Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

रामकृष्ण सेतु टूटने से बस सेवाएं घाटे में

BSBidhan Sarkar
Sept 16, 2025 09:19:03
Chinsurah, West Bengal
সেতু ভাঙায় কাটা সার্ভিসে আর্থিক লোকসান, জোর করে পুজোর চাঁদা আদায় করলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি বাস মালিকদের। গত আগস্ট মাসের ১২ তারিখে আরামবাগের রামকৃষ্ণ সেতু ভাঙার কারণে তারকেশ্বর থেকে গোঘাট হয়ে যেসব বাস বিভিন্ন জেলায় পরিষেবা দেয় বর্তমানে তাদের কাটা সার্ভিস মাধ্যমে পরিষেবা দিতে হচ্ছে। এতে করে লোকসানের মুখে পড়েছেন বাস মালিকরা। তার উপর যদি দুর্গা পুজোর জন্য জোর পূর্বক বাস থেকে চাঁদা আদায় করা হয় তাহলে বাস পরিষেবা পুরোপুরি বন্ধ করা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের কর্মকর্তারা।২৮৬ টি পূজা কমিটির কাছে বিশেষ আবেদন জানিয়েছে বাস ওনার্স এসোসিয়েশন, তারা যেন জোর পূর্বক বাস থেকে চাঁদা আদায় না করেন।জোর পূর্বক চাঁদা আদায় করলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানান হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে। ইতি মধ্যেই এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে বলে জানান হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মুস্তাফা। মূলত তারকেশ্বর থেকে প্রায় সাড়ে তিনশোর উপর বাস চলাচল করে একাধিক জেলায়। যার মধ্যে তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে প্রায় দেড়শটি বাস বিভিন্ন জেলায় যাত্রী পরিষেবা দেয়।কিন্তু রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচল করতে না পারায় তাদের লোকসান হচ্ছে।বাস মালিকরা বিকল্প সেতুর দাবীও করেন।
4
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KBKamalakshya Bhattacharjee
Sept 16, 2025 12:00:11
Kolkata, West Bengal:বিজয়া দশমীর দিন শতবর্ষে পা দিতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস। যে বাংলা থেকেই সংঘের বীজ বপনের কাজ শুরু করেছিলেন হেগড়েওয়ার সেই বাংলায় শতবর্ষ উপলক্ষে মহালয়ার সকালে একশোটি পথ সঞ্চালন ও একত্রীকরণ সমাবেশ করবে সংঘ। শহর কলকাতাতেও প্রায় ৩৫টি পথসঞ্চালন বা মিছিল সংঘটিত হবে। গণবেশ ধারণ করে আরএসএসের পঞ্চবিন্দুর প্রচার চলবে গ্রাম থেকে নগরে। ভোটমুখী বাংলায় সক্রিয় ভাবে পথে নেমে সংঘের প্রচার চলবে গোটা পুজোর মরশুমে। স্বাধীনতা দিবসের ভাষনে আরএসএসের পরিচয় হিসেবে প্রধানমন্ত্রী তুলে ধরেছিলেন সেবা, সমর্পণ, সংগঠন, ও অনুশাসনের কথা। সংঘ প্রধান মোহন ভাগবত তুলে ধরেছেন স্বদেশী সমাজ ও আত্মশুদ্ধির বার্তা। এই আবহে পঞ্চবিন্দু অর্থাৎ স্ব-আধার, সামাজিক কাঠামো, কুটুম্ব প্রবোধন, পর্যাবরণ ও নাগরিক কর্তব্যের প্রচারে প্রাধান্য পাবে হিন্দুত্ব ও মাতৃভাষা। আরএসএসের হিন্দুত্ব, রাষ্ট্রবাদ ও ভাষা-সংস্কৃতি প্রচারে কতটা লাভবান হবে ভোট মুখী বিজেপি? বাইটঃ জিষ্ণু বসু, আরএসএস প্রচার প্রমুখ (পূর্ব ক্ষেত্র) রাহুল সিনহা, বিজেপির প্রাক্তন সভাপতি ডব্লুটি
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 16, 2025 11:55:36
Dinajpur, Rangpur Division:পুজোর আগেই বালুরঘাটের খাবারের দোকান গুলির পাশাপাশি মিষ্টির দোকানগুলিতে হানা দিল ফুড সেফটি দপ্তর। মঙ্গলবার বালুরঘাট শহরের একাধিক দোকান সহ মিষ্টি তৈরীর কারখানায় হানা দেওয়া হয়। বেশিরভাগ দোকানেই খাওয়ারের গুণগত মান মানা হচ্ছে না। এছাড়াও মিষ্টি তৈরীর সময় স্বাস্থ্যবিধি পর্যন্ত মনে হচ্ছে না। মিষ্টি তৈরি করে সারারাত খোলা অবস্থায় রাখা হচ্ছে। আবার ফ্রিজে এবং মিষ্টি তৈরীর কারখানায় পচা সামগ্রী রাখা হচ্ছে। এ সমস্ত বিষয়গুলি নিয়ে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছিল। এরপরেই এই দিন দুপুরে শহরের একাধিক জায়গায় অভিযান চালানো হয় দপ্তরের পক্ষ থেকে । অভিযান চলাকালীন নষ্ট হয়ে যাওয়া মিষ্টি সহ অন্যান্য সামগ্রী নষ্ট করলো ফুড সেফটি এবং ক্রেতা সুরক্ষা দপ্তর। এছাড়া দপ্তরের পক্ষ থেকে ওই দোকানগুলিকে সতর্ক করা হয়েছে। এ নিয়ে জরিমানাও করা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। বাইট :- মনোজিৎ রাহা,ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক বাইট :- দ্বীপ চৌধুরী,মিটারলজি ইন্সপেক্টর 1609ZG_SDIN_FOOD_SAFETY
4
comment0
Report
STSrikanta Thakur
Sept 16, 2025 11:55:22
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে তৈরি হওয়া মা দুর্গার পোশাক এর আগেই পাড়ি দিয়েছে ক্যালিফোর্নিয়া সহ অন্যান্য দেশে। এবার জেলার বিভিন্ন প্রতিমায় শোভা পাবে শিল্পী দেবজ্যোতি মহোরায়ের তৈরি করা পোশাক। পেশাগতভাবে এখন শিল্পী বলে পরিচিত হলেও সে এখনো ছাত্র। সংস্কৃত মাস্টার ডিগ্রি করছে সে এখন ফাইনাল সেমিস্টারে পড়ছে দেবজ্যোতি। এমনকি তার সঙ্গে যারা কাজ করছেন তাদের অধিকাংশই ছাত্র। কেউ বালুরঘাট কলেজে পড়েন কেউবা ইউনিভার্সিটি স্তরে পড়াশোনা করেন।এছাড়াও কিছু গৃহবধূ রয়েছেন যারা কাজের ফাঁকে এসে পোশাক তৈরিতে আত্মনিয়োগ করেন। পড়াশোনার ফাঁকে তার শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বালুরঘাটের দেবজ্যোতি মোহরায় গতবারের সর্বোচ্চ ৬ ফুটের তৈরির পর এবার গাছের পাতা, সুপারি পাতার ডাল, বিভিন্ন গাছের ছাল ও ফল দিয়ে বানানো হচ্ছে দুর্গা প্রতিমার সাজ। ২০১২ সালে যখন দেবজ্যোতি স্কুলে পড়াশোনা করে সেই সময় কাগজের বানানো দুর্গায় নিজেই পূজা করত এবং নিজেই দুর্গার প্রতিমা বানাতো। তারপর থেকে ধীরে ধীরে কাগজের দুর্গা থেকে মাটির দুর্গা বানিয়েছে সে নিজের হাতে। এমনকি সাজসজ্জা তৈরিতেও একশ শতাংশ কৃতিত্ব তার। এভাবেই হাতে খড়ি বাড়ির পূজার মাধ্যমে। ধীরে ধীরে বড় হয়েছে তার কাজ। বেড়েছে পরিকল্পনা এবং তার কাজ দেখে অনেক পুজো উদ্যোগতাই এগিয়ে এসেছেন তাদের প্রতিমাকে সাজানোর জন্য দেবজ্যোতি মোহরায় এর পোশাক নিয়ে যেতে। ২০১৮ সালে প্রথমবার দুটি কাজের বরাত পেয়েছিল দেবজ্যোতি। এরপর সব থেকে বড় কাজ পেয়েছিল 2022 সালে কলকাতায় গিয়েছিল দুটি সাজ। করোনা প্রভাব থাকলেও ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে এই দুটি কাজ সে পাঠিয়েছিল ভিন জেলাতে এবং তা সমাদৃত হয়েছিল। এরপর ২০২৩ সালে মোট ছয়টি প্রতিমা সাজানোর বরাতে পেয়েছিল দেবজ্যোতি মোহরায়। ২০২৫ শেষে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৮ টা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার তৈরি করা প্রতিমার সাজ পূজা উদ্যোক্তারা বরাত দিয়ে নিয়ে গেছেন। দক্ষিণ দিনাজপুরের অন্যতম নামকরা পূজা ত্রিধারা ক্লাবের দুর্গা প্রতিমার জন্য সমস্ত রকম ভেষজ উপাদানে মুকুট বানানোর কাজ চলছে দিনরাত এক করে। পড়াশোনার পাশাপাশি তার শিল্পীসত্তাকে কাজে লাগিয়ে সে যেমন তার একটা আলাদা পরিচয় তৈরি করতে পেরেছে। সে রকমই তাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেক ছাত্র-ছাত্রী ও তার বন্ধু-বান্ধব এগিয়ে এসেছে এই কাজে। তাদেরও উপার্জনের রাস্তাও হয়েছে একটা। এক একটা সাজ তৈরি করতে সময় লেগে যায় 10 থেকে 15 দিন। তাই বরাত অনুযায়ী এ বছর চৈত্র মাসের শুরু থেকেই কাজ শুরু করেছেন দেবজ্যোতি ও তার বন্ধুবান্ধবরা। ছয় মাস কাজ করছেন তারা। শুধু পূজা অনুষ্ঠানের কাজ নয় বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, বিভিন্ন কাজে এখন দেবজ্যোতি মোহরায় ও তার বন্ধুরা ডাক পাচ্ছে। তবে পুজোর আগে তাদের কর্মব্যস্ততা বেড়েছে বহুগুণ। মহালয়ার আগেই সমস্ত সাজ পাঠিয়ে দিতে হবে পূজা উদ্যোক্তাদের কাছে আর তাই এখন না খাওয়ার সময় নেই শিল্পীদের দিনরাত চলছে সজ্জা তৈরীর কাজ। বাইট ১/ লালমনি খোটিক ( শিল্পী) ২/ মলয় কুন্ডু ( শিল্পী) ৩/ দেবরাজ মোহরায় ( শিল্পী) 1609ZG_PA_SDIN_ORNAMENTS
1
comment0
Report
ALArup Laha
Sept 16, 2025 11:55:09
Belna, West Bengal:ভিন জেলা থেকে সামান্য লাভের আশায় প্রতিবছরই বিশ্বকর্মা পুজোর আগে বর্ধমান শহরে ভিড় জমান বহু প্লাস্টিকের মালা বিক্রেতা। এবছরও তার অন্যথা হয়নি। বিশ্বকর্মা পুজোর আগেরদিন এবছরও বর্ধমান শহরে দেখা মেলে সেই ভিন জেলা থেকে মালা বিক্রেতাদের। এবছর বর্ধমান শহরে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকে প্রায় ২০-২৫ জন এসেছেন। তারা কেউ শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে, কেউবা শহরের গলিপথে ঘুরে ঘুরে বিক্রি করছেন এই রঙিন মালা। কিন্তু, এবছর আবহাওয়ার খামখেয়ালীপনায় তাঁদের ব্যবসায় ভাটা পড়েছে। সমীর সরদার, গোবিন্দ মণ্ডল, রামকৃষ্ণ ঘোষ-রা জানালেন, “কলকাতার বড়বাজার থেকে কাঁচামাল কিনে নিয়ে গিয়ে বেশ কয়েকজন কর্মী নিয়ে এই বিভিন্ন রকমের মালা তৈরি করে। এরপর সেই মালা নিয়ে তাঁরা বেরিয়ে পড়ে বিক্রি করতে। সেই বিক্রির টাকাতেই চলে পরিবারের দুর্গাপুজোর খরচ, এমনকি সারা বছরের হাতখরচও।” তাঁদের এবার আক্ষেপ, “বৃষ্টির জন্য একদমই বিক্রি হয়নি। যদি এই মালা বিক্রি না হয়, রঙ নষ্ট হয়ে যাবে। পরে আর বেচা সম্ভব নয়।” ফলে এখন ভরসা শেষ মুহূর্তের বাজারের উপর। মঙ্গলবার রাত পর্যন্ত কতটা বিক্রি হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন মালা বিক্রেতারা। বাইট : ১। সমীর সরদার (মালা বিক্রেতা), ২। গোবিন্দ মণ্ডল (মালা বিক্রেতা), ৩। রামকৃষ্ণ ঘোষ (মালা বিক্রেতা)। 160925ZG_BWN_MALA
2
comment0
Report
BSBarun Sengupta
Sept 16, 2025 11:54:25
Barrackpur Cantonment, West Bengal:*বরানগর মল্লিক কলোনী এলাকায় ভাড়া বাড়িতে বিছানার সরঞ্জামের গোডাউনে বিধ্বংসী আগুন,এলাকায় উত্তেজনা,ঘটনাস্থলে দমকল ও বরানগর থানার পুলিশ* বরানগর মল্লিক কলোনী এলাকায় একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।।বাড়ির ঘর ভাড়া নিয়ে সেখানে কিছু ব্যক্তি অবৈধভাবে বিছানা তৈরি করার ফোম ও তুলো মজুত করে রাখে।।হঠাৎই সেই ঘরের মধ্যে আগুন লেগে যায়।।আগুনের ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।।অবৈধভাবে মজুত করে রাখার ঘটনায় কর্মচারীদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ।।এলাকার রাস্তা অত্যন্ত ছোট হওয়ায় দমকলকে ঢুকতে অনেক সমস্যার মুখে পড়তে হয়।খবর পেয়ে ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ ও কাউন্সিলার আসে।।বরানগর পৌরসভা ও কাউন্সিলরকে না জানিয়ে এই বাড়িতে ঘর ভাড়া নিয়ে অবৈধভাবে বিছানা তৈরীর সরঞ্জাম মজুত করা হয়েছিল বলে অভিযোগ।।তিনজন কর্মচারীকে আটক করেছে বরানগর থানার পুলিশ 160925_BKP_FIRE 2C TE
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 16, 2025 11:54:02
Dihierench, West Bengal:*হাসপাতালে যথেষ্ট প্রভাব ছিল অভিযুক্তর,স্বীকার করে নিলেন সুপার,ফেসিলিটি ম্যানেজারের সাথে হাসপাতালেই ফেঁদে বসেছিলেন একাধিক ব্যবসা,এক কথায় অলিখিত সুপার ছিলেন অভিযুক্ত স্পষ্ট সুপারের বক্তব্যে* সুপারের অপসারণ চেয়ে সুপারের রুম এ বিক্ষোভ দেখালেন হাসপাতালের কর্মীরা,তাদের দাবি অভিযুক্ত জাহির আব্বাসের জন্য নির্দিষ্ট একটি রুম বরাদ্দ থাকত হাসপাতালে, হাসপাতালে সুপার সবই জানতেন। তবুও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সুপারের অপসারণ চেয়ে সুপারের রুম ঘেরাও করেন তারা।হাসপাতালের কর্মীদের আরো দাবি অভিযুক্ত জাহির সুপারের গাড়ির তেল ও নাকি ভরে দিতেন।তবে সুপার কৌশিক ঢাল অবশ্য স্বীকার করেছেন হাসপাতালে যথেষ্ট প্রভাব ছিল অভিযুক্তের,ঘটনার দায় ও নিয়েছেন সুপার,সুপার আরো বলেন হাসপাতালের সব কর্মী তথা ডাক্তারদের নিরাপত্তার ভার ছিল অভিযুক্তের হাতে, রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করেছে সেই জন্যে তারা আতঙ্কিত,পুলিসকে জানিয়েছেন বাড়তি প্রহরার জন্যে।তবে অভিযুক্তের প্রভাব ছিল স্বীকার করার পাশাপাশি আরো জানা যাচ্ছে এই হাসপাতালে একাধিক ব্যবসার সাথে যুক্ত ছিলেন জাহির আব্বাস।8 টি মাতৃজান (এম্বুলেন্স),সুপারের গাড়ি সবই তার ব্যবসা ছিল।তার ওপর ছিল হাসপাতালের ১৩৩ জন স্টাফের নিরাপত্তা,এক কথায় সুপার পদেই ছিলেন ছড়ি ঘোড়াতেন জাহির দাবি বিজেপির। বাইট সুজিত রায়। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের জেলা সভাপতি। বাইট সিন্টু সেনাপতি বিজেপি নেতা। বাইট তন্ময় দাস বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি। বাইট কৌশিক ঢাল। সুপার। বাইট বিক্ষোভকারী হাসপাতাল কর্মী।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 16, 2025 11:53:45
Asansol, West Bengal:*“১০০ দিনের কাজ বন্ধ, গরিব মানুষ ঘর পাচ্ছেন না”— অভিযোগ মীনাক্ষী মুখোপাধ্যায়ের* আসানসোল : সারা ভারত কৃষকসভা সালানপুর ব্লক কমিটির উদ্যোগে আজ সালানপুর বিডিও দপ্তরের সামনে অনুষ্ঠিত হলো গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। ১৩ দফা দাবিকে সামনে রেখে কৃষকসভার পক্ষ থেকে বিডিওর হাতে স্মারকলিপি প্রদান করা হয়। প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করা ও বকেয়া মজুরি প্রদান, চৌরঙ্গী মোড় থেকে আপার কেশিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ভগ্নদশাগ্রস্ত রাস্তা সহ গ্রামীণ এলাকার সমস্ত রাস্তা সংস্কার, দরিদ্র মানুষের জন্য আবাস যোজনার ঘর বরাদ্দ এবং কৃষি দপ্তরের সরকারি সাহায্য যেন প্রকৃত কৃষকদেরই দেওয়া হয়। বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি সরব হয়ে বলেন, “সরকার পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। ১০০ দিনের কাজ মানুষ পাচ্ছেন না, গরিবরা আবাস যোজনার ঘর পাচ্ছেন না, গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। এই অবহেলা ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।” অন্যদিকে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস দাবি করেন, কৃষকসভার উত্থাপিত অনেক দাবির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি জানান, “রাস্তা মেরামতির কাজ চলছে। ১০০ দিনের কাজ নিয়ে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পেনশন ও সরকারি প্রকল্পের দাবিগুলিও প্রকল্পের আওতায় আনা হয়েছে।” এদিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক কৃষকসভা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বিক্ষোভ ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।। 1609ZG_ASN_MINAKHI_CPIM BYTE MINAKHI MUKHERJEE
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 16, 2025 11:53:13
Howrah, West Bengal:একটা সময় হাওড়া শিল্পাঞ্চলকে বলা হতো শেফিল্ড অফ ইস্ট। বিশ্বকর্মা পুজোয় কারখানাগুলিতে আনন্দ আর হই হুল্লোড়ে মেতে উঠতেন শ্রমিকরা।দূর্গা পুজোর বোনাস হয়ে যেতো এই সময়।বিশ্বকর্মা পুজোর পাশাপাশি সারাদিন চলত খাওয়া দাওয়া এবং নাচ গান হুল্লোড়।কিন্তু সেদিন আর নেই। হাওড়া তার শিল্পের গরিমা অনেক আগেই হারিয়েছে।তাই সেভাবে জাকজমক করে আর হয়না শিল্পের দেবতার আরাধনা। হাওড়ায় ছিলো বহু বড় কলকারখানা।ইন্ডিয়া মেশিনারি,বার্ন স্ট্যান্ডার্ড, গেস্টকিন, রেমিংটন,ইন্ডো জাপান,নিস্কর মতো বড় কারখানা।এগুলো কেন্দ্র করে গড়ে উঠেছিল ইছাপুর ও বেলিলিয়াস রোড শিল্পাঞ্চল।অসংখ্য ছোট ও মাঝারি কারখানা।বড় কারখানা গুলো বন্ধ হয়ে যাওয়ায় হাওড়ার শিল্পাঞ্চলে প্রভাব পড়েছে।কাজের অর্ডার না থাকায় ধুঁকছে সেগুলো।বিশ্বকর্মা পুজোর সময় তাই মুখে হাসি নেই মালিক ও শ্রমিকদের।মালিকরা জানিয়েছেন তাদের কাছে অর্ডার না থাকায় কারখানাগুলিতে নাভিশ্বাস উঠেছে। ছোট কারখানা গুলি সাধারণত বড় কারখানা গুলি থেকে অর্ডার পেত। বড় কারখানা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে বড় কারখানা তৈরি না হওয়ায় তাদের সমস্যা বেড়েছে।তাই অনেকে ছোট প্রতিমা ও ঘট পুজো করছেন।হাওড়ার শিল্পের এই অবস্থা নিয়ে শাসক বিরোধী উভয় পক্ষ একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছে।রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন তারা শিল্পের অগ্রগতির জন্য কাজ করছেন।তবে বাম আমলে কারখানা বন্ধ হতে শুরু করে ইউনিয়নের জন্য।বর্তমানে কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করেন তিনি।জেলা সিপিআইএম সম্পাদক দিলীপ ঘোষ বলেন রাজ্য ও কেন্দ্র দায়ী এই অবস্থার জন্য।ক্ষমতায় এলে তারা শিল্পের নিয়ে উন্নতি করবেন।ফিরিয়ে আনবেন হাওড়ার শিল্পের সুদিন।আগামী বিধানসভা নির্বাচনে হাওড়ার শিল্প তাই অন্যতম প্রধান ইস্যু হবে।আর এসবকিছুর মধ্যে এখনো আশায় বুক বাঁধেন এখানকার শ্রমিকরা। বিশ্বকর্মা পুজোয় শ্রমিক এবং মালিকদের একটাই প্রার্থনা শিল্পে ফিরে আসুক পুরনো সুদিন। তাহলেই তাদের মুখে ফুটবে হাসি। বাইট..১.. ২..দীপক দাস ৩..অনুজ রায় ৪..চন্ডী কর্মকার (শ্রমিক) ৫..অরূপ রায়(মন্ত্রী) ৬..অজয় মান্না(বিজেপি সহ সভাপতি) ৭..দিলীপ ঘোষ(সম্পাদক,সিপিআইএম) ৮..ওয়াকথ্রু 1609zg_hwh_industry_r
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 16, 2025 11:52:58
Chinsurah, West Bengal:বড় বড় গর্ত তাতে জল ভরে খানাখন্দ যেন ঝুঁকির পথ হয়ে রয়েছে নবগ্রামের রাস্তা,পুজোর আগে বেহাল রাস্তার কি হবে? নাগারে বৃষ্টি বাধা দাবী পঞ্চায়েতের। কোন্নগরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় পুজোর আগে রাস্তা ও নিকাশি ব্যবস্থা নিয়ে ব্যাপক ক্ষোভ এলাকার মানুষের। পুজোর আগে রাস্তার কাজ সম্পূর্ণ হওয়া সম্ভব নয় বলে জানালেন প্রধান।প্রধান সম্পূর্ণ ব্যর্থ কটাক্ষ বিরোধীদের। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।পুজোর কয়েকটা দিন সব দুঃখ ভুলে মানুষ মেতে ওঠে আনন্দে।কিন্তু নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের কাছে এবার দুর্গা পুজো যেন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। এলাকার সমস্ত রাস্তা বেহাল। অল্প বৃষ্টিতেই জল জমে।পুজোয় কিভাবে প্রতিমা দর্শন হবে সেটা ভাবার আগে সকলকে ভাবতে হচ্ছে এত জল আর এমন বেহাল রাস্তা দিয়ে পুজোর সময় যাতায়াত করবেন কিভাবে। এলাকায় রয়েছে বেশ কয়েকটি বড় স্কুল।সেখানে প্রত্যেকদিন বিভিন্ন এলাকা থেকে ছাত্র ছাত্রীরা আসে পড়াশোনা করতে।কিন্তু এখন অভিভাবকদের ভাবাচ্ছে এলাকার রাস্তার যা হাল তাতে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা।ছেলে মেয়েদের স্কুলে পাঠালেও আতঙ্ক কাটছেনা। দীর্ঘ আড়াই বছর হয়ে গেছে নতুন বোর্ড হয়েছে কিন্তু সব কিছু হলেও মানুষের পরিষেবা নিয়ে হয়নি কিছুই আর তাতেই ক্ষোভ বেড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।এর আগে তৃণমূলের যারা পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে ছিলেন সেই পঞ্চায়েত প্রধানরাও ক্ষোভ প্রকাশ করেছে এলাকার রাস্তা ও নিকাশি সমস্যা নিয়ে। আগে কখনও নবগ্রাম এলাকার এমন বেহাল অবস্থা হয়নি বলেই জানিয়েছেন এলাকার প্রবীণ নাগরিকরা। নবগ্রাম এলাকার বেহাল অবস্থা নিয়ে পঞ্চায়েত প্রধান সোমা দাস বলেন,হ্যাঁ এই কথাটা সত্যি যে এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে।এই এলাকায় বেশ কয়েকটা স্কুল রয়েছে যেকোনো সময় হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যেটা খুবই আতঙ্কের।তাই স্কুলের বাচ্চারা এখন একটু যদি অন্য কোনো রাস্তা দিয়ে ঘুরে স্কুলে যায় সেটাই ভালো।আর তবে অনেক রাস্তা রিপেয়ার করা হয়েছে।কিন্তু এবছর বৃষ্টি খুবই বেশি তাই ঠিক ভাবে কাজ করা যাচ্ছেনা।তবে চেষ্টা করলেও পুজোর আগে রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়তো সম্ভব হবে না।চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি কাজ করা সম্ভব হয়। পঞ্চায়েত প্রধান এর এমন বক্তব্যের পরেই কটাক্ষ করেন বিরোধীরা। এই বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি রাজেশ রজক বলেন,নবগ্রাম পঞ্চায়েত তোলাবাজি আর মানুষের থেকে ট্যাক্স কালেকশনে ফাস্ট আর মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়ে লাস্ট।এলাকায় দেখা যাচ্ছে যে এখন যিনি প্রধান রয়েছেন তিনি সিপিএম আর প্রোমোটারদের নিয়ে পঞ্চায়েত চালাচ্ছেন।আগে কখনও নবগ্রাম এলাকার এত খারাপ অবস্থা হয়নি। নবগ্রামের এই বেহাল অবস্থা নিয়ে সিপিএম দলের পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জী বলেন,এই পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ।তারা পঞ্চায়েতের বোর্ড মিটিং থেকে এলাকায় মিছিল সহ বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়েছেন।এলাকার রাস্তা ঘাট আর নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে।আর প্রধান তো ব্যর্থই।কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও এর দায় নিতে হবে।পঞ্চায়েত সমিতি,জেলা পরিষদ,বিধায়ক, সাংসদ সব তৃণমূলের তাহলে দায় সম্পূর্ণ তৃণমূলকে নিতে হবে। নবগ্রাম এলাকার এই বেহাল অবস্থা নিয়ে স্থানীয় স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার বলেন,এটা সত্যি কথা আগে কখনও নবগ্রাম এলাকার রাস্তা ঘাট এত বেহাল অবস্থায় থাকেনি।তবে কেন্দ্রের কিছু টাকা আটকে আছে। বুঝতে পারছি না যে সব পঞ্চায়েত এলাকায় অনলাইনে ট্যাক্স নেওয়া শুরু হয়ে গেলেও নবগ্রাম পঞ্চায়েতের কিসের সমস্যা হচ্ছে। নবগ্রাম এলাকার সব রাস্তার অবস্থাই খারাপ। স্থানীয় বাসিন্দা গনেশ সাহা বলেন,এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তা ঘাটের অবস্থা খুবই খারাপ।রাস্তায় যাতায়াত করা যায়না।আগে কখনও এমন অবস্থা দেখা যায়নি।সামনেই পুজো কিভাবে যে এই রাস্তায় মানুষ চলবে সেটাই বোঝা যাচ্ছেনা।।।
0
comment0
Report
BBBimal Basu
Sept 16, 2025 09:32:16
Basirhat, West Bengal:নিল জামা গেঞ্জি পরা যুবকটি বাংলাদেশী উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ থেকে এক বাংলাদেশী ও টাকার বিনিময়ে এদেশে ঢুকতে সাহায্য করায় এক ভারতী দালালকে গ্রেফতার করল পুলিস আজ বেলা দশটা নাগাদ হিঙ্গলগঞ্জ থানার পুলিসের কাছে খবর আসে হিঙ্গলগঞ্জের চার নম্বর সাণ্ডেল বিল এলাকায় ইমতিয়াজ গাজি বলে এক ব্যাক্তির বাড়িতে এক বাংলাদেশী আশ্রয় নিয়ে আছে। পুলিস ঐ ব্যাক্তির বাড়িতে হানা দিয়ে ইমতিয়াজ গাজি বাড়ির রান্নঘরে লুকিয়ে থাকা মনিরুল ইসলাম নামে বাংলাদেশীকে গ্রেফতার করে। টাকার বিনিময়ে বেআইনি ভাবে বাড়িতে ঐ বাংলাদেশীকে এদেশে ঢুকতে ও বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে ইমতিয়াজ গাজীকে ও গ্রেফতার করে পুলিস আজ দুজন কে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিমল বসু বসিরহাট
2
comment0
Report
ABArup Basak
Sept 16, 2025 09:21:12
Mal Bazar, West Bengal:তিন দিন ধরে টানা আন্দলোনের পরও নিস্ফলা রইলো মালবাজার মহকুমার নাগরাকাটার গ্রাসমোড় চা শ্রমিকদের সাথে মালিক পক্ষের বৈঠক। এদনের বৈঠকে চাবাগান কতৃপক্ষ ৯% বোনাস দেওয়ার কথা বললে, শ্রমিকেরা তা মানতে চায়নি। শ্রমিকদের দাবি ২০% কম বোনাস গ্রহন করবেন না তারা। এরফলে এদিনের বৈঠকে মিললো না কোন সমাধান সুত্র। ফের ১৮ই সেপ্টেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে চাবাগান সুত্রে জানা গেছে। গতবছর এই বাগানে ১৫% বোনাস দিয়েছিলো চাবাগান কতৃপক্ষ। এবছর তার থেকে কম বোনাস দেওয়ার সিদ্ধান্তে ক্ষুদ্ধ চা শ্রমিকেরা। তাই এবার ধর্মঘটে যাবার সিদ্ধান্ত নিতে চলেছে শ্রমিকেরা। এই চাবাগানের স্টাফ কৃষ্ণ দাস বলেন, আমরা ঠিকঠাক মাইনা পাইনা। বাড়িতে ঠিকঠাক খাবার নেই। দোকানে পাকি পরেছে। তারপর বোনাসের ঝামেলা। কিভাবে চলবে আমাদের। তৃনমুল চাবাগান শ্রমিক ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজু ডালি বলেন, গত বছর শ্রমিকেরা ১৫% বোনাস পেয়েছে। এবার বাগান কতৃপক্ষ বলছে ৯% দেবে। শ্রমিকেরা তাদের ন্যায্য বোনাস চাইছে। এব্যাপারে আগামী ১৮ই সেপ্টেম্বর মালবাজারের এ এল সি অফিসে ২০% বোনাসের দাবিতে আমরা ডেপুটেশন দিবো। শ্রমিকদের ২০% বোনাসই দিতে হবে। বাইট ১) চাবাগানের স্টাফ কৃষ্ণ দাস। ২) তৃনমুল চাবাগান শ্রমিক ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজু ডালি। 1609ZG_MAL_BONUS_PROBLEM_R
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 16, 2025 09:21:01
Chinsurah, West Bengal:বিশ্বকর্মা পুজোর জন্য চলছিল ঝাড়পোঁছ,শ্রীরামপুরে সুতো কলে আগুন। আগুনে পরে ছাই সব কিছু। শ্রীরামপুর ভাট্টাচার্য গার্ডেন এলাকায় সর্দার পাড়ায় বহু পুরোনো সুতো তৈরি কারখানায় বারোটা নাগাদ আগুন লাগে। স্থানীয় সুত্রে খবর বিশ্বকর্মা পুজোর জন্য কারখায় পরিস্কারের কাজ চলছিল। সেই সময়ই ইলেকট্রিকে শর্ট শার্কিট হয়ে আগুন লেগে যায়। প্রথমে ওই কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ নেয়। গোটা কারখান আগুন ছড়িয়ে পরে।খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।চলে আসেন স্থানীয় রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জন প্রতিনিধি। পুজোর আগে কারখানার সবকিছু পুড়ে যাওয়ার ব্যাপক ক্ষতি হয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top