Back
विदेश से बुलावा आया, फिर भी अरामबाग की महिला ढाकियों ने नहीं गईं
DSDIBYENDU SARKAR
Sept 13, 2025 04:31:21
Arambag, West Bengal
আরামবাগঃ১৩ সেপ্টেম্বর
---------------------------------------------
আর কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা
শুরু।আর সেই উদ্দেশ্যে সাজো সাজো রব সর্বত্রেই। কোথাও কেনা কাটায় ব্যস্ত,কোথাও আবার মন্ডপ তৈরির কাজে ব্যস্ত, কোথাও আবার প্রতিমা শিল্পীরা ব্যস্ত প্রতিমা গড়তে।সকলেরই কাজের মধ্যেও একটা আনন্দের ছোঁয়া আছে।কিন্তু মনে আনন্দ নেই আরামবাগের মহিলা ঢাকিদের। কারণ ভিন রাজ্যে ডাক আসে তাদের।সেখানে বাজাতে গেলে আয়ও ভালাওই হয়।কিন্তু বাধ সেধেছে সেই বাঙালি বিদ্বেষ। ডাক এলেও তা বাধ্য হয়েই বাতিল করতে হচ্ছে।ভিন রাজ্য থেকে ডাক এসেছে।কিন্তু যেতে না পারায় তাদের মন খারাপ। তাই আপাতত আর ভিন রাজ্যে যাওয়া হচ্ছে না তাদের।কোথা থেকে তাদের ডাক আসে এবছরে? জানাগেছে,মহারাষ্ট্রের পুনা,নাগ পুর,উড়িষ্যা,ঝাড়খন্ড এমন কি উত্তর প্রদেশ থেকেও তাদের আমন্ত্রণ আসে। কিন্তু সেই ভয়ে তারা আতংকে আর যেতে রাজি হননি।তবে সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে যে কার্ড পেয়েছেন তারা সেই কার্ডে মহালয়ার দিন থেকে ১৪ দিন কাজ করবেন ঢাকের ওপরে।তাতেই তাদের যা আয় হবে তা দিয়েই চলে যাবে।তবে এছাড়া ব্যান্ডেল,চুঁচুড়া,উত্তরপাড়া,
কলকাতা সহ এই রাজ্যেই বিভিন্ন শহর তলিতে বাজাতে যান।
উল্লেখ্য যে আরামবাগ মহকুমায় এই মুহূর্তে মহিলা ঢাকিদের বেশ কয়েকটি দল আছে।সেই দল কে
নিয়ন্ত্রণ করেন তাদেরই প্রশিক্ষক দিলিপ দাস। তিনিই তাদের মাস্টার মশাই।এই দিলিপ বাবুর তত্ত্বাবধানে ও প্রশিক্ষনে আজ অনেক মহিলা, গৃহবধূ এই কাজে এসে,সম্মানের সাথে উপার্জন করছেন। সংসারের হাল ধরেছেন।নিজেদের খরচ,সংসার খরচ,ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ চালিয়ে নেন তারা।তাতে সংসারেও কিন্তু শান্তি বিরাজমান।সংসারের কর্তারাও খুশি। ঢাক বাজাতে যাওয়া,বিভিন্ন কাজে যুক্ত থাকাতে কোন আপত্তি করেন নি ঘরের কর্তারা।আর এদের উদ্ভুদ্ধ করেন এই মাস্টার মশাই দিলিপ দাস।তার বাড়ি আরামবাগের সালেপুরে।সেখান থেকে বিভিন্ন স্থানে গিয়ে তিনি এই সমস্ত মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন।আপাতত তার তৈরি বেশ কয়েকটি দল রয়েছে ছিড়িয়ে ছিটিয়ে।
নিউ কালীমাতা ঢাক পার্টি। আরামবাগের বলরামপুর এলাকায় এদের বসবাস।এই টিমে আছেন , সোনালী দাস, মানসী দাস, অনিমা দাস, সুষমা দাস, সুপর্না দাস, চন্দনা দাস, অর্চনা দাস।এরা সকলেই দুর্দান্ত ঢাক বাজান।সংসারে দু:খ কষ্ট লেগে থাকলেও এদের সেই হাসিমুখ ও অদম্য ইচ্ছা এদের সাফল্য এনে দিয়েছে। এদের মধ্যে সোনালি দাস মানসী দাস,অনিমা দাস, সুষমা দাস সুপর্না দাস চন্দনা দাস,অর্চনা দাসেরা কিন্তু নাগ পুর, কান পুর থেকে মহিলা ঢাকি হিসেবে বাজন দারের ডাক পান।আবার, আরামবাগের রামনগর এলাকার কালীমাতা ঢাক পার্টি।
লক্ষ্মীমণি মান্ডি, বুল্টি মান্ডি,
সুমি মান্ডি, শ্যামলী হাঁসদা,
দোলন মান্ডি, সুমিত্রা মুর্মু,
চম্পা মল্লিক, অপর্ণা মন্ডল, নমিতা দোলুই রাও চিন্তিত।। বাইরে ডাক এসেছিল। কিন্তু
তা বাতিল করতে হয়।তবে মাস্টার মশাইয়ের সুনামে এই সমস্ত মহিলারা সারা বছর ধরেই কিছুনা কিছু কাজ পেয়ে থাকেন।এর পাশাপাশি
২৪ পরগনায় চারটি,পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর এলাকায় একটি,বাঁকুড়ার ইন্দাসে একটি, আরামবাগে দুটি, চুঁচুড়ার দিকে একটি, মোট নটি মহিলা ঢাকপার্টি আছে বলেই জানান দিলিপ বাবু।তবে
এবারে বাইরে তারা যেতে নারাজ। উপায়ের প্রয়োজন নেই।কিন্তু মান সম্মান খোয়াতে পারবো না।ভিন রাজ্যে যে ভাবে বাঙালি দের ওপর অত্যাচার হচ্ছে তাতে করে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি।তার ওপর আমরা মহিলা।আমাদের ওপর অত্যাচার হলে কে রক্ষা করবে বলুন।আমরা টিভিতে দেখেছি,কাগজে পড়েছি,বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বাইরের রাজ্যে কি ভাবে বিনা দোষে বাঙালি দের ওপর অত্যাচার হচ্ছে। সেখানে আর যাই কি করে।কথা গুলো কিন্তু এক জনের নয়।সোনালি,মানসী,বুল্টি,অনিমা সুপর্নারা সকলেই গড় গড় করে বলছিলেন।ঢাকে কাঠিতে এরা অত্যন্ত নিপুণ।দক্ষ।বাঙালি বিদ্বেষ এর কারণে এরাও শিকার হয়ে বঞ্চিত হলেন উপার্জন ও আনন্দ থেকে।মাস্টার মশাই দিলিপ বাবু জানান,এদের ভিন রাজ্য থেকে ডাক এসেছিল।ভাবলাম নিয়ে যাবো।কিন্তু আতংক পিছু ছাড়ল না।আমি আশা, ভরসাও পেলাম না। থানার সাথে যোগাযোগ করেছি।ওনারা সেই ভাবে ভরসা দিতে পারেন নি।তাই আর সাহসে কুলালো না।যাওয়াই হল না ভিন রাজ্যে।এখানেই এরা বাজাবে।এতেই সন্তুষ্ট এই সমস্ত মহিলা ঢাকিরা। তবে মনের সেই সাধ কবে পূরণ হবে তা জানেন না এরা।
স্লাগ--- 1309ZG_ARM_LADY_DHAKI_R
ছবি,বাইট ও ওয়াক থ্রু আছে 2 C তে।
8
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SBSoumen Bhattachrya
FollowSept 13, 2025 08:16:110
Report
PDPradyut Das
FollowSept 13, 2025 08:00:560
Report
BSBarun Sengupta
FollowSept 13, 2025 08:00:460
Report
SCSaurav Chaudhuri
FollowSept 13, 2025 07:46:330
Report
AMAshok Manna
FollowSept 13, 2025 07:36:124
Report
MCMoumita Chakraborty
FollowSept 13, 2025 07:32:070
Report
PSPrasenjit Sardar
FollowSept 13, 2025 07:21:040
Report
CDChampak Dutta
FollowSept 13, 2025 07:19:211
Report
ABArup Basak
FollowSept 13, 2025 07:03:242
Report
SBSoumen Bhattachrya
FollowSept 13, 2025 07:03:121
Report
BMBiswajit Mitra
FollowSept 13, 2025 07:00:310
Report
BSBarun Sengupta
FollowSept 13, 2025 07:00:100
Report
PDPradyut Das
FollowSept 13, 2025 06:48:035
Report
SBSoumen Bhattachrya
FollowSept 13, 2025 06:33:140
Report
AGAyan Ghosal
FollowSept 13, 2025 06:16:284
Report