Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

तमलुक में 141 साल की परंपरा, बी-सरकार जहूरी का नया शोरूम खुला

KMKIRAN MANNA
Sept 10, 2025 09:22:18
Dihierench, West Bengal
Must copy --- *পূর্ব মেদিনীপুরের তমলুকে এবার-১৪১ বছরের ঐতিহ্যবাহী “বি-সরকার জহুরীর” নতুন শোরুমের উদ্বোধন।* তমলুক : কলকাতার ১৪১ বছরের পুরাতন ডাকটিকিট প্রাপ্ত নামী সংস্থা “বি-সরকার জহুরী”-র নতুন শোরুমের সূচনা হলো পূর্ব মেদিনীপুরের তমলুকের হাসপাতাল মোড়ে। উদ্বোধনের প্রথম দিনেই শোরুমে উপচে পড়ল ক্রেতাদের ভিড়। শুধু কলকাতায় নয়, হাতের নাগালেই এখন মিলবে নামিদামি ও নান্দনিক ডিজাইনের গয়নার সমাহার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অফার, পুজোর কালেকশন, ছাড় এবং বিশেষ লাকি ড্র-কুপনের ব্যবস্থা রাখা হয়েছে। শোরুমে পাওয়া যাবে ভ্যারাইটির নানা ডিজাইনের গয়না। এই উপলক্ষে তমলুক শাখার ম্যানেজার বিশ্বজিৎ গিরি সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের নতুন শোরুমে আসার আহ্বান জানিয়েছেন। উদ্বোধনী দিনে খুশি হয়ে ক্রেতারা জানিয়েছেন, এখন আর কলকাতায় ছুটতে হবে না, তমলুকেই পাওয়া যাবে আধুনিক ডিজাইনের গয়না। বাইট : বিশ্বজিৎ গিরি, ম্যানেজার, তমলুক শাখা বাইট : দেবস্মিতা মাইতি, ক্রেতা
8
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Sept 10, 2025 12:49:17
Jhargram, West Bengal:
ঝাড়গ্রাম এর সাঁকরাইল ব্লকে হাতি তে ঘর ভেঙেছে প্রায় এক বছর। এই এক বছর ধরে ২ টি পরিবারের ঠাঁই হয়েছে কর্মতীর্থে। প্রশাসন এবং বনপতিমন্ত্রী কে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। ঘটনা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের। ২০২২ সালের ১৯ শে আগস্ট রাতে দলমার দাঁতাল হাতির তান্ডবে চুনপাড়া গ্রামের শশাঙ্ক হালদার ও বাবুরাম বিশ্বাসের মাটির বাড়ি ভেঙে যায়। পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়। ওই ঘটনার পরে ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধ করে। পরে বনদফতরের তরফে আশ্বাস দেওয়া হয় তদন্ত করে ক্ষতিপূরন দেওয়ার। তারপর অবরোধ ওঠে।ব্লক প্রশাসনের পক্ষ থেকে ২টি পরিবারকে কর্মতীর্থে থাকার ব্যবস্হা করে দেওয়া হয়। সেদিন থেকেই পরিবার ও গবাদি পশু নিয়ে কর্মতীর্থেই দিন কাটাচ্ছে ২ টি পরিবার। উদাসীন বনদফতর ও বনমন্ত্রী। হাতির আক্রমনে ঘর ভেঙেছে প্রায় 1 বছর আগে। তখন থেকেই কর্মতীর্থে আছে ২ টি পরিবারের ১১ জন সদস্য। ৩ মাস আগে সংবাদমাধ্যমের কাছ থেকে জেনে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেছিলেন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রীর বক্তব্যের পরেও আরো ৩ মাস কেটে গেলেও আজও ঘরবিহীন ২ টি পরিবার।
2
comment0
Report
PDPradyut Das
Sept 10, 2025 12:48:47
Jalpaiguri, West Bengal:
2C 1009ZG_JAL_CM_RAJAN_R মুখ্যমন্ত্রীর কনভয় ফের আটকে দাবী জানালেন আদি তৃণমূল কর্মী।জলপাইগুড়ি তে আজ এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।সভাস্থলে ঢোকার আগে তিনি গাড়ি থামিয়ে কনভয় থামান।সেখানেই ঢুকে পড়েন আদী তৃণমূল কর্মী রাজেন রায় (৭৯)।মুখ্যমন্ত্রী কে বলেন এর আগে দুবার সমস্যার কথা বলেছেন। সেগুলো সমাধান হয়েছে।এই শুনে মুখ্যমন্ত্রী তাকে জড়িয়ে ধরেন।পরে তিনি মুখ্যমন্ত্রী কে বলেন খগেশ্বর রায় ও কৃষ্ণ দাস।এই দুই নেতার লড়াই তে তিনি ঘর পাচ্ছেন না। সমস্যা সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ঘটনা প্রসঙ্গে বিধায়ককে প্রশ্ন করা হলে খগেশ্বর রায় বলেন, পানীয় জলের কাজ দ্রুতগতিতে চলছে। আজ মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে পানীয় জলের প্রকল্প নিয়েও বিস্তারিত বলেছেন। পাশাপাশি আবাস যোজনার ঘর এবং রাস্তার কেন হচ্ছে না কি কারনে বিস্তারিত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক। পাশাপাশি আবাস যোজনা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন। অপরদিকে, ( জেলা তৃণমূলের এসসি, ওবিসি সেলের সভাপতি, তথা তৃণমূল নেতা) কৃষ্ণ দাস টেলিফোন জানান, বাড়ির সার্ভে করে বিডিও অফিস ডিএম অফিস, খগেশ্বর বাবু এবং আমার ঘর দেওয়ার ব্যাপারে কিছু নেই। গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, পুলিশ প্রশাসন থেকেও সার্ভে ওর এই ঘরের লিস্টে নাম যায়। এই মানুষটি নানান বাহানায় প্রায়শই মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন।খগেশ্বর বাবু এবং আমার মতের মিল না থাকতে পারে কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট মিল রয়েছে। বাইট :- রাজেন রায় ( পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ) বাইট :- খগেশ্বর রায় ( বিধায়ক ) বাইট :- কৃষ্ণ দাস ( তৃণমূলের জেলা এসসি, ওবিসি সেলের সভাপতি, তথা তৃণমূল নেতা) ফোন বাইট, রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
1
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 10, 2025 12:48:31
Kolkata, West Bengal:
রাজ্য এর চলচ্চিত্র উৎসবের এবার পাল্টা বিজেপির চলচ্চিত্র উৎসব!সূত্রের খবর স্থির হয়েছে নভেম্বর ডিসেম্বরেই হবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। আপাতত কেন্দ্রীয় সরকারি জায়গা তেই এই উৎসব করার পরিকল্পনা। যোগাযোগ শুরু হয়েছে পরিচালকদের সঙ্গেও। বিজেপি র বক্তব্য,রাজ। ্যে এমন অনেক পরিচালক আছেন যাদের শাসক দলের তকমা না থাকায় সুযোগ দেওয়া হয়না। তবে তাদের এই উদ্্যগে কোন রাজনৈতিক ছুতমার্ক রাখা হবেনা।। বাইট রুদ্রনীল ঘোষ।।বাইট:: অরুপ চক্রবর্তী, তৃণমূল /বাইট: সুজনচক্রবর্তি, সিপিএম। ডব্লুটি
2
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 10, 2025 12:48:23
Kolkata, West Bengal:
সুজন : sir, avisek comment, humayun kabir, cm, kartik maharaj, nepal.
2
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 10, 2025 12:48:14
Kolkata, West Bengal:
নির্দেশের পরেও এফ আই আর করেনি রাজ্য। নির্বাচন কমিশনের নির্দেশ থাকার পরেও ভোটার তালিকায় কারচুপি নিয়ে সাসপেন্ডেড অফিসারদের বিরুদ্ধে এফ আই আর করেনি রাজ্য, আয়াদালতে জানাল কমিশন। আদালত চাইলে রাজ্যের কাছে তথ্য তলব করুক। কলকাতা হাই কোর্টে রিপোর্ট দিয়ে জানাল নির্বাচন কমিশন। একটি মামলায় অরুণ গরাইন নামে কাকদ্বীপের এক আধিকারিক যিনি ভোটের সংশোধনের কাজে যুক্ত ছিলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ন্যাসাত করতে সিবিআই তদন্তের দাবি করেন মামলাকারী। সেই মামলায় কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় কারচুপি নিয়ে চার আধিকারিককে দ্রুত সাসপেন্ড এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর করার রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য দুই অফিসারকে সাসপেন্ড করে। *কোনও আধিকারিককের বিরুদ্ধে এফআইআর করেনি। এই অবস্থান নিয়ে রাজ্যের কাছে হাই কোর্ট তথ্য তলব করুক। সেই তথ্য এলে স্পষ্ট হবে কেন কমিশনের নির্দেশ মানা হয়নি। এফআইআর দায়ের না করার পিছনে আসল কারণ কী এবং ওই আধিকারিকদের ইচ্ছাকৃত ভাবে কেউ আড়াল করছে কি না। এবং কার নির্দেশে হচ্ছে তাও জানা যাবে।* কমিশন আদালতে জানায়, পশ্চিমবঙ্গে Special Intensive Revision (SIR) প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে। এই সংশোধনের মাধ্যমে বেআইনি নাম বাদ যাবে এবং যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকায় থাকবে।
2
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 10, 2025 12:48:03
Kalna, West Bengal:
বৃষ্টির জমা জলের পর এইবার ভাগীরথীর জল ঢুকে জল বন্দি কালনার পূর্বস্থলীর চরগোয়ালপাড়া খামারডাঙ্গা এলাকায় প্রায় এক মাস ধরে জলনিকাশি ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে ৪০টি পরিবার। পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা পাননি গ্রামবাসিরা, ভারী বর্ষণে ঘরবাড়ি থেকে চাষের জমি পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে। গোদের ওপর বিশফোঁড়া হয়ে দাঁড়িয়েছিল ভগীরথী নদীর জল, এই জল ডুবিয়েছে চাষের জমি ও বাড়িঘর,অনেকেই বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়ি বা অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছেন। জমে থাকা জল পচে দুর্গন্ধ, মশা–মাছির উপদ্রব বেড়ে অসহ্য পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পঞ্চায়েতকে জানালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এ প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান মবিল হোসেন মন্ডল মৌখিক জানান, জায়গার অভাবে ড্রেন কাটা সম্ভব নয়, তবে পাম্পের মাধ্যমে জল বের করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাইট এক - মঞ্জুর শেখ (স্থানীয়) বাইট দুই - খুকুরানী বিবি (স্থানীয়) ছবি 2C তে 10925-KLN-JOLOBANDI-R
3
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 10, 2025 12:47:48
Howrah, West Bengal:
নেপালে গণঅভ্যুত্থানের জেরে গত দুদিন জ্বলছে। বন্ধ ছিল ইন্টারনেট সার্ভিস। এর প্রেক্ষিতে হাওড়ায় বসবাসকারী নেপালি পরিবারগুলি গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। কারণ এখানে বসবাসকারী কয়েক হাজার নেপালি পরিবারের আত্মীয় পরিজন কাঠমান্ডু, নারায়ণঘাট, বীরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রয়েছেন। সংঘর্ষের জেরে গোটা দেশে নামানো হয়েছে সেনা। এখানে বসবাসকারী আত্মীয় পরিজন টেলিভিশনের পর্দায় খবর দেখে বারবার ফোন করতে থাকেন আত্মীয়দের। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। কিন্তু বুধবার ইন্টারনেট পরিষেবা চালু হলে আত্মীয়দের সঙ্গে কথা হয়। তারা জানিয়েছেন সেনা নামানোর ফলে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। ওখানে দুর্নীতিগ্রস্ত নেতাদের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ এর ঘটনা ঘটলেও সাধারণ মানুষের বাড়িতে কোন হামলা হয়নি। দেশে বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হতে চলেছে। সেনার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার গঠন হতে পারে। তবে দোকানপাট, স্কুল কলেজ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকায় পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক নয়। তাই উদ্বেগ এখনো পুরোপুরি কাটছে না। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এবং কখন ওদেশের প্রিয়জনদের সঙ্গে দেখা হয়। বাইট..১..মধু শ্রেষ্ঠস ২..বিনয় শ্ৰেষ্ঠস ৩..পিটুসি (আত্মীয়) 1009zg_hwh_worried_r
2
comment0
Report
BSBhabananda Singha
Sept 10, 2025 12:21:20
Dinajpur, Rangpur Division:
মাসিক ভাতা বৃদ্ধি সহ ৫ দফা দাবীতে রায়গঞ্জে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর আন্দোলন বুধবার। সংগঠনের জেলা সভাপতি রঘুপতি মুখার্জী বলেন, আমাদের আজ শিলিগুড়ি মোড়ে পথ অবরোধের কর্মসুচী ছিল। কিন্তু আমরা জানলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তাই শিলিগুড়ি মোড় থেকে কর্নজোড়ায় জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসুচী শুরু করছি। আমাদের মুল দাবী অন্য রাজ্যে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি হলেও আমাদের রাজ্যে প্রতিবন্ধীরা মাসিক ১ হাজার টাকা ভাতা পান। প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী রেশন পাচ্ছেন না। এই সব দাবী নিয়েই আমরা জেলা শাসককে ডেপুটেশন দেবো৷ বাইটঃ রঘুপতি মুখার্জী (সংগঠনের জেলা সভাপতি) 1009ZG_NDIN_PRATIBNDI_R
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 10, 2025 12:21:06
Durgapur, West Bengal:
*সাইবার ক্রাইমের বড় চক্র গ্রেফতার মূল পাণ্ডা সহ, আজ ধৃতদের আবার আদালতে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পুলিশি নেয় ।* কে ওয়াই সি আপডেট করার নামে জামতারা গ্যাং ফাঁদে ফেলল প্রাক্তন এল আই সি কর্মীকে। হোয়াটসঅ্যাপে ভুয়ো কল, স্ক্রিন শেয়ার অন করার ফাঁদ এবং একের পর এক ওটিপি, মুহূর্তের মধ্যেই উধাও প্রায় চার লক্ষ টাকা।ঘটনা ঘটেছিল ২৮শে জুন। আতঙ্কে স্তব্ধ মৃণালবাবু পরে বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে। অবশেষে ১লা জুলাই সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, এই প্রতারণার পেছনে রয়েছে কুখ্যাত জামতারার গ্যাং। গ্রেফতার হয় মূলচক্রী খগেন দান ও মিঠুন দান সহ মোট ৮ জন। পুলিশ সূত্রে খবর, প্রতারণার টাকা নিয়ে অভিযুক্তরা কিনেছিল আড়াই লক্ষ টাকার দুটি দামি মোবাইল ও প্রায় ৫৫ হাজার টাকার সোনা। তবে পুলিশের তৎপরতায় সেইসব উদ্ধার হয়েছে। বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠকে বলেন, “প্রতারকরা এল আই সি-র প্রাক্তন এজেন্টকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছিল। বহু মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করত এই দল। মাস্টারমাইন্ড খগেন দান, সে ফোন করেই ফাঁদে ফেলতো সাধারণ মানুষকে। আমাদের তৎপরতায় সেই চক্র ধরা পড়েছে। গ্রেফতার করা হয়েছে দুজন মূল মাথাসহ আট জনকে। ব্যাংকের তথ্য কিভাবে সাইবার প্রতারকদের হাতে পৌঁছে যাচ্ছে সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।” প্রতারিত মৃণাল কান্তি তিওয়ারি জানিয়েছেন, “ভুল বুঝিয়ে প্রতারণা করা হয়েছিল। পরে বুঝতে পেরেছি ভুল করেছি। তবে পুলিশের এই সাফল্যে আমি স্বস্তি পেয়েছি।” ধৃতদের পুলিশি হেফাজত শেষ হওয়ায় পুনরায় পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতের তোলা হয়। ছবি 2C তে ফাইল নাম 1009ZG_DGP_CB_CRIM_ARST_R
0
comment0
Report
ALArup Laha
Sept 10, 2025 12:20:51
Belna, West Bengal:
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সম্মেলন অনুষ্ঠিত হল।বুধবার বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে তৃণমূল কংগ্রেসের মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 100925ZG_BWN_MAHILA
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 10, 2025 12:20:27
Chinsurah, West Bengal:
চন্দননগর নবগ্রাম বাঁশ বাগানে মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য! ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে। চন্দননগর কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামে চন্দননগর স্টেশন রোডের পাশে একটি বাঁশ বাগানে আজ দুপুরে মহিলার মৃতদেহ পরে থাকতে দেখতে পাওয়া যায়। বাঁশ বাগানের পাশের একটি বিল্ডার্সের পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা তারাই দেখতে পান। খবর যায় ভদ্রেশ্বর থানায়।পুলিশ এসে মৃতদেহের ভিডিও গ্রাফি করে। মহিলার পড়নে শাড়ি,দুই হাতে নোয়া।মৃতদেহের পাশে একটি বটুয়া তাতে কিছু খুরচো পয়সা ছিল। দেহ থেকে কয়েক হাত দূরে কার্বোলিক অ্যাসিডের শিশি মৃতদেহের পাশে ছিপি পরে ছিল। মহিলা অজ্ঞাত পরিচয়।স্থানীয়দের অনুমান বাইরে থেকে এসেছিলেন ওই মহিলা। প্রাথমিক ভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। দেহ চুঁচুড়া ইামাবাড়া হাসপাতালে ময়না তদন্ত হবে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 10, 2025 12:20:00
Asansol, West Bengal:
জ্বলছে নেপাল - উদ্বিগ্ন বার্নপুর নেপালি ধাওরার বাসিন্দারা আসানসোল : সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে জ্বলছে নেপাল। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনও পর্যন্ত অনেকেরই মৃত্যুর খবর। রাজধানী কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন অংশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন কর্মসূত্রে শিল্পশহরে থাকা নেপালের বাসিন্দারা। ইস্পাত শহর বার্নপুর। বার্নপুর ইস্কো কারখানার এ-বি টাইপ আবাসন এলাকা। এই এলাকাকে স্থানীয়রা কেউ বলেন নেপালি ধাওড়া কেউবা বলেন কাঠমান্ডু। প্রায় শতাধিক পরিবার থাকেন এখানে। প্রায় ৭০ বছর ধরে এখানে আছেন। এরা এসেছেন কর্মসূত্রে, কেউ বা বিয়ে হয়ে এসেছেন এখানে। বার্নপুর ইসকো কারখানায় কাজ করেন নেপালের বহু বাসিন্দা। দিনভর পুরুষরা ব্যস্ত কারখানার কাজে। বাড়িতে মহিলাদের চোখ টিভিতে বা মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়ায়। ফোনের মাধ্যমে বার বার নেপালে যোগাযোগের চেষ্টা। কখনো ফোনে, কখনো বা হোয়াটস্যাপ বা ম্যাসেঞ্জারে। কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছে না। যেটুকু যোগাযোগ করা যাচ্ছে তাঁর মধ্যেই সব ঠিক আছে কিনা, খবর নেওয়ার চেষ্টা। স্কুল খোলা কিনা। দোকান বাজার বন্ধ কিনা। বাস chalu কিনা। রেশন আসছে কিনা। নানা প্রশ্ন। বার্নপুরে বসে পুনম ছেত্রীর মন পড়ে রয়েছে নেপালে। নেপালের কাঠমান্ডু জেলার নারায়ণগঞ্জের বাসিন্দা পুনম। বিয়ের পর থেকে এখানে রয়েছেন তিনি। চিন্তা, মা কেমন আছেন ? দাদা বৌদি ভাইপো ভাইজিরা কেমন আছে ? ইন্টারনেট মাঝে মাঝে চালু হলেই যেটুকু যোগাযোগ। সরস্বতী গুরুং এর বাড়ি ভরতপুর জেলার হরিপুরে। শহর কাঠমান্ডু থেকে তিন ঘন্টার দূরত্বে তাদের বাড়ি। কাঠমান্ডুর আজ এসে পৌঁছেছে তাদের বাড়ির কাছেও। ইতিমধ্যেই এক আত্মীয়র বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় একজনের মৃত্যুও হয়েছে। এই মুহূর্তে নেপালে যা ঘটছে তা একদম ঠিক নয় বলে দাবি তাঁদের। কম বয়সী ছেলে মেয়েরা যা ঘটাচ্ছে তা সমর্থন যোগ্য নয়। আবার নেপাল বাসীদের যে দাবি ছিল তা যদি মেনে নিত সরকার তাহলে এমন ঘটনা ঘটত না। এই মুহূর্তে তারা চাইছেন যে করে হোক শান্তি ফিরে আসুক নেপালে। উল্লেখ্য, অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট- সর্বত্রই অগ্নিশিখা জ্বলছে। পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী, আগুন ছড়িয়েছে রাষ্ট্রপতি ভবনেও। বন্ধ হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা। সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় কুড়ি জন মানুষ। এই অবস্থায় চিন্তিত শিল্পশহরের নেপালি পরিযায়ীরা। এই মুহূর্তে একটাই লক্ষ্য, পরিস্থিতি একটুও শান্ত হলেই তারা তাদের পরিবারকে নিয়ে আসবেন বার্নপুরে।। 109ZG_ASN_NEPAL_STORY BYTES
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 10, 2025 12:19:37
Howrah, West Bengal:
আর জি কর কাণ্ডের পর সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়াবার দাবী জোরদার হয়েছিলো।কিন্তু আমতা গ্রামীন হাসপাতালে শিশু চুরির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো হাসপাতালে নিরাপত্তা কতটা ঢিলেঢালা। গতকাল অর্থাৎ মঙ্গলবার আমতা গ্রামীন হাসপাতাল থেকে একটি শিশু চুরির ঘটনা ঘটে।উত্তেজনা ছড়ায় হাসপাতালে।এই ঘটনার পর সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।হাওড়া জেলা হাসপাতাল,টি এল জয়সওয়াল হাসপাতাল,সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে দেখা যায় ঢিলেঢালা নিরাপত্তা।নেই পর্যাপ্ত সিসিটিভি।বড় হাসপাতাল গুলোয় পুলিশের দেখা মেলা ভার।রোগী ও রোগীর আত্মীয়রা জানাচ্ছেন সরকারের আরো কড়া ব্যবস্থা নেওয়া উচিত।হাওড়া হাসপাতালে সদ্যজাত শিশুকে দেখাতে এসে এক অভিভাবক বলেন এখানেও যা অবস্থা তাতে শিশুদের কেউ নিয়ে চলে গেলে দেখার কেউ কেউ।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ কিশলয় দত্ত স্বীকার করেছেন জেলার বড় ও ছোট হাসপাতাল গুলোয় নিরাপত্তা পর্যাপ্ত নয়।যে সমস্ত সিসিটিভি আছে সেগুলো রোগী কল্যাণ সমিতি ও নিজস্ব তহবিল থেকে কেনা।আর জি কর কাণ্ডের পর রাত্রিসাথী প্রকল্পের মাধ্যমে নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রস্তাব স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে।কিন্তু তা বাস্তবায়িত হয়নি।হাওড়া জেলা হাসপাতালে প্রায় একশটি সিসিটিভি বসানোর কথা।পুলিশ আউটপোস্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে।আমতা গ্রামীন হাসপাতালের ঘটনার পর স্বাস্থ্য ভবনে পাঠানো প্রস্তাব যাতে দ্রুত কার্যকর হয় সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। বাইট..১..প্রতিমা ভৌমিক ২..সুরজিৎ ভৌমিক ৩..কে নাসির(সিকিউরিটি গার্ড,হাওড়া জেলা হাসপাতাল) ৪..ডঃ কিশলয় দত্ত(মুখ্য স্বাস্থ্য আধিকারিক) ৫..পিটুসি 1009zg_hwh_hospital_r
2
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 10, 2025 12:19:02
Jhargram, West Bengal:
লালগড় ও পশ্চিম মেদিনীপুর এর ঘাঘরাশোলে হাতির আক্রমণে পাল্টি হলো যাত্রী বাহি গাড়ি। বুধবার বেলা ১২ টা নাগাদ ঘাগরাশোলে খাবারের সন্ধানে রাস্তার উপর দাপিয়ে বেড়ায় দল ছুট দাঁতাল হাতি রামলাল। সেই সময় ওই পথ দিয়ে যাবার সময় এই হাতির সামনে পড়ে যায় গাড়িটি। তাতেই বিপত্তি গজ রাজ গাড়ি টিকে উল্টে দেয়। অল্পের জন্যে প্রানে বাঁচে গাড়িতে থাকা সকলে। এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বন দপ্তরে কর্মীরা।।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 10, 2025 12:18:52
Chinsurah, West Bengal:
চণ্ডীতালায় দুটি পথ কুকুরের অস্বাভাবিক মৃত্যু,খাদ্যে বিষ দিয়ে হত্যার অভিযোগ!মৃত্যুর কারন জানতে ময়না তদন্ত হবে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চন্ডীতলা গ্রামীণ হাসপাতালের সামনে দুটি পথ কুকুরকে হত্যার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান,মঙ্গলবার রাতে কুকুরগুলিকে তাঁরা খাবার দেন। সুস্থ কুকুরগুলির দুটোকে সকালে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাসিন্দারা থানায় অভিযোগ জানাতে যান। খবর দেওয়া হয় আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। আশ্রয়ের সম্পাদক গৌতম সরকার বিষয়টি চন্ডীতলা থানার ওসি অনিল রাজকে জানান।ওসির নির্দেশে পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে। স্থানীয় বাসিন্দারা জানান সিসিটিভি ফুটেজে ভোর চারটে নাগাদ সাদা হাফ প্যান্ট পরিহিত একজনকে কুকুরগুলিকে কিছু খেতে দিতে দেখা যায়। তারপরই কুকুরগুলো অসুস্থ হয়ে পড়ে। ইতিমধ্যেই চন্ডীতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম সরকার বলেন, অবলা প্রাণীদের উপর নৃশংস অত্যাচার বন্ধ হওয়া দরকার। ওরা কথা বলতে পারে না, সাক্ষী দিতে পারে না, মানুষেরই উচিৎ ওদের পাশে দাঁড়ানোর। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা ওই পথকুকুরগুলোর দেখাশোনা করতাম।খাবার দিতাম। টিকাও দিতাম। খুব খারাপ লাগছে। অপরাধীর কঠোর শাস্তি হোক। চন্ডীতলা থানার পুলিশ সূত্রে খবর,দুটি পথ কুকুরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।মৃত্যুর কারন জানতে ময়না তদন্ত হবে।পাশাপাশি তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।।।
0
comment0
Report
Advertisement
Back to top