Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700137

डायमंड हार्बर सीट पर 1113 नाम कटे: क्या सच में गड़बड़ी है?

AMAshok Manna
Dec 23, 2025 12:31:27
Kolkata, West Bengal
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভার দক্ষিণ গৌরিপুর চকধির গ্রাম পঞ্চায়েতে এস আইয়ার হওয়ার ফলে ১১১৩ (এক হাজার একশো তেরো) জনের নাম বাদ পড়ে। এলাকায় যখন মারা গিয়েছে বা বিবাহ হয়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছে তাদের নাম বাদ গেছে; এখানে ভুয়ো ভোটার নেই। বিরোধী দল যে দক্ষিণ ২৪ পরগনায় ভুতুড়ে ভোটার ও মৃত ভোটারদের রমরমা বলে মন্তব্য করেছে, সেটা এটাই নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Dec 23, 2025 14:19:53
Salt Lake City, Utah:Today Bidhan Nagar MP MLA came to the court BJP leader Nishit Pramnik. During the 2018 panchayat election, he came in the case of the murder of Trinamool leader Abu Mia in Gital Dahe of Sitai Assembly. আজ বিধান নগর এমপি এম এল এ কোর্টে আসেন বিজেপি নেতা নিশ্চিত প্রামাণিক।২০১৮ পঞ্চায়েত নির্বাচনের সময়ে সিতাই বিধানসভায় গীতাল দহে তৃণমূল নেতা আবু মিয়া খুনের ঘটনায় আসেন তিনি। এই প্রসঙ্গে নিশীথ বলেন.... একটা পুরনো কেস ছিল যেটা একেবারে ভিত্তিহীন কেস একটা রাজনৈতিক চক্রান্ত দিনহাটা কোর্টে এই কেসটা চলছিল। আজকে এই কোর্টে ডেট ছিল। ন nex t এর থেকে যেদিন তার ডেট থাকবে সেদিন কেই তাকে আসতে হবে। একেবারেই ভিত্তিহীন কেস আবু মার্ডার কেসে। যে কেসে সর্বশেষ নাম আমার রয়েছে প্রথমে যে চারসিট ছিল সেখানে আমার নাম ছিল না পরবর্তীতে পুলিশ প্রোপাগান্ডা করে আমার নাম ঢুকিয়েছে একেবারে মিথ্যা। এবং যে ধারায় দেওয়া হয়েছে সেই ধারায় আজ পর্যন্ত ভারতবর্ষের কারোর সাজা হয়েছে না। ********রাজগঞ্জ এর বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করলো হাই কোর্ট। প্রশান্ত বর্মনের যে বিষয়টা রয়েছে সেটা আপনারাও দেখছেন আমরাও দেখছি নিশ্চিত ভাবে ভারতবর্ষের আইন ব্যবস্থার ওপর বিশ্বাস আছে। উচ্চ আদালত যে রায় দিয়েছে তাকে স্বাগত জানাই। নিশ্চিতভাবে যেকোন কেসে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া উচিত, সেখানে কে মন্ত্রী,কে এমএলএ, কে এমপি কে ব্যুরোকাস্ট সেটা দেখার বিষয় নয় আইন আইনের কাজ করে যাবে এখনো পর্যন্ত আমাদের আইনের উপর বিশ্বাস রেখে নির্দিষ্ট ডেটে কোর্টে আসতে হয়। একইভাবে যারা ব্যুরোকাস্ট রয়েছে তাদেরকে যাবো। পশ্চিমবঙ্গের সরকারি একজন ব্যুরোকাস্ট বলে আইনকে কিনে নেবে এটা হতে পারে না নিশ্চিতভাবে ভারতবর্ষের সংবিধানের উপর বিশ্বাস আছে উচ্চ আদালতের রায়কে স্বাগত জানাই। এটা একটা বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই বিষয়ে কিছু বলা উচিত নয় তবুও বলবো যে দোষী , আমরা যা দেখতে পারছি চোখে আইন ও সেটাকে দেখতে পারবে এবং সেই ফুটেজ থেকে শুরু করে বাদবাকি যে তথ্য প্রমাণ গুলো আছে সেগুলোকে খতিয়ে দেখে নিশ্চিত ভাবে যে দোষী তার সাজা হবে এটাই আমাদের কাম্য। ********হুমায়ন কবিরের নতুন দল কতটা প্রভাব ফেলবে ? এগুলো সবকিছুই তৃণমূল কংগ্রেসের সৃষ্টি, হুমায়ুন কবীরের জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকেই, সাধারণভাবে তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত যে প্ল্যানিং মাস্টার প্ল্যান এসব কিছুর পেছনে তৃণমূল রয়েছে তো স্বাভাবিকভাবেই হুমায়ুন কোভিদ এবং তৃণমূল কংগ্রেসকে আলাদাভাবে দেখছি না আমাদের কাছে হুমায়ুন যা তৃণমূল ও তাই। দিতে পারবে, বিজেপির সুবিধা তখনই হবে যখন একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হবে, বিজিবি সুবিধে তখনই হবে যখন মানুষ নির্ভয়ে বুথ কেন্দ্রে পৌঁছতে পারবে বিজেপি কোন রাজনৈতিক দলকে ভয় পায় না পশ্চিমবঙ্গের পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেস বিজেপির সামনে কোনভাবেই দাঁড়াতে পারবে না। তৃণমূল কংগ্রেসে এখন যারা রয়েছে তারা স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজস্ব দোকান খুলে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে রয়েছে। এরা তো একই কয়েনের এপিঠ ওপিট হুমায়ুন যা বলছে মমতা ও তাই বলছে এমন ভাব দেখাচ্ছেন যেন নিজেরাই নিজেদের চেনেন না। কিন্তু এরা একই কয়েনের এপিট ওপিট। বহু নতুন দল তৈরি হয়েছে নির্বাচনের আগে তৈরি হয় নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো শেষ হয়ে যায় স্বাভাবিকভাবেই আমরা চাইবো যে এই নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণ করবার অধিকার আছে আমরা স্বাগত জানাই۔
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 14:19:35
Chinsurah, West Bengal:তারকেশ্বরের সমবায় নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই! সমবায় নির্বাচনের মনোনয়ন পত্র তোলা ও জমা কে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ফের টিকিট পেলে তৃণমূলের লোকেরাই হারিয়ে দেবে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরায়কে বিস্ফোরক তৃণমূল পঞ্চায়েত সদস্য。 তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে গিয়েছিল তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের পিয়াসারা স্টেশন পট্টি সমবায় সমিতির নির্বাচন।প্রায় মাস দশেক আগে এক তরফা নির্বাচন করে বোর্ড গঠন করেন বিধায়ক রামেন্দু সিংহরায় ঘনিষ্ঠরা।সেই সময় মনোয়ন পর্ব সমবায়ের অনেক দূরে করা হয়েছিল এই অভিযোগে আদালতের দ্বারস্ত হয় রামেন্দু সিংরায় বিরুদ্ধ গোষ্ঠী。 এর পরই আদালতের নির্দেশে বিশাল পুলিশি বাহিনী মোতায়েন করে এবং সমবায় সমিতির ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করে আজ মনোয়ন পর্বের প্রক্রিয়া শুরু হয় দুপুর ১২ টা থেকে。 আজ তৃণমূলের দুই গোষ্ঠীই মনোয়ন পত্র তোলা এবং জমা দেওয়ার কর্মসূচিতে অংশ গ্রহন করে。 রামেন্দু সিংরায়ের বিরূদ্ধ গোষ্ঠী বলে পরিচিত তারকেশ্বর নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ সাইদুল বলেন, বিধায়ক এলাকায় বিজেপিকে গোষ্ঠী তৈরি করে রেখেছে।বিজেপি কে নিয়েই বোর্ড গঠন করেছিল।আজ আবার আদালতের রায়ে ভোট পর্ব শুরু হয়েছে।তাদের পক্ষ থেকে ১১ জনের বেশি মনোনয়ন জমা দেন।তবে বিধায়ক রামেন্দু সিংহরায় আবার বিধান সভায় টিকিট পেলে তৃণমূল কর্মীরা বুঝিয়ে দেবে।তৃণমল ই ওকে হারিয়ে দেবে。 পাল্টা রামেন্দু সিংরায় গোষ্ঠীর মনোনয়ন জমা দেন ১১ জন প্রার্থী।প্রাক্তন সমবায় সমিতির সভাপতি তথা রামেন্দু সিংরায় গোষ্ঠীর সদস্য মুন্সি হাফিজুল বলেন, ওরা তৃণমূলের কেউ নয়।আমরা বোর্ড গঠন করেছিলাম তার পরও ওরা আদালতে গিয়ে পুনরায় ভোট করাচ্ছে。 তৃণমূলেরactorতারকেশ্বর ব্লক সভাপতি প্রদীপ সিংরায় বলেন, তৃণমূলের তরফ থেকে ১১ জন মনোনয়ন জমা দিয়েছে বাকি কারা জমা দিয়েছে সে বিষয়ে কিছু মন্তব্য করবো না। যে বা যারা বিধায়কের বিরুদ্ধে কথা বলছে মানুষ তার উত্তর দেবে।দলের বিরুদ্ধে গিয়ে কেউ দল বিরোধী কাজ করলে দলীয় নেতৃত্ব কে জানানো হবে。 আদালতের নির্দেশে আজ কাল নমিনেশন জমা ও তোলার দিন ধার্য করে ১৮ ই জানুয়ারি ভোটের দিন ধার্য করেছে আদালত।৯ টি আসন প্রতিদ্বন্দ্বীতা হবে পরিচালনা সমিতির বোর্ড গঠনে, ভোটার সংখ্যা ৮৯৬ জন。
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 14:17:53
Chinsurah, West Bengal:লাখো লাখো মানুষের সমাগম হবে হুগলিতে বিশ্ব ইজতেমায়,সেখানে কোনো রকম সাবোটাজ না হয় তার জন্য সবাই ঝাঁপিয়ে পরেছে,বললেন ফিরহাদ হাকিম। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বাংলা সর্বধর্ম সমন্বয়ে জায়গা। ধর্ম যার যার উৎসব সবার এটাই বিশ্বাস করে সবাই। মুখ্যমন্ত্রী যেভাবে গঙ্গাসাগরের প্রস্তুতি নেন সেভাবেই বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিয়েছেন। ৩২ বছর পর আবার বাংলায় বিশ্ব ইজতেমা হচ্ছে। সেখানে লাখো লাখো মানুষের সমাগম হবে। তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দমকল মন্ত্রী নিজে তার পুরো টিমকে নিয়ে এসে জায়গা পরিদর্শন করেছেন । এবং যা যা ব্যবস্থা নেওয়ার তার সবরকম নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্যান্য দপ্তর পি এইচ ই, পূর্ত দপ্তর, আইটি থেকে,সংখ্যালঘু দপ্তর সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি চিপ সেক্রেটারি মাইনরিটি সেক্রেটারি সবাই এখানে ঝাঁপিয়ে পড়েছেন যাতে কেউ সাবোটাজ করতে না পারে, যারা আয়োজক তাদের সঙ্গেও বারবার বৈঠক করা হয়েছে। अत्यন্ত তৎপরতার সঙ্গে সবাই দায়িত্ব নিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী যেটা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বিশ্ব ইজতেমায় যাতে কোন ঘটনা না ঘটে তার জন্য। আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এসেছি লাখো লাখো মানুষের সমাগম হবে কোথায় পার্কিং হবে তার যেমন ব্যবস্থা করা হচ্ছে তেমনি গোটা এলাকাকে সিসি ক্যামেরা মুড়ে ফেলা হয়েছে।নজরদারী করার জন্য। খাওয়া দাওয়া ট্রাফিক কিভাবে সামলানো হবে সবকিছুই আলোচনা করা হয়েছে, আমি তার রিপোর্ট নিয়েছি। ইজতেমায় 많은 মানুষ আসবে তাদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন তৎপর থাকবে। হুমায়ুন কাবিরের মসজিদ শিলান্যাস, জাকির হোসেনের মন্দির বানানোর ঘোষণা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, নির্বাচনের সময় মন্দির মসজিদ না করে প্রাণে রেখে ধর্ম পালন করা উচিত। নির্বাচনকে সামনে রেখে যদি মন্দির মসজিদ হয় তারমানে সে প্রকৃত ভক্ত নয়। সে ঈশ্বরকে বিশ্বাস করে না । আমি যখন মসজিদ করব তখন আল্লাহর কাছে নিজেকে অর্পণ করে মসজিদ করব ।নিজের নামকরা বা বাহবা কুরোনোর জন্য নয়। এখানে মসজিদ বানানো মানে স্বর্গে ঘর তৈরি হবে আপনার জন্য। যারা সৎ উদ্দেশ্য নিয়ে সেটা করে না।এরকম একটি মসজিদ তৈরি হয়েছিল জাতিগত ভেদাভেদের জন্য সেখানে আমাদের নবি প্রবেশ করেননি।তাই ভেঙে ফেলা হয়েছিল। ন্যায্য টাকা, ন্যায্য উপার্জন দিয়ে আল্লাহর কাছে অর্পন করলে তা ঠিক হয়। বিশ্ব ইজতেমা উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হবে হুগলির দাদপুরে।দাদপুর,গোস্বামী মালপাড়া,বাবনান,হারিট গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে আগামী ২-৫ জানুয়ারী হবে মুসলিম ধর্ম সম্মেলন।পুইনান গ্রামে কয়েকশ একর চাষের জমিতে তাঁবু পড়েছে।ইজেতেমার প্রস্তুতি চলছে জোর কদমে。 আজ দাদপুরের একটি কলেজে পুলিশ ও প্রশাসনের আধিকারীকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়。 পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম,দমকল মন্ত্রী সুজিত বোস,বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ,ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র সহ জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন。 চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীন পুলিশের সুপার কামনাশিস সেন সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারীকরা উপস্থিত ছিলেন।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 23, 2025 14:17:34
Siliguri, West Bengal:*বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে বাংলাদেশের নাগরিকদের হোটেল পরিষেবা বন্ধ।* বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারতবিরোধী কার্যকলাপের পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়া পড়েছে সীমান্তবর্তী শহর শিলিগুড়িতেও। পরিস্থিতির প্রতিবাদে শিলিগুড়িতে বাংলাদেশের নাগরিকদের হোটেল পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে একাধিক হোটেল সংগঠনের সূত্রে জানা গেছে। হোটেল সংগঠনগুলির দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ ও নিপীড়নের ঘটনা সামনে আসছে, তার প্রতিবাদ হিসেবেই এই সিদ্ধান্ত। তারা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। যদিও প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে。 এই সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে বিজেপি। বিজেপির জেলা নেতৃত্বের বক্তব্য, বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দু নিধন চালানো হচ্ছে এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক। দলের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কার্যকলাপের সঙ্গে হিন্দু নির্যাতন একই সূত্রে গাঁথা। এদিন বিজেপির একাংশের তরফে আরও কড়া মন্তব্য শোনা যায়। তাদের দাবি, বাংলাদেশকে দু’ভাগ করে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা উচিত, যাতে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে বসবাস করতে পারে। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দলগুলি এই বক্তব্যকে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছে。 এদিকে এই পরিস্থিতিতে শিলিগুড়িতে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চললেও সাধারণ মানুষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকেই তাকিয়ে রয়েছে।
0
comment0
Report
ABArup Basak
Dec 23, 2025 14:17:09
Mal Bazar, West Bengal:তপশিলী উপজাতি সংগঠনের জেলা সভাপতির মাধ্যমে তপশিলী উপজাতির দুই নেতার... জেলা তৃণমূলের তপশিলী উপজাতি সংগঠনের জেলা সভাপতির মাধ্যমে দুই তপশিলী উপজাতি নেতা তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। এদিন বিকেলে মালবাজার শহরে ব্লক তৃণমূলের ঘড়ি মোড় লাগোয়া দফতরে এই যোগদান অনুষ্ঠান আয়োজিত হয়। সংগঠনের জেলা সভাপতি উইলিয়াম মিঞ্জের উপস্থিতিতে গণেশ তিরকি এবং অগাস্টুস কেরকেট্টা এই দুইজন যোগদান করেন। মালবাজার শহর ব্লক তৃণমূলের সভাপতি পুলিন গোলদার এই দুইজনের সংযুক্তিতে মালবাজার শহর এলাকাতেও ভাল প্রভাব পড়বে বলে দাবী করেন। তবে অগাস্টুস ২০১৬ তে সিপিএমের প্রতীকে মালবাজার বিধানসভায় প্রতিদվন্দিতা করে পরাজিত হন এবং এর পরই তিনি তৃণমূলের যোগ দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধি হন। মাঝখানে সাময়িক অভিমানের কারণে চুপচাপ ছিলাম বলেই দাবি করেন অগাস্টুস। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, "তৃণমূলে ছিলাম, আবারও দলের পতাকা হাতে নিয়ে সক্রিয় হলাম"। অন্যদিকে আদিবাসী বিকাশ পরিষদের সক্রিয় নেতা হিসেবে পরিচিত গণেশ তিরকি বলেন, " বিকাশ পরিষদ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহত্তর পরিসরে সাধারণ মানুষের হয়ে আরও কাজ করতে রাজনৈতিক দলে যোগ দিয়েছি"। এই দুই নেতার তৃণমূল কংগ্রেসের যোগদানে চা বাগান এলাকায় কতটা প্রভাব পড়বে তা কিন্তু ভবিষ্যৎ এই বলবে বলেই মত রাজনৈতিক মহলের। বাইট ১) পুলিন গোলদার, মাল টাউন সভাপতি। ২)অগাস্টুস কেরকেট্টা ও গণেশ তির্কি, সদ্য জয়েন করেছেন। ৩) উইলিয়াম মিঞ্জ, জলপাইগুড়ি জেলা এস টি মোর্চার নেতা।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 23, 2025 14:16:27
Jaypur, West Bengal:জয়পুরের অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যুর ঘটনায় আজ ফরেনসিক টিম ঘটনাস্থলে। গতকাল জয়পুর থানার সাউরিয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 4 সদস্যের মৃত্যুর ঘটনায় আজ সেই পুড়ে যাওয়া বাড়িটিতে ফরেনসিকে তিন সদস্যের একটি টিম ঘটনাস্থলে আসেন; পুড়ে যাওয়া বাড়িটির চারিদিক ঘুরে দেখেন এবং বাড়ির ভিতরে পুড়ে যাওয়া অবশিষ্ট থেকে বিভিন্ন পোড়া নমুনা সংগ্রহ করেন। তারা জানান এগুলো নেয়া হবে এবং ল্যাবরেটরীতে পাঠিয়ে পরীক্ষা করলে কীভাবে ঘটেছে তা জানা যাবে।prosangot: গতকাল ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় একটি পরিবারের চারজনের (বাবা মা কন্যা সন্তান ও দাদু) ঘটনাটি হাওড়া জয়পুরের সাউড়িয়া গ্রামে। জানা যায় আনুমানিক রাত 12:30 নাগাদ ঘরের মধ্যে আগুন লেগে যায়; চারজনই তখন ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে; স্থানীয় মানুষ চেষ্টা করে পুলিশ ও দমকলকে খবর দেয়; দমকল এসে ঘন্টার একেকটায় আগুন নিয়ন্ত্রিত করে। তবে চারজনই মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলে বাইরে কাজ করেন এবং বেঁচে আছেন। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগার possibility। ফরেনসিক নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু হবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 14:03:52
Chinsurah, West Bengal:ধর্ম নিয়ে রাজনীতি নয়, একমত শাসক বিরোধী। পূর্ত ও পিএইচই র বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আজ হুগলিতে ইমামবাড়া ও ইমামবাড়া জেলা হাসপাতাল পরিদর্শন করেন। স্ট্যান্ডিং কমিটির সদস্য সাত জন বিধায়ক গতকাল হাওড়ায় পিএইচই প্রকল্পের কাজ ঘুরে দেখেন। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভা বিধায়ক তপন দাশগুপ্ত এই কমিটির চেয়ারম্যান। তাঁর বিধানসভা এলাকার কয়েকটি পিএইচই প্রকল্পের কাজ ও রাস্তার কাজ ঘুরে দেখেন কমিটির সদস্যরা। আজ চুঁচুড়া বিধানসভায় অবস্থিত ইমামবাড়া স্থাপত্য পরিদর্শন করেন। دانবীর হাজি মহম্মদ মহসীনের অর্থে তৈরী এই স্থাপত্য রাজ্য হেরিটেজ কমিশনের টাকায় সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থাপত্যটি রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য হেরিটেজ কমিশনকে ২১ কোটি টাকার বিস্তারিত প্রকল্প রিপোর্ট পাঠানো হয়েছিল। ধাপে ধাপে সেই অর্থের অনুমোদন মিলছে। সেইমতো সংস্কারের কাজ চলছে। হুগলি ইমামবাড়া জেলা হাসপাতালে পূর্ত দপ্তর একটি ছয়তলা ভবন তৈরী করছে।তার কাজও ঘুরে দেখেন কমিটির সদস্যরা। স্ট্যান্ডিং কমিটির সদস্য কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। মন্দির বাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদাররা বলেন,সরকারের উন্নয়নের কাজে আমাদের কোন বিরোধ নেই। রাজনৈতিকভাবে ভিন্নমতের হলেও। হাজী মুহম্মদ মহসিন দুশো বছর আগে যা করে গেছেন তার ভাবনা ছিলো মানবিক। তিনি কোন নির্দিষ্ট ধর্মের কথা ভাবেননি। কলেজ hospital সবই হয়েছে মহসীনের দানে। বাবরি মসজিদ সিলান্যাস জাকির হোসেনের মন্দির তৈরির ঘোষণা, বর্তমান সময়ে মন্দির মসজিদ ধর্ম নিয়ে রাজনীতি চলছে।সে প্রসঙ্গে বলেন,ধর্মকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়।রাজনীতির সঙ্গে ধর্ম মেশালে সেটা ভুল হবে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 23, 2025 14:02:32
Salt Lake City, Utah:ADG South Bengal Supratim Sarkar held a press conference at Bhavani Bhavan. Har Gobind Das and Chandan Das murder case sentencing. ভবানী ভবনে প্রেস কনফারেন্স করলো ADG সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। হর গোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় সাজা ঘোষণা নিয়ে। জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রাম হরগোবিন্দ দাস ও চন্দন দাস যারা সম্পর্ক বাবা ও ছেলে তাদের বাড়িতে ঢুকে একজন দুষ्कৃতী বাবা এবং ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। ঘটনা ঘটেছিল ১২ই এপ্রিল এই বছরের। এই ঘটনা তদন্তের রাজ্য পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয় যার নেতৃত্বে ছিলেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সৈয়দ ওকার রাজা। তদন্ত নেমে জানা যায় প্রাথমিক এফ আই আর এ পাঁচজনের নাম ছিল কিন্তু তদন্তে বিস্তারিত তথ্য সংগ্রহ করে জানতে পারে এফ আই আর এ জে পাঁচজনের নাম ছিল তা ছাড়াও আরো আটজনের এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। এই ১৩ জনের খোঁজে সিটের তদন্তকারী সদস্যরা অভিযান শুরু করে এবং এই ১৩ জনকে অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরা পলাতক ছিল এদের রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গায় রেড করে ধরা হয়। উড়িষ্যা ঝাড়খন্ড বীরভূম হাওড়া ফারাক্কা এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুর জায়গাগুলো থেকে এই ১৩ জনকে গ্রেফতার করা হয়। ৫৬ দিনের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে চার্জশিট জমা করে আদালতে এবং বিচার শুরু হয়। স্পেশাল পিপি হিসেবে নিযুক্ত করা হয় বিভাস চট্টোপাধ্যায় কে। গতকাল এই ১৩ জন অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। তদন্ত প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেছে অভিযুক্তদের চলাফেরা তাদের নির্দিষ্ট ফুটেজ পাওয়া যায় এবং তারপরে যখন चार্জ সিট্ জমা দেওয়া হয় তখন অভিযুক্তদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে সেটাকে গুগল ম্যাপের সাথে প্লটিং করে আদালতে পেশ করা হয়। যাতে ঘটনা দিন ঘটনাাস্থলে সংশ্লিষ্ট সময়ে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি এবং তাদের প্রবেশ এবং প্রস্থান সংশোধিত ভাবে প্রমাণিত হয়। এছাড়াও তদন্ত আমরা সাহায্য নি গেট প্যাটার্ন এনালাইসিস এর। যখন অভিযুক্ত রা পুলিশি হেফাজতে ছিল তখন আদালতের অনুমতিক্রমে আদালতে তাদের গেট প্যাটার্ন এনালাইসিস হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা সেই পরীক্ষা করে এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছয়। সিসিটিভি ফুটেছে যাদের হাঁটাচলা ফুটেজ দেখা গেছিল তাদের গেট প্যাটার্নের সঙ্গে আদালতের পেস করা অভিযুক্তদেরকে প্যাটার্ন এনালাইসিস হাঁটা চলার ভঙ্গি হুবাহু মিলে গেছে। ডিএনএ সংক্রান্ত এভিডেন্স ও কাজে লাগানো হয়েছে। অভিযুক্ত যারা ছিল গ্রেপ্তার হওয়ার পর তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয় তাতে রক্তের দাগ ছিল সেই রক্তের ডিএনএ স্যাম্পল পরীক্ষা করা হয় এবং দুইজন মৃত হরগোবিন্দ ও চন্দন দাস তাদের শরীর থেকে যে ব্লাড কালেক্ট করা হয় সেই রক্তের ডিএনএ স্যাম্পলের সঙ্গে ওই অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ স্যাম্পেল মিলে গেছে। যা থেকে প্রমাণিত হয়েছিল এই অস্ত্রই ব্যবহৃত হয়েছিল গোবিন্দ ও চন্দন দাসের খুনে। এই মামলার ক্ষেত্রে যখন নতুন ফৌজদারী বিধি চালু হয় কয়েক বছর আগে bns।তাতে একটি নতুন ধারার যোগ করা হয় গণপিটুনিতে মৃত্যু। এই ধারা এই কেসে যোগ করা হয়েছে যেহেতু একাধিক ব্যক্তি এতে যুক্ত ছিল এবং গণপিটুনিতে মৃত্যু ১০৩ (২) এই ধারায় ভারতবর্ষে এটা দ্বিতীয় কনভিকশন। ৮ মাস ১০ দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্তরা। এর জন্য বিভিন্ন এজেন্সির সাহায্য পেয়েছি। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর সাহায্য নেয়া হয়েছে তদন্তের শুরু থেকে তারা সিটের সাথে কাঁধে কাজ মিলে কাজ করেছে তল্লাশিতে অংশ নিয়েছে কলকাতা পুলিশের প্লান মেকিং সেকশন আছে ডিটেকটিভ ডিপার্টমেন্টে তাদের সাহায্য নেওয়া হয়েছে, সিআইডির সাইবার ফরেনসিক এবং সাইবার ফরেনসিক এবং ডিজিটাল এক্সাম ল্যাবরেটরী তাদেরও সাহায্য নেওয়া হয় এবং এই এভিডেন্স এবং সমস্ত তথ্য প্রমাণ একত্রিত করে তারপর চার্জ সিট পেশ করা হয়। ১১ এবং ১২ তারিখ অশান্তি হয়েছিল সুতরাং এক স্বরও বেশি এফআইআর হয়েছিল এবং প্রত্যেকটি কে সি অত্যন্ত মনোযোগের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং এর মধ্যে একাধিক কেস খুব দ্রুত কনভিকশন হবে বলে আমরা আশা করছি এবং প্রত্যেকটি কেসের মনিটরিং চলছে তার ট্রায়াল মনিটরিং চলছে প্রায় সবকটি কেস চার্জ সিট্ জমা দেওয়া হয়ে গেছে নির্দিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 23, 2025 14:02:09
Salt Lake City, Utah:If the chief minister does not show up between one and four in the afternoon, the specially abled persons are threatened to commit suicide in front of Bikash Bhavan. Both the agitators, Saddam Hossain and Tozammel Hossain, have told the police administration that they will commit suicide. দুপুর একটা থেকে চারটের মধ্যে মুখ্যমন্ত্রী দেখা না করলে বিকাশ ভবনের সামনেই আত্মহত্যার হুঁশিয়ারি বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধীদের।আন্দোলনকারী সাদ্দাম হোসেন, তোজাম্মেল হোসেন দুজনেই আত্মহত্যা করবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসনকে। গত ৯ দিন ধরে শীতের রাতে খোলা আকাশের নিচে বসে প্রতিবাদে ২০২২ টেট পাস (D.EL.ED) লোকোমোটর ডিসেবিলিটি চাকরি প্রার্থীরা। পুলিশ কোনো ছাউনি করতে দেয় নি বলে অভিযোগ। গত সোমবার থেকে একাধিক দাবী নিয়ে চলছে তাদের অবস্থান বিক্ষোভ। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫-এ রোস্টার সংশোধন ও প্রকৃত PH প্রার্থীদের অধিকার সুরক্ষার আবেদন জানিয়ে সোমবার থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে চাকরি প্রার্থীরা। অভিযোগ..... ২০১৯ সাল থেকে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় লোকোমোটর প্রতিবন্ধী (LD) প্রার্থীদের মধ্যে শুধুমাত্র তপশিলি জাতিভুক্ত (SC) প্রার্থীরাই সংরক্ষণ পাচ্ছেন। General, OBC-A, OBC-B8 3 ST সম্প্রদায়ের LD প্রার্থীরা ধারাবাহিকভাবে বঞ্চিত হচ্ছেন। এটি RPWD Act, 2016-এর পরিপন্থী, কারণ এই আইনে কোথাও জাতিগতভাবে সংরক্ষণ বিভাজনের কথা নেই। প্রতিবন্ধী সংরক্ষণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমানভাবে দেওয়ার কথা থাকলেও বাস্তবে লোকোমোটর ক্যাটাগরিতে বৈষম্য বজায় রয়েছে। সরকারি চাকরির নতুন ও পুরনো ১০০-পয়েন্ট রোস্টারে ৩২ নম্বর পয়েন্টটি শুধুমাত্র SC লোকোমোটর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকায় General, OBC ও ST LD প্রার্থীরা কোনো সুযোগ পাচ্ছেন না। অন্যান্য প্রতিবন্ধী ক্যাটাগরিতে সকল সম্প্রদায়ই সংরক্ষণ পাচ্ছে, কিন্তু LD ক্যাটাগরিতে শুধু SC-দের সীমাবদ্ধ রাখা হয়েছে-যা সম্পূর্ণ বৈষম্যমূলক।বহুবার সমাজকল্যাণ দপ্তর এবং শ্রমদপ্তরে গিয়ে বিষয়টি জানানো হয়েছে, গেজেট সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। শ্রমদপ্তর বারবার আনলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। শুধু আশ্বাস দিয়ে সময় পার করে দেওয়া হয়েছে। ফলে বছরের পর বছর সরকারি চাকরির প্রতিটি পরীক্ষায় তারা বঞ্চিত হয়েই চলেছে, এছাড়াও নতুন Model 100-Point Roster No. Labr/110-Emp/EC/1M-01/2025 (13.06.2025)-এ একই অসঙ্গতি বিদ্যমান, যা অবিলম্বে সংশোধন করা অত্যন্ত প্রযোজন। আন্দোলনকারীদের দাবী সমূহ হলো.... 1. লেবার ডিপার্টমেন্ট কর্তৃক 08/07/2019 তারিখে জারি করা 280-EMP অর্ডারটি সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, কারণ এটি বর্তমান সংরক্ষণ নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং প্রকৃত প্রতিবন্ধী প্রার্থীদের বঞ্চিত করছে। 2. মডেল 100 পয়েন্ট রোস্টায় (২০২৫)-এ গুরুতর ভুল ও অসঙ্গতি রয়েছে। এটি অবিলম্বে সংশোধন করতে হবে। 3. ১০০ সয়েন্ট রোস্টার প্রকৃত অর্থে হরাইজন্টাল হওয়ার কথা, যা সকল কাস্টে সমানভাবে বিতরণ হওয়ার কথা।কিন্তু ভুলভাবে এটিকে ভার্টিকাল করে দেওয়ার ফলে শুধুমাত্র SC-Locomotor Disability ক্যাটেগরি সংরক্ষণ পেয়েছে, কিন্তু General, OBC-A, OBC-B, ST-কেউই সংরক্ষণ পায়নি। এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি নিয়োগে ভারতীয় সংবিধানের Article 14, 15(1), 16(1), 16(4) এবং RPwD Act, 2016-এর Section 34 স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। 4. ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী প্রার্থী যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তাদের জন্য দাবি: A. প্রার্থীর প্রতিবন্ধী সার্টিফিকেট যেকোনো সরকারি হাসপাতাল থেকে ইস্যু করা হলে গ্রহণ করবেন। B.ইন্টারভিউর আগে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে কঠোরভাবে প্রতিবন্ধকতা যাচাই করতে হবে। C. রাজ্য의 বিভিন্ন হাসপাতালে কিছু অসৎ ব্যক্তি অর্থের বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট দিচ্ছে-সার্টিফিকেটগুলো বৈধ হলেও ক্যান্ডিডেট প্রকৃতপক্ষে ভুয়ো (FAKE)। তাই প্রতিটি ক্যান্ডিডেটকে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পুনরায় যাচাই করা বাধ্যতামোলক করতে হবে। D. মেডিক্যাল বোর্ড দ্বারা যদি কেউ FAKE প্রতিবন্ধী প্রমাণিত হয়, তবে তার - TET PASS সার্টিফিকেট, - PH সার্টিকেট, - D.El.Ed ট্রেনিং সার্টিকেট, - ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রার্থীতা অবিলম্বে বাতিল করতে হবে। E. 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মতোই, চলতি 2025 সালের নিয়োগেও সকল প্রকৃত (orginal) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যায্য অধিকার ও চাকরি সুনিশ্চিত করতে হবে। F. আমরা যারা সত্যিকারের বিশেষভাবে সক্ষম-তাদের যেন সম্মানের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই এই নিয়োগ যাতে দূষিত বা কলঙ্কিত না হয়, তা নিশ্চিত করতে হবে.
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 23, 2025 13:16:41
Kolkata, West Bengal:হাই কমিশনের সামনে হিন্দু সংগঠনের বিক্ষোভ : বিদেশ মন্ত্রকের বিষয় ।দিল্লি তে বিক্ষোভ না দেখিয়ে এখানে কি ? এই সিন ক্রিয়েট করার মানে কি ? কেন্দ্র দায়িত্ব পালন করছে কি করছে না , এটা থেকে নজর ঘোরাতেই এসব করা হচ্ছে । প্ররোচনা মূলক দৃশ্য পট তৈরির জন্য বিজেপি এখানে এসব করছে । ধর্মীয় মেরুকরণের জন্য করা পুলিশের লাঠি চার্জ প্রসঙ্গে শুভেন্দু র মন্তব্য হাই কমিশনে হামলা করার জন্য গেছিল । ওখানে আসল সাধু কজন আর কটা নকল , তাই পুলিশ কঠোর হাতে দমন করেছেন । উপ দূতাবাস ক্ষতিগ্রস্থ হলে কি হতো উপদূতাবাদ ক্ষতি গ্রস্থ করতে কারা গেছিল ভিডিও দেখে দেখে ব্যবস্থা নেওয়া উচিত । উগ্র হিন্দুত্বের নামে ভারত বর্ষের আত্মা কে ধ্বংস করা হচ্ছে । যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করা যাবে না ? বিজেপি সব ধ্বংস করছে । 26 তারিখ আবার যাবে শুভেন্দু অধিকারী । এখানে না গিয়ে দিল্লিতে যান। আপনারা তো কার্যত কেন্দ্রের প্রতি অনাস্থা ই জানাচ্ছেন । কেন্দ্র নীরব হুমায়ূন কবীর প্রার্থী প্রত্যাহার : এই করেন এই ঘেঁটে দেন । ইয়ার্কি হচ্ছে । রাজনৈতিক কমেডি তে পরিণত হয়েছে sামশেরগঞ্জ হর গোবিন্দ দাস প্রসঙ্গ শান্তনু ঠাকুর কত বড় দায়িত্ব জ্ঞান হীন বিবৃতি । মতুয়া মানুষ দেখুন কাদের নিয়ে আপনারা মাতামাতি করেছেন দিপু দাসের পরিবার কে আর্থিক সাহায্য করার আশ্বাস শুভেন্দু হুমায়ূন কবীর ও মমতা একই টিম : শুভেন্দু র দাবি প্রসঙ্গে
0
comment0
Report
christmas
Advertisement
Back to top