Back
सुबह तृणमूल में दाखिला, शाम BJP के झंडे पर वापसी
MDMritunjay Das
Sept 11, 2025 05:46:46
Bankura, West Bengal
সকালে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমুলে যোগ দিয়ে রাতেই আবার নিজের ঘরে ফিরে বিজেপির ঝান্ডা ধরল বিজেপি সদস্য। দিনভর চলল যোগদানের নাটক। তর্জা শাসকবিরোধীর।
সকালে তৃণমূল কার্য্যালয়ে তৃণমূলে যোগ দিয়ে ফের রাতেই আবার বিজেপির কার্য্যালয়ে বিজেপির ঝান্ডা ধরে নিজের ঘরে ফিরল বিজেপির সদস্য। দিনভর যোগদানের নাটক চলল তৃণমূল ও বিজেপি শিবিরে। বাঁকুড়ার ওন্দার বিজেপির পঞ্চায়েত সদস্য নিয়ে চলল দিনভর টানাটানির খেলা। এই খেলাকে ঘিরে চলল শাসক বিরোধী রাজনৈতিক তর্জা।।।।।।
2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক। কখনও বিজেপি ছেড়ে তৃণমূলে, আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের মেলা শুরু হয়ে গেছে। কদিন আগেই বিজেপির পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগদানে হারানো সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রামপঞ্চায়েত নিজেদের হাতে রাখল তৃণমূল। এবার ওন্দা ব্লকের চিঙ্গানী অঞ্চল ছিল তৃণমূলের৷ বিজেপির দখলে থাকা এই পঞ্চায়েত এখন নিজেদের ঝুলিতে রাখতে মরিয়া তৃণমূল। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে ওন্দা ব্লকের চিঙ্গানী অঞ্চলে ১৩ টি আসনের মধ্যে ৭ টি আসন পেয়ে সং্খ্যাগরিষ্ঠ হয়ে বিজেপি বোর্ড গঠন করে ওই অঞ্চলে। হারানো বোর্ড ফিরে পেতে মরিয়া হয়ে উঠে তৃণমূল শিবির। শুরু হয়ে যায় যোগদানের হিড়িক। তৃণমূলের দখল ছিল ৪ আসন। ভোটের পরেই সিপিএম থেকে এক সদস্য যোগ দেওয়াতে তৃণমূলের ঝুলিতে হয় ৫ আসন। আই এস এফ এর হাতে ১ আর বিজেপির হাতে ৭ আসন। চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ম্যাজিক ফিগারের জন্য প্রয়োজন ছিল দুই আসনের। বুধবার দুপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে তৃণমূল জেলা সভাপতির হাত ধরে চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের ২৬০A কামারকাঁটা বুথের বিজেপি সদস্য তারাপদ পাল। ২৬০B কামারকাঁটা বুথের গনেশ মল্ল এই দুই বিজেপির নির্বাচিত সদস্য তৃণমূলের ঝাণ্ডা ধরে তৃণমূলে যোগদান করে। এই যোগদানে আসন সং্খ্যার নিরিখে চিঙ্গানী গ্রাম পঞ্চায়েত নিজেদের দখল ফিরে পেল তৃণমূল। কিন্তু ফের রাতেই খেলা ঘুরে গেল। দুপুরে তৃণমূলে যোগ দিয়ে ফের রাতেই আবার বিজেপির ঝান্ডা ধরে বিজেপির ঘরে ফিরে এলো ২৬০ বি কামারকাটা বুথের বিজেপি সদস্য গনেশ মল্ল। ওন্দা রামসাগর বিজেপি কার্য্যালয়ে বিজেপি ঝান্ডা ধরে আবার তিনি বিজেপিতে ফিরে এলেন। এইভাবেই দিনভর যোগদানের নাটকবাজি চলল ওন্দায়। বিজেপিতে যোগ দিয়েই বিজেপি পঞ্চায়েত সদস্য গনেশ মল্লের দাবি, বিজেপিতেই ছিলাম বিজেপিতেই থাকব। তৃণমূল ভুল বুঝিয়ে টাকা ও চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়েছিল। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি কল্যান চ্যাটার্জীর দাবি, তৃণমূলের তো এটায় কালচার চাকরি দেবো টাকা দেবো এইসব টোপ দিয়ে নিয়ে যাচ্ছে। এতে কাজ কিছু হবে না ২০২৬ এ সব বিজেপির থাকবে বলেই চ্যালেঞ্জ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া মিলেনি।
বাইট গনেশ মল্ল ( বিজেপি পঞ্চায়েত সদস্য)
বাইট কল্যান চ্যাটার্জী ( বিজেপি যুব মোর্চা সভাপতি)
8
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMAshok Manna
FollowSept 11, 2025 10:02:01Kolkata, West Bengal:
দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা ২২ নম্বর ওয়ার্ডে জাল খুরা অঃ প্রাথমিক বিদ্যালয় হালদার পাড়া দুয়ারে সরকার এসেছিলেন কাউন্সিলর ।কাউন্সিলর কে দেখেই এলাকাবাসীরা বিক্ষোভ শুরু করে একে একে বিভিন্ন অভিযোগ নিয়ে তার কাছে চলে আসে পরবর্তী সময় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ শুরু হয় তাদের । গ্রামবাসী দাবি দীর্ঘ পাঁচ বছর যাবত জলের সমস্যায় রাস্তাঘাটে অবস্থা আশঙ্কাজন। অবস্থা কারণবশত কাউন্সিলের কাছে বারবার আবেদন করেও কোন ধর্ম মেলেনি । যার ফলে কাউন্সিলর ককে আজ জাল খুরা প্রাথমিক বিদ্যালয় লাকা উন্নয়ন মিটিংয়ে উপস্থিত দেখতে পেয়ে ২২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় পরবর্তী সময় কাউন্সিলরের সঙ্গে গ্রামবাসীদের বিবাদে জড়িয়ে পড়ে এবং সেই বিবাদের ফলে অশান্তির পরিবেশ তৈরি হয়। পরবর্তী সময়ে মহেশতলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে কাউন্সিলরকে উদ্ধার করে নিয়ে চলে যায়। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে কাউন্সিলর কাছে রাস্তাঘাট পানীয় জলে সমস্যার কথা জানানো হয় কিন্তু তিনি কোন রুপ কর্ণপাত করেননি যার ফলে আজ কাউন্সিলর কে পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা তার থেকে পাঁচ দিন কোন বৃষ্টি নেই অধিকাংশ জায়গায় গরমের রাস্তাঘাট শুকনো হয়ে গেছে। অথচ মহেশতলার বেশ কিছু ওয়ার্ডে এখনো জলমগ্ন হয়ে পড়ে আছে। এমনটাই দাবি করছেন এলাকাবাসীরা
0
Report
PDPradyut Das
FollowSept 11, 2025 10:01:50Jalpaiguri, West Bengal:
2C
1109ZG_JAL_MP_R
R & R1 বলে ২ সি তে।
বিশ্বকর্মা পুজোতে ছুটি ঘোষণার পাশাপাশি উন্নয়নের আশ্বাস মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ সংসার জয়ন্ত কুমার রায়।
নেপালের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংসদ। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকার তৎপর। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে জলপাইগুড়িতে সাংসদ জয়ন্ত কুমার রায়।
পরিযায়ী শ্রমিকদের সম্মান জানানোর জন্য এবার বিশ্বকর্মা পূজায় ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। জলপাইগুড়ি এবিপিসি ময়দানে গতকাল মঙ্গলবার সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন।
এর পরেই আজ বুধবার এই ঘোষণায় জোর জল্পনা রাজনৈতিক মহলে।
এতদিন কেন ছুটি ঘোষণা করেনি। ভোটের মুখে কেন, বক্তব্যকে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়।
মুখ্যমন্ত্রী গতকাল জলপাইগুড়ি তে এসে অনেক আশ্বাস দিয়েছেন সেগুলো আশ্বাসই থাকবে। কোন কাজের উদ্বোধন হবে কিনা সন্দেহ। জলপাইগুড়ি লোকসভা সাংসদ জয়ন্ত কুমার রায়।
রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
Report
NHNantu Hazra
FollowSept 11, 2025 10:01:37Salt Lake City, Utah:
Chandrima Bhattacharya was declared a Hidco chairperson. Today, Chandrima Bhattacharya assumed the responsibility of HIDCO chairman at the Newtown Hidco building. And he did a meeting with all the authorities.
চন্দ্রিমা ভট্টাচার্যকে হিডকো চেয়ারপারসন ঘোষণা করা হয়। আজ চন্দ্রিমা ভট্টাচার্য নিউটাউন হিডকো ভবনে হিডকো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিলেন। এবং সমস্ত আধিকারিকদের সাথে একটি মিটিং ও করলেন তিনি।
চন্দ্রিমা ভট্টাচাৰ্য জানান......
এই দায়িত্ব আবার নতুন করে দিয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।হিডকো যে বোর্ড আছে তার চেয়ারপারসন হিসাবে। আমি আগেও বলেছি আবার বলব, আমাকে যে দায়িত্ব মাননীয়া মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাকে উপযুক্ত মনে করে সেই দায়িত্ব অবশ্যই আমি মন প্রাণ দিয়ে পালন করার চেষ্টা করব। আমি আজ বৈঠক করেছি অফিসার দের সঙ্গে। হিডকোর এক্তিয়ারের মধ্যে কি কি আছে কি কি করছি আমরা তার একটা পিকচার আমরা দেখলাম।আমি যেটুকু দেখলাম হিডকর পরিসর অনেক বেশি বৃদ্ধি হয়েছে। আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী আরও কি ভেবেছেন আরো কি করতে হবে সেগুলোর একটা রোড ম্যাপ এগুলো আলোচনা করছিলাম ধীরে ধীরে এগুলোকে আরো ভালোভাবে করার চেষ্টা করব।
দুর্গায়নের জন্য 12.6 একর জায়গা নির্ধারিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুরোপুরি নজরদারি করেছেন। তিনি যা পরিকল্পনা করেন টা বাস্তবে রূপ দেন। যেমন জগন্নাথ ধাম। হিডকোর ভূমিকা আছে।
পলিটিকাল বাইট.......
আজ থেকে বিজেপির নরেন্দ্রকাপ শুরু, রাজ্য় সরকারের উদ্য়োগে জেলা জুড়ে শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ ফুটবল টুর্নামেন্ট, একই দিনে কেন এই ধরনের অনুষ্ঠানের সূচনা।
শমীক ভট্টাচার্য-
তৃণমূল বিবেকানন্দ কাপ, রবীন্দ্রনাথ কাপ, নিবেদিতা কাপ শুরু করুক কিন্তু কোন মনীষীদের যেমন ছবি না পোড়ায় সেদিকে নজর রাখুক।
0
Report
ANArnabangshu Neogi
FollowSept 11, 2025 10:01:16Kolkata, West Bengal:
* পরপর দুদিন ভার্চুয়াল হাজিরা দিলেন রাজ্যের মুখ্যসচিব। আবার ১৭ তারিখ ভার্চুয়াল হাজিরা।
* কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্য সচিবকে।
* অর্থ বরাদ্দ না হওয়ায় আটকে হাইকোর্ট সহ নিম্ন আদালতের একধিক কাজ।
* কবে অর্থ বরাদ্দ হবে? কতদিনে কাজ শুরু হবে, সেই বিষয়ে জানাতে হবে মুক্যসচিবকে।
* সিসিটিভি বসানো এবং ফুটেজ সংরক্ষণ নিয়ে একটা কাজ 2024 থেকে আটকে। আর কত দিন সময় লাগবে? - বিচারপতি
* আপনি কবে শেষ প্রধান বিচারপতি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছেন? - মুখ্যসচিব কে প্রশ্ন বিচারপতি
* এই কাজ গুলি করার ক্ষেত্রে ১ বছর কেটে যাচ্ছে। বিচার বিভাগের যে সব কাজ বাকি সেটা কেন আটকে সেটা কালকের মধ্যে বলতে হবে। - বিচারপতি
* *নিম্ন আদালতের দিকে দেখুন, সেখানে প্রশাসনের কাজ কি ভাবে হচ্ছে!* - মুখ্যসচিব উদ্দেশ্যে বিচারপতি
* জুডিসিয়াল বিভাগের জন্যে কিছু টাকা আজ দেওয়া হয়েছে। ধাপে ধাপে টাকা নেওয়া হচ্ছে - মুখ্যসচিব
* *55টি কাজ বাকি হাইকোর্টের। সেটা গত বছর ডিসেম্বর থেকে কাজ বাকি। এখানে তো কোনও আইনজীবী অসুস্থ হতে পারেন না। আরেকটা মেডিক্যাল ইউনিট করার কথা বলা হয়েছিল। সেটাও হচ্ছে না* - কোর্ট
* *অর্থ সমস্যা নয়। কমিউনিকেশন করে সাত দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাচ্ছি কতদিন সব কাজ সম্পন্ন হবে* - মুখ্যসচিব।
0
Report
ALArup Laha
FollowSept 11, 2025 10:01:07Belna, West Bengal:
শক্তিগড়ে থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি, একরাতে ১৩ দোকান ফাঁকা।পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। বুধবার গভীর রাতে শক্তিগড় রেলস্টেশন বাজার এলাকায় একসঙ্গে ১৩টি দোকানে চুরির ঘটনা ঘটতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। থানার একেবারে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় পুলিশি নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
চোরের দল একের পর এক মুদিখানা দোকান, গোডাউন, হোটেল ও চায়ের দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, এতদিন স্টেশন বাজার এলাকায় এই ধরনের চুরির নজির ছিল না। এবার একরাতে পরপর এতগুলো দোকানে চুরির ঘটনায় তারা আতঙ্কগ্রস্ত।
একটি আলু গোদির ম্যানেজার সজল সামন্ত বলেন, “রাতভর পুলিশ টহলদারি করে বলে শুনি। অথচ থানার সামনেই একরাশ চুরি—এটা বিশ্বাস করাও কঠিন। দোকানে এসে দেখি গেটের তালা ভাঙা, লোকার থেকে নগদ টাকা ও আলুর বন্ড উধাও।”
রেলের কন্ট্রাকটারের গোডাউনের কর্মী হাফিজুল মল্লিক জানান, “আমাদের এখান থেকে প্রায় ৭৫ হাজার টাকা নগদ এবং ৩ থেকে ৪ লক্ষ টাকার মালপত্র নিয়ে গেছে চোরেরা।”
খবর পেয়ে ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোট ১৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। একরাতে এত বড় চুরির ঘটনার পরই বাজারজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বাইট :
১) হাফিজুল মল্লিক(কর্মী, রেলের কন্ট্রাকটারের গোডাউন),
২) সজল সামন্ত(ম্যানেজার, আলুর গোদি)।
110925ZG_BWN_CHURI
ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
Report
PDPradyut Das
FollowSept 11, 2025 10:00:48Jalpaiguri, West Bengal:
2C
1109ZG_JAL_NARENDRA_CUP_R
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হল নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোট ৩৪টি দল। জলপাইগুড়ি শহর ও ডুয়ার্স এলাকায় যৌথভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলছে আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দান ও ধুপগুড়ি ঠাকুরপাঠ ক্লাব ও পাঠাগার ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ।
আয়োজকরা জানান, প্রতিদিন ৩টি করে ম্যাচে ৬টি দল মুখোমুখি হবে। প্রতিযোগিতাকে বর্ণাঢ্য রূপ দিতে সবরকম ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার দুপুরে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে টাউন ক্লাব ময়দানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় সহ বিশিষ্টজনেরা। ছিলেন জলপাইগুড়ির অসংখ্য ফুটবলপ্রেমী মানুষ। সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় বলেন, সারা দেশ জুড়ে ফুটবলের আবহ তৈরি করতেই এই প্রতিযোগিতার আয়োজন। শহর ও গ্রামে ছড়িয়ে থাকা প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের তুলে আনাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
রিপোর্ট:- প্রদ্যুৎ দাস
ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
Report
MCMoumita Chakraborty
FollowSept 11, 2025 09:33:370
Report
ASAyan Sharma
FollowSept 11, 2025 09:30:08Kolkata, West Bengal:
# ডাক্তার নন কিন্তু নামের আগে ফিজ়িয়োথেরাপিস্টরা ডাক্তার লিখছেন,এটা আইনত অপরাধ।ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে পাঠানো একটি চিঠিতে এমনটাই জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেস।
# নামের আগে ডাক্তার লেখার ফলে বিভ্রান্তি তৈরি হতে পারে।
#ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (IAPMR) এর পাঠক্রম এ বলা হয়েছিল তারা নামে আগে ডাক্তার লিখতে পারেন।
# ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেসের বক্তব্য ফিজ়িয়োথেরাপিস্টরা ডাক্তার বা মেডিক্যাল প্র্যাকটিশনারদের মতো একই রকমের ট্রেনিং পান না। তাই তাঁদের নামের আগে ডাক্তার লেখা যুক্তিযুক্ত নয়। চিঠিতে আরও বলা হয়েছে, ফিজ়িয়োথেরাপিস্টরা মেডিক্যাল প্র্যাকটিশনার নন। তাই ডাক্তারদের নির্দেশেই কেবল পরিষেবা দিতে পারবেন।
# ডাক্তারির ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করলে তা আইন বিরুদ্ধ। এমন প্রমাণ পেলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
0
Report
CDChampak Dutta
FollowSept 11, 2025 09:22:30Kaji Chak, West Bengal:
*পুজোর আগে ঘাটালে ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিন মহিলা, গ্রামে বসেছে মেডিকেল ক্যাম্প, ব্লিচিং ছড়িয়ে সচেতন করছে স্বাস্থ্য কর্মীরা।*
পুজোর আগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের গোপমহল গ্রামে ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গোপমহল এলাকার বাসিন্দা শিখা চক্রবর্তী ও সবিতা পট্টনায়ক, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে স্বর্ণলতা রানা, গোপমহল গ্রামে বসেছে মেডিকেল ক্যাম্প, চলছে রক্তের নমুনা সংগ্রহ, পাশাপাশি গ্রামের বিভিন্ন এলাকায় ব্লিচিং ছড়িয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। পুজোর উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু ঘাটালে।
ছবি বাইট 2c তে
SLUG- 1109ZG_WMID_DENGUE_R
বাইট-
১) সবিতা পট্টনায়েক, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
২) পূর্ণিমা ডাগুর, গ্রামবাসী।
৩) মিনতি পাইন, গ্রামবাসী।
৪) পঞ্চানন মন্ডল, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, ঘাটাল পঞ্চায়েত সমিতি।
2
Report
AGAyan Ghosal
FollowSept 11, 2025 09:22:18Kolkata, West Bengal:
MARS EXCLUSIVE
*সত্যিই কি মঙ্গলে প্রানের খোঁজ মিলেছে? নাসার সাম্প্রতিক গবেষণার খবর সামনে আসতেই শুরু হয়েছে হইচই।*
৪৬০ কোটি বছর আগে সৌর জগৎ তৈরি হয়। সূর্য ও তখন নাবালক। প্রোটো সোলার সিস্টেম তৈরি হয়। এরপর টানা ১০ কোটি বছর অপেক্ষার পর সৌর জগতের গঠন সম্পূর্ণ হয়। সূর্য তার পূর্ণাঙ্গ চেহারা পায়। পৃথিবী আর মঙ্গলের বয়স একই। এরা সমসাময়িক। প্রথিবীর ব্যাস ১২ হাজার ৮০০ কিলোমিটার। মঙ্গলের ব্যাস এর প্রায় অর্ধেক। মাত্র ৬৮০০ কিলোমিটার। মিল একটাই। দুই গ্রহের দিন মোটামুটি ২৪ ঘণ্টার। পৃথিবীতে একদিনের পরিমান ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। মঙ্গল ২৪ ঘণ্টা ৩৭ মিনিট ২২ সেকেন্ড। মঙ্গলের সাইজ ছোট বলে মঙ্গল সৃষ্টির পর অনেক তাড়াতাড়ি শীতল হয়ে গেছে। অন্যদিকে পৃথিবী এখনও ১০০ শতাংশ শীতল হতে পারেনি। এখনও শীতলীকরণ প্রক্রিয়া চলছে। তাই মঙ্গলে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েও বিনষ্ট হয়ে যায়। তাও ৩৮০ কোটি বছর আগে। প্রথিবীতে ডায়নামিক মোশনের কারণে এখনও প্রতি মুহূর্তে তৈরি হয়েই চলেছে। যেহেতু মঙ্গলে ম্যাগনেটিক ফিল্ড নেই তাই সূর্য থেকে সমস্ত এনার্জি পার্টিকেল মঙ্গলের বায়ুমণ্ডলে পৌঁছাতে পারেনা। ফলে মঙ্গলের বায়ুমণ্ডল অনেক হালকা। সেখানে কার্বন মনোক্সাইড থাকলেও অপেক্ষাকৃত ভারী অক্সিজেন নেই। সেই কারণে সায়ানো (নীলচে সবুজ) রঙের শ্যাওলা , যা পরবর্তী সময়ে পৃথিবীতে অক্সিজেন তৈরি করতে পেরেছে তা মঙ্গলে পারেনি।
*নাসা কি বলছে?*
নাসা আসলে জীবন্ত কিছু পায়নি। যেটা পেয়েছে সেটা হল সায়ানো ব্যাকটেরিয়া বা শ্যাওলার জীবাশ্ম জাতীয় কিছু। প্রাণ থাকলে তবেই এই ধরনের জীবাশ্ম বা ফসিল পাওয়া যায় বলে তারা মনে করছে। তবে এই মুহূর্তে সেখানে এই প্রানের কোনো অস্তিত্ব আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
*মহাকাশ বিজ্ঞানীরা কি বলছেন?*
বাস্তব হল ১০০ কোটি বছর ধরে এই জাতীয় শ্যাওলা পৃথিবীতে লাগাতার অক্সিজেন তৈরি করে চলেছে। মঙ্গলে পারেনি। তার কারণ মঙ্গলের সমস্ত সমুদ্রের জল প্রায় ৩৪০ কোটি বছর আগে বাষ্প হয়ে উড়ে বেরিয়ে গেছে। অনুকূল বায়ু মন্ডল না পাওয়ায় সেগুলি আর মঙ্গলের মাটিতে ফিরে আসেনি।
বাইট সন্দীপ চক্রবর্তী। মহাকাশ বিজ্ঞানী
ওয়াক থ্রু
2
Report
BCBasudeb Chatterjee
FollowSept 11, 2025 09:19:25Asansol, West Bengal:
রাস্তা সংস্কারের দাবিতে আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসে কংগ্রেসের বিক্ষোভ।এই বিক্ষোভের জেরে বোরো অফিসে ঢুকতেই পারলেন না 8 ও 9 নম্বরের দুই বোরো চেয়ারম্যান।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।বৃহস্পতিবার কুলটি বোরো অফিস ঢোকার মুল গেটের সামনে কংগ্রেস বিক্ষোভ দেখায়।কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস এর অভিযোগ দীর্ঘদিন ধরে কুলটি বোরো অফিস যাওয়ার অবস্থা বেহাল।তারই প্রতিবাদে এদিন এই বিক্ষোভ।তাদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে।এদিন বিক্ষোভ চলাকালীন কুলটি বোরো 8 নম্বর চেয়ারম্যান রবিলাল টুডু এবং 9 নম্বর বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি অফিসে ঢুকতে পারেননি।এমনকি বোরো চেয়ারম্যান চৈতন্য মাজির সঙ্গে কংগ্রেস নেতৃত্বের বচসাও হয়।খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।পরে পুলিশের হস্তক্ষেপে বোরো চেয়ারম্যানরা অফিসে ঢোকেন।।
1109ZG_ASN_CONG_AGITATION
BYTE SUKANTA DAS
CHAITANYA MAJI
1
Report
NRNarayan Roy
FollowSept 11, 2025 09:05:39Siliguri, West Bengal:
*তীর্থ ভ্রমণ শেষে উৎকণ্ঠা নিয়ে দেশে ফিরছেন নেপালের তীর্থযাত্রীরা*
চারধাম দর্শন সেরে আজ নিজের দেশে ফিরে যাচ্ছেন নেপালের তীর্থযাত্রীরা। ভারতে পা রাখার সময় যেভাবে স্বাভাবিক ছিল তাদের দেশ, তীর্থযাত্রার মাঝপথেই সেই নেপালের পরিস্থিতি আমূল বদলে যায়।
ভারতে অবস্থানকালে খবর পান—নেপালে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার ভেঙে পড়েছে, একাধিক নেতা–মন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। সরকারি দপ্তরে অগ্নিসংযোগ হয়েছে, পুলিশের অস্ত্র লুঠ হয়েছে বলে খবর। গ্রামের পরিস্থিতিও অশান্ত, ফলে আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়েছেন প্রত্যেক তীর্থযাত্রী।
তাদের কথায়—“আমাদের নেপাল যেন ২০ বছর পিছিয়ে গেলো।” যদিও এই সংকটকালে দেশের যুবসমাজকে এগিয়ে আসতে দেখে সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছেন।
পাশাপাশি কারো কারো মত, দেশের করাপশন গভর্মেন্ট চেঞ্জ হওয়ার দরকার ছিলো। আমরা চাইছিলাম এই সরকারের পরিবর্তন হোক।
BYTE VISUAL & WT SEND BY 2C
1109ZG_SILI_NEPAL_R2
0
Report
SRSanjoy Rajbanshi
FollowSept 11, 2025 09:05:26Kalna, West Bengal:
অবিশ্বাস্য ঘটনা। জীবিতকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ! চাঞ্চল্য কালনার পূর্বস্থলীতে।
পূর্বস্থলীর স্বরডাঙ্গা এলাকায় ঘটে গেল বিস্ময়কর এক ঘটনা। জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দা শ্রী খোকন দাস।
জানা গিয়েছে, খোকন দাসের ভোটার কার্ড নম্বর TFM2554046, পার্ট নং ২০০। গত ৩০ বছর ধরে তিনি ভোটার তালিকাভুক্ত এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরেই একই তালিকায় নাম রয়েছে। কিন্তু ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় দেখা যায়, তাঁকে মৃত দেখিয়ে ৬৪১ নম্বর স্লিপ থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
এদিন খোকনবাবু বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র জমা দেন। পাশাপাশি কালেখাতলা ১ পঞ্চায়েতে লিখিত অভিযোগও দায়ের করেন। আবেদনপত্রে তিনি বলেন,
“আমি নিয়মিত ভোট দিয়ে আসছি। হঠাৎ করে আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় আমি হতবাক।”
এ প্রসঙ্গে কালেখাতলা ১ পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দে জানান— “এ ধরনের সমস্যায় অন্য কেউ পড়েছেন কিনা খতিয়ে দেখা হবে। আমি খোকনবাবুকে নির্বাচন কমিশনে জানানোর পরামর্শ দিয়েছি। বিষয়টি চক্রান্তও হতে পারে।”
এদিকে স্থানীয় বিজেপি নেতা সমর দাস কড়া ভাষায় প্রশাসনকে আক্রমণ করে বলেন, “এভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নাম কেটে দেওয়া হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠুতা কোথায়! নির্বাচনী দফতরে শাসক দলের আশীর্বাদধন্য অপদার্থ সরকারি কর্মীরা আছেন। তারাই এই কান্ড ঘটাচ্ছে বলে মনে হয়। বিষয়টি আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানাবো।”
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন— “আজ যদি খোকন দাসকে মৃত দেখানো হয়, কাল আমাদের সঙ্গেও কি একই ঘটনা ঘটবে না?”
বাইট এক -খোকন দাস [ভোটার)
বাইট দুই - সমর দাস (বিজেপি নেতা)
বাইট তিন - পঙ্কজ দে (পঞ্চায়েত প্রধান)
ছবি 2C তে
11925-KLN-VOTER-R
0
Report
ABArup Basak
FollowSept 11, 2025 09:05:18Mal Bazar, West Bengal:
*বাসের ধাক্কায় বাইক আরোহী মা ও ছেলে আহত, চেল সেতুর ওপর দুর্ঘটনা...*
মাল ব্লকের ওদলাবাড়ি চেল সেতুর ওপর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মা ও ছেলে। বৃহস্পতিবার দুপুরে ক্ষুদিরাম পল্লির বাসিন্দা অবিনাশ রায় (২৭) ও তাঁর মা সন্ধ্যা রায় (৫২) বাইকে করে ওদলাবাড়ি বাজারের দিকে যাওয়ার সময়, মালবাজার দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাস তাঁদের বাইকে ধাক্কা মারে।
ধাক্কা খেয়ে মা-ছেলে দু'জনেই সেতুর ওপর রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই মালবাজার হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা রায়ের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় যুবক আশিক আলী বলেন, “সেতুর ওপর বাসটি বেপরোয়াভাবে বাইকে ধাক্কা মারে। এরপর আমরা বাসটিকে আটক করে পুলিশে খবর দিই।” অপর এক স্থানীয় বাসিন্দা বাবলু রায় অভিযোগ করেন, “বাস চালকের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এমন চালানো যায় না।”
মালবাজার থানার পুলিশ বাসটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
বাইট ১) স্থানিয় যুবক আশিক আলী।
২) বাবলু রায় ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা।
1109ZG_MAL_ACCIDENT_R
0
Report
PDPradyut Das
FollowSept 11, 2025 09:04:49Jalpaiguri, West Bengal:
2C
1109ZG_JAL_POSTAR_R1
R & R1 বলে বাইট, ভিসুয়াল ২সি তে
এবার গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকার হিসাব কোথায় গেল এই অভিযোগে পোস্টার ঘিড়ে চাঞ্চল্য ধুপগুড়িতে।
কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ১৫ এফসি ফান্ডের প্রায় ২৫ লক্ষ টাকা কোথায় গেলো, জবাব চাই। প্রধান সীমা রায় ও তপন সরকারকে হিসাব দিতে। অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে । প্রধান সীমা রায়কে গ্রেপ্তার করতে হবে পোস্টার ঘিরে চাঞ্চল্য
উত্তরবঙ্গে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় সাদা কাগজের উপরে লাল রঙের লেখা পোস্টারে ছেয়ে গেল গোটা গ্রাম পঞ্চায়েত সহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা লালস্কুল, জলঢাকা, চৌরঙ্গী এলাকায়। বুধবার সকাল হতেই নজরে আসে স্থানীয়দের, আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাগুরমারী দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। শাসক দলের প্রধান ও অঞ্চল সভাপতির নামে পোস্টার দেখেই পোস্টার ছিঁড়ে ফেলেন দলীয় কর্মীরা। আর এই ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুলেছে তৃণমূল। বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি পলাশ বসাক বলেন, কেন্দ্র সরকার টাকা পাঠায় সাধারণ মানুষের উন্নয়নের জন্য এইদিকে তৃণমূলের প্রধান ও নেতারা সেই টাকা আত্মসাৎ করছেন সে কারণেই এরকমই পোস্টারে ছেয়ে গেছে গোটা মাগুরমারি ২ জিপি। আমরা এর আগেও ধূপগুড়ির বিডিও ও জেলাশাসককে আমরা এই বিষয়ে অবগত করেছি। আমরা এর সঠিক তদন্ত চাই। এদিকে প্রধান সীমা রায় বলেন আমি ও আমার অঞ্চল সভাপতি যদি ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে তাহলে এত এত কাজ কি করে হলো, তিনি আরো বলেন এটা সম্পূর্ণ চক্রান্ত এর আগেও আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল। যদিও এই বিষয়ে অঞ্চল সভাপতি তপন সরকার কোন মন্তব্য করতে চাননি।
Byte: - সীমা রায় ( মাগুরমারি ২ জিপি প্রধান )
Byte- পলাশ বসাক ( বিজেপির মন্ডল সভাপতি )
Byte: - নুর আলম ( তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি )
Byte: - হাফিজুল ইসলাম ( স্থানীয় বাসিন্দা )
Byte:- দিলদার রহমান ( তৃণমূল নেতা )
রিপোর্ট :- প্রদ্যুত দাস
( ধুপগুড়ি, জলপাইগুড়ি )
0
Report