Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

गोपालपुर में भाजपा कर्मी पिटे, मोमबत्ती मार्च का प्रदर्शन

BBBimal Basu
Sept 19, 2025 01:02:47
Basirhat, West Bengal
বলে 2C তে ছবি বাইট পিঠিয়েছি। বিজেপি কর্মীকে বেধারক মারধরের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাড়োয়ার গোপালপুরে মোমবাতি মিছিল করে রাস্তায় টেয়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সামর্থকদের। গত আঠারো দিন আগে হাড়োয়া থানার গোপালপুর এলাকার বিজেপির বুথ লেভেল এজেন্ট শুভজিৎ দাস কে অভিযোগ বেধড়ক মারধর করে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আজও পর্যন্ত ওই বিজেপি কর্মী শুভজিৎ দাস একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ঘটনার পর হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিস এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তাই অবিলম্বে ওই সমস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এমনটাই দাবি তুলে বৃহস্পতিবার রাতে গোপালপুর এলাকায় মোমবাতি মিছিল করছেন রাস্তায় টেয়ার জালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। 1) বাইট - রেখা পাত্র ( বিজেপি নেত্রী ) বিমল বসু বসিরহাট
4
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SBSoumen Bhattachrya
Sept 19, 2025 03:01:48
Kolkata, West Bengal:শুক্রবার সকালের বিমানে দিল্লি গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের দাঙ্গায় হিন্দুদের পুনর্বাসন দিতে দেরি কেন হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার। রাজ্য পুনর্বাসন দিতে চায় না, রাজ্য সেখানে জানে তার দলের লোকেরা এই কাজ করেছে হিন্দুদের বাড়ি ঘর তোর পুড়িয়েছে। চেয়ারম্যান কাউন্সিলর বিধায়করা এই ঘটনায় যুক্ত রাজ্য সরকার চাইবে না রাজ্য সরকার চায়না ওখানে একজনও হিন্দু থাকুক। * জি এস টি সংস্কারের সাফল্য প্রসঙ্গে* * এই সাফল্য ভারতবর্ষের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যাবে , ভারতবর্ষের অর্থনীতিতে অনেক বেশি পয়সা আসবে তার ফলে ভারতবর্ষের অর্থনীতি রোল হবে সাধারণ মানুষের সুবিধা হবে কারণ 12% এর যে স্লাব ছিল 28% যে স্লাব ছিল এই দুটোকে তুলে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের উপকার হবে।
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 19, 2025 02:46:05
Kolkata, West Bengal:MAHALAYA METRO মহালয়ায় স্পেশাল সার্ভিস। রবিবার ব্লু লাইন অর্থাত্‍ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে বাড়তি মেট্রো। শুধু তাই নয়, সপ্তাহের অন্যন্য কাজের দিনের মতোই সকাল থেকেই মিলবে পরিষেবা। দিনের শেষ মেট্রোর সময় অবশ্য অপরিবর্তিতই থাকছে। এখন রবিবার দিনভর ১৩০ মেট্রো চলে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম। মহালয়া উপলক্ষ্যে আগামী রবিবার দিনভর মেট্রো চলবে ১৮২টি। বস্তুত, অন্যন্য কাজের দিনের মতো সকাল ৬.৫০ ও ৬.৫৫ থেকেই চালু হয়ে যাবে পরিষেবা। মেট্রো তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, নোয়াপাড়া সকাল ৬টা ৫০ মিনিটে, দক্ষিণেশ্বর থেকে ৬টা ৫৫ মিনিটে আর দমদম থেকেও সকাল ৬টা ৫৫ মিনিটেই প্রথম মেট্রো পাও যাবে। ফিরতি পথে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) এবং শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে সকাল ৬ টা ৫৫ মিনিটে এবং সকাল ০৬টা ৫৮ মিনিটে। । অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল ৯.৫০-এর আগে মেট্রো পাওয়া যায় না। একে মহালয়া, তারপর আবার পুজোর আগে শেষ রবিবার। ফলে মেট্রোয় যাত্রীদের চাপ থাকবে। ভিড় এড়াতে ডিজিটাল টিকিটিং ব্যবস্থা ব্যবহার করার অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ। যেমন, স্মার্ট কার্ড এবং মোবাইল কিউআর টিকিট।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 19, 2025 02:45:55
Baruipur, West Bengal:বাসন্তী থানায় এলাকায় একাধিক বাড়িতে রাজ্য সরকারের নামে সার্ভে পর ওই সব পরিবারদের কাছ থেকে টাকা তুলে সরাসরি দিল্লি এক সংস্থাকে পাঠানোর অভিযোগে, এক মহিলা কে তৃণমূল নেতা আটক করে বাসন্তী থানার পুলিশ হাতে তুলে দেয়। এই ঘটনা এলাকায় ছড়ায় চাঞ্চল্য। তদন্তে পুলিশ। রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে করার অভিযোগে এক মহিলাকে আটক করে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দিল এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা পরগণা বাসন্তীর থানার বিভিন্ন জায়গা এক মহিলা হাতে মোবাইল ও ট্যাব নিয়ে বাড়িতে বাড়িতে সার্ভে করতে বার হয়।সেই সব বাড়ির মহিলাদের সাথে বা পুরুষদের সাথে ওই মহিলা কথা বলে। সেখানে প্রশ্ন করে পাকিস্তান ভালো না ভারত? প্রশ্নের উত্তরে পাকিস্তান খারাপ ভারত ভালো। অমিত শাহ ভালো না রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো? অমিত সাহা খারাপ মুখ্যমন্ত্রী ভালো। পাকা বাড়ি না মাটির বাড়ি ? এরপর ওই পরিবারদের কাছ থেকে টাকা নেওয়া হয়। সেই টাকা নিয়ে দিল্লির কোন সংস্থায় সরাসরি পাঠানো হয় বলে অভিযোগ। আরো জানা যায় যাদবপুরে এই সার্ভের অফিস। এমন ঘটনা এলাকার তৃণমূল নেতা রাজা গাজীর কাছে পৌঁছায় খবর। এরপর রাতে ঐ তৃণমূল নেতার কাছে স্থানীয়রা ওই মহিলাকে বাসন্তীর শিমুলতলা তৃণমূল কার্যালয়ের সামনে নিয়ে আসে একরকম আটক করে। এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় মহিলার কাছে ওই তৃণমূল নেতা রাজা গাজি। ধমকও দেওয়া হয় এই মহিলাকে। পরে কথার মধ্যে অসংগতি পাওয়ায় বাসন্তী থানার পুলিশকে খবর দিলে, পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই সার্ভে কি কারনে হচ্ছে? মহিলার সাথে আরো কারা কারা আছে তা খতিয়ে দেখছে বাসন্তি থানার পুলিশ। এই ঘটনায় রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 190925ZG-BAR-BASONTI-ATOK-R
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 19, 2025 02:15:33
Kolkata, West Bengal:GREEN METRO *কেন বারবার বিপত্তি একেবারে নবীন এবং টাটকা নতুন গ্রীন লাইনে?* অত্যাধুনিক প্রযুক্তি এর পিছনে অন্যতম বড় একটা কারণ। মেট্রোর টেকনিশিয়ান বা রক্ষণাবেক্ষণ কর্মীরা বিশ্বমানের সফটওয়ার এবং রেডিও ওয়েব সিস্টেমের সঙ্গে সড়গড় হতে পারেন নি পুরোপুরি। ২) গ্রীন লাইন মেট্রো বিশ্বমানের। এটি সম্পূর্ণ ভাবে রেডিও অ্যাকটিভ কমিউনিকেশনের সঙ্গে কানেক্টেড। রেডিও অ্যাকটিভ তরঙ্গ সুড়ঙ্গের মধ্যে সম্ভাব্য বিপদের আগাম বার্তা দেয়। যাতে মেট্রোয় কোনো টানেল বিপর্যয় না ঘটে। এই অতি আধুনিক হাই ফাই রেডিও অ্যাকটিভ কমিউনিকেশন নিজের ছুঁড়ে দেওয়া তরঙ্গের উপযুক্ত উত্তর বা রেসপন্স না পেলে কাজ করা বন্ধ করে দেবে। যেহেতু সিস্টেম টি স্বয়ংক্রিয় এবং রোবোটিক, তাই তার মনে হবে তরঙ্গের উত্তর মিলছে না মানে টানেল বা সুড়ঙ্গ পথ নিরাপদ নয়। তখন নিরাপত্তার স্বার্থে সে নিজে থেকেই গোটা সিস্টেম শাট ডাউন করবে। বুধবার ঠিক এই ঘটনাই ঘটেছিল। তারই অঙ্গ হিসেবে পাওয়ার ট্রিপ করে গেছিল। কারণ সেটাও এই স্বয়ংক্রিয় ব্যবস্থার অন্যতম অঙ্গ। ৩) ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় এটাকে বলা হয় *রিফ্লেকশন রিডিং ফেইল সেফ সিস্টেম।* বাংলায় মনে করলে দাঁড়ায় তরঙ্গের উত্তর না পেয়ে গোটা সিস্টেম নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া। ৪) বুধবার ওই সিস্টেম কল্যাপস করে। ফলে সমস্ত ট্রেনের লগারিদম বা সময়সারণী স্ট্যান্ড বাই মোডে চলে যায়। গোটা সিস্টেম ম্যানুয়ালি শাট ডাউন করতে হয়। তারপর আবার স্টেপ বাই স্টেপ সেগুলো অন করে প্রায় ২ ঘণ্টা পর মেট্রো পরিষেবা শুরু হয়। সঙ্গে UPS ব্যাক আপ রেখে দেওয়া হয়। ৫) বুধবার রাতের শেষ ট্রেন পরিষেবা শেষ হওয়ার পর গোটা সিস্টেম আরেকবার চেক করা হয়। কিন্তু বৃস্পতিবার একই ঘটনা ঘটে। বৃহস্পতিবার অবশ্য ঘটনার সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে মেট্রো সিদ্ধান্ত নেয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ওয়ান প্ল্যাটফর্ম ওয়ান ট্রেন পদ্ধতিতে অন্ততঃ আংশিক পরিষেবা সকল রাখার। ৬) এর আগে যখন এই মেট্রো পথ গ্রীন লাইন ওয়ান এবং টু এই দুটি ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা পরিষেবা দিচ্ছিল তখন সাবেকি ব্যবস্থায় ট্রেন চলত। মাঝে এপ্রিল এবং জুন মাসে ৮ দিন করে মোট ১৬ দিন দুই প্রান্তের ট্রেন সম্পুর্ন বন্ধ রেখে স্বয়ংক্রিয় বিশ্বমানের সিগন্যাল ব্যবস্থা বসানো হয় গ্রীন লাইনে। এই কাজ যৌথ ভাবে RVNL এর সঙ্গে করেছিল একটি ফরাসি সংস্থা। সেই সংস্থা বিশ্বমানের এই রেডিও অ্যাকটিভ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট। ফলে একেকভাবে কলকাতা মেট্রোর ইঞ্জিনিয়ারিং বিভাগের গোটা ব্যবস্থায় সড়গড় না হওয়া পর্যন্ত এই ধরনের ঘটনা যে আবার ঘটবে না সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারছেন না বিশেষজ্ঞরা।
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 19, 2025 02:15:22
Kolkata, West Bengal:WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) সারাদিন তীব্র অসহনীয় ঘর্মাক্ত পরিস্থিতি দক্ষিণবঙ্গে। দুপুর বা বিকেলের পর জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বাড়বে কলকাতায়। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি ছিল কাল রাতে। সঙ্গে প্রায় ৯৭ শতাংশ আপেক্ষিক আর্দ্রতায় ফিল লাইক টেম্পারেচার আজ ৩৬ ডিগ্রি অনুভূত হবে। সঙ্গে বাড়বে ঘামের পরিমান। ২) কাল শনিবার বৃষ্টির পরিমান অনেকটা কমে আসবে। নামমাত্র বৃষ্টির পূর্বাভাস আঞ্চলিক ভাবে দক্ষিণের কোনো কোনো জেলায়। পরশু মহালয়ার দিন কিছুটা বাড়বে বৃষ্টির পরিমান। সেদিন রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তর্পণ পর্বে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। ৩) আজ দক্ষিণবঙ্গে মূলত আংশিক বা কোনো কোনো সময় সম্পূর্ণ মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা ৪) উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজও। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। কাল শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে উত্তরবঙ্গে। পুজো প্রস্তুতি সেরে নেওয়ার সময় পাবেন উদ্যোক্তারা। পুজোর আগের শেষ উইকেন্ডে বিক্রিবাট্টার অনুকূল পরিস্থিতি থাকবে। ৫) উত্তর প্রদেশের ঘূর্ণাবর্ত এখন মধ্য বিহারে অবস্থিত। পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা যেটি বাংলার উপর দিয়ে গেছে। জলীয় বাষ্প বেড়ে যাওয়ার এটিই অন্যতম প্রধান কারণ। ৬) কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া পুরুলিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলার বেশিরভাগ এলাকাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। ৭) কাল শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার দু-এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ৮) রবিবার সামান্য বাড়বে বৃষ্টির পরিমান। সোম থেকে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আবার কমবে।
0
comment0
Report
BBBimal Basu
Sept 19, 2025 01:03:20
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি পাঠিয়েছি। এলাকার সমাজ বিরোধীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার রাতে রাস্তা অবরোধ, করে বিক্ষোভ। হাসনাবাদ থানার পুলিস এসে এক সমাজবিরোধী গ্রেফতার করার পর বাকিদের গ্রেফতারের প্রতিশ্রতি দিলে অবরোধ ওঠে। ঘটনায় হাসনাবাদ থানার মুরাগাছায় চাঞ্চল্য। হাসনাবাদ থানার অন্তর্গত মুরাগাছা এলাকার বেশ কিছু সমাজ বিরোধীরা আগ্নেয় অস্ত্র দেখিয়ে এলাকায় নানান ধরনের অপরাধমূলক কাজকর্ম করছে। সেই অপরাধ মূলক কাজকর্মে বাধা দিতে আসলেই এলাকার সাধারণ মানুষদের মারধর করছে। আজ রাজেশ দাস নামে এক ব্যক্তি দুষ্কৃতীদের অসাজিক কাজের প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করে আহত ওই ব্যক্তি বর্তমানে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি। মারধোরের এই ঘটনার পর এলাকা বাসিন্দারা জানতে পেরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতে বসিরহাট টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। মুরাগাছা এলাকায় এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসে উত্তম দাস নামে এক দুষ্কৃতীকে আটক করে নিয়ে যায় পুলিস। বাকি দুধ কুমার দাস সহ চারজনের খোঁজে তল্লাশি শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। দোষীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয়। বিমল বসু বসিরহাট
7
comment0
Report
BBBimal Basu
Sept 19, 2025 01:03:05
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি বাইট পিঠিয়েছি। বিজেপি কর্মীকে বেধারক মারধরের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাড়োয়ার গোপালপুরে মোমবাতি মিছিল করে রাস্তায় টেয়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সামর্থকদের। গত আঠারো দিন আগে হাড়োয়া থানার গোপালপুর এলাকার বিজেপির বুথ লেভেল এজেন্ট শুভজিৎ দাস কে অভিযোগ বেধড়ক মারধর করে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আজও পর্যন্ত ওই বিজেপি কর্মী শুভজিৎ দাস একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ঘটনার পর হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিস এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তাই অবিলম্বে ওই সমস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এমনটাই দাবি তুলে বৃহস্পতিবার রাতে গোপালপুর এলাকায় মোমবাতি মিছিল করছেন রাস্তায় টেয়ার জালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। 1) বাইট - রেখা পাত্র ( বিজেপি নেত্রী ) বিমল বসু বসিরহাট
4
comment0
Report
CDChampak Dutta
Sept 19, 2025 01:02:29
Kaji Chak, West Bengal:জাতীয় স্তরের কুস্তিগীরদের কে নিয়ে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের কলেজ কলিজিয়েট স্কুল ময়দানে। বজরং ব্যায়ামাগার এর উদ্যোগে এই কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান।উপস্থিত ছিলেন কাউন্সিলর সীমা ভকত, বজরং ব্যায়ামাগার এর সম্পাদক শ্যামসুন্দর গোপ, তরুণ সংঘ ব্যায়ামাগারের সম্পাদক নন্দ গোপ সহ অন্যান্য রা। এদিনের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। মেদিনীপুর শহর স্বাধীনতা সংগ্রামীদের শহর সেখানে হারিয়ে যাওয়া কুস্তি কে ফিরিয়ে আনার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান চেয়ারম্যান সৌমেন খান। অন্যদিকে, প্রাচীন এই ভারতীয় ক্রীড়া সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তা বজরং ব্যায়ামাগার কর্তৃপক্ষ। ছবি বাইট 2c SLUG- 1909ZG_WMID_KUSTI_R বাইট ১) কুন্দন গোপ(বজরং ক্লাবের কর্মকর্তা) ২) সৌমেন খান (মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান)
3
comment0
Report
CDChampak Dutta
Sept 19, 2025 01:02:08
Kaji Chak, West Bengal:অবিলম্বে MGNREGA প্রকল্পে ১০০ দিনের কাজ শুরু করতে হবে, মাইক্রোফিনান্স ও মহাজনী ঋণ মুকুব করতে হবে ও সুদের হার কমানোর দাবীতে, সমবায়ের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবীতে, বনাঞ্চলের মানুষদের জীবন-জীবিকার সমস্যা‌ সমাধান সহ ১১ দফা দাবিতে সারা ভারত কৃষক সভা(AIKS) ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন(AIAWU) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তর অভিযান করা হয়। মিছিল শুরু হয় মেদনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে। সেই মিছিল মেদিনীপুর শহরের রিংরোড হয়ে এসে পৌঁছায় জেলা শাসকের কার্যালয়ের গেটে। গেট খুলে তারা জেলাশাসকের কার্যালয় চত্বরে ঢুকে পড়ে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করে। পরে তাদের একটি প্রতিনিধি দল জেলাশাসকের নিকট স্মারকলিপি জমা দেয়। ছবি 2c তে SLUG- 1909ZG_WMID_LEFT_AGI_R
5
comment0
Report
CDChampak Dutta
Sept 19, 2025 01:01:55
Kaji Chak, West Bengal:*ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত পাম্প হাউস তৈরির জায়গা ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা।* রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের ৫০০ কোটি টাকা বরাদ্দের পর ঘাটাল ও দাসপুরে পাঁচটি সুইসগেট তৈরির কাজ প্রায় শেষের পথে, এবার ঘাটাল মাস্টার প্ল্যানের ঘাটাল পৌর এলাকায় তৈরি হবে দুটি পাম্প হাউস, ঘাটাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর ও ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এলাকায়। আজ শ্রীরামপুর এলাকায় পাম্প হাউস তৈরির জায়গা ঘুরে দেখলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল, পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ছবি বাইট 2c তে SLUG- 1909ZG_WMID_PUMP_HOUSE_R বাইট- ১) সুমন বিশ্বাস, মহকুমা শাসক ঘাটাল।
2
comment0
Report
CDChampak Dutta
Sept 19, 2025 01:01:44
Kaji Chak, West Bengal:*ফুচকা খেয়ে অসুস্থদের দেখতে হাসপাতালে গেলেন চন্দ্রকোনার বিধায়ক।* চন্দ্রকোনার বেলগেড়িয়া গ্রামে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৩৫ জন। ফুচকা খাওয়ার পর প্রায় সকলেরই বমি পায়খানা শুরু হয়।তাদের মধ্যে ১৫ জনকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়,বাকিরা গ্রামেই চিকিৎসা করায়।ফুচকার জলের মধ্যে বিষাক্ত কিছু ছিল যার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানায়।অসুস্থদের মধ্যে মহিলা পুরুষ ও শিশুও রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থদের এখনও চিকিৎসা চলছে চন্দ্রকোনার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। সেই হাসপাতালে অসুস্থদের দেখতে যান চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া।কথা বলেন অসুস্থদের সাথে,শারীরিক অবস্থান খোঁজ নেন।বিধায়ক জানান,ফুচকা খেয়ে অসুস্থদের শারীরিক অবস্থার খোঁজ নিলাম,চিকিৎসকের সাথে কথা বললাম।আগের থেকে শারীরিক অবস্থা ভালো,যাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাদের কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে,বাকিরাও ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে।" ছবি বাইট 2c তে SLUG- 1909ZG_WMID_HOS_VISIT_R বাইট ১)ভাস্কর রায়(হাসপাতালে চিকিৎসাধীক ব্যক্তি) ২)অরুপ ধাড়া(বিধায়ক,চন্দ্রকোনা)
0
comment0
Report
Advertisement
Back to top