Back
ত্রিকোণ প্রেমের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় উত্তেজনা!
CDChittaranjan Das
Sept 07, 2025 11:05:31
Durgapur, West Bengal
*তিন দিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার তার বাড়ির পেছন থেকে। নেপথ্যে কি ত্রিকোণ প্রেম, উঠছে প্রশ্ন। মৃত যুবকের নাম ভৈরব ক্ষেত্রপাল(২৩)।*
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি এলাকার বাসিন্দা। মৃতের পরিবার এবং এলাকাবাসীরা ভাঙচুর চালায় প্রেমিকার এক আত্মীয়র অমরাবতীর ডিফেন্স কলোনির বাড়িতে। বিশাল পুলিশ বাহিনী ছুটে এলো ঘটনাস্থলে, নামানো হলো কমব্যাট ফোর্স। মৃত যুবকের দিদি রিমা বার্নওয়ালের অভিযোগ, "আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ ছিল। পুলিশকে জানিয়েছিলাম কিন্তু কোন খোঁজ মেলেনি। ওই মেয়েটি আমার ভাইকে নিয়ে গেছিল। তারপরেই মেরে ঝুলিয়ে দিয়েছে। যারা আমার ভাইকে এইভাবে মারল তাদের আমরা শাস্তি চাইছি।" মৌখিকভাবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, "ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলেই পরিষ্কার হবে মৃত্যুর কারণ। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। যে বাড়িতে ভাঙচুর চালান হয়েছে সেই বাড়িতে যারা ছিলেন তাদেরকে আপাতত উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।"
ছবি 2C তে
ফাইল নাম
0609ZG_DGP_MRDR_R
14
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ASAyan Sharma
FollowSept 08, 2025 05:45:35Kolkata, West Bengal:
Slug _Nrs private coaching contro_
# স্বাস্থ্য দপ্তরের নির্দেশকে বুড়ো আঙ্গুল?
সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়ামে বেসরকারি কোচিং সেন্টারের নিউ ইউজি কোচিং ক্লাস
অনুমতি দিল কে?
# স্বাস্থ্য শিক্ষা দপ্তরের নির্দেশ রয়েছে, সরকারি মেডিকেল কলেজ এর অডিটোরিয়ামকে ভাড়া দেওয়া যাবে না বেসরকারি কোচিং সেন্টারের ক্লাস করানোর জন্য।
# যে কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযোগ তাদের স্বীকারোক্তি ক্লাস হয়েছে, তবে সেটা অনুমতি সাপেক্ষেই হয়েছে। স্টুডেন্ট কাউন্সিল সেই অনুমতি দিয়েছেন। কিন্তু কোন লিখিত নথিপত্র নেই তাদের কাছে। অনুমতি আদায় করেছে স্টুডেন্ট কাউন্সিল।
# স্টুডেন্ট কাউন্সিলের ছাত্র প্রতিনিধিদের দাবি, আমরা অনুমতি নিয়েছি, আমরাই বেসরকারি কোচিং সেন্টারের সঙ্গে কথা বলেছি।তবে অনুমতি পত্র দেখাতে বললে,আমাদের প্রতিনিধি দীর্ঘক্ষণ ধরে মেডিকেল কলেজ চত্বরে অপেক্ষা করলেও তাদের দেখা মেলেনি।
# এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী রোগ বিভাগের সাততলাতে অবস্থিত স্বামী বিবেকানন্দ হল। সেখানেই মাঝে মাঝেই, এভাবেই নজর এড়িয়ে চলে ক্লাস। ভাড়া দিচ্ছে কে আর টাকা যাচ্ছে বা কোথায়। তার কোন হদিশ নেই।
# বাইরের কোন সংস্থা যদি এন আর এস মেডিকেল কলেজের জন্য অডিটোরিয়াম ভাড়া নেয়,তার একদিনের শুধু হল ভাড়ার খরচ ১০ হাজার টাকা।এছাড়াও রয়েছে এসি সহ ইলেকট্রিক বিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অতিরিক্ত চার্জ।এর জন্য সরকারি রশিদ কেটে টাকা জমা করতে হয়,জানাতে হয়,কোন দিন কত ঘণ্টার জন্য এই হল নেবেন তারা।
# এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জন প্রতিনিধি সদস্য তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সুপ্তি পাণ্ডে জানান,দুর্নীতির শিকড় অনেক দিন ধরে রয়েছে। একদিনে সেটা শেষ করা যাবে। আমি খোঁজ নিয়ে গোটা বিষয় জানার চেষ্টা করব। পদক্ষেপ নেব।
Note -
১. ক্লাসের মোবাইল ভিডিও 6.09.25
২.কোচিং সেন্টারের ম্যানেজার এর বক্তব্য(টেলিফোন)
৩.এন আর এস মেডিকেল কলেজের যেখানে ক্লাস হয়েছিল,সেই বিল্ডিং এর বাইরের ছবি
৪.রিপোর্টার wt
৫. সুপ্তি পাণ্ডে,প্রতিনিধি ,রোগী কল্যাণ সমিতি, এনআর এস
৬.স্বপ্নীল ঘারা,ছাত্র প্রতিনিধি,Nrs student council
0
Report
KMKIRAN MANNA
FollowSept 08, 2025 05:45:12Dihierench, West Bengal:
*খেলতে গিয়ে বালি খাদানের খাদের জলে তলিয়ে গেল দুই কন্যা শিশু, মৃত ১*
নন্দীগ্রাম বিধানসভা বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খন্ড জলপাই হলদি নদীর বরাবর একটি বালি খাদান দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই বালি খাদানে খেলতে গিয়ে খাদের জমা জল পুকুরে পরিণত হয়েছে, সেই জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। দুই বোন সলোনি সিং এবং পিংকি সিং খেলছিল বালির খাদানে। একটি খাদানে বালি আগে ভর্তি থাকলেও বর্তমান সময় এই খাদানে বালি সম্পূর্ণ খালি ফলে জল জমা হয়ে আছে। ৭ বছরের পিংকি বুঝতে পারেনি। ভুলবশত ওই বালি খাদানের খাদে পা ধুতে গেলে তলিয়ে যায় গভীরে। বোনকে বাঁচাতে গিয়ে তড়িঘড়িতে পা স্লিপ করে পড়ে যায় দিদি এবং করুণ পরিনিতি হয়। স্থানীয় মানুষজন ছুটে আসে উদ্ধারে দুইজনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালি হাসপাতালে পাঠানো হলে ছোট বোন পিংকি সিংকে ডাক্তাররা মৃত ঘোষণা করে, বড় বোন হাসপাতালে ভর্তি।।
স্থানীয় মানুষজন অভিযোগ করছে বালি খাদান সরকারি কি বেসরকারি তা জানা নেই তবে খাদান সম্পন্ন খোলা অবস্থায় আছে তাই ছোট ছোট ছেলেমেয়েরা ঐ খাদান বরাবর খেলাধুলা করে, তাই ওই খাদানের চারিপাশে বাউন্ডারি ব্যবস্থা করতে হবে। নয়তো আগামী দিনে আবারও দুর্ঘটনার সম্মুখীন হতে।
0
Report
AGAyan Ghosal
FollowSept 08, 2025 05:15:55Kolkata, West Bengal:
METRO PROB
ফের ব্লু লাইন মেট্রোয় যাত্রী ভোগান্তি। সপ্তাহের প্রথম কাজের দিন এবং উচ্চ মাধ্যমিক শুরুর দিন কবি নজরুল স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গেল শহীদ ক্ষুদিরাম গামী রেক। সকাল ৮ টা ১০ থেকে এখনও পর্যন্ত রেকটি আটকে। প্রভাব পড়েছে ডাউন লাইনের পরিষেবায়। কারণ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত না গেলে ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা যাচ্ছে না। আপাতত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিক পরিষেবা চলছে।
0
Report
DSDIBYENDU SARKAR
FollowSept 08, 2025 04:16:53Arambag, West Bengal:
আরামবাগঃ০৮ সেপ্টেম্বর
--------------------------------------------
জি ২৪ ঘন্টার খবরের জের।আর সেই খবর দেখা মাত্রই তড়িঘড়ি কাজ শুরু হয়ে যায়।খুশি পুরশুড়ার ঘোলদিঘরুই এলাকার মানুষ জন।
দীর্ঘদিন ধরে নোংরা দূষিত পচা জল পেরিয়ে জুতো হাতে করে স্কুলে আসতে হচ্ছিল শতাধিক খুদে স্কুল পড়ুয়া কে।বার বার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কর্তাব্যক্তি দের জানিয়েও কোন ফল হয়নি।বাধ্য হয়েই নোংরা দূষিত পচা জল পার হয়ে বিপদের ঝুঁকি নিয়েই স্কুলে যাচ্ছিল ছাত্রছাত্রীরা।আর সেই খবর জি ২৪ ঘন্টায় দেখানো হয়।আর সেই খবর দেখেই তড়িঘড়ি খোঁজ খবর নিতে শুরু করে দেন আধিকারিকেরা।না,কোন পঞ্চায়েত বা বিডিও অফিসের আধিকারিক নয়,খোদ হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশীষ সেন, আরামবাগের এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী নিজেই খোঁজ নিয়ে তড়িঘড়ি পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে কে বিষয় টি সমাধানের নির্দেশ দেন।আর যে কাজ চারমাস ধরে সমাধান হয়নি সেই কাজ এক ঘন্টার মধ্যেই সমাধান করে দিলেন পুলিশ আধিকারিকেরা।তড়িঘড়ি বেশ কয়েটি দমকল মেসিন নিয়ে আসা হয় এলাকায়। সব কটি মেসিন বসিয়ে এলাকার জমা সমস্ত জল সেচের মাধ্যমে পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়।আবহাওয়াও ভালো থাকায় যাতায়াতের রাস্তাও অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।এতে স্বাভাবিক ভাবেই গ্রামের মানুষ জন অত্যন্ত খুশি। স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিস নয়,পুলিশ আধিকারিকেরা নিজেরা এসে এই সমস্যার সমাধান করে দিলেন মাত্র ঘন্টা খানেকের মধ্যেই।সাধুবাদ জানাই পুলিশ আধিকারিক দের।
ঘটনা টি ছিল পুরশুড়া থানার ঘোল দিঘরুই প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার।স্কুলের ভিতরে ও বাইরের চত্বর এলাকা জুড়ে জলমগ্ন ছিল চার মাস।তাই জমা জলে চর্মরোগে আক্রান্ত হতে হয় ছাত্রছাত্রীদের। খুদে খুদে পড়ুয়ার এই কষ্টও চোখে কারুর পড়েনি।অথচ পুলিশ আধিকারিক রা সেই একই কাজ করে দিলেন।গ্রামের বাসিন্দারা আনন্দিত।
এই বিষয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশীষ সেন বলেন, আমি আপনাদের চ্যানেলে দেখেছি।।আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তীও আমাকে বলেন।ছোট ছোট ছাত্রছাত্রী দের খুবই সমস্যা হচ্ছিল।খুব কষ্ট হচ্ছিল।আমরা জানার পরেই ব্যবস্থা নিতে বলি।এস ডিপিও নিজে তদারকি করেন।পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। সমস্ত জল সরিয়ে দেওয়া হয়েছে।আমরা আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাই এই খবর তুলে ধরেন। আর সেই খবর দেখেই আমরা জানতে পারি।যাই হোক সকলের প্রচেষ্টায় জল।সরিয়ে ফেলা হয়েছে।
স্লাগ--- 0809ZG_ARM_SCHOOL_R
ছবি ও বাইট আছে 2 C তে।
14
Report
PDPradyut Das
FollowSept 08, 2025 04:02:31Jalpaiguri, West Bengal:
2C
0809ZG_JAL_WHETHER_R
সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি।
*পাহাড় এবং সমতলে বৃষ্টি।*
জল বাড়ছে তিস্তা নদীতে।
তিস্তায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর ।
দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। সোমবার সকাল ৮ টায় ১১২১ কিউমেক জল ছাড়া হয়।
রিপোর্ট:- প্রদ্যুৎ দাস
( জলপাইগুড়ি )
14
Report
TCTathagata Chakraborty
FollowSept 08, 2025 03:47:47Kaijuri, West Bengal:
কিশোরী বয়স থেকেই নিখুঁত হাত সাফাই ৷ প্রথমদিকে ট্রেনে চুরি ছিনতাই করেছেন ৷ একাধিকবার গ্রেফতারও হয়েছেন ৷ জেল থেকে বেরিয়েই ফের একই কাজ করেছেন ৷ রীতিমত লোকজন রেখে নজরদারি চালিয়ে রেইকি করে তবেই হাত সাফাই করতেন তিনি ৷ তার কাজ এতটাই নিখুঁত যে প্রতারিত ব্যক্তিরও বুঝতে অনেকটাই সময় লেগে যেত ৷ বহু চেষ্টার পর অবশেষে সোনারপুর থানার পুলিশের জালে রাবিয়া বিবি ও মিতা পুরকাইত ৷
এই চক্রের মাথা রাবিয়া বিবি ৷ কিশোরী বয়স থেকে শুরু হলেও পরে তার স্বামীও এই কাজে তাকে সাহায্য করত ৷ সম্প্রতি ব্যাঙ্কে ছিনতাইয়ের কাজ শুরু করে সে ৷ তার লক্ষ্য ছিল বয়স্করা ৷ দলের লোকজন দেখে নিত ব্যাঙ্কে ঢুকে কারা টাকা তুলছেন ৷ সেই টাকা তুলে ব্যাগের কোন চ্যানে রাখছেন ৷ তারপর সেই তথ্য অনুযায়ী তার পিছু নিয়ে ব্লেড দিয়ে ব্যাগ কেটে অত্যন্ত নিখুঁতভাবে সেই টাকা ছিনিয়ে নিতেন তিনি ৷ এই কাজে এতটাই পারদর্শী তিনি যে কেউই টেরই পেতেন না ৷
সম্প্রতি সোনারপুর ব্যাঙ্ক থেকে তপতী সরকার নামে এক মহিলা ১ লক্ষ টাকা তোলেন ৷ ব্যাঙ্কে বসেই টাকা গোনেন তিনি ৷ তারপর বেরিয়ে চা খাওয়ার জন্য দাঁড়ান তিনি ৷ তখনই এই কাজ হয় ৷ এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে রাবিয়া বিবির বারুইপুরের সীতাকুণ্ডু, জয়নগরের মহিষমারি সহ উত্তর চব্বিশ পরগনার রহড়াতেও বাড়ি আছে ৷ তার এই ছিনতাই চক্রের জাল দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম ও বাঁকুড়াতেও ছড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে ৷
13
Report
AGAyan Ghosal
FollowSept 08, 2025 03:47:17Kolkata, West Bengal:
HS EXAM
*সেমিস্টার পদ্ধতির প্রথম উচ্চ মাধ্যমিক শুরু আজ থেকে*
১) আজ থেকে শুরু হওয়া ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই প্রথম দু ভাগে হতে চলেছে।
২) প্রথম ভাগের পরীক্ষা শুরু হতে চলেছে আজ সকাল ১০ টায়।
৩) ও এম আর শিটে প্রথম ভাগের মূল্যায়ন করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
৪) ও এম আর শিটে কোন প্রশ্নেরই রাফ ওয়ার্ক করা যাবে না।
৫) এবারই প্রথম প্রশ্নপত্রের মধ্যেই রাফ ওয়ার্ক করার জায়গা থাকবে। সেখানে খসড়া বা রাফ ওয়ার্ক করতে পারবেন পরীক্ষার্থীরা।
৬) পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
৭) পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ সহ সমস্ত রকম ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ।
৮) আজ প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা।
13
Report
BSBarun Sengupta
FollowSept 08, 2025 03:47:13Barrackpur Cantonment, West Bengal:
রাত বারোটা নাগাদ মদ্যপ অবস্থায় বি টি রোড এর ওপর বারাকপুর বিএন বসু হসপিটাল এর সামনে তিন যুবক শূন্যে 3 রাউন্ড গুলি চালায়। সাথে সাথে রাতের কর্তব্যরত পুলিশ তাদের তাড়া করে টাটা গেটের সামনে থেকে তিনজনকে ধরে ফেলে এই তিন যুবক খরদহের বাসিন্দা নাম আরমান আনসারী, সাহারাবাজ আনসারী, বিশ্বজিৎ তেওয়ারি। এই তিনজনকে টিটাগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। কি কারনে এরা গুলি চালালো বা পিস্তল কোথা থেকে এলো পুলিশ তা খতিয়ে দেখছে।আজ এদের আদালতে পাঠানো হবে।
080925_BKP_TITAGARH_GU
2C TE
13
Report
MMManoranjan Mishra
FollowSept 08, 2025 03:33:56Purulia, West Bengal:
পুরুলিয়া : ভাদ্রের হাঁসফাস গরমে রাতভর হাতপাখা চালিয়েই রাত কাটাতে হলো রোগী এবং রোগীর সঙ্গে আসা ব্যক্তিদের । সারারাত ধরে বন্ধ থাকলো ইলেকট্রিক পাখা । চরম সমস্যায় রাত কাটালেন চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের আত্নীয়রা। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বরা হাসপাতালে গিয়ে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান। হাসপাতালে চিকিৎসা পরিষেবা বেহাল দশা নিয়ে স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন সাধারণ মানুষ থেকে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই ।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অভিযোগ, হাসপাতালের সমস্ত ফ্যান বন্ধ হয়ে রয়েছে । অসহ্য গরমে থাকা মুশকিল হচ্ছে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইলেকট্রিক ফ্যান খারাপের সমস্যাটি স্বাস্থ্য আধিকারিকের দ্রুত সমাধান করা উচিত । এই গরমে হাসপাতালে চিকিৎসাধীন শিশু, প্রসূতি মা, বৃদ্ধ বৃদ্ধা সকলকে সমস্যায় পড়তে হচ্ছে ।
যদিও পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিক নব কুমার বিশ্বাস বলেন, কিছু ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে ফ্যানগুলো চলছে না। হাসপাতালের অবস্থাও ভালো না। বৃষ্টি হলেই মাঝেমধ্যেই শর্ট সার্কিট হয়ে পড়ছে । ওষুধপত্র ভিজে যায় । বিষয়টি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জেলা প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতিকেউ জানানো হয়েছে । শেডের জন্য আবেদন জানানো হয়েছে । কিন্তু সমস্যার সমাধান হয়নি ।
অন্যদিকে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে রাতেই হাসপাতালে পৌঁছান । বিষয়টি নিয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিকের গাফিলতির কারণে এসব হচ্ছে বলে দাবি করেন তিনি । হাসপাতালে চিকিৎসা পরিষেবা বেহাল দশা নিয়েও স্বাস্থ্য আধিকারিকের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি ।
বাইট:
১) ইপিল হাঁসদা (স্থানীয় বাসিন্দা)
২) অজিত মাহাতো (রোগী)
৩) চরণপাহাড়ি দাস (স্থানীয় বাসিন্দা)
৪) নব কুমার বিশ্বাস (BMOH, পুঞ্চা)
৫) অনিল বরন সহিস (সভাপতি, পুঞ্চা পঞ্চায়েত সমিতি)
4
Report
AGAyan Ghosal
FollowSept 08, 2025 03:04:45Kolkata, West Bengal:
WEATHER
*আবহাওয়া পয়েন্টার*
১) শনি এবং রবিবারের পর আজ সোমবারও কার্যত খটখটে শুকনো প্রায় গোটা দক্ষিণবঙ্গ। কাল মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ১২ সপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলার পর ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত বৃষ্টি কম, ভাদ্রের চড়া রোদ বেশি। ১৮ থেকে ২৪ আবার বাড়বে বৃষ্টি।
২) কাল মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
৩) উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।
৪) সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থান করছে। এটি পশ্চিম অভিমুখে এগোচ্ছে। আজ এটি গুজরাট সংলগ্ন রাজস্থানে অবস্থান করবে। কাল শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা।
৫) কাল মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের ৯ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
৬) বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে।
৭) উত্তরবঙ্গে আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি, উপরের চার জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
৮) মঙ্গলবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টি জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।
৯) বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।
বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার শুধু কালিম্পং এ ভারী বৃষ্টির সতর্কতা।
১০) কলকাতায় গত দুদিনের মতো আজও বৃষ্টির সম্ভবনা অত্যন্ত কম। বৃষ্টি বাড়বে কাল থেকে। পরশু আরো বাড়বে বৃষ্টি। আজ আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি র পূর্বাভাস। শুক্রবার কমবে বৃষ্টি। তারপর বিশ্বকর্মা পুজো পর্যন্ত তেমন বৃষ্টি নেই। ১৮ তারিখ থেকে বৃষ্টি অনেকটাই বাড়বে কলকাতায়। তবে খুব বেশি বা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতায় নেই।
6
Report
PSPrasenjit Sardar
FollowSept 08, 2025 03:04:31Baruipur, West Bengal:
গাড়ির ধাক্কায় জখম বধু
ক্যানিং - গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলে এক বধু। সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত লর্ড ক্যানিংয়ের বাড়ির সামনে । গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন ছকিনা সেখ নামে এক বধু।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের মিঠাখালি গ্রামের বাসিন্দা বধু ছকিনা সেখ। কলকাতায় পরিচারিকার কাজ করেন। সকালে কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন।রাস্তা দিয়ে হেঁটে ক্যানিং স্টেশনে যাচ্ছিলেন। সেই সময় আচমকা একটি ম্যাটাডোর ওই বধুকে সজোরে ধাক্কা মারে।রাস্তায় লুটিয়ে পড়ে। । স্থানীয়রা তড়িঘড়ি ওই বধুকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বধুর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। অন্যদিকে সুযোগ বুঝে গাড়ি চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। ক্যানিং থানার পুলিশ গাড়িটি আটক করে চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
080925ZG-BAR-CANNING-AHOTO-R
11
Report
BBBimal Basu
FollowSept 08, 2025 03:03:24Basirhat, West Bengal:
R বলে 2C তে ছবি পাঠিয়েছি।
আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগে পুলিসের হাতে গ্রেফতার হলেন বসিরহাট দু নম্বর ব্লকের চৈতা পঞ্চায়েতের উত্তর ঘোনা গ্রামের তৃণমূলের সদস্য নাসির মন্ডল। বসিরহাটের সি জে এমের আদালতে তুলে নিজেদের হেপাজাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
এ বিষয়ে মাটিয়া থানার পুলিস জানায় বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র কাছে রাখার জন্য নাসির মণ্ডল ঐ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র পেলেন এবং কি উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে তা পোস্ট করলেন তা ক্ষতিয়ে দেখতে পুলিস তদন্ত শুরু করেছে।
পুলিস সূত্রে জানা যায়,গত এক সপ্তাহ হচ্ছে নাসির আগ্নেযাস্ত্র হাতে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তা জানাজানি হলে মাটিয়া থানার পুলিস তদন্তে নামলে ছবি নজরে আসে। তার ভিত্তিতে রবিবার নাসিরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার হাতে থাকা আগ্নেযাস্ত্র টির খোঁজে তল্লাশি শুরু মিটিয়া থানার পুলিস।
বিমল বসু বসিরহাট
6
Report
PDPradyut Das
FollowSept 08, 2025 02:45:40Jalpaiguri, West Bengal:
2C
0809ZG_JAL_TOWER_R
দীর্ঘ কয়েক ঘণ্টার অবশেষে মায়ের অনুরোধে নামলো ছেলে টাওয়ার থেকে।
মৃত্যু, জীবনের শেষ, এমনটাই মনে করে টাওয়ারের মগডালে উঠে বসল এক যুবক, চাঞ্চল্য জলপাইগুড়িতে।
শেষমেষ মায়ের চোখের জল আর দেখে থাকতে পারলো না, নেমে আসলো সেই টাওয়ার থেকে ওই যুবক। স্থানীয় বাসিন্দারা জানান যে যুবকের মুখ থেকে শুনে যাচ্ছে, পারিবারিক অশান্তির জের। কোচবিহারের জামালদহ থেকে জলপাইগুড়িতে এসে রবিবার সন্ধ্যায় বিদ্যুতের টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের। রাতের দিকে ঘটনা জলপাইগুড়ির পাহাড়পুর দক্ষিণ বড়ুয়া পাড়ায় একটি টাওয়ারে উঠে পড়েন ওই যুবক। তাকে নামাতে রীতিমতো কালঘাম ছোটে পুলিশ ও দমকলের। তিন ঘণ্টার চেষ্টায় ওই যুবককে টাওয়ার থেকে নামাতে সক্ষম হন দমকল কর্মীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
5
Report
AGAyan Ghosal
FollowSept 08, 2025 02:45:32Kolkata, West Bengal:
ED RAID
গোপীবল্লভপুরে জিয়াউল হক নামে এক গ্রামীণ পুলিশের বাড়িতে তল্লাশি চলছে। এই ব্যক্তি গ্রামীণ পুলিশের কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
২ বাই ৮৭, রিজেন্ট কলোনি। সঞ্জীব বয়েড নামে এক বিমা কোম্পানির এজেন্টের বাড়ি তল্লাশি
বালি পাচারের কালো টাকা ঘুরপথে এই এজেন্টের মাধ্যমে বিমায় বিনিয়োগ হয়েছে বলে ইডি সূত্রে খবর
মূলত বালি পাচারের আর্থিক দুর্নীতি এবং টাকা ঘুরপথে কিভাবে সাইফন করা হয়েছে সেই তদন্ত করছে ইডি
13
Report
BCBasudeb Chatterjee
FollowSept 08, 2025 02:45:27Asansol, West Bengal:
রবিবার ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতের বিভিন্ন জায়গা থেকে খুব ভালোভাবে দৃশ্যমান হয়েছে। শহরাঞ্চল তো বটেই গ্রামেও এবার দেখা গেল সেই চন্দ্রগ্রহণ দেখার জন্য মানুষজনের উৎসাহ। আসানসোলের কুলটির মিঠানি গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পূর্ণ চন্দ্র গ্রহণ দেখার জন্য শিবির করা হয়েছিল। একেবারে দূরবীনের সাহায্যে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। ক্ষুদে পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূ এমনকি বয়স্করাও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শিবিরে এসে চন্দ্রগ্রহণ উপভোগ করেন। শুধু তাই নয় কুসংস্কার দূর করতে এদিন চন্দ্রগ্রহণের সময়কালে চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। অনেকেই মনে করেন যে গ্রহণের সময় কালে কিছু খাওয়া উচিত নয়। আর সেই কুসংস্কার দূর করতে কার্যত এই চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য কিংশুক মুখোপাধ্যায়। এছাড়াও ছিল ছোটদের জন্য কুইজ ও মহাকাশের অজানা দিক গুলি নিয়ে গল্পের ছলে আলোচনা।
0809ZG_ASN_LUNAR_ECLIPSE
বাইট - কিংশুক মুখোপাধ্যায়, সদস্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
অন্তরা মুখোপাধ্যায়, স্থানীয়
12
Report