Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

सुमना महापात्रा ने इस्तीफे के बावजूद उठाए सवाल, क्या बदली राजनीति?

KMKIRAN MANNA
Sept 27, 2025 07:16:00
Dihierench, West Bengal
গতকাল তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার ব্লক কমিটি এবং শহর কমিটির নাম ঘোষণা হওয়ার পর আজ সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন পাঁশকুড়া সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রীর সুমনা মহাপাত্র।তিনি বলেন। লোকসভা ভোটে আমার নিজের ওয়ার্ডে আমি দলকে লিড দিতে পারিনি। তাই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলাম। গতকাল নতুন কমিটি গঠন হয়েছে আমি ধন্যবাদ জানাবো আমার পদত্যাগ স্বীকৃতি দেওয়ার জন্য। নতুন কমিটি নতুন সভাপতি শুভেচ্ছা রইল। তবে শুভেন্দু বাবুকে এবং বিরোধীদের গালাগালি দিতে পারি না, বাজে কথা বলতে পারি না বলে অনেকের রাগ। দুর্নীতি নিয়ে অভিষেক ব্যানার্জি অফিসে জানিয়েছি দল কেউ জানিয়েছে তবে কোন কাজ হয়নি। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল তিনি তার ছেলের নাম জড়িয়ে দেওয়া তৃণমূলে একাংশ কে দায়ী করছেন। তিনি প্রশ্ন তুলেন এতদিন জানা সত্ত্বেও রোগী কল্যাণ সমিতি কি করছিল। কেন ২০১৬ থেকে জহির আব্বাস কুকিতি জানার পরে রোগী কল্যাণ সমিতি কোন পদক্ষেপ করেন। এমনই প্রশ্ন তোলেন পাঁশকুড়ার সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক সৌম্যের মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। বাইট সুমনা মহাপাত্র।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMAshok Manna
Sept 27, 2025 09:07:05
Kolkata, West Bengal:দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পুলিশ জেলা রয়েছে। আর এই পুলিশ জেলার মধ্যে ২১০০ পুজো রেজিস্টার ও আন রেজিস্টার মিলিয়ে আরো বেশি হবে। এমনটাই বক্তব্য জেলা পুলিশ সুপার বিশপ সরকারের। ৪০ জন গেজেটেড পুলিশ আধিকারিক একজন ডি এস পি ও একজন এসপি রাঙ্কে আধিকারিক তারা ডায়মন্ড জেলা পুলিশের মধ্যে পুজোর জন্য নিয়োগ পেয়েছেন। এছাড়াও রয়েছে ১২০০ সিভিক ভলেন্টিয়ার ও এসটা আরও ভলেন্টিয়ার নিয়োগ করেছে পুজোর জন্য, প্রতিটি থানায় অন্তর্গত যেমন পুলিশ পেট্রোলিং চালায় ঠিক তেমনি চালাবে এছাড়াও প্রত্যেক পুজো মণ্ডপে সিসিটিভি রাখতে হবে পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে একটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে যে কার্ডে বাচ্চাদের নিয়ে মণ্ডপে প্রবেশের মুখে সেখানে সেই শিশুটির বাবা-মার ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু তথ্য তাতে উল্লেখ থাকবে এবং সেই কার্ড টির শিশুর গলায় ঝুলিয়ে দেওয়া। দুটি কুইক রেসপন্স টিম থাকবে একটি থাকবে মহেশতলা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের দিকে অন্যটি থাকবে ডায়মন্ড জেলা পুলিশ সুপারের অফিসের দিকে। ডায়মন্ড জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেল্প লাইন নম্বর চালু করেছে যে নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এবং কল করা যাবে এবং পুলিশ কুইক রেসপন্স দেবে। সেই নম্বরটি হল ৬২৮৯ ২৪ ৭৫ ৩৩
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 27, 2025 09:01:29
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 27, 2025 06:18:14
Baruipur, West Bengal:অল্পের জন্য নিছক খুনের হাত থেকে রক্ষা পেলেন ভাঙ্গড়ের প্রাক্তন বিধায়ক তথা ভাঙ্গড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। আরাবুল কে 'খুন' করতে শাপুর্জি মার্কেটে কালো স্কোরপিও চেপে দুষ্কৃতী দের ধাওয়া। ঘটনায় রিতিমত আতঙ্কিত আরাবুল পুত্র হাকিমুল ইসলাম টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে আরাবুল ইসলামের দাবি, তাকে খুন করতে বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে আসা হয়েছে। তারা এলাকায় ঘোরাঘুরি করছে। ওরা যে কোনো সময় আমার মেরে দিতে পারে।আমার কোন নিরাপত্তা নেই। ২০০৬ সাল থেকে আমার সিকিউরিটি ছিল কিন্তু বর্তমানে নেই। বেশ কয়েক মাস আগেই ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। সেই খুনের রেশ কাটতে না কাটতেই আবারও ভাঙড়ের তৃণমূল নেতা কে খুনের চক্রান্ত এবং অল্পের জন্য খুনের হাত থেকে রক্ষা পেলেন ভাঙড়ের একদা তাজা নেতা আরাবুল ইসলাম বলে অভিযোগ । প্রতিদিনের ন‍্যায় শাপুর্জি NKDA মার্কেটে দলীয় সহকর্মীদের সঙ্গে চা খেতে গিয়েছিলেন আরাবুল ইসলাম। আর সেখানে ঘটে বিপত্তি বলে অভিযোগ । তিনি চা খেয়ে গাড়ি তে উঠে ২ মিনিট বেরিয়ে আসতেই একটি কালো স্কোরপিও চেপে কয়েকজন দুস্কৃতী এসে আরাবুলের এক সহকর্মী কে গালিগালাজ করে জিঞ্জাসা করেন আরাবুল কই? তাকে পেলে এখানেই মেরে দিতাম। এই খবর পেয়ে তড়িঘড়ি আরাবুল ইসলাম গাজীপুরে নিজের বাড়িতে ফিরে আসেন। আরাবুল পুত্র হাকিমুল ইসলাম নিউটাউনের টেকনোসিটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, আরাবুল ইসলামের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ এই প্রথম নয়। এর আগে আরাবুল এর উপরে একাধিক হামলা হয়েছে। তার গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। তিনি নিরাপত্তা তথা সিকিউরিটি গার্ড চেয়ে একাধিকবার দরবার করছেন। এদিন আরাবুল বিস্ফোরক দাবি করে জানান, তাকে খুন করতে পরিকল্পনা করা হয়েছে। বাইরে থেকে ক্রিমিনাল দের নিয়ে আসা হয়েছে। সেই খবর পেয়ে আমি কয়েকদিন শাপুর্জি যায়নি। আজ শাপুর্জি তে স্পটে আমায় পেলে ওরা টুকরো টুকরো করে দিত। উপর ওয়ালার কিপায় ২ মিনিটের জন্য আমার জীবনটা আজ বেঁচে গিয়েছে। কারা আরাবুলের উপরে আক্রমণ এর পরিকল্পনা করছে তার তদন্ত শুরু করেছে নিউ টাউন টেকনোসিটি থানার পুলিশ। 270925ZG-BAR-BHANGOR-ARABUL-R বাইট:- ১) আরাবুল ইসলাম (ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক তথা ভাঙ্গড় দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বহিষ্কৃত তৃণমূল নেতা)
0
comment0
Report
ABArup Basak
Sept 27, 2025 05:33:52
Mal Bazar, West Bengal:*দক্ষিণ ধুপজোড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ — মেটেলিতে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত...* মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপজোড়া অঞ্চলের মনসর পাড়ায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ৫টি পরিবারের মোট ২৫ জন ভোটার। পঞ্চায়েত স্তরে এই দলবদল রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। শুক্রবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এরা বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান প্রতীকী নয়, বরং মানুষের আস্থার পরিবর্তনের স্পষ্ট প্রমাণ। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতা ও পঞ্চায়েত সদস্য মজনু হক। তিনি বলেন তৃণমূল সরকারের দুর্নীতি, স্বজনপোষণ এবং মানুষের প্রতি উদাসীনতার কারণে আজ মানুষ বিকল্প খুঁজছে। বিজেপির নীতিতে আস্থা রেখেই এই পরিবারগুলো আমাদের দলে যোগ দিয়েছেন। আসন্ন বিধানসভা ভোটে এই জনভিত্তি আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।” বিজেপিতে যোগদানকারি রবি ভুজেল ওরফে ছামু, প্রদীপ রায়, মোহাম্মদ বাবলু, দীপক ভুজেল এবং হরিপদ রায় এঁরা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ বলে স্থানীয় মহলে পরিচিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির মহাবুল আলম, কিনন রায়, রুমাল রায়, হামিদুল ইসলাম, দিজেন রায়, বিপুল রায়, তাব্বু আলম, মোহাম্মদ মাইক ইসলাম, জোগবন্ধু রায়, বিনু রায় কাইত, গৌতম রায় প্রমুখ। বাইট ১) বিজেপি জেলা নেতা ও পঞ্চায়েত সদস্য মজনু হক। ২) যোগদানকারি প্রদীপ রায়। ৩) রবি ভুজেল, যোগদানকারী। 1709ZG_MAL_BJP_JOIN_R3
0
comment0
Report
ABArup Basak
Sept 27, 2025 05:02:51
Mal Bazar, West Bengal:*উৎসবের মুখে বোনাস না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন চা শ্রমিকরা, তালা পড়ল সুবর্ণপুর বাগানের গেটে...* দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গোটা রাজ্য যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখন ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের সুবর্ণপুর চা বাগানে উৎসবের আনন্দে ভাটা। বোনাস না মেলায় ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। রাজ্য নির্ধারিত ২০ শতাংশ বোনাসের দাবিতে গত চারদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। শ্রমিকদের দাবি, পুজোর আগে সরকার নির্ধারিত ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। কিন্তু বাগান কর্তৃপক্ষ মাত্র ১৩.৭৫ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা ঘোষণা করায় পরিস্থিতি জটিল আকার নেয়। বাগান গেটে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ শ্রমিকরা। আইএনটিটিইউসি-র ইউনিট কমিটির নেতৃত্বে মিছিল, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সুবর্ণপুর। শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর তাঁরা বাগানের কাজ করে আসছেন, অথচ উৎসবের মুখে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শ্রমিকদের দাবি, "আমরা পরিশ্রম করে বাগান চালাই, অথচ পুজোর সময় আমাদের পরিবারে হাসি ফোটে না। ২০ শতাংশ বোনাস না পেলে আন্দোলন আরও তীব্র হবে। বাইট ১) চাবাগানের শ্রমিক ২) চাবাগানের শ্রমিক। 2709ZG_MAL_BONUS_PROBLEM_R
1
comment0
Report
KMKIRAN MANNA
Sept 27, 2025 04:49:55
Dihierench, West Bengal:*প্রবল বৃষ্টির মাঝেই সোহম চক্রবর্তীর হাতে ভেড়ীর বাজার সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন। ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা জানালেন।* ভগবানপুর: ভগবানপুর ১ ব্লকের ভেড়ীর বাজার সার্বজনীন দুর্গোৎসব এবছর পা দিল তৃতীয় বছরে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই বুধবার মণ্ডপে উপস্থিত হয়ে উদ্বোধন করলেন টলিউড তারকা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। এর আগে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের পুজোর থিম “মায়ানমারের বুদ্ধ মন্দির”। চতুর্থীতেই ছিল দর্শনার্থীদের ভিড়। ছেলে কে সঙ্গে নিয়ে প্রতিমা ও মণ্ডপ দর্শন করেন সোহম। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক কৌশিক মাল, ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পণ্ডা সহ অন্যান্য সদস্য–সদস্যারা। সোহম বলেন, “প্রাকৃতিক দুর্যোগকে ঠেকানো যায় না, কিন্তু তার মাঝেও মানুষ আনন্দে থাকবে। আমি ছেলে নিয়ে ঠাকুর দর্শন করলাম, সকলের মঙ্গল কামনা করি।” বাইট সোহম চক্রবর্তী। বিধায়ক চন্ডিপুর টলিউড তারকা।
1
comment0
Report
PDPradyut Das
Sept 27, 2025 04:49:41
3
comment0
Report
BSBidhan Sarkar
Sept 27, 2025 04:49:31
Chinsurah, West Bengal:ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দূর্ঘটনা,তিনজনের মৃত্যু আহত তিনজন। ঘটনা হুগলির পোলবার অনন্তপুরের। চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলো পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারীর সদস্যরা।শঙ্করবাটি হাই স্কুলে দুর্গা পুজো হয়। জানা গেছে,ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা চারচাকা গাড়িটি তখনো যায়নি।সেই গাড়িতে চালক সহ ছয়জন ছিলেন। পুজো কমিটির এক সদস্য জানান,অনেক দেরী হচ্ছে তখনো চারচাকা গাড়ি কেন ফিরছে না দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয়।পুলিশ ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা হয়েছে।কমিটির সদস্যরা সেখানে পৌঁছায়।তাদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভার ব্রীজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।চারজনকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।সেখানে একজনের মৃত্যু হয়।একজনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।বাকি দুজনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়। মৃতদের নাম,ভাস্কর দেবধারা(২৯)বাড়ি সুগন্ধার শঙ্করবাটি,প্রীতম চক্রবর্তী(৩০) ও স্বপন দে(৪০) চন্দননগর সুরেরপুকুর। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দননগর থানার পুলিশ রসতলে পৌঁছায়।তারপর পড়বা থানার পুলিশ সেখানে যায়। যার জমির সামনে ইটের পাঁজা ছিলো তিনি বলেন,প্রচন্ড গতিতে গাড়িটি এসে ধাক্কা মারে।গাড়িতে মদের বোতল পাওয়া গেছে।সম্ভবত তারা মদ্যপান করেছিল। মৃতদেহ ময়না তদন্ত হবে আজ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া শঙ্কর বাটি গ্রামে।
2
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 27, 2025 04:49:17
Jhargram, West Bengal:ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার আখরাশলে হাতির হামলায় মৃত্যু লালমহন মাহাত নামে এক ব্যাক্তির। গত কয়েক দিন ধরে রমরমা বিটের বাশতলা লাগোয়া বিভিন্ন জায়গায় খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি হাতি। হাতির এই ভাবে এই এলাকায় দাপিয়ে বেড়ানোয় আতঙ্কে ছিল গ্রামের মানুষ। পুজোর আগে ঘটলো আঘটন। বাড়ি ফেরার সময় হাতির সামনে পড়ে যায় ঐ ব্যাক্তি। শুড়ে তুলে তাকে আছাড় মারে। বনদফতর এর কর্মীরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে, গুরুতর আহত অবস্থায় তাকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে এলে ডাক্তার রা মৃত বলে ঘোষনা করে। শোকের ছায়া নেমে আসে লালমোহনের পরিবারে। পুজার মুখে এই ঘটনায় এলাকাও থমথমে। আজ মৃত দেহ ময়না তদন্ত করে তুলে দেওয়া হবে পরিবারের হাতে। বন দফতর এর তরফে জানানো হয়েছে নির্দিষ্ট ক্ষতিপূরন তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
2
comment0
Report
PDPradyut Das
Sept 27, 2025 04:15:15
Jalpaiguri, West Bengal:2C 2709ZG_JAL_DISHARI_PUJA_R দূর্গা পূজা জমজমাট জলপাইগুড়িতে। উদ্বোধন হয়ে গেল জল শহরের ঐতিহ্যবাহী পূজা, জলপাইগুড়ি দিশারীর ৬২তম দুর্গোৎসবের। উদ্বোধন করেন শহরের বিশিষ্ট চিকিৎসক ড: সুমন্ত্র মুখার্জী ও বিশিষ্ট সমাজসেবী ও জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখর ব্যানার্জী সহ স্থানীয় কাউন্সিলর অম্লান মুন্সী ও বিশিষ্ট জনের পাশাপাশি ক্লাব সদস্য এবং সদস্যরা। দিশারীর এবারের মন্ডপসজ্জা মাদুরাইয়ের মিনাক্ষী মন্দিরের আদলে। প্রতিমা তৈরি করেছেন নবদ্বীপের মৃৎশিল্পী গৌতম সাহা।এবারের পূজো মণ্ডপ এবং প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
PDPradyut Das
Sept 27, 2025 03:50:49
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top