Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

दुर्गापूजा चंदा मांगने में कहर: दो किशोर मौत सड़क हादसे में

PDPradyut Das
Sept 10, 2025 05:50:45
Jalpaiguri, West Bengal
2C 1009ZG_JAL_ACCIDENT_R দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে একি কাণ্ড ঘটলো! জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অধীন নাথুয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। রাস্তায় পড়ে রক্তাক্ত তিনজন। ঘটনায় দুজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে পুজোর অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা। তারপরেও রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলা? পুজোর চাঁদার জুলুম থেকে বাঁচতে দ্রুতগতিতে পালাতে গিয়ে দুই কিশোরকে পিষে দিল লরি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার নাথুয়া ভাটিয়াপাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। চাপাতা বোঝাই একটি লরি দুর্গাপূজার চাঁদার জুলুম থেকে বাঁচতে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন জনকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৈনাক দত্ত (১৫) ও পার্থ রায় (১৫)-কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর জন চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়েই পুজোর জন্য চাঁদা তোলা হচ্ছিল। লরিচালক দাবি মত টাকা দিতে অস্বীকার করলে উদ্যোক্তারা গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন। চালক চাঁদা দিতে অপারগ বলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করতেই ঘটে সর্বনাশ। ধাক্কা মেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় লরিটি। এই ঘটনায় প্রশ্ন উঠছে, কোথায় পুলিশ? কোথায় নজরদারি? মুখ্যমন্ত্রী জেলায় সফরে থাকা অবস্থাতেও কীভাবে প্রকাশ্যে এমন চাঁদার জুলুম চলতে পারে? স্থানীয়দের অভিযোগ, প্রশাসন যদি শুরু থেকেই কড়া নজরদারি চালাত, তবে নিরীহ দুই কিশোরকে প্রাণ যেত না বলে অভিযোগ। শোকস্তব্ধ পার্থ রায়ের বাবা রবি রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল। হঠাৎ খবর পাই দুর্ঘটনার। হাসপাতালে এসে শুনলাম ছেলে আর নেই। কীভাবে এমনটা ঘটল, কিছুই বুঝতে পারছি না।” ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে নাথুয়া ও ধূপগুড়ি জুড়ে। ক্ষুব্ধ স্থানীয়দের দাবি, অবিলম্বে চাঁদার নামে এই ধরনের জুলুমবাজি বন্ধ করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এদিকে চাপাতা বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করা হয় আটক চালক বলে পুলিশ সূত্রে খবর। রিপোর্ট :- প্রদ্যুত দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
13
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Sept 10, 2025 12:21:20
Dinajpur, Rangpur Division:
মাসিক ভাতা বৃদ্ধি সহ ৫ দফা দাবীতে রায়গঞ্জে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর আন্দোলন বুধবার। সংগঠনের জেলা সভাপতি রঘুপতি মুখার্জী বলেন, আমাদের আজ শিলিগুড়ি মোড়ে পথ অবরোধের কর্মসুচী ছিল। কিন্তু আমরা জানলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তাই শিলিগুড়ি মোড় থেকে কর্নজোড়ায় জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসুচী শুরু করছি। আমাদের মুল দাবী অন্য রাজ্যে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি হলেও আমাদের রাজ্যে প্রতিবন্ধীরা মাসিক ১ হাজার টাকা ভাতা পান। প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী রেশন পাচ্ছেন না। এই সব দাবী নিয়েই আমরা জেলা শাসককে ডেপুটেশন দেবো৷ বাইটঃ রঘুপতি মুখার্জী (সংগঠনের জেলা সভাপতি) 1009ZG_NDIN_PRATIBNDI_R
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 10, 2025 12:21:06
Durgapur, West Bengal:
*সাইবার ক্রাইমের বড় চক্র গ্রেফতার মূল পাণ্ডা সহ, আজ ধৃতদের আবার আদালতে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পুলিশি নেয় ।* কে ওয়াই সি আপডেট করার নামে জামতারা গ্যাং ফাঁদে ফেলল প্রাক্তন এল আই সি কর্মীকে। হোয়াটসঅ্যাপে ভুয়ো কল, স্ক্রিন শেয়ার অন করার ফাঁদ এবং একের পর এক ওটিপি, মুহূর্তের মধ্যেই উধাও প্রায় চার লক্ষ টাকা।ঘটনা ঘটেছিল ২৮শে জুন। আতঙ্কে স্তব্ধ মৃণালবাবু পরে বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে। অবশেষে ১লা জুলাই সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, এই প্রতারণার পেছনে রয়েছে কুখ্যাত জামতারার গ্যাং। গ্রেফতার হয় মূলচক্রী খগেন দান ও মিঠুন দান সহ মোট ৮ জন। পুলিশ সূত্রে খবর, প্রতারণার টাকা নিয়ে অভিযুক্তরা কিনেছিল আড়াই লক্ষ টাকার দুটি দামি মোবাইল ও প্রায় ৫৫ হাজার টাকার সোনা। তবে পুলিশের তৎপরতায় সেইসব উদ্ধার হয়েছে। বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠকে বলেন, “প্রতারকরা এল আই সি-র প্রাক্তন এজেন্টকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছিল। বহু মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করত এই দল। মাস্টারমাইন্ড খগেন দান, সে ফোন করেই ফাঁদে ফেলতো সাধারণ মানুষকে। আমাদের তৎপরতায় সেই চক্র ধরা পড়েছে। গ্রেফতার করা হয়েছে দুজন মূল মাথাসহ আট জনকে। ব্যাংকের তথ্য কিভাবে সাইবার প্রতারকদের হাতে পৌঁছে যাচ্ছে সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।” প্রতারিত মৃণাল কান্তি তিওয়ারি জানিয়েছেন, “ভুল বুঝিয়ে প্রতারণা করা হয়েছিল। পরে বুঝতে পেরেছি ভুল করেছি। তবে পুলিশের এই সাফল্যে আমি স্বস্তি পেয়েছি।” ধৃতদের পুলিশি হেফাজত শেষ হওয়ায় পুনরায় পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতের তোলা হয়। ছবি 2C তে ফাইল নাম 1009ZG_DGP_CB_CRIM_ARST_R
0
comment0
Report
ALArup Laha
Sept 10, 2025 12:20:51
Belna, West Bengal:
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সম্মেলন অনুষ্ঠিত হল।বুধবার বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে তৃণমূল কংগ্রেসের মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 100925ZG_BWN_MAHILA
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 10, 2025 12:20:27
Chinsurah, West Bengal:
চন্দননগর নবগ্রাম বাঁশ বাগানে মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য! ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে। চন্দননগর কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামে চন্দননগর স্টেশন রোডের পাশে একটি বাঁশ বাগানে আজ দুপুরে মহিলার মৃতদেহ পরে থাকতে দেখতে পাওয়া যায়। বাঁশ বাগানের পাশের একটি বিল্ডার্সের পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা তারাই দেখতে পান। খবর যায় ভদ্রেশ্বর থানায়।পুলিশ এসে মৃতদেহের ভিডিও গ্রাফি করে। মহিলার পড়নে শাড়ি,দুই হাতে নোয়া।মৃতদেহের পাশে একটি বটুয়া তাতে কিছু খুরচো পয়সা ছিল। দেহ থেকে কয়েক হাত দূরে কার্বোলিক অ্যাসিডের শিশি মৃতদেহের পাশে ছিপি পরে ছিল। মহিলা অজ্ঞাত পরিচয়।স্থানীয়দের অনুমান বাইরে থেকে এসেছিলেন ওই মহিলা। প্রাথমিক ভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। দেহ চুঁচুড়া ইামাবাড়া হাসপাতালে ময়না তদন্ত হবে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 10, 2025 12:20:00
Asansol, West Bengal:
জ্বলছে নেপাল - উদ্বিগ্ন বার্নপুর নেপালি ধাওরার বাসিন্দারা আসানসোল : সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে জ্বলছে নেপাল। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনও পর্যন্ত অনেকেরই মৃত্যুর খবর। রাজধানী কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন অংশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন কর্মসূত্রে শিল্পশহরে থাকা নেপালের বাসিন্দারা। ইস্পাত শহর বার্নপুর। বার্নপুর ইস্কো কারখানার এ-বি টাইপ আবাসন এলাকা। এই এলাকাকে স্থানীয়রা কেউ বলেন নেপালি ধাওড়া কেউবা বলেন কাঠমান্ডু। প্রায় শতাধিক পরিবার থাকেন এখানে। প্রায় ৭০ বছর ধরে এখানে আছেন। এরা এসেছেন কর্মসূত্রে, কেউ বা বিয়ে হয়ে এসেছেন এখানে। বার্নপুর ইসকো কারখানায় কাজ করেন নেপালের বহু বাসিন্দা। দিনভর পুরুষরা ব্যস্ত কারখানার কাজে। বাড়িতে মহিলাদের চোখ টিভিতে বা মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়ায়। ফোনের মাধ্যমে বার বার নেপালে যোগাযোগের চেষ্টা। কখনো ফোনে, কখনো বা হোয়াটস্যাপ বা ম্যাসেঞ্জারে। কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছে না। যেটুকু যোগাযোগ করা যাচ্ছে তাঁর মধ্যেই সব ঠিক আছে কিনা, খবর নেওয়ার চেষ্টা। স্কুল খোলা কিনা। দোকান বাজার বন্ধ কিনা। বাস chalu কিনা। রেশন আসছে কিনা। নানা প্রশ্ন। বার্নপুরে বসে পুনম ছেত্রীর মন পড়ে রয়েছে নেপালে। নেপালের কাঠমান্ডু জেলার নারায়ণগঞ্জের বাসিন্দা পুনম। বিয়ের পর থেকে এখানে রয়েছেন তিনি। চিন্তা, মা কেমন আছেন ? দাদা বৌদি ভাইপো ভাইজিরা কেমন আছে ? ইন্টারনেট মাঝে মাঝে চালু হলেই যেটুকু যোগাযোগ। সরস্বতী গুরুং এর বাড়ি ভরতপুর জেলার হরিপুরে। শহর কাঠমান্ডু থেকে তিন ঘন্টার দূরত্বে তাদের বাড়ি। কাঠমান্ডুর আজ এসে পৌঁছেছে তাদের বাড়ির কাছেও। ইতিমধ্যেই এক আত্মীয়র বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় একজনের মৃত্যুও হয়েছে। এই মুহূর্তে নেপালে যা ঘটছে তা একদম ঠিক নয় বলে দাবি তাঁদের। কম বয়সী ছেলে মেয়েরা যা ঘটাচ্ছে তা সমর্থন যোগ্য নয়। আবার নেপাল বাসীদের যে দাবি ছিল তা যদি মেনে নিত সরকার তাহলে এমন ঘটনা ঘটত না। এই মুহূর্তে তারা চাইছেন যে করে হোক শান্তি ফিরে আসুক নেপালে। উল্লেখ্য, অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট- সর্বত্রই অগ্নিশিখা জ্বলছে। পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী, আগুন ছড়িয়েছে রাষ্ট্রপতি ভবনেও। বন্ধ হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা। সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় কুড়ি জন মানুষ। এই অবস্থায় চিন্তিত শিল্পশহরের নেপালি পরিযায়ীরা। এই মুহূর্তে একটাই লক্ষ্য, পরিস্থিতি একটুও শান্ত হলেই তারা তাদের পরিবারকে নিয়ে আসবেন বার্নপুরে।। 109ZG_ASN_NEPAL_STORY BYTES
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 10, 2025 12:19:37
Howrah, West Bengal:
আর জি কর কাণ্ডের পর সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়াবার দাবী জোরদার হয়েছিলো।কিন্তু আমতা গ্রামীন হাসপাতালে শিশু চুরির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো হাসপাতালে নিরাপত্তা কতটা ঢিলেঢালা। গতকাল অর্থাৎ মঙ্গলবার আমতা গ্রামীন হাসপাতাল থেকে একটি শিশু চুরির ঘটনা ঘটে।উত্তেজনা ছড়ায় হাসপাতালে।এই ঘটনার পর সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।হাওড়া জেলা হাসপাতাল,টি এল জয়সওয়াল হাসপাতাল,সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে দেখা যায় ঢিলেঢালা নিরাপত্তা।নেই পর্যাপ্ত সিসিটিভি।বড় হাসপাতাল গুলোয় পুলিশের দেখা মেলা ভার।রোগী ও রোগীর আত্মীয়রা জানাচ্ছেন সরকারের আরো কড়া ব্যবস্থা নেওয়া উচিত।হাওড়া হাসপাতালে সদ্যজাত শিশুকে দেখাতে এসে এক অভিভাবক বলেন এখানেও যা অবস্থা তাতে শিশুদের কেউ নিয়ে চলে গেলে দেখার কেউ কেউ।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ কিশলয় দত্ত স্বীকার করেছেন জেলার বড় ও ছোট হাসপাতাল গুলোয় নিরাপত্তা পর্যাপ্ত নয়।যে সমস্ত সিসিটিভি আছে সেগুলো রোগী কল্যাণ সমিতি ও নিজস্ব তহবিল থেকে কেনা।আর জি কর কাণ্ডের পর রাত্রিসাথী প্রকল্পের মাধ্যমে নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রস্তাব স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে।কিন্তু তা বাস্তবায়িত হয়নি।হাওড়া জেলা হাসপাতালে প্রায় একশটি সিসিটিভি বসানোর কথা।পুলিশ আউটপোস্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে।আমতা গ্রামীন হাসপাতালের ঘটনার পর স্বাস্থ্য ভবনে পাঠানো প্রস্তাব যাতে দ্রুত কার্যকর হয় সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। বাইট..১..প্রতিমা ভৌমিক ২..সুরজিৎ ভৌমিক ৩..কে নাসির(সিকিউরিটি গার্ড,হাওড়া জেলা হাসপাতাল) ৪..ডঃ কিশলয় দত্ত(মুখ্য স্বাস্থ্য আধিকারিক) ৫..পিটুসি 1009zg_hwh_hospital_r
2
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 10, 2025 12:19:02
Jhargram, West Bengal:
লালগড় ও পশ্চিম মেদিনীপুর এর ঘাঘরাশোলে হাতির আক্রমণে পাল্টি হলো যাত্রী বাহি গাড়ি। বুধবার বেলা ১২ টা নাগাদ ঘাগরাশোলে খাবারের সন্ধানে রাস্তার উপর দাপিয়ে বেড়ায় দল ছুট দাঁতাল হাতি রামলাল। সেই সময় ওই পথ দিয়ে যাবার সময় এই হাতির সামনে পড়ে যায় গাড়িটি। তাতেই বিপত্তি গজ রাজ গাড়ি টিকে উল্টে দেয়। অল্পের জন্যে প্রানে বাঁচে গাড়িতে থাকা সকলে। এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বন দপ্তরে কর্মীরা।।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 10, 2025 12:18:52
Chinsurah, West Bengal:
চণ্ডীতালায় দুটি পথ কুকুরের অস্বাভাবিক মৃত্যু,খাদ্যে বিষ দিয়ে হত্যার অভিযোগ!মৃত্যুর কারন জানতে ময়না তদন্ত হবে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চন্ডীতলা গ্রামীণ হাসপাতালের সামনে দুটি পথ কুকুরকে হত্যার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান,মঙ্গলবার রাতে কুকুরগুলিকে তাঁরা খাবার দেন। সুস্থ কুকুরগুলির দুটোকে সকালে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাসিন্দারা থানায় অভিযোগ জানাতে যান। খবর দেওয়া হয় আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। আশ্রয়ের সম্পাদক গৌতম সরকার বিষয়টি চন্ডীতলা থানার ওসি অনিল রাজকে জানান।ওসির নির্দেশে পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে। স্থানীয় বাসিন্দারা জানান সিসিটিভি ফুটেজে ভোর চারটে নাগাদ সাদা হাফ প্যান্ট পরিহিত একজনকে কুকুরগুলিকে কিছু খেতে দিতে দেখা যায়। তারপরই কুকুরগুলো অসুস্থ হয়ে পড়ে। ইতিমধ্যেই চন্ডীতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম সরকার বলেন, অবলা প্রাণীদের উপর নৃশংস অত্যাচার বন্ধ হওয়া দরকার। ওরা কথা বলতে পারে না, সাক্ষী দিতে পারে না, মানুষেরই উচিৎ ওদের পাশে দাঁড়ানোর। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা ওই পথকুকুরগুলোর দেখাশোনা করতাম।খাবার দিতাম। টিকাও দিতাম। খুব খারাপ লাগছে। অপরাধীর কঠোর শাস্তি হোক। চন্ডীতলা থানার পুলিশ সূত্রে খবর,দুটি পথ কুকুরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।মৃত্যুর কারন জানতে ময়না তদন্ত হবে।পাশাপাশি তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।।।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 10, 2025 12:18:40
Howrah, West Bengal:
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের খাবার খিচুড়ি, আর তার মধ্যেই রয়েছে পোকা।এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর দিঘীরপাড় এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের মিড ডে মিলের খাবারে পোকা বেরোতেই পড়ুয়াদের অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি মিড ডে মিলের খিচুড়ির মধ্যে পোকা যা রান্না করে দেওয়া হচ্ছে ক্ষুদে পড়ুয়াদের। বেশ কয়েকজন শিশুর অভিভাবকদের দাবি এটা খেয়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে তার দায় কার। যদিও এই বিষয়ে মিড ডে মিলের রাধুনী স্বপ্না মালিককে জিজ্ঞাসা করলে তিনি বলেন চাল না দেখেই তিনি রান্না করেছেন। কিন্তু পরে দেখা যায় রান্না করা খিচুড়ির মধ্যে পোকা রয়েছে।এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এঘটনা আর।ঘটবে না। বর্তমানে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ১৪০ জন পড়ুয়া রয়েছে। বাইট..১.. স্বপ্না মালিক (রাধুনী). ২.. জাহিরা খাতুন (অভিভাবক). ৩.. শেখ হাসিবুর রহমান (অভিভাবক). ৪.. শম্পা নন্দী (শিক্ষিকা).
4
comment0
Report
CDChittaranjan Das
Sept 10, 2025 09:51:05
Durgapur, West Bengal:
অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল শিক্ষা পর্ষদ। তার পরীক্ষা কেন্দ্র ছিল দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়। দুর্গাপুরের সগড়ভাঙা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ সমাদ্দার প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়ে। বাংলা পরীক্ষা, পরীক্ষা কেন্দ্রে দিলেও ইংরেজি পরীক্ষা হাসপাতালে দিতে হয়। সোমবার শুভজিৎকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই খবর পৌঁছায় স্কুল কর্তৃপক্ষের কাছে। তারপরেই শিক্ষা পর্ষদের আধিকারিকরা হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করে। নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশের নজরদারিতে ওই পরীক্ষার্থী হাসপাতালের বেডেই দিচ্ছে পরীক্ষা। সেন্টার ইনচার্জ ঋতপ্রতিক ঘোষ বলেন, "আমাদের কাছে খবর ছিল ওই পরীক্ষার্থী অসুস্থ। হাসপাতালে ভর্তি রয়েছে। পরীক্ষা যাতে বাদ না যায় সেজন্য হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমাদের তৎপরতা রয়েছে।" ছবি 2C তে ফাইল নাম 1009ZG_DGP_HS_EXAM_R
7
comment0
Report
MMManoj Mondal
Sept 10, 2025 09:50:53
Kolkata, West Bengal:
অশোকনগরের পর এবার গোপালনগরেও বিপুল পরিমাণে খনিজ তেল ও গ্যাস মজুত থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে। কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সংস্থা ONGC বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক খনন ও গবেষণা চালাচ্ছে। এরই অংশ হিসেবে গোপালনগর ব্লকের আকাইপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলা অনুসন্ধানে বড় আকারে তেল ও গ্যাস পাওয়া যেতে পারে বলে আশাবাদী ONGC কর্তৃপক্ষ। বুধবার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করল ONGC। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার মানস কুমার নাথ সহ অন্যান্য আধিকারিক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাফর আলী মন্ডল ও গোপালনগর থানার ওসি অসীম পাল। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের দাবি, ভবিষ্যতে এই গ্যাস ও তেলের সম্ভাবনা যদি বাস্তবে রূপ নেয় তবে গোটা মহকুমার অর্থনৈতিক ও শিল্পোন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
5
comment0
Report
AMAshok Manna
Sept 10, 2025 09:22:45
Kolkata, West Bengal:
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের উপরে সম্প্রীতি ব্রিজের উপর রাস্তার সংস্কারের কাজ চলাকালীন হঠাৎই পুরাতন ডাকঘর রামায়ণ তলায় ১৮৫ ও ১৮৬ নম্বর পিলারের কাছে বজ বজ ট্রাঙ্ক রোডের উপর গলন্ত পিচ নিচে পড়তে থাকে। হঠাৎই নজরে আসে একটি বাচ্চা মেয়ের মূলত তারই তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বাইক আরোহীরা। গলন্ত পিচ সম্প্রীতি উড়াল পুলের ওপর থেকে পড়ে বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়। এরপর বেশ কিছুক্ষণের জন্য বজবজ ট্রাঙ্ক রোডে যানজটে সৃষ্টি হয়।
4
comment0
Report
KMKIRAN MANNA
Sept 10, 2025 09:22:18
Dihierench, West Bengal:
Must copy --- *পূর্ব মেদিনীপুরের তমলুকে এবার-১৪১ বছরের ঐতিহ্যবাহী “বি-সরকার জহুরীর” নতুন শোরুমের উদ্বোধন।* তমলুক : কলকাতার ১৪১ বছরের পুরাতন ডাকটিকিট প্রাপ্ত নামী সংস্থা “বি-সরকার জহুরী”-র নতুন শোরুমের সূচনা হলো পূর্ব মেদিনীপুরের তমলুকের হাসপাতাল মোড়ে। উদ্বোধনের প্রথম দিনেই শোরুমে উপচে পড়ল ক্রেতাদের ভিড়। শুধু কলকাতায় নয়, হাতের নাগালেই এখন মিলবে নামিদামি ও নান্দনিক ডিজাইনের গয়নার সমাহার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অফার, পুজোর কালেকশন, ছাড় এবং বিশেষ লাকি ড্র-কুপনের ব্যবস্থা রাখা হয়েছে। শোরুমে পাওয়া যাবে ভ্যারাইটির নানা ডিজাইনের গয়না। এই উপলক্ষে তমলুক শাখার ম্যানেজার বিশ্বজিৎ গিরি সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের নতুন শোরুমে আসার আহ্বান জানিয়েছেন। উদ্বোধনী দিনে খুশি হয়ে ক্রেতারা জানিয়েছেন, এখন আর কলকাতায় ছুটতে হবে না, তমলুকেই পাওয়া যাবে আধুনিক ডিজাইনের গয়না। বাইট : বিশ্বজিৎ গিরি, ম্যানেজার, তমলুক শাখা বাইট : দেবস্মিতা মাইতি, ক্রেতা
8
comment0
Report
PCPartha Chowdhury
Sept 10, 2025 09:03:21
Bardhaman, West Bengal:
আমার এত বড় বিপদ গেল। আপনি কোথায় ছিলেন? ক্ষোভে দু: খে মন্ত্রী তথা এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহকে বিদ্ধ করলেন দলেরই প্রধান। সদ্য স্বামীহারার এই তীক্ষ্ণ আক্রমণের সামনে দিশেহারা হয়ে যান মন্ত্রী। তবে পোড়খাওয়া রাজনীতির লোক তো! তাই ম্যানেজ করতে চেষ্টা করেছেন। “প্রয়োজনে দেখা যায় না বিধায়ককে” এবার অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূলের অন্দরে আবার ক্ষোভের সুর। এর আগে দফায় দফায় বিক্ষোভ হয়েছে মন্ত্রীর বিরুদ্ধে। করেছেন দলের লোকেরাই। মন্ত্রীও তার গোষ্ঠী ছেড়ে কথা বলেননি। এমনকি রাজ্য নেতারাও এই নিয়ে ভাবতে বাধ্য হয়েছেন। সময়টা ভাল যাচ্ছে না ডাকসাইটে নেতা মন্ত্রী সিদ্দিকুল্লাহের। রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এবারে সরাসরি ক্ষোভ উগরে দিলেন মামুদপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি রজক। গত ৭ তারিখে পঞ্চায়েত প্রধানের স্বামী মারা যান। শোকের সময় দলের কর্মী-সমর্থক, নেতা তার বাড়িতে গেলেও বিধায়ক হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরী একবারও খোঁজ নেননি বলে অভিযোগ। প্রধানের অভিযোগ, ওই সময় এলাকায় বিভিন্ন কর্মসূচিতেই উপস্থিত ছিলেন তিনি। মঙ্গলবার সকালে হঠাৎই সিদ্দিকুল্লাহ চৌধুরী সমবেদনা জানাতে পৌঁছন ডলি রজকের বাড়িতে। তখনই বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত প্রধান। ডলি রজক সরাসরি বলেন, “প্রয়োজনে আপনাকে এলাকায় দেখা যায় না। আমার এত বড় বিপদ হয়ে গেল, আপনি তখন একবারও খোঁজ নিলেন না। আজ সমবেদনা জানাতে এলেন। একবার কি আসার প্রয়োজন ছিল না? আপনি এদিক, ওদিক ঘুরে বেড়ালেন। আসার সময় পেলেন না! ' এই অভাবনীয় ঘটনায় দৃশ্যত একটু পিছিয়েই যান মন্ত্রী। পরে বলেন,' গ্রামের মেয়েরা এমন বলে না। কেউ এসব শিখিয়ে দিয়েছে আপনাকে।বিধবা ভাতা, বা অন্যান্য সুযোগ তো সরকার দেবে। অবশ্য পাশাপাশি একথাও বলেন, ' ওনাকে বলতে দেওয়া হোক!' এ যেন সেই- 'She must weep or she will die!' সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। 1009ZG_BWN_KHOV
10
comment0
Report
KMKIRAN MANNA
Sept 10, 2025 08:39:56
Dihierench, West Bengal:
*পূর্ব মেদিনীপুরের তমলুকে এবার-১৪১ বছরের ঐতিহ্যবাহী “বি-সরকার জহুরীর” নতুন শোরুমের উদ্বোধন।* তমলুক : কলকাতার ১৪১ বছরের পুরাতন ডাকটিকিট প্রাপ্ত নামী সংস্থা “বি-সরকার জহুরী”-র নতুন শোরুমের সূচনা হলো পূর্ব মেদিনীপুরের তমলুকের হাসপাতাল মোড়ে। উদ্বোধনের প্রথম দিনেই শোরুমে উপচে পড়ল ক্রেতাদের ভিড়। শুধু কলকাতায় নয়, হাতের নাগালেই এখন মিলবে নামিদামি ও নান্দনিক ডিজাইনের গয়নার সমাহার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অফার, পুজোর কালেকশন, ছাড় এবং বিশেষ লাকি ড্র-কুপনের ব্যবস্থা রাখা হয়েছে। শোরুমে পাওয়া যাবে ভ্যারাইটির নানা ডিজাইনের গয়না। এই উপলক্ষে তমলুক শাখার ম্যানেজার বিশ্বজিৎ গিরি সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের নতুন শোরুমে আসার আহ্বান জানিয়েছেন। উদ্বোধনী দিনে খুশি হয়ে ক্রেতারা জানিয়েছেন, এখন আর কলকাতায় ছুটতে হবে না, তমলুকেই পাওয়া যাবে আধুনিক ডিজাইনের গয়না। বাইট : বিশ্বজিৎ গিরি, ম্যানেজার, তমলুক শাখা বাইট : দেবস্মিতা মাইতি, ক্রেতা
9
comment0
Report
Advertisement
Back to top