Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

100 दिनों से काम रुका: गरीबों को मकान नहीं, मिनाक्षी ने हमला किया

BCBasudeb Chatterjee
Sept 16, 2025 11:53:45
Asansol, West Bengal
*“১০০ দিনের কাজ বন্ধ, গরিব মানুষ ঘর পাচ্ছেন না”— অভিযোগ মীনাক্ষী মুখোপাধ্যায়ের* আসানসোল : সারা ভারত কৃষকসভা সালানপুর ব্লক কমিটির উদ্যোগে আজ সালানপুর বিডিও দপ্তরের সামনে অনুষ্ঠিত হলো গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। ১৩ দফা দাবিকে সামনে রেখে কৃষকসভার পক্ষ থেকে বিডিওর হাতে স্মারকলিপি প্রদান করা হয়। প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করা ও বকেয়া মজুরি প্রদান, চৌরঙ্গী মোড় থেকে আপার কেশিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ভগ্নদশাগ্রস্ত রাস্তা সহ গ্রামীণ এলাকার সমস্ত রাস্তা সংস্কার, দরিদ্র মানুষের জন্য আবাস যোজনার ঘর বরাদ্দ এবং কৃষি দপ্তরের সরকারি সাহায্য যেন প্রকৃত কৃষকদেরই দেওয়া হয়। বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি সরব হয়ে বলেন, “সরকার পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। ১০০ দিনের কাজ মানুষ পাচ্ছেন না, গরিবরা আবাস যোজনার ঘর পাচ্ছেন না, গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। এই অবহেলা ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।” অন্যদিকে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস দাবি করেন, কৃষকসভার উত্থাপিত অনেক দাবির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি জানান, “রাস্তা মেরামতির কাজ চলছে। ১০০ দিনের কাজ নিয়ে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পেনশন ও সরকারি প্রকল্পের দাবিগুলিও প্রকল্পের আওতায় আনা হয়েছে।” এদিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক কৃষকসভা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বিক্ষোভ ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।। 1609ZG_ASN_MINAKHI_CPIM BYTE MINAKHI MUKHERJEE
3
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Sept 16, 2025 14:18:06
Kolkata, West Bengal:# ২য় উডবার্ন ওয়ার্ড পেলো এস এস কে এম হাসপাতাল।নবান্নের সাথে মিলিয়ে যার নাম রাখা হয়েছে,অনন্য। বেসরকারী হাসপাতাল কে টেক্কা দিতে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা।১৩১ টি কেবিন থাকছে অনন্য কে।১৬২ কোটি টাকা ব্যয়ে আজ এসএসকে এমে ১৮ টি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও ১০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মূখ্যমন্ত্রী। # Udburn নিউ বিল্ডিং হচ্ছে প্রাইভেট হাসপাতাল টেক্কা দিতে পারে এই ভবন। রেট চার্ট ..... থাকছে লাক্সারি বেড,ভাড়া - 2000 টাকা # যেখানে প্রাইভেট হাসপাতালে আই সি সি ইউ তে অনেক বেশি ভাড়া। # সিঙ্গল কেবিন -৫০০০ টাকা # সিঙ্গল স্যুইট - ৮০০০ টাকা Hdu - 12 হাজার টাকা # Itu -১৫০০০ টাকা # মুখ্যমন্ত্রী জানান যা ভাড়া নেওয়া হচ্ছে এতে খরচ উঠবে না। ৬ মাস পর আমরা ফের রিভিউ করব। # আজ এস কে এম ১৮ টি গুরুত্বপুর্ন প্রকল্প ১৬২ কোটি ব্যয়ে তৈরি হয়েছে যার উদ্বোধন হল।এছাড়াও ১০০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস কি কি থাকছে অনন্যতে ...... ১. 131 টি কেবিন udburn ২ তে ২.৫০ বেড ক্রিটিক্যাল কেয়ার ব্লক ৩.অত্যাধিক প্রযুক্তির রোবটিক সিস্টেম, জটিল অস্ত্রোপচার এর জন্য ৪. Bone bank পূর্ব ভারতে প্রথমে।ধীরে ধীরে কিডনি এবং লিভার ব্যাংক হবে। এছাড়াও আমার অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল করছি,টাটা ক্যান্সার এর সাথে কো অর্ডিনেশনে।পিজি 5 থেকে ৬ হাসপাতাল নিয়ে পরিচালনা করে ব্রিকস নেটওয়ার্ক জায়গা পেল এস এস কে এম। যার জন্য ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে,এস এস কে এম কে ব্রিকস নেটওয়ার্ক নাম আসায় # মুখ্যমন্ত্রী জানান, প্রতিদিন ৭০০০ মানুষ পরিষেবা পাচ্ছে স্বাস্থ্য সাথী তে। # স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৭০ হাজার কোটি টাকা।আমরা স্বাস্থ্যে সেরা ,যে যাই বলুক না কেন। # এছাড়াও জন্ম সার্টিফিকেট নিয়ে বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী জানান, Sir করতে গেলে জন্ম সার্টিফিকেট দিতে বলছে,কোথায় পাবে সার্টিফিকেট।যারা কলকাতা থাকতো,তারা পেয়েছে জন্ম সার্টিফিকেট।যারা গ্রামে থাকতো তারা কিভাবে পাবে জন্ম সার্টিফিকেট।আগে তো কিছুই ছিলনা।এখন জন্ম সার্টিফিকেট পায় সবাই।
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 16, 2025 14:17:22
Dihierench, West Bengal:*বিজেপির শক্ত ঘাঁটিতে সমবায় নির্বাচনে তৃণমূলের জয়, আসন পাওয়ায় খুশি বিজেপি* মহিষাদল: এ যেন পদ্ম বনে ঘাসফুলের হানা। সমবায় নির্বাচনে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও সমবায়ের বোর্ড দখল করল তৃণমূল। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েতের চকগাজীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন হয়। যার মোট আসন সংখ্যা ছিল ৪৪টি। যার মধ্যে তৃণমূল সমর্থীত প্রার্থীরা পায় ২৮ টি আসন, বিজেপি পায় ১৫ টি এবং সিপিএম ও কংগ্রেস জোট ১ টি। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সমবায়ের বোর্ড দখল করল তৃণমূল। লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। লোকসভা নির্বাচনে এলাকা থেকে বিজেপি ভালো ফল করেছিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবারের নির্বাচনে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাতেও জয়ী হলো তৃণমূল। এদিন সমবায়ের নির্বাচনকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা। রাজনৈতিক গন্ডগোল এড়াতে পুলিশি নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো। এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ১০৯০টি। যার মধ্যে ভোট পড়ে ৮৮৯ টি। ফল প্রকাশের পর তৃণমূল ও বিজেপির জয়ের উল্লাসে মেতে ওঠে। এই সমবায় আগে তৃণমূলের দখলে ছিলো। আবারও তাদের দখলে থাকলো। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সদস্য বিশ্বনাথ ব্যানার্জি জানান, " এই সমবায়ের একটিও আসনে আমাদের প্রার্থীরা ছিলোনা। প্রথমবার ১৫ টি আসনে জয়লাভ করেছে। এইবার খেলা হবে।" মহিষাদলের তৃণমূলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, " বিজেপি অভিযোগ করে থাকে তৃণমূল জোর করে সমবায়ে জয়লাভ করে।গণতান্ত্রিক ভাবে নির্বাচন হয়েছে বলেই ওরা আসন পেয়েছে। গ্রাম পঞ্চায়েত দখল নেওয়ার পর এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। যার ফল এই সমবায় নির্বাচনে আমাদের সমর্থীত প্রার্থীরা। বাইট বিশ্বনাথ ব্যানার্জি বিজেপি নেতা। বাইট তিলক চক্রবর্তী। বিধায়ক মহিষাদল। তৃণমূল।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 16, 2025 14:17:10
Jhargram, West Bengal:পাথরকাটির জয়চণ্ডী মন্দিরে নিত্য পুজোর মধ্যে জাঁকজমক দুর্গোৎসব। ঝাড়গ্রাম: দুর্গা পুজোর বাদ্যি বেজে গেছে। বনেদি বাড়ি, ক্লাব কিংবা বারোয়ারি পুজোর সাজসজ্জায় এখন উৎসবমুখর পুরো জেলা। তবে এই উৎসবের জৌলুস ছাড়িয়ে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের পাথরকাটি গ্রামের জয়চণ্ডী মন্দিরে পুজো চলছে নিয়ম-নিষ্ঠা সহকারে, বহু বছরের ঐতিহ্য ধরে। লোধা অধ্যুষিত এই গ্রামে বছরের প্রতিটি দিনই নিত্যপুজো হয়ে থাকে। এখানে কোনো ব্রাহ্মণ পুরোহিত নন; লোধা জনজাতির পুরুষরা নিজেরাই দেবীর পুজো করেন। অতীতে দুর্গাপুজোর সময় বাইরে থেকে পুরোহিত আনা হলেও, ফলমূল নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় লোধা পুরোহিতরা সেই প্রথা বন্ধ করেন। এরপর থেকেই দুর্গাপুজো সহ নিত্যপুজোর সমস্ত দায়িত্ব লোধা সম্প্রদায় নিজেই পালন করছেন। মন্দিরের ব্যবস্থাপনা থেকে শুরু করে পূজার সামগ্রী পর্যন্ত সবই তাঁদের উদ্যোগে সম্পন্ন হয়। মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনি। বহু বছর আগে রাম লোধা নামের এক গ্রামবাসী শিকার না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কয়েকদিনের অনাহারে থাকা তাঁর কাছে দেবী স্বপ্নাদেশ দেন – জংলী ধুনো, ফলমূল ও চিটাগুড়ের লাড্ডু নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন। সেই নির্দেশ মেনে পুজো শুরু করলে ধীরে ধীরে তাঁদের শিকার পাওয়া শুরু হয়। এরপর থেকেই জয়চণ্ডী দেবীর পুজো নিয়মিত হয়ে চলেছে। দুর্গাপুজোর সময় এখানে বড় মাপের মেলা বসে। ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। জাগ্রত এই মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, বরং স্থানীয় লোধা সমাজের ঐক্য, আত্মনির্ভরতা এবং ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। এই বছরও নিয়ম-নীতি মেনে পুজো শুরু হবে। গ্রামবাসীরা নিজেদের হাতে মন্দির পরিষ্কার, সাজসজ্জা ও পূজার আয়োজন করছেন। উৎসবের আনন্দে ভরে উঠেছে পাথরকাটি গ্রাম।
0
comment0
Report
PDPradyut Das
Sept 16, 2025 13:56:07
Jalpaiguri, West Bengal:2C 1609ZG_JAL_TOWER_R যুবকের কাণ্ডে জলপাইগুড়িতে হৈচৈ! স্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে টাওয়ারে উঠলেন স্বামী, চাঞ্চল্য জলপাইগুড়িতে। জানা যায় আজ দুপুর নাগাদ এক যুবক হটাৎই জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চলের খাগীরাপাড়ায় এক ইলেকট্রিক টাওয়ারে উঠে পড়ে এক বিবাহিত যুবক । তারপর পাড়ার মানুষজন নামানোর নানা ভাবে চেষ্টা করে ,কিন্তু তার তাকে কোনো ভাবেই নামাতে পারেনি । এভাবে কেটে যায় প্রায় ২ ঘণ্টারও বেশি, তারপর কোন উপায় না পেয়ে, তারা খবর দেয় কোতোয়ালি থানা পুলিশকে এবং দমকল বিভাগে। তড়িঘড়ি সেখানে দমকল পৌঁছায় , তারপর তার সঙ্গে কথা বলে তাকে সেখান থেকে পারেনি পারে দমকল বাহিনী । পরবর্তীতে যায় বউকে নিজের বাড়িতে ফেরার জন্য, তার এই পদক্ষেপ, তার দুই সন্তানও রয়েছে। ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। পড়ে দমকল বাহিনীর আধিকারিক জানান, তাকে তারা প্রথমে মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যাবে এবং পরবর্তী তারা সেখানে পুলিশের হাতে যুবককে তুলে দেন। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
1
comment0
Report
KMKIRAN MANNA
Sept 16, 2025 13:55:56
Dihierench, West Bengal:পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনায় সন্ধ্যায় এসইউসিআই-এর পক্ষ থেকে বিক্ষোভ। হাসপাতালের সামনে বিক্ষোভ। সংগঠনের পক্ষ থেকে আগামী ১৮ তারিখ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ১২ ঘণ্টার পাঁশকুড়া ব্লক বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে। অপরদিকে তমলুক মহকুমা আদালতে অভিযুক্তকে তোলা হলে আদালত আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক আব্জল আবরার জানিয়েছেন ইতিমধ্যে আসামিকে অ্যারেস্ট করে তদন্ত শুরু হয়ে গেছে। বাইট আবজল আবরার। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক। বাইট এসইউ সিআই নেতা।প্রণব মাইতি পূর্ব মেদিনীপুর উত্তর সংগঠনিক জেলা সম্পাদক।
1
comment0
Report
ALArup Laha
Sept 16, 2025 13:55:44
Belna, West Bengal:কালনা পরীক্ষা কেন্দ্রে নোয়া-পলা বিতর্কে পুলিশের হুঁশিয়ারী “বিভ্রান্তিকর প্রচারে আইনানুগ ব্যবস্থা” নেবার। পূর্ব বর্ধমানের কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষাকে ঘিরে নোয়া-পলা নিয়ে বিতর্কের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী। তিনি জানালেন, “গত ১৪ সেপ্টেম্বরের ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক প্রচার চলছে। ধর্মকে জড়িয়ে যারা উসকানিমূলক ও ভ্রান্ত তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ১৪ সেপ্টেম্বর পরীক্ষার দিনে দুই বিবাহিত মহিলা পরীক্ষার্থী নোয়া-পলা খুলতে অস্বীকার করলে উত্তেজনা তৈরি হয়। নোয়া খুলতে অস্বীকার করে এক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে সটান হাঁটা দেন। অপর পরীক্ষার্থী মনীষা সিকদার পরীক্ষাকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেন,’একমাস হল আমার বিয়ে হয়েছে। আমার হাতে নোয়া আছে। পরীক্ষা দেওয়ার সঙ্গে হাতের নোয়ার কি সম্পর্ক আছে ,যে নোয়া খুলে রেখে পরীক্ষা দিতে যেতে হবে ? আমি আমার হাত থেকে নোয়া খুলবো না,পরীক্ষাও দেব না। এই বলে তিনিও চলে যান। এই ঘটনাই সংবাদমাধ্যমে প্রকাশ পায়।এ সাংবাদিকরা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে জানতে চান, “পুলিশের কাছে কেন কেবলমাত্র একজন পরীক্ষার্থীর তথ্য রয়েছে। যদিও এই প্রসঙ্গে অর্কবাবু কোনো মন্তব্য করেননি।” তিনি যদিও জানান, “আমাদের খোঁজখবর অনুযায়ী রাজ্যের অন্যান্য পরীক্ষাকেন্দ্রের মতো কালনাতেও প্রবেশ পথে চেকিংয়ের দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। তাদের এক কর্মী ভুলবশত এক পরীক্ষার্থীকে নোয়া খোলার কথা বলেন, কারণ সেটি ধাতব ছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং তাঁদের হস্তক্ষেপে পরীক্ষার্থী নোয়া পড়েই পরীক্ষায় বসেন। এটি ছিল সম্পূর্ণভাবে একটি বিচ্ছিন্ন ভুল বোঝাবুঝি। সরকারের কাছে সকল ধর্মের প্রচলিত আচার-আচরণ সমান সম্মানের।” অতিরিক্ত পুলিশ সুপার আরও একবার স্পষ্ট করে দেন, ঘটনাটিকে কেন্দ্র করে কোনওভাবেই ধর্মীয় বিভাজন তৈরি করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় যাঁরা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ। বাইট। অর্ক ব্যানার্জী(অতিরিক্ত পুলিশ সুপার)। 160925ZG_BWN_ASP
2
comment0
Report
NHNantu Hazra
Sept 16, 2025 13:54:43
Salt Lake City, Utah:Emergency meeting of the fire department before Pujo.after meeting Fire Minister Sujit Bose press confarance. পুজোর আগে দমকল বিভাগের জরুরি বৈঠক। অধিকারিকদের নিয়ে বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বোস।মিটিং এর পর নিউটাউন ফায়ার স্টেশনে সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী সুজিত বোস। তিনি জানান..... রাজ্যে ১৬৬ টা এই মুহূর্তে ফায়ার স্টেশন রয়েছে। এছাড়াও অতিরিক্ত ১১ টি ফায়ার স্টেশন রয়েছে বিভিন্ন জায়গায় যেখানে ফায়ার স্টেশন করতে পারেনি সেখানে টেম্পোরারি আকারে রয়েছে। ২৬ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত পুজোর জন্য সারা রাজ্যে আরও ৯৭ টি টেম্পুরারি ফায়ার স্টেশন খুলতে চলেছি। এছাড়াও ২৫টা পূজা প্যান্ডেলে কলকাতা এবং কলকাতার আশেপাশে ফায়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কি অক্স করা হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি সহ ফায়ার ডিপার্টমেন্টের কাজ কর্মের চিত্র মানুষের সামনে তুলে ধরা হবে। নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আসতে চলেছে। আগামী দিনে আরও ২৫ টি ফায়ার স্টেশন হতে চলেছে। বাগুইআটি নারায়নপুর দমদম খরদা টাকি হাসনাবাদ রয়েছে এই সমস্ত জায়গায় তেমনি আবার অন্য ডিস্ট্রিকেও নবান্ন থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় ফায়ার স্টেশন হতে চলেছে। এই প্রচেষ্টা ফায়ার স্টেশন যেকোনো দিন শুরু হতে পারে। তারাপীঠ নলহাটি লাভপুর মুরারাই দীঘা মন্দারমনি এই সমস্ত জায়গাগুলোতে আগামী দিনে ফায়ার স্টেশন হবে। স্বাধীনতার পর তৃণমূল সরকার আসার আগে পর্যন্ত ১০৯ টি ফায়ার স্টেশন ছিল। বর্তমানে ১৬৬ টি পার স্টেশন হয়েছে। নতুন ফায়ার স্টেশনের জন্য ফায়ার অপারেটর এক হাজার লোকের সিদ্ধান্ত ক্যাবিনেটে হয়ে আছে কিন্তু আপনারা জানেন কোর্টের কিছু সমস্যা থাকার জন্য আইনগত কিছু ব্যবস্থার জন্য সেই লোকগুলোকে নিতে পারছি না। সে আইনে জট মিটে গেলে আরও ৩৭০  এর মত ড্রাইভার নিতে পারব। ১৯ তারিখ থেকে ফায়ার ডিপার্টমেন্ট বড় প্যান্ডেল গুলোর জন্য রাস্তায় নামবে , প্যান্ডেল গুলো ইন্সপেকশন হবে। আগামী দিনে প্রচুর অত্যাধুনিক যন্ত্রপাতি ফায়ার ডিপার্টমেন্টে আনতে চলেছি। আরো বেশি মোটরসাইকেল আসছে আসছে বড় গাড়ি এবং তার পাশাপাশি ফায়ার ড্রোন আসতে চলেছে। কলকাতার বুকে কালীঘাট ফায়ার স্টেশন রেডি হয়ে গেছে পুরনো ফায়ার স্টেশন কে সংস্কার করে রেডি করা হয়েছে। পুজোর আগেই কালিঘাট ফায়ার স্টেশন মুখ্যমন্ত্রী যেদিনকে সময় দেবেন সেদিনই তার উদ্বোধন হবে। টালিগঞ্জ ফায়ার স্টেশন আমরা ডিসেম্বরের মধ্যেইপাঁচটি পাম্পের ফায়ার স্টেশন এবছরের মধ্যেই খুলে যাচ্ছে। প্রশ্ন..... অনেক প্যান্ডেলে দাহ্য বস্তু  ইউজ করা হচ্ছে কলকাতা শহরে যার ফলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। পুলিশের সাথে আপনারা জয়েনলি ইন্সপেকশন করছেন সেখানে দাঁড়িয়ে পুজো কমিটি গুলোকে কি এই বিষয়ে অবগত করা হয়েছিল ? প্রশ্ন.... বড় বড় প্যান্ডেলগুলোতে এক্সিট পয়েন্ট মাল্টিপল থাকার কথা কিন্তু সেখানে একটা বা দুটো দেখা যাচ্ছে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 16, 2025 13:54:20
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম জেলার বিনপুর থেকে আমকলা মাত্র ১৫ কিলোমিটার এই রাস্তার সঙ্গে ঝাড়গ্রাম, বিনপুর বেলপাহাড়ির সঙ্গে লালগড়ের যোগাযোগের সবথেকে কম সময় লাগে। কিন্তু সেই বামফ্রন্ট আমল থেকে আজ অব্দি এই রাস্তার কোনো সংস্কার হয়নি নদীর পাড় বরাবর এই রাস্তার বেহাল দশা আজকের নয় গত ১৫ থেকে ২০ বছরের। সেই রাস্তার সারানোর দাবিতে আজকে অর্থাৎ মঙ্গলবার নাগরিক কমিটি ডেপুটেশন দেয় ঝাড়গ্রাম জেলাশাসক, জেলা সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকদের। এলাকাবাসীর একটাই দাবি প্রায় পঞ্চাশ গ্রাম এই রাস্তার উপর নির্ভরশীল এই রাস্তা ঠিকঠাক ভাবে নির্মাণ হলে এই গ্রামবাসীদের বিদ্যালয় যাওয়া থেকে অফিস আদালত এর সঙ্গে যোগাযোগ খুব সহজ হয় । কিন্তু এই পঞ্চাশটি গ্রামের কথা বামফ্রন্টের আমলে না তৃণমূল সরকারের আমলে কখনোই ভাবা হয়নি ভোট আসে ভোট যায় বামফ্রন্ট অথবা তৃণমূল কংগ্রেস কেউ ভাবেনি । এলাকা বাসীর কথা। সেই জন্য গ্রামবাসীরা নিজেরাই অরাজনৈতিক একটি সংগঠন তৈরি করে এই রাস্তা নিয়ে আন্দোলনে নামলেন। আগামী দিন আন্দোলন আরো তীব্র হবে।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 16, 2025 13:54:00
Kolkata, West Bengal:১৭ সেপ্টেম্বর দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকের জানা নেই কেন গুরুত্বপূর্ণ। আসলে দিনটি হল রোগী সুরক্ষা দিবস। আর এই দিনটিকেই স্মরণে রেখে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর কেষ্টপুরের গুডেস হাসপাতালের তরফে পালন করা হলো বিশ্ব রোগী সুরক্ষা দিবস। এদিন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে যাওয়া রোগী থেকে হাসপাতালে ভর্তি এমনকি যারা মা বাবা হতে চলেছে এর সাথেই পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে একটি প্রর্দশনী করা হয়। যেখানে কারো স্ট্রোক হলে বা কারো কার্ডিয়াক এরেস্ট হলে কি করনীয় সেগুলো তুলে ধরা হয়। শুধু তাই নয় কেউ দুর্ঘটনায় পড়লে কিভাবে তাকে হাসপাতালে নিয়ে আসা হবে বা কেউ আগুনে পুড়ে গেলে তাকে কিভাবে নিয়ে আসা হবে সেই সমস্ত বিষয় তুলে ধরা হয় উপস্থিত রোগীর পরিবার, পুলিশ কর্মীদের সামনে। পাশাপাশি সদ্যোজাত সন্তানরা এবং যারা মা বাবা হতে চলেছে তাদের সন্তানের প্রতি কি কি কেয়ার নেওয়া উচিত তাও বর্ণনা করা হয়।
0
comment0
Report
NHNantu Hazra
Sept 16, 2025 13:53:37
Salt Lake City, Utah:Tensions focused on breaking the BJP party office in the village of Rajarhat. Some BJP workers arrested. রাজারহাট কাদা গ্রামে বিজেপি পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। আটক কয়েকজন বিজেপি কর্মী।পুলিশ সূত্রে খবর হিডকোর জমিতে অস্থায়ী পার্টি অফিস করা হয়েছিল। রাজারহাট চাঁদপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কাদা গ্রামে একটি অস্থায়ী বিজেপি পার্টি অফিস ছিল। সেটা এসে ভেঙে দেয় রাজারহাট থানার পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। তাদেরকে আটক করে রাজারহাট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।অভিযোগ একই জায়গায় অবৈধভাবে তৃণমূলের দুটি পার্টি অফিস রয়েছে  সেটা ভাঙছে না পুলিশ অথচ বিজেপির অস্থায়ী পার্টি অফিস ভেঙে দেওয়া হলো পুলিশ এবং হিডকোর পক্ষ থেকে। তাই প্রতিবাদে নেমেছিলেন বিজেপি কর্মীরা।
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 16, 2025 13:04:17
Bhandar Puara, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়ায় বেঙ্গল এসটিএফের হানা । পুরুলিয়া শহরের দশেরবাঁধ এলাকায় একটি পুরোনো বন্দুক দোকানে অভিযান চালায় এসটিএফ । দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর ওই বন্দুক দোকান শীল করে দেওয়া হয় । ঘটনায় গ্রেফতার শেখ মনু নামে এক ব্যক্তি। ঘটনায় শোরগোল পড়েছে শহর পুরুলিয়ায়। সূত্রের খবর, দশেরবাঁধ এলাকায় একটি পুরোনো বন্দুক দোকান ছিল পুরুলিয়া শহরের বাসিন্দা সুশীলা অধিয়ার। তার সঙ্গে পরিচিত হন শেখ মনু নামে এক ব্যক্তির । সে পুরুলিয়া শহরের দুলমি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতো । নিয়মিত সুশীলা আধিয়ার বাড়িতে যাতায়াত ছিল শেখ মনুর। অবৈধ বন্দুক কেনাবেচার সূত্র ধরে এসটিএফ পুরুলিয়া শহরের ওই দোকানে হানা দেয় । বন্দুক দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে শেখ মনুর খোঁজ পায় এসটিএফ। তারপরই পুরুলিয়া শহরের দুলমি এলাকার ভাড়া বাড়ি থেকে শেখ মনুকে গ্রেফতার করে এসটিএফ । বাইট: ১) সুশীলা অধিয়া (বন্দুক ব্যবসায়ী)
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 16, 2025 13:04:02
Durgapur, West Bengal:*রূঢ় অঞ্চল এখন স্বপ্নের উৎসব বিশ্বকর্মা পূজোয়, পুরোনো স্মৃতিকে আবার নতুন করে দেখার আশায় এলাকার মানুষ।* এককালে এম এ এম সি, বিও জি এল, এইচ এফ চি, স্যান্কি হুইলস, জেসপ কাঁপাত ধুমধাম ভরা বিশ্বকর্মা পুজোতে যেটা দূর্গ পূজোকেও হার মানাবার মত । ঢাকের তালে, লাইটের ঝলকানি আর শ্রমিক-পরিবারের আনন্দে তখন পুরো শহর ছিল প্রাণ চঞ্চল। রাষ্ট্রায়ত্ত কারখানার প্যান্ডেলগুলো সাজত আনন্দময় উত্তেজনায়, আর শহর ভরে থাকত উৎসবের রঙে। ১৯৬৫ সালে প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন রাষ্ট্রায়ত্ত মাইনিং অ্যালাইড মেশিনারী কর্পোরেশন (এমএএমসি), যার নাম ছিল হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড। যা মাইনিং যন্ত্রাংশ উৎপাদনের উদ্দেশ্যে গড়ে উঠেছিল। প্রায় সাড়ে চার হাজার শ্রমিকের জন্য গড়ে উঠেছিল বিস্তৃত এমএএমসি নগরী, যা “বিশ্বকর্মা নগরী” নামেও খ্যাতি পেয়েছিল। কিন্তু ২০০২ সালে আচমকাই পড়ে সংকট। উৎপাদন থমকে যায়, শ্রমিকদের অনেককে স্থানান্তর করতে হয়, কেউ কেউ চাকরিও হারান। ২০০৭ ও ২০১০ সালের বিভিন্ন পুনঃপ্রচেষ্টার পরও কারখানার চিমনি নিভে যায় ২০২২ সালে। ২০০০ সাল থেকেই একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হতে থাকে । কারখানার বন্ধ হওয়া প্রভাব ফেলে শিল্প, সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও।যেখানে একসময় শ্রমিক-পরিবার মিলিত হয়ে পরম্পরাগতভাবে বিশ্বকর্মা পুজো করতেন, আজ সেই পুজো হয় শুধু একদু’জনের উপস্থিতিতে, ছোট্ট মূর্তির সঙ্গে নিঃসঙ্গভাবে।রাজনৈতিক টানাপোড়েনও তীব্র। অবসরপ্রাপ্ত কর্মীর ছেলে সুব্রত সরকার বলেন, "বিশ্বকর্মা পুজো আজ আর হয় না। আগে মেলা বসতো, যাত্রা নাটক সব হতো। কারখানা বন্ধের জেরে উধাও বিশ্বকর্মাও।" বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযোগ করেছেন, "এমএএমসির বন্ধের পিছনে তৃণমূল ও সিপিএমের ভূমিকা আছে। সব জায়গায় ইউনিয়নবাজি করার জন্য এই অবস্থা।" তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় বলছেন, "রাজ্যের সবকিছুই বন্ধ করতে চাইছে ভারত সরকার। এই জন্যই মানুষ বারবার বিজেপিকে বিদায় দিচ্ছে।" হেভি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অসীম চট্টোপাধ্যায় বলেন, "ভূত বাংলোয় পরিণত হয়েছে বন্ধ কারখানাগুলো। এম এ এম সি কবে খুলবে তারও কোনো নিশ্চয়তা নেই। বারে বারে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়। ভোটের সময় শুধু প্রতিশ্রুতি দিয়ে বলা হয় খোলা হবে। ভোট পেরোলেই আর কারোর মনেই থাকেনা। আমরা চাইছি বিশ্বকর্মার কৃপায় এম এ এম সি কারখানাটি সচল হোক।" যেখানে একসময় শ্রমিক-সুন্দর দিনের স্মৃতি মিশে ছিল প্রতিটি কোণে, সেখানে এখন কেবল নীরবতা আর ফিকে পুজোর উপস্থিতি রয়ে গেছে। তবে এখন কিছু স্পঞ্জ আইরন কারখানা এবং ইস্পাত কারখানা চালু রয়েছে বলে কোনো রকম চলছে। এই বিশ্বকর্মা পূজোর সময় শিল্পাঞ্চল দুর্গাপুরে সন্ধ্যার পর গোটা রাস্তা আলো ঝলমল করত। তবে এখনও করে, কারখানায় নয়, গাড়ির গ্যারেজ অথবা গাড়ির অফিসগুলোয়। ছবি 2C তে ফাইল নাম 1609ZG_DGP_BISWAKARMA_R
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 16, 2025 12:51:48
Kolkata, West Bengal:Sfi দীনেশ ভবন পিসি দেবাঞ্জন দে, এসএফআই রাজ্য সম্পাদক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে.. আমরা আগেও বলেছি ju এর অভিবাবক, স্টেক হোল্ডার সবার আতঙ্কে আছি। পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন আছে। শুভ্রীপ আছে sfi যাদবপুর এর নেতৃত্ব। পুকুরের সংস্কারের প্রয়োজন কিন্তু কর্ণপাত করেনি। কর্তৃপক্ষ বলে কিছু নেই। রাজ্য়সরকার বনাম রাজ্যপালের ব্লক আনব্লক খেলার কারণে এই অবস্থা চলছে। ডিন অফ স্টুডেন্ট অস্থায়ী, উপাচার্য নেই। নজরদারি নয়, নিরাপত্তা চাই। তার জন্য যত সিসিটিভি দরকার লাগানো হোক। স্থায়ী সিকিউরিটি গার্ডের আর্জি করেছিলাম। অস্থায়ী। রেজিস্ট্রেশন এর নির্দিষ্ট রেগুলেশন জারি করার আরজি জানিয়েছিলাম কর্ণপাত হয়নি। শেষ ইসি মিটিং ৬৮ লক্ষ টাকা ধার করা হয়েছিল cctv ইন্সটল করার জন্য। কিন্তু কর্তৃপক্ষ কর অনুপাত করছে না। সেই টাকায় একটাও ক্যামেরা কেনা হয়েছে কিনা তার কোন বয়ান কর্তৃপক্ষের তরফ থেকে এলো না।। এই ঘটনা মর্মান্তিক গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় যায় এই ঘটনার কিনারা হোক। বাবা-মার পাশে থাকার আর্জি সমস্ত মানুষকে জানিয়েছি কিন্তু প্রতিবারের মতো এবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় কে মেলাইন করার জন্য ঘৃণার ক্যাম্পে ইলেক্টেড নেতারা চালিয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আবর্জনা বলছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা দু-চার লাইন বলতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস স্বদেশী আন্দোলনের ধারা র মাধ্যমে যাদবপুর আত্মপ্রকাশ করে। এল কাউন্সিল অফ এডুকেশন গড়ে তোলা হয় এই কাউন্সিলের অংশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ , সুবোধ চন্দ্র মল্লিক। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা গোটাটা ভারতীয় স্বদেশী আন্দোলনের ধারার মধ্যে দিয়ে শিক্ষা হাতিয়ার সেই হাতিয়ার হিসেবে উঠে আসা। *দু পয়সার মামুলি গুন্ডা, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় কে আবর্জনা বলে অভিহিত করছে। শুভেন্দু অধিকারী কল্যাণ ব্যানার্জীরা বাংলা লেখাপড়া জগতে আবর্জন।* বছর খানেক আগে ঠিক হয়েছিল দুই সরকার মিলে পরিকাঠামোর জন্য ১০০ কোটি টাকা দেবে। শুভেন্দু কল্যাণ ব্যানার্জির দল সি ১০০ কোটি টাকা গায়েব করে দিয়েছেন। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রগতিশীল আন্দোলন, তৃণমূল বিজেপি বিরোধী।মনোভাব রয়েছে। তাই কোনো স্থায়ী ভি সি কেন কোনো ভি সি নেই। *রাজ্যপাল মুখ্যমন্ত্রীর হাডুডু খেলার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়ে আছে।* চলছে কিভাবে? কথা থেকে টাকা আসছে?? প্রক্তনীরা ফান্ড তুলে চালানো হচ্ছে। *যারা জ্বলজ্বল বলছে, তারা বাংলার কৃষ্টি জগতের আবর্জনা।* দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করা যায় তার জন্য sfi লড়াই করবে। কেন কসবা লো কলেজের ঘটনায় রাস্তায় নেমে মিছিল করলো না। আরজি করের সময় কেন মিছিল করল না? তৃণমূল জানে যাদবপুরের ছাত্র-ছাত্রীরা তৃণমূলকে একসেপ্ট করে না। বিজেপি আরএসএস কে গ্রহণ করে না। তাই ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। নিরাপত্তা ইনফাস্ত্রকচার নিয়ে কোনো কোনো করেনি কর্তৃপক্ষ শুভদীপ বন্দ্যোপাধ্যায়, যাদবপুর নেতৃত্ব sfi যে পুকুরে ঘটনা ঘটেছে সেই পুকুরের জলের সংস্কার বেড়া বসানোর কাজ বা দাবি আমরা দীর্ঘদিন ধরে করেছি পুকুরের পাশাপাশি আমাদের খেলার মাঠ ঝিলপার একাধিক জায়গায় যাতে পেন্সিং বসানো যায় সংস্কার করা যায় তার দাবি আমরা করেছি দীর্ঘদিন ধরে। ২০১৬ সাল থেকে। ছাত্রীকে গলির মধ্যে টয়লেটে যেতে হলো কেন? এটাও কর্তৃপক্ষকে বলা হয়েছে। মিজাফিলতি কর্তৃপক্ষের কাছে থেকে গেছে এর আগে পয়লা মার্চের ঘটনা ঘটেছিল। শিক্ষামন্ত্রীর কাছেও আমরা এই আবেদন করতে গেছিলাম বিশ্ববিদ্যালয় স্থায়ী ভিসি নিয়োগ হোক।এমনকি এখন বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা রাজ্য সরকার জমির লিজ রিনিউ করা হয়নি। ১৪০ জন পদ আছে স্থায়ী নিরাপত্তা রক্ষীরা। কিন্তু শুন্য হয়ে পড়ে আছে। টাকা থাকে না। কিন্তু তৃণমূলের পার্টি অফিসের জন্য ১৪ লাখ টাকা ব্যয় করা যায়। সন্ধ্যের পর থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকে এবং নেশা করা। তৃণমূল বিজেপি লোকেরাই ক্যাম্পাসে ঢুকে নেশা করে। কোনো ইম্পিতেশান হয় না। *২০২২ সালে নেশা মুক্ত ক্যাম্পাসের ডেপুটেশন জমা দিয়েছি। কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরোক্ষ মদদ আছে। স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের দাবী জানাচ্ছি।* যতদিন না দাবি পূরণ হচ্ছে শিক্ষকদের আহ্বান জানাবো।
0
comment0
Report
Advertisement
Back to top