Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
80वें दुर्गोत्सव में Chapan-Utar थीम, चाय की दुनिया पंडाल में जीवंत
PMPiyali Mitra
Sept 27, 2025 08:03:48
Kolkata, West Bengal
Get ready for a unique Durga Puja experience! The Alipur Sarbojanin Durgautsav Committee is celebrating its 80th year, and this time, they're brewing up something special. Their theme, 'Chapan-Utar,' takes you on a journey through the world of tea, exploring its rich history, origins, and global popularity. The pandal is adorned with stunning paintings by 60 talented artists, making it a must-visit destination. Despite the heavy rainfall alert, puja enthusiasts are flocking to the pandals, and this one is definitely worth braving the rain for. Visual HD mode One byte viewer- Manisha One of Puja Organiser -name is mentioned at the end of byte Stand-up
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Sept 27, 2025 10:32:37
Barrackpore, Kolkata, West Bengal:সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ বাংলাদেশি ঢুকেছে তাদের প্রত্যেককে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানো হবে। বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা কি করে পরিযায়ী শ্রমিক। কোটের কাছে প্রমাণ করতে হবে। এস আই আর আসছে তাতে আরো পরিষ্কার হয়ে যাবে। এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের। অর্জুন সিং প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন আমি মাছ ও ধরি আমি পার্টিও করি ইলেকশনে জিতি। ভোটের আগে আমি আঠালটা কেসে জামিন নিয়েছি। পার্থ চট্টোপাধ্যায় অনেকদিন দুর্গাপূজা দেখেননি। এবার হয়তো দেখতে পাবেন। কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমার সামনে একটি পুজো উদ্বোধন করতে এসে এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ 260925_BKP_DILLIP_GHOSH 2C TE
0
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 27, 2025 10:18:56
Kolkata, West Bengal:[9/27, 9:27 AM] Moumita Chakraborty: সামান্য কিছু সময়ের জন্য বাংলিয় এসেছিলেন তিনি। পুজোর আবহেও ভোট থেকে নজর সরছেনা পদ্ম শিবিরের।। শমীক শুভেন্দু সুকান্ত কে শাহি মন্ত্র দিয়ে গেছেন। অনুপ্রবেশ ইস্যু, এস আই আর নিয়ে প্রস্তুতি সহ একগুচ্ছ নিদেশ এসেছে [9/27, 9:27 AM] Moumita Chakraborty: অফিসিয়াল খাতাপত্র নিয়ে বৈঠক নয়, ঘরোয়া আলোচনার মধে‌্য দিয়েই বাংলায় দলের সংগঠন ও প্রচার কৌশল নিয়ে শুক্রবার সকালে রাজে‌্যর প্রথম সারির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে নিউটাউনের হোটেলে আলোচনা সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর নিয়ে বঙ্গ বিজেপির কি অবস্থান ও প্রচার কৌশল কি হবে, সেটাও কিছুটা বলে দিয়েছেন ঘরোয়া আলোচনায় উপস্থিত দলের রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলও। এদিন সকালে উত্তর কলকাতায় পুজো উদ্বোধনে রওনা হওয়ার আগে এই আলোচনা করেন শাহ। বঙ্গ বিজেপির নতুন রাজ‌্য কমিটি দ্রুত চূড়ান্ত করে ভোটের কাজে ঝঁাপিয়ে পড়ার জন‌্য রাজ‌্য নেতাদের বার্তা দিয়েছেন তিনি। পুজোর মরশুম মিটলেই কলকাতায় এসে নতুন রাজ‌্য কমিটির সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। দুর্গা পুজো মিটলেই বঙ্গ বিজেপির নতুন রাজ‌্য কমিটি ঘোষণা হবে বলে খবর।
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 27, 2025 10:18:23
Bardhaman, West Bengal:পুজো শুরু হল এক অন্যরকম খবর দিয়ে। ২৫ শে সেপ্টেম্বর রাত ৯ টার ' যা বলব সত্যি বলব' গোটা বর্ধমানকেও নাড়িয়ে দিয়েছে। পুজোর সেলিব্রেশন আর জাকজমক এর অন্তরালে রাঢ়ের অধিষ্ঠাত্রী জনপ্রিয় সর্বমঙ্গলা মন্দিরের এক কোণে অসুস্থ ছেলের জন্য হাত পেতে ভিক্ষে করছিলেন অশীতিপর মা ভগবতী। এই খবরের অভিঘাতে কয়েকজন মানুষ সাহায্য করে গেছেন। শনিবার দুপুরে মন্দিরে এসে পৌছল পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের পাঠানো সামগ্রী। গতকাল এক অনুষ্ঠানে জি ২৪ ঘন্টার জেলা প্রতিনিধিকে তিনি জানান, ' 'যা বলব সত্যি বলব ' তে সম্প্রচার হওয়া এই কাহিনী তাঁকেও ছুঁয়ে গেছে। ওই মায়ের দায়িত্ব তিনি নিচ্ছেন। সেই মতো আজ দুপুরে মন্দিরে এল একমাসের চাল, ডাল,তেল, নুন, মশলা,হরলিক্স, আলু সহ সব একমাসের রেশন। সংগে তার জন্য পাঁচ সেট শাড়ি, ছেলের জামা,লুঙ্গি। ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য। ভগবতী দেবীর রান্না গ্যাস চুরি হয়ে গেছিল। সেজন্য নতুন একটি মিনি গ্যাস। সভাধিপতি নিজে অন্তরালে থাকতে চান। তাই সর্বমঙ্গলা ট্রাস্টের সদস্য সঞ্জয় ঘোষ, জেলা পরিষদের কর্মী কানাই পাল, নাগরিক সদন সিনহা এই সাহায্যগুলি তার হাতে তুলে দেন। সভাধিপতি আমাদের জানিয়েছেন , ' এই খবর তুলে ধরে জি ২৪ ঘন্টা ভাল কাজ করেছে। তিনি আগামীদিনেও ভগবতী দেবীর পাশে থাকবেন। খোঁজখবর নেবেন। মন্দির ট্রাস্টের সদস্য সঞ্জয় ঘোষ, জি ২৪ ঘন্টাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যা বলব সত্যি বলব অনুষ্ঠানে অনেক সত্যি সামনে আসছে। তারাও ভগবতী মায়ের খেয়াল রাখবেন। বাইট : ১) সঞ্জয় ঘোষ ( মন্দির ট্রাস্টের সদস্য) ২) ভগবতী গড়াই( মা)। ৩) ওয়াক থ্রু।। চন্দন ঘোষ, সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। 2709ZG_BWN_MAA * ভালভাবে ছবি তোলা আছে। আগের কপি: গোটা বাংলা এখন সেলিব্রেশনের মুডে। সারা বছরের প্রতীক্ষার পরে আনন্দময়ী মা আসছেন। আর ঠিক এই সময়ে রাঢজননী সর্বমঙ্গলা মন্দিরের এককোণে বসে ভিক্ষা করছেন ভগবতী। ভগবতী এক অশীতিপর মা। অসুস্থ, অকেজো একমাত্র ছেলের মুখে দুটো ভাত তুলে দিতে এই ক্লেশযাপন করছেন মা। একবছর আগেও বাসন মাজতেন। খেটে খেতে আর পারছেন না। তাই এই ভিক্ষাবৃত্তি। তবু রোজ নিজেরও আর ভাত জোটে না। কারণ ভিখিরি সমাজে তিনি নতুন। তাই তার নিয়মকানুন জানেন না। তাই মন্দিরের এককোণে তিনি বসে থাকছেন প্রতিদিন। এই উৎসবমুখর সময়ে যদি আরো মন গলে তার দু:খ শুনে।এই ব্যস্ত সময়ে এই জেটযুগে কেউ বা কার দু:খ গোনে। এদিকে গতকালই মহাসমারোহে সর্বমঙ্গলা মন্দিরে শুরু হয়ে শারদোৎসব। চলবে নবমী অবধি। প্রতিপদে মাকে রাজবেশ পরানো হয়েছে। ঘোড়ার গাড়ি করে ঘটোত্তলন করা হয়েছে। ছিলেন জেলাশাসক, বিধায়ক,মহকুমাশাসক থেকে প্রশাসনের বড়কর্তারা। গোটা বর্ধমানের মত এই মন্দিরেও বিধায়কের অসীম প্রভাব। তবু সবার নজর এড়িয়ে গেছে এই ধাক্কা দেবার মত ঘটনাটা। প্রিয় দর্শক, এই ধাক্কা আমরা আপনাকে দিতে চাইনি। কিন্তু আমরা বাঙালি। মাতৃপুজা করি। তাই আসুন শুনে নিই, এক মায়ের মর্মবেদনা। এই ভরা উৎসবের অন্তরালে দারুন মর্মব্যথা। জেনে নিই এই ভগবতীর বায়ো ডাটা। ভগবতী গড়াই। আদি বাড়ি শোলাশিল্পের জন্য বিখ্যাত বনকাপাসির কাছে যজ্ঞেশ্বরডিহি গ্রামে। ভিক্ষে করে খাবার মত পরিবার তার নয়। স্বামী মৃত্যুঞ্জয় গড়াই ছিলেন ছোট চাষী। কিছু জমি জায়গা ছিল। অলস মানুষ ছিলেন। তাই সব কিছু একসময় বিক্রি হয়ে যায়।দুই ছেলেকে নিয়ে অকুল পাথারে তখন ভগবতী। আটাত্তরের বন্যায় ভাসতে ভাসতে বর্ধমান শহরে আশ্রয় নেন তিনি। একসময় বাড়িভাড়া বাকি পড়ে। ঠাঁইহারা হন। এর মধ্যে বড় ছেলে টিউমার হয়ে ভুগে মারা যান। ভাল চিকিৎসা হয়নি অভাবে। কাঞ্চননগরে তার স্ত্রী আর ছেলে মেয়ে থাকে। ছোট ছেলেক নিয়ে ভগবতী থাকেন একজনের দয়ায় বাড়ির উপান্তে। মেয়ের বিয়ে হয়েছে ভাতছালা পাড়ায়।তারাও দিন আনে, দিন খায়। ছোট ছেলে বোহেমিয়ান। নাম রমেশ গড়াই। এখন আরবকিছু কাজ করার ক্ষমতা নেই। রমেশ আগে অল্পসল্প মদ খেত। এখন অসুস্থ। বয়স ৩৫ বছর। দুর্ভাগ্য একা আসে না। এর মধ্যে ভয়ংকর জন্ডিসে আক্রান্ত হয়েছেন সেই ছোট ছেলে। কিছুদিন আগে, টানা ১৮ দিন ভর্তি ছিলেন হাসপাতালে। অভাবে চিকিৎসা তেমন করাতে পারেন নি অসহায় মা।এখন তাকেই বাঁচাতে চান। কাউকে কাউকে দু:খের কথা বলেন ভগবতী। শোনে না কেউ। মন্দিরে আসা ভক্তরাই তার কাহিনী শুনেছেন। ( বাইট) জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, জি ২৪ ঘন্টার প্রতিনিধিদের কাছে এ কাহিনী শুনে জানান, যখন মা আসছেন, তখন এটা খুব দু:খের। দেবু টুডু শিল্পী মানুষ। জানিয়েছেন, তিনি চেষ্টা করবেন।। ভগবতীর দু:খ তো অসীম। গ্রামের পোড়ো বাড়ি একসময় মাটিতে মিশে যায়। বর্ধমানে ৭৮ এর বন্যার সময় চলে আসা ভগবতী লোকের বাড়ির এককোণে ঠাঁই পান। বাসন মেজে খেতেন। বয়স হয়েছে। তাই আর কাজ পান না। এখন তাই ভিক্ষে করে খান। ছেলে তার মুখের দিকে চেয়ে আছে। নিজের ভাত জুটুক বা না জুটুক ছেলের ভাত ফোটান অশক্ত মা। ফোটানোর আগে জোটানোর পালা। এদিকে মন্দিরের রয়েছে প্রায় শতাধিক পুরনো ভিখিরি। তাদের নিয়মকানুন এই মা জানেন না। ভাগ পান না গড় ভিক্ষার। তাকে তারা পছন্দ করেও না। সেজন্যই এককোণে বসে ভগবতী । ভেক না ধরলে ভিক্ষে মেলে না। ভগবতী ভিক্ষের ঝুলি নেই,বাটিও নেই। সম্বল রুগ্ন,অশক্ত হাত। তাই বাড়িয়ে দিয়ে সাহায্য চাইছেন তিনি। কোনো হাত কি এগিয়ে আসবে?
0
comment0
Report
PMPiyali Mitra
Sept 27, 2025 10:02:39
Kolkata, West Bengal: 6 CASES REGISTERED TO INVESTIGATE THE NEXUS OF BUILDERS AND OFFICIALS OF FINANCIAL INSTITUTIONS SEARCHES BEING CONDUCTED AT 12 LOCATIONS Dated: 27.09.2025 In a major crackdown on builders involved in cheating and defrauding thousands of homebuyers in Kolkata, Bangalore and Mumbai and to investigate the nexus of builders and officials of financial institutions, Central Bureau of Investigation (CBI) has registered 06 cases against different builders of Kolkata, Bangalore and Mumbai and unknown officials of various financial institutions in compliance of directions of the Hon’ble Supreme Court and conducted searches at 12 premises at Kolkata, Mumbai and Bangalore. It may be recalled that thousands of homebuyers across India being cheated by the builders/developers and further aggrieved by the coercive action of financial institutions against them approached Hon’ble Supreme Court by way of filing SLPs, seeking relief. The Hon’ble Supreme Court observing the unholy nexus between the builders and the financial institutions in cheating the homebuyers by innovating and introducing ‘Subvention Scheme’ of home loans, in April 2025, directed CBI to register 7 Preliminary Enquiries. Following the directions of the Hon’ble Supreme Court, CBI had registered 7 Preliminary Enquiries and after completion of 6 Preliminary Enquiries which were pertaining to builders in NCR, CBI had earlier submitted the status report before the Hon’ble Supreme Court and on the directions of the Hon’ble Supreme Court, Central Bureau of Investigation had registered 22 cases against various builders of National Capital Region (NCR), which are under active investigation. Now, on completion of the 7th Preliminary Enquiry which was against various builders outside NCR, CBI has submitted the status report before the Hon’ble Supreme Court. Upon perusal of the report submitted by the CBI, the Hon’ble Supreme Court directed CBI to register 06 Regular Cases against different builders in Kolkata, Bangalore and Mumbai and unknown officials of financial institutions. In compliance, CBI has registered 06 cases and conducted searches at 12 locations/places at Kolkata, Bangalore and Mumbai and Searches are still in progress. Various incriminating documents and some digital electronic evidences have been seized during searches. Investigation is continuing.
0
comment0
Report
ABArup Basak
Sept 27, 2025 09:46:32
Mal Bazar, West Bengal:পুজোর সময় হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম বিজয় মাঝি(৩২)।বাড়ি নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টোন্ডু এলাকায়। জানা গেছে গতকাল রাতে বিজয় মাঝি বাড়ি থেকে বের হয়ে, সামনের রাস্তায় উঠতেই একটি দাতাল হাতির সামনে পড়ে যায়৷ হাতিটি তখন বিজয় মাঝিকে শুর দিয়ে তুলে আছার মারে। ঘটনা স্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনা স্থলে আসে ডায়না ও খুনিয়া রেঞ্জের বন কর্মিরা এবং পুলিশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছরায় কিছু সময়ের জন্য। এরপর পুলিশ গ্রামবাসিদের বুঝিয়ে মৃতদেহ নাগরাকাটার শুলকাপাড়ায় নিয়ে আসে। আজ মৃত দেহ ময়না তদন্তের জন্য শিলিগুড়ি পাঠায়। বন দপ্তরের পক্ষ জানানো হয়েছে এলাকায় টহলদারি বারানো হবে পাশাপাশি সরকারি নিয়মে যাযা করা দরকার তা করা হবে। 2709ZG_MAL_ELEPHANT_ATTK_R
0
comment0
Report
AMAshok Manna
Sept 27, 2025 09:07:05
Kolkata, West Bengal:দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পুলিশ জেলা রয়েছে। আর এই পুলিশ জেলার মধ্যে ২১০০ পুজো রেজিস্টার ও আন রেজিস্টার মিলিয়ে আরো বেশি হবে। এমনটাই বক্তব্য জেলা পুলিশ সুপার বিশপ সরকারের। ৪০ জন গেজেটেড পুলিশ আধিকারিক একজন ডি এস পি ও একজন এসপি রাঙ্কে আধিকারিক তারা ডায়মন্ড জেলা পুলিশের মধ্যে পুজোর জন্য নিয়োগ পেয়েছেন। এছাড়াও রয়েছে ১২০০ সিভিক ভলেন্টিয়ার ও এসটা আরও ভলেন্টিয়ার নিয়োগ করেছে পুজোর জন্য, প্রতিটি থানায় অন্তর্গত যেমন পুলিশ পেট্রোলিং চালায় ঠিক তেমনি চালাবে এছাড়াও প্রত্যেক পুজো মণ্ডপে সিসিটিভি রাখতে হবে পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে একটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে যে কার্ডে বাচ্চাদের নিয়ে মণ্ডপে প্রবেশের মুখে সেখানে সেই শিশুটির বাবা-মার ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু তথ্য তাতে উল্লেখ থাকবে এবং সেই কার্ড টির শিশুর গলায় ঝুলিয়ে দেওয়া। দুটি কুইক রেসপন্স টিম থাকবে একটি থাকবে মহেশতলা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের দিকে অন্যটি থাকবে ডায়মন্ড জেলা পুলিশ সুপারের অফিসের দিকে। ডায়মন্ড জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেল্প লাইন নম্বর চালু করেছে যে নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এবং কল করা যাবে এবং পুলিশ কুইক রেসপন্স দেবে। সেই নম্বরটি হল ৬২৮৯ ২৪ ৭৫ ৩৩
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 27, 2025 09:01:29
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 27, 2025 07:16:00
Dihierench, West Bengal:গতকাল তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার ব্লক কমিটি এবং শহর কমিটির নাম ঘোষণা হওয়ার পর আজ সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন পাঁশকুড়া সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রীর সুমনা মহাপাত্র।তিনি বলেন। লোকসভা ভোটে আমার নিজের ওয়ার্ডে আমি দলকে লিড দিতে পারিনি। তাই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলাম। গতকাল নতুন কমিটি গঠন হয়েছে আমি ধন্যবাদ জানাবো আমার পদত্যাগ স্বীকৃতি দেওয়ার জন্য। নতুন কমিটি নতুন সভাপতি শুভেচ্ছা রইল। তবে শুভেন্দু বাবুকে এবং বিরোধীদের গালাগালি দিতে পারি না, বাজে কথা বলতে পারি না বলে অনেকের রাগ। দুর্নীতি নিয়ে অভিষেক ব্যানার্জি অফিসে জানিয়েছি দল কেউ জানিয়েছে তবে কোন কাজ হয়নি। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল তিনি তার ছেলের নাম জড়িয়ে দেওয়া তৃণমূলে একাংশ কে দায়ী করছেন। তিনি প্রশ্ন তুলেন এতদিন জানা সত্ত্বেও রোগী কল্যাণ সমিতি কি করছিল। কেন ২০১৬ থেকে জহির আব্বাস কুকিতি জানার পরে রোগী কল্যাণ সমিতি কোন পদক্ষেপ করেন। এমনই প্রশ্ন তোলেন পাঁশকুড়ার সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক সৌম্যের মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। বাইট সুমনা মহাপাত্র।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 27, 2025 06:18:14
Baruipur, West Bengal:অল্পের জন্য নিছক খুনের হাত থেকে রক্ষা পেলেন ভাঙ্গড়ের প্রাক্তন বিধায়ক তথা ভাঙ্গড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। আরাবুল কে 'খুন' করতে শাপুর্জি মার্কেটে কালো স্কোরপিও চেপে দুষ্কৃতী দের ধাওয়া। ঘটনায় রিতিমত আতঙ্কিত আরাবুল পুত্র হাকিমুল ইসলাম টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে আরাবুল ইসলামের দাবি, তাকে খুন করতে বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে আসা হয়েছে। তারা এলাকায় ঘোরাঘুরি করছে। ওরা যে কোনো সময় আমার মেরে দিতে পারে।আমার কোন নিরাপত্তা নেই। ২০০৬ সাল থেকে আমার সিকিউরিটি ছিল কিন্তু বর্তমানে নেই। বেশ কয়েক মাস আগেই ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। সেই খুনের রেশ কাটতে না কাটতেই আবারও ভাঙড়ের তৃণমূল নেতা কে খুনের চক্রান্ত এবং অল্পের জন্য খুনের হাত থেকে রক্ষা পেলেন ভাঙড়ের একদা তাজা নেতা আরাবুল ইসলাম বলে অভিযোগ । প্রতিদিনের ন‍্যায় শাপুর্জি NKDA মার্কেটে দলীয় সহকর্মীদের সঙ্গে চা খেতে গিয়েছিলেন আরাবুল ইসলাম। আর সেখানে ঘটে বিপত্তি বলে অভিযোগ । তিনি চা খেয়ে গাড়ি তে উঠে ২ মিনিট বেরিয়ে আসতেই একটি কালো স্কোরপিও চেপে কয়েকজন দুস্কৃতী এসে আরাবুলের এক সহকর্মী কে গালিগালাজ করে জিঞ্জাসা করেন আরাবুল কই? তাকে পেলে এখানেই মেরে দিতাম। এই খবর পেয়ে তড়িঘড়ি আরাবুল ইসলাম গাজীপুরে নিজের বাড়িতে ফিরে আসেন। আরাবুল পুত্র হাকিমুল ইসলাম নিউটাউনের টেকনোসিটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, আরাবুল ইসলামের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ এই প্রথম নয়। এর আগে আরাবুল এর উপরে একাধিক হামলা হয়েছে। তার গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। তিনি নিরাপত্তা তথা সিকিউরিটি গার্ড চেয়ে একাধিকবার দরবার করছেন। এদিন আরাবুল বিস্ফোরক দাবি করে জানান, তাকে খুন করতে পরিকল্পনা করা হয়েছে। বাইরে থেকে ক্রিমিনাল দের নিয়ে আসা হয়েছে। সেই খবর পেয়ে আমি কয়েকদিন শাপুর্জি যায়নি। আজ শাপুর্জি তে স্পটে আমায় পেলে ওরা টুকরো টুকরো করে দিত। উপর ওয়ালার কিপায় ২ মিনিটের জন্য আমার জীবনটা আজ বেঁচে গিয়েছে। কারা আরাবুলের উপরে আক্রমণ এর পরিকল্পনা করছে তার তদন্ত শুরু করেছে নিউ টাউন টেকনোসিটি থানার পুলিশ। 270925ZG-BAR-BHANGOR-ARABUL-R বাইট:- ১) আরাবুল ইসলাম (ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক তথা ভাঙ্গড় দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বহিষ্কৃত তৃণমূল নেতা)
0
comment0
Report
ABArup Basak
Sept 27, 2025 05:33:52
Mal Bazar, West Bengal:*দক্ষিণ ধুপজোড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ — মেটেলিতে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত...* মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপজোড়া অঞ্চলের মনসর পাড়ায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ৫টি পরিবারের মোট ২৫ জন ভোটার। পঞ্চায়েত স্তরে এই দলবদল রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। শুক্রবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এরা বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান প্রতীকী নয়, বরং মানুষের আস্থার পরিবর্তনের স্পষ্ট প্রমাণ। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতা ও পঞ্চায়েত সদস্য মজনু হক। তিনি বলেন তৃণমূল সরকারের দুর্নীতি, স্বজনপোষণ এবং মানুষের প্রতি উদাসীনতার কারণে আজ মানুষ বিকল্প খুঁজছে। বিজেপির নীতিতে আস্থা রেখেই এই পরিবারগুলো আমাদের দলে যোগ দিয়েছেন। আসন্ন বিধানসভা ভোটে এই জনভিত্তি আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।” বিজেপিতে যোগদানকারি রবি ভুজেল ওরফে ছামু, প্রদীপ রায়, মোহাম্মদ বাবলু, দীপক ভুজেল এবং হরিপদ রায় এঁরা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ বলে স্থানীয় মহলে পরিচিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির মহাবুল আলম, কিনন রায়, রুমাল রায়, হামিদুল ইসলাম, দিজেন রায়, বিপুল রায়, তাব্বু আলম, মোহাম্মদ মাইক ইসলাম, জোগবন্ধু রায়, বিনু রায় কাইত, গৌতম রায় প্রমুখ। বাইট ১) বিজেপি জেলা নেতা ও পঞ্চায়েত সদস্য মজনু হক। ২) যোগদানকারি প্রদীপ রায়। ৩) রবি ভুজেল, যোগদানকারী। 1709ZG_MAL_BJP_JOIN_R3
0
comment0
Report
ABArup Basak
Sept 27, 2025 05:02:51
Mal Bazar, West Bengal:*উৎসবের মুখে বোনাস না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন চা শ্রমিকরা, তালা পড়ল সুবর্ণপুর বাগানের গেটে...* দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গোটা রাজ্য যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখন ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের সুবর্ণপুর চা বাগানে উৎসবের আনন্দে ভাটা। বোনাস না মেলায় ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। রাজ্য নির্ধারিত ২০ শতাংশ বোনাসের দাবিতে গত চারদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। শ্রমিকদের দাবি, পুজোর আগে সরকার নির্ধারিত ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। কিন্তু বাগান কর্তৃপক্ষ মাত্র ১৩.৭৫ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা ঘোষণা করায় পরিস্থিতি জটিল আকার নেয়। বাগান গেটে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ শ্রমিকরা। আইএনটিটিইউসি-র ইউনিট কমিটির নেতৃত্বে মিছিল, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সুবর্ণপুর। শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর তাঁরা বাগানের কাজ করে আসছেন, অথচ উৎসবের মুখে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শ্রমিকদের দাবি, "আমরা পরিশ্রম করে বাগান চালাই, অথচ পুজোর সময় আমাদের পরিবারে হাসি ফোটে না। ২০ শতাংশ বোনাস না পেলে আন্দোলন আরও তীব্র হবে। বাইট ১) চাবাগানের শ্রমিক ২) চাবাগানের শ্রমিক। 2709ZG_MAL_BONUS_PROBLEM_R
1
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top