিয়ে মারতে শুরু করেন।তাকে বাধা দিতে চেষ্টা করেন তৃনমূল নেতা।মাথায় হেলমেট থাকায় কোনো ভাবে রক্ষা পেলেও চোখের নিচে আঘাত লাগে।তার ডান হাতের আঘাত গুরুতর。 দাদপুর থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৃনমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।অভিযুক্তকে আটক করে。 পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্ত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবার জানিয়েছে।বর্ধমান মেডিকেল কলেজে তার মানসিক চিকিৎসা করা হয়েছে।আবারও সেখানে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Jan 21, 2026 11:51:28
Howrah, West Bengal:ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স এসোসিয়েশনের ডাকে নবান্নের সামনে ধরনা। আজ সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্না এবং বিক্ষোভ প্রদর্শন করেন কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকরা। এজেন্সি প্রথার অপসারণ, বেতন বৃদ্ধি ও সম্মানজনক বেতন কাঠামো এবং চাকরিতে নিরাপত্তার দাবিতে মন্দিরতলা বাস স্ট্যান্ডে কারিগরি বিষয়ে শিক্ষকদের সারাদিনব্যাপী ধরনা। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই কারিগরি শিক্ষকদের অভিযোগ তারা এজেন্সির অধীনে অস্থায়ী চাকরি করেন। তারা শিক্ষা দপ্তরের অধীনে কাজ করলেও তাদের কারিগরি শিক্ষা দপ্তরে অধীনে রাখা হয়েছে। গত বারো বছরে তাদের এক পয়সা বেতন বৃদ্ধি হয়নি। তাদের বেতনের কোন কাঠামো নেই। শুধু তাই নয় তাদের চাকরিতেও কোন নিরাপত্তা নেই। বারবার এই বিষয়ে শিক্ষকরা রাজ্য সরকারকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এরই প্রতিবাদে তারা নবান্নের সামনে ধর্নায় বসেছেন। তারা চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের সমস্যা খুলে বলতে। এই ব্যাপারে তারা নবান্নের সচিবালয়ে একটি স্মারকলিপি জমা দেন.
0
comment0
Report
DGDebabrata Ghosh
Jan 21, 2026 11:50:49
Howrah, West Bengal:আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। আজ সকালে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের विविध জেলা থেকে আশা কর্মীরা ট্রেনে চেপে হাওড়া স্টেশনে পৌঁছান। আশা কর্মীদের অভিযোগ পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হাওড়া স্টেশনের মধ্যে আটকে দেওয়া হয়েছে। তাদেরকে বাইরে বের হতে দিচ্ছে না। পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে ফিরতি ট্রেন ধরে বাড়ি ফিরতে। তাদের আরো অভিযোগ বিভিন্ন স্টেশনে একইভাবে তাদেরকে আটকে দিয়েছে পুলিশ। তবে আশা কর্মীরা জানিয়েছেন তারা চেষ্টা করবেন অভিযানে সামিল হতে। মূলত মাসিক ভাতা ৫২৫০ টাকা থেকে ১৫,০০০ টাকা করতে হবে। এছাড়াও তাদের পাওনা টাকা বিভিন্ন কিস্তিতে না দিয়ে একসঙ্গে দিতে হবে। চাকরি নিরাপত্তা সহ মোট আট দফা দাবিিতে এই অভিযান। এই মুহূর্তে হাওড়া স্টেশননে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং রাফ। পুলিশয়ের পদস্থ কর্তারা নজরদারি চালাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যেহেতু এই অভিযানে কোন পুলিশের অনুমতি নেই তাই তাদের অনুরোধ করা হচ্ছে যাতে সেখানে না যায়।
0
comment0
Report
Advertisement
Back to top